আমার বড় ফুপুর জামাইর বাড়ি চিলো কলমাকান্দা। আজ আমার ফুপু দুনিয়ায় নেই😢 ভিডিওটা দেখে ওনার কথা মনে হলো ছোট ফুপুর মুখে অনেক কাহিনি শুনি এই এলাকার কেমন জানি একটা টান লাগে এই এলাকার জন্য
৯০ পরে ২০১০ এর মধ্যে আমার দেশ সোনার দেশ ছিলো সব কিছু মায়ের আচল ছাঁদরে ছিলো সব কিছু মন মুগ্ধতায় বরা ছিলো আর এখন সব কিছু যেনো আস্তে আস্তে মলিন হয়ে গেছে ধন্যবাদ আপনাদের পুরোনো দিন গুলো এখনো দেখতে পারার জন্য
নেত্রকোনার চর মধুয়া গ্রামটি নিয়ে একটা ছোট তথ্যচিত্র যদি দেখান কখনো।বড়ো উৎসুক তৃষ্ণার্ত প্রাণে দেখতে চাই একটি বার, বাবার ফেলে আসা সেই গ্রাম কেমন আছে আজকাল..চিরকৃতজ্ঞ থাকবো যদি অনুরোধ টি রাখেন।প্যানোরামা ডকুমেন্টারি টিমের জন্য রইল শুভেচ্ছা, অনন্ত শুভেচ্ছা।
কলমাকান্দা ঘুরে আসলাম গতকাল। বৈচিত্র্যময় ভূমিরূপ আর জনজাতি এই অঞ্চলটিকে সারা বাংলাদেশ থেকে স্বতন্ত্র করে তুলেছে। গ্রামীণ জীবন বলতে যা এতদিন কেবল বইপত্র টিভি সিনেমায় দেখছি তা-ই এবার দেখা হলো নেত্রকোনা গিয়ে।
আহা কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য
নেএকোনায় অনেক সুন্দর জায়গা আছে যা আমরা আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখি।💚❤️💚❤️💚❤️
সেই দিন গুলো... আহহ... সেই আকাশ, সেই বাতাস, সেই সহজ সরল মানুষের প্রাকৃতিক জীবন, সত্যিকারের মানুষ ।
আর্টিফিশিয়াল জীবনের থেকে অনেক দূরে।
আহ্ কত সুন্দর দিন ছিল শৈশব ভাগিস্য আমরা ১৯৯৮ সালে জন্ম গ্রহণ করেছিলাম এখনকার বাচ্চারা তো আমাদের সেই শৈশবের মজা কি জানেই না
আমিও ৯৮ এর
ছোট্ট বেলার গ্ৰামের দিনগুলো আবার ফিরে আসলে জীবন টা নরক হতোনা,,,,,,,,,, উন্নয়ন এর দরকার নাই,,,,,,এই জীবন আবার ফিরে চাই,,,,,
Shotti bhaiyya unnoyoner dorkar nai.
Ei jibon abar fire sai
ঠিক বলেছেন ভাই
😭😭
আর আসবে না সেই সুন্দর দিন গুলা
অতিরিক্ত জনসংখ্যা আর লোভ আমাদের প্রকৃতি আর সভ্যতা ধ্বংস করছে। তবে মনে রাখা উচিত ঈশ্বর ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।
ঠিক বলছেন আদরের ভাইয়া সে দিনগুলো আর ফিরে পাবোনা
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি আমাদের এই স্বদেশ।
ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গ্রামের সেই চিরচেনা চিত্র।সত্যি মন জুড়িয়ে যায়! ❤️
আমি গর্বিত এই অপরুপ সৌন্দর্যের লীলাভূমি কলমাকান্দায় আমার জন্ম।
আমি করবি তো খুব সুন্দরজের নিলত্ত ভুমি জামার জন্মভূমি কলমাকান্দা
আপনার গ্রামে আমাকে দাওয়াত কইরেন
খুব সুন্দর জায়গা
অপূর্ব আবহসংগীত আর সুমধুর শুদ্ধ বাচনভঙ্গিতে নেত্রকোনার কলমাকান্দার স্নিগ্ধতায় ভরা এই ভিডিয়োটি আসলেই চোখ ও মন দুই-ই জুড়িয়ে দেয়!
সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না 😥😥
সেই ছোট্ট বেলাটা খুব মনে পড়ে,, কাতার থেকে দেখলাম আমার প্রিয় জন্মভূমির অপরুপ সৌন্দর্য ❤️🇧🇩❤️
Ami ei gulo neya kaz korta chai
কলকাতা থেকে ভালোবাসা নেবেন ।। আমাদের পশ্চিমবঙ্গে এসব চিত্র আজ আর দেখা যায় না
এক মিনিট ও স্কিপ করতে পারি নাই
প্রকৃতি নির্ভর ও তথ্য নির্ভর একটি চ্যানেল♥️♥️♥️
আহা কিযে ভালো লাগে, হারিয়ে যাওয়া সোনালি দিন গুলো দেখলে! 🖤
সত্যিই অসাধারণ বৈচিত্র্যে ভরা আমার প্রিয় এই দেশ!!!
মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো চালিয়ে জান
ছোট বেলায় এ প্রমান্য অনুষ্টান ৮ টার সংবাদের পর দেখতাম, দেখতে দেখতে ঘুমিয়ে যেতাম, কোথায় গেলো সেই দিন গুলো রে।
সেই দিন আর ফিরে পাওয়া যাবে না।এক গ্লাস দুঃখ কষ্টে বুকটা ভরে গেল।miss you
আমি প্রথম কমেন্ট করলাম। ভালো থাকবেন আপনারা। বাংলাদেশের বিভিন্ন গ্রাম ও শহরকে আপনাদের ভিডিওতে মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নিজের জেলা তাও ঘুরে দেখা হয়নি, কি অসাধারণ!!
এই চ্যানেলের স্ক্রিপ্টরাইটারকে ধন্যবাদ এত সুন্দরভাবে স্ক্রিপ্ট লেখার জন্য।
যেন ছোটবেলায় ফিরে গেলাম। সেই প্রকৃতি সেই খাল বিল নদী আহা আবার যদি এমন দিনে ফিরতে পারতাম ❤️😕
😭😔
Thank you so much ; Bengladesh is very very nice country from Madagascar 🇲🇬🇲🇬🇲🇬( africa)
tnx
অসাধারণ পাহাড়ি জনপদ। অনেক আগের ভিডিও হওয়ায় বর্তমানের সাথে পরিবর্তন বোঝা যায় সহজে।
অপরূপ সৌন্দর্য ও আল্লাহ সুবহানুতায়ালার নিয়ামত অপরূপ সৃষ্টি, যতবারই দেখি যেন দৃষ্টি পরিশ্রান্ত হয়ে আসে আমার দিকে।
শহরের মানুষ কতো হতভাগ্য৷ তারা কোনদিন প্রকৃতির ছোয়া পায় না৷ জীবন টা তাদের কৃত্রিমতায় পরিপূর্ণ
সবসময়ই যদি এরকম থাকতো অনেক সুন্দর হতো দেশটা
কলমাকান্দা : নৈসর্গিক সৌন্দর্যের রাজ্য। স্বর্গীয় এই জায়গাতেই আমার শৈশব, কৈশোর পার করেছি।
কৃতজ্ঞতা জানাই 'প্যানারমা ক্রিয়েটর্স' ❤
নেত্রকোনার গ্রামার দেখে অনেক ভালো লাগলো খুব সুন্দর ছিল
আমার বড় ফুপুর জামাইর বাড়ি চিলো কলমাকান্দা।
আজ আমার ফুপু দুনিয়ায় নেই😢
