আমি কেমন করে পত্র লিখিরে | মুজিব পরদেশীর কালজয়ী গান | রাজীব | Aami kemon kore Potro Likhire | Rajib

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • আমি কেমন করে পত্র লিখিরে
    Aami Kemon Kore Potro Likhire
    🎵মুজিব পরদেশীর কালজয়ী গান
    🎙কণ্ঠে - রাজীব ( Bangladesh)
    🎨 Debdulal Aditya
    📆 29th April 2017
    🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
    Please Support, Share & SUBSCRIBE here
    / kutu78
  • Розваги

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @Believer305
    @Believer305 4 роки тому +72

    *আহ গ্রামের কথা মনে পড়ে যায়,ভরদুপুরে বৈশাখের তপ্ত দুপুরে দখিনা বাতাসে সুশীতল গাছের ছায়ার নিচে বসে শুনতাম এই গানটা......*
    💕💞💕💞💕💞💕💞💕💞💕💞

    • @anikhasan3403
      @anikhasan3403 2 роки тому +2

      আপনার কমেন্ট পরে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম

    • @abdulla6864
      @abdulla6864 2 роки тому +1

      ধন্যবাদ ভাই

    • @emran269
      @emran269 Рік тому +3

      অনেক ভালো মাপের একটি গান

  • @tawhidshetu2314
    @tawhidshetu2314 Рік тому +19

    ৩৬ বছরের পুরনো অসম্ভব সুন্দর একটা গান।আজ পোস্ট অফিস থেকে চিঠি আর হয়তো লেখা হয় না।কিন্তু আবেগ আজও তেমনই আছে সত্যি।

  • @saidurraham4661
    @saidurraham4661 3 роки тому +137

    ৩৫ বছর আগে মুজিব পরদেশীর এই গান সারা বাংলার আকাশ বাতাশ কাঁপিয়েছে। ২০২১ সনের জানুয়ারি মাসে ফের শুনলাম কালজয়ী এই গানটি। একেবারে হৃদয় ছোঁয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ আপলোপকারীকে।

  • @aburaselmd
    @aburaselmd 4 роки тому +60

    বাংলাদেশে জন্মেছি বলেই এতো সুন্দর গান শোনার সৌভাগ্য হয়েছে। গেয়ে যাও, গেয়ে যাও।

  • @mahbubalahyhridoy123
    @mahbubalahyhridoy123 3 роки тому +19

    আহ! গানটা শুনলে সোনালী সেই অতিতের দিনগুলোর কথা মনে যায়!একটা সময় আমাদের দিঘীর পারে,কখনো পরন্ত বিকেলে বা নীরব সন্ধায় গানটা বহুবার শুনেছি।আজও সূদুর সৌদি আরব থেকে গানটি শুনি! গানটা শুনলে হৃদয়টা ধুমড়ে মুচড়ে উঠে।

  • @maksudhossen5348
    @maksudhossen5348 2 роки тому +47

    অনেক ভালো লাগে ,,,মনটা একমুহূর্তের জন্য হালকা হয়ে গেছে,,,2030 সালের জন্য লিখে গেলাম ,,যদি বেঁচে থাকি আবারও শুনব

  • @MdAlamin-pl8tx
    @MdAlamin-pl8tx 3 роки тому +44

    ছোট বেলায় রেডিও নিয়ে বসে থাকতাম রাত ১০ পর্যন্ত পল্লী গীতি গানের অনুষ্ঠান বাশরী শুনার জন্য, আর আসায় থাকতাম এই গানটার জন্য।

  • @tanvirroman7713
    @tanvirroman7713 2 роки тому +22

    আগে এই গানগুলি ব্যাকডেটেড মনে হলেও এখন হৃদয় ছুঁয়ে যায়❣️

  • @kalipadanag9813
    @kalipadanag9813 6 років тому +11

    আজ আর মনে নেই 1980 -1981তে কার কন্ঠৈ এ গান (কেমন করে--)প্রথম শুনেছিলাম। এ গান সেদিন ও আমাকে পাগল করেছিলো ,আজ ও করে। আমি ধন‍্যবাদ জানাই গীতিকার, সুরকার এবং মুজীব পরদেশী কে। এ এক অনবদ্য সৃষ্টি।

  • @anowarhossin8051
    @anowarhossin8051 5 років тому +55

    ছোট বেলায় মাইকে মুজিব পরদেশীর অনেক গান শুনতে পাইতাম, আজ আধুনিকতার ছোঁয়ায় ,আমরা আমাদের ঐতিহ্যের মাটির গান হারিয়ে যাচ্ছে ।

