একটি অতি প্রাচীন জনপদের ততোধিক প্রাচীন বনেদি সনাতন সম্প্রদায়ের মানুষের দৈনিক যাপন চিত্র। অত্যন্ত মূল্যবান একটি ডকুমেন্টারি। ---------------- কলকাতা, ভারত থেকে।
ভীষণ ভালো লাগলো.. কত ইতিহাসের সাক্ষী এই শাখারী বাজার নিয়ে অনেক কৌতূহল ছিল... অনেক কিছু জানলাম,, অসংখ্য ধন্যবাদ..🙏 শুভেচ্ছা রইল ভারতবর্ষের 🇮🇳পশ্চিমবঙ্গ থেকে...
পুরোনো আচার ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এই যুগে এসে ক'জন মানুষই বা এমন মনোভাব থাকলে পুরোনো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি ও আমাদের সামনে তুলে ধরে!! এইসব ভিডিও আন্তজার্তিক মানের হয়ে উঠুক দোয়া করি। পুরো পৃথিবী জানুক বাংলাদেশের সম্পর্কে জানুক বাংলাদেশের পুরো জাতি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কিছু ইতিহাসের স্বর্ণালী যুগের সময় ক্যামেরায় বন্দি করে রেখে যাচ্ছেন আপনার কাছ থেকে এমন আরো পুরোনো ইতিহাস জানবো বলে আশা করছি।
ঠিক যেন এক টুকরো আমাদের কলকাতার বড়বাজার....খুব সুন্দর লাগল আপনাদের শাঁখারী বাজার এলাকা।আর আপনি এভাবেই হিন্দুদের করুণ কাহিনি ও ঐতিহাসিক দিকগুলি তুলে ধরে চলেন।
আপনার প্রতিটি উপস্থাপনায় এত মুন্সীয়ানা যে একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত গভীর মনযোগের সঙ্গে দেখতে হয়। অনেক কিছু জানা যায় , অনেক কিছু শেখা যায়।👍👍👍👍👍। আপনার কাজ অসম্ভব অসম্ভব উচ্চ মানের।
কি নৃশংস অত্যাচার করেছে এই পাক সেনা বাংলা দেশ এ বা তখনকার পূর্ব পাকিস্থান এ। আর কি মানুষ না জানোয়ার ছিল। Hats off to you for bringing out the traditions and culture of Bangladesh- God bless you.
@@mohiulislam2435 India te sadharon Muslim der opor kono otyachaar hoi na. Hole tara India chhere Pakistan ba Bangladesh e chole jeto. Jerokom oi desher Hindu ra otyacharito howar por India te chole ase.
@@mohiulislam2435 Mone korie di, Gujrater danga kintu muslim jongi rai suru korechhilo. Train e agun dhorie 59 jon Hindu ke mere. Tarpor e tara pyadani kheyechhe. Eta ke otyachaar bola chole na.
প্রিয় ভাই, আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি। আপনার প্রতিটা ভিডিও তে আমি আপনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখি। খুব নিজের বলে মনে হয়, আমার পূর্বপুরুষ কুমিল্লা জেলা লাকসাম এর লোক। শুনেছি লাকসাম খুব বড় রেলওয়ে জংশন। সুযোগ পেলে অবশ্যই যাবো বাংলাদেশ। অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন, ভালো থাকবেন।
চেনার উপায় নাই সেই বাপ-দাদার পুরাতন দেশ... রেখা দ্বারা দেশ থেকে দেশের ভাগ হতে পারে, ভাই হতে ভাইয়ের নয়.... সম্পর্কের "মৈত্রী" অটুট থাকুক, মনুষ্যত্ব থাকুক মানুষের...💝🎗💝 ধন্যবাদ সুমন বাবু🙏 জয় বাংলা 🌸
এতটাই হৃদয় স্পর্শ করেছে যে প্রশংসা না করে থাকতে পারলাম না.... অনেক না দেখা না জানা জিনিস জানতে পারছি আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে ..... শুভ কামনা রইল..
বাংলার সেই হারানো সংস্কৃতির নানা রকম স্মৃতি আপানর উপস্থাপার মধ্যে দেখতে পাই।অসাধারণ ভাইয়া।❤❤আপনার উপস্থাপনা খুবই ভালো লাগে। আপনার উপস্থাপা সেই পুরোনো সংস্কৃতির উজ্জল নিদর্শন।
Ki asadharon disigne... Hayre.... Porar lok keu r নেই okhane... Hay hay hay.... Amader ekhane ato sundor noksa paina.... দেখেই lov hochche.. Ki sundor noksa...
সুমন ভাই আমি একজন সর্নশিল্পী কারিগরি আমি কুমিল্লা ছাতিপর্ট্রি কাজ করি কিন্ত বর্তমানে এই পেশার খুবই খারাপ অবস্তা আমি আমাদের কারিগরি জীবনি নিয়ে একটি প্রতিবেদন তৌয়রি করেন।
আমি গর্বিত আমি বাংলাদেশী হিন্দু । আমাদের ১৪ পুরুষের ভিটা মাটি বাংলাদেশ ছিলো আছে থাকবে। আমরা খুব ভালো আছি আমাদের দেশে । প্রিয় দেশ আমার মাতৃভূমি তোমাকে শতকোটি প্রণাম।
@@Memeshunter234 Indian hindu der theke sotti amra onek valo achi seta sob dik theke. Dui ek ta bicchino ghatonar jonno apni evabe bolte paren na. India te Onek boro boro ghatona hoy. Ami amar dhormo r amar desh dutokei onek valobashi r gorbito.
