স্মৃতি রেখে গেলাম, আমিও একটি মেয়ে কে অসম্ভব ভালবাসতাম,,কিন্তু হঠাৎ করে শুনতে পেলাম সে লুকিয়ে বিয়ে করে ফেলছে,, এবং সেদিন ছিল তার বাসর রাত,আর সেটা আমি কখনো মেনে নিতে পারিনি,, আমার খুব কষ্ট হচ্ছিলি এই ভেবে যে মানুষটার বেড শেয়ার করার কথা ছিল আমার সাথে,,সেটা কেন অন্য জনের সাথে শেয়ার করল,,আসলেই ভালবাসার অনুভূতি গুলো খুব কষ্টদায়ক,,স্মৃতি রেখে গেলাম যারা এই কমেন্টটি পড়বে তারা একটি করে লাইক দিয়েন,যেন নোটিফিকেশনে পেয়ে নাটকটি আবার দেখতে পাই,,,,, সত্যি ভালবাসা অসম্ভব সুন্দর যদি তা পূর্ণতা পায়,,,
কোন দিন কোন নাটকের কমেন্ট বক্সে কমেন্ট করি নি। তবে আজ এই নাটকটি দেখে না করে পারলাম না। পুরোটা কাহিনির সাথে প্রথম থেকে শেষ অব্দি সবাইটাই আমার বাস্তব জীবনের সাথে মিল রয়েছে।৷ পাগলের মতো শুধু কান্না করছি। যদিও এই নাটকটি ৪৬ :৩৯ সেকেন্ডে সমাপ্তি হয়ে গেছে, তবে আমার এই বাস্তব জীবনে এই গল্পটি এখনো চলমান 😢 ধন্যবাদ গোলাম সারোয়ার অনিক ভাই গল্পটি তুলে ধরার জন্য ❤
সত্যি এরচেয়ে হৃদয় বিদারক পৃথিবীতে আর কিছু হতে পারেনা। এই নাটক টা দেখার পর এতটা কষ্ট পেয়েছি নায়কের জন্য যা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। নায়িকার চেষ্টার কমতি ছিল না তার ও কোন অংশে নায়কের চেয়ে কম কষ্ট হয়নি। নাটকের শেষ মিলটা এতটা নিষ্ঠুর না হলে ও পারতো। আমি মনে করি ইসলামী শরীয়ত মতে কোন মুসলিমের উচিত নয় প্রেম করা কিন্ত জাগতিক এবং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যেহেতু এটা ঠেকানো কষ্টকর সে ক্ষেত্রে দু’টি মন যদি কখনো এক হয়ে যায় উভয় পরিবারের উচিত দু’টি জীবনকে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখার জন্য সম্পর্কটা কে মানিয়ে নিয়ে শরীয়ত মতো ওদের বিয়ে দেয়া। আর যদি কোন জুটি সত্যিকার অর্থে মন দিয়ে / নিয়ে থাকে কমিটমেন্ট করে থাকে সে ক্ষেত্রে কোন প্রেমিক/ প্রেমিকারই অধিকার নেই একে অন্যকে ঠকানো। কারন ভালবাসায় যে ঠকে তার কষ্ট মৃত্যুর চেয়ে ও অনেক কষ্টের আর যে ঠকায় সে খুনীর চেয়ে বড় ঘাতক।
প্রিয়, তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর নাটক দেখা হতো না।🤕তাই স্মৃতি হিসেবে কমে ন্ট করে গেলাম......😓 যখন কেউ এই নাটক ট দেখতে এসে কমেন্টটাতে লাইক দেবে তখন নোটিফিকেশন পেয়ে এই নাটকটান তোমার কথা ভেবে আবারও নাটক টা পুনরায় দেখবো।💔🥺💔🥺
মনে হলো নিজের জীবনের গল্প।ঠিক এমন পাগলের মত একজন কে ভালোবেসে অনেক কেদেছিলাম😭😭😭কমেন্টটা স্মৃতি করে রেখে গেলাম পরবর্তী প্রজন্ম এসে দেখবে একজন মানুষ কতটা ভালোবাসতে পারে😭😭😭
আমার এক জায়গায় বিয়ে হয়ে গেছিলো,,, বিয়ে হয়েছে সোমবার জামাই এর বাড়িতে তুলে নেইনি,,, তুলে নেওয়ার ডেট ছিল শুক্রবার,,,,পরে আমি যাকে ভালোবাসতাম,,,সে আমাকে ঐই জায়গা থেকে ডিভোর্স করিয়ে শুক্রবারের আগেই পালিয়ে নিয়ে বিয়ে করেছিলো,,,,আলহামদুলিল্লাহ এখন আমাদের ৫বছর চলে বিয়ের আমাদের একটা ছেলে ও আছে,,,,আসলে জীবনে সঠিক পুরুষ আর সঠিক নারী যার জীবনে আসে সেই বুঝে ভালোবাসা যে কতটা সুন্দর ❤❤❤
@@sumaiyalabid তুই ব্যাশা এখানে ব্যাশার নাম তুললি কেন খানকি এখানে ব্যাশা গিরির কি দেখলি আসলে ব্যাশা কাকে বলে এটা তুই ভালো বুঝস,, তাই তো ব্যাশা বলতে পারছস সহজে
তোমায় পেয়ে গেলে এত সুন্দর নাটক টা দেখা হতো না প্রিয় পাগলী স্মৃতি রেখে গেলাম ❤যুগ যুগ ধরে মানুষ দেখতে আসবে ❤তখন নাটকটা দেখে মানুষ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে নাটকটা দেখতে আসবো ❤প্রিয় পাগলীর ❤
