I can understand the emotions and it's really painful to lose a match from such a position..However all is not lost..BD has got some solid players in Shakib,liton ,mosaddek, afif & meraj in batting..it's time that mushfiqur is left out of the team after repeated failures..I still remember the england team being knocked out by bangladesh in 2015 wc..and from there their rise has been phenomenal..the darkest hour is just before dawn..hope this loss ignites the spark and becomes a stepping stone for something great in future..best wishes from India..
ekdom..prothome jake bad dewa uchit holo mushfiq..keeping eo effective na ar batting eo na..ar haan riyad keo..era onek chance peyeche..bangladesh er kache bhalo young player ache jerom mosaddek afif..liton toh dhukbei team e ar aro kauke niye bhabhte hobe..ami jodi australia r kotha bhabhi toh taskin ar ebadot ke toh 11 te newa uchit..australia r weather e humidity tulonay kichui nei..toh cramps ba fitness e eto issue howa uchit na jerom UAE te shobar hochche..amra dekhlam je cramps er pore naseem shah plus ebadot dujon i effectively orom bowl korte pareni ar pace o onek kom chilo..toh australia te cramps hobena..fizz er kotha ta etai bolbo je australia r pitch guloy kotota grip korbe cutter bola mushkil..toh or conentional swing ar seam ei korte hobe..pace o 138-140 te korte hobe..shakib ero eto matha gorom korle hobena..ebadot i kalke main breakthrough diye genuine pace bowl kore 3 wicket niye match e upperhand e niye esechilo..haan cramps er problem er jonno 3rd over ta bhalo koreni..kintu eder ke support korte hobe..han ar bcb r president ke ektu captain ar team management er opore authority dewa uchit..etota nak golano shob matter e bhalo na..etai bolbo..bangladesh ke ami ekhan theke ami oporei uthte dekhte parchi..shubhokamona roilo..
Love you Noman bhai . Apnar video dekhar jonno wait kori Bangladesh er Je kono match er por .. Thank you Bhiya apnar hard work analysis koren cricket niye apnar onek bhalo knowledge . New York theke Ronnie
মুশফিকুর রহিম প্রাক্টিস করে ভোরে কিন্তু খেলা হয় রাতে ...........এটা বিরোধী দলের ষড়যন্ত্র তুমি বাংলাদেশ দলকে অনেক স্মরণীয় মূহুর্ত উপহার দিয়েছো। চাচা তোমার T20 ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় হয়েছে। Mushfiqur Rahim ❤️😍😍
For the worldcup t20 replacing Mushfiq with Sohan, playing Sabbir at the position of Mahmudullah and making opening pair with Liton-Miraz can make Bangladesh a balanced side..
অনেক কষ্ট লাগছে। প্রবাসে অনেক ব্যাস্ততা থাকার পরেও খেলা দেখছি। সারারাত ঘুমানো হয়নাই, কিন্তু তবুও সকাল সকাল ওঠে ডিউটিতে চলে আসতে হয়ছে। তারা আমাদের অনেক হতাশ করছে😪😪😪
আমাদের সোনার ছেলেরা যদি ১০০ রানের স্কোর করে,তাও জিতার কাছাকাছি এসে হারবে,আবার ২০০ রানের স্কোর করলেও সেই জিতার কাছাকাছি এসে হারবে, আর আমাদের শুনতে হবে ১০ বা ২০ রান কম হোয়েছিলো তাই ম্যাচ হেরেছি, এটাই বাংলাদেশের টাইগারদের সামর্থ।এত বাজে ফিল্ডিং আর বোলিং নিয়ে ৩০০ রান করেও জেতার সম্ভাবনা খুবই কম আছে।