@@rahuldhoni4132একসময় কাশ্মিরের হিন্দুরাও তাই মনে করতো একসময় আফগানিস্তানের হিন্দুরাও তাই মনে করতো একসময় পাকিস্তানের হিন্দুরাও তাই মনে করতো ঔ দু-তিনটে ঘটনা আমরা অনেক ভালো আছি আমাদের কিছু হবে না । এখন বাকিটা ইতিহাস 😊😊
দাদা, আপনার এই ভিডিও দেখতে দেখতে খুব ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। কলকাতার শহরতলীর উদবাস্তু কলোনীতে থাকতাম। নিস্তব্ধ দুপুরে গলিপথ দিয়ে শাঁখাওয়ালা ডাক শুনতে পেতাম প্রায় প্রতিদিনই, ‘শাঁখা চাই শাঁখা, ঢাকাই শাঁখা।’ হ্যাঁ, কলকাতায় তখন ঢাকা থেকে আমদানি করা শাঁখারই চাহিদা ছিল বেশি। আজ কলকাতা থেকেই শাঁখা যাচ্ছে ঢাকায়! সময় এভাবেই বদলে যায়!
Apner vlog ar speciality holo apni bangali culture guli camera te niye asen, je sob custom o culture hariye jachche. Thanks a lot Sumon Bhai for this valuable choice. I am proud of you.
এত তথ্য পূর্ণ ভিডিও সচরাচর দেখা যায় না ❤️❤️❤️, অনেক অনেক ভালোবাসা । আমার পূর্বপুরুষ ও বাংলাদেশ থেকে এসেছে । তাদের মুখে বাংলাদেশের কথা খুব ই শুনি । নিজের মাতৃভূমি ছেড়ে ভারতে এসে থাকাটা তাদের কাছে কতটা কষ্টের,তাদের কথা গুলো শুনলেই বোঝা যায় । দক্ষিণ দিনাজপুর , পশ্চিমবঙ্গ ,ভারত
সালাহউদ্দিন ভাইয়ার ইতিহাস ঐতিহ্য নিয়ে সব ভিডিও অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে, সালাহউদ্দিন ভাইয়া কে আল্লাহ নেই হায়াত দান করুন মানুষের মাঝে যেন ভালো কিছু উপহার দিতে পারে, আলহামদুলিল্লাহ 🌏🇧🇩🌺
অসাধারণ একটা ভিডিও।অত্যন্ত প্রাচীন এক কুটির শিল্প এই শঙ্খ শিল্প।জানি না কতদিন এই শিল্প ঢাকায বর্তমান থাকবে।সর্বত্রই মেশিন এসে হস্ত শিল্পের অবলুপতি ঘটিয়েছে।বর্ধমান পশ্চিমবাংলা ভারত
মন খারাপ করবেননা। আপনি সুদর্শন না হলেও আপনার কণ্ঠস্বর খুব ভালো। মন আরো ভালো। সবাই আপনাকে ভালো বাসবে। এটা আমি হলপ করে বলতে পারি। আল্লাহ ভগবান আপনাকে দীর্ঘায়ু করুক
ভাইয়া, মাস্ক পরে ভিডিও করবেন, অনেকেই আপনাকে ফলো করে যার কারণে আপনাকে দেখে অনেকেই ভাববে যে বাইরে মাস্ক ছাড়া গেলে কোনো সম্যসা নাই। আমরা চাই আপনি সুস্থ থেকে আমাদেরকে এভাবেই সুন্দর উপস্থাপনার মাধ্যমে ভিডিও গুলো উপহার দিন, ধন্যবাদ।
ভাই আপনার শাঁখারী বাজারের এই ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে। একজন পুরাতন ঢাকার বাসিন্দা হিসেবে বলছি আপনি খুটি নাটি অনেক তথ্যই তুলে ধরেছেন এই প্রতিবেদনটিতে। ভিডিওর শেষ দিকে মোঘল আমলের যে বাড়িটি ১৩৫ নং হোল্ডিং এর বাড়িটি সংস্কারের কথা বললেন সেটি নিয়ে এক বিশাল রহস্য রয়েছে। এছড়া ১৩৬ নং হোল্ডিং বাড়িটিও মোঘল আমলেইর একটি কির্তী ছিলো যা কিছু বছর আগে ভেঙ্গে দিয়ে নতুন ভবন নির্মান করে বসে আছে। এখানে একটা বিশাল প্রভাবশালী চক্র কাজ করেছে।
পুরাণ ঢাকা নামটাই অন্যরকম একটা আমেজ দেয়। আমি সিলেটের কিন্তু ঢাকায় বড় হয়েছি জন্ম থেকে, আমার পুরাণ ঢাকার বন্ধু আছে , আমার কাছে পুরাণ ঢাকার মানুষ খাবার স্থাপনা ঐতিহ্য সবকিছুই খুব ভাল লাগে
Your presentations are no less than any documentary of a standard International channel. Sometimes try to put English subtitles or English dubbing. I hope you will get more foreign viewers.
