প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হলে ইউজার আইডি কি যে কোন একটি হলে চলবে (আবেদনকারীর এন আইডি কার্ড নাই) ? প্রতিনিধির মাধ্যমে কিভাবে নামজারি আবেদন করব জানাবেন প্লিজ
রেকর্ডিয় মালিক হতে ক্রয় করে বায়া দলিলের মাধ্যমে হেবা দিয়েছে এ ক্ষেত্রে বায়া দলিলের তথ্যের মধ্যে মালিকানা পরিবর্তনের মাধ্যমে কোন অপশন সিলেক্ট করবো দয়া করে জানাবেন! ধধন্যবাদ!!
আসসালামু আলাইকুম, আমি রেকর্ডীয় খতিয়ান ও নামজারি খতিয়ান থেকে আবেদন করেছি তিন জন দাতার মধ্যে তিনজনই নামজারি করে বিক্রি করছে তার মধ্যে একজন দাতা রেকর্ডীয় খতিয়ান থেকেও কিছু জমি বিক্রি করছে রেকর্ড তার নিজের নামেই, এখন আমার প্রশ্ন হলো আমি এখন একই দাতার হ্যা অপশন সিলেক্ট করবো নাকি না সিলেক্ট করবো, অনুগ্রহ করে জানাবেন, এই অপশন জানার জন্য আমি এখানো আবেদনটি সাবমিট করি নাই।
আমার একটি যৌথ খতিয়ানে টোটাল ৫ একর জমি আছে। এর মাঝে আমার ৪৫ শতক জমি নিজের। তার মাঝে আমি ৪০ শতক বিক্রয় করেছি। এখন খাজনা দিতে গেলে পুরো ৫ একরের দিতে বলে। তাই নামজারী করে নিজের ৫ শতকের খাজনা দিতে চাই। এখন কোন অপশনটি সিলেক্ট করে আবেদন করতে হবে?
অনেকেই বন্টননামা দলিল করতে চায় না বা হয় নাই ওই ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে রেকর্ডের মালিক ও মিউটেশন মালিক দুজনের কাছ থেকে জায়গা নিলে দুইবার নামজারি আবেদন করতে হবে না একসাথে দেওয়া একটু বিস্তারিত বলবেন প্রতিনিধির মাধ্যমে কিভাবে আবেদনটা করবো ভিডিও আশা করছি অপ্রাপ্ত বয়স্কদের জন্য বা নাবালক আবেদন নিয়মাবলী এ বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করলে মোটামুটি আবেদন সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যেত বিনীত অনুরোধ জানাচ্ছি বিষয়গুলো নিয়ে আশা করি ভিডিও বানাবেন আর খাজনার অটোমেশন সিস্টেম টাই ভাল ছিল আশা করি ওইটা নিয়ে সরকার দ্রুত সংস্কার করবে কারণ অনুমোদনের জন্য ভূমি কর্মকর্তারা ঘড়ি মসি করে
প্রবাসী যারা আছে এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু জন্ম নিবন্ধন কার্ড অথবা পাসপোর্ট আছে তারা কিভাবে প্রোফাইল তৈরি করবে? আর প্রোফাইল তৈরি না করে এই সার্ভারে তো ঢোকাই যায় না। এই ভোগান্তির শেষ কোথায়?
নাম জারি খতিয়ান এবং রেকর্ড খতিয়ান এক সাথে নামজারি করার জন্য কোন সিস্টেম নাই নামজারি আবেদন করার জন্য। এখন কি তাহলে আমি ২ বার আবেদন করবো। এতে তো ২ বার খরচ হবে।
১.রেকর্ডীয় খতিয়ান থেকে ২.মিউটেশন খতিয়ান থেকে এই দুইটা অপশনই একসাথে করা যায় এরকম ব্যাবস্থা রাখার দরকার ছিল, অনেকের একসাথে দুইটাই প্রয়োজন হতে পারে।
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য দুইটাই সিলেক্ট করার অপশন দ্রুত চালু করে দিবী । ধন্যবাদ
আরেকটা বিষয় প্রবাস থেকে কিভাবে নামজারি আবেদন করতে হবে তার ওপর একটা ভিডিও করার জন্য অনুরোধ করছি, এটা করলে অনেক প্রবাসীর উপকার হবে।
ওকে ধন্যবাদ
নিজ নামজারী বা নিজ আর এস রেকর্ড হতে নামজারী করবে এমন অপশন আড করা উচিত তাছাড়া৷ নিজ নামজারী হতে পৃথক আবেদন করার অপশন নায়
জমির শ্রেণী পাউন্ডি হলে নামজারি আবেদনে কোনটি সিলেক্ট করব। পাউন্ডি শ্রেণী তো নাই নতুন ফরম্যাট এ।
প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হলে ইউজার আইডি কি যে কোন একটি হলে চলবে (আবেদনকারীর এন আইডি কার্ড নাই) ? প্রতিনিধির মাধ্যমে কিভাবে নামজারি আবেদন করব জানাবেন প্লিজ
এওয়াজ বা বিনিময় দলিল দিয়ে নামজারি আবেদন করার তো কোন অপশন নাই। তাহলে বিনিময় দলিল দিয়ে কি ভাবে নামজারি করবো?
