হযরত আবু উমামা (রা.) সূত্রে বর্ণিত অপর হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলা হাদীসে কুদসীতে ইরশাদ করেন- إِنَّ النَّظْرَةَ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مَسْمُومٌ ، مَنْ تَرَكَهَا مَخَافَتِي أَبْدَلْتُهُ إِيمَانًا يَجِدُ حَلاوَتَهُ فِي قَلْبِهِ “নিশ্চয়ই দৃষ্টিপাত ইবলীসের তীরসমূহের থেকে একটি তীর। যে ব্যক্তি আমার ভয়ে কোন মহিলার প্রতি দৃষ্টিপাত থেকে স্বীয় চোখ ফিরিয়ে নেয়, আমি এর বিনিময়ে তাকে এমন ঈমান দান করবো যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে।” (মুসনাদে আহমদ, ৫ম খণ্ড, ২৬৪ পৃষ্ঠা)
নারীদের সম্মান এর বিষয়ে শুধু আপনার মুখ থেকেই এত সুন্দর ভাবে আলোচনা শোনা যায় আমি যত ওয়াজ মাহফিল শুনেছি সেখানে কখনোই নারীদেরকে এত সম্মান দেয়া হয় নাই আমি শুনি নাই
@@mamunmia530 সে সময় কি তামাক ছিল।আর আমাদের নেতা কখন সিগারেট খেয়েছেন।আর আপনার ধর্ম ব্যবসাহী যে পানের সাথে জর্দা গুল এগুলো খায় সেটার কি বলবেন।তারাত নবীর ওয়ারিশ মনে করে নিজেকে। তাহলে তাদের কে কি বলবেন।
একজন মানুষ দুনিয়াতে যে উদ্দেশ্যে এলেন, যে দায়িত্ব নিয়ে এলেন, সেই মিশন এবং ভিশনই তো তাঁর সুন্নত ও কর্ম পদ্ধতি হওয়ার কথা। রসুল কি দুনিয়েতে দাড়ি, টুপি, জুব্বা প্রতিষ্ঠা করতে এসেছিলেন? তিনি কি দাড়ি, টুপি, জোব্বার দাওয়াত দিতেন? দাড়ি, টুপি, জোব্বা রাখা নিয়ে কাফেরদের সাথে রসুল যুদ্ধ করেছেন? করেননি। কারণ, দাড়ি, টুপি, জোব্বা ঐ সমাজের কাফের মোশরেকদেরও ছিল। তাহলে রসুলের সুন্নাহ কি? উনার দায়িত্ব কি? কোরআন কি বলে দেখুন। কোরআন বলে, আমি আমার আপন রসুলকে হেদায়াহ ও সত্যদীন দিয়ে প্রেরণ করেছি তিনি যেন তা অপরাপর দীনের উপর একে বিজয়ী করেন। রসুলাল্লাহ সারা জীবন এই কাজটাই করেছেন। এটা করতে গিয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। সঙ্গী সাথীদের এই পথেই কোরবান করেছেন। সুতরাং এই পথে সংগ্রামই হচ্ছে তাঁর সুন্নাহ। দাড়ি, টুপি, জোব্বা সুন্নাহ হতে পারে না। এগুলো উনার পোশাক, যেমন পোশাক ছিলো ঐ সমাজের অন্যদের। একজন মানুষের জীবনের লক্ষ্য, কর্ম বাদ দিয়ে পোশাক কখনোই সুন্নাহ হতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায়, কার্ল মার্ক্স এর পোশাক পরলে তার অনুসারী হওয়া যাবে না। তার যে আদর্শ তা ধারণ করতে হবে। ব্যাপারটা এমনই। আপনার যদি রাখতে মন চায় তাহলে আপনি রাখতে পারেন। আপনাকে কেউ মানা করে নাই। ধন্যবাদ।
আল্লাহর রাসূলের (সঃ) প্রতিষ্ঠিত ইসলাম ছিল স্বচ্ছ এবং শান্তিপূর্ণ। দ্বীনের বিকৃতির ফলে আজ কেবল ইসলামের খোলসটাই আমরা দেখতে পাই কিন্তু সেই খোলসের আবরণে শান্তি দেখতে পাইনা। আল্লাহর দেওয়া প্রকৃত ইসলামেই কেবল একটি শান্তিপূর্ণ সমাজ ও একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব। অন্যথায় কেবল অশান্তি, অন্যায়ই ভোগ করতে হবে।
