জেব্রা ফিঞ্চ মেয়ে পাখি ছেলে পাখি চেনার সহজ উপায়

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • ldentify finck bird male female bangla ফিঞ্চ পাখির ছেলে মেয়ে চেনার সহজ উপায়। ফিঞ্চ পাখির অন্যান্য প্রজাতি গুলোর থেকে জেব্রা ফিঞ্চ পাখির ছেলে মেয়ে নির্ধারণ করার বেশ সহজ। মাত্র তিনটি পদ্ধতি মেনে আপনি দুই মিনিটে মধ্যে জেব্রা ফিঞ্চ পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন। ভিডিওটা তে আমি আপনাকে একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে জেব্রা ফিঞ্চ পাখির ছেলে-মেয়ে নির্ধারণ করতে হয়। কয়েক মিনিটে একটি মনোযোগ দিয়ে দেখুন আপনি ১০০% নিশ্চিত থাকুন। এটা শিখে যাবে।
    ১, ছেলে জেব্রা ফিঞ্চ পাখির চোখের কাছে গোল্ডেন রং এর একটি পট থাকে। যেটা মেয়ে পাখির থাকে না।
    2, প্রাপ্তবয়স্ক অবস্থায় ছেলে ছেলে জেব্রা ফিঞ্চ গুলোর ঠোঁটের রং হয় টকটকে লাল। অন্যদিকে প্রাপ্তবয়স্ক অবস্থায় মেয়ে জেব্রা, ফিঞ্চ পাখির গুলোর ঠোঁটের রং হয় কমলা রঙের।
    3, ছেলে জেব্রা ফিঞ্চ পাখির গুলো তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল রঙের হবে। এটা অনেকটা মোরগের মতো। মোরগ মুরগির মধ্যে আমরা কিন্তু খুব সহজে পার্থক্য বুঝতে পারি। কারণ মোরগের শরীরের কালার টা হয় উজ্জ্বল রঙের আর মুরগির শরীরে হয় কিছুটা হালকা রঙের ।ঠিক এক‌ইভাবে ছেলে জেব্রা ফিঞ্চ পাখি গুলোর শরীর ও প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলক বেশি উজ্জ্বল রঙের হবে । ‌

КОМЕНТАРІ •