গানটি যে কতবার শুনেছি আমার ঠিক মনে নেই । বিশ্বকবি এ কি যে সৃষ্টি করে গেলেন, তা যারা সত্যিকারের হৃদয় দিয়ে অনুভব করেছেন আমার বিশ্বাস একমাত্র তাঁরাই বুঝেছেন । অপূর্ব ,শতকোটি প্রণাম হে মহাকবি ।
পড়ছিলাম রবীন্দ্রনাথের চিঠি....আর সাথে রবীন্দ্রনাথের গান....মনটা হু হু করে উঠলো....এইভাবে কেউ কিভাবে নিবেদন করতে পারে.....এত হাহাকার... আবার একই সাথে এতো পূর্ণ তা......সমস্ত স্বত্বা দিয়ে রবীন্দ্রনাথকে অনুভব.....
কবিগুরুর প্রতিটি সঙ্গীত যেন এক-একটি আরাধ্য প্রতিষ্ঠান। শব্দগুলি হৃদয়ে এমনভাবে স্থাপিত হয় যে - সেই অতুলনীয় পরিপূর্ণ সুধাময়ী রাজ্য হতে বেরুনোর ইচ্ছেগুলি ফুরিয়ে যায়! বিনম্র শ্রদ্ধা হে পরম পূজনীয় চিরস্মরণীয় মহামানব।
" রবি ঠাকুরের গান ! হেমন্ত মুখোপাধ্যায় কন্ঠ দান ! " এ যেন একে অপরের পরিপূরক । "সৃষ্টিকর্তা যেন রবি ঠাকুরের এই গান গুলো কে অতি হৃদয়গ্রাহী, 'কালজয়ী' চির ভাস্বর হয়ে থাকার জন্য সুরেলা কন্ঠের জাদুকর করে হেমন্ত মুখোপাধ্যায় কে প্রেরণ করেছিলেন। " বিশ্ব বিখ্যাত চির স্মরণীয় দের শ্রীচরণে জানাই ভক্তি পূর্ণ প্রণাম !!
গানটি কিংবদন্তি শিল্পীর কন্ঠে 'দাদার কীর্তি' বাংলা ছবিতে শোনবার পর নতুন ভাবে মনকে নাড়া দিয়েছিল। কিন্তু ছবিটিতে ছেলে ঢুকিয়ে দিতে চাওয়া তাপস পালের মুখটা সংগে সংগে মনে পড়ে যায় এটাই আমাকে পীড়া দেয়।
Splendid,! Creativity & Expression in delivering...the poem .... the music .... the .. voice ... rare combination of Rabi Thakur & Hemanfa da ...blessed we are ... blessed we all Bengali
@@niladrisekhar5964ki poristhiti ektu bujhiye bolben ki??? Asole eta ekta puja porjay er gan... Apnr ki sadhona kore upolobdhi hoyeche ta jante chaichi.🙂
গানটি যে কতবার শুনেছি আমার ঠিক মনে নেই । বিশ্বকবি এ কি যে সৃষ্টি করে গেলেন, তা যারা সত্যিকারের হৃদয় দিয়ে অনুভব করেছেন আমার বিশ্বাস একমাত্র তাঁরাই বুঝেছেন । অপূর্ব ,শতকোটি প্রণাম হে মহাকবি ।
পড়ছিলাম রবীন্দ্রনাথের চিঠি....আর সাথে রবীন্দ্রনাথের গান....মনটা হু হু করে উঠলো....এইভাবে কেউ কিভাবে নিবেদন করতে পারে.....এত হাহাকার... আবার একই সাথে এতো পূর্ণ তা......সমস্ত স্বত্বা দিয়ে রবীন্দ্রনাথকে অনুভব.....
