রোলার কোস্টার থেকে কীভাবে পড়ে গেলো রাব্বি? হৃদয় বিদারক দৃশ্য! | Roller Coaster

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2022
  • শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারে এখন শোকের মাতম। ঢাকা মেডিকেলে নিহতের স্বজনরা জানায়, বন্ধুর সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে ঘর থেকে বেরিয়েছিলো রাব্বি। ফিরলো লাশ হয়ে। পার্ক কর্তৃপক্ষের গাফিলতির দিকে অভিযোগ পরিবারের। যদিও তারা বলছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে।
    Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Television on
    UA-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv
    #JamunaTV #Jamuna_Television #Roller_Coaster

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @sk.juborajsonjoy9781
    @sk.juborajsonjoy9781 2 роки тому +745

    এরকম মৃত্যু যেন কারো না হয়....!!
    সৃষ্টিকর্তা কাছে এই কামনা করি 🙏।

  • @mayarjale
    @mayarjale 2 роки тому +674

    হে আল্লাহ তুমি এই মাকে ধৈর্য্য দাও।একজন মা কিভাবে মানবে তার সন্তান তার কোলে আর ফিরবে না।

    • @bbn.2022
      @bbn.2022 2 роки тому

      আল্লাহ্ তার মার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে, আবার সেই মাকেই ধৈর্য্য শক্তি দেবে। বাহ.......
      আল্লাহ্কে পেলে জুতিয়ে পিঠের চামড়া তুলে দিতাম।

    • @irinaislam1481
      @irinaislam1481 2 роки тому +3

      Amin

    • @younick8823
      @younick8823 2 роки тому +1

      এটা কেয়ামতের অালামত ছাগল।

    • @kajisajib4906
      @kajisajib4906 2 роки тому +1

      Amin

    • @fowzy_862
      @fowzy_862 2 роки тому

      Ameen 😔😭🤲

  • @streetwalker1488
    @streetwalker1488 2 роки тому +151

    *১২ বছরের বাচ্চা কিভাবে বন্ধুদের সাথে বের হয়ে যায়?* এ ব্যাপারে মা বাবার আরো সচেষ্ট থাকা উচিত ছিলো। *সব বাবা মায়েরই সন্তানের প্রতি আরো যত্নশীল হওয়া উচিত।*
    *আল্লাহ তাদেরকে ধৈর্য্য দান করুন।*

  • @sadekaaktar4786
    @sadekaaktar4786 2 роки тому +30

    পার্ক কর্তৃপক্ষেরও দেখা উচিত সব বাচ্চারা ঠিকঠাক মতো বসেছে কিনা। প্রস্তুতি নিয়ে তবেই চালু করা উচিত।। ঈদের দিনে এরকম ঘটনা সত্যিই দুঃখজনক।।।

  • @robbaniislambd3177
    @robbaniislambd3177 2 роки тому +104

    একজন বাবার কাছে সবচেয়ে ভারি বস্তুু হলো তার সন্তানের লাশ।
    যার যায় সেই বোঝে।আল্লাহ তায়ালা তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন। আমিন।

  • @user-ip7yt6vi7i
    @user-ip7yt6vi7i 2 роки тому +34

    শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ
    ভালো আছি আলহামদুলিল্লাহ
    বেঁচে আছি আলহামদুলিল্লাহ।

  • @littlerock7595
    @littlerock7595 2 роки тому +43

    আমি যখন ৫ম শ্রেণীতে পড়তাম তখন বাড়িতে বসে বসে কার্টুন দেখতাম 🙂 আর এখন সব বেড়াতে যায় বন্ধুদের সাথে

  • @shahinur2442
    @shahinur2442 2 роки тому +11

    আলহাদুলিল্লাহ, নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি বলে হয়ত শাসন আর ভালবাসা দুটোই পেয়েছি।
    আমাদের বাবা মা এরকম বেখেয়ালে মানুষ করেনি।
    আসলে শাসন এর ও প্রয়োজন আছে, এখনকার বাবা মা তা ভুলে গেছে 🙂

  • @saifgalaxy1313
    @saifgalaxy1313 2 роки тому +63

    এতো কান্নাকাটি না করে আল্লাহর উপর ভরসা রাখুন,,আপনার এই সোনার চাঁদ আপনার নিজের না এটা আপনাদেরকে আল্লাহ আমানত হিসেবে কিছুদিন রেখেছে,,আল্লাহর হুকুমেই আবার না ফেরার দেশে চলে গেছে,,কোন বাবা মার সনৃতান যদি কোন সন্তানের মৃত্যুর শোক সইতে পারে আল্লাহর উপর রাজি থাকে আল্লাহ ও তাকে সন্তানের বদলে জান্নাত দান করবেন।।

  • @oronno9640
    @oronno9640 2 роки тому +16

    খুবই অদ্ভুত যে একটা মৃত্যুর পরে পার্ক তো চলছেই। মৃত্যুট কারন তদন্ত না করেই রোলার কোষ্টারও চলছে৷ আজব দেশে বাস করি আমরা।

    • @imranvai9707
      @imranvai9707 2 роки тому

      বন্ধ করলে মৃত্যু ব্যাক্তি জীবিত হয়ে যাবে।
      আপনার সন্তান আপনি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন আর কিছু হলে পার্ক কর্তৃপক্ষ দায়ী 👏 পাগল ছাগল কোথাকার। জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলে বাবা মা হওয়া যায় না, কুকুর ও তো জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয় তাহলে কি দাড়ালো।

