শাহ্ বণিকের বাঘের দুধের দোকান | Info Hunter

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • মেসার্স শাহ্ বণিকের দোকান পুরান ঢাকার নবাবপুরের রথখোলার প্রায় দুইশো বছর পুরোনো দোকান। এই হেকিমি দোকানটি একটি ঐতিহ্যবাহী এবং সবার কাছে একটি বিশ্বস্ত দোকান। রাণী এলিজাবেথ এর দেয়া শাহ্ বণিক উপাধি নিয়ে ছয় প্রজন্ম ধরে সুনামের সাথে চলছে এই দোকানটি। এখানে যা কিছু পাওয়া যায় তার বেশির ভাগই দুষ্প্রাপ্য বলা চলে।
    #বাঘের_দুধের_দোকান
    For More Visit:
    Website: infohunterbd.b...
    Facebook: / bdinfohunter

КОМЕНТАРІ • 644

  • @forhadulkabir2572
    @forhadulkabir2572 2 роки тому +84

    ব্যাবসায়ী ভাইয়ের কথা বলার ধরন আধুনিক, দোকানের মতো পুরনো না, বিষয়টি আমার খুবই ভাল লেগেছে। উনি সুশিক্ষিত ওনার কথায় বুঝা যাচ্ছে। শুভকামনা থাকল।

  • @TechTouhed
    @TechTouhed 2 роки тому +31

    ব্যবসা আসলেই উঁচু মানের, যদি আপনি ব্যবসা করতে জানেন।ব্যবসায়ীর বাচনভঙ্গিই বলে দেয় উনি আসলেই জাত ব্যবসায়ী।

  • @RimonImtiaz
    @RimonImtiaz 2 роки тому +147

    আগেরকার বংশীয় ঘরের মানুষগুলাই অন্যরকম সুন্দর, the owner is such a polite & educated person ❣️

    • @sifatmedia859
      @sifatmedia859 2 роки тому

      ua-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @golammahiuddinkazi4510
      @golammahiuddinkazi4510 2 роки тому

      ঠিক বলেছেন। আগের দিন গুলো খুব ভালো ছিল। বুনিয়াদ মানুষ গুলোর আচরন নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল খুবই। তাদের মান সম্মানের ভয় ছিল। এখন আর মান নেই সন্মান নেই আর হৃদয় জুড়ে প্রতিক্ষণে কথা বলার ঢং ও নেই। এসব হচ্ছে আধুনিকতার নামে ঢ্যামনা মীর জায়গা খুঁজে পাওয়া। জান জানোয়ারের পর্যায় ক্রমে ক্রমে চলে যাচ্ছে। মানুষ মানুষের জ্ঞান।

  • @himadrighosh2862
    @himadrighosh2862 2 роки тому +17

    দোকানদার অনেক জ্ঞানী অনেক আউট নলেজ রাখানে বলে মনে হচ্ছে।
    আমদের দেশের ব্যবসায়ীরা সাধারণত ব্যবসায়ী ও আর্থিক জ্ঞান বাদে অন্য জ্ঞান নেই বললেই চলে বাট উনি অনেক জ্ঞানী মনে হচ্ছে।

  • @sultanmahamudsultanmahamud1325
    @sultanmahamudsultanmahamud1325 2 роки тому +237

    এত পুরোনো একটি প্রতিষ্ঠান এখন কেউ ধরে রাখতে চায় না এখন যিনি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ধরে রেখেছেন তিনি যেন এভাবে প্রতিষ্ঠান টি ধরে রাখতে পারেন শুভ কামনা রইলো

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому +5

      thank you

    • @sifatmedia859
      @sifatmedia859 2 роки тому

      ua-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @touhidhossain9225
      @touhidhossain9225 2 роки тому +6

      Amra to vai 20-30 years hoilei mone Kori brand... really aigulai hoilo brand since 200 years ago

    • @dropin409
      @dropin409 10 місяців тому

      ​​@@InfoHunter
      Sab e valo. Akta bepar khub kharap signboard a lekha deklam varnish, rong o paoa jai. Khabar er dokan a ai sab rakha thik na.
      1.Bagher duth kivabe khetay hoi? Dosage?
      2.Medicinal chata jato bar issa tato bar khaoa jai?