    • @kheladaakter6753
      @kheladaakter6753 Рік тому +1

      সত্যিই আগে মাইকে এ-ই গানগুলো শুনতাম

  • @MonirHossain-ru9fz
    @MonirHossain-ru9fz 5 років тому +21

    গান গুলো আত্নার সাথে মিশে যায়,,,যত বার শুনি তত বার রাতের আদারে নিরবে চোখে জল এসে যায়,,, মনে হয় কি কারনে এলাম দুনিয়াতে,, এসে পেলাম না ভালবাসা পারলাম না আত্নার শুদ্ধিকরন করতে,,,আবর সময় ফুরিয়ে এলো যেতে হবে,,,যদি চরনের দাসী করে নিতে প্রভু,,,,,

    • @ratnadebnath328
      @ratnadebnath328 2 роки тому

      সত্য কথা বললেন,ভাই,

    • @fariyai198
      @fariyai198 Рік тому

      ভাইয়া একটা মনের কথা বলেছেন

  • @prankumarroy4521
    @prankumarroy4521 2 роки тому +13

    খুব মনে পড়ছে তার কথা, স্বপ্নে দেখে কেঁদে উঠে গানটা শুনতে আসলাম, অনেক আগে শুনেছিলাম..

  • @bdsumon3609
    @bdsumon3609 3 роки тому +54

    শত কোটি বছর বেঁচে থাকুক বাঙালীর হৃদয়ে।

  • @MosarfHosan-rj3ej
    @MosarfHosan-rj3ej 5 років тому +11

    তুমি আমার হৃদয়ে আছো, মনে আছো, অনুভবে আছো, এমন কি রক্তেও মিশে আছো, ' কেবলমাত্র বোদহয় কপালেই নাই.."

  • @osmangoni5902
    @osmangoni5902 5 років тому +2

    রাজিবের কন্ঠে মুজিব পরদেশীর গানটি জিবন্ত হয়ে উঠেছে।
    ভাষা হারিয়ে ফেলেছি।

  • @prantosarkar2230
    @prantosarkar2230 4 роки тому +25

    পুরোনো দিরের গান 🤔🤔🤔 শুনলে পুরনো দিনের কতা মনে পড়ে যায়, পুরোনো দিনগুলো খুব ভালো কাটছিলো 🙄🙄🙄🙄🙄

  • @MDRashed-yq8zp
    @MDRashed-yq8zp 3 роки тому +36

    আমরা অনেক ভাগ্যবান,আমরা যারা নব্বই দশকে জন্ম গ্রহণ করেছি,আমরা চিঠির যুগ দেখেছি😍

    • @mdmofazzal8823
      @mdmofazzal8823 3 роки тому +1

      এই কারণ আমরা চিঠির মরমো বুজি ভাই।

    • @MdSohel-bd1bl
      @MdSohel-bd1bl 3 роки тому

      @@mdmofazzal8823 হৃঙৃঙক

    • @user-ec2ox8ik4b
      @user-ec2ox8ik4b 2 місяці тому

      সহমত

  • @khayersikdar3957
    @khayersikdar3957 4 роки тому +23

    যত বার এই গানটা শুনছি' চোখ দিয়ে পানি চলে আসছে। অসাধারণ সূর।

  • @saifmia8362
    @saifmia8362 Рік тому +10

    কিছু মানুষ আছে যাদের জীবন টা দিয়ে দিলেও তারা ইচ্ছা কৃতভাবে হারিয়ে যায়😭😭😭 ভালো থেকো ভালোবাসা❤️❤️

  • @3in196
    @3in196 Рік тому +5

    এই গানের বয়স আর আমার বয়স একই সমান। গানটা অসাধারণ হলেও আমি খুবই সাধারন। সময় কত দ্রুত চলে যায়।

  • @Studio-jq3el
    @Studio-jq3el 5 років тому +3

    ১০০% দরদ আছে গানটায়। মন ছুঁয়ে গেছে।♥♥♥।

  • @bulet420-udh
    @bulet420-udh 2 роки тому +6

    মনের সকল লোকানো কথা গুলো প্রকাশ পায় এই সবগানে লক্ষ্য বার শুনার পরেও শুনতেই ইচ্ছে করে। চির অমর হয়ে থাকবে এই গানের সুর আর কথা গুলো

  • @nuhashtv5560
    @nuhashtv5560 3 роки тому +8

    সেরা গান, আমার বাবা এ গান টি শুনতেন, তখন আমার বয়স ৯ বছর, বর্তমানে আমি ৩৪ বছর, বাবা এখন পৌঢ়, আজ বাবাকে সেই পুরাতন গান টি শুনালাম, তিনি আপ্লুত হলেন,

