আপনার সবটুকুই ভালো লাগলো কিন্তু লাস্ট কথাগুলার আগামাথা বুঝলাম না বুঝালেন বিজ্ঞান, আর লাগানেন ধর্ম। আপনি আকাশ বলতে কি বুঝাতে চাচ্ছেন? বিজ্ঞানীরা বলছেন আকাশ বলতে কিছুই,, পুরোটা শূন্য,, আকাশ আমাদের দৃষ্টির সীমাবদ্ধতা। আর আপনি কোরানে সাত আকাশ ঢুকাই দিলেন। যেখানে কোন আকাশ নাই আবার সাত আকাশ পাইলেন কই? একটার পর একটা আকাশ মানে সাত আকাশ,, ব্যাপারটা হাস্যকর 😁 পুরোটা মহাশূন্য বা স্পেস বলে। আকাশ বলতে কিছুই নাই তার মানে কোরানে ভুল বলেছে। আর শয়তান তাড়ানোর জন্য উল্কা পিন্ড মারে এমন গাজাখুরি কথা বিজ্ঞান বলে না। আপনি ও কোরান বলে। একটা নিদিষ্ট সময় পর এমন এই গুলা পড়ে। আপনার আল্লাহ শয়তান মারতে গিয়ে অনেক আগে ডাইনোসর মেরে ফেলছে উল্কা পিন্ড দিয়ে😀😁। ভাই রে ভাই,, আপনি পুরা বিষয়টা ঠিক ঠাক বলে শেষে একটা বিনোদন দিলেন। সাত আকাশ আর শয়তান দুইটার অস্তিত্ব নেই। 😁😁😁 সুতরাং আপনি শিক্ষিত হলে নিশ্চয় ভুল ভাল বলবেন না। মানুষকে ধর্ম দিয়ে শিকল না পড়িয়ে মুক্ত চিন্তা করাতে শিখান। কি সব আবল তাবল বলছেন। বিজ্ঞানীরা আবিষ্কার করলেই মনে হয় একটা ভিডিও বানাতে হবে কোরান নিয়ে। আপনার আল্লাহ কোরানে আর কি বলেছে,, যা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করে নাই কিন্তু ভবিষ্যতে করবে এমন একটা তথ্য দিয়ে ভিডিও বানান তু দেখি পারেন কি না? পারবেন না জানি। বিজ্ঞানীরা আবিষ্কার করলেই কোরানে সব পেয়ে যান আপনারা। অথচ আপনার জীবনযাত্রার মান উন্নত করেছে বিজ্ঞান, কোরান নয়। কোরানে আছে পৃথিবী গোল😁 আছে আল্লাহর তোষামোদ করার কথা 😁না হলে জাহান্নামে পাঠাই দিবে কোরানে আছে, নারী শস্যক্ষেত 😁😁 কোরানে আছে তিনি সর্বোচ্চ ক্ষমতাবান অথচ তিনি নিজেকে নিজেই কখনো সর্ব সময়ের জন্য শেষ করতে পারবে না😁 শরীয়ত আইনে আছে,, নারীকে মারলে বিচার হবে না পুরুষ ৪টা বিয়ে করতে পারবে কিন্তু নারী পারবে না😁 আইনে আরও আছে, পুরুষ খালি শরিলে চলাচল করতে পারবে কিন্তু নারীকে বস্তা পড়ে থাকতে হবে। এই হলো কোরান এর অবস্থা
@@ummemahiahumayra1214 আপনি হয়তো স্যার এর ব্যাখ্যা বুঝতে পারেননি। সূর্য সর্বক্ষণ জলমান, সেতো জ্বলতেই আছে। কিন্তু সেই আলোটা আমরা পাই প্রায় 9 মিনিট পরে। ধরুন আপনি 100 মিটার একটা পাইপ দিয়ে পানি নিয়ে যাচ্ছেন অন্য স্থানে। পাইপ এর এক প্রান্তে মোটর রয়েছে সেখান থেকে মোটর স্টার্ট করলেন, পানি পাইপের মধ্য দিয়ে বয়ে যেতে লাগলো আর ঠিক 9 মিনিট পরে সেটা অপর প্রান্তে যেয়ে পৌঁছালো। এই 9 মিনিট হলো এই বহমান পানির পৌঁছানোর অন্তর্বর্তীকালীন সময়। এখন যদি আপনি সেই পানি পৌঁছানোর আগেই বন্ধ করে দিতেন তাহলে নিশ্চই সেটা আর শেষ অংশ অবধি পৌঁছাতোনা। আর পৌঁছেই যেহেতু পানি পড়ছে সেই মুহূর্তে আপনি যদি অপর প্রান্তে মোটর