  • @bluestone6648
    @bluestone6648 2 роки тому +104

    দোকানদার দাদা খুবই বিনয়ী আর জ্ঞানী মনে হলো। ধন্যবাদ এধরনের কন্টেন্ট বানানোর জন্য

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому +1

      thank you too

    • @sifatmedia859
      @sifatmedia859 2 роки тому

      ua-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @mdshiddikhossain5957
      @mdshiddikhossain5957 2 місяці тому

      ​@@InfoHunterআসসালামুয়ালাইকুম ভাইয়া ওনার ফোন নাম্বারটা প্লিজ দয়া করে দেন আমি একটা অসুস্থ অনেকদিন ধরে ভুগছি প্লিজ দয়া করে উনার ফোন নাম্বারটা দেন আমি একটু পরামর্শ নিতে চাই

  • @tamimhasanjoker
    @tamimhasanjoker 2 роки тому +20

    এমনই থাকুক। looks change করার দরকারই নাই। এই প্রাচীন গন্ধটা, ফ্লেভারটা, ঐতিহ্যটা টিকে থাকুক আদিরূপেই। এম্নিতেই আমরা পুরনো ঢাকার রাস্টি ফ্লেভার নষ্ট করে ফেলেছি অলরেডি। সবকিছু ঝাঁ- চকচকে করতে নেই।

  • @alipriyadutta620
    @alipriyadutta620 2 роки тому +64

    আমি কলকাতা থেকে আপনার ভিডিও টি দেখছি
    খুব ভালো লাগলো।
    আমি সেলুট জানাই ঐ দাদাকে। আজকের দিনে
    দাঁড়িয়ে ঐতিজ্যর সাথে
    পূর্ব পুরুষদের হাতে তৈরী
    করা একটি প্রতিষ্ঠান,বিনা
    সমস্করনের এগিয়ে নিয়ে
    চলেছেন।যেটা আজকের
    দিনে ভাবায়ায না। ধন্যবাদ ভালো থাকবেন 🙏🙏🙏🙏নমস্কার🙏🙏🙏🙏

  • @orakanowfel8067
    @orakanowfel8067 2 роки тому +52

    এমন ঐতিহ্যবাহী ও দুস্পাপ্য উপাদানের দোকান দেখে অনন্দিত হলাম ৷ মালিক ভাই যথেষ্ট স্মার্ট, ভ্লগারকে ধন্যবাদ ৷

  • @laddo5262
    @laddo5262 2 роки тому +3

    আমি ইন্ডিয়া ত্রিপুরা থেকে দেখছি আমার না দোকানটাতে যেতে খুব ইচ্ছে করছে অ্যাড্রেসটা একটু দেবেন কি? সাইনবোর্ড দেখে কিছু বুঝা যায় না কারন আমি বাংলাদেশের নই

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому

      262 nobabpur old dhaka

    • @laddo5262
      @laddo5262 2 роки тому

      @@InfoHunter ধন্যবাদ

  • @bandramihouse678
    @bandramihouse678 2 роки тому +16

    আমাদের চট্টগ্রামেও একটা এরকম দোকান আছে যেটা আন্দরকিল্লায়। নাম হলো প্রীতম বর শাহর দোকান। এটাও অনেক পুরনো

    • @Luminoso93
      @Luminoso93 Рік тому +1

      সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছি।

    • @mdshorabrana1494
      @mdshorabrana1494 Рік тому

      চট্টগ্রাম খাতুনগঞ্জে ওইটা

  • @anjonmahmud1082
    @anjonmahmud1082 2 роки тому +1

    ত্রখানে কি কি পাওয়া যায়?ঔসধ যাতীয় নাকি?আমার পুরোনো গেষ্ট্রিক আছে ত্রখানে তার সমাধান পাবো?

  • @-cartoonbangla244
    @-cartoonbangla244 2 роки тому +2

    ঢাকা জেলার,কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া বাজারে আসতে পারেন। এখানে আপনি পাবেন ৫০,২৫ পয়সার পুরি,পিঁয়াজু।
    নিজস্ব ঐতিহ্য বজায় রাখার জন্য এখনো কলাতিয়া বাজারে ৫০ পয়সা ও ২৫ পয়সার পুরি,পিঁয়াজু পাওয়া যায়।যা সারা বাংলাদেশেই বিরল।

