সিনেমাটা দেখতে বসেছিলাম হাসিমুখ নিয়ে । শেষ হলো কান্না দিয়ে।আসলে এটা একটা সিনেমা।তারপরও সালমান শাহ স্যারের জীবনের সাথ এ এত মিল !!!!এটা ভেবে প্রচুর পরিমাণে কেঁদে ফেলেছি! শেষ টা এমন না হলেও পারতো! সালমান শাহ্ সার আমার অনেক প্রিয় একজন অভিনেতা। ওনার আত্মার শান্তি কামনা করি। গান শুনে কিংবা সিনেমা দেখে কাদার চেয়ে প্রিয় মানুষের জন্য মোনাজাতে দোয়া করা অনেক ভালো।এটা ওনার আত্মার জন্য ভালো হবে!!!❤️❤️❤️😶😔💙💚💛 ওনার ছবি দেখলেই কেনো জানি কান্না পায়। মানুষটা আজকে বেচেঁ থাকলে সুখের সংসার হতো। ওনার প্রাক্তন স্ত্রী কে একটা ফাজিল মার্কা মহিলা ছাড়া আর কিছুই লিখলাম না। আল্লাহ ওনার উচিত বিচার করুক তাই চাই!
Acha ai movie te shalman sha k keno hero banalo?? Hothat kore more gelo ai kahini keno dekhano holo?? Ta hole ki ai movie korte korte shalman sha sotti sotti more kai🤣😭😭😭
@@nowshintonny159Salman shah er double role e acting korar kotha chilo.Uni mara jawar por story change kora hoi ar amin khan others part gulo korano hoy.
খুব ভালো লাগলো পুরনো সিনামা টা আবার নতুন করে দেওয়ার জন্য। কারণ এমন সিনামা বাংলাদেশের বুকে ২য় বার কেউ বানাতে পারবে না। এমন অভিনয় তো এক কথায় অসাধারন।।❤❤❤❤
অমর নায়ক।। অমর হয়ে থাকবেন কোটি কোটি মানুষের হৃদয়ে।।। আনন্দ অশ্রু মুভি টা ২২ বার দেখেছি আমি।। খুব ভালো লাগে ।।Miss you সালমান শাহ্।।❤️❤️🇮🇳।। ২১/৯/২০২২ কে কে দেখছো।।লাইক দিন।।।
আমার জন্মের ৬ বছর আগে ওনি মারা গেছেন। তবুও আমি ওনার বড় fan। এতো অসাধারণ স্টাইল, অসম্ভব সুন্দর অভিনয় যা আর অন্য কোন নায়কের মধ্যে দেখিনি। এজন্যই ওনি মহানায়ক। সবসময় ওনাকে ফলো করার চেষ্টা করি। ওনার ছবিতে যতগুলো গান আছে সম্ভবত সবই আমার মুখস্থ।
আমার জানতে ইচ্ছা করে স্বপ্নের নায়ক সিনেমার মূল কাহিনী কি ছিল। যদি সালমান তখন মারা না যেতেন এবং মূল কাহিনী অনুযায়ী সিনেমা শেষ করা যেতো তাহলে এটি অন্যতম ব্যবসাসফল ছবি হতো। কিছু শুটিং করে সালমান মারা যাওয়ায় কাহিনী ঘুরিয়ে আমিন খানকে এনে কোনোমতে ছবিটা শেষ করা হয়। কন্ঠটাও সালমানের নয়। তারপরও মানুষ সালমানকে ভালোবেসে এখনো সিনেমাটা দেখছে। এই যেমন আমি ২০২৩ এর সেপ্টেম্বরে আরেকবার দেখলাম।
আজকে আমি ভাই জানতে পারলাম। আমিন খানের চরিত্র যে ছোট ছেলেটি অভিনয় করেছে। সে চারদিন হলো চ্যানেল আইয়ে ইন্টারভিউতে বলেছে। তার ডাবল রোল ছিল। সে হিসেবে সালমান শাহ ডাবল রোল। যে ছেলেটা মায়ের কাছে ছিল। সে ছিল সালমান শাহ। সিনেমা সে মারা যাওয়ার পর। বিলেত ফেরত ডাবল রোল আবার সালমান শাহ। সালমান শাহ যদি বেঁচে থাকতেন। তাহলে আমার মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে অন্যতম সিনেমা হতো স্বপ্নের নায়ক। আই মিস ইউ ইমন।
সালমান শাহ ভক্তদের বলছি, আপনারা সবাই দয়া করে সালমান শাহ এর মুভি গান বয়কট করুন, কারণ আপনারা যত তার মুভি, গান দেখবেন শুনবেন তার ততো আজাব হবে, সত্যি যদি ভালবেসে থাকেন তাহলে দয়া করে শুনবেন আশা রাখি....
