Aji Jhoro Jhoro Mukhoro | আজি ঝরো ঝরো |Rabindra Sangeet | Shirin Soraiya | শিরিন সোরাইয়া

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 357

  • @samirshil3928
    @samirshil3928 Рік тому +26

    কী সুন্দর অনুসঙ্গ। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। গানের সুরের মূর্ছনায় আমি ভিজছি। অসাধারণ লাগলো। অনেক অনেক আনন্দময় শুভেচ্ছা।

  • @AbdulAlimSarkar-k3d
    @AbdulAlimSarkar-k3d 3 дні тому +1

    আমার প্রথম প্রেম রবীন্দ্র সঙ্গীত। আমি গান পাগল মানুষ। সেই 1978 সাল থেকে গান গাই যেখানে সেখানে। স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এবং এখনো। শান্তিনিকেতন আমার শান্তির জায়গা। ঠাকুর বাড়ি আমার পবিত্র স্থান। কতবার গিয়েছি! গতবার গিয়েছিলাম আপনার বাংলাদেশ। ঢাকায় ছিলাম 7 দিন। খুব ভালো লেগেছে। আবার যাবো। আপনার গান আমার কাছে অন্য মাত্রা এনে দেয়। কম করে 100 জনের বেশী শিল্পীর গলায় এই গানটা শুনেছি। কিন্তু আপনার গলায় এটি একটি অন্য গায়কি । সেটা আর কারো কন্ঠে শুনতে পাইনি। অপূর্ব সুন্দর! অপূর্ব মুখের হাসির সাথে এই গানটি এক সাগর ভালোবাসা মিশ্রিত ! আহা কি সুর! আমি India থেকে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ এর GUDHIA গ্রামের এক গান পাগল শিল্পী ।ভালো থাকবেন সবসময়ই আমাদের জন্যে।

  • @fakirchandhalder5884
    @fakirchandhalder5884 Рік тому +9

    কণ্ঠস্বর খুব ভালো।
    ধন্যবাদ, বাটানগর, পশ্চিমবঙ্গ।

  • @MoyazeemShorif-kw1vk
    @MoyazeemShorif-kw1vk Рік тому +6

    রবীন্দ্র সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই গুণী শিল্পী...!

  • @SahajulKhan-ic3do
    @SahajulKhan-ic3do Рік тому +7

    Mam raidighi te ar Asben na mam miss you mam

  • @banamalikundu4128
    @banamalikundu4128 Рік тому +4

    অসাধারণ,এই সুরেলা কন্ঠ যেন সমগ্র বিশ্বে ঠাঁই পায়,আমি ঈশ্বরের কাছে কামনা করি1

  • @shanuchowdhury4793
    @shanuchowdhury4793 4 дні тому

    গানটি শুনতে শুনতে দেহ মনে এক কেমন যেন অনুভূতি জাগ্রত হয় । জাগ্রত হয় এক দুর্বোধ্য বোধ ।

  • @SankarHazra-l3r
    @SankarHazra-l3r Рік тому +6

    এক কথায় অসাধারণ একটি গান সকলের মনকে আনন্দে প্লাবিত করুক এই শুভেচ্ছা রইলো ❤

  • @milonbodiujjaman
    @milonbodiujjaman Рік тому +13

    এই মুহূর্তে বাইরে প্রচন্ড বৃষ্টি ঝরছে। আমি এখন এই গানটি শুনছি। আমার মতো আর কে কে শুনছেন? হাত তুলুন।

    • @mdlabib3989
      @mdlabib3989 Рік тому +2

      বৃষ্টি হলে প্রথমেই আমার এই গানটির মনে পড়ে

  • @sukumarchandrapaul3598
    @sukumarchandrapaul3598 Рік тому +4

    আজি ঝড়ো ঝড়ো মুখারো বাদর দিনে গানটা কিন্তু excellent হয়েছে।কোন জবাব নাই।তোমাকে অসংখ্য ধন্যবাদ৷ তুমি অনেকদিন বেঁচে থাকবে।

  • @amaldatta174
    @amaldatta174 Рік тому +5

    সুরে সুরে মুখর ভাদর দিনে শুনে এমন গান শান্তির পরশ পেলো কতো যে হৃদয় !