  • @keyamoni6698
    @keyamoni6698 2 роки тому +7

    যতবারই এই নিউজটা চোখে পরছে ততবারই কান্না আটকে রাখতে পারছি না।
    অবশ্যই পার্ক কতৃপক্ষের গাফিলতি ছিলো।

  • @Maidul
    @Maidul 2 роки тому +3

    এই দূর্ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ সেখানকার জনপ্রতিনিধির সাথে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন । পার্ক কর্তৃপক্ষ আরো কঠোর ব্যবস্থা নিতে পারেন যেন তাদের আর কোন দুর্ঘটনার সম্মুখিন না হতে হয় সেই ব্যবস্থা নেওয়ার। না হয় যত দ্রুত সম্ভব পার্কটি বন্ধ করে দেওয়ার। সবাই সচেতন থাকবেন। ইনশা আল্লাহ।

  • @tanvirsheikh2738
    @tanvirsheikh2738 2 роки тому +635

    এমন একটা ঘটনাকে পার্ক কর্মকর্তাগণ আমলেই নিল না, ব্যাপারটা খুব দুঃখজনক

    • @md.golamazom4067
      @md.golamazom4067 2 роки тому +21

      তারা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত ভাই

    • @OmarFaruk-gn2rl
      @OmarFaruk-gn2rl 2 роки тому +20

      আইনশৃঙ্খলা বাহিনী কি করতেচে ওই পার্ক টা কেন বন্ধ করেদিলোনা

    • @mohammadiqbal5992
      @mohammadiqbal5992 2 роки тому +12

      এটার নাম বাংলাদেশ

    • @sanjoybenerjee2598
      @sanjoybenerjee2598 2 роки тому +12

      @@AshifKhan-cj5cz এই ধরনের রাইটস এ অবশ্যই সেফটি বেল্ট ভালোভাবে ব্যবহার করা উচিত। যেটা এই খেলনা তে অনুপস্থিত।

    • @quintonriyad4077
      @quintonriyad4077 2 роки тому

      @@md.golamazom4067 s

  • @jamalhossain8957
    @jamalhossain8957 2 роки тому +73

    সাংবাদিক ভাই এর কথাগুলো খুবই ভালো লেগেছে এমন একটা তাজা প্রাণ চলে গেলো পার্ক কর্তৃপক্ষের লোকের কোনো শোক নেই এমনকি যেই রাইডটিতে পড়ে মারা গেলো সেই রাইডটিও দিব্যি চলছে। খুবই দুঃখজনক।

    • @sazzadhossain4347
      @sazzadhossain4347 2 роки тому +1

      ওদের দরকার খালি টাকা।

    • @mdbabu1904
      @mdbabu1904 2 роки тому +1

      টাকা,,ভাই,,তাই,,এরকম দশ জন,,যদি মারা যায় তাঁতে ওঁদের কোনো কিছু আসে যায় না,,সব টাকা

    • @pabitrarakshit5338
      @pabitrarakshit5338 2 роки тому

      Nijer doshe nije mareche

    • @MdEmran-gq3jj
      @MdEmran-gq3jj 2 роки тому

      Sottiy bisoyta dokkhojnk

    • @tamanna5192
      @tamanna5192 2 роки тому +1

      ভাই দিন যত যাচ্ছে মানুষের আবেগ, ভালোবাসা সব ফিকে হয়ে যাচ্ছে টাকার কাছে। 🙂
      তাই একটা মানুষ মারা যাওয়ার পরও পরিস্থিতি নরমাল যেন কিছুই ঘটেনি।

  • @GraphicsBulbul
    @GraphicsBulbul 2 роки тому +1

    আল্লাহ ছেলেটিকে জান্নাতবাসি করুন। আর পার্ক কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত, সেই সাথে ছেলেটির পরিবারের পাশে থাকা উচিত.

  • @hrsobuj4885
    @hrsobuj4885 2 роки тому

    এটা নতুন কিছু না এই জাতীয় যতরকম জিনিস আছে তার থেকে বিপদ থেকে মৃত্যু ইতিপূর্বেও হয়েছে এবং হবে। দোয়া করি আল্লাহ ঐ ছেলের পরিবারের সবাইকে ধর্য্যধারন করার তৌফিক দান করুন। আমিন

  • @diptamohajan8643
    @diptamohajan8643 2 роки тому +65

    ক্লাস ৫ এর শিশু ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল🙄পরিবার কোথায় ছিল তখন?শুধু পার্ক মালিকের নয়, পরিবারেরও সমান দোষ আছে।একটা ক্লাস ৫ এর শিশুকে তারা এভাবে বাড়ি থেকে বের হতে দেয় কেন,,?