আমরা হচ্ছি হুজুগে বাঙালির জাতী যা শুনি তার পেছনে দৌড়ায় বেশিরভাগ কমেন্ট দেখলাম হিজবুত তৌহিদ এই নেতার পক্ষে আরে ভাই উনি পর্দার কথা তো বলল মাঝখানে পর্দা দেওয়া লাগবেনা তবে উনার মাহফিলের ভিতরে কিছু কিছু জায়গায় ডানা-কাটা-পরী গুলো দেখতে পারতেছি উনি তো একবারও বললেন না মাএভাবে আসা যাবেনা আমি ওনার বিরুদ্ধে বলতে চাচ্ছি না কারণ উনি একজন ইসলাম প্রচারক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক
হ্যাঁ সেটলিমও একটা বাটপার ধর্মব্যাবসায়ী।আমাদের নবী (সাঃ) এর নিকট পর্দার বিধান নাজিল হওয়ার পর এই চক্রান্তকারী ধর্মব্যাবসায়ীর মত নারীদের সাথে এমন খোলামেলা চলাফেরা করেননি।তবুও তোদের মাথায় পর্দার সামান্যতম মর্মও ঢোকে না। ধোকাবার ছাড় নইলে অটো মেশিনে ধরা খাইবা দেরি নাই।
এনাম ভাই ভালো বক্তব্য দিয়েছেন আপনি কিন্তু আগে আপনার সংশোধনের পরে বক্তব্য দিয়ে জনগণকে বুঝাবেন আপনার কাছে তো নবীর সুন্নত নাই আপনি কি বক্তব্য দিবেন কুরআন হাদিসের অভিজ্ঞতা কম বেশি সবাই অর্জন করতে পারে কিন্তু মানতে তো পারে না সবাই
হিজবুত তাওহীদ নেতা জনাব হোসাইন মুহাম্মদ সেলিম সাহেব আপনী কোনো হাদিসের পৃষ্ঠা নাম্বার অথবা কোরআনের আয়াত বলুন তাহলে কোরআন পড়ে অতি সহজে বুঝতে পারবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা I আমি আরব দেশে অনেকদিন ধরে বসবাস করছি যেহেতো কোরআনের বাণী আরবী ভাষায় লিখিত এবং এখানকার মানুষের ভাষা আরবী আশা করছি কিছুটা বুঝতে পারবো ? আর বাকীটা কাহারো কাছ থেকে বুঝে নিবো ইনশা আল্লাহ ?
বর্তমান আলেমদের ফতুয়া শুনে সাধারণ মানুষ জেনেছে যে পর্দা হলো পা থেকে মাথা পযন্ত ঢাকা আর ঘর বন্দী ও বাক্স বন্দী।কিন্তু এখন দেখি উল্টো ইসলাম যে কত সহজ সরল তা আপনার বক্তব্য শুনলে বোঝা যায় ।
আপনি এমন ভাবে কমেন্ট করেছেন যেন মানুষ ভাবে আপনি এই লোকের কতা গুলো আসলেই সটিক নাউজুবিল্লাহ আপনিও ওদেরি একজন শুনুন বাংলাদেশের মুসলমানকে বোখা বানানোর চেস্টা করোনা আমরা সব বুজি ও যান দাজজাল আসবে তার আগে তার অনুসারি নামদারি মুসলমান আসবে আর আপনারা এসেচেন এগুলো ফেৎনা সিষ্টির জন্য এসেচেন ভালো হয়েযান পরিনাম শুভ হবেনা
অসাধারণ বক্তব্য তুল ধরেছেন মাননীয় এমাম আপনাকে হাজারো
সালাম,,👍❤️❤️❤️
মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
হযরত আবু উমামা (রা.) সূত্রে বর্ণিত অপর হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলা হাদীসে কুদসীতে ইরশাদ করেন-
إِنَّ النَّظْرَةَ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مَسْمُومٌ ، مَنْ تَرَكَهَا مَخَافَتِي أَبْدَلْتُهُ إِيمَانًا يَجِدُ حَلاوَتَهُ فِي قَلْبِهِ
“নিশ্চয়ই দৃষ্টিপাত ইবলীসের তীরসমূহের থেকে একটি তীর। যে ব্যক্তি আমার ভয়ে কোন মহিলার প্রতি দৃষ্টিপাত থেকে স্বীয় চোখ ফিরিয়ে নেয়, আমি এর বিনিময়ে তাকে এমন ঈমান দান করবো যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে।” (মুসনাদে আহমদ, ৫ম খণ্ড, ২৬৪ পৃষ্ঠা)