বন্ধ করেন ঠিক এই প্রান্তেও পানি পড়া বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সময়টা লাগছে না। এখানে ব্যাপারটা দাড়ালো যে মোটর চলমান থাকলে শুধু ওই প্রথমের যে অন্তর্বর্তীকালীন সময়ের ব্যাবধান অপর প্রান্তে পৌঁছানোর জন্য, সেটাই বয়ে চলতে হবে। অর্থাৎ ওই গ্যাপটা দূরত্বের। কিন্তু তারপরে কিন্তু আর সেই দূরত্বের সময়ের পার্থক্যটা ওভাবে করে ধরা পড়বেনা বা পড়ছেনা। কারণ গ্যাপটা প্রথমেই পূরণ হয়ে গিয়েছে। ঠিক তেমনি করে সূর্য জলার সময়েই আমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে আলো সময় লেগেছে প্রায় 9 মিনিট। আর সেই গ্যাপটা তখন থেকে পূরণ হয়ে এখনও জ্বলছে। অর্থাৎ এখন যদি সূর্য বন্ধ হয় তবে সেকেন্ডের মধ্যেই আমরাও আলো শূন্য হবো। তার জন্য 9 মিনিট অপেক্ষা করা লাগবেনা। 😃
চমৎকার উপস্থাপন। এতটা সহজ করে বললেন আমরা সাধারণ মানুষ খুব ভালো করে বিষয়টি বুঝতে পারলাম। ধন্যবাদ স্যার আপনাকে ।এমন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেই আশা ব্যক্ত করেছি।
আসসালামু আলাইকুম। আমরা গর্বিত যে আপনার মতো এমন একজন লোক আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। আল্লাহ তায়ালা আপনাকে হায়াতে তায়্যবা দান করুন।
ভাই, জটিল প্রশ্নের উত্তর এত সহজভাবে বোঝালেন আপনাকে অশেষ ধন্যবাদ। এটা সাধারণ মানুষ আসলেই বোঝে না। মনে করে এত কোটি বছর আগে তো মানুষই ছিল না, তাহলে কিভাবে সম্ভব পৃথিবীর বয়স কত । অসাধারণ প্রশ্নের উত্তর। সাইন্স সবকিছুই করা সম্ভব। ধন্যবাদ
প্রশ্নের উত্তর গুলান খুজতেছিলাম ছবিগুলি দেখার পর থেকে। কিন্তু কোথাও থেকে সন্তোষজনক উত্তর পাচ্ছিলামনা। আলহামদুলিল্লাহ, আজ আপনার থেকে সঠিক এবং সহজ উত্তর পেলাম। দুআ রইলো আপনার জন্য..❤️
Oshadharon... Alochona Onk kicui shikhlam sir apnar kase, ato sundor scientific discussion kokhonoi learn korini. Allah apnar nek hayat Dan koruk, amin👍
আপনার অনেক গুলি ভিডিও দেখে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বেরে গেলো আল্লাহ আপনার জ্ঞানকে আরো অনেক বাড়িয়ে দেক। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি
I have seen many videos before,,but never keep comment,,today this topic and your explanation skill touch my heart ,and I am influenced ,, thank you sir,,,may Allah bless you🥰🥰
এদের লেকচার শোনেন, পৃথিবী টা বুঝতে পারবেন। আর মোদ্রাসার মুল্লা, পীর বাবা সহ এই গণ্ডমূর্খ শ্রেনি সোজা ফতোয়া দিয়া দেবে এগুলা ভুয়া। ঐ আব্বাসী না গাব্বাসী ঐদিন বলে এগুলা নাকি ভুয়া😅🤣😂 গাও গ্রামের মুল্লা দিয়ে ইসলাম শিখতে গেলে ইমান দূর্বল হয়ে যায়। সা লা রা ইসলাম কে এতো দূর্বল মনে করে এবং সব সময় ভয়ে থাকে এই বিজ্ঞানী রা যুগান্তকারী কিছু করে ফেলে যেটা কোরানে বলেছে অসম্ভব তাহলে তো কুরআন মিথ্যা প্রমানিত হবে৷ কিন্তু শিক্ষীত মুসলিম রা তো বোঝে বিজ্ঞানী রা কখনও কুরানের ওপড় ওঠতে পারবে না৷ এই গাব্বাসী, চরমোনাই সুজুর এই গু লা এই জন্য বিজ্ঞানের বিরুদ্ধে খুব কথা বলে। 😂🤣