  • @AhsanHabib-ec3ts
    @AhsanHabib-ec3ts 2 роки тому +35

    সদরঘাট মোড়ে অবস্থিত ঢাকা কলেজিয়েট হাই স্কুল ১৮৩৫ সনে প্রতিষ্ঠিত এবং শাহ বনিক এই দোকান ১৮২০ সনে অর্থাৎ ঢাকা কলেজিয়েট স্কুল থেকেও আরও ১৫ বছর পূর্বের থেকেই ব্যবসা আরম্ভ করে আজ পর্যন্ত ২০৩ বছর পার হতে চললেও বংশানুক্রমে আজও সে-ই রকমভাবেই ঐতিহ্য ধরে রেখেই যেভাবে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তা সত্যি'ই বিস্ময়কর বিষয়ই বটে ❗👌👌👌👍👍👍

    • @takiaakter4893
      @takiaakter4893 Рік тому

      রিকশা ওয়ালা মামা কে কি বলেলেই হবে যে সদরঘাট কলেজিয়েট স্কুল? আর এই স্কুলের আশে পাশেই কি এই দোকান?

  • @aka8503
    @aka8503 2 роки тому +75

    Owner of this shop is so polite, humble and also very knowledgeable.

    • @sifatmedia859
      @sifatmedia859 2 роки тому

      ua-cam.com/channels/qOLyRj02T6qclTRLB6VDww.html

    • @bdbm859
      @bdbm859 2 роки тому +1

      Yeah

  • @oindrilamajumdar6751
    @oindrilamajumdar6751 2 роки тому +10

    কি সুন্দর nostalgic আর আন্তরিক একটা ব‍্যাপার আছে video টার মধ্যে

  • @sanzidamannan5543
    @sanzidamannan5543 2 роки тому +3

    amader basai chilo bagher dudh but shokto hoye jai ai jinish..

  • @rudrakashsumon1618
    @rudrakashsumon1618 2 роки тому +18

    সুজিত স্যার কে প্রনাম জানাই, আমি গাজীপুরের মানুষ, বাঘের দুধ গাজীপুর তৈরি হয় শুনে খুব খুব ভালো লাগলো, ইচ্ছা আছে একদিন এই দোকান দেখতে যাবো। ইনফু হানটারকে সাধুবাদ জানাই 🙏

  • @nafisairfan-py6jw
    @nafisairfan-py6jw Рік тому +2

    চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত পিতাম্বর শাহের দোকানে আসতে পারেন। অলমোস্ট ১৯০-২০০ বছরের পুরোনো আদি দোকান।

  • @MDAkash-ic8tp
    @MDAkash-ic8tp 2 роки тому +14

    অভিনন্দন
    আমাদের সাভার নামাবাজারেও আছে এরকম প্রতিষ্ঠান "পোদ্দারের দোকান "

  • @md.ragibmahmud2429
    @md.ragibmahmud2429 2 роки тому +29

    দোয়া করি এই দোকান যেন পাচশত বছর টিকে থাকে।

    • @AhsanHabib-ec3ts
      @AhsanHabib-ec3ts 2 роки тому +6

      মাত্র পাঁচশো কেন ‼️ দোয়া করি, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান মহান রাব্বুল আল-আমীনের অসীম রহমতে ইনশাআল্লাহ্ এই শাহ বনিক দোকান রোজ কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে টিকে থাকে এবং উনারা যেন বংশ পরম্পরায় এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকেন। 👌👍
      কানাডার টরেন্টো থেকে।

    • @-ug5gh
      @-ug5gh 2 роки тому +2

      @@AhsanHabib-ec3ts ভাই আপনার কথাটা অনেক ভালো লাগলো

  • @ChoyonExpress
    @ChoyonExpress 2 роки тому +7

    এই দোকান গুলিকে বাইনাতি দোকান বলে, আমাদের ময়মনসিংহেও এমন দোকান আছে

  • @myindia4136
    @myindia4136 2 роки тому +11

    দোকানদার দাদাভাই ও প্রতিষ্ঠাতার নাম জানতে পারলে ভালো হতো । কিছু নিতে হলে অনলাইন ব্যবস্থা আছে কি ? অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @jakirlipon
    @jakirlipon 2 роки тому +2

    হ্যাঁ ভাইয়া আপনি তো উনাদের কোন নাম্বারটাই দিলেন না আমরা যদি যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করব.

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому

      262 nobabpur rothkhola

    • @uzzaltarik8293
      @uzzaltarik8293 Рік тому

      মোবাইল নাম্বার দিলে উপকার হতো

  • @PakhiBhaiBangla
    @PakhiBhaiBangla 2 роки тому +5

    ঠিক একইরকম দোকান চট্টগ্রামে আরেকটি আছে। সেটাও ইংরেজ আমলের দোকান। এবং তারাও শাহ....