  • @devdasghosh5215
    @devdasghosh5215 Рік тому +5

    বাইরে বৃষ্টি হচ্ছে। আমি বারান্দায় বসে আপনার গান শুনছি মুগ্ধ চিত্তে। কি সুন্দর গাইছেন ! অপূর্ব লাগছে। কিছু বলতে পারছি না।

  • @nirmalroy8863
    @nirmalroy8863 Рік тому +2

    খুবই সুন্দর পরিবেশনা।খুবই ভাল লাগল অনেক ভাল গেয়েছেন।

  • @monirferdouskhan3346
    @monirferdouskhan3346 3 місяці тому +2

    বাংলাদেশের সুনামগঞ্জের বিশাল টাংগুয়ার হাওরের উপর দিয়ে নৌকায় যাচ্ছি। বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে। হাওয়ের ঢেউ নৌকার উপর আছড়ে পড়ছে। নৌকার জানালার পাশে বসে আপনার গান শুনছি। অপূর্ব। অসাধারণ।

  • @asimpatra5527
    @asimpatra5527 Рік тому +2

    পবিত্রতম শ্রীমুখ দেখিয়ে শিরিন শোনায় গান।
    তার সুকণ্ঠে রবি ঠাকুরের বাদল-গাথার বান।

  • @humayunkhan1595
    @humayunkhan1595 14 днів тому +1

    উনার কন্ঠের গানটি খুব ভাল লাগছে তাই বার বার শুনি।

  • @mdrakibhasan7476
    @mdrakibhasan7476 9 місяців тому +2

    আপনি দেখতে যেমন অসাধারণ আপনার কন্ঠে গানও তেমনি অনেক সুন্দর

  • @asimpatra5527
    @asimpatra5527 Рік тому +3

    শিরিন সোরাইয়ার সুকণ্ঠে বাদল-দিনের গান।
    হৃদয় থেকেই এই গায়িকাকে শুভেচ্ছা, সম্মান।

  • @abulhasan2556
    @abulhasan2556 Рік тому +10

    শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার এই গান বহু শুনেছি বিভিন্ন শিল্পীর কন্ঠে, আপনার মত সুর ও কণ্ঠঃ অন্য কোন শিল্পীর মাঝে পাইনি, সত্যি বলছি আপনার সুরে এই গান হৃদয় ছুঁয়ে যায়।

  • @mihirchandrabaidya3362
    @mihirchandrabaidya3362 Місяць тому +1

    খুবই ভালো লাগলো মিষ্টি কন্ঠে গানটি শুনতে পেয়ে। ধন্যবাদ।

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 11 місяців тому +2

    আপনার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ।

  • @jubbarmallick9899
    @jubbarmallick9899 Рік тому +3

    আঃ কি অপূর্ব মিল আজকের দিন টির সাথে l সারাদিন আগাতার বৃষ্টি বাইরে, আকাশ ভরা মেঘ, জানালার পাশে শুয়ে অনুভব করছি আপনার অসাধারণ গায়কী

  • @m.shahidulislam1092
    @m.shahidulislam1092 9 місяців тому +1

    যদি ইতোমধ্যে করে না থাক, এই গানটা তোমার কন্ঠে সোনার খুব ইচ্ছে রইলো "এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায় ...."

  • @dibyenduchakraborty7190
    @dibyenduchakraborty7190 Рік тому +2

    অপূর্ব অসাধারণ অনবদ্য....
    একটা কথাই বারে বারে বলি,-
    আপনার কন্ঠ আমার হৃদয়কে বন্দি করে রাখে সবসময়ই!!!🙏❤️🙏

  • @arundatta2423
    @arundatta2423 Рік тому +1

    অপূর্ব অপূর্ব হয়েছে,কি বলে ধন্যবাদ জানাব ভাষা খুঁজে পেলাম না।
    আমি তোমার প্রত্যেক টি গান ই চোখ বন্ধ করে শুনে যাই,আজ মন্তব্য না করে পারলাম না।অনেক অনেক শুভেচ্ছা জানাই।