Noman ভাই আমার মতো ক্রিকেট প্রেমিক। তার রক্তে ক্রিকেট তাই বাংলাদেশ হারলে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু বাংলাদেশের নির্বোধ ক্রিকেটার আর নির্বাচকেরা আমাদের কষ্টকে মূল্যায়ন করেনা। মূল্যায়ন করেনা দেশের বাইরে থাকা হাজার হাজার প্রবাসীদের যারা কিনা নিজেদের ডিউটি ফেলে, ছুটি নিয়ে খেলার মাঠে ছুঁটে যায়। আর দিন শেষে বুক ভরা কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসে। ক্রিকেটার আর বিসিবির নীতিনির্ধারকেদের এতে কোন চুল ছেঁড়া যায়? তারা তো মাস শেষে লক্ষ লক্ষ টাকা কামায়। দল থেকে বাদ পড়লেও বিপিএল নামক জুয়ার আসর থেকে লক্ষ্যাধিক টাকা আয় করে। কেউবা আবার খ্যাপ খেলেই কোটি কোটি টাকা আয় করে। কেবল আমাদের মতো কোটি কোটি ক্রিকেট প্রেমি দর্শকেরা বিশ্বজয়ের এক চিমটি স্বপ্ন বুকে ধারণ করে কাটিয়ে দেয় বছরের পর বছর।
সৌদি আরব থেকে বলছি নোমান ভাইয়া,,,আমি বাংলাদেশের সব খেলায় দেখি কিন্তু কালকে অনেক কষ্ট পেয়েছি ভাইয়া এই রকম ক্রিকেট দিয়ে আমাদের দেশ উন্নতি করতে পারবেনা কখনোই...তবুও দোয়া রইলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য
আমার কিন্তু ভাই খুব ভাল ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ।বাঙালি একটা মেডিওকার জাতি,সবজায়গাতেই।মেডিওকার জাতির কাছে গ্রেট থিংস আশা করে লাভ নাই।আমি বরং শ্রীলংকার জন্য খুশি,এই দুর্দিনে তাদের এই জয়টা দরকার ছিল।
আমি USA থেকে বলছি, আমার সকালের শিফটে কাজ ছিলো। কাজের পাশাপাশি পুরো ম্যাচটা দেখেছি। কিন্তু বাংলাদেশ যখন জিতা ম্যাচটা হেরে যায় তখন আর কাজ করার যে মনমানসিকতা ছিলো ওইটাও চলে গেছে। খুবই হতাশ হলাম।
নোমান ভাই কাল রাতে খেলা দেখার পর সারারাত ঘুমাতে পারিনি বুকে চাঁপা কষ্ট নিয়ে নির্ঘুম রাত কেটেছে। আপনার প্রতিটি কথার সাথে দ্বিমত পোষণ করার মতো কোনো যুক্তি খুঁজে পাইনি। হ্যাঁ ভবিষ্যতে আরও এমন অনেক কিছুই দেখতে হবে।
My future t20 playing XI for t20 World Cup : 1. Liton Das 2. Mehidy Hasan Miraz 3. Shakib(C) 4. Afif 5. Mossadek 6. Sabbir/Yasir(Depending on Yasir’s injury) 7. Sohan(W & VC) 8. Mahedi 9. Hasan Mahmud 10. Mrritunjoy Chowdhury 11. Taskin Ahmed Noman bhai kemon future playing XI for t20 World Cup ❓
ভাই আপনার ভিডিওটিতে লাস্টে যে বলছেন অনেক দর্শক কালকে রাত্রে ঘুমাতে পারেনি কথাটি কম হয়ে গেছে, এই খেলাটিতে হারার পরে কালকে রাতে আমার জ্বর এসেছে। যখনই বাংলাদেশ দল জিততে জিততে হেরে যায় তখনই আমরা দর্শকরা কষ্টে বুক ফেটে যায় সে কষ্ট কাউকে বলার মত নয়, বিশেষ করে আমরা প্রবাসীরা, দেশের একটি জয় দেখতে চাই। আমরা নিজেদেরকে সম্মানিত করতে চাই কিন্তু বারবার আমাদের বুকটা ফেটে যায় কষ্টে যখন আমরা প্রবাসীরা বলতে পারি না যে আমরাও জিততে জানি...
নোমান ভাই এত কিছুর মধ্যেও আমাদের প্রাপ্তির কিছু জায়গা আছে বলে আমি মনে করি,যা বিশ্বকাপে কাজে দিবে। ১.দলের একজন ওপেনার রানে ফিরেছে,লিটন আসলে সেখানে ওপেনিং টা মজবুত হবে এবার। ২.ব্যাটসম্যান রা রানে ফিরেছে। ৩. বাংলাদেশ থেকে যাওয়ার আগে ম্যানেজমেন্ট বলেছিল যে টার্গেট হবে ১৮০, সেটা ফুলফিল হয়েছে। ৪. সাকিবের অধিনায়কত্ব ভালো ভাবেই কাজ করছে যদি আমরা ছেড়েছি তবুও আমি মনে করি মাহমুদুল্লাহ থেকে ভালো। আমরা জানি যে আসলে সাকিব আসার আগে বাংলাদেশ অবস্থা খুব একটা ভালো ছিল না। সে ক্ষেত্রে সাকিব এখন এসে বাংলাদেশ কে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি মনে করি সেটা ভালোভাবেই করতে পেরেছে দুইটা ম্যাচ খেলে। এখন যদি ইয়াসির, লিটন এবং সোহান আসে তবে আরো ব্যাটিংস্ট্রং হবে এবং স্লগ ওভার জন্য আমাদের দুই তিনজন বোলার প্রয়োজন। নোমান ভাই আমি খুবই আশাবাদী সাকিবের নেতৃত্ব নিয়ে, যে সামনের বিশ্বকাপে অন্তত আমরা কয়েকটা বড় দলকে হারাতে পারবো।
Fact Nasum missing( Most poor thinking to go with 4 off spinning option) Miraj should a bowl after Sanaka getting out. Last over penalty might not have been imposed that could be the game to Bangladesh.