@@shahriyarhridoy8833 এই সিনেমার আসল কাহিনীতেও সালমানের মারা যাওয়ার কথাই ঠিক করা ছিল তবে তখন প্ল্যান ছিল সিনেমায় সালমানের ডাবল রোল থাকবে। কিন্তু সালমান মারা যাওয়ায় কাহিনীতে গোঁজামিল এনে আরেক ভাইর চরিত্রে আমিন খানকে আনা হয়
ভাইরে আমি কি দিয়ে বুজাবো আমি তার কতো ভক্ত। আমি নামাজ পড়ে সব সময় তার জন্য দোয়া করি।আর একটা সত্যি কথা বলবো আমি প্রতিদিন রাতে তার ছবি দেখি আর কান্না করি তারপর ঘুমাই
সালমান শাহ হলো একটা ভালবাসার নাম, আর সেই ভালবাসা জার মনে থাকবে, সে কখোনো সালমান কে ভুলতে পারবে না, আমাদের সবার প্রিয় অমর নায়ক সালমান শাহর প্রতি অবিরাম শ্রদ্ধা সম্মান ভালবাসা রইলো আজিবন, (29-6-2023)
সালমান শাহ্ সুপার হিরো সন্দেহ নেই আর আমিন খান সেই অবুঝ দুটি মন দিয়ে শুরু আজ অবধি সেই মায়াময় মুখ সেই কন্ঠ সেই অভিনয়ের ঝলকানি খুব ভালো লাগে আর কোন পরিচালকের আমিন খানকে নিয়ে কোন অভিযোগও নেই তার বিরুদ্ধে শুধু একজন ভালো নায়কই নয় একজন খুব ভালো মনের মানুষও আমিন খান।
আমি অত্যন্ত ভক্ত আমার ছোটবেলার মহানায়ক সালমান শাহ সরাসরি দেখার ভাগ্য আমার হয়নি আমি খুবি আফসোস করি কেন দেখার ভাগ্য আমার জুটলোনা। আমি ওনার মৃত্যুর সংবাদ পত্রিকা দেখে ছিলাম যা এখনও মনে পরে। সেই দিনের কথা মনে পরলে চোখের পানি ধরে রাখা যায় না। আজও সেই দিনকে মনে রেখে কষ্ট লুখিয়ে রেখেছি। পরকালে ও যেন ওনার সাথে দেখা হয় আমিন।
তিনি আমার জন্মের তিন বছর আগে মারা গেছেন🥹💔তবুও আমি তার একজন অনেক বড় ফ্যান। ০৫-০৮-২০২৪ তারিখে মুভিটা দেখছি তিনি আমাদের সবার স্বপ্নের নায়ক ছিলেন এবং থাকবেন আজীবন 💜🫰
সালমান শাহ্ এর প্রতিটি ছবি দেখেছি। কিন্তু আজ মনে হলো এই ছবিটি দেখিনি। তাই দেখতে বসেছি। আজই "তুমি আমার" ছবিটি আবার দেখলাম। ০৯/০৮/২০২২ সালমানের ছবি আর গান যূগ যূগ ধরে স্বরনীয় হয়ে থাকবে
২০২৪ সালে ছবিটি দেখলাম। ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম?দেখি কতগুলো লাইক পড়ে।শালমানশাহ্ শাবনূরের এই ছবি গুলো চির সবুজ আজিবন মানুষ দেখবে🥀🥀🥀❤❤
এতদিন আপনি যে বাঁচবেন তার গ্যারান্টি কি?
Shopner Nayok sara jibon amder moner modde theke jabe . My favorite hero
2024 a deklam nice movie
@@tarekrahman3633Jab😅
যারা যারা ২০২৪ সালে দেখছো তারা লাইক করো।
প্রিয় নায়ক সালমান শাহর স্বরনে,সালমান শাহ অভিনীত ২৭ টি মুভি দিয়ে কিছু লেখার চেষ্টা.....