  • @barakahtechnology2631
    @barakahtechnology2631 4 роки тому +40

    অনেকেরই বিশেষ জায়গার নিভে যাওয়া আগুন কে পুনরায় জ্বালিয়ে দেবার ক্ষমতা রাখে এই কালজয়ী গান।

  • @jahangeralam6170
    @jahangeralam6170 6 років тому +134

    কোন নতুন শিল্পী যদি গান গাইয়
    তবে ভুল ত্রুটি থাকতে পারে
    এমন সুরে তালে নিরলশ ভাবে
    অসাধারন মনোমুগ্ধকর গান
    ধন্যবাদ রাজীব ভাই কে

  • @shifa9281
    @shifa9281 4 роки тому +9

    রাজীব ভাইয়ের কণ্ঠে আমার মন ছুঁয়ে গেল। ধন্যবাদ দাদা।

  • @newasshorif1270
    @newasshorif1270 8 місяців тому +2

    মুজিব পরদেশীর পর এই প্রথম কেউ এত দরদ দিয়ে গাইলো 😢😢😢😢😢😢

  • @VictimWorld
    @VictimWorld 3 роки тому +5

    গানটা শুনে শুনে মানুষের কমেন্টগুলো পড়তেছি আর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে..!

  • @n.knajmul910
    @n.knajmul910 4 роки тому +86

    ,,,,আসুন আমরা সবাই পাচ ওয়াক্ত নামাজ আদায় করি,,,,

  • @missamena7981
    @missamena7981 4 роки тому +282

    আমার দাদী মারা যাওয়ার পরে,আমার দাদা নিশি রাতে এই গানটা গাইতো,,আর আমি গভীর ঘুম থেকে ওঠে কান্না করতাম,,,সবাই আমার দাদীর জন্য দোয়া করবেন,,,

    • @workinglife8949
      @workinglife8949 3 роки тому +16

      সত্যি মনের মানুষ হারিয়ে গেলে নিজেকেও মরে যেতে ইচ্ছে করে

    • @workinglife8949
      @workinglife8949 3 роки тому +10

      আপনার দাদীজানের কবর যেনো বেহেস্তের বাগান হয় সেই দোয়া আল্লাহর কাছে করি

    • @sabbirahmed9908
      @sabbirahmed9908 3 роки тому

      Hmmmm onk kostw hosse

    • @noyon9833
      @noyon9833 3 роки тому +7

      আপনার দাদার প্রতি অনেক শ্রদ্ধা রেখে বলছি সে আপনার দাদীকে অনেক ভালবাসতো তাই সে তাকে অনেক মিস করে। আল্লাহ জেনো তার কবরটা কে জান্নাতের বাগিচা বাবিয়ে দেয়। আপনিও আমার বাবার জন্য একটু দোয়া করবেন

    • @workinglife8949
      @workinglife8949 3 роки тому +1

      @@noyon9833 বাগিচা বানিয়ে দেয় বাবিয়ে নয়

  • @AnwarHossin
    @AnwarHossin 3 роки тому +11

    কিছু গান আছে যা হৃদয়ে 💓❤️ যায়গা করে নেয় এ গান টি তেমন একটি গান। যা কখনো হৃদয় থেকে মুছে যাবার মত না।

    • @rofiqulislam4696
      @rofiqulislam4696 Рік тому

      Ami ai ganta coto bela thaky akhon oh soni amar favourite akta song ager ganer moto gan hoyna

  • @bijithpaul1968
    @bijithpaul1968 4 роки тому +182

    আজ থেকে ১০-১৫ আগে বাড়িতে সবাই মিলে একসাথে টেপে ক্যাসেট দিয়ে এই গান শুনতাম আর অনেকদিন পর আজ শুনলাম।
    ২০২০ সালে কারা কারা শুনছেন? Like

    • @MdAmir-lc8lv
      @MdAmir-lc8lv 4 роки тому +1

      কেমন লাগলো গানটা আজ

    • @faruk7450
      @faruk7450 4 роки тому +3

      আমি এখোনো সুনি

    • @monjurahmed7896
      @monjurahmed7896 4 роки тому +1

      Md Amir PPP que é uma coisa

    • @sujanmiah7977
      @sujanmiah7977 4 роки тому +1

      দুবাই থেকে সুনি 2020

    • @prasantashil4714
      @prasantashil4714 4 роки тому +1

      U

  • @mohammedkabir1571
    @mohammedkabir1571 6 років тому +87

    গানগুলি সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন মুজিব পরদেশী ধন্যবাদ