2 matche ektai prapti Mosaddeker hard hittimg ability .Mosaddek chara ar karo performance e temon bhalo chilo , Shakib ar Taskin o Motamuti bhalo khelse
ভাই কালকে সারাক্ষণ আপনার সাথে খেলা দেখছি সত্যি শেষ দিকে খুবই কষ্ট পাইচি অনেকটা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ছিল। আল্লাই ভালো জানে কালকে কতো বাংলাদেশি দর্শক হার্ট অ্যাটাক করছে।
আর কত! এই সময়কার বিশ্ব ক্রিকেটে সব খেলোয়াড় সব ফরম্যাটে সমান পারদর্শী নয়। যেমন আমাদের দলের দুই ভায়রা ভাই টি-টোয়েন্টির জন্যে নয়। এটা দল কেবল নয়, দলের দুই ভায়রা মুশফিক এবং মাহমুদুল্লাহকেও মেনে নিতে হবে।
khub valo laglo bislehon gulo. apni amar moner kotha gulo bole dilen vai, kalker macth namar ageo ami amar bondhu der ke bolsi musfiqur rahim ke kno akhono ato guruttopurno macth namano hoy, agulo shudui age valo khelse tar protidan hishebe namano hoy, kintu ar koto ar koto, cristiano ronaldor moto player akhon side banch boshiye rakha hoy, bangladesh team manajmant ar koto ader protidaner dam dite giye amader imotion niye khela korbe, ar koto koto
ভাই বাংলাদেশের খেলা আসলে অধীর আগ্রহে অফিস থেকে ছুটি নিয়ে সবাই হাসি খুশি মুখে খেলা দেখতে যাই আর ফিরে আসি বুক ভরা বেদনা আর অশ্রু ভরা চোখ নিয়ে বাসায়😭😭😭😭😭😭😭😭 I love you Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩💯💝
Right now best T20 squad for BD: 1.Liton 2.Afif 3.Shakib(C) 4.Rabbi 5.Sabbir 6.Mosaddek 7.Sohan(wk) 8.Mahedi 9.Saifuddin 10.Taskin 11.Hasan Mahmud Extra Nasum,Miraz,Emon,Mritunjoy Chowdhury ,Ebadot/Shariful. Say no to : Mahmudullah, Mushfiq, Mostafiz,Bijoy,Naim.
bhi adike team harse ar apne asen chul kata niya. amer mone hoi apne chaisen je Bangladesh jate hare ar noman bhi jodi chul kate.shame as a Bangladeshi people
ভাই বাংলাদেশ তো প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিঠকে গেছে। আফগানিস্তান দলটা থেকে শ্রীলংকা বেশ পরিপূর্ণ পরিপাটি একটি দল।এই ম্যাচে পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসবে সেটাই স্বাভাবিক। কিন্তু আগের ম্যাচটা আমাদের সবার কাছে খুবি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা সেটা করতে পারি নি।ফলে যা হইবার তাহাই হইয়াছে। প্রথম রাউন্ড হইতে চোখ মুছিয়া মুছিয়া কহিলাম এবারের মতো মাপ করিয়া দিয়েন,বাড়ি যাইতে দেন।
Norman bhai 183 ei pitch e Onek kom karon stroke making er jonno ideal. At least 195 korte hoto karon batting er jonno Onek bhalo. Amar kache turning point duita Afif ke Mushfiq er pore bat kora ar stroke maker Mossadek ke Mahmudullah er pore bat kora. Mahmudullah bole bhalo korse, ashole kichui kore nai ei pitch e 122 strike rate kichui na see Mossadek 9 ball e 24 runs 266 strike rate e bat korse. Mossadek ar kichu ball paile at least 10 runs-15 runs beshi hoto.
Fa inna ma'al usri yusra...surely with hardship comes ease and comfort..apnara khali shomalochona na kore patience rakhen...apnar shomalochonai kono kam hobe na..player ra to iccha kore hare nai...shobai to try korse..apni bashai boshe khela dekhle easy mone hoi
দারুন বক্তব্য।
বাংলাদেশের একটা নতুন দল গঠন করা উচিত।
Yeah, you are right. Need to form a new team for new start. 👍
I can understand the emotions and it's really painful to lose a match from such a position..However all is not lost..BD has got some solid players in Shakib,liton ,mosaddek, afif & meraj in batting..it's time that mushfiqur is left out of the team after repeated failures..I still remember the england team being knocked out by bangladesh in 2015 wc..and from there their rise has been phenomenal..the darkest hour is just before dawn..hope this loss ignites the spark and becomes a stepping stone for something great in future..best wishes from India..
Riyad er kotha bolben na. Ei match e Riyad 122 strike rate bat korse kintu ei pitch Eita khubi kom. So Riyad keo baad dayor shomoy eshe gese.
Musfiq and mahmudulla chole naa t20 Te...
Liton
Mehedy
Shakib
Afif
Yasir
Shabbir
Mosaddek
Taskin
Ebadot
Shoriful
Mustafiz
World cup er jonne ai team ta kei guchano dorkar
@юкйчдсжэп яырибмбх 🤣🤣🤣. Katbe katbe. Noman bhai ekbar kotha dile kotha rakhe.
ekdom..prothome jake bad dewa uchit holo mushfiq..keeping eo effective na ar batting eo na..ar haan riyad keo..era onek chance peyeche..bangladesh er kache bhalo young player ache jerom mosaddek afif..liton toh dhukbei team e ar aro kauke niye bhabhte hobe..ami jodi australia r kotha bhabhi toh taskin ar ebadot ke toh 11 te newa uchit..australia r weather e humidity tulonay kichui nei..toh cramps ba fitness e eto issue howa uchit na jerom UAE te shobar hochche..amra dekhlam je cramps er pore naseem shah plus ebadot dujon i effectively orom bowl korte pareni ar pace o onek kom chilo..toh australia te cramps hobena..fizz er kotha ta etai bolbo je australia r pitch guloy kotota grip korbe cutter bola mushkil..toh or conentional swing ar seam ei korte hobe..pace o 138-140 te korte hobe..shakib ero eto matha gorom korle hobena..ebadot i kalke main breakthrough diye genuine pace bowl kore 3 wicket niye match e upperhand e niye esechilo..haan cramps er problem er jonno 3rd over ta bhalo koreni..kintu eder ke support korte hobe..han ar bcb r president ke ektu captain ar team management er opore authority dewa uchit..etota nak golano shob matter e bhalo na..etai bolbo..bangladesh ke ami ekhan theke ami oporei uthte dekhte parchi..shubhokamona roilo..
