পার্সিমন- বাণিজ্যিক চাষে বাংলাদেশ-পার্ট-০৩- Persimmon- commercial variety

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ০৩ বছরের গাছে গাছে থোকা থোকা পার্সিমন। ১০ ধরনের ভিন্ন জাতের পার্সিমন হচ্ছে আমাদের দেশে। বাণিজ্যিক ভাবে চাষের সময় আসছে এই বিদেশি ফলের।
    পার্সিমন এর চারা পাওয়া কঠিন কারণ গ্রাফটিং করা সহজ নয়...
    সেসব বিষয় নিয়ে এই ভিডিও...
    যোগাযোগ- 01711313964 ( S M Kamruzzaman sir)

КОМЕНТАРІ • 353

  • @KrishiBioscope
    @KrishiBioscope  3 роки тому +18

    কৃষি বায়োস্কোপ কোন প্রকার চারা ক্রয় বিক্রয়ের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনভাবেই জড়িত নয়। চারার দাম বেশি না কম সেটার সাথে কৃষি বায়োস্কোপের কোন সংশ্লিষ্টতা নেই। বিষয়বস্তুর উপস্থাপনই মূল উদ্দেশ্য। নিজেদের বিবেচনা বোধদিয়ে অনুধাবনের জন্য অনুরোধ জানাচ্ছি।

    • @abidulislam2050
      @abidulislam2050 3 роки тому +1

      সব বিদেশের ফল নিয়ে কাজ করছেন কিন্তু দেশি ফল জাম নিয়ে কাজ করা উচিত।

    • @kapasiaonlineshop903
      @kapasiaonlineshop903 3 роки тому

      Sir amake akta cara paoar moto bebostha kore den

    • @mohammedsolaiman7564
      @mohammedsolaiman7564 3 роки тому

      আসসালামু আলাইকুম জুবাইর ভাইয়া। আমি কিছুদিন আগে এক ভিডিওতে দেখি ইতালির একজাতীয় লেবু, যার নাম "সুইট লেমন"। দেখতে একদম হলুদ আর সাইজ প্রায় ১৫০-২০০ গ্রাম হবে। খেতেও একদম মিষ্টি বলছিল ভিডিওতে। এ ব্যাপারে আরো জানতে চাই আপনার কাছে।

    • @hasanmollah5156
      @hasanmollah5156 Рік тому

      সালাম। আমি কামরুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করতে চাই। আমি কিভাবে উনার সাথে দেখা বা কথা বলতে পারি?

    • @Jobayer10z
      @Jobayer10z 11 місяців тому

      ভাই এই চারা আমি কোথায় পাবো আমি এই জাতের পার্সিমনের চাষ করতে চাই
      প্লিজ রিপ্লে দিবেন ❤️

  • @murad8226
    @murad8226 4 роки тому +31

    মিঃ তালহা জুবায়ের,
    আপনি অজ্ঞাতসারে হলেও উনার উচ্চ মূল্যের ব্যবসাকে সহযোগিতা করছেন।
    অথচ এই বীজ যুক্ত পার্সিমন মোটেই মানসম্মত নয়। বাইরে এটা রুটস্টক করার জন্য ব্যবহার করা হয়।

    • @khshaeid3834
      @khshaeid3834 3 роки тому

      সবগুলোই বীজ যুক্ত না

    • @farooqhussain9301
      @farooqhussain9301 3 роки тому +1

      মনে হয় জ্ঞাতসারেই বিজ্ঞাপনদাতা।

    • @LofiSoulLittleBoy
      @LofiSoulLittleBoy 3 роки тому

      মুরাদ ভাই, একটা গাছ লাগাতে ছাইলে কোনটা সব থেকে ভালো বলে আপনি পরামর্শ দিবেন? যদি জানা থাকে তাহলে কথায় পাব জানাবেন অনুগ্রহ করে। ধন্যবাদ।

  • @shamratalam5243
    @shamratalam5243 2 роки тому +1

    আমি যে পার্সিমন খেয়েছি সেটা ইতালিয়ান এবং সীডলেস অপূর্ব তার স্বাদ অতি চমৎকার সুগন্ধযুক্ত সেটা এরকম নয় লম্বাটে ধরণের।

  • @shamratblogs2962
    @shamratblogs2962 4 роки тому +3

    আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবেনা আমাদের বাংলাদেশের মাটি বিদেশি ফল চাষেও খুবই উপযোগী ধন্যবাদ কৃষি বায়স্কোপ কে।

  • @humayunkabir6345
    @humayunkabir6345 4 роки тому +4

    সুস্বাদু ফল, কচকচা ও নরমটিও চমৎকার।
    উপস্থাপককে ধন্যবাদ, অনবদ্য উপস্থাপনা।

  • @easygardening2024
    @easygardening2024 6 місяців тому

    দারুন ভিডিও দেখলাম আমি নিজেই পার্সিমন এর চারা গাছ সংগ্রহ করবো -ইনশাআল্লাহ

  • @zakariakhantuhin4310
    @zakariakhantuhin4310 3 роки тому +1

    তালহা সাহেব, আপনি অনেক ভালো ভালো ভিডিও করেন আমার অনেক ভাল লাগে । আপনাকে একটা অনুরোধ গ্রাম বাংলার সাধানর মানুষের দেশীয় কর্ম নিয়ে ভিডিও বানান, আমাদের বিদেশী ফল দরকার নাই । আর এই বিদেশী ফল বিদেশী ফল করে আপনার স্যার অনেক টাকা আয় করে নিচ্ছে ।