  • @shahnazbably6881
    @shahnazbably6881 6 років тому +8

    আমি কেমন করে পত্র লিখি - - -গান শুনে অতীত জীবনে ফিরে গেলাম কিছু ক্ষনের জন্য।।। অসাধারন কন্ঠ।

  • @md.osmandhali2522
    @md.osmandhali2522 4 роки тому +2

    ছোট বেলা বন্ধু দের কথা মনে পড়ে গেল
    4 6 2020
    কুয়েত থেকে দেখছি

  • @mrinalpordeshi9161
    @mrinalpordeshi9161 6 років тому +8

    Wooow কি গান শুলাইলাগো রাজীবদা।
    আমার মন জুরিয়ে গেল।
    আর তোমার কণ্ঠ লাজবাব👍👌💐

  • @alaminkwt2709
    @alaminkwt2709 7 років тому +10

    গানটা শুনলে পিছনের স্মৃতী গোল সামনে বেসে উঠে কোথায় যেন হারিয়ে যায় মন,

    • @golamrabbi9998
      @golamrabbi9998 Рік тому

      গানটা শুনে অতীত মনে পড়লো,,আমি এই গানটা অনেক গাইতাম,,,একজন বিশেষ মানুষের জন্য,,এখন আর গাওয়া হয় না,,,এখন সে হয়তো অন্য কারো কন্ঠে শুনে😅😅😂

  • @khaledhussain5073
    @khaledhussain5073 3 місяці тому

    ছোট বেলায় শুনতাম আমার বাবা এই গানটি গাইতেন। এখন বোঝি এই গানে কতো না বলা আবেগ লুকানো আছে।

  • @valona3275
    @valona3275 2 роки тому +1

    হ্নদয় কাঁদানো একটি শেষ্টো বিরহের কালজয়ী গান। আমার জীবনে এই বিরহ আমি সইতে পারি না হে মালিক তুমি সইবার মতো শক্তি দেও

  • @mdshohelulislamalvi1971
    @mdshohelulislamalvi1971 5 років тому +49

    কি বলবো বলবার ভাষা খোজে পাচ্চি না
    গান টা তে
    সত্যি অসাধারন ..?

  • @ahmedsorif797
    @ahmedsorif797 4 роки тому +24

    অসাধারণ গেয়েছেন রাজিব। এই গানটিই তাঁকে বাঁচিয়ে রাখবে বাংলা গানের ইতিহাসে।

    • @sharmeenahmed1576
      @sharmeenahmed1576 Рік тому +1

      ঠিক বলেছেন, রাজিবের মুখেই প্রথম শুনেছি, একেবারে অন্তরে গেথে আছে। মনের অজান্তেই কন্ঠে উচ্চারিত হয়ে যায় মরমি সংগিত খানি। এর আগে মনে হয় মরমি শিল্পি আব্দুল আলিম গেয়েছিলেন।

    • @ahmedsorif797
      @ahmedsorif797 5 місяців тому

      না। এটা মুজিব পরদেশীর গান।

  • @kajolrashid6093
    @kajolrashid6093 2 роки тому +1

    রাজীব আর আমি একই স্কুলে পড়তাম। যখন স্কুল ছুটি হত, গিটার হাতে নিয়ে রাজীব স্কুল থেকে বের হত। গিটার হাতে দেখেই বুঝতাম ও কতটা গান প্রিয় ছিল।ওর কন্ঠে যখন এই গানটা শুনি, তখন মনে হয় আছি, সেই পুরনো কোন স্মৃতি বিজড়িত জায়গা। শুভ কামনা রইল রাজিব এর জন্য।
    কাজল রশীদ
    ৯৯' ব্যাচ
    জামালপুর জিলা স্কুল ।

  • @shafiqulislamchowdhury202
    @shafiqulislamchowdhury202 3 роки тому +3

    এই গানটি ‘৬০ এর দশকের প্রথম দিকে (ছোট বেলায়)আমাদের বাড়ীতে দিনেশ কাঠ মিস্ত্রী নামে একজন কাজ করতে দরাজ গলায় এ গানটি গেত। এটি অনেক পুরাতন গান।মজিব পরদেশী পরবর্তীকাল এ গানটিকে জনপ্রিয় করেছে।

  • @kripeshshil2475
    @kripeshshil2475 7 років тому +592

    বাংলাদেশের না হলে ও বাংলার গান শুনতে আলাদা মজা হয় ? আমি ভারতে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার , কল্যাণপুর পুর থানা , শহর তেলিয়ামুড়া । আসলে গান টা আমার খুব ভাল লেগেছে অতিউত্তম?