নারীদের সম্মান এর বিষয়ে শুধু আপনার মুখ থেকেই এত সুন্দর ভাবে আলোচনা শোনা যায় আমি যত ওয়াজ মাহফিল শুনেছি সেখানে কখনোই নারীদেরকে এত সম্মান দেয়া হয় নাই আমি শুনি নাই
কই এমন তো কখনো শুনি নাই রাসূলআল্লাহ পর্দার আড়ালের মা ওবোনেরা এমন কথা বলতে...❤️❤️
এভাবেই খুব শীঘ্রই সত্যের বানী পৌঁছে যাবে সমগ্র দুনিয়াতে
মাননীয় এমাম, আপনি এগিয়ে যান আমরা আছি আপনারা সঙ্গে,,❤️❤️
Vai ashen mate deka hbe kto bro neta apni , cikaret khan matlami koren .jara ai vair bipokkhe like and commen korben
সেদিন বেশি দূরে নয় , ধর্মাঅন্ধতা কুপমন্ডুকতা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবে ইনশাল্লাহ
আপনার এই আলোচনার মাধ্যমে পর্দা সম্পর্কে আকিদা বুঝতে পারলাম।
সেলিম তুই মরলে খুশি হব
রাসূল (সা.) আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি আমাদেরকে যতটুকু করতে আদেশ করেছেন আমরা ঠিক ততটুকুই করবো৷
Thanks for your valuable video.
ইসলামকে অপব্যবহার,, শয়তান,,,,
এ পাগল কি কয়
যৌক্তিক কথা বলেছেন, আমরা ইসলাম শিখবো রাসুলের কাছ থেকে।
ভন্ড ভন্ড ওরে ভন্ড
চালিয়ে যান মাননিয় এমাম আমরা আছি আপনার সাথে।
Shala tor neta to cikaret khaire, amder nobi ki cikaret khaicilo tmi ki deko nai
@@mamunmia530 সে সময় কি তামাক ছিল।আর আমাদের নেতা কখন সিগারেট খেয়েছেন।আর আপনার ধর্ম ব্যবসাহী যে পানের সাথে জর্দা গুল এগুলো খায় সেটার কি বলবেন।তারাত নবীর ওয়ারিশ মনে করে নিজেকে। তাহলে তাদের কে কি বলবেন।
আপনার কথা গুলা সত্যিই কোর আন হাদিস দিয়ে রেফারেন্স দেওয়া কিন্তু বর্তমানে যারা ওয়াজ করতেছেন আর পর্দার কথা বলতেছেন সেটা কি তাহলে সত্যি বাড়াবাড়ি
প্রিয় ভাই এই দাজ্জালের কথা বিশ্বাস করবেন না। ইমান ধ্বংস হবে। এর কাজ কর্মে ইসলামের কোন চিহ্ন নেই সে কি করে ইসলাম প্রচার করবে
@@mdruhul2618 দাজ্জাল চেনার মত মুমিনত্ত অর্জন করতে পারেননি। তাই অন্যকে জ্ঞান না দেওয়ায় ভালো।
রাসুল (সঃ)এর দারি মোবারক এ কি কোন ডিজাইন ছিল
একজন মানুষ দুনিয়াতে যে উদ্দেশ্যে এলেন, যে দায়িত্ব নিয়ে এলেন, সেই মিশন এবং ভিশনই তো তাঁর সুন্নত ও কর্ম পদ্ধতি হওয়ার কথা। রসুল কি দুনিয়েতে দাড়ি, টুপি, জুব্বা প্রতিষ্ঠা করতে এসেছিলেন? তিনি কি দাড়ি, টুপি, জোব্বার দাওয়াত দিতেন? দাড়ি, টুপি, জোব্বা রাখা নিয়ে কাফেরদের সাথে রসুল যুদ্ধ করেছেন? করেননি।
কারণ, দাড়ি, টুপি, জোব্বা ঐ সমাজের কাফের মোশরেকদেরও ছিল।
তাহলে রসুলের সুন্নাহ কি? উনার দায়িত্ব কি? কোরআন কি বলে দেখুন। কোরআন বলে, আমি আমার আপন রসুলকে হেদায়াহ ও সত্যদীন দিয়ে প্রেরণ করেছি তিনি যেন তা অপরাপর দীনের উপর একে বিজয়ী করেন। রসুলাল্লাহ সারা জীবন এই কাজটাই করেছেন। এটা করতে গিয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। সঙ্গী সাথীদের এই পথেই কোরবান করেছেন। সুতরাং এই পথে সংগ্রামই হচ্ছে তাঁর সুন্নাহ। দাড়ি, টুপি, জোব্বা সুন্নাহ হতে পারে না। এগুলো উনার পোশাক, যেমন পোশাক ছিলো ঐ সমাজের অন্যদের।