🇧🇩🇧🇩 আপনার সুন্দর গঠনমুলক পাঠদান এবং সৃষ্টি কর্তার প্রতি বিশ্বাস আপনাকে অনন্য করে তুলেছে! আপনার ব্যাখাগুলিও অনন্য এবং অতুলনীয়। বাংলাদেশ এবং দেশের ছাত্র ছাত্রীরা আপনাকে পেয়ে অনেক ভাগ্যবান ইনশাল্লাহ! মহান আল্লাহ পাক আপনার মংগল করুন। 🇧🇩🇧🇩
স্যার, আমার কিছু প্রশ্ন ১)যদি ছবি তুলেই থাকে তাহলে ঐ স্থানে কি কোন আলো আছে নাকি নেই?ধরে নিলাম ঐ স্থানে আলো আছে তাহলে ঐ খানে তো সূর্যের বর্তমান আলো উপস্থিত আছে। ইনফারেট দিয়ে এনালাইসিস করে কি ভাবে বের করলো? ২)যদি আমি এটা সঠিক ধরে নেই তাহলে কি এই জেম্সওয়েভ আমার শিশু কালের খেলাধুলা করার ছবি তুলে দিতে পারবে?
Sir, how can I get this type of international news? I want to get all about this type of news. Please, would you tell me where I can get this all international research or scientific news?
ua-cam.com/video/HjDL3qGhQ3w/v-deo.html
অমরা এক মিনিট আলো পাইলে সূর্য জ্বলে নয় মিনিট
সাত মিনিট জ্বল্লে আমরা আলো পাবোনা
আপনি কি মনে করেন
আপনার সবটুকুই ভালো লাগলো
কিন্তু লাস্ট কথাগুলার আগামাথা বুঝলাম না
বুঝালেন বিজ্ঞান, আর লাগানেন ধর্ম।
আপনি আকাশ বলতে কি বুঝাতে চাচ্ছেন?
বিজ্ঞানীরা বলছেন আকাশ বলতে কিছুই,,
পুরোটা শূন্য,,
আকাশ আমাদের দৃষ্টির সীমাবদ্ধতা।
আর আপনি কোরানে সাত আকাশ ঢুকাই দিলেন।
যেখানে কোন আকাশ নাই আবার সাত আকাশ পাইলেন কই?
একটার পর একটা আকাশ মানে সাত আকাশ,, ব্যাপারটা হাস্যকর 😁
পুরোটা মহাশূন্য বা স্পেস বলে।
আকাশ বলতে কিছুই নাই
তার মানে কোরানে ভুল বলেছে।
আর শয়তান তাড়ানোর জন্য উল্কা পিন্ড মারে এমন গাজাখুরি কথা বিজ্ঞান বলে না।
আপনি ও কোরান বলে।
একটা নিদিষ্ট সময় পর এমন এই গুলা পড়ে।
আপনার আল্লাহ শয়তান মারতে গিয়ে অনেক আগে ডাইনোসর মেরে ফেলছে উল্কা পিন্ড দিয়ে😀😁।
ভাই রে ভাই,, আপনি পুরা বিষয়টা ঠিক ঠাক বলে শেষে একটা বিনোদন দিলেন।
সাত আকাশ আর শয়তান দুইটার অস্তিত্ব নেই। 😁😁😁
সুতরাং আপনি শিক্ষিত হলে নিশ্চয় ভুল ভাল বলবেন না।
মানুষকে ধর্ম দিয়ে শিকল না পড়িয়ে মুক্ত চিন্তা করাতে শিখান।
কি সব আবল তাবল বলছেন।
বিজ্ঞানীরা আবিষ্কার করলেই মনে হয় একটা ভিডিও বানাতে হবে কোরান নিয়ে।
আপনার আল্লাহ কোরানে আর কি বলেছে,, যা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করে নাই কিন্তু ভবিষ্যতে করবে
এমন একটা তথ্য দিয়ে ভিডিও বানান তু দেখি পারেন কি না?
