৫০০ বছর আগে মগ রাজাদের যে পাহাড়ে প্রথম এসেছিলেন পর্তুগিজ খ্রিষ্টানরা || Deyang Pahar || Chittagong

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 530

  • @farhantanzidshiyam
    @farhantanzidshiyam 2 роки тому +26

    সবকিছুর উর্দ্ধে গিয়ে একটাই কথা বলতেই হচ্ছে যে, পরিবেশটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর ❤️
    ধন্যবাদ, সালাউদ্দিন ভাই

  • @barfijoy5402
    @barfijoy5402 2 роки тому +70

    আমি একজন খ্রিস্টান।
    আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।প্রতিটি খ্রিস্টান ভক্তদের পক্ষ্য থেকে ধন্যবাদ সুমন ভাই ❤️💙💜💚

    • @NRFP
      @NRFP 2 роки тому +1

      ভালো খাকবেন💚💚💚

    • @jewel-N250
      @jewel-N250 2 роки тому

      Me too.

    • @universal360degree8
      @universal360degree8 2 роки тому +2

      Barfi Joy vai,আপনার সাথে কিছু কথা বলতে চাই,প্লিজ

    • @polashhemrom3486
      @polashhemrom3486 2 роки тому

      আমিও প্রথম জানলাম ভাই

    • @mahabbatali2292
      @mahabbatali2292 2 роки тому

      barfi joy দাদা আমি দালালের খপ্পরে পড়ে দুবাই এসে সব শেষ আপনাদের কোন মিশনারি থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে

  • @ajayjana8630
    @ajayjana8630 2 роки тому +11

    আজ খুবই ভালো লাগলো ভিডিও টা, সুমন, দাদা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @farhanashinjon6553
    @farhanashinjon6553 2 роки тому +18

    জায়গা টা অনেক সুন্দর।আমি ২০১৫ সালে গিয়েছিলাম।মন টা খুব শান্ত হয়ে যায়।

    • @aliusjaruse9960
      @aliusjaruse9960 2 роки тому +1

      আপনার বাড়ী কি ওই খানে নাকি

    • @benroy6217
      @benroy6217 Рік тому

      Location ta bolbnn P lzz???

  • @yanabiswas5424
    @yanabiswas5424 2 роки тому +12

    সুমন ভাই আমি একজন খ্রিস্টান আমার বাড়ি ঢাকা গাজিপুর। সব সময় আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। ইতিহাস জানতাম তবে যাওয়া হয়নি আপনার ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পারলাম আপনাকে ধন্যবাদ সুমন ভাই।

    • @iqbalhossain7645
      @iqbalhossain7645 2 роки тому +1

      ইসলাম গ্রহন করে মুসলিম হোন! কারন ইসা আঃ মুসলিম নবী ছিলেন এবং খুব শীঘ্রই তিনি ইমাম মাহদির আনুগত্য কিরে আবিরভুত হবেন ইনশাআল্লাহ!

    • @aliusjaruse9960
      @aliusjaruse9960 2 роки тому

      আপনার বাড়ী গাজীপুর কোথায় আমি ও গাজীপুর থাকি

  • @salimullahkhan9610
    @salimullahkhan9610 2 роки тому +3

    খুব ভালো লেগেছে ইতিহাস জানতে পেরে।ওখানে একটি মিশ্রিত ভাষা চালু আছে যেটাকে খোট্টা ভাষা বলে।দেয়াঙ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি ঐতিহাসিক পাহাড়। এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী বর্তমান আনোয়ারা-কর্ণফুলী বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। এই অঞ্চলেই আরাকানিদের চাটিগাঁ দুর্গ ও দেয়াঙ কারাগার অবস্থিত ছিল,[১] যে কারাগারে ১৫শ খ্রিষ্টাব্দে মহাকবি আলাওল আরাকানিদের হাতে ধরা পড়ে বন্দী ছিলেন।[২] উনিশ শতকের শুরুর দিকে পর্তুগিজদের আগমনের পর অঞ্চলটি 'ফিরিঙ্গি বন্দর' নামে পরিচিত ছিল।পরিবারগুলোর কাছ থেকে আরো ইতিহাস জানা উচিৎ ।বিশেষ করে প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং মহাকবি আলাওল সম্পর্কে আরো জানতে ইচ্ছে করে।তার পাশেই আরেকটি জায়গা আছে নাম জুলধা।সেখানেও পর্তুগীজদের আবাস ছিলো বলে জানা যায়।তখন বন্দর ছিলো সদর ঘাটে।পরবর্তীতে ফকিরহাট এবং সল্টগোলাতে স্থানান্তরিত হয়।