  • @asimpatra5527
    @asimpatra5527 Рік тому +1

    গায়িকা শিরিন সোরাইয়া ! নিও শুভ অভিনন্দন।
    বর্ষণ-গীতি গেয়ে এনে দিলে ❤️ হৃদয়ে অনুরণন।

  • @tapandowari9045
    @tapandowari9045 4 місяці тому

    অনবদ্য গেয়েছেন, অনেক অনেক শুভেচ্ছা জানাই।

  • @KabitayJagi
    @KabitayJagi Місяць тому

    রবি ঠাকুরের সৃষ্টিতে অসাধারণ সুন্দর কন্ঠ দান করলে। আমি মন্ত্র মুগ্ধ হয়ে শুনে গেলাম।

  • @SambhuKumarSarkar-h8h
    @SambhuKumarSarkar-h8h 6 місяців тому +1

    কি অসাধারণ কন্ঠে গানটা গাইলে গো বোন ।বারবার শুনতে ইচ্ছে করে ।ভালো থেকো বোন ।শুভেচ্ছা রইল ।আলিপুরদুয়ার থেকে তোমার অচেনা এক দাদা ❤❤❤

  • @rakibasultana2464
    @rakibasultana2464 3 місяці тому

    ঝরঝরো বৃষ্টিতে ছাদ বাগানে বসে গানটি শুনছি, প্রকৃতিকে কবি কতো গভীরভাবে অনুভব করেছেন!

  • @AbhishekPalHawaiianGuitar
    @AbhishekPalHawaiianGuitar 5 місяців тому +1

    Asadharon laglo,, bah khub bhalo kontho,, suveccha janalam ❤❤❤

  • @mohosin4025
    @mohosin4025 Рік тому +1

    606 লাইক দিয়ে অসাধারণ একটা গান শুনলাম,,, অসাধারণ কন্ঠস্বর,,, চমৎকার গাইলেন,,মুগ্ধ,হয়ে শুনে গেলাম,,, অপূর্ব 🎉 নতুন যুক্ত হলাম,, পাশে আছি পাশে থাকবেন 🎉

  • @shirsendupaul153
    @shirsendupaul153 Рік тому

    Khub bhalo laglo gaanta sune .
    Khub bhalo hoechhe.

  • @tapasmukherjee7036
    @tapasmukherjee7036 Місяць тому

    বড়ো সুন্দর গেয়েছেন দিদিভাই। অসাধারণ। বহু দিন ধরেই শুনি জানিনা আজ কি হল গানটা শুনতে শুনতে চোখে জল চলে এল। ভালো থাকবেন দিদিভাই।❤

  • @diliproy340
    @diliproy340 Рік тому +2

    Good morning Madam🙏You are already next to Bannyadi snd MadamAditi Mohsin. Stay blessed.

  • @abuyusuf2289
    @abuyusuf2289 Рік тому +1

    বাহিরে ঝরঝর ধারায় ঝর্না ঝরো / ভেতরে মধুর মধুর কিঞ্চিত নড়ো । সুন্দর কন্ঠে সুন্দর গান । আমি নিয়েছি আমার প্রাঙ্গণে । অতি গোপণে ।

  • @mdshahalamkhan2022
    @mdshahalamkhan2022 Рік тому +1

    কি সুন্দর পরিবেশনা।ঠিক আশারে বর্ষার গান কার না ভাল লাগে! আপনার জন্য শুভকামনা

  • @SalilBhowmik
    @SalilBhowmik Рік тому +1

    রবীন্দ্রনাথের ঋতু পর্যায়ের এই বিশেষ গানটি সুন্দর গেয়েছেন।

  • @tapasmukherjee7036
    @tapasmukherjee7036 Місяць тому

    এত ব্যস্ত তারা মধ্যে আমাকে মনেকরেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই।❤

  • @somenathmardanya
    @somenathmardanya Місяць тому

    বার বার শুনেও মন ভরে না। অপূর্ব।👍👍

  • @tapandowari9045
    @tapandowari9045 Рік тому +2

    ঠিক সময়ে ঠিক গান শুনিয়ে শিল্পী শিরিন মন ভরিয়ে দিল।

  • @WonderOfTheWorld
    @WonderOfTheWorld 4 місяці тому

    আহা, কি দারুন সুন্দর আপনার গান। অনেক ধন্যবাদ। আমরা আরো চাই আপনার গান। 👍

  • @YounousAli-j5j
    @YounousAli-j5j 9 місяців тому +1

    বাহ:চমৎকার সুর

  • @txk__jen613
    @txk__jen613 8 місяців тому

    আপনার গাওয়া গানের জন্যই নতুন করে রবীন্দ্র সঙ্গীত শুনছি।
    কল্যাণ রায় বসুনিয়া, কোচবিহার, পশ্চিমবঙ্গ।