পারবেন না জানি।
বিজ্ঞানীরা আবিষ্কার করলেই কোরানে সব পেয়ে যান আপনারা।
অথচ আপনার জীবনযাত্রার মান উন্নত করেছে বিজ্ঞান, কোরান নয়।
কোরানে আছে পৃথিবী গোল😁
আছে আল্লাহর তোষামোদ করার কথা 😁না হলে জাহান্নামে পাঠাই দিবে
কোরানে আছে, নারী শস্যক্ষেত 😁😁
কোরানে আছে তিনি সর্বোচ্চ ক্ষমতাবান
অথচ তিনি নিজেকে নিজেই কখনো সর্ব সময়ের জন্য শেষ করতে পারবে না😁
শরীয়ত আইনে আছে,,
নারীকে মারলে বিচার হবে না
পুরুষ ৪টা বিয়ে করতে পারবে কিন্তু নারী পারবে না😁
আইনে আরও আছে, পুরুষ খালি শরিলে চলাচল করতে পারবে কিন্তু নারীকে বস্তা পড়ে থাকতে হবে।
এই হলো কোরান এর অবস্থা
উটের মুত্রের উপকারিতা আর গরুর মুত্রের উপকারিতা না বুঝিয়ে নাসা আলোর গতি বুঝাচ্ছে।
তাদের জায়গা নরকেও হবে না বলে দিলুম।
@@mdtosher9793 🖕😀😀
@@ummemahiahumayra1214 আপনি হয়তো স্যার এর ব্যাখ্যা বুঝতে পারেননি।
সূর্য সর্বক্ষণ জলমান, সেতো জ্বলতেই আছে। কিন্তু সেই আলোটা আমরা পাই প্রায় 9 মিনিট পরে। ধরুন আপনি 100 মিটার একটা পাইপ দিয়ে পানি নিয়ে যাচ্ছেন অন্য স্থানে। পাইপ এর এক প্রান্তে মোটর রয়েছে সেখান থেকে মোটর স্টার্ট করলেন, পানি পাইপের মধ্য দিয়ে বয়ে যেতে লাগলো আর ঠিক 9 মিনিট পরে সেটা অপর প্রান্তে যেয়ে পৌঁছালো। এই 9 মিনিট হলো এই বহমান পানির পৌঁছানোর অন্তর্বর্তীকালীন সময়। এখন যদি আপনি সেই পানি পৌঁছানোর আগেই বন্ধ করে দিতেন তাহলে নিশ্চই সেটা আর শেষ অংশ অবধি পৌঁছাতোনা। আর পৌঁছেই যেহেতু পানি পড়ছে সেই মুহূর্তে আপনি যদি অপর প্রান্তে মোটর বন্ধ করেন ঠিক এই প্রান্তেও পানি পড়া বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সময়টা লাগছে না। এখানে ব্যাপারটা দাড়ালো যে মোটর চলমান থাকলে শুধু ওই প্রথমের যে অন্তর্বর্তীকালীন সময়ের ব্যাবধান অপর প্রান্তে পৌঁছানোর জন্য, সেটাই বয়ে চলতে হবে। অর্থাৎ ওই গ্যাপটা দূরত্বের। কিন্তু তারপরে কিন্তু আর সেই দূরত্বের সময়ের পার্থক্যটা ওভাবে করে ধরা পড়বেনা বা পড়ছেনা। কারণ গ্যাপটা প্রথমেই পূরণ হয়ে গিয়েছে। ঠিক তেমনি করে সূর্য জলার সময়েই আমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে আলো সময় লেগেছে প্রায় 9 মিনিট। আর সেই গ্যাপটা তখন থেকে পূরণ হয়ে এখনও জ্বলছে। অর্থাৎ এখন যদি সূর্য বন্ধ হয় তবে সেকেন্ডের মধ্যেই আমরাও আলো শূন্য হবো। তার জন্য 9 মিনিট অপেক্ষা করা লাগবেনা। 😃
প্রশ্ন গুলো অনেক দিন থেকে মনে ঘুরপাক খাচ্ছিলো,স্যার আপনার বিশ্লেষণ অসাধারণ, জাযাকাল্লাহু খাইরান।
যত দেখি ততই অবাক হই আপনার বিশ্লেষণ করার সক্ষমতা দেখে। আল্লাহ্ আপনার জ্ঞান অনেক বেশি বাড়িয়ে নিন আমিন।
ধন্যবাদ স্যার..