    • @bengalsultanate5034
      @bengalsultanate5034 2 роки тому

      পর্তুগিজরা ১৫২৭ সালে চট্টগ্রাম আসে

  • @farukahmed8412
    @farukahmed8412 2 роки тому +5

    আমার জন্মস্থান এখানে,,, কত সৃতি এই গ্রামের অলিতেগলিতে,,, খুব মিস করি প্রিয় গ্রামটাকে,,,,

  • @sumonroy9622
    @sumonroy9622 2 роки тому +119

    সুমন ভাই বাংলাদেশে ইসলামের ইতিহাস সম্পর্কে যদি একটা ভিডিও বানাইতেন তবে অনেকে অনেক কিছু জানতে পারতো। সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক গুণ বৃদ্ধি হতো। বাংলাদেশে ইসলামের ইতিহাস সত্যি বিষয় টা অনেকে জানেনা তা মানতেও চায়না।

    • @Islamicstory224
      @Islamicstory224 2 роки тому +7

      আপনার আবেগটা পূরণ করতে গেলে উনি বিতর্কিত হতে পারেন!

    • @Salman-si6up
      @Salman-si6up 2 роки тому +7

      @@Islamicstory224 এখানে বিতর্কের কি আছে??

    • @krish.184
      @krish.184 2 роки тому +7

      উনি যেভাবে যা দর্শনযোগ্য এবং উপভোগ্য নিদর্শন দেখাচ্ছেন তাইই ধীরেসুস্থে দেখুন,কেমন।

    • @abhijitdetapadar4936
      @abhijitdetapadar4936 2 роки тому

      @@Islamicstory224 ঠিকই বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দের সব সত্যি কথা ভাল লাগবে না।

    • @arifulariful8177
      @arifulariful8177 2 роки тому +6

      ভালো কিছু করতে গেলে বিতর্কিত হবেই,
      তারপর ও করা দরকার।

  • @BillalHossain7G
    @BillalHossain7G 2 роки тому +22

    অনেক দিন পর আবারও বাংলাদেশে একটি রুদ্ধশ্বাস অভিযান দেখলাম এই চ্যানেলে 😍 ধন্যবাদ ভাই আপনি আমার আইডল।

  • @alexalbin2333
    @alexalbin2333 2 роки тому +11

    Lovely video, nice to see the interior part of Bangladesh. Lots of love for Bangladesh from Assam india ❤️

  • @variedvillagelife9797
    @variedvillagelife9797 2 роки тому +4

    অনেক ধন্যবাদ সুমন ভাই,এতো কিছু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

  • @sandipdas746
    @sandipdas746 2 роки тому +2

    ধন্যবাদ সুমন দা,মগেদের ভিডিও দেখে অত্যন্ত ভাল লাগল। এমন ভিডিও আবার তৈরি করবেন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর, ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ, পঃবঃ

  • @samirdas7981
    @samirdas7981 2 роки тому +4

    sumon vai amader desher historical ginis gulo valo vabe tule dorchen. khub valo lagche vai.many many thanks.

  • @shimsonbiswas9621
    @shimsonbiswas9621 Рік тому +1

    আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের খ্রিস্টানদের ইতিহাস তুলে ধরার জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Hmnp910
    @Hmnp910 2 роки тому +29

    আপনি সত্যি সত্যিই ইতিহাস খুঁজে বেড়ান। আমি যেটা বলতে চাইছি সেটা হলো - বাংলাদেশের ঐতিহ্যের রস আস্বাদন কিংবা জ্ঞান আহরণের বিখ্যাত স্থান বাংলাদেশের চট্টগ্রাম। এটির সমৃদ্ধি ছিল ঢাকা - কলকাতার, দিল্লির পূর্বে।

  • @TJ-jh6mw
    @TJ-jh6mw 2 роки тому +10

    আপনার সবগুলো ভিডিও খুবই শিক্ষণীয়। আপনি এতো সুন্দর করে ইতিহাস তুলে ধরেন তখন মনে হয় নিজ চোখে দেখছি বাস্তবে।
    অনেক ধন্যবাদ ভাই

  • @gbonsaha7655
    @gbonsaha7655 2 роки тому +3

    অসম্ভব ভালো লাগে আপনার প্রতিটি ভিডিও তাই আপনার চোখ দিয়েই দেখছি সব, ভালো থাকবেন সবসময় শুভকামনা রইল আপনার জন্য।

  • @mihirnag1590
    @mihirnag1590 2 роки тому +3

    ভালো লেগেছে, পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম

  • @khagengandhiaphukan8371
    @khagengandhiaphukan8371 2 роки тому +2

    Bhal lagshe, Dbrugarh (Assam).