A living image of God
কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে- এই গান।যেমন সুন্দর রবি ঠাকুরের সৃষ্টি তেমন অনুপম হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেলা কণ্ঠ।
One of the multitalented poet of the world till now no one has taken his place so he has written tomar ason sunyo ajee purno karo
❤❤❤❤❤
@@prasantamohapatra4065এইগান কখনোইপুরানো হবে না।
এইসব গান শুনলে প্রান জুরিযে যায।
আমি কতবার যে এই গানটি শুনেছি তার হিসাব নাই। মন ভারাক্রান্ত হলে এই গানটি ওষুধের মতো কাজ করে ।
হেমন্ত মুখার্জীর কন্ঠে রবীন্দ্রসঙ্গীত এতটাই perfect যে এটা বাঙালীর সৃষ্ট একটা অন্যতম আশ্চর্য হয়ে থাকবে
হেমন্ত মুখোপাধ্যায় বাংলার আকাশে একজন ধ্রুবতারা তার গলার গাম্ভীর্য কে এতটাই মুগ্ধ করে যতবার তার গান শুনি এত বেশি ভালো লাগে
Apurba
❤
যেমন কবির লেখা তেমন সুর আর তেমনি হেমন্তবাবুর কন্ঠ!!ও! অসাধারন😍
এ গান চিরকালের নবীন , নতুন উদ্যম সঞ্চার করে মনে । শিল্পী হেমন্ত বাবুর কণ্ঠে গানটি প্রাণ পেয়েছে।।
কবিগুরুর প্রতিটি সঙ্গীত যেন এক-একটি আরাধ্য প্রতিষ্ঠান। শব্দগুলি হৃদয়ে এমনভাবে স্থাপিত হয় যে - সেই অতুলনীয় পরিপূর্ণ সুধাময়ী রাজ্য হতে বেরুনোর ইচ্ছেগুলি ফুরিয়ে যায়! বিনম্র শ্রদ্ধা হে পরম পূজনীয় চিরস্মরণীয় মহামানব।
" রবি ঠাকুরের গান !
হেমন্ত মুখোপাধ্যায় কন্ঠ দান !
" এ যেন একে অপরের পরিপূরক ।
"সৃষ্টিকর্তা যেন রবি ঠাকুরের এই
গান গুলো কে অতি হৃদয়গ্রাহী,
'কালজয়ী' চির ভাস্বর হয়ে থাকার জন্য
সুরেলা কন্ঠের জাদুকর করে হেমন্ত মুখোপাধ্যায় কে প্রেরণ করেছিলেন।
" বিশ্ব বিখ্যাত চির স্মরণীয় দের শ্রীচরণে
জানাই ভক্তি পূর্ণ প্রণাম !!
😊😅
আসলে গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের ভয়েসের ধরণ দেখেই অনন্য মাত্রা পেয়েছে। আপনি এখনকার শিল্পী দিয়ে গানটি গাওয়ায়ে দেখতে পারেন,এই আধুনিক যুগেও তা কখনই হেমন্ত মুখোপাধ্যায়ের মতো হবেনা।
ওনার ভেরিটোন ভয়েস ও গলার ভাবগাম্ভীর্য আসলেই স্বর্গীয়।
*Baritone
যতদিন আকাশে রবি, ততদিন রবীন্দ্রসঙ্গীত।#অফুরান উড়ানমন।
ì8ùi88ùùù77787ū
@@somnathray333 bujhlam na
কেনো জানিনা চোখ দুটো জলে ভিজে গেলো রাধে রাধে 😭😭🙇♀️🙏
এখনকার গানে যতোই সুর ,তাল ,বাজনা দেয় না কেনো ,আগের গানের কাছে হার মানাবেই 🙏🙏
যারা আমার কোথায় একমত তারা একটা লাইক দাও 🙏
👌👌
Bhul khtha janer sur khatha valo hole je kono jaan valo lagbe
4-76 katalam Er i kripay.
Yes
Thik bolechen
পৃথিবীর অস্তিত্ব যদি থাকে তাহলে 3021 সালেও বাঁঙালী এই গান শুনবে
Amio akmot.