"বুকের ভিতর আগুন" নিয়ে "আনন্দ অশ্রু" বিসর্জন দিয়ে "প্রেম যুদ্ধে" জয়ী হয়ে "আঞ্জুমান" কে বলেছিলে "তুমি আমার" মোরা দুজন "সুজন সখি"। একশ একর জমি "দেনমোহর" মেনে "প্রিয়জন"কে ঘরে নিয়ে, "মহামিলন" ক্ষনে তুমি বলেছিলে আমি "তোমাকে চাই"। "স্নেহ" আর "আশা ভালবাসা" ভরা "এই ঘর এই সংসার"কে "কন্যাদান" করে তুমি গড়ে ছিলে "জীবন সংসার"। "মায়ের অধিকার" প্রতিষ্ঠা করতে তুমি "বিক্ষোভ" করে বলেছিলে একদিন অত্যাচারির "বিচার হবে"। "চাওয়া থেকে পাওয়া" পূর্ন করতে "প্রেম পিয়াসি" তুমি "স্বপ্নের পৃথিবী"তে পৌছাতে মোদের দিয়েছিলে "স্বপ্নের ঠিকানা",জীবনের শেষ নিঃশ্বাসে বলে গেছো "সত্যের মৃত্যু নেই"।তাই "কেয়ামত থেকে কেয়ামত" পর্যন্ত মোদের "স্বপ্নের নায়ক" "শুধু তুমি" রবে "অন্তরে অন্তরে"।
Khub sundor
Best of salmon shah
ভাই অসাধারন লিখেছেন।
অসাধারণ
@🇧🇩পাবনার ছেলে🇧🇩:জীবন চলার পথে সব বাস্তব কথা তুলে ধরা হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে।। ❤️এর হলো প্রকৃত শিল্পী❤️❤️❤️
2040 সালেও মুভিটা হিট থাকবে
স্বপ্নের নায়ক ছবিটা অনেক ভালো লাগলো, সালমান শাহ সত্যি ভাই স্বপ্নের নায়ক ছিল ,তার অভিনয় গুলো ছিল অনেক ভালো,
২০২৩ সালে কমেন্ট টা করে গেলাম ২০৪০ সালের জেনারেশনের জন্য,,,,
যাতে তারা বুঝতে পারে সালমান শাহ কতোটা জনপ্রিয় ছিল
Ejjd😅😅
২০২৪ সালে আবার দেখলাম মুবি টা সালমান সাহ মুভি গুলো অনেক ভালো লাগে দেখলে কান্না আসে।।।।
সিনেমাটা দেখতে বসেছিলাম হাসিমুখ নিয়ে ।
শেষ হলো কান্না দিয়ে।আসলে এটা একটা সিনেমা।তারপরও সালমান শাহ স্যারের জীবনের সাথ এ এত মিল !!!!এটা ভেবে প্রচুর পরিমাণে কেঁদে ফেলেছি!
শেষ টা এমন না হলেও পারতো!
সালমান শাহ্ সার আমার অনেক প্রিয় একজন অভিনেতা।
ওনার আত্মার শান্তি কামনা করি।
গান শুনে কিংবা সিনেমা দেখে কাদার চেয়ে প্রিয় মানুষের জন্য মোনাজাতে দোয়া করা অনেক ভালো।এটা ওনার আত্মার জন্য ভালো হবে!!!❤️❤️❤️😶😔💙💚💛
ওনার ছবি দেখলেই কেনো জানি কান্না পায়।
মানুষটা আজকে বেচেঁ থাকলে সুখের সংসার হতো।
ওনার প্রাক্তন স্ত্রী কে একটা ফাজিল মার্কা মহিলা ছাড়া আর কিছুই লিখলাম না।
আল্লাহ ওনার উচিত বিচার করুক তাই চাই!
Acha ai movie te shalman sha k keno hero banalo?? Hothat kore more gelo ai kahini keno dekhano holo??
Ta hole ki ai movie korte korte shalman sha sotti sotti more kai🤣😭😭😭
@@nowshintonny159এটার কারন হলো সালমান ঐটুকু করা পর্যন্ত বেচে ছিলো তারপর যখন সত্যি সালমান শাহ মারা গেলো তখন ছবির কাহিনিটা আবার অন্যভাবে লিখা হয়েছিলো
@@nowshintonny159Salman shah er double role e acting korar kotha chilo.Uni mara jawar por story change kora hoi ar amin khan others part gulo korano hoy.