আপনার বুঝানোর কৌশল অত্যন্ত সহজ ও সুন্দর
আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ জানিয়ে ছোট করবো না স্যার,,,
আল্লাহ তাআলা আপনাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক,,,,
আমিন!
মাশাআল্লাহ....
আপনাকে অনেক ধন্যবাদ, পৃথিবীর বয়স নির্ণয় সম্পর্কে সহজ ভাবে আলোচনা করার জন্য..।
সুবহানাল্লাহ একজন ডাক্তার হয়ে ইসলামের বিষয়গুলা বিজ্ঞান দিয়ে এত সুন্দর করে তুলে ধরেন সত্যিই অসাধারণ। ❤️❤️❤️
ভাইজান উনি ডাক্তার না উনি হচ্ছেন একজন পিএইচডিধারী শিক্ষক
উটের মুত্রের উপকারিতা আর গরুর মুত্রের উপকারিতা না বুঝিয়ে নাসা আলোর গতি বুঝাচ্ছে।
তাদের জায়গা নরকেও হবে না বলে দিলুম।
🤣🤣
ভাই, ইনি ডাক্তার নন। ইনি হচ্ছেন ডক্টরেট ।
সত্যিই অসাধারণ। Mashaallah
অসাধারণ বক্তব্য রাখেন স্যার
চমৎকার উপস্থাপন। এতটা সহজ করে বললেন আমরা সাধারণ মানুষ খুব ভালো করে বিষয়টি বুঝতে পারলাম। ধন্যবাদ স্যার আপনাকে ।এমন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেই আশা ব্যক্ত করেছি।
আজ পর্যন্ত দেখলাম না যে কোন চ্যানেলে এত সুন্দর করে বোঝানো, খুব সুন্দর
সুবহানাল্লাহ স্যার আপনার বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো এত সুন্দর করে বুঝিয়ে বলেন একজন অবুঝ শিশুও বুঝে যাবে আপনার কি বুঝাতে চেয়েছেন
উটের মুত্রের উপকারিতা আর গরুর মুত্রের উপকারিতা না বুঝিয়ে নাসা আলোর গতি বুঝাচ্ছে।
তাদের জায়গা নরকেও হবে না বলে দিলুম।
অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়েছেন। মাশা আল্লাহ, আল্লাহ আপনার জ্ঞানকে সমৃদ্ধ করুক
আপনার বিশ্লেষণ অনেক সুন্দর, আর অনেক সহজ ভাবে বোঝা যায়।
জাজাকাল্লাহ প্রিয়।
Hoy hoy eida o Islamic channel
@@ShahedGaming apnar jole taina 👿👿
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ এতো সুন্দর বিশ্লেষণ শুনে মুগ্ধ হলাম।
আল্লাহ আপনার নেক হায়াত দান করুন
উটের মুত্রের উপকারিতা আর গরুর মুত্রের উপকারিতা না বুঝিয়ে নাসা আলোর গতি বুঝাচ্ছে।
তাদের জায়গা নরকেও হবে না বলে দিলুম।
আসসালামু আলাইকুম। আমরা গর্বিত যে আপনার মতো এমন একজন লোক আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। আল্লাহ তায়ালা আপনাকে হায়াতে তায়্যবা দান করুন।