  • @gourratandebnath7256
    @gourratandebnath7256 2 роки тому +13

    কবি 'দৌলত কাজী ও সৈয়দ আলাওল" এর বিখ‍্যাত কাব‍্যগ্রন্থ "লুর চন্দ্রানী" এর নামটা স্মৃতিতে ভেসে ওঠল ।

  • @mainulhaque9519
    @mainulhaque9519 2 роки тому +3

    Love u......... BhaiJaan
    From....... Assam ( India )
    আমি আপনার Video দেখার জন্য অপেক্ষা করে থাকি

  • @kazihasanbanna7787
    @kazihasanbanna7787 2 роки тому +3

    অনেক অজানা ইতিহাস জানা যায় আপনার মাধ্যমে, আপনি আসলে একটি আস্ত লাইব্রেরি, প্রিয় ভাই।

    • @muhammadrahman6792
      @muhammadrahman6792 2 роки тому

      অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে সালাউদ্দীন সুমন স‍্যার এই রিপোর্ট গুলো তৈরি করেন। স‍্যারের প্রতি সবার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।

  • @traveltour1773
    @traveltour1773 2 роки тому +15

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    চট্রগ্রামের পটিয়া পূর্ব হাইদগাউ পাহাড়ের ভিতর একটা জায়গা আছে যা দেখার মত মনমুগ্ধকর অবিশ্বাস্য। জায়গাটার নাম ভুডভুডি ছড়া বলে। পাহাড় আর ছোট ছোট খাল পেরিয়ে যেতে হয় অবশ্যই আপনার ভালো লাগবে। আর এটা নিয়ে একটা প্রতিবেদন করলে আমরা সবাই উপকৃত হব আপনার ভালো লাগবে। এটা একটা ব্রিটিশ আমলের নিদর্শন। আপনাকে তো পুরাতন আমলে সবকিছুই টানে সেজন্য আপনাকে বলা প্রতিবেদন করার জন্য। এখানের খালের মধ্যে পানি বলেন আর পাহাড়ের মধ্যে একটা স্থানে দিয়ে কাঠি দিয়ে নাড়াচাড়া করলে গ্যাস বের হয়। লোকমুখে বলা এটা ব্রিটিশ আমলের কোন গ্যাস বা তেলের খনি ছিল।
    ডিটেলসঃ-
    এলাকার নামঃ- পূর্ব হাইদগাউ
    মাজারঃ- সাত গাউচিয়া মাজার শরিফ
    (স্থানিয় ভাষায় মাজারের নাম পূর্ব দরগাহ)
    পাহাড়ের ওই স্থানের নামঃ-
    বুডবুডি চড়া (ব্রিটিশ আমলের গ্যাস বা তেলের খনি) যেটার মূল ফটকে শীষে ঢালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রিটিশ দাঁড়া।
    ভাইয়া এটা নিয়ে রিপোর্ট করলে অনেক অনেক উপকৃত আর খুশি হব।

    • @ACS5753
      @ACS5753 3 місяці тому

      আমারও বাড়ি চট্টগ্রামের পটিয়ায়

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 2 роки тому +3

    দারুণ রোমাঞ্চকর প্রতিরোধের কষ্টের প্রতিবেদন দেখে যারপরনাই ভালোলাগলো. আমাদের দেশে খীষ্টিয় ধর্মের আগমন বসবাস সমন্ঝে বিশদও জানলাম.কোকিলের কুহুতানে মুগ্ধও হলাম অনেক ধন্যবাদ ভিডিওটির জন্য.

  • @touhidtushar4794
    @touhidtushar4794 2 роки тому +32

    শুধু উনারাই নয়।
    চট্টগ্রামের অনেক মানুষের পূর্বপুরুষ পর্তুগিজ।
    কারণ তৎকালীন পর্তুগিজ বনিকেরা অনেকেই স্থানীয় চটগ্রাম অঞ্চলের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানেই স্থায়ীভাবে থেকে যান।

    • @ssmsam3570
      @ssmsam3570 2 роки тому

      বর্মা'র মগ'ও পর্তুগীজ'রা দ্যসুগীরি করত।

    • @bengalsultanate5034
      @bengalsultanate5034 2 роки тому +1

      Right

  • @maryskitchen9426
    @maryskitchen9426 2 роки тому +3

    Ami akjon Indian christian.khub valo laglo video ta. ❤️Echa hocha ami dekha asi 😊

  • @sudipdey4235
    @sudipdey4235 2 роки тому +3

    I'm from Kolkata... Amar ai baparta khub odbhut laglo je Okhane Ghurte gele Korean company r permission lagbe jehetu Tara construction koreche... ETA thik Na..

  • @bengalimasud
    @bengalimasud 2 роки тому +6

    পৃথিবীর সবচেয়ে বড়ো শান্তির ধর্ম ইসলাম আলহামদুলিল্লাহ 💕💞💓💔🧡!!