আমাদের সিলেটের গর্ব আমাদের এই প্রিয় নায়ক সালমান শাহ যতদিন বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্রে থাকবে উনাকে কেউই ভুলবে না, অমর হয়ে থাকবেন তিনি
খুব ভালো লাগলো পুরনো সিনামা টা আবার নতুন করে দেওয়ার জন্য।
কারণ এমন সিনামা বাংলাদেশের বুকে ২য় বার কেউ বানাতে পারবে না।
এমন অভিনয় তো এক কথায় অসাধারন।।❤❤❤❤
বাঃ খুব সুন্দর চমৎকার অপুর্ব অসাধারণ আমিন খান ও শাবনুর তুমাদের অভিনয়
Up
সালমান শাহ এর তুলনায়
সালমান তার নিজেই ।😢😢
অমর নায়ক।। অমর হয়ে থাকবেন কোটি কোটি মানুষের হৃদয়ে।।। আনন্দ অশ্রু মুভি টা ২২ বার দেখেছি আমি।। খুব ভালো লাগে ।।Miss you সালমান শাহ্।।❤️❤️🇮🇳।। ২১/৯/২০২২ কে কে দেখছো।।লাইক দিন।।।
2022-23.
এই সিনেমার ডাবিং করার আগেই সালমান শাহ ইন্তেকাল করেছিল সালমান শাহর ঝাঝালো কন্ঠটা খুব মিস করলাম। এটা সাকিল খানের কন্ঠ
কিসের ডাবিং।
সিনেমা ৪ ভাগের ১ ভাগ করে মারা গেছিলেন সালমান। পরে আমিন খানকে নিয়া কাহিনি চেঞ্জ
@@Sfjoyarif1234 যতটুকু করেছে ঐটুকুও সালমান শাহর কন্ঠ না
১০০%রাইট ভাই
Eta akdom tik tak movi. Buker betor agun ei movi ordek kore salman sha mara jay tar por ferdose ei movi ti kore. Salman sar histori cek kore dekun
@@farjanaisha624 এটা বুকের ভেতর আগুন সিনেমা এটা স্বপ্নের নায়ক সিনেমা,,
আমার জন্মের ৬ বছর আগে ওনি মারা গেছেন। তবুও আমি ওনার বড় fan। এতো অসাধারণ স্টাইল, অসম্ভব সুন্দর অভিনয় যা আর অন্য কোন নায়কের মধ্যে দেখিনি। এজন্যই ওনি মহানায়ক। সবসময় ওনাকে ফলো করার চেষ্টা করি। ওনার ছবিতে যতগুলো গান আছে সম্ভবত সবই আমার মুখস্থ।
সালমান শাহ, মায়া ভরা মুখ,বচন ভঙ্গি, অসাধারণ অভিনয় অন্য কোনো নায়কের মধ্যে পাওয়া যায় না, আমাদের সিলেটের গর্ব
সালমান খুব ভালো লাগলো পুরনো সিনামা টা আবার নতুন করে দেওয়ার জন্য
বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ। স্বপ্নের নায়ক
আমার জানতে ইচ্ছা করে স্বপ্নের নায়ক সিনেমার মূল কাহিনী কি ছিল। যদি সালমান তখন মারা না যেতেন এবং মূল কাহিনী অনুযায়ী সিনেমা শেষ করা যেতো তাহলে এটি অন্যতম ব্যবসাসফল ছবি হতো। কিছু শুটিং করে সালমান মারা যাওয়ায় কাহিনী ঘুরিয়ে আমিন খানকে এনে কোনোমতে ছবিটা শেষ করা হয়। কন্ঠটাও সালমানের নয়। তারপরও মানুষ সালমানকে ভালোবেসে এখনো সিনেমাটা দেখছে। এই যেমন আমি ২০২৩ এর সেপ্টেম্বরে আরেকবার দেখলাম।
আমারও মূল কাহিনী জানতে ইচ্ছে করে
এই ছবির পরিচালক বলেছিলেন ছবিটিতে সালমানশার ডাবল রোল করার কথা ছিলো
Akdom thik bolchen,,,salman shah k choto kora hoiche ai movie te
আমি ০৬/০৬/২০২৪ দেখলাম...