ওহে আমার শখের নারী আপনার প্রতি আমার নেই কোন অভিযোগ নেই কোন অভিমান, স্বামী এবং বাচ্চা নিয়ে সুখে থাকেন। আমার এটা সৌভাগ্য যে ক্ষণিকের জন্য হলেও আপনার মূল্যবান ভালোবাসা আমি পেয়েছিলাম নিয়তি হয়তো আমাদের জুরি লেখেননি তাতে আমার কোন আফসোস নেই। আপনার কাছ থেকেই শিখেছি ভালোবাসা কতটা তীব্র হয়, এই জনমে আপন হলে না পরজনমে অপেক্ষায় থাকবো আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজও আমার মনে নাড়া দেয় সত্যিই আপনি ভালোবাসার যোগ্য একজন নারী ছিলেন😭😭 তাইতো আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
আরোশ ভাই আর তাসনুভা তিশার নাটক গুলো যদিও অভিনয় জারা রিলেশন করে তাদের সাথে মিলে জায় তাই গল্পগুলো অসাধারণ সর্বোচ্চ জুটি দুজনেই এগিয়ে চলুন ধন্যবাদ আপু ও ভাই
আমি ফারুক এই নাটকের প্রত্যেকটা সিন আমারে পাগলের মতো কাদাইছে,,,আমার জীবনের সাথে ১০০% মিলে গেলো এমন রিদয় ছোয়া নাটক আমার জীবনে প্রথম দেখলাম,,,,সবচেয়ে বেস্ট এবং কষ্টদায়ক
ভালোবাসা আসলেই অনেক সুন্দর,, তবে পাওয়ার চেয়ে না পাওয়ার আকাঙ্গটা আরো অনেক সুন্দর,, পেয়ে গেলে হয়তো ভালোবাসার সমাপ্তি হয়ে যায়, কিন্তু অসমাপ্ত প্রেমটা আরো সুন্দর,, ভালো থেকো সব সময় আমার না পাওয়া ভালোবাসা।
আশর ভাইয়ার এই ক্যারেক্টার টা জাস্ট ওয়াও ছিলো🌸 আমার ভীষণ ভালো লাগছে🥀 আরও অনেক কষ্টও লাগছে🥺😥 আমার চোখে পানি চলে আসছে🥲 জানিনা বুকের ভেতরটা কেমন জানি করছে 💙🖤
এইটা হয়তো একটা নাটক ছিল কিন্তু পুরো নাটকটায় ছিল আমার জীবনের একটি অংশ, অনেক অনেক মনে পড়ে সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে যাকে একটু দেখার জন্য ব্যাকুল থাকতাম একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম তার একটা এসএমএস আসলে বুকের ভিতরটা যেন অন্য রকম হয়ে উঠত একসাথে কতো ঘুরতে যেতাম আর কতোই না কথা বলতাম কতো স্বপ্ন ,যার জন্য সব কিছু করতে চেয়েছিলাম ,তার দেওয়া হাজারটা শর্ত পুরণ করতে রাজি ছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সে এক জায়গায় আর আমি রাত জেগে থাকা এক প্রহরী ।। সত্যি ভালোবাসা খুব বেশিই সুন্দর 2019❤2023 তোমাকে মনে রাখব চিরদিন
কি নাটক দেখলাম রে ভাই পুরোটা সময় চোখের কোনে পানি জমে ছিল। এই নাটকের টু পার্ট দেখতে চাই কারন প্রতারণা দিয়ে নাটকের সমাপ্তি হতে পারে না, এই নাটকের একটা হ্যাপি ইন্ডিং দেখতে চাই
ভালোবাসা কি আজব তাই না কেউ ভালোবাসার মানুষ ছাড়াও জীবন্ত লাশ হয়ে বাঁচে আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায়...🥀😔🥺😪😭 আমি তোমাকে ছারা এখন সেই লাশের মতোন
ভালোবাসার মানুষের ঠিক সময়ে কদর করতে না জানলে আর সঠিক সময়ে দায়িত্ব নিতে না পারলে এরকমই হয়🙃 কষ্ট তো শুধু ছেলের একার হয় না মেয়েটার তার থেকে হাজার বেশি হয়🙃
নাটক টা দেখে কমেন্ট না করে পারলাম না 🥺নাটকটা আমার জীবনের সাথে অনেক মিল,,, নিজে কিছু করতে করতে প্রিয় মানুষটার বিয়ে হয়ে গেছে 😢2বছর হয়েছে তার বিয়ে হয়ে গেছে,,, আমি তার পরে কাউকে ভালোবাসতে পারি নাই 🥺 তার সাথে এখনো আমার কথা হয়,,,এখনো দেখা করার জন্য দুই জনে পাগলামি করি,,,ওরে বলেছি এবার দেখা হলে একটা ওড়না দিতে ও বলেছে দেখা হলে দিবে,,,,ওর জীবনে কোন খারাপ কিছু হলে কষ্টে থাকলে ও সর্বপ্রথম আমাকে বলে,,,নাটক টা দেখে প্রিয় মানুষটার সাথে পাগলামি গুলো মনে পড়লো দম বন্ধ হয়ে আসতেছে,, খুব কান্না করলাম 😭😭😭
Akhono kotha bolcho dada bolo na karon ami jake vlobasi tar o bia hoya gache sa o amr sathe kotha bolte chai bt ami boli na karon kno jno aj noito kal kau thick jana jbe tokhon tar choritro nia kotha bolbe karon atai ami take kotha boli na tar mne ata noi j ami take bhule gachi motau na ami akhono take asombhob vlobasi ❤