  • @syedshabbirahmed4658
    @syedshabbirahmed4658 3 роки тому +2

    কামরুজ্জামান স্যারের কাছ থেকে আনা পার্সিমন,জাবটিকাবা ও সান্তুল গাছে গত কয়েক বছর যাবত ফল দিচ্ছে,স্যারকে ধন্যবাদ।

    • @oishikanitatun1469
      @oishikanitatun1469 3 роки тому

      kivabe chara kinechen bhaiya? amio kinte chai sir er kach theke

    • @syedshabbirahmed4658
      @syedshabbirahmed4658 3 роки тому

      @@oishikanitatun1469 স্যারের সরাসরি যোগাযোগ করুন,চাইলে স্যারের মোবাইল নাম্বার দিতে পারবো

    • @Rubelsarker43567
      @Rubelsarker43567 2 роки тому

      @@syedshabbirahmed4658 number ta din vai

    • @abulkashemkashem5670
      @abulkashemkashem5670 2 роки тому

      আমি পার্সিমন চারা পেতে চাই।স্যারের নাম্বারটা দিন,প্লিজ।

    • @tariqulagrow6886
      @tariqulagrow6886 2 роки тому

      ভাইজান পার্সিমন গাছের চারার দাম কত টাকা নেয় মেহেরবানি করে জানাবেন

  • @KrishiBazar
    @KrishiBazar 4 роки тому +1

    খুব ভালো প্রতিবেদন ধন্যবাদ

  • @mdanamulhaque7498
    @mdanamulhaque7498 4 роки тому +16

    জনাব এস এম কামরুজ্জামান সাহেবের সব ভিডিওতে কিছু কমন কথা...
    ১. " বিদেশে থেকে অনেকগুলো (১৫/১৬টা) জাত এনে আমি বাছাই করে ভাল ২/৩টা জাত রেখেছি "। আমার প্রশ্ন অনেকগুলো জাত আনতে হবে কেন আপনি দেখে ভাল জাতটাই নিয়ে আসেন না কেন?
    ২. " এটার কলম করা খুব কষ্ট, সহজে বাঁচানো জায়না, আমি কষ্ট করে অল্প কয়েকটি করেছি " । আমার প্রশ্ন আপনার সব জাতইকি কলম করা কষ্ট নাকি কলম করা বুঝেননা ? আবার আপনার কাছে সবসময়ই কলম চারা থাকে তাহলে অল্প চারা সারা বছর কিভাবে বিক্রি করেন ?
    ৩. " এই জাতটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমি কাজ করছি "। আমার প্রশ্ন একটা পার্সিমনের চারার দাম বলেন ৳৬০০০ টাকা !!! আপনার সব ধরনের চারার দাম প্রয় এরকম, তাহলে কিভাবে বলব আপনি সারা দেশে ছড়িয়ে দিতে চান ? যেখানে অন্যরা ৳১০০০ টাকায় বিক্রি করে। খরচটাতো তাদের আর আপনার একই রকম হওয়ার কথা !! হয়তো জাতের ব্যাবধান হতে পারে ।
    গতবছর পার্সিমনের এক ভিডিওতে বললেন থাইল্যান্ড থেকে বীজ নিয়ে এসে চারা করে সেই চারাই গ্রাফটিং করবেন। এখন বললেন প্রতিটা চারা আনতে খরচ হয়েছে ১৫০০টাকা আবার অর্ধেক চারা মারা গেছে। প্রশ্ন হলো বীজ থেকে কেন চারা করলেননা আর চারাই যখন আনলেন তাহলে কেন কলম করতে হবে, অরিজিনাল জাতের চারাই আনতেন।
    আপনাকে ফোন দিলে বলেন বাহির থেকে চারা এনেছেন কিছু চারা আছে , আপনার জার্মপ্লাজম সেন্টারে খবর নিয়ে দেখি ওখানেই চারা তৈরি করা হয়, কোনটা সঠিক ?
    হলুদ ড্রাগনের কয়েকটা ভ্যারাইটি আছে এর মধ্যে সবচেয়ে ভালো পালোরা , আর সবচেয়ে বাজে লেমন ভ্যারাইটি যেটা আপনার কাছে আছে, অথচ আপনি বলেন এটা বিখ্যাত ভ্যারাইটি এবং ১ ফিটে চারার দাম রাখেন ৳১৫০০ টাকা !!!
    কৃষি বয়োস্কোপকে এখনও অনেক ভালবাসি তাই আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেকেই মনে করেন আপনারা উনার সাথে শেয়ারে আছেন, যদি তাই হয় তাহলেতো কোন কথা নেই। আর যদি তা না হয় তাহলে উনার ভিডিও গুলো এইভাবে প্রচার করবেন না। এতে করে আপনাদের প্রতি মানুষের আস্থা কমে যাবে। যদি প্রচার করতেই হয় তাহলে অবশ্যই উনার চারার দাম এবং চারা সংগ্রহের সোর্সটা ভালো করে জানাবেন।
    ভুল হলে ক্ষমা করবেন।
    ধন্যবাদ আপনাদের সবাইকে।