ভিডিওটা দেখে ওনার কথা মনে হলো
ছোট ফুপুর মুখে অনেক কাহিনি শুনি এই এলাকার
কেমন জানি একটা টান লাগে এই এলাকার জন্য
Amar vari kolmakanda
Watching from Philippines
অসম্ভব সুন্দর কলমাকান্দা
আমাদের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাকে নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল 🙏
নেত্রকোনা !!কি সুন্দর নাম ।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জেলার নাম নেত্রকোনা।
অপরূপ সুন্দর বাংলাদেশ ।
ফিরে যেতে যদি পারতাম সেই পুরানো দিনে।
এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও অসাধারণ।। যেমন প্রকৃতির ছবি তেমনই মিউজিক ও সুর। যেন মনকে আনমনে করে তোলে।।
আপনাদের ভিডিও গুলো অসাধারণ,,, গ্রাম বাংলা বিভিন্ন রুপ দেখা যায় আপনাদের ভিডিও তে✌️✌️
দেখে ভালো লাগলো, ভিডিও ধারণ কালের সাল দেয়ার জন্য ধন্যবাদ
গ্রাম হচ্ছে দেশের প্রান
অনেক সুন্দর আপনাদের ভিডিওগুলো
মাটি ও মানুষের ভালোবাসার জায়গা নেত্রকোনা। নেত্রকোনা থেকে বলছি 😍
অসাধারণ অনবদ্য সুন্দর আমাদের জন্মভূমি বাংলাদেশ...
খুবই সুন্দর ভিডিও আমি বরিশালথেকে
আমাদের নেত্রকোনা ❤️
গ্ৰাম দেখলেই ছোট বেলার কথা মনে পড়ে। ভিডিওটি আমার অনেক ভালো লাগলো।
সম্ভবত ১৯৯৯/২০০০ সালে বরিশাল থেকে একবার গিয়েছিলাম এখনও অনেক সৃতি মনে পরে,তখন রাস্তা ঘাট অনেক অনুন্নত ছিল এখন হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে।
আমার বাড়ি নেত্রকোনা জেলার, কলমাকান্দা থানায়,
আপনাকে আবারো নেত্রকোনায় আসার দাওয়াত রইলো।
৯০ পরে ২০১০ এর মধ্যে আমার দেশ সোনার দেশ ছিলো সব কিছু মায়ের আচল ছাঁদরে ছিলো সব কিছু মন মুগ্ধতায় বরা ছিলো আর এখন সব কিছু যেনো আস্তে আস্তে মলিন হয়ে গেছে ধন্যবাদ আপনাদের পুরোনো দিন গুলো এখনো দেখতে পারার জন্য
আমি কলমাকান্দার একজন নাগরিক। আমার এলাকা এভাবে দেখে খুবই ভালো লাগলো
Kon alaka apnar
Khub sundor dekache
আমাদের পাশ্বর্বতী জেলার একটি উপজেলা ভালো লাগলো ডকুমেন্টরি টি!
একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়
ধন্যবাদ আপনাকে আমাদের কলমাকান্দা তুলে ধরার জন্য
কোন গ্রাম?