খুব সুন্দর এবং তথ্যবহুল একটা প্রোগ্রাম! তবে খারাপ লেগেছে একজন শাঁখার কারিগর একজোড়া শাঁখা ডিজাইন করে কেবল মাত্র ২০টাকা মেলে অথচ পুঁজিবাদীরা সেই শাঁখা বিক্রি করে ৬০০০/= পর্যন্ত এটা খুবই দুঃখজনক......
This is an excellent presentation. The theme - a group of fine artisans are losing their livelihood and income due to invasion by machine works, is no different in idea from the British traders incapacitating the muslin makers for selling the machine made stuff imported from England to the subcontinent. Apart from this, this presentation is an important piece of oral history as well as cultural history. Thank you, Mr. Sumon I have a suggestion for you for making a video, if you can, on another group shankhari. In my childhood, around 1957-58, my family lived in Dinhata town in West Bengal bordering the towns of Rangpur, such as, LalMonirhat, JoyMonithat, etc. and there was a large shankhari community who migrated from Rangpur area. I wonder where they used to get their raw materials from. Is it possible to make a video on these people in the Rangpur area? Thank you. Biswanath Debnath, New Delhi, IN, 03AUG2021.
আপনার উপস্থাপনা প্রাণ ভরে উপভোগ করলাম। তার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই এগিয়ে যান 🙏 অনেক কমেন্ট ও পড়লাম খারাপ ও লাগলো , ওইগুলো মনে নেবেন না, সকল বাধা দূর করে এগিয়ে যান। আপনাদের দেশের বিদেশ সচিব এখন দার্জিলিং ভারতে, আমি সেখান থেকেই আপনার ভিডিও দেখি এবং দেখছি। আমরা সম্ভবত একই বয়সের হবো তাই প্রাণ ভরে শুভেচ্ছা রইলো আপনার জন্য,, ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏
খুবই ভালো লাগল ভিডিও টি,সুমনের অসাধারণ উপস্থাপনা য় মুগ্ধ হয়েযাই কখন যে ভিডিও সময় শেষ হয়ে যায় বুঝতেও পারি না, পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণু পুরে আমার বাড়ী, এখানেও শাঁখারী বাজার আছে,শিল্পী দের অবস্থা ও একই।ভালো থেকো ভাই,আরও ভিডিও বানাও।
Oshadharon laglo Suman da. Thakur da r mukhe onek shunechi, ajke dekhe nilam, r musical instruments er documentary jonno wait kore roilam. Oshonkho dhonnobaf dada🙏....R dada ekta request rakhbo, jodi shombhob hoi Pabna district, Sagarkandi niye jodi ekta documentary banan. Amar Thakur da r okhanei jonmo, pore onara North Bengal e chole ashen 1949 e. Please jodi possible hoi 🙏
একটি অতি প্রাচীন জনপদের ততোধিক প্রাচীন বনেদি সনাতন সম্প্রদায়ের মানুষের দৈনিক যাপন চিত্র। অত্যন্ত মূল্যবান একটি ডকুমেন্টারি। ---------------- কলকাতা, ভারত থেকে।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা ভাই। 🇧🇩👍
বেশ ভালো বলেছেন
খুব সুন্দর একটি প্রতিবেদন। তবুও এতো সুন্দরের মাঝে ইতিহাস চোখের জল বাঁধ মানে না। ভালোবাসা রইল ভারত থেকে ❤️
♥️😑
Respect to Bangladesh, from India 🇮🇳🇮🇳
Sob Shohid der janai Pronam 🙏🙏
ভীষণ ভালো লাগলো.. কত ইতিহাসের সাক্ষী এই শাখারী বাজার নিয়ে অনেক কৌতূহল ছিল... অনেক কিছু জানলাম,, অসংখ্য ধন্যবাদ..🙏 শুভেচ্ছা রইল ভারতবর্ষের 🇮🇳পশ্চিমবঙ্গ থেকে...
আপনি শাখারীবাজার কিভাবে চিনেন?
@@maynbabu7727 ডকুমেন্ট্রি থেকে জানা আর আমার দাদুর কাছে শোনা
এতো সুন্দর শাঁখার ডিজাইন আমাদের ইনডিয়াতে পাওয়া যায় না। তাছাড়া বাংলাদেশের অনেক অজানা ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভারতে সব মেশিনে তৈরি শাখা পাওয়া য়ায় বাংলাদেশে সব কারিগর দ্বারা নকশাকৃত শাখা প্রস্তুত করা হয়।
আমি ভারতীয়। আপনার উপস্থাপনা নান্দনিক। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। এগিয়ে যান। আপনার পাশে আছি।
Apni ki Bangali? Nijke Bangli ki bolte paren?
আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই। এইসব এলাকা দেখলেই অনেক স্মৃতি মনে পড়ে যায় 🖤
অনেক ভালো লাগলো দাদা আমি ছোটবেলা থেকেই শাঁখারীবাজারে বড় হয়েছি অনেকদিন পর দেখলাম তো মনটা জুড়িয়ে গেল আপনাকে অনেক ধন্যবাদ
অত্যন্ত সুন্দর কাহিনী,এমন ভাবেই আপনি ইতিহাস বলবেন, আমরা হৃদয় দিয়ে শুনব। ধন্যবাদ, সন্দীপ দাস, ডাঃহাঃ,চব্বিশ পরগনা দঃ,পঃবঃ।
এক দেখায় শেষ করলাম,,কত স্মৃতি জরিয়ে আছে এই শাখারীবাজার এর সাথে।
বাংলাদেশ যাবার খুবই ইচ্ছে আছে কিন্তু আপনার ভিডিওগুলো দেখলে মনে হয় যেন পৌঁছে গেলাম । ভালো লাগলো । খুব সুন্দর উপস্থাপনা ।।
বাংলার প্রাচীন সংস্কৃতি নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নেবেন উজ্জয়িনী, মধ্য প্রদেশ, ভারতবর্ষ থেকে।
আমার এলাকা ,আমাদের মহললা ❣❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এলাকার ঐতিহ্যকে তুলে ধরার জন্য। ।
সেদিন আমি, আমার মা আর স্ত্রী গেছলাম শাঁখা কেনার জন্য ভিডিও তে আছি আমরা। ধন্যবাদ সুমন ভাই।।।
কখন???
Apnar bo Kora mal
পুরোনো আচার ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এই যুগে এসে ক'জন মানুষই বা এমন মনোভাব থাকলে পুরোনো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি ও আমাদের সামনে তুলে ধরে!!
এইসব ভিডিও আন্তজার্তিক মানের হয়ে উঠুক দোয়া করি।
পুরো পৃথিবী জানুক বাংলাদেশের সম্পর্কে জানুক বাংলাদেশের পুরো জাতি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কিছু ইতিহাসের স্বর্ণালী যুগের সময় ক্যামেরায় বন্দি করে রেখে যাচ্ছেন
আপনার কাছ থেকে এমন আরো পুরোনো ইতিহাস জানবো বলে আশা করছি।
দাদা পশ্চিমবঙ্গ থেকে, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আরো এগিয়ে চলুন ❤️❤️❤️
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চোখেই আমার বাংলাদেশ ভ্রমণ।
দারুনভাবে ফুটিয়ে তুলেছেন। খুবই খারাপ লাগল মুক্তিযুদ্ধের সময়কার শাঁখারীবাজারের ধংসযজ্ঞের কথা শুনে। সুদিন ফিরে আসুক। ভাল থাকুক সকলে
ঠিক যেন এক টুকরো আমাদের কলকাতার বড়বাজার....খুব সুন্দর লাগল আপনাদের শাঁখারী বাজার এলাকা।আর আপনি এভাবেই হিন্দুদের করুণ কাহিনি ও ঐতিহাসিক দিকগুলি তুলে ধরে চলেন।
বড় বাজার নয় , বাগবাজার ।
@@travelwithnil.6634 😂😂😂😂
আপনার প্রতিটি উপস্থাপনায় এত মুন্সীয়ানা যে একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত গভীর মনযোগের সঙ্গে দেখতে হয়। অনেক কিছু জানা যায় , অনেক কিছু শেখা যায়।👍👍👍👍👍। আপনার কাজ অসম্ভব অসম্ভব উচ্চ মানের।
_এই ভিডিওর মাধ্যমে, অচেনা অজানা জায়গাগুলো চিনতে এবং জানতে পারছি। ধন্যবাদ। সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি। আর হ্যাঁ করবেন সেটাই যেটা হৃদয় চায়।🙏।_
কি নৃশংস অত্যাচার করেছে এই পাক সেনা বাংলা দেশ এ বা তখনকার পূর্ব পাকিস্থান এ। আর কি মানুষ না জানোয়ার ছিল। Hats off to you for bringing out the traditions and culture of Bangladesh- God bless you.
তো তুমরা মুসলমানদের কি করছো।তোমরা ভারতে মুসলমানদের তারথেকে বেশি নির্যাতন করছ
@@mohiulislam2435 India te sadharon Muslim der opor kono otyachaar hoi na. Hole tara India chhere Pakistan ba Bangladesh e chole jeto. Jerokom oi desher Hindu ra otyacharito howar por India te chole ase.
@@mohiulislam2435 Mone korie di, Gujrater danga kintu muslim jongi rai suru korechhilo. Train e agun dhorie 59 jon Hindu ke mere. Tarpor e tara pyadani kheyechhe. Eta ke otyachaar bola chole na.
@@mohiulislam2435 আপনি কিছু্ই জানেন না।
@@debjanibaidya8878 তাই নাকি? আপনি কত বই পড়েছেন? আমার বাসয় পনেরশর মত বই আছে
শাঁখারী বাজারের সবাই অভিনন্দন, আশা করি ওনাদের মাধ্যমে এই ঐতিহ্য ধরে রাখতে পারবেন।
আমার প্রানের ঢাকার ঐতিহ্য শাঁখারী বাজার।ইটালির ব্রেসিয়া থেকে
প্রিয় ভাই, আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি। আপনার প্রতিটা ভিডিও তে আমি আপনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখি। খুব নিজের বলে মনে হয়, আমার পূর্বপুরুষ কুমিল্লা জেলা লাকসাম এর লোক। শুনেছি লাকসাম খুব বড় রেলওয়ে জংশন। সুযোগ পেলে অবশ্যই যাবো বাংলাদেশ। অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন, ভালো থাকবেন।
পূর্ব বাংলার হারিয়ে যাওয়া এক জনপদ। ভালো লাগলো সাথে মন টা ভারাক্রান্ত হল।
পশ্চিম বাংলা থেকে দেখে।
Love from Bangladesh bhai 💗🇧🇩
Welcome 💗please bd te gure jan bhai.