ভাই, জটিল প্রশ্নের উত্তর এত সহজভাবে বোঝালেন আপনাকে অশেষ ধন্যবাদ। এটা সাধারণ মানুষ আসলেই বোঝে না। মনে করে এত কোটি বছর আগে তো মানুষই ছিল না, তাহলে কিভাবে সম্ভব পৃথিবীর বয়স কত । অসাধারণ প্রশ্নের উত্তর। সাইন্স সবকিছুই করা সম্ভব। ধন্যবাদ
আপনি একজন অসাধারণ বক্তা । আপনার লেকচার খুব ভালো লাগে ।
অত্যন্ত সুন্দর ও সহজ ভাবে বুঝিয়েছেন স্যার জাযাকাল্লাহু খাইরান
অসাধারণ আলোচনা আমি ইন্ডিয়া থেকে বোঝানোর ধরন খুব সুন্দর
অসাধারণ আপনার বুঝানোর কৌশল। ❤️
প্রশ্নের উত্তর গুলান খুজতেছিলাম ছবিগুলি দেখার পর থেকে। কিন্তু কোথাও থেকে সন্তোষজনক উত্তর পাচ্ছিলামনা। আলহামদুলিল্লাহ, আজ আপনার থেকে সঠিক এবং সহজ উত্তর পেলাম। দুআ রইলো আপনার জন্য..❤️
আপনার ভিডিও দেখলে ঈমানের শক্তি অনেক বেড়ে যায়, আপনার মতো শিক্ষক থাকলে অবশ্যয় মানুষ হেদায়েত হয়ে যেতো, আল্লাহ আপনাকে ভোলো রাখুক।
উটের মুত্রের উপকারিতা আর গরুর মুত্রের উপকারিতা না বুঝিয়ে নাসা আলোর গতি বুঝাচ্ছে।
তাদের জায়গা নরকেও হবে না বলে দিলুম।
Thanks as a Muslim hisebe..... And abaro thenx videor jonno
Assalamualaykum, sir...apnar video onek valo lage....🥰❤️❤️❤️
জাজাকাল্লাহ খইরান। আপনারা অনেক মানুষের দোয়া লাভ করতে পারেন।
অসাধারণ যুক্তি এবং সহজ ব্যাখা। একজন জ্ঞানী মুসলিম ব্যাক্তি।
Yes. Right you are. A donkey loves a donkey.
❤️❤️❤️❤️
মাশা-আল্লাহ খুব সুন্দর হয়েছে❤️❤️
মাশাআল্লাহ চমৎকার উপস্থাপনা। এরকম আরো ভিডিও চাই
Oshadharon... Alochona
Onk kicui shikhlam sir apnar kase, ato sundor scientific discussion kokhonoi learn korini. Allah apnar nek hayat Dan koruk, amin👍
আপনার অনেক গুলি ভিডিও দেখে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বেরে গেলো আল্লাহ আপনার জ্ঞানকে আরো অনেক বাড়িয়ে দেক। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি
Mashallah unar ato knowledge! Amazing! Allah una k aro knowledge dan korun, dua kori
খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমত ও বরকত দিবে।
১টা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি। তাই আরো ৪টা ভিডিও দেখলাম। তার চেয়ে ও বেশি কিছু শিখতে পেরেছি। তাই ভাবলাম,চ্যানেলটা সাবস্ক্রাইব করি।করে ফেললাম।
Alhamdulillah..!! Kv valo laglo.. Onek Thanks Sir..
