গাড়িতে বমি না করার ঔষধ | Travelit tablet bangla

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • ট্রাভেলিট ট্যাবলেট ম্যানুফ্যাকচার করেছেন বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর প্রতি ট্যাবলেট রয়েছে #travelit #vomiting সাইক্লিজেন হাইড্রোক্লোরাইড ভিপি৫০ মিলিগ্রাম।
    যেকোনো ধরনের #ভ্রমনজনিত #বমি চিকিৎসায় একজন ডক্টর এই ট্রাভেলি ট্যাবলেট প্রেসক্রিপশন করে থাকেন। যাদের অন্যান্য সাধারণ বমির ওষুধে কোন ধরনের কাজ করে না তাদের জন্য এই ট্রাবলিক ওষুধটি দারুন কার্যকারিতা প্রদর্শন করে।
    এছাড়া কোন অপারেশনের পরে রোগীদের যদি কোন বমি হয় বা বমি বমি ভাব হয় সেই ধরনের পরিস্থিতি তেও এই ট্রাভেলিট ট্যাবলেট দারুন কাজ করে থাকে।
    এ ধরনের মোশন সিকনেস এবং ম্যানিয়া রোগের ক্ষেত্রে ট্রাভেলিট ওষুধ একজন ডক্টর প্রেস্ক্রিপশন করে থাকেন।
    এবার আসুন জানা যাক এই ট্রাভেলিট ওষুধটি কিভাবে সেবন করতে হবে ।
    এটা ট্যাবলেটটি ভ্রমণ করার ঠিক ৩০ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করতে হবে। আর এটা খাওয়ার আগে অথবা পরে যেকোনো সময় সেবন করা যায়।
    আর একটি ট্যাবলেট আপনাকে ৬ ঘন্টার জন্য পুরোপুরি ব্যাকআপ দিবে। আপনার ভ্রমণ সময় যদি ছয় ঘন্টার অধিক হয় তাহলে প্রথম ট্যাবলেট খাওয়ার ৬ ঘন্টার পর আরেকটি ট্যাবলেট খেতে হবে।
    আর এই #ট্রাভেলিট ট্যাবলেট টি গর্ভঅবস্থা চলাকালীন সময়েও একজন নারী খেতে পারেন। প্রাপ্তবয়স্ক হলে তাদের জন্য একটি ট্যাবলেট প্রযোজ্য এবং ছয় বছরের উপরে হলে অর্ধেক ট্যাবলেট সেবন যোগ্য।
    ট্রাভেলিট ট্যাবলেট এমনিতে খুবই নিরাপদ। এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে কারো কারো ক্ষেত্রে ঔষধ এর মাত্রার ব্যতিক্রম হলে চুলকানি ত্বকে ফুসকুড়ি,মুখ, ঠোঁট বা গলা শুকিয়ে যাওয়া কিংবা ফুলে যাওয়া, শ্বাস অথবা ঘ্রান নিতে সাময়িক অসুবিধা হতে পারে। ব্যাপারগুলো ত্রীব আকার ধারণ করলে অবশ্যই আপনার ডাক্তারকে বিষয়টি অবহিত করবেন।

КОМЕНТАРІ • 4

  • @InnocentRainforestJungle-gk5yi
    @InnocentRainforestJungle-gk5yi 5 місяців тому

    ভাইয়া, অক্সিজেল ওয়াশ এই প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ।

  • @CLASSYSOHEL725
    @CLASSYSOHEL725 4 місяці тому

    আসসালামু আলাইকুম ভাইজান ❤❤❤❤আপনার ইউটিউব চ্যানেল কিনতে চাই 😊😊বিক্রি করলে জানান।ভালো দাম দেওয়া হবে।এবং আপনার বাসা গিয়ে টাকা দিয়ে চ্যনেল নিয়ে আসবো ইনশাআল্লাহ ❤❤