আজকে আমি ভাই জানতে পারলাম। আমিন খানের চরিত্র যে ছোট ছেলেটি অভিনয় করেছে। সে চারদিন হলো চ্যানেল আইয়ে ইন্টারভিউতে বলেছে। তার ডাবল রোল ছিল। সে হিসেবে সালমান শাহ ডাবল রোল। যে ছেলেটা মায়ের কাছে ছিল। সে ছিল সালমান শাহ। সিনেমা সে মারা যাওয়ার পর। বিলেত ফেরত ডাবল রোল আবার সালমান শাহ। সালমান শাহ যদি বেঁচে থাকতেন। তাহলে আমার মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে অন্যতম সিনেমা হতো স্বপ্নের নায়ক। আই মিস ইউ ইমন।
মনে হয় শালমান মরে নি বেচে আছে আবার বুঝি নতুন কোনো সিনেমায় দেখা জাবে শালমান কে এই ভেবে ভেবে তার মুভি গুলো বার বার দেখি ❤❤❤❤❤❤❤❤
কিছু বছর আগে সালমান শাহকে চিনলাম সত্যিই তার অভিনয় খুব ভালো
স্বপ্নের ঠিকানা " মুভিটা সম্পুর্ন আপলোড দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
মৃত্যুর পরও অমর হয়ে আছো তুমি প্রিয় সালমান শাহ্ 😭😭😭
সালমান শাহ বাংলা সিনেমার আইকন ❤️❤️❤️❤️
👍💝💝💝
বাংলাদেশ চলচ্চিত্রের রাজপুত্র 🤴
আমি সালমান শাহ কে দেখিনি কিন্তু তার জন্য ভক্তদের ভালোবাসা দেখেছি।
সালমান সাহ নামটা সুনলেই কলিজার মদ্ধে একটা চাপ অনুভব হয়।
সালমানসাহা মরেনি বেছে থাকবে আমাদের মাঝে সারা জীবন
পাগলের মত কথা বলেন কেনো
Sotti amar sudhu matro ai manus atar jonno onek kharap lage😭😭😭ato nayok morese kisui mone hoy na but salmanshar jonno kemon jeno kosto lage..
সালমান শাহ ভক্তদের বলছি, আপনারা সবাই দয়া করে সালমান শাহ এর মুভি গান বয়কট করুন, কারণ আপনারা যত তার মুভি, গান দেখবেন শুনবেন তার ততো আজাব হবে, সত্যি যদি ভালবেসে থাকেন তাহলে দয়া করে শুনবেন আশা রাখি....
True
খুব ভালো একজন নায়ক ছিলেন,,, আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ ❤❤❤
সালমান শাহ মরেনি সালমান আমাদের মাঝে বেচে থাকবে চিরদিন
Bub
❤❤
❤❤❤
কিছু কিছু মানুষের জীবন মুভির মত কাহিনি, এই কাহিনি বুজবার মত পৃথিবীতে আর সেই মানুষ নেই এখন। আলহামদুলিল্লাহ 🇧🇩🌏
Thanks
এই ছবি দেখলে সালমান শাহ সিনেমার কষ্ট দৃশ্য মনে পড়ে।
সালমান স্মরণে শাবনূর 🌹🌹
ভালোবাসি শাবনূর 🌹🌹
সালমান শাহ ভাইর মুভি বার বার দেখি " কারণ শিক্ষনীয় শিকার অনেক কিছু আছে.এমন মুভি এখন আর নেই
( অভিনেতা মাছুম )
সালমানশাহ জীবন্ত এক নয়ক যা কোনো দিন কেউ ভুলবেনা
সালমান শাহ কে খুব মিস করতেছিলাম ছবির মাঝের অংশ থেকে শেষ অবদি।
সালমান শাহ হচ্ছে বাংলার স্টাইলিশ নায়ক