একজন মানুষের জীবনের লক্ষ্য, কর্ম বাদ দিয়ে পোশাক কখনোই সুন্নাহ হতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায়, কার্ল মার্ক্স এর পোশাক পরলে তার অনুসারী হওয়া যাবে না। তার যে আদর্শ তা ধারণ করতে হবে। ব্যাপারটা এমনই। আপনার যদি রাখতে মন চায় তাহলে আপনি রাখতে পারেন। আপনাকে কেউ মানা করে নাই। ধন্যবাদ।
এই বক্তব্য রাখার পরেও তোমরা বসে আছো কেন ভাই,, ওরে জুতা ছুরে মারসো না কেনো
কিরে শালা সেলিম সাফ কি তোর বৌউ কে কয় বার খেলে ছে সেলিম সাফকে জুতা মারবি তুই সাল কুকুকের চুদা।
জুতা মার
আল্লাহর রাসূলের (সঃ) প্রতিষ্ঠিত ইসলাম ছিল স্বচ্ছ এবং শান্তিপূর্ণ। দ্বীনের বিকৃতির ফলে আজ কেবল ইসলামের খোলসটাই আমরা দেখতে পাই কিন্তু সেই খোলসের আবরণে শান্তি দেখতে পাইনা। আল্লাহর দেওয়া প্রকৃত ইসলামেই কেবল একটি শান্তিপূর্ণ সমাজ ও একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব। অন্যথায় কেবল অশান্তি, অন্যায়ই ভোগ করতে হবে।
হেযবুত তওহীদ প্রতিটা আল্লাহ রাসুলের আদর্শ মোতাবেক পালন করে যাচ্ছেন।
আপনার প্রত্যেকটা বক্তব্য বাস্তব সম্মত
ভালো লাগলো আপনার আলোচনা ❤
পর্দা অবশ্যই ফরজ! তবে আল্লাহ যতটুকু করতে বলেছেন ঠিক ততটুকু।
তৌরি থাকেন আল্লাহর গজবের জন্য,,,,,,,,মানুষদের পথভুষ্ট করবেন না,,,আল্লাহকে ভয় করেন,,,,,তওবা করে আল্লাহর পথে পিরে আছেন,,,,,,
অাপনার বক্তব্যগুলো অসাধারন
Excellent Explain.....
আমরা হেযবুত তাওহীদ নারী পুরুষ এক সাথে শান্তি প্রতিষ্ঠা করবো।
হেযবুত তওহীদের মাধ্যমেই আলোকিত হবে এই পৃথিবী।
মাননীয় নেতা আপনি যা বলেন মহা সত্য কথা বলেন আপনাকে জানায় লক্ষ্য সালাম।
Tui ki muslim manger beta
তুই তো ওর মতো
তোকে আল্লাহ হেদায়েত দান করুক
ভাই আপনি কথাটা আমার ভালো লাগলো
ঠিক বলেছেন
অসাধারণ বক্তব্যে তুলেধরেছেন মাননীয় এমাম আপনাকে হাজারো সালাম
একমাত্র ধর্ম ব্যবসায়ীরা মিথ্যাচার করে তাদের ধর্ম ব্যবসার চলতেছে না ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ধর্মব্যবসা
নারীরা শালীনতা বজায় রেখে সকল কাজে অংশগ্রহণ করতে পারবেন।ইসলাম নারীদের স্বাধীনতা দিয়েছেন।
সত্যের আলোয় আলোকিত হবে পুরো পৃথিবী।
এই সু্স্পট আলোচনার জন্য আপনাকে অসংখ্য জাজাকাল্লাহ।
সেলিমের জন্য জুতা রেখে দিছি আর তোর জন্য ও ভাই রাখছি
আপনার কথাগুলো অনেক যৌক্তিক। ধন্যবাদ মানুষকে সঠিক পরামর্শ দিয়ে কুসংস্কার, ও ধর্মীয় অন্ধকার থেকে ফিরে আসার আহবান করার জন্য।
খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাননীয় ইমাম।।
tomar dari koi oyas kro nako
অসাধারণ বক্তব্য তুলে ধরেছেন মাননীয় এমাম আপনাকে হাজারো সালাম ,,❤️
মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এসব মিথ্যাবাদীদের আল্লাহ ছাড়বেন না।
শয়তান 😁😁🤣🤣😄
গালি দেওয়া কোন ধর্মের শিক্ষা?