    • @jahangirmollh6053
      @jahangirmollh6053 6 років тому +18

      kripesh shil, গানের কোন দেশ সিমানা নেই গান সবার। বাংলাদেশ থেকে।

    • @gojaswarmondal8639
      @gojaswarmondal8639 6 років тому

      Tahsina Esha H l

    • @mohammadshoponali3385
      @mohammadshoponali3385 6 років тому +7

      গানটা বুঝলে অনেক কিছু না বুঝলে কিছু নেই

    • @nonstopsakib7802
      @nonstopsakib7802 6 років тому

      @@gojaswarmondal8639 অসাধারন গান

    • @sohalmd1798
      @sohalmd1798 6 років тому

      জ=জ্জজ্জজ্জজ্জজ্জ==জ্জজ্জজ্জজ্জজ্জ==জ্জজ্জজ্জজ্জজ্জজ্জ==জ্জজ্জজ্জজ্জ=জ্জুজ্জ=জ=জ====জ=জ্যেঠ ======+জ+==দপ্পন

  • @SohelRana-ui6yw
    @SohelRana-ui6yw 5 років тому +3

    হৃদয় ছোঁয়া একটা গান। গানটা যখন থেকে শুনেছি তখন থেকেই ভাল লেগেছে। গানটা শুনলে সেই পূর্বের কথা মনে পরে যায়।

  • @mdshohel5267
    @mdshohel5267 11 місяців тому +1

    বাংলা কালজয়ী এই গানের স্রষ্টা মুজিব পরদেশী আপনাকে ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেয়ার জন্য গানের কথা এবং সুর মানুষের অন্তর ছুঁয়ে গেছে❤❤❤❤

  • @mdshakilislam5969
    @mdshakilislam5969 Рік тому +8

    হাজার বছর পরও এই গান গুলেকে পুরানা মনে হবে না। যে গান গুলে শুনলে মন ভরে যায়।

  • @manjarulislam5247
    @manjarulislam5247 5 років тому +61

    কোথায় হারিয়ে গেল গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্য কোথায় হারিয়ে গেল পুরনো দিনের গান গুলো এই গান গুলো শুনলে মনে হয় আমি আমার মাঝে নেই হারিয়ে গেছি অন্য কারো মাঝে আমার মত কে কে 2019 সালে এই গান শুনেছেন

    • @aishaakter3267
      @aishaakter3267 5 років тому

      ami sontesi akhon khob valo lage thanks rajib

    • @mdmusarob1616
      @mdmusarob1616 4 роки тому

      কালজয়ী গান

  • @amrankhan7565
    @amrankhan7565 5 років тому +10

    আমার বাংলা গান আমার সম্পদ। বাংলা গান যে কত সমৃদ্ধ ছিল তার বড় প্রমাণ এ গান। অসাধারণ অনুভূতি, শব্দ আর সুন্দর বাস্তবের অনুপম দৃষ্টান্ত এ গান।
    ভালবাসি বাংলা মা।

  • @kazinurulanowar185
    @kazinurulanowar185 3 роки тому +2

    মনমাতানো গান, সেরা ছিল, সেরা ই আছে, পৃথিবী জুড়ে সেরা থাকবে।

  • @nirobahamed5240
    @nirobahamed5240 6 років тому +10

    আমার এই গান টা ২ বসর মেমোরিতে জতন করে রেখেছি, অনেক রাত একা একা সুনি এই গানটা, জে লিখছে তাকে প্রতমে ছালাম জানাই, আর তুমি জেখানে থাকো না কেনো আমি তোমার আশায় আছি এবং থাকবো আর রাগ করো না ফিরে এসো আমি আর পারছি না, আমি এখন তোমার কাচ থেকে অনেক দুর পোবাস নামে জেলখানায়

  • @sarwarlaskar8186
    @sarwarlaskar8186 6 років тому +34

    সত‍্যি খুব মনমারানো গান শুনতে পেলাম ভাই অশেষ ধন‍্যবাদ গিয়াপন করলাম আশা করি ভালো থেকে

  • @deloyerhossen8422
    @deloyerhossen8422 4 роки тому +5

    এই গানটা শুনলে আমাকে খুব ভালো লাগে, যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে করে, অনেক পুরাতন একটা গান।

  • @fazlayrabbi2318
    @fazlayrabbi2318 4 роки тому +4

    শরীরের পশমগুলিও কেমন যেন কেঁদে কেঁদে উঠে। তোরে পাইলে হয়তো এ অনুভূতি গুলি বুঝতাম না। না পাওয়াতেও শান্তি আছে