অসাধারণ একটি মুভি৷ সালমান শাহ ভাই সারা জীবন স্বপ্নের নায়ক হয়েই থাকবে আমাদের মাঝে৷
@🇧🇩পাবনার ছেলে🇧🇩:জীবন চলার পথে সব বাস্তব কথা তুলে ধরা হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে।। ❤️এর হলো প্রকৃত শিল্পী❤️❤️❤️
বাংলাদেশ চলচ্চিত্রে একমাত্র সেরা নায়ক সালমান সাহা আমার প্রিয় নায়ক ওর সাতাশটা ছবি সবগুলো ছবি আমি দেখেছি
সালমান শাহ্ নামটাই ইতিহাস
স্বপ্নের রাজকুমার সালমান শাহ
নিশি দিন প্রতি দিন সপ্নে দেখি এই গানটা এখন সবচেয়ে বেশি ভাইরাল ❤️
আল্লাহ আপনি সালমান সাহ কে মাফ করে জান্নাত নসিব করুন।
ইস্কাটন রোড ইস্কাটন প্লাজা নায়ক সালমান শাহ এর বারি টা দেকলেই কান্না চলে আসে ।😢😢😢
সালমান শাহ এর আরো মুভি দেখতে চাই plzz
সালমান শাহ্ মানেই ছবির পূর্ণতা
আজ ১২.১.২০২৪ সালে এসে ছবি টা দেখলাম খুব ভালো লাগলো অসাধারণ লাগছে
এই মহান নায়কের জন্মভূমিতে আমারো জন্ম সত্যিই আমি ধন্য কারণ আমাদের সিলেটের একজন মহান নায়ক ছিলেন যার কোন হেটার্স নেই
সালমান শাহ-আমিন খানের অভিনয় খুবই ভালো লাগে
Salman Shah r ovinoy onnek bhalo Legeche. তবে সেরা নায়ক সালমান শাহ। আমিন খানও ভাল
সালমান শাহ অনেক ভালো অভিনেতা তবে আমিন খান ও কোনো অংশে কম না হিরো হিসেবে নায়ক আমিন খান মানেই সব দিকেই ফিট হিরার টুকরো হিরো নাম্বার ওয়ান হিরো
কাহিনী টা কেমন জানি, সালমান শাহের সব সিনেমায় শেষে সে মারা যায়, এজন্যই হয়ত বাস্তবেও তাকে এই কাহিনী তাকে আকড়ে ধরেছে
you are right
সালমান শাহ প্রায় ২৫ টি সিনেমা অসমাপ্ত রেখে মারা যান।তার মধ্যে কিছু সিবেমা গুজামিল দিতে মুক্তি দেয়া হয়।তাই কাহিনীগুলো এমন।
@@shahriyarhridoy8833 এই সিনেমার আসল কাহিনীতেও সালমানের মারা যাওয়ার কথাই ঠিক করা ছিল তবে তখন প্ল্যান ছিল সিনেমায় সালমানের ডাবল রোল থাকবে। কিন্তু সালমান মারা যাওয়ায় কাহিনীতে গোঁজামিল এনে আরেক ভাইর চরিত্রে আমিন খানকে আনা হয়
আমিও আপনার মত এই কথা বলি সব সিনেমা সালমান সহ মারা যায়
কাহিনী এবং চিত্রনাট্য খুবই সস্তা তারপরেও সালমান খুব সুন্দর।
আমার প্রিয় সুপার স্টার নায়ক সালমান শাহ্ এবং শাবনূর এই দুই জুটি আমার কাছে সারা জীবন মনে থাকবে❤❤❤❤❤ ওপরে ভালো থেকো স্যার
মহানায়ক সালমান চিরকাল আমাদের কাছে যুবক হিসেবেই থাকবে কখনো বৃদ্ধ হবেনা।
❤❤❤
Our real Hero Salman Shah . new laptop kine prothom apner movie deklam. apner jonno onek onek dua & valobasa roilo. 6/05/2023.