@@irfanislam9306 হা ভাই। আমার বাংলাদেশ ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে। পরিবার নিয়ে যাওয়ার ইচ্ছে আছে।
শাখারি পাড়া নিয়ে মা এর কাছে অনেক গল্প শুনেছি। আজ চাক্ষুস দেখলাম। খুব সুন্দর উপস্থাপনা।
চেনার উপায় নাই সেই বাপ-দাদার পুরাতন দেশ...
রেখা দ্বারা দেশ থেকে দেশের ভাগ হতে পারে, ভাই হতে ভাইয়ের নয়....
সম্পর্কের "মৈত্রী" অটুট থাকুক, মনুষ্যত্ব থাকুক মানুষের...💝🎗💝
ধন্যবাদ সুমন বাবু🙏
জয় বাংলা 🌸
🙏
খুব সুন্দর উপস্থাপন। 🇮🇳
এতটাই হৃদয় স্পর্শ করেছে যে প্রশংসা না করে থাকতে পারলাম না.... অনেক না দেখা না জানা জিনিস জানতে পারছি আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে ..... শুভ কামনা রইল..
এইভাবেই বাংলার ইতিহাস কে তুলে ধরেন আমাদের কাছে।।। ধন্যবাদ ভাই।।।
দাদা আপনার উপস্থাপনা সত্যিই অসাধারন,আপনার ভিডিও গুলি থেকে অনেক পুরানো ইতিহাস জানতে পারি, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আপনার জন্য ইন্ডিয়া থেকে।🙏
বাংলার সেই হারানো সংস্কৃতির নানা রকম স্মৃতি আপানর উপস্থাপার মধ্যে দেখতে পাই।অসাধারণ ভাইয়া।❤❤আপনার উপস্থাপনা খুবই ভালো লাগে। আপনার উপস্থাপা সেই পুরোনো সংস্কৃতির উজ্জল নিদর্শন।
হানিফ সংকেতের পর ভালো উপস্থাপনায় সালাউদ্দিন সুমন ভাইয়ের নামটা আসে। যারা একমত তারা লাইক দিন
আমি নগণ্য একজন ভাই। আপনাদের ভালোবাসাই আমার চলার শক্তি।❤️
Thik kotha.
সত্যি বলছে ওনার কথার মাধুর্য মন মুগ্ধ কর
আমি একমত, এটা একদম সত্য কথা
Ki asadharon disigne...
Hayre....
Porar lok keu r নেই okhane...
Hay hay hay....
Amader ekhane ato sundor noksa paina.... দেখেই lov hochche..
Ki sundor noksa...
শাঁখারী বাজারের শহীদের জানাই বিনম্র শ্রদ্ধা ❤ 🙏🙏
সুমন ভাই আমি একজন সর্নশিল্পী কারিগরি আমি কুমিল্লা ছাতিপর্ট্রি কাজ করি কিন্ত বর্তমানে এই পেশার খুবই খারাপ অবস্তা আমি আমাদের কারিগরি জীবনি নিয়ে একটি প্রতিবেদন তৌয়রি করেন।
😭😭
Bangladesh a akhon sonar dam kemon
দুঃখ জনক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি গর্বিত আমি বাংলাদেশী হিন্দু । আমাদের ১৪ পুরুষের ভিটা মাটি বাংলাদেশ ছিলো আছে থাকবে।
আমরা খুব ভালো আছি আমাদের দেশে ।
প্রিয় দেশ আমার মাতৃভূমি তোমাকে শতকোটি প্রণাম।
Didi ekdom thik bolchen
খুব ভালো যখন আছেন তাহলে জাহিরি গিড়ি করার কি আছে ভালো থাকুন।
যাঁরা জেগে ঘুমায় তাদের ঘুম থেকে উঠানো যায় না.....(১০০% বাংলাদেশের মানুষ এখন ৮% আছে)
@@Memeshunter234 Indian hindu der theke sotti amra onek valo achi seta sob dik theke. Dui ek ta bicchino ghatonar jonno apni evabe bolte paren na. India te Onek boro boro ghatona hoy. Ami amar dhormo r amar desh dutokei onek valobashi r gorbito.
@@rahuldhoni4132একসময় কাশ্মিরের হিন্দুরাও তাই মনে করতো একসময় আফগানিস্তানের হিন্দুরাও তাই মনে করতো একসময় পাকিস্তানের হিন্দুরাও তাই মনে করতো ঔ দু-তিনটে ঘটনা
আমরা অনেক ভালো আছি আমাদের কিছু হবে না ।
এখন বাকিটা ইতিহাস 😊😊
@@Memeshunter234 বাংলাদেশে হিন্দু মূলতো কমেছে পাকিস্তানের কারণে বেশির ভাগই বলতে গেলে ভারতে চলে গিয়েছে ১৯৪৭ আর ১৯৭১ সাল।
দেশীয় সংস্কৃতি ও ইতিহাস এর প্রতি আপানার শ্রদ্ধা বোধ অসামান্য ভাই৷ এগিয়ে যান।
প্রিয় ক্যাম্পাসের সীমানা প্রাচীর লাগানো এলাকা এককথায় অসাধারণ❤️❤️❤️
সুমন ভাই শাঁখারী বাজারের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ
দাদা, আপনার এই ভিডিও দেখতে দেখতে খুব ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। কলকাতার শহরতলীর উদবাস্তু কলোনীতে থাকতাম। নিস্তব্ধ দুপুরে গলিপথ দিয়ে শাঁখাওয়ালা ডাক শুনতে পেতাম প্রায় প্রতিদিনই, ‘শাঁখা চাই শাঁখা, ঢাকাই শাঁখা।’ হ্যাঁ, কলকাতায় তখন ঢাকা থেকে আমদানি করা শাঁখারই চাহিদা ছিল বেশি। আজ কলকাতা থেকেই শাঁখা যাচ্ছে ঢাকায়! সময় এভাবেই বদলে যায়!