নাটক না দেখে যতটা কষ্ট না লাগে ,, কিন্তু এখানে মানুষের কমেন্ট পড়ে তার থেকে ও বেশি কষ্ট লাগে ,আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে 😂😂 সবাই ভালো থাকতে চায় তার প্রিয় মানুষটির সাথে কিন্তু সবার কপালে তা হয়ে উঠে না,, ভালো থাকুক সবাই😢
সত্যিকারের heart breaking একটা গল্প! চিত্রনাট্য দারুণ সুন্দর!ধন্যবাদ আরশ! 🤍🤍সবার অভিনয়, বিশেষ করে আরশ-এর অভিনয় এত জীবন্ত! আমি বাকরুদ্ধ --- রাইসুল তমাল আবারো প্রমাণ করলেন, তিনি একজন দারুণ শক্তিশালী নাট্য নির্মাতা!🙏🙏🤍🤍🤍🤍🤍
নাটকটা দেখে খুব কষ্ট লাগছে।আমি আমার ভালোবাসার মানুষ টা কে পেয়ে গেছি।না হলে হয়তো মরেই যেতাম 😭।আমাদের সম্পর্কের ১০ বছর পূর্ণ হবে নভেম্বর এর ২০ তারিখ। আর বিয়ে ১ বছর ২ মাস হলো।সবাই দোয়া করবে।আল্লাহ যেনো আমায় একটা সন্তান দান করেন।
এই নাটকে শুধু ছেলেটারই কষ্ট হয়নি। মেয়েটারও প্রচুর কষ্ট হয়ছে, মেয়েটাও প্রচুর চেষ্টা করেছে তার কাছে যাওয়ার। এমনকি কি বিয়ের আগে পালিয়ে যেতেও চেয়েছে বাট ছেলেটি তখন যায়নি। আসলে ভালোবাসার মানুষকে হারিয়ে কোনো অচেনা ছেলেকে বিয়ে করে তার সাথে সংসার করা,তাকে শরীর স্পর্শ করতে দেওয়া কতটা কষ্টের এটা শুধু একটা মেয়েই জানে। একটা ছেলে কখনো এই কষ্ট উপলব্ধি করতে পারবে না। তারা শুধু মেয়েটার বাহিরের সুখটাই দেখবে, ভিতরের চাপা কষ্টটা কেউ দেখবে না। মেয়েদের জীবনটাই আসলে এমন। একটা ছেলে তার জীবনে এসে তাকে ভালোবাসা শিখাবে আর যখন পরিবার মেয়েটাকে বিয়ের জন্য চাপ দিবে তখন ছেলেটা বিয়ে করতে পারবে না। পালিয়ে যেতে বললেও পালাতে পারবেনা। আর শেষে যখন পরিবারের চাপে মেয়েটা ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য হবে, তখন ছেলেটা আবার তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার সংসার নষ্ট করে হলেও তাকে পেতে চাইবে,। ছেলেগুলা বুঝে না যে এই সময় মেয়েটার আর কিছুই করার থাকে না। সে চাইলেই তার কাছে ফিরে যেতে পারে না। ঘুরেফিরে সবশেষে দোষগুলো মেয়েদেরই হয়,🙂 মেয়েদের জীবনটাই এমন, সেক্রিফাইজ করতে করতেই মাটির সাথে মিশে যেতে হয়😊 তবে সব ছেলে বা মেয়েই এক না, দোষ গুণ মিলিয়েই মানুষ 🫰,,
নাটকের শেষ টা খুব লাগলো,,,, নায়কার ভুলটা ভাঙানো উচিত ছিলো নয়তো সঠিক মানুষ টাও বেইমান হয়ে গেলো,, আর শয়তান জিতে গেলো,,, যায় হোক নাটক টা দেখে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে😥🥲😥
আমার জিবনের সাথে অনেকটাই মিল। কষ্টগুলো না অনেক ভিতর থেকে আসে। এইটা সবাই বুঝবে না বুঝার কথাও না। যে এই পরিস্থিতিতে পড়েছে সেই বুঝে। আমার মাথায় এখনো এগুলো ঘুরে যখন মাথায় আসে তখন পাগল হয়ে যাই। আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ যেন এগুলো ভুলিয়ে রাখে।
ভালোবাসার মানুষ হাড়িয়ে যেতে পারে-কিন্তু সেই মানুষ টার সাথে জড়িয়ে থাকা আবেগ-অনুভূতি কখনো হাড়িয়ে যায় না...🥺! আমি না হয় সারা জীবন তোমার ওই অনুভূতি নিয়েই বেঁচে থাকবো! 🥺
স্মৃতি রেখে গেলাম, আমিও একটি মেয়ে কে অসম্ভব ভালবাসতাম,,কিন্তু হঠাৎ করে শুনতে পেলাম সে লুকিয়ে বিয়ে করে ফেলছে,, এবং সেদিন ছিল তার বাসর রাত,আর সেটা আমি কখনো মেনে নিতে পারিনি,, আমার খুব কষ্ট হচ্ছিলি এই ভেবে যে মানুষটার বেড শেয়ার করার কথা ছিল আমার সাথে,,সেটা কেন অন্য জনের সাথে শেয়ার করল,,আসলেই ভালবাসার অনুভূতি গুলো খুব কষ্টদায়ক,,স্মৃতি রেখে গেলাম যারা এই কমেন্টটি পড়বে তারা একটি করে লাইক দিয়েন,যেন নোটিফিকেশনে পেয়ে নাটকটি আবার দেখতে পাই,,,,, সত্যি ভালবাসা অসম্ভব সুন্দর যদি তা পূর্ণতা পায়,,,
সত্যিই ভালোবাসা অদ্ভুত ❤❤❤
আমার ও একই অবস্থা
আমার একি ও বস্তা
❤
ভালো বাশা নামক ধুকা বলে একে কারন মেয়েটার অনেকিছু করো নিও ছিল,,,,,,, আমি জেটা মোনে কোরি,,,?