  • @Iam__Riya
    @Iam__Riya 2 роки тому +324

    আজ খুশির ঈদের দিনে এত কষ্ট যেন সহ্য হয় না 😭

  • @pakosivlogger
    @pakosivlogger 2 роки тому +3

    অনেক দুঃখজনক একটা ঘটনা। তবে যার মৃত্যু যেখানে আছে সেখানে তো হবেই। আল্লাহতায়ালা যেন পরিবারটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে

  • @muhammadjakirhussain5185
    @muhammadjakirhussain5185 2 роки тому

    মৃত্যু নিশ্চিত
    কিন্তু সময় টা অনিশ্চিত..
    ইয়া আল্লা্হ!
    যখনি মৃত্যু দিবা ঈমানী হালতে দিও।

  • @mdshamimhoossain8800
    @mdshamimhoossain8800 2 роки тому +179

    খুবই হৃদয়বিদারক।
    সাময়িক আনন্দ যেন বিপদের কারণ না হয়ে যায়, বাবা-মারা খেয়াল রাখবেন।

    • @minhajsanim1612
      @minhajsanim1612 2 роки тому

      Ai park ta bondo kore dewa ochit

    • @mdshamimhoossain8800
      @mdshamimhoossain8800 2 роки тому

      @@minhajsanim1612 অবশ্য বিনোদন তো প্রয়োজন, কিন্তু আসল কথা হচ্ছে ১২ বছরের একটা ছেলে কিভাবে অভিভাবক ছাড়া ঘুরতে চলে আর তারা রাজিও হয়ে যায়। তাহলে তো মনে হচ্ছে অভিভাবকগন বাচ্চার বিষয়ে উদাসীন।
      তাই অভিভাবকদের ও বিষয়টি খেয়াল রাখা উচিত।

  • @fivestar8119
    @fivestar8119 2 роки тому +55

    ভবিষ্যতে আর যেন এমন দূর্ঘটনা না ঘটে, সেজন্য ঝুঁকিপূর্ণ এসব রাইডারের প্রটেকশন ব্যবস্থা আরও মজবুত করা প্রয়োজন।

  • @raselsheikh8506
    @raselsheikh8506 2 роки тому

    মৃত্যু আমাদের কত কাছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কে জানতো এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে।

  • @shamimhowlader599
    @shamimhowlader599 2 роки тому +1

    কয়েক দিন আগে ঘুরে এলাম। আর তারপরই এই মর্মান্তিক মৃত্যু। 😭😭😭😰😰😰😰😰

  • @minhaz566
    @minhaz566 2 роки тому +267

    যদিও ঘটনা অনেক দুঃখের কিন্তু আমাদের বিলাপ করা থেকে বিরত থাকতে হবে।
    আল্লাহ আমাদের দৈর্য এবং হেদায়েত দান করুক

    • @ikramhosen1504
      @ikramhosen1504 2 роки тому

      He Allah Ami nijeke e control Korte parsi na . Kivabe Tara nijeder control korben. Bassa ta k jannat Dan korun

    • @weirdstuff7268
      @weirdstuff7268 2 роки тому +6

      @@ikramhosen1504 sorry I suck in bangla, but I hope you understand. There is a hadith.
      When one of prophet Muhammad (saw)'s son (Ibrahim) passed away. the prophet(saw) was extremely sad, but he was calm and tried to hold back his tears, he did tear up a bit. The child was described making noise similar to a rock being shaken in a vessel (banglai khor khor bole je). What I'm trying to explain is unnecessarily crying like this will bring nothing, but pain to the descended soul. always say alhamdulillah that Allah has freed him from this dunya (earth). Generally when someone dies as a result of murder, drowning, burning or accident, he/she shall be place in jannah (ir-respective to religion). So say innalillahi wa innalillahi rajeun and alhamdulillah instead. He died of an accident, Allahu alam Allah might bless him with jannah. Al akhiratu khairuun Minal ula. Translated: the here after is better then the 1st (dunya/earth).

    • @godzillag9959
      @godzillag9959 2 роки тому

      @@weirdstuff7268 togo moto dhormandho chagolgulare lathaite lathaite nodite falano uchit. prottekta jaigai checrami marka ghen ghen korte asbe. mentally sick

    • @weirdstuff7268
      @weirdstuff7268 2 роки тому +2

      @@godzillag9959 it's all Allah's will, if you think you embarrassed me, trust me you just made yourself look like a bigger fool and coward who can't handle the truth. May allah guide you.

    • @weirdstuff7268
      @weirdstuff7268 2 роки тому +1

      @@godzillag9959 shit talk me all you want, I'm not the one to judge you, he is. Hasbiallahunaimalwakel.

  • @shanfamilysentertainment5203
    @shanfamilysentertainment5203 2 роки тому +64

    শুধুমাত্র মা যানে সন্তান হারানোর কষ্ট কি 😥😥

  • @nabilhowlader1200
    @nabilhowlader1200 2 роки тому

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। ❤️

  • @anandiya7911
    @anandiya7911 2 роки тому

    মানুষের উচিত প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করা। তাহলে মনুষ্যত্ব ফিরে পাবে পৃথিবী

  • @allproslive6710
    @allproslive6710 2 роки тому +81

    একটা সত্যি কথা বলি নিজের কেউ মারা না গেলে কষ্টটা উপলব্ধি করতে পারে না কেউ। পার্ক কর্তৃপক্ষ ভাবতেছে একটা মাত্র ছেলে মারা গেছে কিন্তু ওই একটি মাত্র ছেলে যে একটি পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো তারা এখনো বোঝেনি ।

    • @shilpiaziz853
      @shilpiaziz853 2 роки тому

      রাইট যেই মা তার বাচ্চা কে হারাইছে তার বাকি জিবনে আর আনন্দ ঈদ হবে না 😭😭😭 পার্ক কর্তৃপক্ষ আর কি তাদের পার্ক বাচ্চা অকাল মৃত্যু তেও বন্ধ করেনি টাকার চেয়ে জিবন টা বড় ছিলো না তাদের কাছে