প্রিয় দেশ ও শহরটার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ।আ
অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে, ঢাকার পুরোনো ইতিহ্য তুলে ধরার জন্য. এই ধরনের আরও ভিডিও আসুক আপনার channel এ.
Apner vlog ar speciality holo apni bangali culture guli camera te niye asen, je sob custom o culture hariye jachche. Thanks a lot Sumon Bhai for this valuable choice. I am proud of you.
Sakhari bajarer nirmom ekta golpo sonalan apni suna Mon ta kharap hoagalo ekhon sb jano thik thaka otai chaichi apnak onak thanks 🙏
দ্রুত মিলিয়ন পার পরুক
প্রিয় সালাউদ্দিন ভাইয়ের চ্যানেলটি।🥰🥰
বাংলার ইতিহাস গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এত তথ্য পূর্ণ ভিডিও সচরাচর দেখা যায় না ❤️❤️❤️, অনেক অনেক ভালোবাসা । আমার পূর্বপুরুষ ও বাংলাদেশ থেকে এসেছে । তাদের মুখে বাংলাদেশের কথা খুব ই শুনি । নিজের মাতৃভূমি ছেড়ে ভারতে এসে থাকাটা তাদের কাছে কতটা কষ্টের,তাদের কথা গুলো শুনলেই বোঝা যায় ।
দক্ষিণ দিনাজপুর , পশ্চিমবঙ্গ ,ভারত
বাংলাদেশ একটা জীবন্ত ইতিহাস...
সালাহউদ্দিন ভাইয়ার ইতিহাস ঐতিহ্য নিয়ে সব ভিডিও অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে, সালাহউদ্দিন ভাইয়া কে আল্লাহ নেই হায়াত দান করুন মানুষের মাঝে যেন ভালো কিছু উপহার দিতে পারে, আলহামদুলিল্লাহ 🌏🇧🇩🌺
আমার প্রিয় বাংলাদেশ আর সবার প্রিয় সুমন ভাই। দেশ জাতির ও মানুষের সেবায় নিয়োজিত থাকুন দোয়া রইল। আল্লাহ তায়ালা আপনার ভালো করুক আমিন।
অসাধারণ একটা ভিডিও।অত্যন্ত প্রাচীন এক কুটির শিল্প এই শঙ্খ শিল্প।জানি না কতদিন এই শিল্প ঢাকায বর্তমান থাকবে।সর্বত্রই মেশিন এসে হস্ত শিল্পের অবলুপতি ঘটিয়েছে।বর্ধমান পশ্চিমবাংলা ভারত
আমার খুব খুব ভালো লাগলো ,কেনোনা আমার মামার বাড়ি ঢাকা জেলার কাশিমপুরে আমি খুব ভালো বাসি এই ভিডিও গুলো দেখতে ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌
শরীয়তপুর জেলার ধানুকা মনসা বাড়ি রয়েছে। অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। বর্তমানে প্রায় ধ্বংস এর দ্বারপ্রান্তে
এই ভিডিও দেখে কান্না করে ফেলেছি। ৭১ আমি দেখিনি কিন্তু আপনার ভিডিওতে সেরকম এক দৃশ্য প্রতিফলিত হলো। ধন্যবাদ ভাই 😍
মন খারাপ করবেননা। আপনি সুদর্শন না হলেও আপনার কণ্ঠস্বর খুব ভালো। মন আরো ভালো। সবাই আপনাকে ভালো বাসবে। এটা আমি হলপ করে বলতে পারি। আল্লাহ ভগবান আপনাকে দীর্ঘায়ু করুক
সুন্দর মনরম ও ঐতিহাসিক এক খানা ভিডিও উপস্থাপনের জন্য
ভাইয়া আপনার প্রতিটি ভিডিও ই বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। তাই অধীর আগ্রহে অপেক্ষা করি কখন ভিডিও আসবে। 🧡
অনেক ধন্যবাদ ভাই❤️
@@SalahuddinSumon দাদা, পশ্চিমবঙ্গ থেকে আপনার ভিডিও দেখি। আপনি ভিডিওতে English Subtitles যোগ করে দিতে পারেন। তাহলে অবাঙালিরাও আপনার ভিডিও দেখবেন।
আপনার ভিডিও দেখলে মনে পরে আমাদের বাংলাদেশ ও বাঙালি ঐতিহ্য কত সমৃদ্ধ, কত গৌরবময় রোমাঞ্চকর!