  • @MaMaSquarEniloy
    @MaMaSquarEniloy Рік тому +2

    আমার বাবা আসত এখানে মাল কিনতে আর এখন আমি কিনতে যাই অরজিনাল বলে তাই

  • @chandan-dev
    @chandan-dev 2 роки тому +12

    দোকান মালিকের প্রেজেন্টেশন অনেক সুন্দর। বিশেষ করে কন্ঠস্বর।

  • @GoodBoy-bc8fg
    @GoodBoy-bc8fg 2 роки тому +5

    তার কথা বলার ধরন ভালো বংশের পরিচয় বহন করে।মালদ্বীপ থেকে দেখছি।

  • @rajeshbishwas506
    @rajeshbishwas506 2 роки тому +23

    দোকানের ভাই টা খুব সুন্দর করে কথা বলেন। perhaps, highly educated 🥰, উনার প্রেজেন্টেশন টা খুব ভালো লাগছে

  • @tawfiqrazib9506
    @tawfiqrazib9506 2 роки тому +11

    ১০০ ভাগ খাঁটি বনিক। আশা করি উনি যে ভাবে পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন, পরবর্তী প্রজন্ম ও সে ভাবে এই ঐতিহ্য ধরে রাখবে।

  • @mahadebpal7696
    @mahadebpal7696 2 роки тому +6

    নমস্কার মহাশয়।আমি India থেকে বলছি।আপনার এই ভিডিও টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দারুন দারুন subject ছিল আর বাংলাদেশের সঙ্গে আমার একটা অন্তরের টান লুকিয়ে আছে,কেন সেটা জানি না।খুব খুব ভালো লাগলো এই ভিডিও টা আর দয়া করে যদি সম্ভব হয় তাহলে ওই দাদার মানে দোকানদারের contact number টা দেন কিম্বা ওনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম দেন তাহলে খুবই উপকৃত হয়।

  • @MaMaSquarEniloy
    @MaMaSquarEniloy Рік тому +2

    Ami giyecilam kena kata korty

  • @mdmonir-pl7dp
    @mdmonir-pl7dp Рік тому +1

    এই দোকানের কাছে গেলে শৈশবকে মনে পরে যায় একটা বাটার দোকান ছিল আর ছিল একটা রেস্টুরেন্ট, দুধের আরত, রথখোলায় আগে রথ পূজা হত।

  • @AdheeshBhattacharjee
    @AdheeshBhattacharjee 2 роки тому +25

    পুরানো ঐতিহ্য আগলে রাখা সহজ ব্যাপার নয়, কয়জন পারে? কত যত্ন, ভালোবাসা, পুরনো প্রজন্মের প্রতি শ্রদ্ধা সন্মান এর নিদর্শন এই দোকান।
    অনেক ধন্যবাদ এই ভিডিওটি আমাদের সাথে share করার জন্য।

  • @dilarabegum1172
    @dilarabegum1172 2 роки тому +8

    দোকানদার ভাই কি ইউনানী ডাক্তার? উনি অনেক জানে ।

  • @fazlulmorshed9882
    @fazlulmorshed9882 Рік тому +2

    চট্টগ্রামে আছে খাতুনগন্জে পীতাম্বর সাহা দোকান এই দোকানে ও তুচ্ছা হইতে বাঘেরদুধ সব কিছু পাওয়া যায় এমন কোন জিনিস নাই যা পিতাম্বর সাহার দোকানে নাই সবই পাওয়া যায়।

    • @mpmtvlive4739
      @mpmtvlive4739 13 днів тому

      হরিণের মাংস পাওয়া যাবে

  • @shahiomranrahat
    @shahiomranrahat 2 роки тому +5

    অসাধারণ একজন মানুষ,,, দোকানদারের কথাগুলো মার্জিত এবং সুন্দর।

  • @suchanabarman4876
    @suchanabarman4876 2 роки тому +6

    চট্টগ্রামের কোরবানি গঞ্জের পীতাম্বর শাহ্ এর দোকানে পারলে একবার ঘুরে যাবেন প্লিজ। এধরণের আরো অনের কিছু জানতে পারবেন।।কয়েকশত বছরের পুরাতন দোকান টি

  • @piyalbhattacharya4469
    @piyalbhattacharya4469 2 роки тому +2

    Ami Kolkata theke bolchi,dokaner contact no ta dile bhalo hoi....ami kichu jinis order korbo.