I have seen many videos before,,but never keep comment,,today this topic and your explanation skill touch my heart ,and I am influenced ,, thank you sir,,,may Allah bless you🥰🥰
মাশা-আল্লাহ চমৎকার আলোচনা করেছেন প্রিয় ভাই।। দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে আরো বেশি বেশি জ্ঞান দান করেন, সাথে আমাকেও।।
স্যারের ব্যাখ্যাগুলো শোনলে ঈমানী শক্তি বাড়ে, অনন্তপক্ষে আমার।
চমৎকার, অবাক করা, মাশা-আল্লাহ ❤
Kub sundor sir.apnr upor respect bara jasce.allah apnk nek haiyad dan koruk.amin
মাশাল্লাহ
কি সুন্দর সহজ সাবলীল বিশ্লেষণ
মহান আল্লাহ তায়ালা আপনাকে তাঁর জ্ঞান ভান্ডার থেকে আরো জ্ঞান দান করুন এবং আমাদেরকেউ।
জাজাকাল্লাহ খাইরান সার
অনেক দিন পর এই ব্যাপারটা ক্লিয়ার হলাম। আপনার লেকচারের মাধ্যমে।
মাশা-আল্লাহ, আল্লাহ আপনার জ্ঞান আরও বাড়িয়ে দিক।
চমৎকার আলোচনা। কোরান চিরন্তন। আলহামদুলিল্লাহ।
Best one 💜💜
ফ্যান হয়ে গেলাম আপনার যুক্তিতে
You deserve millions subscribers.😍😍
মাশাআল্লাহ।
ভাইয়া আপনার প্রতিটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে রেফারেন্স দিয়ে বোঝান তাই বিষয় গুলো আমাদের বোঝার জন্য সুবিধা হয়।
মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক। আমীন।
মাশাল্লাহ খুব সুন্দর করে বুঝিয়েছেন♥️♥️
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুক প্রিয় স্যার। আপনার মতো ইসলাম প্রেমী দেখতে পেয়ে মনটা ভরে গেল।আল্লাহ আপনার চেষ্টার উত্তম বদলা দান করুন,আমিন।
ইসলাম ধর্মকে বাচাতে এখন কত গোজা মিল দিবে শালা ভন্ড ডাক্তার টায়
এদের লেকচার শোনেন, পৃথিবী টা বুঝতে পারবেন। আর মোদ্রাসার মুল্লা, পীর বাবা সহ এই গণ্ডমূর্খ শ্রেনি সোজা ফতোয়া দিয়া দেবে এগুলা ভুয়া। ঐ আব্বাসী না গাব্বাসী ঐদিন বলে এগুলা নাকি ভুয়া😅🤣😂 গাও গ্রামের মুল্লা দিয়ে ইসলাম শিখতে গেলে ইমান দূর্বল হয়ে যায়। সা লা রা ইসলাম কে এতো দূর্বল মনে করে এবং সব সময় ভয়ে থাকে এই বিজ্ঞানী রা যুগান্তকারী কিছু করে ফেলে যেটা কোরানে বলেছে অসম্ভব তাহলে তো কুরআন মিথ্যা প্রমানিত হবে৷ কিন্তু শিক্ষীত মুসলিম রা তো বোঝে বিজ্ঞানী রা কখনও কুরানের ওপড় ওঠতে পারবে না৷ এই গাব্বাসী, চরমোনাই সুজুর এই গু লা এই জন্য বিজ্ঞানের বিরুদ্ধে খুব কথা বলে। 😂🤣
your videos are excellent. may Allah SWT bless you.
সুন্দর বিশ্লেষণে, ধন্যবাদ স্যার
Khub shundor kore bujhie bolen apni.thanks
💞স্যার আপনার সেই কোরানের ভিডিওটা দেখো আমি খুব খুব মুগ্ধ।। ফেসবুকে আপলোড করেছি আজ আপনাকে চিনলাম এবং সাবসক্রাইব করলাম।
অসাধারণ কুরআন হাদীস এর কথা বলে মাঝে মাঝে 🥰🥰🥰🥰❤️‼️❗💯📌
Masha allah !!..ato sundor kore r keo konodin bujhaini ...