শুধু দলিলি সম্মত্তি খারিজ করার নিয়ম কি
একই জমি দুই ভাই সমান সমান অংশ পাবে কিন্তু এক ভাই রেকর্ডে বেশি আরেকজন কম উঠিয়ে রাখছে এটার সমাধান কিভাবে করব উত্তর চাই?
রেকর্ডিয় মালিক হতে ক্রয় করে বায়া দলিলের মাধ্যমে হেবা দিয়েছে এ ক্ষেত্রে বায়া দলিলের তথ্যের মধ্যে মালিকানা পরিবর্তনের মাধ্যমে কোন অপশন সিলেক্ট করবো দয়া করে জানাবেন! ধধন্যবাদ!!
আসসালামু আলাইকুম, আমি রেকর্ডীয় খতিয়ান ও নামজারি খতিয়ান থেকে আবেদন করেছি তিন জন দাতার মধ্যে তিনজনই নামজারি করে বিক্রি করছে তার মধ্যে একজন দাতা রেকর্ডীয় খতিয়ান থেকেও কিছু জমি বিক্রি করছে রেকর্ড তার নিজের নামেই, এখন আমার প্রশ্ন হলো আমি এখন একই দাতার হ্যা অপশন সিলেক্ট করবো নাকি না সিলেক্ট করবো, অনুগ্রহ করে জানাবেন, এই অপশন জানার জন্য আমি এখানো আবেদনটি সাবমিট করি নাই।
সর্বশেষ দাতা যদি মিউটেশন খতিয়ানের মালিক হয় তাহলে কি ভাই দলিলের প্রয়োজন পড়বে??
nyc, talk
জমির মালিকানা সূত্র: দান পত্র, অন্যান্য অপশন টা রাখা উচিত।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ । অতি দ্রুত এড করা হবে
রেকর্ডিয় মালিক হতে ক্রয় করে বায়া দলিলের মাধ্যমে হেবা দিয়েছে এ ক্ষেত্রে মালিকানা সূত্র কি দিবো?
জমির তথ্য : খতিয়ান ১/১ লেখা যায় না। শুধু নম্বর লেখা যায় ১/১ লেখা যাচ্ছে না । জমির হোল্ডিং নম্বর নাই সেক্ষেত্রে কি লেখবো?
এড করার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। খুব শিঘ্রই পাবেন । ধন্যবাদ
এওয়াজ দলিল দিয়ে কিভাবে আবেদন করবো?
১/১ কিভাবে লিখব? মানে / লেখা যায় না।
একের অধিক দাতা থাকলে এক জনের পর বাকি দাতাগুলো কিভাবে সংযুক্ত করবো। কারণ এক জন দাতার তথ্য দিলে বাকি দাতা সংযুক্ত করতে পারছি না।
জমির তথ্য সংযুক্ত করতে জরিপে ধরণ নামজারি হলে খতিয়ান নাম্বার কি নামজারি খতিয়ান নাম্বার হবে নাকি মূল রেকর্ডিয় খতিয়ানে নাম্বার হবে?
রেকর্ড অনুযায়ী নম্বর
আমার একটি যৌথ খতিয়ানে টোটাল ৫ একর জমি আছে। এর মাঝে আমার ৪৫ শতক জমি নিজের। তার মাঝে আমি ৪০ শতক বিক্রয় করেছি। এখন খাজনা দিতে গেলে পুরো ৫ একরের দিতে বলে। তাই নামজারী করে নিজের ৫ শতকের খাজনা দিতে চাই। এখন কোন অপশনটি সিলেক্ট করে আবেদন করতে হবে?
এক হোল্ডিং এ থাকলে পুরাটা দিতে হবে
ওয়ারিশ সম্পত্তি কি নামজারি করা যাবে না
যাবে ভিডিও দেওয়া আছে
অনেকেই বন্টননামা দলিল করতে চায় না বা হয় নাই ওই ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে
রেকর্ডের মালিক ও মিউটেশন মালিক দুজনের কাছ থেকে জায়গা নিলে দুইবার নামজারি আবেদন করতে হবে না একসাথে দেওয়া একটু বিস্তারিত বলবেন
প্রতিনিধির মাধ্যমে কিভাবে আবেদনটা করবো
ভিডিও আশা করছি
অপ্রাপ্ত বয়স্কদের জন্য বা নাবালক আবেদন নিয়মাবলী
এ বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করলে মোটামুটি আবেদন সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যেত
বিনীত অনুরোধ জানাচ্ছি বিষয়গুলো নিয়ে আশা করি ভিডিও বানাবেন
আর খাজনার অটোমেশন সিস্টেম টাই ভাল ছিল আশা করি ওইটা নিয়ে সরকার দ্রুত সংস্কার করবে
কারণ অনুমোদনের জন্য ভূমি কর্মকর্তারা ঘড়ি মসি করে
ভাই (খ) তফসিল ১/১ সম্পত্তি কিভাবে নামজারি আবেদন করবো???