  • @bangladeshivloggershobnom3618
    @bangladeshivloggershobnom3618 2 роки тому +1

    সুমন ভাই আপনার একজন অতি ভক্ত সব সময় আপনার ভিডিও দেখা হয় খুব ভালো লাগে অনেক অজানা কে জানতে পারি আপনার সাথে দেখা করতে চাই ঢাকা থেকে শিউলি বলছি ধন্যবাদ

  • @amitghosh4225
    @amitghosh4225 2 роки тому +9

    Your presentation is full of heartful dedication. You are very exited to visit all these places and meet people. I get a touch of those people by visiting your channel.Great , love from Kolkata.

  • @mdariifulislamrabbi9735
    @mdariifulislamrabbi9735 2 роки тому +13

    মানুষ প্রশংসা করে লোভে …
    সমালোচনা করে অহংকারে
    আর সম্পর্ক তৈরি করে স্বার্তে...!!
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❣️❣️

  • @AbdurRahman-td3bj
    @AbdurRahman-td3bj 2 роки тому +7

    বাংলাদেশে এমন জায়গা তাও শহরের উপকন্ঠে সত্যি কল্পনা করা যায় না।।

    • @muhammadrahman6792
      @muhammadrahman6792 2 роки тому +3

      একে বারে সত‍্যি কথাটি বললেন, চট্টগ্রাম শহরের উপকন্ঠে অথচ আমরা অনেকেই অবগত নই। ধন‍্যবাদ আপনাকে।

  • @uzzalmia2865
    @uzzalmia2865 2 роки тому +19

    পর্তুগিজ বাংলা ভাষার সাথে মিশে আছে, বালতি, আলমারি, আলপিন, আনারস এ গুলো পর্তুগীজ ভাষা

  • @kutubuddin2156
    @kutubuddin2156 2 роки тому

    অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে।আমাদের দেয়াংকে তুলে আনার জন্য।অনেক কিছু বাকি আছে কন্টেন্টে।যেমন রাসুলের দুই সাহাবী এই দেয়াং পাহাড়ে এসেছিলেন এবং অনেকদিন বিশ্রাম করেছিলেন।২.শাহ সুজা আরাকান যাওয়ার পথে এখানে এসেছিলেন।তিনি নাম দিয়েছিলেন চাচুড়া যার থেকে পরে চাতরি।
    ৩.আমাদের পাশের আরেকটি গ্রাম ব্রিটিশদের নির্মম নির্যাতনের সাক্ষী।পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছিলো।যার জন্য এখনো সে গ্রামের নাম মহতর পাড়া। আঞ্চলিক ভাষায় মতের পাড়া।আরো অনেক অনেক ইতিহাস।আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো দেয়াং নিয়ে সরকারী পর্যায়ে রিসার্চ করা হোক।কারন আমাদের অতীত ইতিহাসই আমাদের অস্তিত্ব

  • @nipopriyodas5995
    @nipopriyodas5995 2 роки тому +2

    Sumon Da very informative video, khub bhalo Video, keep it up, Love from Silchar Cachar Assam India

  • @mohammedabdullahalhasib5562
    @mohammedabdullahalhasib5562 2 роки тому +9

    ভাই, আশা করি কালুরঘাট সেতু নিয়ে একটা প্রতিবেদন করবেন।
    বোয়ালখালী কান্না এই সেতু।😔

    • @nmzayed8793
      @nmzayed8793 2 роки тому

      বাড়ি হডে বদ্দা?

    • @dipakray9245
      @dipakray9245 2 роки тому

      @@nmzayed8793 - Eta ki vasha Gandoo !!!

  • @zafarahmedchy3977
    @zafarahmedchy3977 11 місяців тому

    ধন্যবাদ সুমন ভাইকে,এই দেয়াং, মরিয়ম আশ্রম সহ,KEPZ নিয়ে আমাদের গ্রামেরই একটা অংশ,আমার স্ত্রী এই স্কুল থেকে মেট্রিক পাস করেছে,প্রবাসে বসে নিজ গ্রামের কিছু লাইভ স্মৃতি দেখে আমি মুগ্ধ। সালাম আপনাদেরকে।

  • @manasisen9215
    @manasisen9215 2 роки тому +3

    historical place niye video ta darun r kokiler daak eto sundor darun.

  • @tahanrajuebu2537
    @tahanrajuebu2537 2 роки тому +1

    আমার বিশ্বাস ই হচ্ছে না- যেখানে এত বছর ছিলাম,যে কোরিয়ান ইপিজেডে কাজ করেছি, ইতিহাস প্রেমি হয়ে সেখানের কিছুই জানতে পারলাম না। মরিয়ম আশ্রমে বন্ধুদের নিয়ে কত ঘুরেছি অথচ ইতিহাস জানি না আর বন্ধুরা ও নেই।
    #ধন্যবাদ_সুমন ভাই❤️

