কিভাবে সুতি কাপড়ের যত্ন নিতে হয়? Bijoy TV

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • পৃথিবীতে সবচেয়ে আরামদায়ক পোশাক হলো সুতি কাপড়ের তৈরি পোশাক। আভিজাত্যের দিক থেকেও সুতি কাপড়ের বিকল্প নেই। কেননা সুতি হলো একেবারে প্রাকৃতিক ফেব্রিক। সুতি কাপড় বানাতে প্রথমে তুলা থেকে সুতা তৈরি করতে হয়। তারপর সেই সুতা থেকে বানানো হয় সুতি পোশাক। এজন্য এইসব ফেব্রিকের প্রয়োজন হয় বিশেষ যত্নের। প্রকৃতপক্ষে, সুতি কাপড় ধোয়া থেকে শুরু করে আলমারিতে তুলে রাখা পর্যন্ত নিয়ম মানতে হয়। আর তা না হলে এসব কাপড় খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
    বলে রাখা ভাল, সুতির পোশাকে কোনো দাগ পড়লে, প্রথমে সেই দাগ আলাদা করে তুলে নিন। তারপর জামাটি অন্য পোশাকের সাথে পরিষ্কার করুন। যেহেতু সুতি কাপড় খুব সহজেই ছিঁড়ে যায় তাই এ কাপড় কাচার সময় বেশিক্ষণ ধরে ঘঁষে ঘঁষে না ধোয়াই ভালো। মনে রাখবেন, সুতির পোশাকগুলো প্রচণ্ড গরম পানিতে কখনো ভেজানো যাবে না। যদি আপনি খুব গরম পানিতে সুতির কাপড় ভেজান, তাহলে সেই পোশাকের রং নষ্ট হয়ে যাবে।
    অনেকেই একটি সুতি কাপড় পরিধান করে তা একমাস পর ধুয়ে দেয়। কিন্তু এই পন্থাটি সঠিক নয়। বরং কোনো সুতি পোশাক পরার পরপরই ধুয়ে শুকিয়ে ভালোভাবে রেখে দিতে হবে। তবে যদি একবার পরেই কাপড় কাচা সম্ভব না হয়, তখন সেটিকে অবশ্যই এক ঘণ্টার টানা রোদে রেখে দেবেন।
    copyright © A BIJOY TV Production-2023
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    UA-cam: / bijoytvofficial

КОМЕНТАРІ •