  • @MunnaBhai-so1sz
    @MunnaBhai-so1sz 5 років тому +5

    ছোটো বেলার স্মৃতি মনে করিয়ে দেয় এই গানটি।
    সুরের এই স্নিগ্ধতা মুগ্ধ করেছে আমায়।

  • @s.a.sanjihosen3564
    @s.a.sanjihosen3564 4 роки тому +13

    ওমা এত সুন্দর .....যারা যারা 2019 সালে গানটি শুনছো কমেন্টস করতে ভুলবে না কিন্তু

  • @sujanhalder537
    @sujanhalder537 2 роки тому +3

    এই গান টি সোনার পর অনুভব করছি গ্রাম কতো সুন্দর।
    I Love This Song ❤️❤️

  • @Apu_Hasan
    @Apu_Hasan 5 років тому +3

    কি গান রে!!!কলিজা ঠান্ডা হয়ে যায়!চোখে পানি পরে টপ টপ করে...

  • @helimahmed639
    @helimahmed639 3 роки тому +24

    আসলে এই গানগুলো শুনে 90 দশকের কথা মনে পড়ে যায় যে সময় চিঠির যুগ ছিল

  • @asmaakter8970
    @asmaakter8970 5 років тому +7

    গান টা যখন সুনি তখন মন চায় সারা রাত যেগে গান সুনি

  • @tapassarker5151
    @tapassarker5151 5 років тому

    এই গানগুলো সব সময়ই ভাল লাগত, আজো লাগে।তবে এই ভাল লাগার কারন টা ছোট বেলায় না বুঝলেও আজ ঠিক বুঝতে পারছি।হয়ত হৃদয় অনেক আগেই ভবিষ্যৎ বুঝতে পারে।সকল কিছু মুছে ফেলার একটাই পথ........

    • @qweras9487
      @qweras9487 5 років тому

      আমার প্রিয় গান

  • @wahidar-rahman1094
    @wahidar-rahman1094 Рік тому

    একসময় এই গানগুলো বাংলার আনাছে কানাছে টেপরেকর্ডারে বাজতে শুনতাম। খুব ভালো লাগতো।

  • @tofayelahmed7800
    @tofayelahmed7800 4 роки тому +2

    অসাধারণ গান। হাজার বছর পর ও এই গান বেচে থাকবে। প্রায়ই শুনে থাকি।

  • @sambhujeetbarman9481
    @sambhujeetbarman9481 5 років тому +45

    I m from India.... really..... mind-blowing song ...... getting emmotional with my breaking 💓 Sona I miss u

  • @Ramisa687
    @Ramisa687 9 місяців тому

    গানটি আমাক অতীতের কথা মনে করিয়ে দিল ভালোবাসা হারানোর বেদনা বড়ই কঠিন । হায়রে স্মৃতি তই বড়ই নিয্ঠর

  • @mehediazam4701
    @mehediazam4701 Рік тому

    কালজয়ী গান। শৈশবে শুনে যে টান অনুভব করতাম ত্রিশ বছর পরেও তাই আছে।

  • @akashkhan-ep4kv
    @akashkhan-ep4kv 4 роки тому +4

    একদিন তুমি আমার ভালবাসা বুঝতে
    পারবে বুঝতে পারবে আমি তোমাকে
    কতটা ভালবাসি সেদিন তুমি মনে, মনে
    বলবে ও আসলেই আমাকে অনেক
    ভালবাসতো সেদিন তুমি আমাকে পেতে
    চাইবেআমার কাছে ছুঁটে আসতে চাইবে
    আমাকে ভালবাসতে চাইবে।
    কিন্তু তুমি সেদিন আমাকে পাবে না
    কারণ সেদিন আমি তোমার
    থেকে অনেক, অনেক দূরে চলে যাবো
    এতটা দূরে চলে যাবো যে আসতে চাইলেও
    আর ফিরে আসতে পারবো না।
    সেদিন তুমি আমাকে না পেয়ে ডুকরে কাঁদবে.....♥♥♥

  • @motinmiahuddin6929
    @motinmiahuddin6929 2 роки тому

    হায়রে ভালোবাসা তর কারনে আজ আমি দেশ ছাড়া হয়তো কোন এক দিন এই দুনিয়া টা ও ছেড়ে দেব