  • @apnaderiamin8381
    @apnaderiamin8381 2 роки тому +1

    খুবই দুঃখজনক মর্মান্তিক মৃত্যু
    হে আল্লাহ আপনি মাসুম বাচ্চাকে বেহেশতে নসীব দান করুন।
    মা বাবা'কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন,,, আমিন

  • @mdmostufa2266
    @mdmostufa2266 2 роки тому +3

    বড় কষ্টের বিষয়। কিন্তু তার চেয়ে কষ্টের বিষয় হলো পার্ক কর্তীপক্ষের নিয়মাবলি। এত বড় একটা ঘটনা হওয়ার পরেও সবকিছুই আগের মতই চলছে।

  • @robiartacademy
    @robiartacademy 2 роки тому +26

    ১২ বছরের বাচ্চা 😔😔
    রোলার কোস্টার খুব ভয়ংকর জিনিস।

  • @mdtanber5764
    @mdtanber5764 2 роки тому +90

    একজন রাব্বির মৃত্যু শত রাব্বির আনন্দের বাধা হতে পারে নি আর পারেও না তাই তো একই রাইডে সব সিট পূর্ণ করে চলছে তার আপন গতিতে।

    • @mdakib1814
      @mdakib1814 2 роки тому +16

      ১২ বছরের ছেলে কেন ফোন হাতে বন্ধুদের সাথে পার্কে যাবে? অভিভাবক কই ছিল তখন? কেন ১২ বছরের এই ছেলেকে একা ছড়া হলো?

    • @yasirrohan7475
      @yasirrohan7475 2 роки тому +2

      এটাই প্রিথীবির নিয়ম🧐

  • @jamankhan1286
    @jamankhan1286 2 роки тому +1

    পরিবারের ছোট ভাইদের হারানোর কষ্ট শুধু তারাই বুঝে যাদের হারিয়ে গেছে।
    আল্লাহ এই পরিবারকে ধৈর্য ধারনের তাওফিক দিন আমিন

  • @raselahmed6908
    @raselahmed6908 2 роки тому

    আল্লাহরে দেখে খুব কষ্ট লাগলো,,, যার যায় সে বুঝে কতো কষ্ট,, আল্লাহ তুমি এমন মৃত্যু আর কাওকে দিওনা,,আল্লাহ এই পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন😭🤲😭

  • @shshohanblog7990
    @shshohanblog7990 2 роки тому +38

    শুধু পার্ক কর্তৃপক্ষ কে দোষ দিলে হবে না। পরিবার এর ও দোষ আছে। এই অল্প বয়সে হাতে ফোন কেনো। পরিবার কে এর দায়ভার নিতে হবে।আর একটা কথা আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছে সে ততটুকু বাঁচবে। আল্লাহ তুমি এই পরিবার কে ধৈর্য্য ধরার তৌফিক দান করো।

    • @Only-C3
      @Only-C3 2 роки тому +1

      ঠিক বলেছেন..

    • @matiulislam8368
      @matiulislam8368 2 роки тому +3

      আপনি বলেছেন আল্লাহ্ যাকে যতটুকু হায়াত---- তাহলে বিচার ব্যবস্থার দরকার কি?

    • @Ameer-is3dh
      @Ameer-is3dh 2 роки тому +1

      That doesnt make the authority is not guilty... these money hungry people r way too much greedy

    • @healthcare895
      @healthcare895 2 роки тому

      Etu kom boyse ichre paka hole jha hoi...saradin mobile niye gotagouti kore kom boyesi polapain

    • @Ameer-is3dh
      @Ameer-is3dh 2 роки тому

      @@healthcare895 but still he doesnt deserve to die.... think rationally

  • @TR-taoyabur643
    @TR-taoyabur643 2 роки тому +11

    আল্লাহ তুমি মা-ও বাবা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন

  • @MdSharif-hq8wv
    @MdSharif-hq8wv 2 роки тому +1

    আললাহ তায়ালা উনাকে জান্নাত বাসি করুক আমিন

  • @karimmiah9608
    @karimmiah9608 2 роки тому +11

    একজন মানুষ মরে গেলো তার পরেও কিভাবে এটা চালু থাকে, খুবই দুঃখজনক।

  • @Anonymous-fq8dy
    @Anonymous-fq8dy 2 роки тому +49

    যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা 😭

  • @lordshadow360
    @lordshadow360 2 роки тому +81

    অন্য দেশ হলে পার্ক বন্ধ হয়ে যেত,
    আমরা মনে হয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও স্বার্থপর জাতি 😞😢😭

    • @himaloyshuvo4081
      @himaloyshuvo4081 2 роки тому

      কি দুখে পার্কা বন্ধ হবে?
      পার্ক এর কোন ফল্ট থাকলে সবাই মরতেন।
      হুদাই পার্কের দোষ দিয়ে কি হবে?