  • @sumanacharjee3500
    @sumanacharjee3500 Рік тому +1

    এখানে কি যৌন রোগের ঔষধ পাওয়া যাবে প্লিজ রিপ্লাই দেবেন।

  • @boroapu2168
    @boroapu2168 2 роки тому +12

    ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য।।

  • @skr1626
    @skr1626 Рік тому +2

    হরিনের চোখ পাওয়া যাবে

  • @Sinha6099
    @Sinha6099 2 роки тому +5

    এত সুন্দর ভাবে কথা বলেন 😮
    incredibile!

  • @dailylife22l
    @dailylife22l 2 роки тому +7

    দোকানী ভাইয়ার নলেজ দেখে আমি অবাক হয়ে গেছি জাস্ট!!!! রেসপেক্ট টু হিম ❤️

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому

      thanks

    • @cylon_aspect6474
      @cylon_aspect6474 2 роки тому +3

      Uni Bangalore theke pora likha koresen and he is basically a teacher has his own school ...dokan ta unar family business.

  • @musefahmed6383
    @musefahmed6383 2 роки тому +11

    ঐ দোকান ঐতিহ্যবাহী দোকান!খুবই ভালো।ধন‍্যবাদ।

  • @servantofallah2513
    @servantofallah2513 2 роки тому +1

    vhaia ei shop doctor dekiye medicine nebar sujog ase? shop call number den

  • @goutam4585
    @goutam4585 2 роки тому +10

    দোকানদার দাদার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি। ❤️❤️

  • @nacheruddin7885
    @nacheruddin7885 2 роки тому +2

    দাদা এই দোকানে কি স্বর্ণ চন্দন পাওয়া যায়। আমার বাবা এই নামটা বলছিলো, আমি অনেক পুরনো দোকানে খুজছি পাইনাই।পাওয়া গেলে যানাবেন প্লিজ।

  • @mdmohsin5674
    @mdmohsin5674 2 роки тому +1

    ভাই এই দোকানের কন্টাক নাম্বার টা পওয়া জাবে দয়া করে জদি দিতেন আমার উপকার হোতো

  • @Dream.pictureevent
    @Dream.pictureevent 2 роки тому +5

    বাংলাদেশ বলে কথা বাঁশ এর পানি বাঘের দুধ বাহ্ অসাধারণ

  • @bangladeshinewzealandvlogg3688
    @bangladeshinewzealandvlogg3688 2 роки тому +8

    সালাম। আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক অজানা তথ্য জানতে পারি। অনেক ভালো লাগে। দোয়া রইলো আপনার জন্য ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবো আমরা।

  • @khanoptikkhan9264
    @khanoptikkhan9264 2 роки тому +3

    আমি চট্টগ্রামের পীতাম্বর শাহের দোকানে বসা ছিলাম এমন সময় একজন লোক এসে বললেন _ বাঘের দুধ দেন, কর্মচারীগোছের একজন ছোট্ট একটা পুরিয়া এনে খুলে দেখালেন , তখন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম । অন্তত ৩৫ বছর আগের কথা। পুনরায় আজ দেখলাম একই রকম - বাঘের দুধ।

  • @morsalinmia884
    @morsalinmia884 2 роки тому +5

    বাহ খুব ভালো লাগলো। আপনার ভিডিও মানেই নতুন কিছুর খোজ।দোকান দার টাও খুব টেলেন্ট। পুরনো ওইতিজ্য টিকে থাক।

  • @riponbakali7417
    @riponbakali7417 2 роки тому +5

    আমি নিজেও কোনো একসময় অনেক সময় দিয়েছি এই দোকানে, সেই সময়টা এখোনো অনুভব করি ❤️❤️❤️❤️❤️

  • @sahadathossain6970
    @sahadathossain6970 2 роки тому +3

    এই প্রতিষ্ঠানের ওনার যথেষ্ট জ্ঞানী ও অসাধারণ। উনার কথার বচন ভঙ্গির মাধ্যমে স্পষ্ট বুঝা যাচ্ছে বংশীয়।

  • @sonjoypall1024
    @sonjoypall1024 Рік тому +1

    স্যার ওনার দোকানে কি,, দুর্গা পূজার সকল সাজসজ্জার পাওয়া যায়

  • @hmmamunhawlader7410
    @hmmamunhawlader7410 Рік тому +1

    দোকানের মালিকের সাথে ফোনে যোগাযোগ করার কোন উপায় আছে কি?