একদম ঠিক
@Tapasi Ghosh52w 🎉😂4
এই গান যতই সুনি ততোই আমার মন সিতল থাকে
Touching rendering heart warming : pl post English translation so we can understand Gurudev's this beautiful poem prayer ...will be obliged
মানুষের হৃদয়ের গভীরে যে একটা হৃদয় আছে তা এই গান শুনলে মনে পড়ে।
শেষ জয় এ যেনো হয়সে বিজয়ী, তোমারও কাছেতে হারিয়া....❤
হৃদয়স্পর্ষি গীত আর সঙ্গিত ; এক মহান রচয়িতা, আর এক অসাধারণ শিল্পি। দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম।
sporshi, sangeet, shilpi banangulo vul
রবী ঠাকুরের সুদক্ষ শব্দ বিন্যাস , মোহনীয় সুরধারা আর হেমন্তের অতুলনীয় কন্ঠ-মাধুর্য্য সঙ্গিতটাকে মাস্টারপিসের পর্য্যায়ে নিয়ে গেছে।
কথা, সুর কণ্ঠ প্রাণ ছুঁয়ে গেল, কবি ও শিল্পীকে প্রণাম।
মন ছুঁয়ে যাওয়া অসাধারন সঙ্গীত।
গানটি কিংবদন্তি শিল্পীর কন্ঠে 'দাদার কীর্তি' বাংলা ছবিতে শোনবার পর নতুন ভাবে মনকে নাড়া দিয়েছিল। কিন্তু ছবিটিতে ছেলে ঢুকিয়ে দিতে চাওয়া তাপস পালের মুখটা সংগে সংগে মনে পড়ে যায় এটাই আমাকে পীড়া দেয়।
Dadar kirti ei ganti Hemanta babu koren ni ota shibaji chattopadhyay geye chhen
ওনার অভিনয় নিয়ে কোনো কথা হবেনা। অনেক বড় অভিনেতা অবার কাছে হার মানবে। অভিনয় এর জন্য উনি বিখ্যাত হয়ে থাকবেন।
@@binayakmajumder ke boleche?
@@binayakmajumder তথ্য জেনে লিখতে আসুন। আর হেমন্তবাবুর কণ্ঠ চিনতে অসুবিধা কোথায়? হেমন্তবাবুর কণ্ঠ সর্ব্বশ্রেষ্ঠ।
@@binayakmajumder bah apni to birat gyani byakti dekhchi...
হেমন্ত এই একটা গানের মাধ্যমেই লেজেন্ড হয়ে থাকবেন, আর অন্য কা কথা
Remarkable comment.
এই পৃথিবীতে একজন মানুষের জন্মই হয়েছে অপর মানুষের তরে নিজেকে বিকিয়ে দিতে। তা না করতে পারায়, আমরা কখনো স্বর্গীয় আনন্দ পাওয়ার যোগ্য হই না।
২০২৪ এ এসে এই গান শুনে একটা কমেন্ট করে যাচ্ছি। এই গান যেন রবি ঠাকুরের হৃদয়ের আকুতি মিশ্রিত নির্যাস। খুব ভালো লাগলো।
গান টি যখন রচনা করেছো তখন তোমার বয়স অনূর্ধ্ব ২৯ বছর। গানের কথাগুলো অসংলগ্ন। শুধু লালন ব্যতীত সারা জীবনেও বাংলার কারও দুয়ারে যাও নি।
প্রেমের এমন নিবে দন চিরকাল থাকবে । যত শুনি তত হারিয়ে যাই ।
ভগবান দত্ত কণ্ঠস্বর।
অসাধারণ, তুলনাহীন
🙏🙏🙏
পৃথিবীতে এই গান কোন দিন শেষ হবে না।❤
অসাধারণ বললেও কম বলা হয় এ বানী ও সুরকে !
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি অসাধারণ কোনো তুলনা নেই ❤😀😔🙏।
মনটা খারাপের মাঝেও গানটা শুনতে এক কষ্ট অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়।অসাধারণ
Kaner bhitor diye morome poshilo akul korili mor pran ......
Amar MAMA Hemanta Mukhopadhyay ke janai amar binamro pronam o srodhha.....
