Amar Bichar Tumi Karo | আমার বিচার তুমি করো | Rabindranath Tagore

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Song:
    Amar Bichar Tumi Karo Tabo Apan Kare
    আমার বিচার তুমি করো
    Music Director: Rabindranath Tagore
    Lyricist: Rabindranath Tagore
    Song Lyrics:
    আমার বিচার তুমি করো তব আপন করে।
    দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে ॥
    যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,
    যদি পাপমনে করি অবিচার কাহারো 'পরে,
    আমার বিচার তুমি করো তব আপন করে ॥
    লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
    পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে--
    তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
    আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে,
    আমার বিচার তুমি করো তব আপন করে ॥
    Paap from Hoichoi
    I am not the owner of this content. Feel free to ask me to remove this content.

КОМЕНТАРІ • 2