কান্না তখনই আসে যখন একটা গল্পের সাথে নিজের সব কিছু মিলে যায় 😭
বাস্তব কথা বলছেন
কি করবো ভাই কান্না করা ছাড়া কিছু নাই😢😢
Tik bolcen
হুম😢😢
😂😂😂
কোন দিন কোন নাটকের কমেন্ট বক্সে কমেন্ট করি নি। তবে আজ এই নাটকটি দেখে না করে পারলাম না। পুরোটা কাহিনির সাথে প্রথম থেকে শেষ অব্দি সবাইটাই আমার বাস্তব জীবনের সাথে মিল রয়েছে।৷ পাগলের মতো শুধু কান্না করছি। যদিও এই নাটকটি ৪৬ :৩৯ সেকেন্ডে সমাপ্তি হয়ে গেছে, তবে আমার এই বাস্তব জীবনে এই গল্পটি এখনো চলমান 😢
ধন্যবাদ গোলাম সারোয়ার অনিক ভাই গল্পটি তুলে ধরার জন্য ❤
সত্যি এরচেয়ে হৃদয় বিদারক পৃথিবীতে আর কিছু হতে পারেনা। এই নাটক টা দেখার পর এতটা কষ্ট পেয়েছি নায়কের জন্য যা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। নায়িকার চেষ্টার কমতি ছিল না তার ও কোন অংশে নায়কের চেয়ে কম কষ্ট হয়নি। নাটকের শেষ মিলটা এতটা নিষ্ঠুর না হলে ও পারতো।
আমি মনে করি ইসলামী শরীয়ত মতে কোন মুসলিমের উচিত নয় প্রেম করা কিন্ত জাগতিক এবং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যেহেতু এটা ঠেকানো কষ্টকর সে ক্ষেত্রে দু’টি মন যদি কখনো এক হয়ে যায় উভয় পরিবারের উচিত দু’টি জীবনকে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখার জন্য সম্পর্কটা কে মানিয়ে নিয়ে শরীয়ত মতো ওদের বিয়ে দেয়া। আর যদি কোন জুটি সত্যিকার অর্থে মন দিয়ে / নিয়ে থাকে কমিটমেন্ট করে থাকে সে ক্ষেত্রে কোন প্রেমিক/ প্রেমিকারই অধিকার নেই একে অন্যকে ঠকানো। কারন ভালবাসায় যে ঠকে তার কষ্ট মৃত্যুর চেয়ে ও অনেক কষ্টের আর যে ঠকায় সে খুনীর চেয়ে বড় ঘাতক।
প্রিয়, তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর নাটক দেখা হতো না।🤕তাই স্মৃতি হিসেবে কমে ন্ট করে গেলাম......😓 যখন কেউ এই নাটক ট দেখতে এসে কমেন্টটাতে লাইক দেবে তখন নোটিফিকেশন পেয়ে এই নাটকটান তোমার কথা ভেবে আবারও নাটক টা পুনরায় দেখবো।💔🥺💔🥺
Tai naki
I love you❤😊
I love you❤😊
Apu apnr comment ta deika kovi karap laglo😢
সেম 😢😢
Arosh khan আস্তে আস্তে আরফান নিশো লেভেলে চলে যাইতেছে কংগ্রাচুলেশনস ❤️❤️
এই নাটকের দ্বিতীয় এপিসোড চাই অসম্ভব ভালো লেগেছে । এবং এটাও চাই ,দ্বিতীয় এপিসোডে এই ভালোবাসার মিলন দেখতে , আমরা মানি আমাদেরকে প্রযোজক নিরাশ করবে না,, পাট টু চাই 🥺🙏🏼 46:13
ধন্যবাদ। আপনারা বলতে দর্শক চাইলে অবশ্যই হবে। ❤️🌿
Amio..cai part 2
Pat 2 cai plz
হুম দ্বিতীয় পর্ব চাই যেনো মিলন হয়😢
অবশ্য
এমন মুহূর্ত কারো জিবনে না আসুক। 😪
মনে হলো নিজের জীবনের গল্প।ঠিক এমন পাগলের মত একজন কে ভালোবেসে অনেক কেদেছিলাম😭😭😭কমেন্টটা স্মৃতি করে রেখে গেলাম পরবর্তী প্রজন্ম এসে দেখবে একজন মানুষ কতটা ভালোবাসতে পারে😭😭😭
😢😢😢😢
Hmm
Sam amr lifer ar ste mile gace
Same to you bro💔😥
টিকটক থেকে কেকে আসছেন নাটক টা দেখতে লাইক প্লিজ 😊😊
আমি
Ka apni
Ami asi🖐️
আমি
আমি 🙎♂️
Drama ta বাস্তবের সঙ্গে মিল আছে 😢❤❤
Love from India 🇮🇳💝🇧🇩
আমার এক জায়গায় বিয়ে হয়ে গেছিলো,,, বিয়ে হয়েছে সোমবার জামাই এর বাড়িতে তুলে নেইনি,,, তুলে নেওয়ার ডেট ছিল শুক্রবার,,,,পরে আমি যাকে ভালোবাসতাম,,,সে আমাকে ঐই জায়গা থেকে ডিভোর্স করিয়ে শুক্রবারের আগেই পালিয়ে নিয়ে বিয়ে করেছিলো,,,,আলহামদুলিল্লাহ এখন আমাদের ৫বছর চলে বিয়ের আমাদের একটা ছেলে ও আছে,,,,আসলে জীবনে সঠিক পুরুষ আর সঠিক নারী যার জীবনে আসে সেই বুঝে ভালোবাসা যে কতটা সুন্দর ❤❤❤
❤❤❤❤
Tumi rastar mohila, boyfriend er nam diye arekta cheler life nosto korso. Ekhon bole tule nei nai. Kichu meyeder jonno asholei shariah rules jayez
Rastar bessarao apnar theke valo.. Apnader moto meyera bessader thekeo kharap