    • @KrishiBioscope
      @KrishiBioscope  4 роки тому +6

      যেহেতু চারা বিক্রি বা কত টাকায় বিক্রি হচ্ছে সেটার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। হতে পারে তাঁর চারার দাম বেশি। আমার প্রশ্ন হচ্ছে যারা ১০০০ টাকায় পার্সিমনের চারা দিচ্ছে তাঁদের গাছে পার্সিমন ধরেছে কি না? অথবা বাংলাদেশে কেউ কি পার্সিমন ধরাতে পেরেছে কি না?
      অনেক গুলো ভ্যারাইটি থেকেই বাছাই করতে হয়...কারন এগুলো বিদেশি এবং আমাদের দেশে সব জাত হবে না এটাই স্বাভাবিক। দাম বেশি নিবে না কম নিবে এটা তাঁর নিজশ্ব বিষয়। কম দামে অন্য কোথাও পাওয়া গেলে সেটাই নেয়া উচিত। বিখ্যাত পালোরো হলুদ ড্রাগন কি আপনার কাছে আছে? কেউ কি হলুদ ড্রাগন দেখাতে পেরেছে? পারেনি।
      আপনার অবজারভেশনের জন্য ধন্যবাদ। আমিও স্যার কে বলেছি দাম বেশি। হয়তো সামনে দাম কমবে......

    • @modernhorticulturebd
      @modernhorticulturebd Рік тому

      এখন দাম অনেক কমে এসেছে ।

  • @nayeemahsan2679
    @nayeemahsan2679 3 роки тому

    Kamruzaman sir er proti valobhasa...amder krisi biplob hbe sir er hath dore

  • @amarchannel123
    @amarchannel123 4 роки тому +2

    অসাধারণ গ্রাম বাংলা 👍👍

  • @gardeninghouseplants1112
    @gardeninghouseplants1112 4 роки тому +3

    Thank you for sharing those lovely plants! Positive vibes,happy gardening watching from Japan😊☕️☕️💕

    • @realrozab4027
      @realrozab4027 3 роки тому

      you are most welcome from Bangladesh

  • @jawedalam8735
    @jawedalam8735 2 роки тому +3

    আমি এস এম কামরুজ্জামান সাহেবের বাগান বা কৃষি সংক্রান্ত কয়েকটি ভিডিও আপনার Krishi Bioscope এর মাধ্যমে দেখেছি৷ কামরুজ্জামান সাহেব যত সুন্দর সুন্দর করে উনার বাগানের ফল / গাছের কথা বলেন সে অনুযায়ী দেশীয় কৃষিতে বা ফলের বাগান উন্নয়নে উনার কোন অবদান আছে বলে আমি অন্তত দেখিনি। চারা গাছ কোথায়, কখন, কিভাবে ও কত টাকায় পাওয়া যায় যাবে সে সংক্রান্ত কোন তথ্য, পরামর্শ বা উপদেশই নেই। এটা উনার একদম ব্যক্তিগত একক বাগান এবং জাতীয় কৃষি উন্নয়নে উনার কোন অবদান আছে বলে আমি মনে হয় না৷ সুতরাং যে সকল বাগান মালিক কলম চারা সরবরাহ করে দেশে ফলের উন্নয়নে অবদান রাখতে পারবেন তাদের ভিডিও দেখালে আমরা উপকৃত হতাম৷ কামরুজ্জামান সাহেবের ভিডিও দেখতে শুনতে খুব ভালো লাগে যা উনার ব্যক্তিগত প্রচার এবং আমাদের প্রকৃত অর্থে এই ভিডিও আমাদের বাগান উন্নয়নে কোন কাজেই লাগেনা৷

    • @Anand_619
      @Anand_619 Рік тому +1

      Never tells the exact variety , only says that it can be obtained through his nursery.

  • @nagorali6247
    @nagorali6247 3 роки тому +1

    স্যার আপনারদে কে অনেক ধন্যবাদ
    আপনাদের মুল্যবান সময় দিয়ে
    এ প্রাগারাম টা কারার জন্য
    স্যার আশাকরি পাব ইন্শআল্লাহ
    আমার পারছিমল এর একটি চারা দরকার
    টপে রোপন কড়ার জন্য
    স্যার আমাকে যদি একটা চারা আপনি কস্ট করে ব্যাবস্তা করে দেন।
    আমি আপনারা কাছে ক্রিতগ্য থাকবে

  • @redwantareq
    @redwantareq 4 роки тому +3

    I was there at this garden, and you were about to visit this garden the next day as Kamruzzaman sir said. I was so amazed to see his collection. Though the plants are very costly but very addictive.
    Thank you.