নোমান ভাই এর চোখে মুখে চাপা কষ্ট দেখা যাচ্ছে 😞😞😞
🤣
চুল কাটতে হবে যে।
chul katte hobe vai
@@suhelahmed3351 tmi ki bujo miya
শুধু নোমান ভাইয়ের না, সবারই চোখে মুখে চাপা কষ্ট আজ☹️
বাংলাদেশের খেলা দেখে যতটা কষ্ট পাইছি এতো কষ্ট কোন দিন পাইনি।
নোমান ভাই, এত সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ। মনে হচ্ছে আমার মনের কথাগুলোই আপনি তুলে ধরেছেন।
Love you Noman bhai . Apnar video dekhar jonno wait kori Bangladesh er Je kono match er por .. Thank you Bhiya apnar hard work analysis koren cricket niye apnar onek bhalo knowledge . New York theke Ronnie
মুশফিকুর রহিম প্রাক্টিস করে ভোরে
কিন্তু খেলা হয় রাতে
...........এটা বিরোধী দলের ষড়যন্ত্র
তুমি বাংলাদেশ দলকে অনেক স্মরণীয় মূহুর্ত উপহার দিয়েছো।
চাচা তোমার T20 ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় হয়েছে।
Mushfiqur Rahim ❤️😍😍
My favourite player Mushfiq
For the worldcup t20 replacing Mushfiq with Sohan, playing Sabbir at the position of Mahmudullah and making opening pair with Liton-Miraz can make Bangladesh a balanced side..
অনেক কষ্ট লাগছে। প্রবাসে অনেক ব্যাস্ততা থাকার পরেও খেলা দেখছি। সারারাত ঘুমানো হয়নাই, কিন্তু তবুও সকাল সকাল ওঠে ডিউটিতে চলে আসতে হয়ছে। তারা আমাদের অনেক হতাশ করছে😪😪😪
আমাদের সোনার ছেলেরা যদি ১০০ রানের স্কোর করে,তাও জিতার কাছাকাছি এসে হারবে,আবার ২০০ রানের স্কোর করলেও সেই জিতার কাছাকাছি এসে হারবে, আর আমাদের শুনতে হবে ১০ বা ২০ রান কম হোয়েছিলো তাই ম্যাচ হেরেছি, এটাই বাংলাদেশের টাইগারদের সামর্থ।এত বাজে ফিল্ডিং আর বোলিং নিয়ে ৩০০ রান করেও জেতার সম্ভাবনা খুবই কম আছে।
এমন হার আসলে মানা যায় না!!!!!এত খারাপ লাগছে কী বলবো।
কালকে আপনার উইকেট পড়ার খুশিটা দেখছিলাম আর ভাবছিলাম দেশের জন্য আপনার ভালোবাসা,,,,,,,,,,,।
বার বার রকমভাবে হারলে খেলা দেখার মন মানসিকতা নষ্ট হয়ে যার 🙁🙁
মনের কষ্টে নোমান ভাই কথা গুলো বলছেন,,খুব ভালো বলছেন ভাই একদম ঠিক
বাংলাদেশ 200 করলেও হারতো | সমস্যা দুই একটা হইলে solve করা যায় | কিন্তু এখানে সমস্যা হাজার হাজার | আপনি কয়টা সল্ভ করবেন |
কাল রাতে খেলা দেখে ঘুমাতে পারিনি খুব কষ্ট হইছে পাই,,,,,,,আপানার আলোচনা খুব ভাল লাগে
নোমান ভাই চোখে ঘুম আসনি রাতে। 😔
সৌদি আরব থেকে বলছি।
ভাই কি যে কষ্ট তা শুধু আমাদের মতো ক্রিকেটের পাগলা সাপটার জানে।কলিজা সেদা হয়ে যায়।।।
Noman ভাই আমার মতো ক্রিকেট প্রেমিক। তার রক্তে ক্রিকেট তাই বাংলাদেশ হারলে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু বাংলাদেশের নির্বোধ ক্রিকেটার আর নির্বাচকেরা আমাদের কষ্টকে মূল্যায়ন করেনা। মূল্যায়ন করেনা দেশের বাইরে থাকা হাজার হাজার প্রবাসীদের যারা কিনা নিজেদের ডিউটি ফেলে, ছুটি নিয়ে খেলার মাঠে ছুঁটে যায়। আর দিন শেষে বুক ভরা কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসে। ক্রিকেটার আর বিসিবির নীতিনির্ধারকেদের এতে কোন চুল ছেঁড়া যায়? তারা তো মাস শেষে লক্ষ লক্ষ টাকা কামায়। দল থেকে বাদ পড়লেও বিপিএল নামক জুয়ার আসর থেকে লক্ষ্যাধিক টাকা আয় করে। কেউবা আবার খ্যাপ খেলেই কোটি কোটি টাকা আয় করে। কেবল আমাদের মতো কোটি কোটি ক্রিকেট প্রেমি দর্শকেরা বিশ্বজয়ের এক চিমটি স্বপ্ন বুকে ধারণ করে কাটিয়ে দেয় বছরের পর বছর।
আমার মনের মতন কথা ভাই
নোমান ভাই, অসম্ভব কষ্ট পেয়েছি গতকাল খেলা দেখে, ধন্যবাদ কিছুটা তুলে ধরেছেন বলে।
নোমান ভাই কষ্ট পাইয়েন না 😢😢
প্রতিবার বাংলাদেশের প্লেয়াররা এভাবেই আমাদের মন ভেঙে দেয় সবসময় 😭😞
Good Comments 👍👍👍Bhaire Provashe thaki Saradin kaj kore khela Dekhi Desh k Valo Bashi bole Joy Hobe Mone Santi Pabo...Ta ki ar Hoi...😭😭😭🙏🙏🙏😭😭
ভাই আসলে এমন পরিস্থিতিতে নিজের অনুভূতি প্রকাশের মতো ভাষা নাই,,,
সৌদি আরব থেকে বলছি নোমান ভাইয়া,,,আমি বাংলাদেশের সব খেলায় দেখি কিন্তু কালকে অনেক কষ্ট পেয়েছি ভাইয়া এই রকম ক্রিকেট দিয়ে আমাদের দেশ উন্নতি করতে পারবেনা কখনোই...তবুও দোয়া রইলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য
ভারত থেকে বলছি, মনে প্রাণে চেয়েছিলাম বাংলাদেশ জিতবে। কিন্তু বারবার,,,,,,,,,,,,,,,??