  • @abulkalamank5807
    @abulkalamank5807 2 роки тому

    এই এপিসোডটা বেশ চমকপ্রদ ছিলো। আপনাকেও বেশ বেগ পেতে হয়েছে মনে হলো। তবে প্রতিবেদনটি স্বার্থক, কারণ আমাদের দেশের মধ্যেই প্রাচীন পর্তুগীজ পরিবার এখনো আছে এটা দেখে অবাক হয়ে গেছি। অসাধারণ ছিলো সুমন ভাই। আমি গোলাম রাব্বানী, রাজশাহী কলেজ, রাজশাহী।

  • @ShohagBhuiyanVlog
    @ShohagBhuiyanVlog 2 роки тому +3

    অনেকদিন পরে আবারও বাংলাদেশের ভিডিও পেলাম আপনার কাছে থেকে❤️

  • @zakirhussain2266
    @zakirhussain2266 2 роки тому +4

    Didn't know Bangladesh has alot of history thanks for showing us very educational love your videos from London

  • @larrysarker9233
    @larrysarker9233 2 роки тому +2

    অনেক ভালো লাগলো। বাংলাদেশে খ্রীষ্ট ধর্ম প্রচার সম্পর্কে যানতে পেরে।

  • @barishachowdhury2928
    @barishachowdhury2928 2 роки тому +20

    I never ever thought u will cover up this area also Sumon Vai.
    I've there at year 2008, stayed in the missionary brother house as a guest for 3days, I can't explain you how peaceful the area is, u can feel serenity when u see the view at early morning. While going through the route, it became evening and our car was chased by some jackals. U can hear the sound of nocturnal birds, the jackals, many bugs buzzing around.at that' time I didnt had an android phone with me from which I can take the photos, so my better half don't believed me that I was been here. Now I can show him how Diyang looks like. Cheers again!!

    • @mdkabir8102
      @mdkabir8102 10 місяців тому

      সুমনভাই❤️

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 2 роки тому +3

    Khub valo laghlo.....Bangladesh ER erokom ekta jaiga ke tile dhorar janyo.....Tobe EI rokom Partugeese colony amader West Bengal eo ache jemon Hooghly Chinsura te Partugees colony ache, Chandannagar to Barabari French Colony hisabe Bikhyato r Sreerampore Dutch Colony hisabe Bikhyato.....Sab kotai jaigai Hooghly District ER modhye porche.....R jaiga gulo r historical guruttao kom Noy.....Apnar dekhano ei jaigaitao jemon Historical Gurutta khub I tatparjopurna.....Tobe Bangladesh e Je Budhdhist culture jeta ache....sei tar upore Jodi apni kichu EI type ER video koren tahole khub I valo hoy.....

  • @rickypalma7481
    @rickypalma7481 2 роки тому +4

    খ্রীষ্টানদের ইতিহাস ও ঐতিহ্য আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই 💕🌻🌺🥀💒💒⛪️⛪️

  • @somnathdutta2012
    @somnathdutta2012 2 роки тому +2

    অভিক্ত ভারতে প্রথম পর্তুগিজের আগমন হয় পশ্চিমবঙ্গের চন্দননগরে। সেখানে এখোনো ঐতিহাসিক গীর্জা বাড়ি ঘর রয়েছে। পরবর্তীতে বাংলার বিভিন্ন জায়গায় যায়।

  • @Urtsaf1150
    @Urtsaf1150 2 роки тому +2

    লিসবন মিউজিয়ামে, প্রাচীন বাংলার প্রচুর নিদর্শন আছে বিশেষ করে পুথি সমগ্র। এ সম্পকে বিশদভাবে জানতে চাই। সুমন, দেশের বাইরেও এ গুলোর উপর ডকুমেন্টারি করা দরকার। ধন্যবাদ।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 2 роки тому +5

    যদিও permission এর সুবিধা সঙ্ক্রান্ত ব্যাপার টি বিস্ময়কর,তবু ইতিহাস ঔৎসুক্য জাগায়। ধন্যবাদ।

  • @mdalauddin3944
    @mdalauddin3944 2 роки тому +3

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুমন ভাই আপনার ভিডিও দেখলে আমারও খুব ভালো লাগে ইতিহাস এবং তথ্যমূলক অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিও দেখে আমি ধন্য আল্লাহ তা'আলা যেন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে নেক হায়াত দান করুক আমিন 🤲🤲🤲

  • @pal152001
    @pal152001 2 роки тому +8

    সুমন ভাই এর ভিডিও মানেই হলো মেগা শো। এটিও তার ব্যাতিক্রম নয়। ভালো থাকবেন।

  • @abdulmojid4119
    @abdulmojid4119 Рік тому

    আপনার ভিডিও দেখে ইতিহাসের অনেক স্মৃতি জানা যায়।ধন্যবাদ

  • @buddheshpalit6796
    @buddheshpalit6796 2 роки тому +3

    পশ্চিমবঙ্গের হুগলির নিকট ব্যান্ডেলে পর্তুগীজদের ঘাঁটি ছিল সেখানে তাদের প্রতিষ্ঠিত 1599 সালের চার্চ ও এখনো জীবিত আছে ।