  • @mkmonir1504
    @mkmonir1504 4 роки тому

    Kichu bolar nai...ak kothai osadaron.....love you mujib pardeshi

  • @utpoldebnath91
    @utpoldebnath91 5 років тому +5

    মানুষের মাঝে সারা জীবন বেঁচে থাকুক এই গান গুলো।

  • @mdsobuj1408
    @mdsobuj1408 4 роки тому +16

    এই গানের সাথে জড়িয়ে আছে অনেক দিনের পুরনো স্মৃতি

  • @babulkhan4528
    @babulkhan4528 5 років тому +4

    গানের সুর শুনলে হৃদয় টা সুরের তালে তালে ভেসে ভেসে হারিয়ে যায় অজানা এক দেশে

  • @ronymirza581
    @ronymirza581 25 днів тому

    প্রবাস জীবনে ভালবাসার মানুষের কথা মনে পরে,তখন গানটি শুনি

  • @jhornaaktar7226
    @jhornaaktar7226 4 роки тому +3

    আমাগো বিক্রপুর মুন্সিগঞ্জের গর্ব মুজিব পরদেশী, 🙏🙏

    • @bonolotasen6693
      @bonolotasen6693 Рік тому

      তিনি তো পাকিস্তানের

  • @irinsultanairinsultana9095
    @irinsultanairinsultana9095 4 роки тому +15

    এই গান গুলো আমার আব্বা শুনত আর গাইত আজ আমি শুনে আমার আব্বার কথা মনে পরে গেল। এই গান আমার চোখ দিয়ে পানি বের করল। আমার আব্বা মারা গেছে খুব কষ্ট লাগতেছে 😭😭😭😭😭😭

    • @roksanahamid5392
      @roksanahamid5392 3 роки тому

      Kobe mara geche? Amer baba der bochor age mara gechen

    • @sohelchow6309
      @sohelchow6309 3 роки тому

      বাবা,কতা,সুনে,অনেক,হারাপ,লাগে,

    • @irinsultanairinsultana9095
      @irinsultanairinsultana9095 2 роки тому

      ২০১৮ সালে মারা গেছে

  • @mdjewelshikdar2767
    @mdjewelshikdar2767 Рік тому

    কালজয়ী গান
    এমন শিল্পী কে ধন্যবাদ না
    দিয়ে পারা যায় না (ধন্যবাদ)

  • @user-ne1gl2zk2s
    @user-ne1gl2zk2s 8 місяців тому

    এসব গান, শুধু গান নয় মনের মাঝে এক অনূভুতির জন্ম হয়, শুনলে, 😢

  • @mdchanmia8547
    @mdchanmia8547 3 роки тому +2

    কালজয়ী কিছু গান আমাদের কাছে একটা জগতের সকল তথ্য মনে করিয়ে দেয় যে গান আমাদের মাটি ও কিছু মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে

  • @user-nz7yx9ws8d
    @user-nz7yx9ws8d 4 роки тому +7

    কিছু কিছু গানের মরন হয় না সেটা হৃদয়ের মাঝখানে বেঁচে থাকে

  • @user-ep1wb6dz1l
    @user-ep1wb6dz1l Рік тому +1

    হাজার বছরেও তার গানগুলো কালজয়ী হয়ে থাকবে

  • @user-cz8vi9zg7k
    @user-cz8vi9zg7k 5 років тому +1

    ভালো থাকুক কাছের মানুষ ভালো থাকুক সকলেই। ভালো থাকুক রাতের জোনাকিরা, ভালো থাকুক রাতের ঝিঝি পোকা গুলি। ভালো থাকুক গাঙচিল, ভালো থাকুক শীতের সকালের কুয়াশা. হাসি ফুটুক তোমার ওই মুখে।
    ভালো থেকো তুমি ভালো থেকো পৃথিবী!!

  • @eliasmojumdar7088
    @eliasmojumdar7088 6 років тому +66

    এই গান শুনলে আগের দিনের কথা মনে পড়ে

  • @alijoynal88
    @alijoynal88 5 років тому +9

    বুকের বাম পাশের ব্যাথাটা সবার জন্য করে না,, দু চোখের লোনাজল সবার জন্য ঝড়ে না,, আর যার জন্য এই মন কাধে সে কিন্তু বুজে না এটাই বাস্তবতা,

  • @shamimlasker2700-vlog
    @shamimlasker2700-vlog 5 років тому +2

    আমি একজন বাংলাদেশি আজ আটবছর আমি বার্মায় আছি , এই গানগুলি আমায় খুব ঠানে দেশে

    • @MdJashim-qd9uc
      @MdJashim-qd9uc Рік тому

      এতো বছর ওখানে কি কাজ করেন

  • @user-bj8st6ux5h
    @user-bj8st6ux5h 5 місяців тому

    😢😢😢😢প্রিয় মানুষটার কথা সারাদিন রাত্রি মনে পড়ে গানটা শুনি 😢😢😢

  • @atikhasan5787
    @atikhasan5787 5 років тому +3

    ছোট থাকতে এই গান গুলো অনেক প্রিয় ছিল

  • @shahinalom9915
    @shahinalom9915 10 місяців тому +1

    অসাধারণ গান যা আজও রিদয় টা কেপে উঠে শুনলে।ভালো থেকো বন্ধু😥

  • @ahmedsorif797
    @ahmedsorif797 Рік тому

    মুজির পরদেশীর এ গানটি করে রাজীব নিজেই বিখ্যাত হয়ে গেছেন। নতুন শিল্পীদের মাঝে আর কি কেউ নেই, যিনি এই মরমী শিল্পীর অন্য কোন গান গেয়ে নিজেকেই অমর করে রাখতে পারেন।