    • @s.mkamruzzaman6833
      @s.mkamruzzaman6833 4 роки тому

      +8801308100511. Ruma.
      Modern horticulture centre natore

    • @mihirmohanta8797
      @mihirmohanta8797 4 роки тому

      @@s.mkamruzzaman6833 sir is it possible to send plants to India ???

    • @fatimamanf7185
      @fatimamanf7185 4 роки тому

      Ora dakat vai.

    • @fatimamanf7185
      @fatimamanf7185 4 роки тому +1

      @@s.mkamruzzaman6833 , you are sucking blood of our Farmers.

    • @AbdulAziz-ii7jq
      @AbdulAziz-ii7jq 2 роки тому

      @@s.mkamruzzaman6833 vai er number ta plz aktu diben

  • @anjanbasu7309
    @anjanbasu7309 4 роки тому

    প্রায় অনলাইন হবার সাথে সাথে যখন দেখেছিলাম , তার পরে অন্য কাজে ব্যাস্ত হয়ে পড়বার কারনে কিছু লিখে উঠতে পারিনি। আর , এখন দেখছি ৮০ জন তাঁদের মন্তব্য দিয়ে ফেলেছেন ।
    দুই কৃষি বিজ্ঞানী মানুষ কেই কুর্নিশ জানাই। দেশ কে কৃষির দ্বারা স্বনির্ভর হতে , বাংলাদেশের যে অগণিত মানুষ প্রতিদিন তাঁদের বুদ্ধি ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট , তাঁদের মধ্যে এই দুই মানুষের অবদান উল্লেখযোগ্য।
    উৎসাহ জনক এই প্রতিবেদনের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
    তীর্থের কাকের মতো পথ চেয়ে বসে , দিন গুনছি , কবে কামারুজ্জামানে সাহেবের বন্ধু , উড়োজাহাজে করে কলকাতায় আসবেন , সাথে করে , কামারুজ্জমান সাহেবের পাঠানো ফল গাছের চারা !
    কামারুজ্জমান সাহেবের ঈর্ষণীয় ফল গাছের বাগান দেখে , ভাবছিলাম , পরোজন্মে , যেনো , আমার মায়ের জন্মস্থান , বাংলাদেশে জন্মাই , আর এই রকম সুন্দর ও আধুনিক ফল ও ফুল গাছের বাগান করতে সক্ষম হই।

    • @s.mkamruzzaman6833
      @s.mkamruzzaman6833 4 роки тому +1

      আপনার জন্য কথা বলে রেখেছি দাদা।

  • @aublogsprogram5570
    @aublogsprogram5570 2 роки тому

    এটা একটা খুবই সুস্বাদু ফল ইতালিতে প্রচুর পাওয়া যায়, প্রচুর ফলে, আমি ইতালি থেকে বলছি।

  • @nurulamin7377
    @nurulamin7377 3 роки тому +1

    Assalamualikum,Persimom is Fruit from Allah and s m Kamruzzaman and the presenter of the program are also very good human, May Allah grant both of you long life and help our country more and more. Thank you,

  • @boshiruddin9519
    @boshiruddin9519 4 роки тому +2

    Mashallaha Allaha huakbar ameen Suma ameen 🥰 love this fruit solo nice nice to see someone putting so much effort many thanks for sharing from uk ❤️

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 4 роки тому

    পারসিমন গাছ আমার অনেক ভালো লাগলো এটা কি সৌদি আরবে কাকা বলা হয় আর এটা খেতে অনেক মজা আমার অনেক ভালো লাগে আমি নিজেও বাংলাদেশ ছাদ বাগানে লাগিয়েছি খুব সুন্দর আর এখনো ফুল আসেনি তবে আসবে বলে আশা রাখি ইনশাআল্লাহ

  • @gachpala2889
    @gachpala2889 4 роки тому +1

    আমি পাইছি স্যার কাছ থেকে হারমোফ্লোরাইড একটা, আালহামদুলিল্লাহ্ দুই মাসে দু ফিট লম্বা হয়েছে😍😍

    • @Hossain450
      @Hossain450 4 роки тому +1

      আপনার কাছে ছবি আছে? আমারটা ২ মাসে একটা পাতাও গজায় নি😡

  • @md.jakaria2701
    @md.jakaria2701 4 роки тому +3

    অনেক ভালো লাগলো স্যার। ধন্যবাদ আপনাকে

  • @rarefruitsvlog172
    @rarefruitsvlog172 3 роки тому +3

    কামরুজ্জামান সাহেব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সরকার তাহাকে বিদেশে
    ট্রেনিং জন্য পাঠিয়েছে বাংলাদেশের সরকারি হর্টিকালচার সেন্টারে বিদেশি জাতের ফলের জাত উন্নয়নের জন্য । কিন্তু তিনি সরকারি খরচে বিদেশি জাতের ফলের চারা ও কলম এনে তাহার ব্যক্তিগত নার্সারি ও ফলের বাগান গড়ে তুলেছেন ।