  • @md.washiurrahmansaimonsaim2951
    @md.washiurrahmansaimonsaim2951 2 роки тому +7

    সুমন ভাই,আপনাকে অনেক শুভেচ্ছা রইল। প্লিজ ভাই দায়াং পাহারের ২য় পর্বের অবশ্যই ম্যাসেজ দিবেন।তবে আমি এতোটাই অবাক হয়েছি এই পর্বটা দেখে।ইতিহাসটা সত্যিই অবাক করার মতো। (আমি সায়মন, আপনার চ্যানেলের নিয়মিত দর্শক।)

    • @arijitbarua2005
      @arijitbarua2005 2 роки тому +1

      এটা আমাদের গ্রামের বাড়ি

  • @nilotpalbhattacharjee3896
    @nilotpalbhattacharjee3896 2 роки тому +7

    আমাদের শিলচরের পাশে বদরপুর ও একটি পর্তুগিজ গ্রাম আছে

  • @hridoydebnath9410
    @hridoydebnath9410 2 роки тому +8

    বন্ধু আমি চাই তুমি সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যােগ নিয়ে একটা ভিডিও বানাও!
    রিপ্লেতে জানাবেন বন্ধু 🥰🖤

  • @nodiahmed-ll1ro
    @nodiahmed-ll1ro 2 місяці тому

    আসলে আপনার ভিডিওতে অনেক কিছু দেখতে পাই এবং জানতে পারি ❤ ধন্যবাদ আপনাকে

  • @probasibondhu7300
    @probasibondhu7300 2 роки тому +3

    আরাকানের রাজধানী বর্তমান মায়ানমারের রাখাইনে। চট্টগ্রামও আরাকানের অংশ ছিল। খৃষ্টান ধর্মের প্রচার ও প্রসার ঘটে গত ৫০ বৎসরে বাংলাদেশ হওয়ার পর যা এখনও চলছে পার্বত্য চট্টগ্রামে ও অন্যান্য জায়গায়। 1973 সালে আনোয়ারায় মোহছেন আওলিয়ার দরগায় যাওয়ার সুযোগ হয়েছিল। মুসলিম আগমনের সূত্রপাত বহু আগেহতে। উল্টাপাল্টা ইতিহাস মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে।

  • @md.ismailsumaiya2085
    @md.ismailsumaiya2085 2 роки тому

    সুন্দর ও ভালই লাগল । আমরা সকল দশক খুশি , আরও অজানা সব দেখতে চাই ।( ধন্যবাদ )

  • @gautamghosh1427
    @gautamghosh1427 7 місяців тому

    সুন্দর উপস্থাপনা!

  • @gangargangar6196
    @gangargangar6196 2 роки тому

    সুমন ভাই আপনার বিডিও গুলা দেকতে অনেক বালো লাগে আমি সোদি আরব থাকি

  • @Gispatidey1234
    @Gispatidey1234 2 роки тому +5

    Very beautiful knowledgeable historical vlog. 🤔👌

  • @ferraryboy7898
    @ferraryboy7898 2 роки тому +6

    দেয়াং পাহাড়ে আরাকানের রাজধানী ছিল এ কথার ভিত্তি আসলে কোন দলিল?? এ বিষয়ে উল্লেখ থাকলে উপকৃত হতাম।।

    • @kimjongun5076
      @kimjongun5076 2 роки тому

      কোনো দালিলিক প্রমাণ নেই। আসল কথা হচ্ছে সালাউদ্দিন সুমন ভাইকে কিছু লোক বিতর্কিত করে ফেলছে। সুমন ভাইয়ের আরো সতর্কভাবে বিষয়টি দেখা উচিত। অনেকে হয়তো ওনার সাথে যোগাযোগ করে বলে যে এখানে অমুক সময়ের ঐতিহাসিক কিছু আছে, ওখানে তমুক সময়ের ওটা আছে। এগুলো যাচাই বাছাই না করে কোনো কিছু প্রচার করে দেওয়া উচিত নয়। সিরাজুদ্দৌলার বংশধর বলে এক লোক ওনাকে রাউজান নিয়ে যান। পরে বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হয়। ওনাকে অনেকে গালমন্দও করে। আজ আবার দেখলাম ঐ লোকটাই ওনাকে দেয়াঙে নিয়ে গিয়ে বলাচ্ছেন যে আরাকানের রাজধানী ছিল আর পণ্ডিত বিহার নাকি মোগলরা ধ্বংস করেছে। দেখুন তো কাণ্ডটা। পণ্ডিত বিহার ধ্বংস হয় 1200 সনে। আর মোগলরা ভারতে আসে 1526 সনে। কোথায় কি !!!!