    • @Dil645
      @Dil645 2 роки тому +1

      hoyto apnar kothai thik 😭😭😢😢😩😩😩

    • @sabinayesmin8974
      @sabinayesmin8974 2 роки тому +3

      পার্ক বন্ধ করে দেয়া তো আর সমাধান নয়। সচেতন হতে হবে কর্তৃপক্ষ ও সবাই কে। পার্ক বন্ধ করে শুধু গরীব দের ই ক্ষতি।

  • @mdasraf8980
    @mdasraf8980 2 роки тому

    এভাবেই দুনিয়ার সব কিছু তার আপন গতিতে চলতে থাকবে। শুধু থাকব না আপনি, আমি, আমরা। আল্লাহ ছেলেটির পরিবার কে সবরে জামিল দান করুন।

  • @limonahmed7355
    @limonahmed7355 2 роки тому

    খুবই মর্মান্তিক ঘটনা,,, অাল্লাহ এই জান্নাতি বাচ্চাটার মা বাবা স্বজনকে ধৈর্য্য দান করুন (অামিন)

  • @laijubegum7636
    @laijubegum7636 2 роки тому +128

    এই জন্য বেশি আনন্দ করা ঠিক না! আল্লাহ পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন।

    • @NewDarkKnight
      @NewDarkKnight 2 роки тому

      মুরগী নাকি? ইদের দিন তাও বাচ্চা মানুষ তোহ আনন্দ করবেই। এটা ইকোপার্কের দোষ। বাচ্চা মরার পরও সব রাইড ঠিকই চালাচ্চে এরা।

    • @laijubegum7636
      @laijubegum7636 2 роки тому +6

      @@NewDarkKnight শুধু ওকে বলিনি,আমি সবাইকে বলছি, বেশি আনন্দে মাতাল হয়ে যায়!পার্ক বন্ধ করে দেয়া উচিত, এখনো চলছে কিভাবে বুঝতে পারলাম না।

    • @deadshot9823
      @deadshot9823 2 роки тому +1

      ঈদের দিন আনন্দ করার দিন ই

    • @raihanhasan602
      @raihanhasan602 2 роки тому +3

      @@deadshot9823 anondo ar lafalafi kuddakuddi esober moddhe parthokko ase ..eid e bivinno hospital e onek bike accident ase ..anonder ch...ne 100+ speed tuila pau vainga falai

    • @shooter7995
      @shooter7995 2 роки тому +8

      পার্কে যাওয়া ও যদি বেশি আনন্দ হয় তাহলে আপনারা ঈদ পালন করা বন্ধ করে দেন ঈদের দিন ঘুমায়ে থাকেন

  • @user-bc1cd8sd4w
    @user-bc1cd8sd4w 2 роки тому +127

    এখানে শুধু পার্ক কর্তৃপক্ষ কে না বুঝে দোষারপ করলে হবে না। ১২বছরে বাচ্চা কে একা পার্ক এ যেতে দেওয়া টা ঠিক হয়নি।এমন মর্মান্তিক ঘটনা থেকে বাঁচতে সবাই কেই সচেতন হতে হবে।

    • @ilovemydaughter6117
      @ilovemydaughter6117 2 роки тому +2

      ঠিক বলেছেন ভাই

    • @Ameer-is3dh
      @Ameer-is3dh 2 роки тому +3

      These money hungry people should be held accountable... They should have least do their safety check properly.

    • @saymaakther1788
      @saymaakther1788 2 роки тому

      Right

    • @mithilasrabonti3871
      @mithilasrabonti3871 2 роки тому

      @@Ameer-is3dh!

    • @Trendinginfobd942
      @Trendinginfobd942 2 роки тому

      Thik bolsen ma baba ei careless abar onno k directly dosh die dei

  • @adnanasif5569
    @adnanasif5569 2 роки тому

    Apu apnr ceharata shundor 😍☺️

  • @saidulhoque8947
    @saidulhoque8947 2 роки тому

    আল্লাহ এই বাচ্চা টিকে জান্নাত দান করুন। আমিন

  • @dhrubomohim
    @dhrubomohim 2 роки тому +101

    যারা এই পার্কের ব্যবসায়ী আল্লাহ্‌ তাদের ও পরিবার পরিজন দিয়েছেন। আল্লাহ্‌ এই পরিবারকে শোক কাটিয়ে উঠার শক্তি দিক। আমিন

  • @nayanuddin1398
    @nayanuddin1398 2 роки тому +111

    অন্যান্য দেশে কোনো পার্ক বাহ রেস্টুরেন্ট এ যদি কেউ মারা যায় তাহলে সেটা সাথে সাথে বন্ধ ঘোষণা করে,,আর আমাদের বাংলাদেশে,,,,,খুবই দুঃখজনক 😥

    • @user-wq8we5ye6h
      @user-wq8we5ye6h 2 роки тому +2

      কথা ঠিক।

    • @jamfreedom378
      @jamfreedom378 2 роки тому

      এইটা বাংলাদেশ যে জারে মাইরা খাইয়া বড় হইতে পারে কোন ব্যাপার না দেশ টা হইয়া গেছে মগের মুল্লুক আর এই দেশের সরকারি লোকজন তো যে পাতে খায় সেই পাত ফুটা করে।

    • @mdhazratali3128
      @mdhazratali3128 2 роки тому

      অযথা একটা কমেন্ট করলেই হয়ে গেলো।
      পার্ক কেনো বন্ধ করা হবে?

    • @fkentertainment3005
      @fkentertainment3005 2 роки тому

      @@mdhazratali3128,,, অপঘাতে মৃত্যুে মারা গেলে সেই জায়গা কিছু দিন সংরক্ষিত রাখা হয়।
      আর অযথা না বুঝে অনলাইন লাফালেও পরে দিয়ে মারতে পারেন 🍼

    • @Tahsin_Hussain
      @Tahsin_Hussain 2 роки тому +4

      2:15 is this a JOKE. This is a CRIME SCENE & the park should be SEALED & CLOSED for investigation.