  • @madhupurkrishitv9400
    @madhupurkrishitv9400 4 роки тому +2

    টাঙ্গাইলের মধুপুরের কফি চাষে♥ সাফল্যের সাথে ভাল ফলন হয়েেছে, এই বিষয় নিয়ে ভিডিও চাই স্যার,♥।Madhupur krishi TV ভিডিও রয়েছে সবাই দেখে নিন♥♥

  • @KamalPasha-on6pc
    @KamalPasha-on6pc 4 роки тому

    কোরিয়া থেকে আনাযাবে।অনেক সুস্বাদু আমি অনেক খেয়েছি।

  • @debjitmurmu2319
    @debjitmurmu2319 4 роки тому

    Apnader video khuboi valo lage

  • @infoimran1
    @infoimran1 3 роки тому +2

    এস এম কামরুজ্জামান স্যারের মত কিছু মানুষের কারণেই এগিয়ে যাচ্ছে দেশ। তারা মূল্যায়নের প্রত্যাশা না করেই দেশের জন্য কাজ করে যাচ্ছে।
    সম্মান ও ভালবাসা জানাই নতুন এ মুক্তিযোদ্ধাদের যারা দেশ ও জাতিকে করে তুলছে আত্মনির্ভরশীল।

  • @muhammadusha7683
    @muhammadusha7683 4 роки тому +1

    Uni akjon Ortho lovi Manus. Ami kamrujjaman saheb er kotha bolchi. Ami Mone Kori Talha sir, Unar image nosto korchen una k video te ene.

  • @akterhussain9532
    @akterhussain9532 4 роки тому +8

    প্রিয় তালহা সাহেব খুবই আগ্রহ নিয়ে আপনার ভিডিওগুলো দেখী।এবং প্রবাসে থেকেও কিছু শিখার চেষ্টা করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটার বারের জন্য এই ভিডিওতে আল্লাহর নাম নিলেন না।কেন ভাই আপনারা কি আল্লাহ বিশ্বাস করেন না।নাকি আখেরাতের কথা মনে থাকে না।মনে রাখবেন ভাই দুনিয়াতে যাই কিছু অর্জন করেন না তা আখেরাতে কোনোই কাজে আসবে না।আমার কথায় মনে কষ্ট নিবেন না। ভালো থাকবেন ভাই।

  • @Agriculturewithshohag
    @Agriculturewithshohag 4 роки тому +2

    অনেক ধন্যবাদ স্যার

  • @debusikdarroofgarden9262
    @debusikdarroofgarden9262 4 роки тому +1

    খুব ভালো

    • @subhankardebnath8638
      @subhankardebnath8638 4 роки тому

      Ra dada apnar parsimmon er ki khobor ? Bacha a6e?

    • @rahiarman123
      @rahiarman123 4 роки тому

      debuda ekhane asenki....unarta moregese bollen uni...kub dukko holo

  • @sureshchakma4359
    @sureshchakma4359 3 роки тому

    আমি খাগাড়াছড়ি থেকে বলছি আমি আপনার অনেক ভিডিও দেখেছি অনেক ভালোলাগছে আচলে পারসিমন দেখে আমার অনেক ইচ্ছা জাগছে যে পারসিমন গাছ লাগানোর এখন আমি চারা কীভাবে পাবাে বলে দিলে উপকার হবে প্লিজ

  • @Hossain450
    @Hossain450 4 роки тому +8

    ভাই আমি একটা পার্সিমন গাছ কামারুজ্জামান সারের কাছ থেকে আনছিলাম কিন্ত গাছটা মনে হয় মরে যাচ্ছে। ৩৫০০ টাকা দিয়ে চারাটা আনলাম কিন্ত চারাটা মনের মত হইছে না😭 আমার মনে হচ্ছে চারাটা বিক্রির উপযুক্ত হওয়ার আগেই বিক্রি হয়ে গেছে, উনি আরো ভাল মানের চারা বিক্রি করা দরকার

    • @MdNazim-rb7sy
      @MdNazim-rb7sy 4 роки тому

      ভাই কামরুজামান স্যারের মোবাইল নাম্বারটা দেয়া জাবে

    • @shouravmollah
      @shouravmollah 4 роки тому

      লংগান চারা 5000টাকা

    • @faizahmed6418
      @faizahmed6418 4 роки тому +1

      Bai akhon persimmon gache pata thakbe na .

    • @Hossain450
      @Hossain450 4 роки тому +1

      @@faizahmed6418 ভাই উনি বলছিল লাগানোর দু মাসের মধ্যে দেখবেন বুক সমান উচু হয়ে যাবে, কিন্ত প্রায় ২ মাস হয়ে গেছে এখনো একটি পাতাও গজায় নি, সব পাতা ঝরে যাচ্ছে

    • @s.mkamruzzaman6833
      @s.mkamruzzaman6833 4 роки тому

      আপনি আমার সাথে কথা বলবেন।

  • @abdullamamun91
    @abdullamamun91 4 роки тому +1

    এভাবেই সোনার বাংলা এগিয়ে যাবে এটাই প্রত্যাশা

  • @কৃষকেরকৃষিখামার-ল৭ড

    অনেক সুন্দর উপস্থাপনা স্যার

  • @saurov11s86
    @saurov11s86 4 роки тому +1

    অসাধারণ

  • @porosmony5786
    @porosmony5786 4 роки тому +1

    মাসাআল্লাহ।

  • @JahangirHossain-gk3ce
    @JahangirHossain-gk3ce 4 роки тому +2

    Sir, Dagestan, Chchniya & Azerbaizan ar Chapta Percimon (Khurma) onek testy.