  • @rafiqulislam3477
    @rafiqulislam3477 Рік тому

    Thanks for video to knows about ancient history, assam

  • @VaskarBhattacharjeeBillow
    @VaskarBhattacharjeeBillow 2 роки тому +1

    সুমন ভাই, আপনি ভিডিওতে ব্যবহার করা ক্যামেরা, এপ্লিকেশনস, গ্যাজেট গুলোর নাম উল্লেখ করলে আমাদের জন্য সুবিধা হয়। আশা রাখি পরবর্তী ভিডিওতে এই অনুরোধ রাখবেন। সাথে এটাও কামনা করি, আপনার ভিডিওগ্রাফীর পেছনের দৃশ্যকে। শুভ কামনা নিরন্তর।

  • @civila2ndshiftarman5th16
    @civila2ndshiftarman5th16 2 роки тому +3

    অসাধারণ লাগলো সুমন ভাই ❤️❤️🥰

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 роки тому +3

    এই ৬০০ খ্রিস্টানকে কারা হত্যা করেছিলো?

  • @discoveroftripurasareang407
    @discoveroftripurasareang407 2 роки тому

    Wao khub sundar.amar man bahut ananda pache bai.ami tumake onek onek subetcha janai.

  • @ctgmamun7021
    @ctgmamun7021 2 роки тому +1

    আমার বাড়ির পাশে অনেকবার যাওয়া হইছে তবে এত ইতিহাস জানতামনা।আপনার মাধ্যমে জানলাম।ধন্যবাদ

  • @sbssheikh92
    @sbssheikh92 2 роки тому +2

    বগুড়া আদমদিঘী শাওইল বাজার সম্পর্কে একটা ভিডিও বানান পিল্জ

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 роки тому

    পাহাড়ি একটি এলাকা অসাধারণ দৃশ্য আপনার প্রতিটা ব্লগ আমার অনেক পছন্দের

    • @yourDad0007
      @yourDad0007 2 роки тому

      পাহাড়ী এলাকা কিন্তু পাহাড় নেই

  • @R.H.Fyshal
    @R.H.Fyshal 2 роки тому

    Thanks vaia ajk frst janlam sei itihas amder ekane .

  • @abusayedmahi2
    @abusayedmahi2 2 роки тому +2

    আপনার মাধ্যমে অনেক কিছু দেখার আছে ভাইয়া💗💗💗

  • @truthalwayswins6676
    @truthalwayswins6676 2 роки тому +5

    বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে ,,এবং যেভাবে আমাদের দেশের হাফেজ রা বিশ্বের বিশ্ব সেরা হয়ে দেশে ফিরতেছেন, এতে উচিৎ নয় কি আমাদের দেশে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতা আয়োজন করা সরকারিভাবে আপনারা কি একমত আমার সাথে,,,, আপনারা কি চান বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হোক,,

  • @Babulofficialvlog
    @Babulofficialvlog Рік тому

    ❤Vi video ta অনেক ইন্টারেস্টিং লাগলো because iam christian..

  • @majharulhoque797
    @majharulhoque797 2 роки тому

    ধন্যবাদ সুমন ভাই সুন্দর একটি প্রতিবেদন দেখলাম ।

  • @shamimontor2726
    @shamimontor2726 2 роки тому +2

    প্রিয় সুমন ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে।
    আমার বাড়ি লক্ষীপুর জেলা
    বাড়ি থেকে একটু দুরে একটা জমিদার বাড়ি আছে
    লক্ষীপুরে দালাল বাজার নামে একটা জায়গায় একটা অনেক পুরাতন জমিদার বাড়ি আছে
    আমি অনেক বার সেখানে গেছিলাম
    খুব ভালো লাগে
    আমি চাই আপনি সেখানে একটা ভিডিও বানান।
    আশা করি আপনার ভালো লাগবে।

  • @subhajitmanna1851
    @subhajitmanna1851 2 роки тому +2

    Sumon vai ami purba Medinipur (India) thaka bol6e apni amadar purba Medinipur a asban onak purano rajar bari a6a akhon jodi history taka Tula dhoran plz vi

  • @sadhanasultanajehirblogs4600
    @sadhanasultanajehirblogs4600 2 роки тому +1

    Thank you so much brother.

  • @colorfuleyes8862
    @colorfuleyes8862 2 роки тому +1

    সুন্দর হয়েছে ভাইয়া ,,,,

  • @jobayerhossain6686
    @jobayerhossain6686 2 роки тому +1

    আসসালামু আলাইকুম সুমন ভাইয়া কেমন আছেন আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন... ভাইয়া আমি আপনার নিয়মিত দর্শক,, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে থাকি আর ভালো লাগে আপনার ভিডিও দেখতে... অনেক কিছু জানতে পারি আপনার ভিডিও দেখে.. তথ্যবহুল ভিডিও আপনার গুলো.. জানি অনেক কষ্ট হয় এইসব ভিডিও বানাতে... কিছু তো করতে পারবো না শুধু মন খুলে দোয়া করতে পারবো সুমন ভাইয়ার জন্য... আচ্ছা ভাইয়া ভালো থাকবেন সুস্থ তো সুন্দর থাকবেন.. আল্লাহ হাফেজ..?