🌹❤🙏🌹❤🙏🌹❤🙏
চরম শান্তি আর চরম সাধনা না থাকলে এই লেখা আর এই সুর আসে না।🎉🎉🎉❤❤❤
Apni ja bolchen ta ekdom thik 👍👍
কি যে সুন্দর গানের লাইন গুলো চোখ বন্ধ করে শুনতে ভালো লাগে। কোথায় যেন হারিয়ে যাই।
গানটি হৃদয় স্পর্শ করে। হাজার বছর পারে ও মানুষ গানটি শুনবে।
অসাধারণ গান, অসাধারণ গায়ক হেমন্ত মুখোপাধ্যায়
মন ভরে গেল,কিন্তু অনুষঙ্গ চিত্রাবলী গান টি র গভীর ভাব কে কলুষিত করছে।
যতদিন বাঙালি থাকবে, বাঙলা ভাষা থাকবে , এসব গান অম্লান রইবে বংশপরম্পরায় যুগ যুগ ধরে আদৃত হবে ।
জানিনা ঈশ্বর নিজৈ গাইলে এর চেয়ে মধুর হতো কিনা
খুব সুন্দর কথা বলছো।
কি দারুণ বললেন, হরে কৃষ্ণ 🥰
এই গানটা সবার কাছে সব সময়ই প্রিয় । বারবার শুনেও শুনতে ইচ্ছে করে ।
এত ভাল লাগা, এত ভাল লাগা- কন্ঠ রুদ্ধ হয়ে আসে।
ঐশ্বরিক সংগীত ঐশ্বরিক কন্ঠ, লহ প্রনাম,,, 🙏🏼
যেমন কথা তেমন ই কন্ঠ।এক কথায়,অসাধারণ!
Jotoi adhunik hok ei jibon...ei gan kei jibon er songi kore cholte hobe...nahole ei jibon osompurno.....❤
এই সব ধরনের গান মনের ক্লান্তি দূর করে।
গানের মধ্য দিয়ে এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করা যায় !!! ❤️❤️❤️
The best and the greatest bengali singer of all times. The Great Hemanta Mukhopadhyay. 👍 👌🙏👏💕
যতদিন পৃথিবী থাকিবে ততদিন এই গানও থাকিবে।।
অপূর্ব এক মুগ্ধতা🌺🌸🌼
Rabindra Sangeet is wonderful. I can't understand why people don't listen it so much now it's beautiful.
People never live without rabindrasangeet still now🌚😌❤💌
Voice of Hemanta Mukherjee is wonderful, his place will never fill up.
Salute him .
এখন রাত সারে চারটা। অনেকবার শুনেছি তারপরও কেন যে ভালোলাগা বেড়েই চলেছে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই গান আমার মতো মানুষকে মনের খোরাক দিয়ে যাবে।
দাদার কীর্তি সিনেমায় অভিনয়ে নবাগত নায়ক তাপস পালের লিপে এই গান প্রথম শুনছিলাম,আজ প্রায় পঞ্চাশ বছর পরেও সেই একই শিহরণ খেলে গেল মনের মাঝে।
এরকম কন্ঠ আর কি পাবো আমরা ? অসাধারন।
অসাধারণ গান। অসাধারণ গায়কী।
কি স্নিগ্ধ এই সুর হৃদয়ে গেঁথে যায়!😊
হৃদয় বিদারক গান। বার বার শুনতে ইচ্ছে হচ্ছে।
সকালের রঙটাই বদলে গেল। অনবদ্য।কি আনন্দ আকাশে বাতাসে।
এই গান সমন্ধে যতই বলি, শতগুণ না বলা থাকবে।
খুব মনোমুগ্ধকর গান। অবিস্মরণীয় ।
অসাধারণ গান আর গানের কথা❤❤
এক কথায় অসাধারণ ❤️❤️❤️❤️
আমার মনের মানুষটাকে আজ খুব মনে পড়েছে
এই ভক্তিমূলক গানটি ছোটবেলায় আমি আমার বাবার কাছে শুনেছিলাম। ছোটবেলার স্মৃতি মনে পড়ে।
এত সুন্দর গান থাকলে আর মন খারাপ হয়।
মন চায় সারাদিন এই গানই শুনি
আমারো মনে চায়
হেমন্ত মুখোপাধ্যায় এর গলায় রবীন্দ্র সংগীত মানে হলো চিরন্তন ❤🙏🏻
Pls can you share where can I find this songs meaning in Hindi or English
Google it
"Charano dhorite -Rabindra sangeet english version "
@@kamyab101percent
Splendid,! Creativity & Expression in delivering...the poem .... the music .... the .. voice ... rare combination of Rabi Thakur & Hemanfa da ...blessed we are ... blessed we all Bengali
স্খলিত শিথিল কামনার ভার,বহিয়া বহিয়া ফিরি কতো আর
এই গানটি এত সুন্দর গাওয়ার ক্ষমতা এক মাএ হেমন্ত মুখোপাধ্যায়ের
অসাধারণ গান এবং গাওয়া। খুব ভালো লাগল শুনে।
গুরুদেবের অমর সৃষ্টি ❤❤
One of the finest Rabindra Sangeet by Great God gifted Singer.