  • @asmaakter8970
    @asmaakter8970 5 років тому +5

    রাইট তবে গান টা আমার সাথে অনেক মিল আছে

  • @riponmahmod7497
    @riponmahmod7497 6 років тому +3

    অসাধারণ!
    এসব গান শুনলে পরে কেমন যেন মনটা নরম হয়ে যায়

  • @md.polash.malaysia.prbasi9738
    @md.polash.malaysia.prbasi9738 5 років тому

    এই গানটা সুনলে - কখুন যে চুখ দিয়ে পানি চলে আসে বোজতে পারি নি - তবু ও বলি বন্দু তুমি যেকানে তাক না কেনো - ভাল থেক সুখে থেক

  • @mdhumayunkabir1194
    @mdhumayunkabir1194 Рік тому

    আমরা ছোট কাল থেকেই ঢাকায় থাকি মাঝে মাঝে গ্রামের বাড়িতে গেলে বিভিন্ন লোকের মুখে এসব গান সুনতাম , কিন্তু এর অর্থ বুঝতাম না এখন বুঝি এই গানের ভিতর কত, প্রেম, ভালবাসা , আবেগ কত মানুষের ইতিহাস লোকানো এই গান । ভালো থাকবেন ভালবাসার মানুষ গোলো ।।

  • @MonisaAngur
    @MonisaAngur 5 років тому +10

    রাজিব ভাই অনেক সুন্দর গেয়েছেন,
    এক কথায় অসাধারণ

  • @mriduldas6968
    @mriduldas6968 6 років тому +14

    আর কি ফিরে পাব, ফেলে আশা সেই দিন, এই সমস্ত গান গুলি শুনলে ফেলে আশা সেই অথিতে ফিরে যেত ইচ্ছা করে যেটা এই জীবনে সম্ভব নয়।

    • @mrbabul1278
      @mrbabul1278 5 років тому

      মিলে গেলো তুমার সাতে

  • @ashrafkhan412
    @ashrafkhan412 2 роки тому +1

    কি করে বুঝাবো কতো টা ভালো লাগে গান টা সত্যি মন ভরে গেলো গান টা শুনে,, মন চায় আবারো সেই ছোটো বেলা টাতে ফিরে যায় আর রেডিও নিয়ে বসে থাকি এমন সব গান নাদেখে শুনি,,,😥

  • @NurulHaque-it6fi
    @NurulHaque-it6fi 7 місяців тому

    এই গানটা জতো বার সুনি ততোবার সোনতে ইচ্ছে করে কবু জে মন বড়েনা❤

  • @afsanamuskan1140
    @afsanamuskan1140 4 роки тому +4

    অনেক সুন্দর গান।এই গান গুলো শুনলে মনটা কেমন যেন হয়ে যায়। হৃদয় ছুয়ে যাই।

  • @mdJahed-fj1ii
    @mdJahed-fj1ii 6 років тому +109

    এই সব গান শুনলে অতিতের সব সৃতি মনে পড়ে যায়।

    • @syedazad2535
      @syedazad2535 3 роки тому

      অসাধারণ

    • @maksudhossen5348
      @maksudhossen5348 2 роки тому

      এক কথায় কোথায় যেন হারিয়ে যাই

  • @taiburrahman446
    @taiburrahman446 4 роки тому +1

    যখন খুব একা লাগে তখন গলা ছেড়ে গানটা গাই।তখন মনটা খুব হালকা হয়।যত দুরেই থাক সব সময় ভাল থেকো,,,,,

  • @user-ds6fc9zu2k
    @user-ds6fc9zu2k 5 місяців тому

    বাবার কালো একটা টেপ রেকর্ডার ছিল। ওখানে জীবনের প্রথম গান হিসেবে এইসব গান শুনছিলাম সেই শৈশব আহা কতই না মধুর🌼সবাই আমার বাবার জন্য আর্শিবাদ করবেন ওনি যেন হাজার বছর বেঁচে থাকে🙏