@@sumaiyalabid তুই ব্যাশা এখানে ব্যাশার নাম তুললি কেন খানকি এখানে ব্যাশা গিরির কি দেখলি আসলে ব্যাশা কাকে বলে এটা তুই ভালো বুঝস,, তাই তো ব্যাশা বলতে পারছস সহজে
তোমায় পেয়ে গেলে এত সুন্দর নাটক টা দেখা হতো না প্রিয় পাগলী স্মৃতি রেখে গেলাম ❤যুগ যুগ ধরে মানুষ দেখতে আসবে ❤তখন নাটকটা দেখে মানুষ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে নাটকটা দেখতে আসবো ❤প্রিয় পাগলীর ❤
- সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায়, আরেকজন গভীরভাবে জড়িয়ে যায়। আর গভীরভাবে জড়িয়ে যাওয়া মানুষটাই চরমভাবে ঠকে যায় তার বিশ্বাসের কাছে!💔😅
এই নাটক টি দেখে অনেক কষ্ট হচ্ছে অনেক খারাপ লাগছে
কিন্তু জামাই টা কিন্তু সত্যিই অনেক ভালো
Same amar history 💔
যত বছরের সম্পর্ক হোক না কেন, আরেক জনের এক রাতের ছোয়াই সব ভুলে যায় 😄😄
সত্যি কারের ভালবাসা গুলো এভাবে হেরে যায়,
নাটক টা শুরু থেকে শেষ অবদি আমাকে কাদিয়েছে 😭 কমেন্ট করে গেলাম স্মৃতি রেখে গেলাম হয়তো আবারো কোনো এক দিন নাটক টা দেকবো 😭
😢😢😢
ওহে আমার শখের নারী আপনার প্রতি আমার নেই কোন অভিযোগ নেই কোন অভিমান, স্বামী এবং বাচ্চা নিয়ে সুখে থাকেন। আমার এটা সৌভাগ্য যে ক্ষণিকের জন্য হলেও আপনার মূল্যবান ভালোবাসা আমি পেয়েছিলাম নিয়তি হয়তো আমাদের জুরি লেখেননি তাতে আমার কোন আফসোস নেই। আপনার কাছ থেকেই শিখেছি ভালোবাসা কতটা তীব্র হয়, এই জনমে আপন হলে না পরজনমে অপেক্ষায় থাকবো আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজও আমার মনে নাড়া দেয় সত্যিই আপনি ভালোবাসার যোগ্য একজন নারী ছিলেন😭😭 তাইতো আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
পাগলের মতো ভালো বাসার পরও প্রিয় মানুষ কে পায়নি যাঁরা 🥺🥀
শুধু তাঁরাই জানে কতটা কষ্ট হয় তাঁকে ছাড়া 💔🥀😰
আরশ খানের ভক্তরা একটা করে লাইক প্লিজ
আরোশ ভাই আর তাসনুভা তিশার নাটক গুলো যদিও অভিনয় জারা রিলেশন করে তাদের সাথে মিলে জায় তাই গল্পগুলো অসাধারণ সর্বোচ্চ জুটি দুজনেই এগিয়ে চলুন ধন্যবাদ আপু ও ভাই
ভুলে যাবো তার দেওয়া সকল সৃতি 😭😭কিন্তু ভুলতে তো পারি না কেন এলো আমার জীবনে যাকে সারাক্ষণ মনে পড়ে 😢😢😢
আমি ফারুক এই নাটকের প্রত্যেকটা সিন আমারে পাগলের মতো কাদাইছে,,,আমার জীবনের সাথে ১০০% মিলে গেলো এমন রিদয় ছোয়া নাটক আমার জীবনে প্রথম দেখলাম,,,,সবচেয়ে বেস্ট এবং কষ্টদায়ক
সত্যি কারের ভালোবাসা গুলো এভাবেই হেরে যায়। 😭
ভালোবাসা আসলেই অনেক সুন্দর,, তবে পাওয়ার চেয়ে না পাওয়ার আকাঙ্গটা আরো অনেক সুন্দর,,
পেয়ে গেলে হয়তো ভালোবাসার সমাপ্তি হয়ে যায়,
কিন্তু অসমাপ্ত প্রেমটা আরো সুন্দর,,
ভালো থেকো সব সময় আমার না পাওয়া ভালোবাসা।
পুরোপুরি বাস্তবতা তুলে ধরছে নাটকে
আশর ভাইয়ার এই ক্যারেক্টার টা জাস্ট ওয়াও ছিলো🌸 আমার ভীষণ ভালো লাগছে🥀 আরও অনেক কষ্টও লাগছে🥺😥 আমার চোখে পানি চলে আসছে🥲 জানিনা বুকের ভেতরটা কেমন জানি করছে 💙🖤
শেষ টা এতো কষ্টের না হলেও পারতো 😭😭😭😭
আল্লাহ্ তুমি সবার ভালোবাসা পূর্ণতা পাওয়ায় দাও,,,,,😭
এইটা হয়তো একটা নাটক ছিল কিন্তু পুরো নাটকটায় ছিল আমার জীবনের একটি অংশ, অনেক অনেক মনে পড়ে সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে যাকে একটু দেখার জন্য ব্যাকুল থাকতাম একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম তার একটা এসএমএস আসলে বুকের ভিতরটা যেন অন্য রকম হয়ে উঠত একসাথে কতো ঘুরতে যেতাম আর কতোই না কথা বলতাম কতো স্বপ্ন ,যার জন্য সব কিছু করতে চেয়েছিলাম ,তার দেওয়া হাজারটা শর্ত পুরণ করতে রাজি ছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সে এক জায়গায় আর আমি রাত জেগে থাকা এক প্রহরী ।।