ময়মনসিংহ শহরে অনেক পুরাতন জমিদারি বাড়ি, প্লিজ ময়মনসিংহের ১টি জমিদার বাড়ি নিয়ে ভিডিও চাই❤️
ভাই আমাদের ময়মনসিংহ নিয়ে একটা বা একাধিক ভিডিও চাই।যা ছিল বাংলার সবচেয়ে বড় জেলা।
Apnader mymensingh muktagachar jomidar barite Ami gore Aslam Amar bondhur Sathe Amar Bari noakhali
𝕍𝕚𝕕𝕖𝕠 𝕔𝕙𝕒𝕚 𝕧𝕒𝕚
ভাইয়া, মাস্ক পরে ভিডিও করবেন, অনেকেই আপনাকে ফলো করে যার কারণে আপনাকে দেখে অনেকেই ভাববে যে বাইরে মাস্ক ছাড়া গেলে কোনো সম্যসা নাই। আমরা চাই আপনি সুস্থ থেকে আমাদেরকে এভাবেই সুন্দর উপস্থাপনার মাধ্যমে ভিডিও গুলো উপহার দিন, ধন্যবাদ।
@@sajalahmed6058 pagol nki apni?
@@sajalahmed6058 ppppppp1pp
ভাই আপনার শাঁখারী বাজারের এই ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে। একজন পুরাতন ঢাকার বাসিন্দা হিসেবে বলছি আপনি খুটি নাটি অনেক তথ্যই তুলে ধরেছেন এই প্রতিবেদনটিতে। ভিডিওর শেষ দিকে মোঘল আমলের যে বাড়িটি ১৩৫ নং হোল্ডিং এর বাড়িটি সংস্কারের কথা বললেন সেটি নিয়ে এক বিশাল রহস্য রয়েছে। এছড়া ১৩৬ নং হোল্ডিং বাড়িটিও মোঘল আমলেইর একটি কির্তী ছিলো যা কিছু বছর আগে ভেঙ্গে দিয়ে নতুন ভবন নির্মান করে বসে আছে। এখানে একটা বিশাল প্রভাবশালী চক্র কাজ করেছে।
আপনার এই মুগ্ধ কর উপস্থাপনা অতীত কে হাত ছানী দেয় ।
অনেক ভালো লাগলো ভিডিটি। জদি বেচে থাকি আপনার সাথে দেখা করবো। আর সাঁখারি বাজারে আমি একবার না একবার আমি জাবোই।আপনাকে ধন্যবাদ। আদাব।
আপনাকে ধন্যবাদ এই রকম অজানা এক দৃশ্য ফুটুিয়ে তুলার জন্য আর সনাতন ধর্মাবলম্বী মানুষদের অনেক ভালো বাসা আপনার জন্য🥰🥰
🇧🇩🇧🇩🇧🇩অসংখ্য ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য, আপনার ভিডিও গুলো থেকে অনেক কিছু জানতে পারা যায়🇧🇩🇧🇩🇧🇩
ইতিহাস গুলো তুলে ধরায় অনেক ভাল লাগল💗💗💗
অত্যাচারের করুন কাহিনী চোখে জল এনে দিলো ! অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও !
পুরাণ ঢাকা নামটাই অন্যরকম একটা আমেজ দেয়। আমি সিলেটের কিন্তু ঢাকায় বড় হয়েছি জন্ম থেকে, আমার পুরাণ ঢাকার বন্ধু আছে , আমার কাছে পুরাণ ঢাকার মানুষ খাবার স্থাপনা ঐতিহ্য সবকিছুই খুব ভাল লাগে
এক কথায় অসাধারণ আপনার উপস্থাপন দাদা।খুব ভালো লাগলো।
ভীষণ ভীষণ ভালো লাগল কারন অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে
This is the only channel I watch and listen fully and carefully out of thousands.
Thx💕
আমাদের পরিচয় আমরা বাঙ্গালি। আমরা মানুষ।
Er upor r kono comments hoy na,joy bangla,
@@mantuchandrakar4760 Joy bangla
@@mantuchandrakar4760 joy bangla
@@mantuchandrakar4760 ♥️
দাদা সাবলীল উপস্হাপনা খুব ভালোলাগলো।আমি এর পূর্বে কখনোই শঙ্খ থেকে শাঁখা তৈরী দেখিনি।
অজানা কে জানতে পারলাম।খুব খুব ভালো থেকো।
পশ্চিমবঙ্গ, ভারত থেকে ।
প্রিয় সুমন ভাই! ময়মনসিংহের হালোয়াঘাট উপজেলার গাবরাখালী গারো পাহাড় নিয়ে একটি ভিডিও বানানোর অনুরোধ রইল।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এই ভিডিও দেখে অনেক কিছু অজানা কথা এবং ছবি দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে আবার ও
Dada tumar video amar khub valo lage my home india🇮🇳🇮🇳🇮🇳
আপনার ভিডিও দেখে শাঁখারী বাজার ঘুরে আসলাম এবং কল্পনা বোডিং এ থাকলাম
খুব খুব খুউউব ভালো লাগলো৷আপনার মরমী উপস্থাপনা সত্যি অনবদ্য৷আপনার আপত্তি না থাকলে আমার ফেসবুক এ শেয়ার করতে চাই!