  • @jannat5483
    @jannat5483 2 роки тому +6

    💖💖দোকান মালিকের পূর্ব পুরুষদের জন্য সম্মান, ভালোবাসা, আন্তরিকতা দেখে সত্যি সত্যিই মনটা খুব ভারে গেল। আপনার পরতিও সমমান ভালো বাসা রইলো।💗💗

  • @azadhossain7290
    @azadhossain7290 2 роки тому +1

    CHOTTOBALAY AMAR AMMAR SATHAY AE DOKANAY PRAYE ASTAM BEVINNO JORI BOTI R JONNO

  • @sabbhuturetoons9678
    @sabbhuturetoons9678 2 роки тому +1

    Da da bagher dudhta kon jayga die barkara hay jodi ektu balen bhalo hay

  • @shaukautfiroz5762
    @shaukautfiroz5762 2 роки тому +1

    egulu desher mudra pachar karok shab dan vhai odi deshe vhalo bashen

  • @nahinila9879
    @nahinila9879 2 роки тому +1

    আমিও এখান থেকে মাল ক্রয় করি কিন্তু ওনারা দোকান খোলে দশটার পর

  • @abumusa1882
    @abumusa1882 2 роки тому +8

    প্রবীণদের প্রতি ভাইয়ের এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে ভালো লাগলো,

  • @nihitaghoshsrisha3826
    @nihitaghoshsrisha3826 Рік тому +3

    উনি আমাকে বর্তমানে পড়াচ্ছেন। খুবই ভালো মনের মানুষ। অনেকবার আমাদের বাসা অনেকরকম জিনিস নিয়ে এসেছেন।

  • @zeenat484
    @zeenat484 2 роки тому +1

    হ্যালো, এই ভিডিও দেখার আগে ধারনা ছিলোনা যে এমন খাঁটি বনেদি জিনিসের দোকান বাংলাদেশের ঢাকা শহরে আছে, অনুরোধ এই দোকানের মালিক যদি দেধান কতগুলো জড়ি ইত্যাদি তেলে মিশিয়ে চুল ঘন ও লম্বা হবে ব্যবহার , দক্ষিন ভারতের “ আদিবাসী চুলের তেল বিখ্যাত” যদি আপনারা এমন তেল করার উপক্রম দেখান তবে উপকৃত হবো । মালিক, উপস্হাপক সবাইকে ধন্যবাদ। জিনাত/ খুকু , কানাডা থেকে ।১৩ অক্টোবর ২২।

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому

      আজ একটা ভিডিও দেয়া আছে। ওখানে সব পাবেন

  • @mirzamoni7332
    @mirzamoni7332 2 роки тому +3

    এখান থেকে আয়ুর্বেদ এর অনেক উপাদান আমি আমার গুরুর নির্দেশে এখান থেকে নিয়ে থাকি, দেশের বাইরেও যায়।❤️

    • @MdArif-cc4lj
      @MdArif-cc4lj 2 роки тому

      Vai dohakandear number ta ke aca thakala send plz

  • @mdshohidulislam5066
    @mdshohidulislam5066 2 роки тому +4

    আপনার কন্ঠ ঠিক যেন।
    নায়ক মান্নার মতোই

  • @alalahmed5790
    @alalahmed5790 2 роки тому +3

    আমাদের সিলেটের সত্তার মিয়ার দোকানও অবিকল এইরকম।।।

  • @hasankabirtantricastrologe2447
    @hasankabirtantricastrologe2447 2 роки тому +4

    আমি ৪০ বছর ধরে এই দোকান থেকে প্রডাক্ট কিনে থাকি।

    • @soniasultana991
      @soniasultana991 Рік тому

      ভাইয়া ওনাদের ফোন নাম্বার টা কি দেওয়া যাবে।

  • @mahabubakhan4682
    @mahabubakhan4682 2 роки тому +2

    আরে ভাইয়া ১৯৯০ সাল পর্যন্ত আফিন ও গাঁজা আবগারি দোকানে
    বিক্রি হতো।

  • @k.m.nazrulislamraja3737
    @k.m.nazrulislamraja3737 2 роки тому +3

    ভিডিওটা দেখে মনে পড়েগেল ১৯৮৪ সালে এক দাদার সংগে গিয়েছিলাম।

  • @mahdemsree2584
    @mahdemsree2584 2 роки тому +5

    ন্যাচারাল এই দোকানের ধারাবাহিকতা কামনা করছি।

  • @avijitmandal891
    @avijitmandal891 2 роки тому +1

    Bhai, oi dokane Bagher tel paoya jaabe?