দেশের এই অপরূপ সৌন্দর্য দেখলে মন ছুঁয়ে যায় সত্যিই কি সুন্দর আমাদের দেশটা ♥️🥰
ধন্যবাদ
আমার নানাবাড়ির এলাকা 😅
ঐসব মাটির রাস্তাদিয়ে কত্ত কস্ট করেি না যেতাম আগে 🥰
তারপরও এখন মনে হয় ঐ দিন গুলোই সুন্দর ছিল
নেএকোণা দূরগাপুরের মেয়ে আমি সৌদি থেকে দেখছি এতো সুন্দর গ্রামের কেম্পাস দেখে আমার মনটা ভরে গেচে অসাধারন...2023 সাল
Maliha Didi ND dada u r best.... Apndr kotha gulo khub sundar...🇮🇳🇮🇳🇮🇳
কি অপূরুপ আমাদের বাংলাদেশ দেখলে মন জুড়েই যায় আমি গর্বিত বাংলাদেশে জন্ম হয়েছি বলে
অসাধারণ সুন্দর আমাদের কলমাকান্দা লেংগুড়া হলো তার রানী
সত্যি ছোটবেলাটা অনেক সুন্দর ছিলো
কয়েকদিন আগে কলমাকান্দা বেড়াতে গিয়েছিলাম খুব সুন্দর এবং মানুষ গুলোও খুব আন্তরিক 😍
Khub sundor Lagchilo,india Odisha Bhubaneswar
আপু তোমার ভিডিও চমৎকার হয় বার বার দেখতে মন চায়
নেত্রকোনার চর মধুয়া গ্রামটি নিয়ে একটা ছোট তথ্যচিত্র যদি দেখান কখনো।বড়ো উৎসুক তৃষ্ণার্ত প্রাণে দেখতে চাই একটি বার, বাবার ফেলে আসা সেই গ্রাম কেমন আছে আজকাল..চিরকৃতজ্ঞ থাকবো যদি অনুরোধ টি রাখেন।প্যানোরামা ডকুমেন্টারি টিমের জন্য রইল শুভেচ্ছা, অনন্ত শুভেচ্ছা।
কলমাকান্দা ঘুরে আসলাম গতকাল। বৈচিত্র্যময় ভূমিরূপ আর জনজাতি এই অঞ্চলটিকে সারা বাংলাদেশ থেকে স্বতন্ত্র করে তুলেছে। গ্রামীণ জীবন বলতে যা এতদিন কেবল বইপত্র টিভি সিনেমায় দেখছি তা-ই এবার দেখা হলো নেত্রকোনা গিয়ে।
অসাধারণ ভিড়িও দেখতে খুব ভাল লাগে
অসাধারণ সুন্দর ভিডিও ধন্যবাদ
আপনাদের প্রতিবেদন গুলো একদম রিয়েল হয় ভালো লাগে
আপনার কমেন্ট দেখে ভালো লাগলো। আমাদের সাথেই থাকার অনুরোধ রইলো।
@@PanoramaDocumentary ইনশা আল্লাহ
3Dec21 seii 💓💋😱
অনেক সুন্দর নেত্রকোনা শহর
আমার দেখা অন্যতম একটি ইউটিউব চ্যানেল এটা🖤
1st.comment, Beautiful nature's, excellent presentation from Andaman
First like👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Oh ki sundar. Ai drishyoguli dekhle balyokaler kotha mone pore
Love From Netrakona ❤️
এই রকম ভিডিও আরো চাই
অপূর্ব 💚
সুবহানআল্লাহ কতই না অপরূপ। ।
Aha ki sundor jibon chilo se shomoy ❤️
এইসব দেখি আর মন বলে আগের দিন গুলো ভালো ছিলো
কণ্ঠ খুব সুন্দর
মাশা-আল্লাহ
অসাধারণ ভিডিও
Wow supr..Jai Shri mahakaal 💐🇮🇳🤠
অসাধারণ সুন্দর দেখতে ভাই ধন্যবাদ
Masha allah onek sondar lagche
আমাদের গ্রামটিও এইরকম। ভিডিওটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।
ধন্যবাদ আপনাকে নেএকোনার সৌন্দর্য তুলে দরার জন্য
চমৎকার দৃশ্য।
সুন্দর ভিডিও
অসাধারণ 💓💓💓
ভাই সত্যিই অনেক মিস করি সেই দিনগুলোর কথা
চাঁদপুরের হাইমচর থানাকে নিয়ে একটা ভিডিও বানাবেন। ধন্যবাদ।
অসাধারণ ❤️🌹
অপুরুপ সুন্দর বাংলাদেশ
দারুন 💐💐🎂
Very beautiful. Thanks
সেই লাগলো অনুষ্ঠান টি
আঃ! মন মুগ্ধ হয়ে গেল অপৰূপ প্ৰাকৃতিক দৃশ্য দেখে।
Balo lage oi gula
অসাধারণ
আমাদের নেএকোনা।খুবই সুন্দর।
Lack of time and money এত সুন্দৰ আমি ঐ জায়গাগুলোঁ কখন দেখতে পৰতামনা 😔😔😔
অপূর্ব সুন্দর আমাদের বাংলাদেশ