  • @giasuddin5481
    @giasuddin5481 2 роки тому +9

    পার্ক কর্তৃপক্ষ এসব রোলারকোস্টারে সেফটি কিছু রাখে নাই কেন। তাদের আইনের আওতায় আনা হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।

  • @mdyasin-kk9tz
    @mdyasin-kk9tz 2 роки тому

    এই রকম প্রত্যেকটি স্থানে প্রশাসনিক ভাবে নিরাপত্তা এবং নিয়ম দুইটি থাকা উচিত!!

  • @loveofislam1896
    @loveofislam1896 2 роки тому +43

    একটা সন্তান তার মালিকের কাছে চলে যাওয়াতে যদি পরিবারের এত কষ্ট হয়,,তবে চিন্তা করা উচিত যে,দ্বীনের পথে না চলার কারনে যখন কেয়ামতের দিন বাবা মায়ের সামনে সন্তান এবং সন্তানের সামনে বাবা মা জাহান্নামে জ্বলবে তখন কেমন লাগবে সেটা দুনিয়াতেই চিন্তা করা জরুরী,,আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন এবং তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন,,,আমিন,,,,

  • @mdasaduzzaman3403
    @mdasaduzzaman3403 2 роки тому +13

    এই পার্কের রোলার কোষ্টারে আসলেই সমস্যা।আমিও একদিন আল্লাহর ইচ্ছায় বেঁচে গিয়েছিলাম😢😢😢

    • @sezanmahmudshuvo2546
      @sezanmahmudshuvo2546 2 роки тому +3

      Roller coaster e utha joruri na! ar roller coaster e selfie tolar moto codna der esob e hobe eta savabik vabe bozha jae na?

    • @minhajsanim1612
      @minhajsanim1612 2 роки тому

      Shotti

  • @ronebd9004
    @ronebd9004 2 роки тому

    আলহামদুলিল্লাহ মজা পাইলাম

  • @user-co2re4uk5l
    @user-co2re4uk5l 2 роки тому

    যার যায় সেই বুঝে এর কি জালা। আল্লাহ তাদেরকে ধৈর্য দিন আমিন

  • @tahansaidulsaidul9500
    @tahansaidulsaidul9500 2 роки тому +30

    আল্লাহ তায়ালা এই ছোট ভাইটাকে জান্নাত নসীব করুক

  • @likeevideos5124
    @likeevideos5124 2 роки тому +33

    আপনাদের ছেলে-মেয়ে বাসার থেকে বাহির হয় দূরে কোথাও কি করে খোঁজ খবর রাখেন না হলে দুর্ঘটনায় একটা সারা জীবনের কান্না হতে পারে সতর্ক থাকেন যারা ছেলে মেয়ের গার্জিয়ানের আছেন আপনাদের ছেলে সন্তান বাহিরে বাহিরে কি করে খোঁজ রাখেন

  • @mdsinan4201
    @mdsinan4201 2 роки тому +1

    আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। শাড়িতে

  • @ebrahimmolla3890
    @ebrahimmolla3890 2 роки тому

    আল্লাহ প‌রিবার‌কে ধৈর্য্য ধার‌নের খমতা দিন
    আর তা‌কে জান্না‌ত দান করুন আমিন

  • @laijubegum7636
    @laijubegum7636 2 роки тому +36

    এখন বন্ধ করে দেয়া উচিত,ওরা কি মানুষ না আর কিছু! একজন মানুষ মারা গেল আর ওরা এখনো পার্ক চালিয়ে যাচ্ছে।

  • @HUMAYUNKABIR-ux2kp
    @HUMAYUNKABIR-ux2kp 2 роки тому +27

    আল্লাহপাক তাকে জান্নাতনসীব করুক আমিন।

  • @AminulIslam-ih3zu
    @AminulIslam-ih3zu 2 роки тому

    Valo hoyeche

  • @mdjashim8766
    @mdjashim8766 2 роки тому +112

    আল্লাহ তুমি পৃথিবীর সকল মুসলমানদের হেফাজত করো, আমিন

    • @ornobil
      @ornobil 2 роки тому +6

      সকল মুসলমান /মানুষ?

    • @user-zk7zg3xn5t
      @user-zk7zg3xn5t 2 роки тому +4

      বাকিরা কি দোষ করলো?

    • @user-rt3id3vx8j
      @user-rt3id3vx8j 2 роки тому +8

      পৃথিবীর সকল প্রাণী সুখী হউক এইরকম তো বলা যায়।কারণ একজন মুসলমান যেমন ব্যাথা, বেদনা অনুভব করতে পারে অন্যরা ও তো এই অনুভবের বাইরে নয়।জাগ্রত হয়ে বিবেক দিয়ে ভেবে কথা বলুন ভাই।ধন্যবাদ।

    • @dhaneshsaha8440
      @dhaneshsaha8440 2 роки тому +1

      আপনি কোন জগতে মানুষ ।কথায় কথায় আপনারা মুসলিম মুসলিম বলেন ।আবাল চোদা শুওরের বাচ্চা খানকির ছেলে ।উপর ওলা কেবল মুসলিম দের রক্ষা করবে ।সত্যি মানুষ আপনি ভাই ।আগে মানুষ হন ।তার পরে ভালো চাইবেন ।

    • @pabitrarakshit5338
      @pabitrarakshit5338 2 роки тому +2

      Tum lok kabhibi sutrage nehi sala

  • @mrsohag598
    @mrsohag598 2 роки тому +42

    This is very heart- touching. May Allah help them to bear patience.