❤❤❤❤
✊✊✊✊✊❤️❤️❤️
Vondo
হেযবুত তওহীদ পর্দা প্রথার বিরুদ্ধে নয় ইসলামে নামে বাড়াবাড়ি করা নিষিদ্ধ।
Shelim soitaner bai.,nirchoi era gomrahir pothe royese
আমরা হচ্ছি হুজুগে বাঙালির জাতী যা শুনি তার পেছনে দৌড়ায় বেশিরভাগ কমেন্ট দেখলাম হিজবুত তৌহিদ এই নেতার পক্ষে আরে ভাই উনি পর্দার কথা তো বলল মাঝখানে পর্দা দেওয়া লাগবেনা তবে উনার মাহফিলের ভিতরে কিছু কিছু জায়গায় ডানা-কাটা-পরী গুলো দেখতে পারতেছি উনি তো একবারও বললেন না মাএভাবে আসা যাবেনা আমি ওনার বিরুদ্ধে বলতে চাচ্ছি না কারণ উনি একজন ইসলাম প্রচারক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক
“হে আলী! একবার হঠাৎ নজর পড়ে গেলে দ্বিতীয় বার তাকাবে না। কেননা, (অনিচ্ছাকৃত দৃষ্টি দোষমুক্ত, কিন্তৃ এরপর তবে পুনরায় নজর দেয়া বৈধ নয়।” (সুনানুল কুবরা, ৭ম খ-, ৯০ পৃষ্ঠা)
একদম সঠিক কথা বলেছেন।
যুক্তি সঙ্গত আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য জাযাকাল্লাহ
ইনশাআল্লাহ এভাবেই সত্য পৌঁছে যাবে পৃথিবীর বুকে
আপনি সঠিক বলেছেন,
কিভাবে পর্দা করতে হবে তা যৌক্তিক আলোচনার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন সত্যনিষঠ আন্দোলোনের নেতা জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
অসাধারণ আলোচনা করেছেন
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
তুই একাই সত্য আর বিশ্বের সব আলেম মিথ্যা???
হ
মুনাফিক
একদম সঠিক কথা বলেছেন মাননীয় এমাম
তুইও নাচতিক অরমত
ইসলাম সহজ সরল, যেটুকু বিধান আছে তার বাইরে কোন কাজ করলে আল্লাহর বিরানকে অমন্য করা হয়
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই ভাবে না বলে কুরান তরজামা করেন আয়াত বলেন আর বেকখা করেন তা হলে ভালো ভাবে বুজা যাবে
আপনি যদি বলেন এক কোটি টাকা দেবো তারপর আপনার সাথে যোগ দেবো না
তুই জানোস না আসসালাতু মিফতাহুল জান্নাত
আপনার কথাই এক মত
হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আমরা অবশ্যই আল্লাহর রাসুল আর কোরআন থেকেই ইসলাম শিখবো, আমরা ধর্মব্যবসায়ীদের নিকট থেকে কখনোই ইসলাম শিখবো না
তাই নাকি আপু।
ইসলামে অন্ধত্বের কোন জায়গা নেই।।
মানণিয় এমাম আপনার কথা 100%সঠিক।
ধর্মব্যবসায়ী ফতোয়াবাজেরা তাদের সুবিধা মতো ফতোয়া দেয়। পর্দার ব্যপারে আপনি তথ্য নির্ভর এবং যৌক্তিক আলোচনা করছেন আপনাকে লাখো কোটি সালাম।
মাননীয় ঠিক কথা বলেছেন
মাননীয় এমাম, আপনি এগিয়ে যান আমরা আছি আপনারা সঙ্গে
আমরা মানবো রাসুলের আদর্শ আর আল্লাহর হুকুম।
জাদের গেননেই ,তারাই তোর কাছে আসে
ভদ্র আচরণ ও পারিবারিক শিক্ষা।
Well answered. 👌👌
হ্যাঁ আপনিই ঠিক বলেছেন, আমরা অবশ্যই আল্লাহর রসুল আর কোরআন থেকেই ইসলাম শিখবো, আমরা ধর্মব্যাবসায়ীদের নিকট থেকে কখনোই ইসলাম শিখবো না।
হ্যাঁ সেটলিমও একটা বাটপার ধর্মব্যাবসায়ী।আমাদের নবী (সাঃ) এর নিকট পর্দার বিধান নাজিল হওয়ার পর এই চক্রান্তকারী ধর্মব্যাবসায়ীর মত নারীদের সাথে এমন খোলামেলা চলাফেরা করেননি।তবুও তোদের মাথায় পর্দার সামান্যতম মর্মও ঢোকে না। ধোকাবার ছাড় নইলে অটো মেশিনে ধরা খাইবা দেরি নাই।
ঠিক বলেছেন মাননীয় এমাম
আল্লাহ কুর আনে বলেছেন জা সাধারনত প্রকাশ্যমান তাহা ব্যাতীত সবকিছুর পর্দা করতে হবে।।। এই আয়াতটি এক বলতে পারবি ভাই??