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 Рік тому +2

    Wonderful. Very nice

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 Рік тому +1

    No rainy season now, then what the rain still dancing with the sweet voice of Shirin. I am swinging being mad.

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 Рік тому +1

    I am on the cradle with the singer for her beautiful voice and sincerity in Tagore's songs.

  • @koushikmondal7082
    @koushikmondal7082 3 місяці тому

    Ahhaaaa, khub Misti Misti uposthapona.
    Thanks for sharing.

  • @NirmalEnduDutta-j7w
    @NirmalEnduDutta-j7w 6 місяців тому +1

    When ters of the singer cmpels the listeners to shed tears unknowingly in some selected songs of Tagore like জীবন মরনের সীমানা পেরিয় বন্ধু হে আমার রয়েছ দাড়ায়ে***////

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 Рік тому +2

    Wonderful
    Thanks Shirin

  • @jaharlaldas9474
    @jaharlaldas9474 Рік тому +4

    এমন সময়ে গুরুদেবের প্রকৃতি পর্যায়ের এই গানটি পরিবেশন করার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন।
    খুব সুন্দর পরিবেশনা ❤️❤️❤️👏👏👏

  • @tapashpaul6083
    @tapashpaul6083 Рік тому +1

    Just অপূর্ব , 🎉

  • @sudebhowlader-nk7vr
    @sudebhowlader-nk7vr 6 місяців тому +1

    আপনার মনোমুগ্ধকর গান শুনে মুগ্ধ হই।

  • @nazmulhuda2975
    @nazmulhuda2975 3 місяці тому

    আজও বাইরে বৃষ্টি। আমি জানালায়। নতুন একজন শিল্পি এক্সপ্লোর করলাম।
    খুব ভালো লেগেছে।

  • @debibanerjee5243
    @debibanerjee5243 3 місяці тому

    বাহিরে বর্ষার বৃষ্টি । আমি আপ্লুত আপনার গানে। শুভেচ্ছ।

  • @mujibchy4068
    @mujibchy4068 Рік тому +1

    মন ভরে গেছে। সত্যিই অসাধারন শোনালেন। ধন্যবাদ আপনাকে জানাতেই হয়।

  • @samriddhisvlog697
    @samriddhisvlog697 5 місяців тому

    ব্যালকনিতে বসে আছি। আর এই গানটা শুনতে ইচ্ছে হচ্ছিল। আজি ঝরো মুখর বাদর দিনে.....
    গান দিয়ে শিরিন সোরাইয়া নাম দিয়ে সার্চ করলাম। অসাধারণ অনুভূতি। একদিকে বৃষ্টি আর একদিকে গান। .... মন চায় হৃদয় জড়াতে কারো চিরদিনি..........
    আমি লাস্ট দুবছর আপনার গান শুনছি। খুব ভালো লাগে।
    আমি কি বলে করিব নিবেদন আমারও হৃদয় প্রাণ মন..... খুব ভালো লেগেছিল।
    শুভ কামনায় -----
    Sanjay Roy
    Madhyamgram

  • @amba1974
    @amba1974 11 місяців тому

    অপুর্ব গেয়েছেন। শিরিন আপনাকে আন্তরিক অভিনংদং জানাই।

  • @sahadathossain7633
    @sahadathossain7633 Рік тому +1

    এ কী! শুরু করতে না করতেই শেষ হয়ে যায়❤️!

  • @saktipadapal9626
    @saktipadapal9626 Рік тому +1

    Amar atayanta priyo gan.ganta amaya anek purono dine niye jai, dhanyabad.