সত্যি ভালোবাসা খুব বেশিই সুন্দর
2019❤2023
তোমাকে মনে রাখব চিরদিন
দ্বিতীয় পর্ব চাই প্লিজ প্লিজ দেন ☺☺
কি নাটক দেখলাম রে ভাই পুরোটা সময় চোখের কোনে পানি জমে ছিল। এই নাটকের টু পার্ট দেখতে চাই কারন প্রতারণা দিয়ে নাটকের সমাপ্তি হতে পারে না, এই নাটকের একটা হ্যাপি ইন্ডিং দেখতে চাই
Yes amio chai pls diben atosh khan jeno abaro ase
এমন মূহুর্ত কারো জীবনে না আসুক😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😅
😭😭
ভালোবাসা -----সত্যিই অদ্ভুত সুন্দর,, মনের মানুষকে কাছে পেলে মনে হয় দুনিয়া পেয়ে গেছি,,আর না পেলে মনে হয় দুনিয়ার সব একদিকে আর আমি আরেক দিকে 😢😢
সত্যিই কান্না তখনই পায় যখন কাহিনী নিজের সাথে মিলে যায় 😢
ফাস্ট। এতো।সুন্দর। নাটক।দেখাম।আমি।এক।কথায়। অসাধারণ।
আরশ ভাইয়াকে কার কার ভালো লাগে। ❤❤🎉🎉
❤❤❤
Amar to fevorite actor arosh vaiya ❤❤❤
আমার খুব পছন্দের একজন মানুষ ❤
আমার অনেক অনেক অনেক ভালো লাগে
Amar
সত্যি লাখো মানুষের সেম ইমোশনাল টা তুলে দরছে পরিচালক ধন্যবাদ 😭😭😭😭
এই রকম নাটক বানাবেন না নিতে পারি না,,জীবন এর সাথে পুরাটা মিলে যায় একদম..!
"কাউকে হারানোর ভয়ে যদি
তোমার বুক ছটফট করে,নিঃশ্বাস
বন্ধ হয়ে আসে, চোখে পানি
চলে আসে " তাহলে তুমি তাকে
ভালোবাসো!!❤️🩹🌸
Kisu Korar Thake Na
ভালোবাসার আরেক নাম জীবন্ত লাশ
আমার জীবনের সাথে অনেক টা মিল আছে। গায়ের পশম গুলো দারিয়ে গেলো। চোখে পানি চলে আসলো।😭
এই জন্যই ভালোবাসা থেকে নিজেরে অনেক দুরে রাখি
ফেসবুকে সটভিড়িও দেখে আসলাম। আমার মতো কে কে লাইক দাও🙂
Ami
Same@@minaakter7729
Comment porte aslam........valo Thakuk koste thaka sokol Manush.... 💔
ভালোবাসা কি আজব তাই না কেউ ভালোবাসার মানুষ ছাড়াও জীবন্ত লাশ হয়ে বাঁচে আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায়...🥀😔🥺😪😭 আমি তোমাকে ছারা এখন সেই লাশের মতোন
নাটকের সিন গুলো তারাই ফিল করতে পারবে,যারা কাউকে খুব খুব খুব বেশি ভালোবাসে।
অসাধারণ হয়েছে অরস খান ভাই আপনার অভিনয় ❤❤
আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের একসাথে সারাজীবন ভালো রাখেন
এইটার তো 2 এপিসোড আসলে ভালো হয়। ডিরেক্টর 2 এপিসোড দেন। এইটা দেখলে ট্রমা তে মানুষ যাবেই ❤। Love from india❤
কে কে আমার মতো ফেসবুক ভিডিও দেখে আসছেন শুধু তারাই হাত তুলুন,,,,, ✋✋✋
আমি ও
😢😢😢😢😢
আমি ✋✋
ame😅
সেইম
ঠিক আমার জীবনের সাথেও এমন ঘটনা ঘটছে ২০১৮ সালে। এই নাটকটা আমার জীবনের সাথে মিলে গেছে।এই নাটকটা আমার জীবনের সাথে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।
Tomar part ta ki sami naki premik
জীবনের প্রথম এমন একটা নাটক দেখলাম দেখে আমার ভিতর টা কেঁপে উঠল 😢😢😢😢😢😢😢
এটা নাটক হতে পারে কিন্তু আমার জীবনের সাথে মিল আছে😢
নাটকটা শেষ পযন্ত দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি কান্না করেই ফেললাম 😥😥😔😔😔
এই নাটক এর সাথে আমার জীবন কাহিনী পুরো মিল আছে পুরো,, 😭😭😭
সর্বকালের সেরা নাটক হয়েছে, থাকবে। আরশ খান নিশো, অপূর্বকে দেখিয়ে দিল। আমরা একজন বেস্ট নাট্যকার পেলাম। সেলুট সবাইকে✌️✌️
এতোই যখন ভালোবাসা,বিয়ের কথা শুনলে পালাইতে হয় ক্যান??🤐🖤🤐
ভালোবাসার মানুষের ঠিক সময়ে কদর করতে না জানলে আর সঠিক সময়ে দায়িত্ব নিতে না পারলে এরকমই হয়🙃 কষ্ট তো শুধু ছেলের একার হয় না মেয়েটার তার থেকে হাজার বেশি হয়🙃