    • @s.mkamruzzaman6833
      @s.mkamruzzaman6833 4 роки тому

      আমরা জাত এনেছি । ২/১ বছরের মধ্যই ফল ধরবে। তখন কলম তৈরি হবে ।

  • @dtm2448
    @dtm2448 3 роки тому

    Persimon ekta valo fol, puro fol tai khawa jai, kono kisu felna nai etate. Ei fol ta BD te chash korar jonno ami recommend kori.

  • @AzizurRahman-hp2lc
    @AzizurRahman-hp2lc 4 роки тому +3

    ইতালিয়ান ভাষায় এই ফলটার নাম কাকি, খুবই সুস্বাদু একটা ফল, বাংলাদেশের বিলাতি গাবের মত, বাংলাদেশ এটার সম্ভাবনা উজ্জ্বল। স্পেনের ব্যাপক পরিসরে এর চাষাবাদ হয়

  • @SakibHossain
    @SakibHossain 4 роки тому

    Very very nice video.

  • @mohammeduzzal1440
    @mohammeduzzal1440 4 роки тому +3

    পার্সিমন এর কলম চারা কি অরজিনাল পাওয়া যাবে? কত হতে পারে আর কত দিনে ফলন হয়??

  • @belalhossain5213
    @belalhossain5213 4 роки тому +1

    Thanks

  • @sanumanna1664
    @sanumanna1664 4 роки тому +4

    বলছি সেপ্টেম্বর মাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের পরবর্তী ভিডিওটা কবে দেখাবেন, এতবার করে কমেন্টস করছি তার রিপ্লাই দিছেন না কেন,

  • @ttcag8883
    @ttcag8883 3 роки тому +2

    অলিভ অয়েল চাষ শুরু করা উচিত বাংলাদেশ এ।
    পাকিস্তান ইন্ডিয়া তে অনেক চাষ হয়।এক কেজি oilve ওয়েল 2000 টক কেজি।

  • @LivadaBio
    @LivadaBio 3 роки тому

    SUPER !!!

  • @modernhorticulturebd
    @modernhorticulturebd Рік тому

    নাটোরের ঝাউতলা, ফুলবাগানে যেয়ে দয়া করে একটু দেখে আসুন কি ভাবে কাজ গুলো করি ।

  • @khairulislam-lv5by
    @khairulislam-lv5by Рік тому +1

    কোন জাত আমাদের দেশে ভালো হয়, অর্জিনাল চারা কোথায় পাব

  • @silviashabnom4219
    @silviashabnom4219 3 роки тому +2

    আমি কিছু ভালো জাতের পার্সিমন গাছ নিতে চাই।কোথায় পাওয়া যাবে পরামর্শ বা লিংক দিলে উপকৃত হতাম।

  • @pravashroy4761
    @pravashroy4761 4 роки тому

    Dada...Apni Khub Bhalo Video koren....kintu...Apni..Chash Ba..Ropan...Niya Aktu Bhalo kora janala Khub Bhalo hoi...Ami...India ta thaki...Apnar Akjon...Fan...

  • @shafiq3328
    @shafiq3328 2 роки тому +2

    বাংলাদেশেও এর একটা উপজাত আছে,
    যেটাকে আমরা গাব বলে জানি।

  • @smnuruzzaman2956
    @smnuruzzaman2956 4 роки тому +1

    মাশাল্লাহ

  • @shahinuddin7601
    @shahinuddin7601 4 роки тому

    You are right sir

  • @mahabuburrahman1894
    @mahabuburrahman1894 4 роки тому

    কামরুজ্জামান স্যারের নিকট আমরা বাংলাদেশীরা কৃতজ্ঞ। কৃতজ্ঞ তালহা জুবায়ের ভাই এর কাছে, আপনার মাধ্যমে স্যারের যে অবদান তা জানতে পেরেছি। আমি একজন ছাদবাগানী। আপনার সাথে সাক্ষাত করতে পারবো কী?

    • @azadabdullahshaheed
      @azadabdullahshaheed 4 роки тому

      আগে চারা কিনেন তারপর ভুয়শী প্রশংসা করুন।

  • @badarinathpatil557
    @badarinathpatil557 Рік тому

    Variety name? And winter and summer temperature in your place?