  • @MdhakimMiya-bf6tl
    @MdhakimMiya-bf6tl Рік тому +3

    বর্ষার এই দিনে আপনার রবীন্দ্র সংগীত আমাকে মুগ্ধ করেছে আমি আপনাকে গভীর ভাবে শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশ থেকে।

  • @ismailmia2931
    @ismailmia2931 5 місяців тому

    যেমন মিষ্টি চেহারা, তেমনি মাশাল্ল্হ গলা। মোট কথা অসাধারন।

  • @arunkumarbhattacharya9396
    @arunkumarbhattacharya9396 7 місяців тому

    বরাবরের মতো এ গানটাও ভালো গাইলে। এর ২য় লাইনটায় এ গানের মাধুর্য লুকিয়ে আছে, " জানি নে, জানি নে ___ " । খুব আগ্ৰহ ভরে সেটা শুনলাম এবং হৃদয় ছুঁয়ে গেল। শুভেচ্ছা রইলো।

  • @azadbwdb2265
    @azadbwdb2265 6 місяців тому +1

    শিরীনের জন্য দোওয়া ও শুভেচ্ছা ।

  • @subhasbasu3864
    @subhasbasu3864 Рік тому

    ভীষণ ভালো লেগেছে শুভেচ্ছা রইলো

  • @DebPaul-oc1hl
    @DebPaul-oc1hl 3 місяці тому

    Very nice.খুব ভালো লাগল।❤

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 Рік тому +1

    Fantastic presentation from Shirin
    Thanks Shirin.

  • @sanjoykumardas5134
    @sanjoykumardas5134 3 місяці тому

    আপনার কন্ঠে আমার সকল ব্যাথার প্রদীপ এই গানটি শুনতে চাই।

  • @thesarkarfamily530
    @thesarkarfamily530 Рік тому

    আপনার গান শোনা একটা অভিজ্ঞতা। টেকনোলজি যতই থাকুক স্বতোস্ফূর্ততা আপনার নিজস্ব।‌ গান লেখার ভাবনা নতুন করে আসছে।

  • @alokede8423
    @alokede8423 3 місяці тому

    Apner gaan n gola both r beautiful fit fr rabindra sangit😊 keep it up mam

  • @fromnilphamari2487
    @fromnilphamari2487 Рік тому +1

    আপনার কন্ঠ অতি সুন্দর, আপনি ও অপরুপা। আমিও মোহবিষ্ট।

  • @ZakirHossensader
    @ZakirHossensader 5 місяців тому

    Apnar sange rabindrasangeet akatta hoye gace.mon bhare gelo.anek anek dhanyabad.

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 10 місяців тому +1

    She feels the songs all along with the song
    Thanks Shirin
    Very nice.

  • @myenjoytime
    @myenjoytime Рік тому +1

    অসাধারণ হয়েছে ।

  • @sujataghosh4529
    @sujataghosh4529 7 місяців тому

    এতো মিঠাশ গলা আর এতো সুন্দর পরিবেশনা সবটা মিলে 🙏❤

  • @monaranjansaren5918
    @monaranjansaren5918 Рік тому

    অসাধারণ কন্ঠ শিল্পী হিসেবে পরিচিত হতে এই টাই যথেষ্ট বলার অপেক্ষা রাখে না

  • @NirmalEnduDutta-j7w
    @NirmalEnduDutta-j7w 6 місяців тому

    One mild recitatiom of PB Shelly ,'From my wings are dews that waken sweet buds to ******অথবা 'আজকে আষাঢ় ভালবাসার কথা বলব কত যায় না না,আজকে আষাঢ় আলো আধার দিক না দোলা।"Tagore.Icannot say that your beautiful songs could ever be acclerated by this poor retd principal of Assam. However may God bless you to come close to Tagore's philosophy throug Rabindra sangeet. Sir.

  • @pradipbhakta7601
    @pradipbhakta7601 11 місяців тому

    তোমার গাওয়া গানগুলো শুনতে বেশ ভাল লাগে। আরও এগিয়ে যাও। আশীর্বাদ রইলো।

  • @MrinalGhosh-nm6cs
    @MrinalGhosh-nm6cs Рік тому

    গানটি শুনছিলাম আর চোখ বন্ধ করে কল্পনা করছিলাম টিনের চালায় অবিশ্রান্ত বৃষ্টির ঝমঝম শব্দ আর চারিদিকে গাছপালার সবুজ রূপ। আপনার গাওয়া রবি ঠাকুরের প্রকৃতি পর্য্যায়ের এই গানটি শুনে খুব খুব ভালো লেগেছে।

  • @mihirchandrabaidya3362
    @mihirchandrabaidya3362 10 місяців тому +1

    The best singer u r no doubt.