  • @sabinayeasmin253
    @sabinayeasmin253 2 роки тому

    যার চলে যাই সে বোঝে হাই বিরহের কি যন্ত্রনা, হে আল্লাহ তুমি ঐ পরিবারের সবাইকে শান্ত্বনা দান করো

  • @fardouswhahidyt
    @fardouswhahidyt 2 роки тому

    আলহামদুলিল্লাহ ভালো হয়ছে

  • @sanjoybenerjee2598
    @sanjoybenerjee2598 2 роки тому +20

    এই ধরনের রাইটস এ অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করা উচিত। এ জন্য কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে।

  • @himelsorker398
    @himelsorker398 2 роки тому +15

    মানুষ কতটা কষ্ট পেলে,
    এমন ছটফট করে।🥺💔

  • @nuaso7143
    @nuaso7143 2 роки тому

    সাংবাদিক ভাইকে অশেষ ধন্যবাদ।

  • @shagorhossin2860
    @shagorhossin2860 2 роки тому +1

    Mohan allah vaike janntul ferdaous dan koiran amin ar vair family ka dhojjo rharon korar toufikh dan koiran amin

  • @jesminakter5490
    @jesminakter5490 2 роки тому +18

    পার্কে এসব কাজে যে দায়িত্ব থাকে তাদের কঠোর শাস্তির আওতায় আনা উচিৎ,,

    • @abdullahalrobin82
      @abdullahalrobin82 2 роки тому

      নিজের দোষে মরে গিয়ে আজরাইলকে গালি দেওয়া ছারা আর কিছুই না।

    • @mjkcritic
      @mjkcritic 2 роки тому

      তদন্ত নেই বিচার নেই সরাসরি শাস্তি?

  • @md.sharif5213
    @md.sharif5213 2 роки тому +15

    ১২ বছরের একটা ছেলে, অতটা বড় ও না, প্রথমত ফ্যমিলির একা ছাড়া ঠিক হয়নি ২য় পার্ক কর্তিপক্ষের রাইডগুলা চালু করার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত যেহেতু বাচ্চারা অবশ্যই বড়দের মতো দায়িত্বশীল ও সতর্ক নয়

  • @JahidulIslam-uw3jl
    @JahidulIslam-uw3jl 2 роки тому

    বাবা মায়ার আখেয়ালের কারোনে এমন হয়,তার চেয়ে বরো কথা আল্লাহ তার এইটুকো হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে

  • @robelhossain1313
    @robelhossain1313 2 роки тому

    আল্লাহ তার বাবা মায়ের কলিজা ঠান্ডা করে দাও আমিন.।

  • @anisurrahman9278
    @anisurrahman9278 2 роки тому +20

    হৃদয় বিদারক 😢 আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন 🙂

  • @sumonbang1533
    @sumonbang1533 2 роки тому +277

    সত্যি দুঃখ জনক ঘটনা তবে তাকে কেউ ফেলে দেয়নি পড়ে গিয়ে মারা গেছে এর জন্য কাকে দায়ী করবেন।

    • @biplobdas5923
      @biplobdas5923 2 роки тому +28

      ছেলেটার ১৮ বছর হয় নাই,,,আর সব দোষ মালিকপক্ষের!!!! তারা কেনো ছোট ছোট শিশুদের সতর্ক করবে না?

    • @Sanjida-Haque-Saria
      @Sanjida-Haque-Saria 2 роки тому +3

      @@biplobdas5923 right

    • @SunioSyzoth
      @SunioSyzoth 2 роки тому +9

      @@biplobdas5923 kichu holei malik pokkher dosh r a dosh amader moddhe

    • @SunioSyzoth
      @SunioSyzoth 2 роки тому +7

      @@biplobdas5923 dosh malik pokkher o thake but family er o ekto kheyal rakha dorkar jeheto janei Bangladesh ekhon hedar desh

    • @alwankalba5833
      @alwankalba5833 2 роки тому +6

      দায়িত্ব হীন বাংলার মানুষ।।আমানুষ ও বলা যাবে

  • @MdSharif-hq8wv
    @MdSharif-hq8wv 2 роки тому +1

    আললাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন

  • @mdbelalhossain6810
    @mdbelalhossain6810 2 роки тому

    মৃত্যু এমন এক বাস্তবতা যা অস্বীকার করার শক্তি কারো নেই ⚠️

  • @channelnetquranbd
    @channelnetquranbd 2 роки тому +21

    ইন্নালিল্লাহ 🥺 আল্লাহ তাকে মাফ করুন 😭

  • @wasimali6152
    @wasimali6152 2 роки тому +22

    বাবা মা,র মনতো মানে না তার সন্তান নেই।আল্লাহ তাদের সবর করার তৌফিক দান করুক

  • @2hin171
    @2hin171 2 роки тому +1

    হায়াত মউত আল্লাহর হাতে,,কি বলবো মিত্যৃ নিয়ে🥺
    তবে পরিবারের আহাজারি দেখে চোখের পানি ধরে রাখা দ্বায়😭😭😭

  • @MdNoyon-ck9ty
    @MdNoyon-ck9ty 2 роки тому

    বাহ কি সুন্দর ভিডিও

  • @bdvloggersweety
    @bdvloggersweety 2 роки тому +482

    দুঃখজনক,ছেলেকে বন্ধুদের সঙে যেতে দেয়া ঠিক হয়নি,১২বছরের বাচ্চার এত সাধীনতার দরকার আছে কি?