নাটক টা দেখে কমেন্ট না করে পারলাম না 🥺নাটকটা আমার জীবনের সাথে অনেক মিল,,, নিজে কিছু করতে করতে প্রিয় মানুষটার বিয়ে হয়ে গেছে 😢2বছর হয়েছে তার বিয়ে হয়ে গেছে,,, আমি তার পরে কাউকে ভালোবাসতে পারি নাই 🥺 তার সাথে এখনো আমার কথা হয়,,,এখনো দেখা করার জন্য দুই জনে পাগলামি করি,,,ওরে বলেছি এবার দেখা হলে একটা ওড়না দিতে ও বলেছে দেখা হলে দিবে,,,,ওর জীবনে কোন খারাপ কিছু হলে কষ্টে থাকলে ও সর্বপ্রথম আমাকে বলে,,,নাটক টা দেখে প্রিয় মানুষটার সাথে পাগলামি গুলো মনে পড়লো দম বন্ধ হয়ে আসতেছে,, খুব কান্না করলাম 😭😭😭
Akhono kotha bolcho dada bolo na karon ami jake vlobasi tar o bia hoya gache sa o amr sathe kotha bolte chai bt ami boli na karon kno jno aj noito kal kau thick jana jbe tokhon tar choritro nia kotha bolbe karon atai ami take kotha boli na tar mne ata noi j ami take bhule gachi motau na ami akhono take asombhob vlobasi ❤
নাটকে অনেক কিছু,আমার জিবনের সাথে মিলে গেছে, এরকম মুহূর্ত অনেক কষ্টের, আমি চাইনা এরকম মুহূর্ত আর কারো জীবনে আসুক,
ভালোবাসা মিথ্যা,,এটা যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারে না 😢😢😢
কোনো কথা হবে না দ্বিতীয় এপিসোড চাই 👉
আমি আমার ভালোবাসা পায়ছিনা😂এক একটা মূহুর্ত মৃত্যু চেয়েও কঠিন লাগে আমার😂😂😂
না পাওয়া ভালোবাসাটা বেশি সুন্দর হয়,,,💔💔💔💔
বুকের ভেতর যন্ত্রণা সহ্য করার মতো শক্তি নেই😭😭
নাটক না দেখে যতটা কষ্ট না লাগে ,, কিন্তু এখানে মানুষের কমেন্ট পড়ে তার থেকে ও বেশি কষ্ট লাগে ,আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে 😂😂
সবাই ভালো থাকতে চায় তার প্রিয় মানুষটির সাথে কিন্তু সবার কপালে তা হয়ে উঠে না,, ভালো থাকুক সবাই😢
বুকের ভেতর কিছু একটা যেন আটকে আছে, এমন অনুভূতি অনেক ভয়ংকর কষ্টের।।
ভাই শেষ পর্যন্ত আমাকে নাটকটা কান্না করিয়ে ছারলো😢😢😢😢😢😢😢
এতো এতো সুন্দর লাগলো পুরো সময়টা চোখের জল শুকায়নি😢
সেম জিনিসটা এখন আমার জীবনে 😢যদিও নাটক জীবনের সাথে পুরোটাই মিলে গেছে 😢নাটকটা দেখে বুকটা কেঁপে উঠতেছে 😢
ভালোবাসা নামের এক ভয়ংকর রকমের নাটক এটা,,, আমার সাথে ঠিক একি রকম হয়ছে এটা,,,আমি, তপু বলছি, তার জন্য কমেন্ট করে গেলাম 😢😢😢
চেইম বলছিল রুমা❤🎉আমারে হায়রে ভালবাসা
এটা তো নাটক নয়,,এটা জীবনের গল্প 😢😢😢
ভালোবাসা কেন এতো অসহায় 😭
নাটক টা সাথে আমার বাস্তব জীবন টা মিলে গেলো 😅
আমি বুঝি না ভাই
কেনো সিনেমার সাথে বাস্তব মিলে যায়
আরশ ভাই এর নাটক গুলো যখন আমি দেখি
তখন তো কান্না ছাড়া কিছু আসে না 💔😥😥
আল্লাহ তুমি সবার ভালোবাসা পূর্ণতা পাইয়ে দেও 🤲🤲🤲
শেষ টা মোটেও এমন টা আসা করি নাই😅😅
Next part chai,, ek mot thakle sby like koren
আমার ওনেক ভালো লাকছে এই নাটক😢😢😢
সত্যিকারের heart breaking একটা গল্প! চিত্রনাট্য দারুণ সুন্দর!ধন্যবাদ আরশ! 🤍🤍সবার অভিনয়, বিশেষ করে আরশ-এর অভিনয় এত জীবন্ত! আমি বাকরুদ্ধ --- রাইসুল তমাল আবারো প্রমাণ করলেন, তিনি একজন দারুণ শক্তিশালী নাট্য নির্মাতা!🙏🙏🤍🤍🤍🤍🤍
@@rimiabul4014 Thanks Dear ❤️🌿
আমার জীবনের সাথে মিলে গেছে এই গল্পটা
ভালোবাসা সবাই বুঝে না 🥺💔
আরশ ভাই আপনি আপনার অভিনয়ের সিমা অতিক্রম করে ফেলেছেন,,,এতো কষ্টের অভিনয় করার আগে ভাববেন,,এমন পরিস্থিতিতে আপনার অনেক ভক্ত আছে,,
আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষটাকে সারাটা জীবণের জন্য আপন করে পাইছি আমাদের একটা কন্যা সন্তান আছে শুখে আছি প্রিয় মানুষটাকে নিয়ে সবাই দোয়া করবেন সারাটা জীবণ যেন আগলে রাখতে পারি ❤রিপা ভিষণ ভালোবাসি তোমায় কমেন্টটা সৃতি হিসাবে রেখে দিলাম 🛫❤️আর সবাই সবার প্রিয় মানুষটাকে আপন করে যেন পায়
মনে একজনকে নিয়ে আরেক জনের পাশে ঘুমানো কতটা কষ্ঠকর সেটা সে জানে যে ভালবাসার মানুষকে হারায়।
অনেক সুন্দর একটি নাটক উপভোগ করলাম আরশ ভাই আরশ ভাই এইরকম আমাদেরকে আরো উপহার দিবেন।❤❤❤