  • @SUKOMALDEY-jr3oz
    @SUKOMALDEY-jr3oz 3 місяці тому

    বৃষ্টি মুখর দিনে এই গান যে প্রাণে কত দোলা দেয়

  • @shahidulhassan2687
    @shahidulhassan2687 9 місяців тому

    You singing wonderful, you are awesome and good singer, l appreciate

  • @ratanchakraborty1167
    @ratanchakraborty1167 11 місяців тому

    I left bangladesh 60 years back very happy to see Aminas of those days has changed to shirinas

  • @koustavbhattacharjee516
    @koustavbhattacharjee516 Рік тому +1

    Osadharon 😊😊❤❤

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 Рік тому +1

    Shirin among the rare singers. Wonderful

  • @ShyamalDas-eh9xt
    @ShyamalDas-eh9xt Рік тому +1

    Darun lagche.

  • @parimalbose1394
    @parimalbose1394 7 місяців тому

    Rabindrasangeet suits you superbly because of your voice as well as appearance. God bless you.

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Рік тому +1

    🥀 রবীন্দ্রনাথ ঠাকুর কতো যত্ন করে এই গান লিখেছেন। কি যে মিষ্টি কন্ঠ মন ভরে গেলো। আর এখন বাহিরে বৃষ্টি হচ্ছে বলেই গানটা শুনছি। খুব সুন্দর একটা গান। শুনে মুগ্ধ হয়ে গেলাম। 🥀12.08.2023.

  • @alokede8423
    @alokede8423 Рік тому

    Apurba sweet voice mam.thank u very much fr this nice song

  • @bijanbiswas6773
    @bijanbiswas6773 Рік тому

    জানি জানি তুমি এসেছো এ পথে মনের ও ভুলে এই ,রবীন্দ্র সংগীত টি শুনতে চাই

  • @biswajithchy1931
    @biswajithchy1931 Рік тому +3

    শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টি মুখর এই সময়ে আপনার কণ্ঠে গানটা একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো। কবিগুরুর সৃষ্টি ও আপনার গায়কীতে মুগ্ধতা সীমাহীন।

    • @dilipkumargupta.3374
      @dilipkumargupta.3374 Рік тому +1

      🥀 রবি ঠাকুর কত যত্ন করে লিখেছেন। কি যে মিষ্টি কন্ঠ মন ভরে গেলো। আর বাহিরে বৃষ্টি হচ্ছে
      বলেই এই গানটা শুনছি। খুব সুন্দর একটা গান। মন প্রাণ ভরে গেলো।🥀12.08.2023.

  • @goutamdass6243
    @goutamdass6243 Рік тому

    এক কথায় চমৎকার। যেমনটা আপনার কাছ থেকে সবসময় আশা করি।

  • @anitamondal7337
    @anitamondal7337 Рік тому +1

    শিরিন তোমার গায়কী আমি অবাক হয়ে শুনি‌।

  • @shyamapadabakshi6819
    @shyamapadabakshi6819 Рік тому

    ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না।খুব সুন্দর ।

  • @biswanathsarkar9428
    @biswanathsarkar9428 11 місяців тому +1

    So sweet your voice attract me time and again like magic I don't know how.

  • @nasimahmed198
    @nasimahmed198 7 місяців тому

    অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা। From Dhaka, Bangladesh.

  • @barikhan8165
    @barikhan8165 Рік тому

    অসাধারণ কন্ঠ আর গায়কি
    শুনে মুগ্ধ হলাম

  • @joysarker2020
    @joysarker2020 2 місяці тому

    অসাধারণ দিদি গ্রেট 🌹

  • @priyasankarghoshhajra7508
    @priyasankarghoshhajra7508 Рік тому

    May God bless you. Fantastic.

  • @ashimsarker489
    @ashimsarker489 Рік тому +1

    অসাধারণ