ব্যাংকে টাকা থাকলে জানুন Dormant Account I Inoperative Account I Unclaimed Deposit সম্পর্কে
Вставка
- Опубліковано 5 лют 2025
- ব্যাংকের Current account, Savings Account and SND account কখন কী কারণে Dormant, Inoperative, Inactive হয়ে যায় এবং সেই একাউন্টের টাকা কখন Unclaimed Deposit হয়ে যায় এবং সরকার মালিক হয়ে যায় সে সম্পর্কে
জানতে এই ভিডিওটি আপনাকে সাহয্য করবে।
This channel has been working to ensure financial literacy for all. Because the author believes that Financial Literacy can ensure Financial Security.
Thank you for watching this video.
@FinLitBD
@TheBusinessStandard
@JamunaTVbd
@DailyBonikbartanews
@FinancialExpress
পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি। পেছনের বলটি বারবার আপনার থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। আমার মনে হয় আপনি এইভাবে এডিট না করে এমনিতেও কোথাও বসে রেকর্ড করতে পারেন। কারণ আপনার ভিডিও আর দশজন থেকে অনেক ভালো ও মানসম্মত। ধন্যবাদ।
একাউন্টে ওখানে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দেওয়া আছে সেই অনুযায়ী ১০ বছর পর ঠিকানা অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ খোঁজ নেওয়া উচিত আমি মনে করি। যে এই টাকার মালিক কে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ খুঁজে বের করতে পারে। অতএব এই টাকা সরকারি হওয়ার কোন মানে আসে না
আমার ২০ লক্ষ ব্যাংকে জমা আছে,আমি ১০ বছর হয়ে গেছে আমি কোন খোঁজ খবর নেই না।আমি জাতে মাতাল 😂😅😅😅😅😅
কোন ব্যাংকে টাকা রাখলে সুবিধা ভাইয়া একটু বলেন
আমি ইসলামিক ব্যাংকে সেভিং একাউন্ট খোলা আছে এবং অনেক টাকা আছে কিন্তু ৬ মাস হলো কেন টাকা পাঠাই নাই আমার একাউন্ট বন্ধ হয়ে জাবে বা সরকার নিয়ে নিবে জানাবেন স্যার🤔
আর যদি লোন একাউন্ট থেকে থাকে তাহলে?
যদি ওই একাউন্টে টাকা না থাকে??
প্রতিবছর মেইনটেনেন্স চার্জ জমতে জমতে যদি অনেক টাকা হয়ে যায়, তখন কি ব্যাংক আমার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারে? কারণ ওই অ্যাকাউন্টটা তো আমি কোন টাকা রাখিও না, কিছুই করি না
@@miadrahman8897 যদি পুনরায় চালু করতে চান তাহলে ঐ চার্জ /বকেয়াগুলো দিতে হবে।আর টাকা না রাখলে কোন সমস্যা নাই
ভাই এই প্রশ্নের উত্তর দিবেন আশা করি। আমার সিটি ব্যংকে একটা আক্যাউন্ট ছিলো, গত ৪-৫ বছর লেনদেন করিনি। গতমাসে উক্ত ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে জানতে পারলাম ওই আক্যাউন্টে নাকি ৩ হাজার টাকা ডিউ আছে (ম্যানটেনেন্স চার্জ হিসেবে)।
আমি হিসাবটি ক্লোজ করতে ছেয়েছিলাম, উনারা বললো এই টাকাটা দিতে হবে।
যেখানে আমি গত ৪-৫ বছর কোন লেনদেনই করি নাই সেখানে ম্যানটেনেন্স চার্জ কিভাবে আসে।
চাকুরী পরিবর্তন এর জন্য আমার আরও ২ টা হিসাব অন্য আক্যাউন্ট এভাবে ছিলো যদিও সম্প্রতি ওই ব্যাংকগুলোতে যোগাযোগ করেছি, উনারা বলেছেন হিসাব বন্ধ করে দিয়েছেন।
@@riajur_rahman
গড় ব্যালেন্স ১০ হাজার টাকা হলে, মেইনটেনেন্স চার্জ ফ্রি।
কিন্তু তারা আমাদের প্রতি অন্যায় করে যাচ্ছে।
Eto kotha lage na sotkate bolle hoy
11 bosor onek time😂
Pagolei ai akam korbe😂😂😂
বকবক বেশি করেন কেন
😂ব্যাংক বন্ধ করতে হবে সব গুলা ওনলি 5 টা ব্যাংক থাকবে। একজনের একটিই একাউন্ট থাকবে, এই এক একাউন্ট দিয়ে সব ব্যাংকের সুবিধা নিতে পারবে।।
পাগলগুলো কোত্থেকে আসে?
আপনার প্রথম তথ্যগুলো বিভ্রান্তিকর।কারণ ছয় মাসে কিছু হয় না,একটাণা পাঁচ বছর কোন লেনদেন না করলে তখন ইনাক্টিভ হয়
BRPD Circular-23, Date: 28.12.2021 অনুযায়ী তথ্যগুলো দিয়েছি, এখানে বিভ্রান্তিকর কিছু দেখছি না। আপনি সারকুলার মিলিয়ে দেখতে পারেন।
@BankingBangladesh এফডিআর/ট্রেজারী বন্ড তো ৩,৬,১২ মাস করা হয়। নিদির্ষ্ট মেয়াদে উত্তোলন না করলে আবার স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হবে।