  • @getinfotube4845
    @getinfotube4845 4 роки тому

    horticulture centre gulor maddhome expand kora jete pare,

  • @DrWasimAkram-dc1jx
    @DrWasimAkram-dc1jx 3 роки тому +1

    আমি দুটি গাছ লাগিয়েছি কিন্তু বড়ো হচ্ছে না । কি করলে তাড়াতাড়ি বড়ো হতো একটু বললে উপকার হতো

    • @sadlost8363
      @sadlost8363 2 роки тому

      I needed seed lees tree minimums 1000 pcs

  • @roykim561
    @roykim561 4 роки тому

    R jai bolun bhai, dehkte ahamari holeo khete temon kichu na, tar cheye amader deshio phal anek bhalo, ami 3 ta variety kheye dekhe bolchi.

  • @BDUMAR-sn6yd
    @BDUMAR-sn6yd 27 днів тому

    স্যার আপনি ঠিকানা দিয়ে দিলে ভালো হয় কোথায় গেলে ভালো গাছের চারা পাওয়া জাবে

  • @sauravchoudhary7569
    @sauravchoudhary7569 3 роки тому

    Bihar( india) te send korate parben.....

  • @g.m.shahnewaz1089
    @g.m.shahnewaz1089 4 роки тому

    অ্যাভাকাডো নিয়ে ভিডিও করেন।

  • @safiulazad7652
    @safiulazad7652 4 роки тому

    ভাই চারার পরিচর্যা নিয়ে একটা ভিডিও করেন।প্লিজ

  • @zulkernayeem3435
    @zulkernayeem3435 4 роки тому

    ভাই,আপ্নার ভিডিও গুলো দেখে মন ভরে যায়।

  • @amazingsports8923
    @amazingsports8923 4 роки тому +1

    Onake kindly price ta sobar jonno affordable korte bolen.

  • @Nazimsomoy
    @Nazimsomoy 3 роки тому

    ভাই আসসালামুয়ালাইকুম, ছাদ বাগানে কি ইতি পুর্বে বাংলাদেশে পার্সিমন ফল হয়েছে কি? জানাবেন প্লিজ। আমার একটি গাছ আছে সেটি তে এবার ফল এসেছে বাট ফল পড়ে যাচ্ছে, কি করতে পারি। জানাবেন প্লিজ।

  • @mdjahangiralam1595
    @mdjahangiralam1595 4 роки тому

    বীজ থেকে চারাগাছ তৈরির পদ্ধতি যদি জানাতেন তবে ভালো হতো। আমার কাছে বীজ আছে।

  • @shahrinbushra7548
    @shahrinbushra7548 2 роки тому

    All these fruits are gifted by Almighty Allah for us. Seeing the orchard you go mad but if u don't remember Allah, how can u taste more fruits in Heaven we're watching..

  • @villagelifesitapur9262
    @villagelifesitapur9262 4 роки тому

    Nice video

  • @Rubelsarker43567
    @Rubelsarker43567 2 роки тому

    Khubi test ami japan 🇯🇵 aci ai fruit 🍎 khubi test

  • @ars-bangladesh808
    @ars-bangladesh808 Рік тому +1

    আমি ৩টি চারা কিনে ছিলাম ১৪০০০/-টাকা দিয়ে, সেগুলোর কোন পাতা ছাড়ে নাই অবশেষে মারা যায়, কামরুজ্জামান সাহেব কে অনেক বার ফোন করেছি, হোটসআপ করেছি কিন্তু তিনি সাড়া দেয়নি। পরে তার আরেকটা মোবাইল ফোন নং সংগ্ৰহ করে কথা বলেছি

  • @ahil_77
    @ahil_77 Рік тому +1

    এটার চারা কোথায় পাওয়া জাবে।

  • @ARMamun
    @ARMamun 4 роки тому

    Alhamdulillah

  • @natureofassam1209
    @natureofassam1209 2 роки тому

    Sir climate kamon lagey

  • @binasrecipe2733
    @binasrecipe2733 2 роки тому +1

    দুই শতাংশ জমিতে বানিজ্যিক ভাবে কি চাষ করলে অল্প সময়ে লাভবান হওয়া যায়? প্লিজ জানালে খুব উপকৃত হতাম।

  • @khairulbashar6397
    @khairulbashar6397 3 роки тому

    মাশাআললাহ

  • @nasiruddintofail6287
    @nasiruddintofail6287 Рік тому

    ভাই এটার চারা কোথা থেকে সংগ্রহ করব? ভাই যদি আপনারা এর চারা বিক্রয় করেন, দয়া করে জানাবেন। আমি ওখান থেকেই সংগ্রহ করবো।

  • @samirtariq9735
    @samirtariq9735 4 роки тому +1

    ধন্যবাদ স্যার

  • @subrotochandra8005
    @subrotochandra8005 4 роки тому +1

    ❤❤❤

  • @finetvbadshabangladeshi5537
    @finetvbadshabangladeshi5537 4 роки тому

    মাশা আল্লাহ খুব সুন্দর ফল

  • @sharminsultana3034
    @sharminsultana3034 2 роки тому

    Via at a Nator er kothy?

  • @saurov11s86
    @saurov11s86 4 роки тому +5

    #ভাই আমি কল দিছিলাম একটা চারা সাড়ে ৫ হাজার......অনেক বেশি আমার মনে হল

    • @fatimamanf7185
      @fatimamanf7185 4 роки тому

      They are sucking blood of our Farmers.