রেকর্ডীয় মালিক করিম হতে রহিম জমি ক্রয় করে নিজ নামে মিউটেশন করে রফিকের কাছে জমি বিক্রয় করার পর রফিক মিউটেশন করার জন্য ভায়া দলিল লাগবে???
ম্যান্ডেটরি না
মালিকানা অর্জন অপশন এ এওয়াজ বা বিনিময় নাই, তাই এখানে "অন্যান্য" পুনরায় যুক্ত করেন
LST মামলার রায়ের পর নামজারি করতে কোন অপশন সিলেক্ট করবো দয়া করে জানাবেন।
ডিক্রি
১/১ হতে বর্তমানে নামজারী আবেদন কি ভাবে করব?
যার আইডি কার্ড নাই সে কিভাবে প্রতিনিধির মাধ্যমে আবেদন করবে? কারন যে আবেদন করবে তার লগইন করতে হয়। আর আইডি ছাড়া লগইন করা যায়না। তাহলে সমাধান কিভাবে?
প্রবাসী যারা আছে এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু জন্ম নিবন্ধন কার্ড অথবা পাসপোর্ট আছে তারা কিভাবে প্রোফাইল তৈরি করবে? আর প্রোফাইল তৈরি না করে এই সার্ভারে তো ঢোকাই যায় না। এই ভোগান্তির শেষ কোথায়?
ওয়ারিশ সম্পত্তি ওয়ারিশ সবাই মিলে যদি নামজারি করে তাহলে বন্টন নামা লাগবে কেন
বণ্টন নামা দলিল দিয়ে মিউটেশনের একটি ভিডিও চাই।
মুল দলিলের কত পজে ক্যান কপি দিতে হবে
@@pavelcomputer সকল পেজ
এক ই দাগ এক ই খতিয়ান...দাতা দুই জন হলে কিভাবে আবেদন করবো
যাদের এনআইডি হয়নি কিংবা যাদের জন্ম সনদে আবেদন করব সেটা নামজারির আবেদন করব কিভাবে ভাই এটার একটু ভিডিও দিয়েন
খতিয়ান হস্তান্তরের তারিখ কোথায় পাবো?
অনুমোদনের তারিখ যেটা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সাক্ষরের উপরে রয়েছে
আমমোক্তার দলিল কিভাবে যুক্ত করবো
জমির পরিমাণ দেওয়ার পরও লেখা আসে জমির পরিমাণ দিন
পাসপোর্ট দিয়ে আবেদন করবো কিভাবে?
নাম জারি খতিয়ান এবং রেকর্ড খতিয়ান এক সাথে নামজারি করার জন্য কোন সিস্টেম নাই নামজারি আবেদন করার জন্য। এখন কি তাহলে আমি ২ বার আবেদন করবো। এতে তো ২ বার খরচ হবে।
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য দুইটাই সিলেক্ট করার অপশন দ্রুত চালু করে দিবী । ধন্যবাদ
জন্ম নিবন্ধন দিয়ে নাগরিক প্রফাইল খোলার সিস্টেম চালু করার অনুরোধ জানাচ্ছি।
২ নম্বর পর্ব আবার দেন
ওকে
facebook.com/digitalshebab/videos/8716421641782332
নতুন নামজারি করছি। কিন্তু এখন তো ভূমি উন্নয়ন কর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারতেছি না। কারন নামজারি খতিয়ান এ্যাড করার সিস্টেম নাই। এখন কি করতে পারি।
নতুন এড করা হয়েছে । এক্তা ভিডিও দিবো খুব শিঘ্রই
@@digitalshebabdএখনো এই সিস্টেম চালু হয়নি। আমি এখনি চেক করলাম স্যার।
আবেদন করছি, ১১/১২/২৪ তারিখে কিন্তু ইউনিয়ন ভূমি কর্মকর্তা এখনো রিসিভ করেনি।
আপনার আবেদনের স্ট্যাটাস কি দেখাচ্ছে
@digitalshebabd আবেদন গ্রহন ও তদন্তর জন্য প্রেরন।
১১/১২/২৪ তারিখ থেকে একই অবস্থায় আছে।