    • @southpoint9711
      @southpoint9711 2 роки тому +13

      সহমত

    • @rafsunador
      @rafsunador 2 роки тому +13

      Amaro same kotha , ata poribarer osabdhanota

    • @chandnisvlog4710
      @chandnisvlog4710 2 роки тому +3

      Right

    • @mdzisan5363
      @mdzisan5363 2 роки тому +19

      এই জন্যই একজন দায়িত্ববান লোক সাথে দেওয়া দরকার ছিল।

    • @asmaulhusna8835
      @asmaulhusna8835 2 роки тому +1

      sohomot

  • @bangladeshimum393
    @bangladeshimum393 2 роки тому +27

    আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আল্লাহ যেনো ছেলেটাকে বেহেশত নসিব করেন

  • @AminulIslam-ih3zu
    @AminulIslam-ih3zu 2 роки тому

    Valo hoyeche eto sok kere togo

  • @jonakiaktar2372
    @jonakiaktar2372 2 роки тому

    বাবা-মা কে আল্লাহ পাক যেন ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করে

  • @mehedihassan-hp8ph
    @mehedihassan-hp8ph 2 роки тому +43

    ১২ বছরের ছেলের হাতে ফোন তুলে দিলে এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। আর পার্ক কর্তৃপক্ষের দোষ একা হবে কেন? সেখানে কি অন্য কোনো সচেতন মানুষ ছিলনা?
    শুধুই টাকা আদায়ের একটা কৌশল।
    আল্লাহ সব পরিবারকে সঠিক বুঝ দান করুক।
    এই মা বাবাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

  • @arifhossen9265
    @arifhossen9265 2 роки тому +5

    যেকোন দূর্ঘটনাই অপ্রত্যাশিত । তবে আমরা সকল ক্ষেত্রে এতটাই উদাসীনতা দেখাই যে যেকোন দূর্ঘটনা থেকে শিক্ষা নেই না! ফলে পুনরাবৃত্তি ঘটতেই থাকে । অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেলো আরো একটি জীবন । আমরা কেউ ই এর দায় এড়াতে পারিনা !

  • @saidurkhan1172
    @saidurkhan1172 2 роки тому

    আপনাকে খুব সুন্দর লাগছে

  • @saerty4270
    @saerty4270 2 роки тому

    আল্লাহ পাক আপনি রহমত করুন এবং সুস্ত রাখুন হেফাজতে রাখুন সকল মানুষদেরকে এমন দুঃখের বিষয় যেন কোন আনন্দ করতে গিয়ে যেন কারোই জীবনে না আসে আমিন

  • @swaponali8378
    @swaponali8378 2 роки тому +6

    খুবই দুঃখজনক 😢😢
    দেখতেই পাচ্ছেন রোলার কোস্টারে কোন একটাতেও সেফটি নেই ও এগুতে সেফটি বাড়ানোর দরকার।
    কতৃপক্ষের উচিত ছিলো জরুরি চিকিৎসা সামগ্রী তাদের কাছে রাখা।
    কতৃপক্ষের উচিত এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জন্য সাবধান হয়ে যাওয়া
    যাতে বিনোদন করতে এসে আর কোন মায়ের বুক খালি না হয়।

  • @RabiulIslamBismillahIslamicTv
    @RabiulIslamBismillahIslamicTv 2 роки тому +13

    আল্লাহ ওকে মাফ করে দিন। জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন

  • @abdulmatlebassam1779
    @abdulmatlebassam1779 2 роки тому

    সজন হারালে বুক ফেটে যায়, এটা সত্যি । তবে ধৈর্যশীল হোওয়া উচিত । কেননা মহান আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ করেন । যার হায়াত যত দিনের, সে তত দিনি বাছবে । বেশী বেশী দোওয়া করতে হবে, তবে বে পর্দা হোয়ে নয় । আসাম থেকে

  • @AlAmin-tf5od
    @AlAmin-tf5od 2 роки тому +9

    এটাই সোনার বাংলাদেশ একটা মায়ের বুক খালি করে সন্তান চলে গেলো আর পার্কের কোন ব্যবস্তা নাই হায়রে মানুষ যার যাই সে বুঝে কত কষ্ট

    • @mdmosharafhossen2942
      @mdmosharafhossen2942 2 роки тому

      বালের দোষ দাও।১২ বছরের শিশুর কিসের এত স্বাধীনতা

  • @mdtusherahamed3936
    @mdtusherahamed3936 2 роки тому +5

    আপনাকে অনেক সুন্দর লাগতেছে, দুঃখের বিষয় ঈদের দিন ও
    নিউজ করতে হচ্চে আপনাকে ❤️🖤

  • @thamidalamovi5341
    @thamidalamovi5341 2 роки тому

    আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার তৈফিক দান করুক

  • @helalhelal3305
    @helalhelal3305 2 роки тому

    Excellent 👍 oo

  • @Zarinkhan
    @Zarinkhan 2 роки тому +10

    হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন।সুরা বাকারা - ১৫৩

  • @noobgameradi8629
    @noobgameradi8629 2 роки тому +9

    ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nasrinsultana160
    @nasrinsultana160 2 роки тому

    আমিও একজন মা।এ মায়ের কান্নায় আমার চোখের পানি আটকাতে পারিনি এ মা কিভাবে পারবে।তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি এই কলিজার টুকরা মানিক হারানো মাকে ধের্য দাও।