  • @sumansil8288
    @sumansil8288 2 роки тому +1

    Dada from India onar sathe contact kora jabe ???

  • @friendsdesignsolution9827
    @friendsdesignsolution9827 2 роки тому +2

    চট্টগ্রামের প্রিতম বাদশার দোকান। আসাদগঞ্জ
    আর ভাইয়ার কথা গুলা শুনতে চমৎকার।

  • @kunalhazra1977
    @kunalhazra1977 2 роки тому +3

    দোকানের বর্তমান মালিকের কথা বলা বা আলোচনা করার ভঙ্গিমা সূন্দর ও আকর্ষণীয়।

  • @riponahmed2693
    @riponahmed2693 2 роки тому +2

    খুব ভালো লাগলো ভিডিওটা দেখে মন চাচ্ছে এসে একবার দেখে তার সাথে কথা বলি দাদা শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো একদিন দেখা হবে কথা হবে

  • @tahsinrahman9393
    @tahsinrahman9393 2 роки тому +3

    আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ভালবাসি। প্রত্যেকটি ভিডিও আমি দেখি। খুবই ভালো লাগে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাই।
    গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী।

  • @sumonroy3698
    @sumonroy3698 Рік тому +1

    দাদা এই দোকানে কি হাতির দাত পাওয়া যাবে??

  • @dolarahman3338
    @dolarahman3338 2 роки тому +7

    ভাই আপনাকে ধন্যবাদ। এতো প্রয়োজনীয় একটা জায়গা দেখানোর জন্য।

  • @David-he1ni
    @David-he1ni Рік тому +1

    Antique er dokar ki aar boutique hobe

  • @KITABTV1
    @KITABTV1 Рік тому +1

    দোকান্দার নাম্বার টা দেন

  • @funclub8995
    @funclub8995 Рік тому +1

    দোকানের মোবাইল নম্বর টি দিবেন

  • @ismailhosain3961
    @ismailhosain3961 2 роки тому +1

    যৌন বিষয়ক কোনো হেল্প পাওয়া যাবে উনার কাছে?

  • @jinnuification
    @jinnuification 2 роки тому +2

    ভিডিও টি ভালো লাগলো। তাদের সাথে যোগাযোগ করার জন্য কি কোন মোবাইল নাম্বার দেয়া যাবে?

  • @riyasaha7186
    @riyasaha7186 2 роки тому +1

    Pathar ka phul india te akhon o pawa jai

  • @naymashuvra3465
    @naymashuvra3465 Рік тому +1

    Phone number ki dewa jabe?

  • @najmulkarimmanna5507
    @najmulkarimmanna5507 2 роки тому +3

    চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি মার্কেট এ এটার থেকেও পুরনো দোকান আছে। নাম " পিতম্বর সাহা।"

  • @sultanasvlog9865
    @sultanasvlog9865 Рік тому +1

    ai dokaner mobile number pao jabe

  • @ziniaskitchen11
    @ziniaskitchen11 2 роки тому +3

    আমার শশুর বাসা পুরান ঢাকার নবাবপুর এ, এই রথখোলা দিয়ে সবসময় যাতায়াত করি কিন্তু মনযোগ দিয়ে দেখিনি কখন ও আপনার ভিডিও দেখে আমার জামাই বলল যে তারাও এই দোকান থেকে কেনাকাটা করেছে, ভালো লাগলো আপনার ভিডিও দেখি মাঝে মাঝে তবে আজকে এই ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো যে আমার বাসার কাছেই ২০৩ বছরের ঐতিহ্যেবাহী দোকান তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া দোয়া করি এই রকম আরো ঐতিহ্যেবাহী ইতিহাস বা জিনিস পত্র আমাদের সামনে তুলে ধরতে পারেন

