11 February 2024 Pilibhit Janasabha

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • ১১ ফেব্রুয়ারি ২০২৪ 'নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির" উদ্যোগে পিলিভিট মটাইয়া লালপুরে জাতি প্রমান পত্র বাংলা ভাষায় শিক্ষা ভূমিহীন উদ্বাস্তুদের জমির পাট্টা ও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার দাবিতে বিশাল জনসভার আয়োজন করা হয়।
    উক্ত সভায় প্রধান অতিথি National SC Commission চেয়ারম্যান শ্রী অরুন হালদার বলেন আমি উদ্বাস্তু ঘরের সন্তান। আমি আন্তরিক ভাবে এই সমস্যার সমাধান করতে চেষ্টা করবো।
    সমিতির সর্বভারতীয় সভাপতি ডা সুবোধ বিশ্বাস বলেন,দীর্ঘ ২০ বছর এই দাবি নিয়ে আমরা বিভিন্ন রাজ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কঠিন লড়াই। অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে আন্দোলন ভিন্ন কোন গতি নেই।
    ★ পশ্চিমবঙ্গ থেকে আগত প্রাক্তন এম এল এ দুলাল বর মহাশয় বলেন অনুনয়-বিনয় করে আমাদের এই দাবি পূর্ণ হবে না।★ প্রাক্তন সাংসদ শ্রী রবলরাজ পাশি বলেন,ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের সবথেকে বড় অবদান। বাঙালিরা এখানে বঞ্চিত থাকবে অনুচিত ।★জেলা পরিষদের চেয়ারম্যান সঞ্জীব প্রতাপ সিং বলেন, আপনাদের পাশে ছিলাম এবং থাকবো।
    ★ সমাজ সেবক আশীষ রায় প্রধান শ্রী গুরুচাঁদ ঠাকুরের বাণী উদ্ধৃতি দিয়ে বলেন "যার নাই দল,তার বল নাই " ঠাকুরের মন্ত্র শক্তি আমাদের মুক্তি দিতে পারে।
    ★সমাজ ব্রতি শংকর রায় প্রধান বলেন, নিখিল ভারতের নেতৃত্ব, আমাদের দাবি দিল্লির দরবারে পৌঁছে দিয়েছেন।নিখিল ভারত রাষ্ট্রীয় সংগঠন ভিন্ন আমাদের মুক্তি নাই।
    ★লড়াকু নেতা উত্তম দত্ত বলেন, আমাদের সংগঠিত হয়ে লড়াই করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ের সমস্যা আঞ্চলিক সংগঠনের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
    ★চম্পা রানী হালদার বলেন, পৃথিবীর কোন আন্দোলন নারী শক্তি ভিন্ন সফল হয়নি। মা বোনদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে।
    ★ বিশিষ্ট সমাজসেবক ডা সুশান্ত হালদার নিখিল ভারত সমিতির আন্দোলন সারা উত্তরপ্রদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
    ★বিপ্লবী এ্যড, সঞ্জয় বিশ্বাস দক্ষতার সহিত সভা সঞ্চালন করেন। জনসভা সফল করতে আপ্রান চেস্টা করেন।
    ★শ্রী বিনয় বিশ্বাস ও সুধাংশু শিকদার শুরু থেকে সভা সফল করতে মাঠে নেমে কাজ করেন এবং যোগসূত্রের ভূমিকা পালন করেন।
    ★নিখিল ভারত সমিতির কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সর্বশ্রী বিনয় বিশ্বাস দিল্লি,শ্যামল কান্তি বিশ্বাস, প,বঙ্গ,সুধাংশু শিকদার উঃ খ, নির্মলেন্দু হালদা মহারাষ্ট্র, ডা সুশীল মল্লিক দিল্লি,নিরঞ্জন সাহা বিহার, ভবতোষ আচার্য,ডা আর এন দাস উঃ প্রদেশ,নারায়ণ বিশ্বাস,অনুতোষ হালদার গীতা বিশ্বাস প-বঙ্গ,নমিতা বিশ্বাস, রাজু রায়,জয় কিষান মন্ডল, শ্যামল মন্ডল, বিজনোর, প্রতাপ দত্ত, এ্যড, প্রিয়জিত রায় ভবতোষ আচর্য উত্তরাখান্ড সহ অনেকে ।
    বিশিষ্ট গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনীল হালদার নীরদ বিহারী মন্ডল,কে কে দাস, শংকর চক্রবর্তী, হিমাংশু সরকার, রাজু সাহা,
    হাড়কাঁপানো শীত কুয়াশা উপেক্ষা করে হিংস্র সংকুল গহীন অরণ্যের মাঝে জনসভা সফল করতে দিবারাত্রি শ্রম অর্থ ব্যয় করেছেন,তাঁদের মধ্যে অন্যতম রয়েছেনঃ--
    সর্বশ্রী আশীষ রায় প্রধান, শংকর রায় প্রধান, ডাক্তার সুশান্ত হালদার,এ্যড, সঞ্জয় বিশ্বাস
    বিবেকানন্দ সরকার ,পরিতোষ রায় পূর্ব প্রধান, অসীম মৃধা গোবিয়া সরাই,মিথুন রায় গজরোলা,সুরেশ সাহা রামনগর, মৃত্যুঞ্জয় মজুমদার শিলা কলোনি,বিধু প্রধান শিলা কলোনি,সত্যানন্দ প্রধান শিলা কলোনি,অজয় প্রধান গোবিয়া,অর্জুন প্রধান মহারাজপুর,
    সুকুমার জেলাপঞ্চায়েত সদস্য রামু প্রধান নওজালিয়া,ওমপ্রকাশ প্রধান বহোরাইচ,
    সঞ্জয় দাস মটাইয়া লালপুর,গৌতম বিশ্বাহ মটাইয়া লালপুর,সুভাষ গোবিয়া সরাই,বাসু কুন্ডু প্রধান চাঁন্দুয়া হাজরা, শরৎ রায় বহরাইচ,
    প্রবীন সরকার চাঁন্দুয়া হাজরা,গৌরাঙ্গ চাঁন্দুয়া হাজরা, রামপ্রসাদ পূর্ব প্রধান চান্দুইয়া কলোনি, কার্তিক জোরদার ফুল চাঁন্দুয়া, আপ্পায়ন ও খাবার পরিবেশন ছিলেনঃ- মনীমোহন রায়, হীরালাল রায়, বিকাশ রায়, মায়া রায়, লক্ষ্মী রায়,চন্দনা রায়,নমিতা রায়, আশা রায়, দূর্গা মল্লিক,জগদীশ মল্লিক, শ্যাম বাহাদুর বিশ্বাস সহো অনেকে।

КОМЕНТАРІ •