  • @nityask8063
    @nityask8063 3 роки тому

    Dada ei bagan ti kothay

  • @umaray6091
    @umaray6091 3 роки тому +1

    ভারতে পারসিমনের চারা পাঠানো যাবে?

  • @najmulhasan5801
    @najmulhasan5801 4 роки тому

    কাতার থেকে

  • @oontor
    @oontor 4 роки тому +4

    ইনি সব সময়ই গাছের মূল্য বেশি রাখে। সত্যি বলতে ভালো কিছু ছড়ানোর অন্তরায় এরা।

  • @ahmadullahagrofarmandnurse5362
    @ahmadullahagrofarmandnurse5362 4 роки тому +1

    Sir, চারার দামটা আনেক বেশি। যদি দাম একটু কম হত বানিজ্যিক ভাবে করতে পারতাম ৫০০ টাকার মধে হলে ভাল হতো

    • @ABC-wd3zb
      @ABC-wd3zb 4 роки тому

      উনার সব গাছের দাম অনেক বেশি ।

    • @marjanulfattah9143
      @marjanulfattah9143 4 роки тому +3

      হাসালেন ভাই। ৫০০ টাকায় চারা বিক্রি করার লোক কামরুজ্জামান না। উনার ব্যাপারে আগে একটু খোঁজখবর নিয়ে মন্তব্য করেন।

    • @abubakker2931
      @abubakker2931 3 роки тому

      Price koto

  • @বোকামানুষ-দ৮ণ

    এতো মজার ফল দুনিয়াতে আরেক টা আছে কি না আমার জানা নেই

  • @azadabdullahshaheed
    @azadabdullahshaheed 4 роки тому

    বারি মাল্টা-1, বারি আম-4 ও বারি আম-11 সারা দেশে উদ্যোক্তা ফলচাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশে ব্যাপক হারে ফল বাগান স্থাপন হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এ ক্ষেত্রে সহায়তার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে পারে। কেহ খিচুড়ি রান্না ও বিতরণ শিখার জন্য, কেহ পুকুর কাটা দেখার জন্য অর্থাৎ নানান উছিলায় সরকারি টাকায় বিদেশ ভ্রমণের পাঁয়তারা করছে। কিন্তু হর্টিকালচার উইং থেকে সরেজমিনে ফল চাষ পরিদর্শন ও চারা আমদানী করার জন্য বিদেশ ভ্রমণে গেলে দেশের মানুষ সাধুবাদ জানাবে। দেশের হর্টিকালচার সেন্টারগুলোতে উদ্যোক্তা পর্যায়ে (নার্সারি মালিকদের নিকট না বা কৃষি অফিসার/এসএএও এর সত্যায়নে) বাংলাদেশে আবাদযোগ্য উচ্চ ‍মুল্যের বিদেশী ফল, মসলার চারা বিক্রি করলে ফল বাগান স্থাপনে সুবিধা হতো। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতে আপনার নিকট বিনীত অনুরোধ করছি। ফলচাষ সম্প্রসারণ উদ্যোক্তা। মিরসরাই, চট্টগ্রাম।

  • @faisalahmmed3857
    @faisalahmmed3857 Рік тому

    Ameen

  • @samir6712
    @samir6712 3 роки тому

    Where this is located . Like to visit this place.

  • @lipikapatel7726
    @lipikapatel7726 4 роки тому

    Can delivery be given to india, odisha

  • @ahadsvlog3413
    @ahadsvlog3413 Рік тому

    সারা আমার পার্সিমন এর চারা লাগবে । যদি সাহায্য করতেন উপকৃত হতাম'

  • @juwelranabd3337
    @juwelranabd3337 3 роки тому

    nice

  • @kanakchowdhury3434
    @kanakchowdhury3434 Рік тому +1

    চারা কোথায় পাবো

  • @swarupanandbugade1394
    @swarupanandbugade1394 4 роки тому +1

    I watched video harvester of rice cutting,sar please give me harvester

  • @akikreza1021
    @akikreza1021 4 роки тому +2

    ভাই আমি পার্সিমন এর চারা কোথায় পাব?

  • @kazishohag8916
    @kazishohag8916 3 роки тому

    Kamruzzaman sir er nursery nam ki kew bolte pareben?

  • @palashuddin9316
    @palashuddin9316 3 роки тому

    Dhaka baitul mokarrom uttor Gate House building Golite persimmon, avokado, rambutan paben.

  • @rupalykhatunakhi4790
    @rupalykhatunakhi4790 4 роки тому

    স্যার আমার বাসা যশোরে আমি কিভাবে এই পার্সিমনের চারা পেতে পারি,,,, আপনার ভিডিও দেখে খেতে ও চাষ করতে ইচ্ছে হয় খুব 😋

    • @s.mkamruzzaman6833
      @s.mkamruzzaman6833 4 роки тому

      +8801308100511. Ruma.
      Modern horticulture centre natore