  • @gazireazulislam7973
    @gazireazulislam7973 2 роки тому

    আরও একটা অজানা ইতিহাস জানতে পারলাম ধন্যনাদ ভাই

  • @surmanahmed4820
    @surmanahmed4820 2 роки тому +1

    ভাই এগিয়ে যান এমন ভালো কিছু ভিডিও আপলোড করে দেওয়ার জন্য

  • @VlogTheWanderer
    @VlogTheWanderer 2 роки тому +1

    প্রথম লাইক, প্রথম ভিউ, প্রথম কমেন্ট। ভালোবাসা নিবেন ভাই 🥰

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 роки тому +1

    ইতিহাস কত অদ্ভুত

  • @sabbirchoudhury
    @sabbirchoudhury 2 роки тому +2

    মরমী কবি দেওয়ান হাছন রাজার বাড়ি ভ্রমণ করে যদি একটি ভিডিও বানাতেন..... উনি গ্রাম-বাংলার মাটির সাথে মিশে আছেন, থাকবেন চিরকাল..... তাকে নিয়ে আগ্রহ আছে দর্শকদের মাঝে.....

  • @apunath5294
    @apunath5294 2 роки тому +2

    🌷👍👍👍🌷

  • @bimantaufiq5936
    @bimantaufiq5936 2 роки тому

    অনেক ধন্যবাদ সুমন ভাই,

  • @arindommallick5330
    @arindommallick5330 2 роки тому +3

    ওয়াও খুব খুশি আমি এক দিন পর আবার পেলাম তোমায় আমি রোজি দিন গুনি কয়দিন হলো আর পুরোনো ভিডিও গুলো দেখি রাত বারো টার পর জমিয়ে দেখবো ভাই হাড় হিম করা ভিডিও দাও তোমাকে কিন্তু আমার বাড়ি আসতেই হবে ডালো থেকো ভাই আমার শুভ রাত্রি টাটা

  • @rajusarkar9373
    @rajusarkar9373 2 роки тому +1

    Dada ami india theke bolchi apni ager meusic gulo den dotora khub valo lage

  • @aftabjulficar1840
    @aftabjulficar1840 Рік тому

    অনেক ভালো লেগেছে ভিডিও আপনাকে ধন্যবাদ

  • @shimsonbiswas9621
    @shimsonbiswas9621 Рік тому

    অনেক সুন্দর উপস্থাপনা ❤❤❤❤❤

  • @prasantaray4711
    @prasantaray4711 Рік тому +1

    valo laglo

  • @scarryvulture2599
    @scarryvulture2599 2 роки тому +4

    আমার এলাকা,যদিও আমরা দেয়াং পাহাড়ের আনোয়ারা অংশের বাসিন্দা।

    • @aliusjaruse9960
      @aliusjaruse9960 2 роки тому

      খব মনে পরে আপনাদের এলাকাটা এখন আর আগের মতন নাই ইপিজেড সব নিয়ে নিছে

  • @prodipkanti73
    @prodipkanti73 Рік тому

    অনেক ভালো লাগলো

  • @md.khorshedalam2587
    @md.khorshedalam2587 2 роки тому +1

    এটি আমার শশুর বাড়ি,
    আনোয়ারাতে কেইপিজেড এরিয়ার মধ্যখানে এই পাড়ার অবস্থান

  • @khaledmohammed8278
    @khaledmohammed8278 Рік тому

    Allah is Almighty, Alhamdulillahi Rabbil Alamin only for Allah because Allah is only one

  • @ডাঃআশিকমাহমুদ

    ভাইয়া দয়া করে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম মানুষের জন্য কিছু করুন

  • @rajapondit4781
    @rajapondit4781 2 роки тому +3

    দাদা বীরসিংহ বিদ‍্যাসাগরের গ্রামে আসুন আমি এই গ্রামের বাসিন্দা বিদ‍্যাসাগরের জীবন কাহিনি ও তার প্রতিণ্ঠিত স্কুল হাসপাতাল ওনার বাড়ি ইত‍্যাদি রয়েছে

  • @dadavideo1228
    @dadavideo1228 Рік тому

    কি রে ভাই দুনিয়া ঘুরে ফেলছো
    প্রকৃতির পুরো স্বাদ তুমিই নিয়ে নিলে .... ভালো থেকো ভাই....., তবে তুমি নাসিরনগর আইসো এ টা ব্রাহ্মণবাড়িয়ায় ।