সালমান সাহ হচ্ছে আমাদের সিলেটের গৌরব ❤❤❤,,,..? শুধু তাই না সালমান সাহ হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের গৌরব ♥️♥️♥️♥️♥️♥️♥️
2024 সালে কে কে এই ছবিটা দেখেছো লাইক করো
স্বপ্নের নায়ক সালমান শাহর
সত্যি খুব কষ্ট লাগে যখন সালমান শাহর ছবিগুলা আবার দেখি। এত মায়াবী চেহারা আগে কখনো দেখিনি।
সত্যিই তুমি স্বপ্নের নায়ক
তোমার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তোমাকে বেহেশত নসিব করে
আমিন।
ভাইরে আমি কি দিয়ে বুজাবো আমি তার কতো ভক্ত। আমি নামাজ পড়ে সব সময় তার জন্য দোয়া করি।আর একটা সত্যি কথা বলবো আমি প্রতিদিন রাতে তার ছবি দেখি আর কান্না করি তারপর ঘুমাই
ভাই তুই কনফার্ম জান্নাতি😅😂
Pagol
😂😂😂@@420comedybanglatv8
শালমান ভাইটির জন্য এক অজানা মায়া মনে লাগে ।সেই ছোট থেকে তার ভক্ত আমি ।আল্লাহ তাকে মাফকরে দিন ।আমিন
সালমানসাহা সর্ব কালের সেরা নায়ক
কমেন্ট বক্সে সালমান শাহ্ প্রশংসা সবাই করলো অথচ অথচ শেষের দিকে আমিন খান এত সুন্দর অভিনয় করলো তার প্রশংসা কাউকে করতে দেখলাম না।
চাওয়া থেকে পাওয়া মুভিটা দিলে ভালো হয়
সালমান শাহ হলো একটা ভালবাসার নাম, আর সেই ভালবাসা জার মনে থাকবে, সে কখোনো সালমান কে ভুলতে পারবে না, আমাদের সবার প্রিয় অমর নায়ক সালমান শাহর প্রতি অবিরাম শ্রদ্ধা সম্মান ভালবাসা রইলো আজিবন, (29-6-2023)
সালমান শাহ্ সুপার হিরো সন্দেহ নেই আর আমিন খান সেই অবুঝ দুটি মন দিয়ে শুরু আজ অবধি সেই মায়াময় মুখ সেই কন্ঠ সেই অভিনয়ের ঝলকানি খুব ভালো লাগে আর কোন পরিচালকের আমিন খানকে নিয়ে কোন অভিযোগও নেই তার বিরুদ্ধে শুধু একজন ভালো নায়কই নয় একজন খুব ভালো মনের মানুষও আমিন খান।
এই সিনেমাটা দেখে চোখে পানি আসেনি কিন্ত অন্তরে ঝড় বয়েগেছে আল্লা সালনান কে জান্ত দান করো
সালমান শাহ মুভির মাঝখানে এসে উদাও হয়ে যাবে জানলে মুভিটা দেখতাম না😢😢
আপনি আমার মনের কথা বলছেন।
সালমান শাহ... ❤
সবচেয়ে প্রিয় নায়ক, স্বপ্নের নায়ক।
ছবির নামটা সার্থক।
২০২৩ সালে আবারো আসলাম মুভিটা দেখতে আমার প্রিয় একজন নায়ক সালমান শাহ
প্রিয় কিংবদন্তি নায়ক সালমানশাহ তোমাকে ভুলার মত নয়
এই বাংলাদেশে যতো হিরোই আসোক সালমানের মতোন অভিনয় আর মায়া ভরা মুখ নিয়ে কেও আসতে পারবেনা,,,সবার সেরা এই নায়ক
এই শহর অভিমান বুঝে না,,🥺
এই শহর মন খারাপের কারণ খুঁজে না,,😥
সালমান শাহকে আমিও চিনতামনা কিন্তু কিছু বছর আগে চিনলাম মান্না ও সালমান শাহ আমদের অহংকার
স্বপ্নের ঠিকানা মুভিটা পুরো আনকাট ভার্সন আপলোড করলে ভালো লাগবে
সালমান শাহ এই মুভিটা পুরোপুরি শেষ করতে পারলে আরো বাম্পার হিট হত।
2023 still now favorite Salman shah ❤️
2060 সালেের জন্য কমেন্ট টা করে গেলাম জাতে আমার সন্তানরা এসে এই কমেন্ট টা দেখতে পাই আর এসে বলতে পারে আমার বাবাও একদিন সালমানশাহর ভক্ত ছিল🙏🙏
😂😂😂 বোকা চোদা