🇧🇩🇧🇩 আপনার সুন্দর গঠনমুলক পাঠদান এবং সৃষ্টি কর্তার প্রতি বিশ্বাস আপনাকে অনন্য করে তুলেছে! আপনার ব্যাখাগুলিও অনন্য এবং অতুলনীয়। বাংলাদেশ এবং দেশের ছাত্র ছাত্রীরা আপনাকে পেয়ে অনেক ভাগ্যবান ইনশাল্লাহ! মহান আল্লাহ পাক আপনার মংগল করুন। 🇧🇩🇧🇩
very interested video. Thanks a lot.
Sir apnar video gula Amdr onk kichu sekhay
Thanks so much Sir..❤️. Waiting for new video.
চমৎকার সহজবোধ্য ভাষায় আপনার বিশ্লেষণ ।
আপনা কথা গুলি যথেষ্ট যুক্তি সংগত
by apni anek sondr kore bojiachen dowa roilo apnar jonno
জেমস ওয়েভ এর মিস্টাচার।
Sir, your explain realy wonderful.
Masaallah... Allah apnake ottom protidan Daan korok
মাশাআল্লাহ ,
সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে
apni aktu camerar dike takanor chesta korben plz....tahole valo hoto.
Apnar fan hoe gelam,, salute u sir🥰
সুবহানাল্লহ।চমৎকার উপস্থাপনা।
অসাধারণ বিশ্লেষণ , ক্যাম্পাস ও এলাকার বড় ভাই
Nice explanation, unlimited thanks...
شكرا يا طبيب,.,,,,, جزاك الله خيرا
খুব সুন্দর আলোচনা।
Mashallah Mashallah
Oshadharon lecture☺
সুবহানাল্লাহ
আপনার আলোচনায় খুব সুন্দর করে বুঝে গেলাম
অনেক জাযাকাল্লাহ খাইরান
Sir assalamu-alaikum, onek sundor backha korechen tobe ar acctu sohoj hole sobai bujte parbe.
Sir, Apnar proti dua roilo❤❤❤❤❤
সত্যিই অসাধারণ বিশ্লেষণ
Oneak Valo lage apner lecture sir
ভাইয়ার সালাম দেয়ার নিয়ম টা খুব সুন্দর ❤
ওয়ালাইকুম সালাম ❤.
Assalamu alaikum sir
Mashaallah sir you are great
Zazakallahi khairan sir
সময়ের বিষয়টি সুন্দর ভাবে বুঝতে পারলাম।
Valo laglo class ta subscribe korlam
Subhanallah, Great Video, Thank You Sir
আলহামদুলিল্লাহ, স্যারের আলোচনা এতো সুন্দর।
স্যার এত সুন্দর করে বুঝায়,,❤️❤️❤️❤️❤️
Thanks for you explain easy to real fact opening
Onek sundor.😊
এতো সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার
অনেক সুন্দর আলোচনা ভাই।
Assalamualaikum sir you are great 🎉
Sir er Salam dewyata Amar khob Valo lage... Sir ami Apna k Sodo matro Allah r Jonno valobasi
মাশাল্লাহ!!! মুগ্ধ হয়ে গেলাম স্যার
আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আমিন।
ভাই যতই চেষ্টা যাও চালিয়ে ,আমরা যাবো না পালিয়ে ।
স্যার,
আমার কিছু প্রশ্ন
১)যদি ছবি তুলেই থাকে তাহলে ঐ স্থানে কি কোন আলো আছে নাকি নেই?ধরে নিলাম ঐ স্থানে আলো আছে তাহলে ঐ খানে তো সূর্যের বর্তমান আলো উপস্থিত আছে। ইনফারেট দিয়ে এনালাইসিস করে কি ভাবে বের করলো?
২)যদি আমি এটা সঠিক ধরে নেই তাহলে কি এই জেম্সওয়েভ আমার শিশু কালের খেলাধুলা করার ছবি তুলে দিতে পারবে?
Sir, how can I get this type of international news? I want to get all about this type of news. Please, would you tell me where I can get this all international research or scientific news?
মাশাআললাহ্।ভাই আললাহ্ আপনাকে নেক হায়াত দারাজ করুন
Amin আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
খুব সুন্দর করে বুযিয়েছেন জাজাকাল্লাহ
আমার প্রিয় একজন আলোচক। আলহামদুলিল্লাহ।