Aitai vai Bangladesh.
Jita jitta hara jai.
নোমান ভাই আপনার কন্ঠে আবেগের ছোয়া পাচ্ছি 😔😔😔
নোমান ভাই হারলেও কালকের খেলার এপরোজটা ভালো লাগছে
ব্যাটিং ভালো হলেও ,বোলিং যাচ্ছেতাই হয় খুব
ভাই এই এক জিবনে যটানা বাংলাদেশ ক্রিকেটের আর কত কাঁদেহবে দুর প্রাবস থেকে😭😭👏👏👏❤️
জীবনে যত কষ্ট পেয়েছি তার অর্ধেক সাদিয়ার কাছে থেকে,আর অর্ধেক বাংলাদেশের খেলা দেখে পেয়েছি,😭😭😭
😐😐😐😁😁
ভাই, না ঘুমাতে পারার মাঝে আপনিও একজন।❤️❤️❤️❤️
কখনো কখনো আমাদের সেরাটাও যথেষ্ট নয়। লঙ্কানদের অভিনন্দন।
ভাই শেখ মেহেদী রে স্টাম্প দিয়া পিটাইয়া হাসপাতাল পাঠান আর মুশফিক রে কানের ডাক্তার দেখান
ধন্যবাদ কথা গুলো অসাধারণ বলেছেন। আমার এখনো কান্না পাচ্ছে
ভাই কালকে খেলাটা দেখে যতটা কষ্ট পেয়েছে এর আগে মনে হয়না পেয়েছে 🤣🤣
Kov anondo paicen??
Ami khusi alhamdullah onk kichu improve hoiche.....vlo khele here gelew vlo lage...tuk tuk kore bat kore heere gele tokhon rag hoi
@@loverazu3376 right
কি আনন্দ আকাশে বাতাসে 🤣🤣🤣
@@indiankingkhan6237 Tor pode dhukiye dibo anondo
আপনাকে এতো মনমরা মানায় না..... ❤️from🇮🇳
বাংলাদেশের এমন হার দেখতে কতোটা আনন্দ হয় ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি বলতে বাংলাদেশের এমন হার দেখলে আবেগে কান্না চলে আসে🥲🥲🥲😌😌♥️♥️♥️♥️🥰🥰🥰
Hahaha 😆
@@pallabamta কেমন দিলাম ব্র😄😄🤪🤪🙈🙈
@@footballlover3801 🐍 snakes 🐍 gulo ekhon gorte dhuke
দিবেনে পাকিস্তান আফগানিস্তান মালুনডিয়া দেউলিয়া রাবণদের বরে
আমার কিন্তু ভাই খুব ভাল ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ।বাঙালি একটা মেডিওকার জাতি,সবজায়গাতেই।মেডিওকার জাতির কাছে গ্রেট থিংস আশা করে লাভ নাই।আমি বরং শ্রীলংকার জন্য খুশি,এই দুর্দিনে তাদের এই জয়টা দরকার ছিল।
আমি USA থেকে বলছি, আমার সকালের শিফটে কাজ ছিলো। কাজের পাশাপাশি পুরো ম্যাচটা দেখেছি। কিন্তু বাংলাদেশ যখন জিতা ম্যাচটা হেরে যায় তখন আর কাজ করার যে মনমানসিকতা ছিলো ওইটাও চলে গেছে। খুবই হতাশ হলাম।
Vai 17 hok ba 20 koti manuser moner kothagula tule dhorlen...onek onek dhonnobad apnake.