এই গান যতই সুনি ততোই আমার মন সিতল থাকে
শেষ জয়ে যেন বিজয়ী হতে পারি ভগবান যীশু
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী
তোমারি কাছেতে হারিয়া....This line😌
Haa, ei poristhitir moddhe diye jai, tara khub valo bujhte pare ei line er mane ta 😑
@@niladrisekhar5964ki poristhiti ektu bujhiye bolben ki??? Asole eta ekta puja porjay er gan... Apnr ki sadhona kore upolobdhi hoyeche ta jante chaichi.🙂
অসাধারণ। আরো একবার এই বাংলায় ফিরে আসুন শিল্পী
Kumar sanu
Lh
কান ও মনের প্রশান্তি ।।
What a song
What a voice of Hemant Kumar Mukhopadhyay
What a lyrics of Rabindranath Tagore
কিংবদন্তি শিল্পী হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় স্মরণীয় হয়ে থাকবেন।
ঙ
@@barunmukherjee1834 ⁰⁰
Ki osadharon gaan aha😌🙏kandiye dewar jonyo emon gaan e jothesto bodh hoy 😌🙏
আহা, শান্তি আর শান্তি। মন শীতল হোলো।
অপূর্ব ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
জীবনের শেষ ক্ষণে এ গানটা শুনে চোখ বুজতে পারলে শান্তি -
🎉🎉🎉❤❤❤❤❤
😊
R. Sarkar. Heart touching Tagore song sung by Hemanta Babu. You please come back again in Bengal. Tumi valo thako.
কি গেয়েছেন!!!!দারুন🔥🔥🔥
অতি সুন্দর সঙ্গিত।
অসাধারণ ❤️❤️❤️
জীবনের শেষ পর্যায়েও যেন এমন গান শুনতে পাই
গানের কথা, সুর, কন্ঠ মিলিয়ে আমার প্রিয় গানটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।
অপূর্ব সঙ্গীত, মন ভিজে যায়, জন্ম জন্মান্তরে সাধনার ফল।
এ গান যারা শুনবেন ২১২১ সনের জুলাইয়ে বা তার পর, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের ফিরিয়ে দেবেন না। আপনাদের দোয়ায় আবদ্ধ করে রাখবেন আমাদের।
আপনার আশা পরিপূর্ণ হোক।
Great voice great singer
শুনে অদ্ভুত শান্তি পাই 🙏🏻
Darun darun.. 🙏🙏🔥🔥
A man with heavenly voice.
গানের মাধ্যমে চিরদিন বেচে থাকবেন।
" তুমি " ভালো থেকো ।
আমি গাইতে পারিনা। গান শুনতে খুব ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত বেশি করে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে প্রাণ প্রতিষ্ঠা হয়।
প্রাণের আরাম ও আত্মার শান্তি
Thank you for beautiful presentation. God bless you.