Day 1 : howrah to ujjain ( শিপ্রা এক্সপ্রেস ) Day 2 : ujjain night stay (স্টেশন এর কাছে হোটেল নিতে পারেন যদি 500/700 টাকার মধ্যে হোটেল পান তবেই । না পেলে মহাকালেশ্বর মন্দিরের একদম কাছেই হোটেল নেবেন , হোটেল ভাড়া 1400 থেকে 2500 টাকা। Day 3 : মহাকলেশ্বর দর্শন ও ujjain ভ্রমণ (খুব ভোর থেকে দিনটার প্লানিং শুরু করুন) Day 4 : সকাল সকাল ujjain থেকে ওঙ্কারেশ্বর দর্শনের জন্য যাত্রা শুরু করুন (car ভাড়া 4000/4500 টাকা) ও দর্শনের পর ইন্দর থেকে ট্রেন ধরে হাওড়া ব্যাক করুন । টুর টা ইন্দোর থেকে শুরু করে ujjain ঘুরে , হাওড়া ব্যাক করতে পারবেন ।
ভষ্ম অরুতি দেখতে হলে , তিন মাস আগে টিকিট বুকিং করতে হবে , তানাহলে ব্লাকে 1500/2000 টাকা পর হেড নিয়ে নেবে , উজ্জিন এ আরো একটি দিন অ্যাড করে নেবেন ,কারন রাত্রিবেলা থেকে লাইন দিতে হবে ভষ্ম আরুতি দর্শন ভোর বেলায় হয় ।
হোটেল ভাড়া প্রথম রাত্রি স্টেশন এর কাছে কাঁচ হোম স্ট্রে (হোটেল) এ নিলে 500 টাকা , দ্বিতীয় দিন মন্দিরের কাছে ভোলানাথ হোটেলে নিন 1200/1400 টাকা পার নাইট (সকল 10 টা থেকে সকাল 9 টা)। সাইডসন এর জন্য অটো রিজার্ভ ভাড়া 500 টাকা , টেম্পু / car নিলে 700/800 টাকা । স্টেশন থেকে মন্দিরের কাছে ভোলানাথ হোটেলে আসার জন্য 150 টাকা ( বার্গেনিং করে নেবেন কামেও হতে পারে ) খাওয়া বাবদ পর ডে 300/400 টাকা ।
Vlog টা এতো সুন্দর হয়েছে, আর এতো ইনফরমেটিভ হয়েছে skip করতে ইচ্ছে করবে না । 🙏জয় মহাকাল🙏
jay mahakal
Khub valo laglo , jay mahakal
Thank you 🥰
Jay mahakal 🙏
খুব ভালো লাগলো পথ নির্দেশ
Thank you so much 🥰
Very informative video , complite information পেলাম ।
Thank you so much 🥰
Osadharon laglo. Mahakaleswar mandire babar dorson peye gaye kanta dilo
সত্যিই মহাকালেস্বর মন্দিরে পা দিলেই এক ঐশ্বরিক উর্যা সবাইকে প্রভাবিত করে ।
Khub sundor laglo.. bhosmo aratir details deben please
খুবই তাড়াহুড়ো করে vlog টা বানিয়েছি , ডেসক্রিপশন বক্সে ভস্ম আরুতির ডিটেলস দিয়ে দেবো ।
Sandhye belate shipyar nadir partato khub sundar , Jay mahakal
হ্যাঁ, খুব সুন্দর। জয় মহাকাল 🙏
November last a kamon thanda thkby December a 1wk ai back korbo,,,boltay parban???
খুব একটা ঠান্ডা পারেন প্রায় এখানকার মতন ই ঠান্ডা থাকে , কিন্তু কাটনির দিকে ভালো ঠান্ডা থাকে।
@@Ghoshakanch tnxu
Valo lglo apnar vedio ami jte chai aar vosso arati dekte chai aar bandhavghor jte chai
Comment করার জন্য আপনাকে ধন্যবাদ।
বান্ধবগড় গেলে জঙ্গল সাফারির টিকিট আগে থেকে বুকিং করে রাখবেন । নাইট সফরিতে বাচ্ছা ও মহিলা এলাও করে না ।
You missed our ujjain famous Sapna namkeen and sweets must try farsan and sweets
Well , next time I visit Ujjain I will definitely try these two dishes
Kon somoy faka paoya jabe
আমরা ডিসেম্বরে গিয়েছিলাম , ভিড় অনেক কম ছিল ।
Apnar mondirer kacher hotel ti koto nilo
আমরা একটু কমে পেয়েছিলাম 1200 টাকা পার ডে তে । 1500 টাকা পার ডে নেয়।
স্টেশন এর কাছে যে হোটেলে ছিলেন তার নং দিলে ভালো হয়।
Dada single gele ki kono asubidha hobe
না, কোনো অসুবিধা হবে না।
শেয়ারিং গাড়িতে ঘুরতে আর আশ্রমে থাকতে যদি পারেন তাহলে খরচও কম হবে ।
Total ktodin lgbe dada ujjain omkareshwar
কম করে 3 দিন ( আসা যাওয়ার সময় বাদ দিয়ে)
দাদা উজ্জয়নি তে কতদিন থাকলে ভস্ম আরতি ও সাইট সিন করা যাবে?
