আমার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • আমার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।
    সঞ্জীব চট্টোপাধ্যায় লিখছেন তাঁর সঙ্গীত গুরু রামকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে- আশ্চর্য এক গল্পের মতো জীবন । শিল্পী আগে, না মানুষ আগে! অসাধারণ এক মানুষ । কলকাতার দর্জিপাড়ার মতো ঘিঞ্জি একটি জায়গাকে আলোকিত স্বর্গের মতো করে রেখেছিলেন । ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না । সঙ্গীত উৎসারিত হয় আধ্যাত্মিক ভূমি থেকে । সুরের পেছন পেছন ধাবিত হয় মন । স্পন্দনে যার আনন্দ । আমরা কিন্তু এই কথাটিই বলি ‘সুর সাধক’। তিনি দুঃখের মাঝে বসে ‘গরগরে আনন্দ’ লাভ করেছিলেন। সিদ্ধিলাভের জন্যে হিমালয়ের কোনো গুহায় যেতে হয়নি, দর্জিপাড়ার গৃহাশ্রমে বসেই আসল ‘চিজটি’ পেয়েছিলেন। তৈত্তিরীয় উপনিষদ্ বলছেন :‘আনন্দো ব্রহ্মেতি ব্যজানাৎ । আনন্দাদ্ব্যেব খম্বিমানি ভূতানি জায়ন্তে । আনন্দেন জাতানি জীবন্তি । আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তীতি । সৈষা ভাগবী বারুনী বিদ্যা। পরমে ব্যোমন প্রতিষ্ঠিতা। স খ এবং বেদ প্রতিতিষ্ঠতি । অন্নবানন্নাদো ভবতি । মহান্ ভবতি প্রজয়া পশুভিব্রহ্মবর্চসেন । মহান কীৰ্ত্যা ।
    রামকুমার চট্টোপাধ্যায়ের দীর্ঘ জীবনে উপনিষদের এই অনুবাক অক্ষরে অক্ষরে ফলিত হয়েছিল। ‘আনন্দই ব্রহ্ম । আনন্দ হতেই আমাদের জন্ম, আনন্দেই বর্ধিত, আনন্দের দিকেই প্রতিগমন, অবশেষে আনন্দে বিলীন। ভৃগু এই বিদ্যার জনক, বরুন প্রকাশক । এই বিদ্যা অন্নময় কোশ থেকে আরম্ভ করে হৃদয়কোশে অবস্থিত পরমানন্দে এসে পরিসমাপ্ত হয়েছে । যিনি এটি জানেন, তিনি আনন্দস্বরূপ ব্রহ্মে প্রতিষ্ঠিত হন। প্রভূত অন্নশালী হন, অন্নভোজী হন । তিনি সন্তান, পশু ও ব্রহ্মতেজে মহান হন, খ্যাতিতেও মহান হন ।’
    এত বড় একটা উদ্ধৃতি দেওয়ার কারণ, তাঁর জীবনে একটা শক্তি প্রথম থেকেই প্রতিফলিত হয়েছিল - আধ্যাত্মিক পরিমন্ডলে যার নাম - ‘কৃপা' । সঙ্গীতের জগতে বাঁধাধরা কয়েকটি পথ আছে গুরু, ঘরানা, দীর্ঘ তালিম, অবশেষে ‘হয়ে ওঠা’-‘পণ্ডিত’, ‘উস্তাদ'। এরই নাম ‘গুরু-শিষ্য পরম্পরা'। তাঁর জীবনের গভীরে তিনি আমাকে সস্নেহে টেনে নিয়েছিলেন । তার কারণ তাঁর জীবনের গঠন উপাদানে স্নেহের পরিমাণ ছিল শতকরা আশি ভাগ । আমি যা দেখেছি, বুঝেছি, পেয়েছি - সে কথা আসবে পরে । এখন এইটুকুই বলে রাখা - যোগাযোগের সেতু ভগবান শ্রীরামকৃষ্ণ ।
    Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★Subscribe to us: sanjibani sudha,

КОМЕНТАРІ • 24