এক টানা চালানোর দরকার নাই, যদি প্রাকৃতিক বাতাস বা পানিতে ঢেউ থাকে। দিনে 1 ঘণ্টা চালালে 2 ঘণ্টা বন্ধ রাখবেন। তবে অবশ্যই রাত 10 টার দিকে 2/3 ঘণ্টা আর ভোরে 2/3 ঘণ্টা টানা চালাবেন।
এটা সত্যি নয়। কারণ বড়ো বড়ো পোনা বিক্রেতা রা এভাবে রেণু ফোটান প্রথম 7 বা 10 দিনের জন্য। তবে জালের ঘর্ষণে গা ছিলে কিছু ধানী পোনা কেটে যেতে পারে, সেই জন্য হাপা 7 দিন আগে পানিতে ফেলে রাখতে হবে রেণু ছাড়ার। এতে করে জাল মসৃণ হবে।
আসসালামুআলাইকুম ভাই। ভাই আমার একটা বড় পুকুর আছে আর আমি এখানে দুই বছর ধরে রেনু চাষ করি। কিন্তু প্রত্যেকবারই আমি ব্যর্থ।ভাই দয়া করে যদি আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিতেন, তাহলে আমার জন্য অনেক উপকার হত,
Thank you vi, very useful
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য
লস খাইসি ভাই, মাছের গ্রোথ ভালো ছিলো কিন্তু চুরি গেছে প্রচুর। যা ছেড়েছিলাম তার হাফ পেলেও লাভ হতো।
ধন্যবাদ ভাই
দোয়া রাখবেন
ভবিষ্যতে চেষ্টা করবো
অবশ্যই
জীবাণু নাশক কোনটা ভেবো হার করবো নাম কি জানাবেন ধন্নবাদ
Bkc 80% ব্যবহার করতে পারেন
ডিম ছাড়ার পর মোটর এক টানা কয়দিন চালাতে হবে.?
এক টানা চালানোর দরকার নাই, যদি প্রাকৃতিক বাতাস বা পানিতে ঢেউ থাকে। দিনে 1 ঘণ্টা চালালে 2 ঘণ্টা বন্ধ রাখবেন। তবে অবশ্যই রাত 10 টার দিকে 2/3 ঘণ্টা আর ভোরে 2/3 ঘণ্টা টানা চালাবেন।
আমি টাংকিতে রেনু চাষ করতে চাই, পারবো?
কি মাছের রেনু?
রুই মাছের ডিম হাপায় চাছ করা যাবে
জ্বি
মোটর কতক্ষণ চালাইতে হবে
পুকুরে যদি পানি খেলে তাহলে খুব বেশি চালানোর দরকার নাই। পানি স্থির থাকলে চালাবেন। আর রাতে এবং ভোরে কিছু সময় চালাবেন।
কখন রেনু চাষ লাভজনক পরামর্শ চাই
যখন যেটার ডিম পাওয়া যায়, আর এলাকার চাহিদার উপর নির্ভর করে। মে জুন মাস থেকে শুরু করা সবচেয়ে ভালো।
ভাই কত পিস রেনু পাইছেন। ৩০ দিনে কতপিসে কয়কেজি হইছে?
নেট এ রেনুর গ্রোথ কম হয় ভাই, যাদের রেনু পুকুর সংকট, তাদের জন্য এই ব্যাবস্থা
ভাই আমারো একি অবস্থা। আমার রেনু পুকুর নাই আমি কোরাল মাছ করতে চাচ্ছি। হাফাই রেনি করতে চাচ্ছি। তাই জিজ্ঞেস করলাম
আপনি কত পিছে কেজি রেনু দিছিলেন। কত দিনে কয় কেজি পাইছে বললে ভালো হত
@@AbdulHakim-nk6ix হ্যাচারী থেকে এনে প্রতি হাপায় ১০০ গ্রাম করে দিসিলাম।
১০০গ্রাম রেনুতে মোট কত কেজি মাছ পেয়েছে কেজিতে কত পিছে করছে। কি মাছ দিছিলেন
🌹
ধন্যবাদ
এভাবে রেনু চাষ করলে পোনা নাকি পরবর্তী সময়ে বড় হয় না-এ সম্পর্কে আপনার মতামত জানাবেন।
এটা সত্যি নয়। কারণ বড়ো বড়ো পোনা বিক্রেতা রা এভাবে রেণু ফোটান প্রথম 7 বা 10 দিনের জন্য। তবে জালের ঘর্ষণে গা ছিলে কিছু ধানী পোনা কেটে যেতে পারে, সেই জন্য হাপা 7 দিন আগে পানিতে ফেলে রাখতে হবে রেণু ছাড়ার। এতে করে জাল মসৃণ হবে।
@@SaRaAgroFisheriesধন্যবাদ ভাইজান
বাই রেনু কোথায় পাবো
হ্যাচারি তে ভাই
Sir r ki ki medicine use korte lage pls bolben aktu😭
হাপাতে রেনু চাষে মূল ব্যাপার হলো ঢেউ থাকা পানিতে। হাপার তলায় যাতে তলানি জমে gas না হয় সেজন্য কিছু চিটাগুড় দিতে হয়।
আর সামান্য জীবাণুনাশক BKC 80%
কাকরা কাটে না
না ভাই, কাকড়া hapa কাটেনি কখনো
আসসালামুআলাইকুম ভাই।
ভাই আমার একটা বড় পুকুর আছে আর আমি এখানে দুই বছর ধরে রেনু চাষ করি। কিন্তু প্রত্যেকবারই আমি ব্যর্থ।ভাই দয়া করে যদি আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিতেন, তাহলে আমার জন্য অনেক উপকার হত,
আপনার ফোন নম্বর দিন, whatsapp এ যোগাযোগ করবো ইনশাল্লাহ।
কাকড়া কেটে দিবে না???
Na