এতই যদি চাপ সামলানোর ক্ষমতা না থাকে তাহলে দলে তাদের জায়গা ছেড়ে দিয়ে নতুনদের সুযোগ করে দিক😤
নোমান ভাই কাল রাতে খেলা দেখার পর সারারাত ঘুমাতে পারিনি বুকে চাঁপা কষ্ট নিয়ে নির্ঘুম রাত কেটেছে।
আপনার প্রতিটি কথার সাথে দ্বিমত পোষণ করার মতো কোনো যুক্তি খুঁজে পাইনি। হ্যাঁ ভবিষ্যতে আরও এমন অনেক কিছুই দেখতে হবে।
কান পেতে আপনার রিপোর্টটা শুনলে চাপা কান্না শুনতে পাই ভাই
ভাই, আপনার গবেষণা আমার সাথে মিলে।
আমি খুব আশা করেছিলাম শ্রীলংকা কে হারিয়ে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল ম্যাচ খেলবে আমি ইন্ডিয়া থেকে বলছি
সত্যিই নোমান ভাই অনেক কেদেছি ।
বর্তমানে তারাই ভালো আছে যারা ক্রিকেট বুঝে না ।
নোমান ভাই আপনাদের প্লেয়ারদের টাইগার বলা ছাড়ুন,,,,,একটা খেলায় জিতে গেলে আপনারা এত লাফালাফি করেন কেন?
কারণ আমরা বারবার জিতি না।
তাই একটা জিতলেই অত্যন্ত আনন্দিত হয়ে যাই
এ সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে সেটা নিয়ে একটা ভিডিও দেন।
My future t20 playing XI for t20 World Cup :
1. Liton Das
2. Mehidy Hasan Miraz
3. Shakib(C)
4. Afif
5. Mossadek
6. Sabbir/Yasir(Depending on Yasir’s injury)
7. Sohan(W & VC)
8. Mahedi
9. Hasan Mahmud
10. Mrritunjoy Chowdhury
11. Taskin Ahmed
Noman bhai kemon future playing XI for t20 World Cup ❓
মুশফিক এবং মাহমুদুল্লাহ এদের বাদ না দিলে ---- এভাবে আরো দেখতে হবে!
আমি নিজেও কেঁদেছি 😢
Same bro😪😪😪
বাংলাদেশের খেলা আর না দেখার চেষ্টা করবো। 😭😭😭😭
ভাই আপনার ভিডিওটিতে লাস্টে যে বলছেন অনেক দর্শক কালকে রাত্রে ঘুমাতে পারেনি কথাটি কম হয়ে গেছে, এই খেলাটিতে হারার পরে কালকে রাতে আমার জ্বর এসেছে। যখনই বাংলাদেশ দল জিততে জিততে হেরে যায় তখনই আমরা দর্শকরা কষ্টে বুক ফেটে যায় সে কষ্ট কাউকে বলার মত নয়, বিশেষ করে আমরা প্রবাসীরা, দেশের একটি জয় দেখতে চাই। আমরা নিজেদেরকে সম্মানিত করতে চাই কিন্তু বারবার আমাদের বুকটা ফেটে যায় কষ্টে যখন আমরা প্রবাসীরা বলতে পারি না যে আমরাও জিততে জানি...
ক্রিকেটারদের জোড় করে হলেও এশিয়া কাপের বাকি ম্যাচ গুলা দেখানো হোক,তারা কষ্টটা বুজবে তখন,আর কিছু শিখুক কিভাবে ক্রিকেট খেলতে হয়
আপনার এই ভিডিও দেখে চোখে পানি চলে আসলো 😢😢
Ready tak aro pani asbe
নোমান ভাই এত কিছুর মধ্যেও আমাদের প্রাপ্তির কিছু জায়গা আছে বলে আমি মনে করি,যা বিশ্বকাপে কাজে দিবে।
১.দলের একজন ওপেনার রানে ফিরেছে,লিটন আসলে সেখানে ওপেনিং টা মজবুত হবে এবার।
২.ব্যাটসম্যান রা রানে ফিরেছে।
৩. বাংলাদেশ থেকে যাওয়ার আগে ম্যানেজমেন্ট বলেছিল যে টার্গেট হবে ১৮০, সেটা ফুলফিল হয়েছে।
৪. সাকিবের অধিনায়কত্ব ভালো ভাবেই কাজ করছে যদি আমরা ছেড়েছি তবুও আমি মনে করি মাহমুদুল্লাহ থেকে ভালো।
আমরা জানি যে আসলে সাকিব আসার আগে বাংলাদেশ অবস্থা খুব একটা ভালো ছিল না। সে ক্ষেত্রে সাকিব এখন এসে বাংলাদেশ কে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি মনে করি সেটা ভালোভাবেই করতে পেরেছে দুইটা ম্যাচ খেলে। এখন যদি ইয়াসির, লিটন এবং সোহান আসে তবে আরো ব্যাটিংস্ট্রং হবে এবং স্লগ ওভার জন্য আমাদের দুই তিনজন বোলার প্রয়োজন। নোমান ভাই আমি খুবই আশাবাদী সাকিবের নেতৃত্ব নিয়ে, যে সামনের বিশ্বকাপে অন্তত আমরা কয়েকটা বড় দলকে হারাতে পারবো।
খুবিই সত্য কথা গুলো বলেছেন ভাই।
মুসফিকের জায়গায় সোহান আর মাহমুদুল্লাহর জায়গায় ইয়াসির রাব্বিকে খেলানো উচিৎ!
Rights ❤️🤟
শালারা ১৫ বার অভিজ্ঞতা অভিজ্ঞতা করে,দিনশেষে এই অভিজ্ঞতা চো*তে গিয়ে দল হারে,মেযাযটা কার না খারাপ হয় ভাই বলেন!