  • @abdurrazzak1098
    @abdurrazzak1098 2 роки тому +4

    অতীতকে আঁকড়ে ধরে থাকতে পারে কম মানুষ ই

  • @aayataayat124
    @aayataayat124 2 роки тому +4

    ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেক ভিডিও দেখলাম কিন্তু এই ভিডিওটা অনেক ভালো লাগলো ।বিশেষ করে দোকানদার এবং উপস্থাপনা খুবই খুবই ভালো লেগেছে আর দোকানদার ভাইয়ের যে অভিজ্ঞতা আর জিনিস সম্পর্কে যেধারণা সেটা খুবই খুবই ভালো এবং যাকে বলে বোঝাতে পারবো না। এরকম একটা ভিডিও দেখার ।এত পুরানো দোকান আসলে মনটা ভালো হয়ে গেল সময় পেলে অবশ্যই ঘুরতে আসবো।

  • @md.shaifulislam4482
    @md.shaifulislam4482 2 роки тому +18

    এ ঐতিহ্যবাহী দোকান-টি বংশপরম্পরায় ধরে রাখার জন্য শাহ বণিক পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

  • @RoyalBengaltiger-j2n
    @RoyalBengaltiger-j2n 2 роки тому +3

    আমাদের চট্টগ্রামে বক্সিরহাটে একটা অনেক আগেকার পুরোনো একটা দোকান আছে- নাম হচ্ছে পিউতম বরশা এর দোকান।

    • @hurayra70
      @hurayra70 2 роки тому +1

      আমি উনার থেকে কিনি কিছু লাগলে

    • @RoyalBengaltiger-j2n
      @RoyalBengaltiger-j2n 2 роки тому

      @@hurayra70,,, কার থেকে কিনেন?

    • @hurayra70
      @hurayra70 2 роки тому

      @@RoyalBengaltiger-j2n চট্টগ্রামে প্রিতম সাহার দোকান থেকে

  • @aave3462
    @aave3462 2 роки тому +1

    Bhaiya ami kisu jinsish order ditey chai.. Dukan or number ba websites kunu kisu asey

  • @yassinehossain896
    @yassinehossain896 2 роки тому +2

    খুব শিক্ষণীয় একটি কনটেন্ট দেখতে পেলাম। খুব শীঘ্রই দেখা হবে এই দোকানে।

  • @yasinmalik2221
    @yasinmalik2221 2 роки тому +1

    প্রকৃত সম্ভ্রান্ত পরিবারের লোক একেই বলে

  • @kajolhossain5629
    @kajolhossain5629 2 роки тому +46

    ভাই আপনি এতো সুন্দর ভিডিও গুলো বানান অথচ সালাম বিনিময় না করে শুরু করে দেন এতে আমাদের খুব খারাপ লাগে। যাইহোক ভাই আপনি পরবর্তী সময়ে এমন ধরনের বড় ভুল করবেন না ধন্যবাদ ভাই খুব ভাল লাগল ভিডিওটা

    • @InfoHunter
      @InfoHunter  2 роки тому +25

      ধন্যবাদ ভাই। আপনিও কিন্তু সালাম না দিয়ে শুরু করলেন। ভাল থাকবেন।

    • @error-51
      @error-51 2 роки тому +6

      @kajol Hossain তোমার আফগানিস্তানের চুলকানি উঠছে
      মলম লাগায় দিমু নে 👽👽👽

    • @robelalam7125
      @robelalam7125 2 роки тому +5

      @@error-51 এমন বিব্রতকর কথা কেন বলছেন !!!! আরেক জনকে সম্মান করতে শিখেন....

    • @wasephiousmaximus8419
      @wasephiousmaximus8419 2 роки тому +2

      Bhai oner babohar o uposthapona onek shundor. Salaam na dileo oti chamotkar. Its just not an issue at all.

    • @saifurrahman4329
      @saifurrahman4329 2 роки тому

      @@error-51 নামে তো আপনি ও মুসলিম পরিবার এর সন্তান মনে হচ্ছে,
      আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমীন

  • @hasanbhuiya5248
    @hasanbhuiya5248 Рік тому +2

    Education- study....... fair...... good thanks 👍......

  • @AhsanHabib-ec3ts
    @AhsanHabib-ec3ts 2 роки тому +2

    ১৯৫৮ সনে সদরঘাটের মোড়ে ঢাকা কলেজিয়েট হাই স্কুলে ছাত্র থাকালীন সময় থেকেই নবাবপুর রোডের উপর রথখোলায় এই বনিক শাহ দোকান তখন থেকেই দেখছি। আসলে এটা যে শত বছর পুরনো জানলেও আসলে কত বছরের যে পুরনো, সেটা কিন্তু আমার জানা ছিলনা ।
    কানাডা থেকে।