খুব কম করে হলেও 2 night থাকতেই হবে ।
আপনি কোন মাসে গিয়েছিলেন জানালে খুশি হবো।
ডিসেম্বর মাসের শেষের দিকে।
Bholenath hotel koto nilo????
1200 টাকা পার ডে।
দাদা ভস্ম আরতি তে ভিডিও করতে দেয়?
না,
চুপচাপ একটু ম্যানেজ করতে পারলে করা যায় ।
Keu চাইলে ki জুলাই মাসে jete pare মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর
হ্যাঁ, যেতেই পারেন কিন্তু গরম থাকবে ভালই ।
Howrah to howrah
Day by day 1 ta plan kore din to only mahakal,omkareshwar,
Day 1 : howrah to ujjain ( শিপ্রা এক্সপ্রেস )
Day 2 : ujjain night stay (স্টেশন এর কাছে হোটেল নিতে পারেন যদি 500/700 টাকার মধ্যে হোটেল পান তবেই । না পেলে মহাকালেশ্বর মন্দিরের একদম কাছেই হোটেল নেবেন , হোটেল ভাড়া 1400 থেকে 2500 টাকা।
Day 3 : মহাকলেশ্বর দর্শন ও ujjain ভ্রমণ (খুব ভোর থেকে দিনটার প্লানিং শুরু করুন)
Day 4 : সকাল সকাল ujjain থেকে ওঙ্কারেশ্বর দর্শনের জন্য যাত্রা শুরু করুন (car ভাড়া 4000/4500 টাকা) ও দর্শনের পর ইন্দর থেকে ট্রেন ধরে হাওড়া ব্যাক করুন ।
টুর টা ইন্দোর থেকে শুরু করে ujjain ঘুরে , হাওড়া ব্যাক করতে পারবেন ।
ভষ্ম অরুতি দেখতে হলে ,
তিন মাস আগে টিকিট বুকিং করতে হবে ,
তানাহলে ব্লাকে 1500/2000 টাকা পর হেড নিয়ে নেবে ,
উজ্জিন এ আরো একটি দিন অ্যাড করে নেবেন ,কারন রাত্রিবেলা থেকে লাইন দিতে হবে ভষ্ম আরুতি দর্শন ভোর বেলায় হয় ।
@@Ghoshakanch mandir ekdom pase best hotel ki ache ?.....October mase ki AC hotel lagbe ?
দাদা এখন কি স্পর্শ দর্শন দিচ্ছে
না,
Total koto taka laglo? Per head
হোটেল ভাড়া প্রথম রাত্রি স্টেশন এর কাছে কাঁচ হোম স্ট্রে (হোটেল) এ নিলে 500 টাকা , দ্বিতীয় দিন মন্দিরের কাছে ভোলানাথ হোটেলে নিন 1200/1400 টাকা পার নাইট (সকল 10 টা থেকে সকাল 9 টা)। সাইডসন এর জন্য অটো রিজার্ভ ভাড়া 500 টাকা , টেম্পু / car নিলে 700/800 টাকা । স্টেশন থেকে মন্দিরের কাছে ভোলানাথ হোটেলে আসার জন্য 150 টাকা ( বার্গেনিং করে নেবেন কামেও হতে পারে ) খাওয়া বাবদ পর ডে 300/400 টাকা ।
total tour cost?
কত দিনের ট্রুর করবেন ? ভাসমারুতি দেখবেন ?
এগুলো জানালে , তবেই তো টোটাল বাজেট বলতে পারব ।
3day 2 night
3 jon
গর্ভগৃহে প্রবেশ করতে দিচ্ছে
হ্যাঁ , জয় মহাকাল 🙏
Na,, di cha na.. Holi ty agun laga chelo tai dukty dicha na...
Kon somoy faka paoya jabe
ফাঁকা কোনো সময়েই থাকে না তবে ডিসেম্বরের দিকে ভির কম থাকে ।