ভাই শেষের দিকে আপনার কথা শুনে চোখে পানি চোলে আসল 😭😭💔
Fact
Nasum missing( Most poor thinking to go with 4 off spinning option)
Miraj should a bowl after Sanaka getting out.
Last over penalty might not have been imposed
that could be the game to Bangladesh.
কালকে খেলা দেখার পর আমি সারারাত ঘুমাতে পারি নাই ভাই 😢😢
2 matche ektai prapti Mosaddeker hard hittimg ability .Mosaddek chara ar karo performance e temon bhalo chilo , Shakib ar Taskin o Motamuti bhalo khelse
Mehedi r Sabbir er opening
প্রত্যেকটা কথা যুক্তিসংগত।
I don't think mushi and Riyad would be considered for the world cup eleven when Yasir Ali, Litton Das and Nurul Hasan Sohan come back to the squad.
Nagin Dance hbe to abr?
ক্যামেরার সামনে না থাকলে হয়তো চোখ দিয়ে পানি পড়েই যেতো নোমান ভাই এর 😭😭
ভাই এত কষ্ট আমি আর নিতে পারতেছি না। কাল আমি চিল্লাইয়া কেঁদেছি।
😭😭😭
Tum log kabi jeet nahi sakte kangladesh
ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত। এই হারগুলো আমাদের ঘুম কেরে নেয় 😭😭
ভাই কালকে সারাক্ষণ আপনার সাথে খেলা দেখছি সত্যি শেষ দিকে খুবই কষ্ট পাইচি অনেকটা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ছিল।
আল্লাই ভালো জানে কালকে কতো বাংলাদেশি দর্শক হার্ট অ্যাটাক করছে।
শব্দটা হার্ট অ্যাটাক,,আর ব্রেন স্ট্রোক
ভাই লেগ স্পিনার নিয়ে কিছু বলেন
ভাই আপনে চুল এখনো কাটেন নাই
সত্যি নোমান ভাই ঘুমাতে পারিনি।।।
আর কত! এই সময়কার বিশ্ব ক্রিকেটে সব খেলোয়াড় সব ফরম্যাটে সমান পারদর্শী নয়। যেমন আমাদের দলের দুই ভায়রা ভাই টি-টোয়েন্টির জন্যে নয়। এটা দল কেবল নয়, দলের দুই ভায়রা মুশফিক এবং মাহমুদুল্লাহকেও মেনে নিতে হবে।
khub valo laglo bislehon gulo. apni amar moner kotha gulo bole dilen vai, kalker macth namar ageo ami amar bondhu der ke bolsi musfiqur rahim ke kno akhono ato guruttopurno macth namano hoy, agulo shudui age valo khelse tar protidan hishebe namano hoy, kintu ar koto ar koto, cristiano ronaldor moto player akhon side banch boshiye rakha hoy, bangladesh team manajmant ar koto ader protidaner dam dite giye amader imotion niye khela korbe, ar koto koto
অনেক কান্না করেছি,,কালকে রাতে সত্যি ঘুমাতে পারিনি 😓😓😓।
Noman vai kalke rate onek kosto hoyce 🇧🇩 kobe siekhbe sikhar ses hoy na
দোষ খেলোয়ারদের না, দোষ আমার আপনার আমরা কেনো খেলা দেখি😭
😐😐😐
So awesome apnar Kotha
মুশি আর রিয়াদ এর জন্য আফিফ আর মোসাদ্দেক বেশি সুবিধা পাচ্ছে না। মুশি আর রিয়াদ ভাই প্লিজ আপনারা অবসর নেন।
Rights 🤟
শালারা ১৫ বার অভিজ্ঞতা অভিজ্ঞতা করে,দিনশেষে এই অভিজ্ঞতা চো*তে গিয়ে দল হারে,মেযাযটা কার না খারাপ হয় ভাই বলেন!
@@shadmansakib5642 এদের দেখলে এখন শরীর জ্বলে যায়
Bhai ekta leg spinner lagbe valo r pacer der Yorker kora sikhte hobe ..t20 te run atkanor ektai upay slow ball wide yorker
ভাই বাংলাদেশের খেলা আসলে অধীর আগ্রহে অফিস থেকে ছুটি নিয়ে সবাই হাসি খুশি মুখে খেলা দেখতে যাই আর ফিরে আসি বুক ভরা বেদনা আর অশ্রু ভরা চোখ নিয়ে বাসায়😭😭😭😭😭😭😭😭
I love you Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩💯💝
😔
কি আনন্দ আকাশে বাতাসে 🤣🤣🤣🤣🤣
আপনি ভাই সবসময় মুশফিকের পিচনে লাগিয়ে থাকেন
বাংলাদেশ এই ধরনের ম্যাচ হারের পর যতটা কষ্ট লাগে পরীক্ষায় খারাপ করলেও ততটা কষ্ট লাগে না
Tik vai
Thik
ধন্যবাদ ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কিছু বলেন, প্লেয়ার এবং বোর্ড এর সমস্যা কোথায়? টাকা ও আছে সুজোগ ও আছে সমস্যা কোন যায়গায়??
আমিতো খেলা শুরুর আগেই বলেছিলাম বাংলাদেশ হারবে!!!