নাটকটা দেখে খুব কষ্ট লাগছে।আমি আমার ভালোবাসার মানুষ টা কে পেয়ে গেছি।না হলে হয়তো মরেই যেতাম 😭।আমাদের সম্পর্কের ১০ বছর পূর্ণ হবে নভেম্বর এর ২০ তারিখ। আর বিয়ে ১ বছর ২ মাস হলো।সবাই দোয়া করবে।আল্লাহ যেনো আমায় একটা সন্তান দান করেন।
Same
Sbar jano apnar moto valo basa purnota pai ❤
😢 Amar moto jano karor na hoi
Aj 5 ta bachhor hoye galo tar apekhhai achhi 😢
Same
সেইম টু ❤❤❤🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Apni onk vaggoban😅
সৃতি রেখে গেলাম,আমিও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি 😢
আরশ খান এবং তাসনুভা তিসা আপুর জুটি একদম পারফেক্ট ❤
❤❤❤❤
আরশ খান দেখতে কেমন জানি বাজে লাগে
@@ContentBooks-bw2bo আপনার একটা মানুষ কে বাজে লাগলে হয়তো কোথাও জেলাসি আছে
মানুষ সব সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রনা সহ্য করতে পারে না। 😭💔
২য় পার্ট দেয়া উচিত এবং এই ছেলে আবার ফিরে আসা উচিত এবং ভালোবাসার জয় দেখানো উচিত, আশা করি কতৃপক্ষ ২য় পর্ব দিবে
দ্বিতীয় পাট কই
এই নাটকে শুধু ছেলেটারই কষ্ট হয়নি। মেয়েটারও প্রচুর কষ্ট হয়ছে, মেয়েটাও প্রচুর চেষ্টা করেছে তার কাছে যাওয়ার। এমনকি কি বিয়ের আগে পালিয়ে যেতেও চেয়েছে বাট ছেলেটি তখন যায়নি।
আসলে ভালোবাসার মানুষকে হারিয়ে কোনো অচেনা ছেলেকে বিয়ে করে তার সাথে সংসার করা,তাকে শরীর স্পর্শ করতে দেওয়া কতটা কষ্টের এটা শুধু একটা মেয়েই জানে।
একটা ছেলে কখনো এই কষ্ট উপলব্ধি করতে পারবে না। তারা শুধু মেয়েটার বাহিরের সুখটাই দেখবে, ভিতরের চাপা কষ্টটা কেউ দেখবে না।
মেয়েদের জীবনটাই আসলে এমন। একটা ছেলে তার জীবনে এসে তাকে ভালোবাসা শিখাবে আর যখন পরিবার মেয়েটাকে বিয়ের জন্য চাপ দিবে তখন ছেলেটা বিয়ে করতে পারবে না। পালিয়ে যেতে বললেও পালাতে পারবেনা। আর শেষে যখন পরিবারের চাপে মেয়েটা ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য হবে, তখন ছেলেটা আবার তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার সংসার নষ্ট করে হলেও তাকে পেতে চাইবে,। ছেলেগুলা বুঝে না যে এই সময় মেয়েটার আর কিছুই করার থাকে না। সে চাইলেই তার কাছে ফিরে যেতে পারে না।
ঘুরেফিরে সবশেষে দোষগুলো মেয়েদেরই হয়,🙂
মেয়েদের জীবনটাই এমন, সেক্রিফাইজ করতে করতেই মাটির সাথে মিশে যেতে হয়😊
তবে সব ছেলে বা মেয়েই এক না, দোষ গুণ মিলিয়েই মানুষ 🫰,,
আল্লাহ তুমি কেন এতো অপূর্ণতা রাখো।নাটকগুলো অনেক সময় বাস্তবতায় রুপ নেই।নিজের জিবনের সাথে সম্পূর্ণ মিলে গেল।😭😭
সেইম আমার লাইফের মতো,,অসম্ভব সুন্দর নাটক,,,
Aitar part 2 dekte chai ,, jeikhan a sitol er husband er ashol rup ber hobe ,,r megh beche utbe + megh sitol ak hobe ,,
Please part 2 chai 🙏
নাটকের শেষ টা খুব লাগলো,,,, নায়কার ভুলটা ভাঙানো উচিত ছিলো নয়তো সঠিক মানুষ টাও বেইমান হয়ে গেলো,, আর শয়তান জিতে গেলো,,, যায় হোক নাটক টা দেখে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে😥🥲😥
আমার জিবনের সাথে অনেকটাই মিল। কষ্টগুলো না অনেক ভিতর থেকে আসে। এইটা সবাই বুঝবে না বুঝার কথাও না। যে এই পরিস্থিতিতে পড়েছে সেই বুঝে। আমার মাথায় এখনো এগুলো ঘুরে যখন মাথায় আসে তখন পাগল হয়ে যাই। আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ যেন এগুলো ভুলিয়ে রাখে।
ভালোবাসার মানুষ হাড়িয়ে যেতে পারে-কিন্তু সেই মানুষ টার সাথে জড়িয়ে থাকা আবেগ-অনুভূতি কখনো হাড়িয়ে যায় না...🥺! আমি না হয় সারা জীবন তোমার ওই অনুভূতি নিয়েই বেঁচে থাকবো! 🥺
Right প্রিয় মানুষকে অন্যের পাশে দেখলে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক হয় ,সেই যন্ত্রটা আমি পেয়েছি,
😂😂😂😂
Amar life r megh er life same 😢😢😢😢😢 12:52