সত্যি সালমান শাহ্ অভিনয় গুলো দেখলে তার জন্য খুব কষ্ট হয়
কি মায়া ভরা মুখ
Mohan Allah Rabbul Al-Amin Salman vai k Jannatul-Ferdaush noshib korun.Amin 🤲
তরুণ প্রজন্মের অনেকেই সালমান কে দেখে নাই তারপরও তার কঠিন ভক্ত। আগামী পঞ্চাশ বছর পরেও তার জনপ্রিয় থাকবে ধরা ছোঁয়ার বাহিরে।
Salman shah tomi amader majhe acho ,chile and ajibon takbe 🥺🥺
2024,4 October
Srity rekhe gelam 😢
সালমান সাহ তুমি আছো কোটি মানুষের মনের মনি কোঠায়, তোমাকে আজও আমরা ভুলি নাই, আর কোনো দিনও ভুলতে পারবো না,
সালমানের ভয়েস টা নায়ক সাকিল খানের মতো লাগে
এই মুভির ডাবিংয়ে সালমান শাহ্ ছিলেন না।
❤ভাল ও ভাললাগার মানুষ পৃথিবীতে থাকে না, আবৃত্তি তো থাকে
আমি অত্যন্ত ভক্ত আমার ছোটবেলার মহানায়ক সালমান শাহ সরাসরি দেখার ভাগ্য আমার হয়নি আমি খুবি আফসোস করি কেন দেখার ভাগ্য আমার জুটলোনা।
আমি ওনার মৃত্যুর সংবাদ পত্রিকা দেখে ছিলাম যা এখনও মনে পরে।
সেই দিনের কথা মনে পরলে চোখের পানি ধরে রাখা যায় না।
আজও সেই দিনকে মনে রেখে কষ্ট লুখিয়ে রেখেছি।
পরকালে ও যেন ওনার সাথে দেখা হয় আমিন।
শালমান শাহ র সিনেমা শেষ করার পারফেক্ট হিরু আমিন খান ই ছিল!
আমিন খান সব অভিনয় ই জানেন!
চির সবুজ আমিন খান❤️❤️❤️
Sotti kotha
Ferdus k na Diya buker bitor agun Amin khan korle Valo hoto
রাইট বলছেন আপনি আমিন খান মানেই অল রাউন্ডার হিরো নাম্বার ওয়ান হিরো
তিনি আমার জন্মের তিন বছর আগে মারা গেছেন🥹💔তবুও আমি তার একজন অনেক বড় ফ্যান।
০৫-০৮-২০২৪ তারিখে মুভিটা দেখছি
তিনি আমাদের সবার স্বপ্নের নায়ক ছিলেন এবং থাকবেন আজীবন 💜🫰
২০০২২ সালে কে প্রিয় নায়ক সালমান সাহ ছবি দেখছেন।
সেরা জুটি শাবনুর সালমান শাহ্
আমার প্রিয় নায়ক সালমান শাহ
১০০ বছর পরেও সালমান শাহর জনপ্রিয়তা শেষ হবে না
Salman shah is really a sopner nayok.
ছবিটাতে সালমানশাহ্ মারা যাওয়াটা তার জায়গায় অন্য কাউকে কিছুতেই মেনে নিতে পারতেছিলাম না কষ্ট টা এখানেই৷ 😢😢😢😢😢😢😢
সালমান শাহ্ এর প্রতিটি ছবি দেখেছি।
কিন্তু আজ মনে হলো এই ছবিটি দেখিনি।
তাই দেখতে বসেছি।
আজই "তুমি আমার" ছবিটি আবার দেখলাম।
০৯/০৮/২০২২
সালমানের ছবি আর গান যূগ যূগ ধরে স্বরনীয় হয়ে থাকবে
এই ছবিটি যদি সালমান শাহ পরিপূর্ণ করে যেতে পারতো ছবিটি আরো দারুণ হতো
যতো দেখি ততই ভালো লাগে অসাধারণ একটা ছবি
2023 সালের জুন মাসের ২ তারিখ,রাত ১০:২১ মিনিটে ছবি দেখে শেষ করলাম।আসা করছি কয়েক বছর পর কমেন্টি দেখতে পাবো।❤️
আগের ছবি এতো ক্লিয়ার প্রিন্ট বিশ্বাস ই করা যায় না
শক্তিমান অভিনেতা আরিফুল হক চৌধুরী রাজনীতির শিকার হয়ে আমেরিকায় আছেন, অতছ তিনি বাংলা সিনেমার অনেক বড় শক্তিমান অভিনেতা।
সালমান সাহ সত্যি স্বপনের নায়ক 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😂😂
বাস্তবেও সপ্নের নায়ক সালমান শাহ ❤❤❤❤❤😂😂😂😂😂
Salman shah king of the world
1:48:11 feel the sound ❤