এনাম ভাই ভালো বক্তব্য দিয়েছেন আপনি কিন্তু আগে আপনার সংশোধনের পরে বক্তব্য দিয়ে জনগণকে বুঝাবেন আপনার কাছে তো নবীর সুন্নত নাই আপনি কি বক্তব্য দিবেন কুরআন হাদিসের অভিজ্ঞতা কম বেশি সবাই অর্জন করতে পারে কিন্তু মানতে তো পারে না সবাই
🤬🤬🤬
পর্দা নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে বর্তমানে।
Pagol
এই পাগলকে কে ছারি দিল? তার মাকে যদি ১০০ লকের মাজখানে ছারি দিলে পরের অবস্থা কেমন হল তার মাকে জিজ্ঞেস করতে বলিও।।।।
সেদিন বেশি দূরে নয় যেদিন ধর্মান্ধতা কুপমন্ডুকতা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবে।
হিজবুত তাওহীদ নেতা জনাব হোসাইন মুহাম্মদ সেলিম সাহেব আপনী কোনো হাদিসের পৃষ্ঠা নাম্বার অথবা কোরআনের আয়াত বলুন তাহলে কোরআন পড়ে অতি সহজে বুঝতে পারবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা I আমি আরব দেশে অনেকদিন ধরে বসবাস করছি যেহেতো কোরআনের বাণী আরবী ভাষায় লিখিত এবং এখানকার মানুষের ভাষা আরবী আশা করছি কিছুটা বুঝতে পারবো ? আর বাকীটা কাহারো কাছ থেকে বুঝে নিবো ইনশা আল্লাহ ?
আপনি ঠিক বলছেন আপনার কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ।
একটা টুপি কিনি না মাথায় দিলেন
সব খোঁড়া যুক্তি
Thik bolchen
প্রকৃত ইসলামের পর্দা হারিয়ে গেছে।
Salim akta pagol
খেজুর খামচো
Right
কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ
কোন দিক দিয়ে মনে হল ভাই আমার
বুঝিয়ে বলবেন
আগে বুঝেন।তার পর মন্তব্য করুন।
সত্য যখন এসে গেছে মিথ্যাকে তো তখন বিদায় নিতেই হবে
কে হক 😂 আমার হাসি পাইতেছে 😅কে আছ আমাকে ধর😅😅😅😅
খুব সুন্দর আলোচনা করেছেন মাননীয় এমাম
মাননীয় এমাম ঠিক বলছে
ঠিক বলছে সারারপুর তুই ও সয়তান এর দল
দেক হেয় কি স্টাইল করে দাড়ি রাখছি সব সয়তান এর দল
মাথায় তো টুপি নাই
বর্তমান আলেমদের ফতুয়া শুনে সাধারণ মানুষ জেনেছে যে পর্দা হলো পা থেকে মাথা পযন্ত ঢাকা আর ঘর বন্দী ও বাক্স বন্দী।কিন্তু এখন দেখি উল্টো ইসলাম যে কত সহজ সরল তা আপনার বক্তব্য শুনলে বোঝা যায় ।
আপনি এমন ভাবে কমেন্ট করেছেন যেন মানুষ ভাবে আপনি এই লোকের কতা গুলো আসলেই সটিক নাউজুবিল্লাহ আপনিও ওদেরি একজন শুনুন বাংলাদেশের মুসলমানকে বোখা বানানোর চেস্টা করোনা আমরা সব বুজি ও যান দাজজাল আসবে তার আগে তার অনুসারি নামদারি মুসলমান আসবে আর আপনারা এসেচেন এগুলো ফেৎনা সিষ্টির জন্য এসেচেন ভালো হয়েযান পরিনাম শুভ হবেনা