আমিও তাই ভাবছিলাম 🙂💔
ভাই কতটা কষ্ট পেলাম বলে বুঝানোর ভাষা নাই, আপনার মতো আমরাও কান্না লুকিয়ে হেসেছি😭😭😭
ভাই চুল কাটার দরকার নাই।
।
যার নাক কাটা যায় তার চুল কাটলে কি হবে।
যারা ক্রিকেট বোঝেনা তারাই বর্তমানে সব থেকে সুখী 😥😥🇧🇩🥀
Right now best T20 squad for BD:
1.Liton
2.Afif
3.Shakib(C)
4.Rabbi
5.Sabbir
6.Mosaddek
7.Sohan(wk)
8.Mahedi
9.Saifuddin
10.Taskin
11.Hasan Mahmud
Extra
Nasum,Miraz,Emon,Mritunjoy Chowdhury ,Ebadot/Shariful.
Say no to : Mahmudullah, Mushfiq, Mostafiz,Bijoy,Naim.
Yes
Kire vai miraz re bad diye diln klke eto valo khl lo 🫠
@@Scenzy043 Team combination fact.
মুশফিক আর মাহমুদউল্লাহ আর কত অটো চয়েস থাকবে।?
@@rashedali2042 এই কারনেই তো বাদ দিলাম
বাংলার টিকটক টাইগারদের কাছ থেকে এটাই আশা করছিলাম ,,কষ্ট হয় না মজা পাইছি।
1.Liton
2.Miraz
3.Shakib
4.Afif
5.Yasir Rabbi
6.Musaddek
7.Sohan
8.Mahadi/Saifuddin
9.Taskin
10.Hasan
11.Fizz
Sub
13.Nasum
14.Nipun
15.Ebadot
16.Santo
17.Samim
No more Shanto....please!
সত্য বলেছেন ভাই, কাল থেকে এখন পর্যন্ত একবারও চোখে ঘুম আসেনি।বার বার মনেহচ্চে এই ম্যাচটা দেখতে না গেলে হয়তো ভালোই হতো।
Ready tak agami te aro aei rokom hobe
@@PappuDas-ds5ogতুই কোন দেশী মালরে মাল্লু
আপনি চুলটা কখন কাটবেন😂😂🐍🐍
bhi adike team harse ar apne asen chul kata niya. amer mone hoi apne chaisen je Bangladesh jate hare ar noman bhi jodi chul kate.shame as a Bangladeshi people
@@pele1817 ভাইয়া kotha diya6e noman vai korar ki6u nai 🥺🥺
Noman vai apnake onek valobasi esov noya kotah bolar Jonno, apnar kotah goli sonle cricket boktoder mone ekto santi Pai..
ভাই সাকিব কি খুব ভালো কেপ্টেনসি করছে।
সাকিব একটা ফাও ওভাররেটেড player
একদম বাজে ক্যাপ্টেন্সি করেছে বলার অবকাশ নেই
Rahim er khela charte hobe
Best 11
1. মিরাজ
২.লিটন
৩. সাকিব (c)
4. আফিফ
৫. ইয়াসির
৬. সাব্বির
৭.সোহান
৮. মোসাদ্দেক
৯. সাইফুদ্দীন
১০. ইবাদত
১১. মিত্তুন জয়/ শরিফুল
ভাই কালকে খেলা দেখে স্টক করতে বসেছিলাম আল্লাহ অলপতে এখান থেকে রক্ষা করেছেন
ভাই বাংলাদেশ তো প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিঠকে গেছে। আফগানিস্তান দলটা থেকে শ্রীলংকা বেশ পরিপূর্ণ পরিপাটি একটি দল।এই ম্যাচে পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসবে সেটাই স্বাভাবিক। কিন্তু আগের ম্যাচটা আমাদের সবার কাছে খুবি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা সেটা করতে পারি নি।ফলে যা হইবার তাহাই হইয়াছে। প্রথম রাউন্ড হইতে চোখ মুছিয়া মুছিয়া কহিলাম এবারের মতো মাপ করিয়া দিয়েন,বাড়ি যাইতে দেন।
Tobe amra 2 match e fight korci
Vai kokhon o ball a vul.. kokhon o bat a vul 🥹…ato kosto koi rakbo
মুশফিক ওমাহমুদুল্লাহ ওয়ানডে ও টেস্ট খেলাক না তাই তো হবে।মুশফিক ও মাহমুদুল্লাহ বদলে ইয়াছির ও সোহানকে নামানো হোক
Norman bhai 183 ei pitch e Onek kom karon stroke making er jonno ideal. At least 195 korte hoto karon batting er jonno Onek bhalo. Amar kache turning point duita Afif ke Mushfiq er pore bat kora ar stroke maker Mossadek ke Mahmudullah er pore bat kora. Mahmudullah bole bhalo korse, ashole kichui kore nai ei pitch e 122 strike rate kichui na see Mossadek 9 ball e 24 runs 266 strike rate e bat korse. Mossadek ar kichu ball paile at least 10 runs-15 runs beshi hoto.
যেদিন থেকে অফিসিয়ালি ক্রিকেটে রাজনীতি ঢুকেছে ঐদিন থেকে দলের অবস্থা দিনদিন নিচের দিকে নেমেছে। specifically বললে ২০১৮ সালে নির্বাচনের আগে।
Fa inna ma'al usri yusra...surely with hardship comes ease and comfort..apnara khali shomalochona na kore patience rakhen...apnar shomalochonai kono kam hobe na..player ra to iccha kore hare nai...shobai to try korse..apni bashai boshe khela dekhle easy mone hoi