আমার লিংক কপি করে শেয়ার করতে পারবেন। তবে ডাউনলোড করে আপলোড করতে পারবেন না। ভালো থাকুন।💕
বাংলাদেশ আমাদের গর্ব বাংলাদেশের জেলা থানা আমাদের ইতিহাস, আপনাকে অনেক ধন্যবাদ,
সুমন ভাইয়ের ভিডিও দেখলে প্রাণ জুড়িয়ে যায় ( আসাম রাজ্যের ধুবুরী থেকে)
ভাইয়া আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি
Your presentations are no less than any documentary of a standard International channel. Sometimes try to put English subtitles or English dubbing. I hope you will get more foreign viewers.
আমি সাবটেল অ্যাড করার চেষ্টা করবো। সুন্দর পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ💕
Salahuddin sumon vai apnar phone number ta diben please
আপনার বর্ণনায় অনেক কিছু জানতে পারলাম । সত্যি দারুণ ।
Khub valo laglo sampurno video ta.onek ki6u janteo parlam.ekti oittijhyo purno jinis bujhlam.khub valo laglo.from india..
আপনার ভিডিও বরাবর ই অসাধারন।বাংলাদেশের অতীত কৃষ্টি ও সংস্কৃতি সব সময় এভাবেই তুলে ধরবেন বলে আশা করি
ধন্যবাদ চমৎকার একটা ভিডিও দেখলাম অনেক কিছু জানতে পারলাম কাতার থেকে 🇧🇭🇧🇩❤️
খুব সুন্দর এবং তথ্যবহুল একটা প্রোগ্রাম!
তবে খারাপ লেগেছে একজন শাঁখার কারিগর একজোড়া শাঁখা ডিজাইন করে কেবল মাত্র ২০টাকা মেলে
অথচ পুঁজিবাদীরা সেই শাঁখা বিক্রি করে ৬০০০/= পর্যন্ত
এটা খুবই দুঃখজনক......
This is an excellent presentation. The theme - a group of fine artisans are losing their livelihood and income due to invasion by machine works, is no different in idea from the British traders incapacitating the muslin makers for selling the machine made stuff imported from England to the subcontinent. Apart from this, this presentation is an important piece of oral history as well as cultural history. Thank you, Mr. Sumon
I have a suggestion for you for making a video, if you can, on another group shankhari. In my childhood, around 1957-58, my family lived in Dinhata town in West Bengal bordering the towns of Rangpur, such as, LalMonirhat, JoyMonithat, etc. and there was a large shankhari community who migrated from Rangpur area. I wonder where they used to get their raw materials from. Is it possible to make a video on these people in the Rangpur area? Thank you. Biswanath Debnath, New Delhi, IN, 03AUG2021.
দাদা আপনার প্রতিটা ভিডিও মনোমুগ্ধকর, আমি সম্মোহিতের মতো ভিডিওগুলো দেখি..... বাদ্যযন্ত্রের ভিডিওএর অপেক্ষায় থাকবো দাদা❤❤❤❤❤🌹🌹🌹
দাদা একটা গ্রামের ভিডিও চাই,,from India 🇮🇳🇮🇳🇮🇳
amio ek mot apnar sathe, from Mymensingh
@@tanvirsohel9951 আমিও চাই, লন্ডন থেকে
ঢাকা. সদরঘাট শাঁখারি বাজার
আপনার উপস্থাপনা প্রাণ ভরে উপভোগ করলাম। তার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই এগিয়ে যান 🙏 অনেক কমেন্ট ও পড়লাম খারাপ ও লাগলো , ওইগুলো মনে নেবেন না, সকল বাধা দূর করে এগিয়ে যান। আপনাদের দেশের বিদেশ সচিব এখন দার্জিলিং ভারতে, আমি সেখান থেকেই আপনার ভিডিও দেখি এবং দেখছি। আমরা সম্ভবত একই বয়সের হবো তাই প্রাণ ভরে শুভেচ্ছা রইলো আপনার জন্য,, ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏
অনেক অনেক শুভেচ্ছা রইল,পশ্চিমবঙ্গ থেকে 🌷🌷🌷
খুবই ভালো লাগল ভিডিও টি,সুমনের অসাধারণ উপস্থাপনা য় মুগ্ধ হয়েযাই কখন যে ভিডিও সময় শেষ হয়ে যায় বুঝতেও পারি না, পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণু পুরে আমার বাড়ী, এখানেও শাঁখারী বাজার আছে,শিল্পী দের অবস্থা ও একই।ভালো থেকো ভাই,আরও ভিডিও বানাও।
Oshadharon laglo Suman da. Thakur da r mukhe onek shunechi, ajke dekhe nilam, r musical instruments er documentary jonno wait kore roilam. Oshonkho dhonnobaf dada🙏....R dada ekta request rakhbo, jodi shombhob hoi Pabna district, Sagarkandi niye jodi ekta documentary banan. Amar Thakur da r okhanei jonmo, pore onara North Bengal e chole ashen 1949 e. Please jodi possible hoi 🙏
khub sundor laglo
amar ma r mukhe shona jaygagulo apnar video te dekhe khub bhalo laglo
Top Class Documentary, Truly international. Please dub in English or add English subtitles.
চেষ্টা করবো সাবটাইটেল অ্যাড করতে। অনেক ধন্যবাদ💕
@@SalahuddinSumon Love you bro, I am from Tilakpur, Akkelpur(previously under Adamdighi). You are our pride.
Khub khub sundor laglo aapnar aei vedio ti...