শিবাজি দা, আপনার ভিডিওটি অসাধারণ হয়েছে! লোলাব ভ্যালীর প্রাকৃতিক সৌন্দর্য এবং কালারুশ গুহার রহস্যময়তা সত্যিই মুগ্ধ করেছে। স্থানীয় মানুষের আতিথেয়তা এবং তাদের বাড়িতে লাঞ্চের অভিজ্ঞতা দেখে মন ভরে গেল। অফ বিট কাশ্মীর সিরিজের এই পর্বটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ আমাদের এমন সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য।
লোলাব ভ্যালির অসাধারণ সৌন্দর্য যখন দেখছিলাম তখন আমি দিদিকে বলে উঠেছিলাম … এখানে সময় থমকে থাকে… কাকতালীয় ভাবে কিছুক্ষণ পরেই শিবাজীদা এই কথাটিই বললেন… ❤লোলাব ভ্যালি মন কেড়ে নিল… তেমনি ভয়ঙ্কর ভালো লাগা কালারুশ গুহা… ❤সবমিলিয়ে ভীষণ ভালো লাগল এই ভিডিও… দুই দাদাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম❤
সত্যিই অসাধারণ। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলছি এক অদ্ভুত স্বর্গীয় মুর্ছনায়। প্রাকৃতিক সৌন্দর্য ও উপস্থাপনা মিলে মিশে একাকার। অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বীজীৎ দা।
খুব ভালো লাগলো।এই অফবিট কাশ্মীর সিরিজ সত্যি ই খুব ভালো লাগলো।আরো ভালো লাগলো এই অঞ্চলের কিশোরদের নিঃস্বার্থ আন্তরিকতা দেখে । পরের ভিডিও র অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে ও আপনার টিম কে ।
এই কাশ্মীর দেখার অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ, তবে বেশী পর্যটকদের ভিড় না হলেই ভালো, তখন আর এত সুন্দর থাকবে কিনা সেটা ই মুশকিল। ছোট্ট ছোট্ট গ্রাম কি সুন্দর করে টিনের পাঁচিল দিয়ঘেরা। এই পর্ব টি ভীষণ সুন্দর লাগলো। ভালো থাকবেন, শুভ রাত্রি।
The entire off-beat Kashmir series is extra-ordinarily well-done. It captures not just Kashmir's natural beauty, but the simplicity and goodness of its people. It also shows your own innate affectionate nature, rising above the man-made divisions of caste, religion etc. Sitting down to eat the food made and served by the hands of Muslims tells a golden story about your hearts and faith. Those who served you the sweet, cold water to quench your thirst, and the simple, tasty meal of dal and saag, home-made chutney and egg curry, which they prepared for you with love and respect, were rewarded by your gratitude and humble acceptance of their offering, their hospitality. A first class presentation of a very human and moving experience. You have taken a very big step towards uplifting us from hate and fear to love, respect and admiration. You have brought people together, serving the cause of humanity. As long as there are people like you and your friends, there is hope for world peace and harmony, based upon real experience. May your lives be blessed.
সত্যিই মুগ্ধ হলাম প্রকৃতিকে দেখে অসাধারণ আবারও দেখতে চাই নিজের চোখে জানি না হবে কিনা কোনোদিন তবে তোমাদের সৌজন্যে অনেক কিছুই দেখতে পেলাম অনেক অনেক ধন্যবাদ EXPLORER SHIVAJI CHANNEL K ♥️ ❤️ 👌 🙂😃
আমিও রোনালদোর ফেন কেনো যানি ওনাকে আমার ভালো লাগে সত্যি বলতে অসাধারণ ছিলো পুরো ভিডিও ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🇧🇩🇦🇪🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇧🇩
অপূর্ব সুন্দর প্রকৃতির রূপ আর মনোরম পরিবেশে আপনার অসাধারণ ধারা বর্ণনা করেছেন তা বলা বাহুল্য। সবার উপরে মানুষ সত্য তা উপর আর কিছু নেই। অনেক কষ্ট করছেন সবাইকে আনন্দ দেবার জন্য সেজন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 😊😊😊😊
শিবাজী বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি।আমি শারিরিক ও মানসিক ও আরথিক দিক দিয়ে খুব্ অসহায় দেশ বিদেশ ঘোরার ক্ষভতা আমার নেই।ভগবান কে ধন্যবাদ আপনার মতো একজন ব্লগার পেয়েছি।যার জন্য দেশ বিদেশ সব বাড়ীতে বসেই দেখতে পাচ্ছি।এরজন্য অশেষ ধন্যবাদ আপনাকে।আপনার প্রতিটি ব্লগ দেখি।আর খুব ভালো লাগে।আপনার থাইল্যন্ড। নেপাল বাঙলাদশ সৌদিআরব মিশর সহ প্রত্যেক টি ব্লগ ভালো লেগেছে এর জন্য আবার।ধনবাদ জানাই আপনাকে আশীষ কুমার সু । মানকর
Priththi da is the most eligible bachelor, tai onar shoulder e bonduk fata nor jonno, akdom fit. Abar ashi video te, opurbo laglo vdo ta. Sob kichu mile, fatafati. ❤❤❤🎉🎉🎉.
The Off-Beat Kashmir series is truly remarkable, not just for showcasing the stunning landscapes but for portraying the heart and soul of the people who live there. It’s evident that deep sense of compassion of both allows you to rise above the barriers that divide us, whether by religion, caste, or culture. The scenes where you share a meal with locals, humbly accepting the food they prepared with care and love, tell a powerful story of unity. Their offering of sweet water and a simple, wholesome meal of dal, saag, homemade chutney, and egg curry is more than just hospitality-it’s a testament to mutual respect and human connection. What makes this series even more impressive is the length of the videos; despite their extended duration, each moment feels thoughtfully crafted, holding our attention while conveying such a profound message. You've created something more than just a travel documentary-it's a moving human experience, breaking down fear and fostering love and understanding. Your work reminds us that as long as there are people like you, dedicated to bridging divides, there is always hope for peace, harmony, and a better world. Thank you for bringing people together in such a meaningful way. May your journey continue to inspire and bless you both
চোখের যে কি আরাম হলো বলে বোঝাতে পারবোনা। এই সিরিজটা একদম অন্যরকম। এত ব্লগারের এত কাশ্মীর ভ্রমণ দেখেছি এবং দেখি যা চেনা জায়গাগুলো দেখে দেখে মুখস্থ হয়ে গেছে তাই এই সিরিজ খুব উপভোগ করেছি। ❤❤❤
শিবাজী দা আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যিই ভারতবর্ষের একটা অনন্য রূপ আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে দেখতে পেলাম আপনি যে পড়ে গিয়েছিলেন চোট লেগেছিল সেটা ঠিক আছে তো সাবধানে চলাফেরা করবেন দাদা। ভারত আমার ভারত বর্ষ।
Very very good and heartiest delightful video, very good hospitality of the villagers and very good scenery of the valley, your uncle from Behala Bakultala Kolkata-61
আপনাদের এই ভিডিও Durdanta লাগল । লোলাভ ভ্যালীর গুহা পরিদর্শন আমার ভীষণ ভাল লাগল ।যে জায়গায় আমার যাওয়া কোন দিন সম্ভব হবে না , সেই দৃশ্য আপনাদের চোখ দিয়ে। দে ,খার সৌভাগ্য আমার হল । ধন্যবাদ , এই ভাবেই সুন্দর সুন্দর ভিডিও পাঠাতে থাকুন আমাদের জন্য . ।
, অসাধারণ অভিজ্ঞতা হল, virtually........ কি সহজ সরল সাদামাটা স্বচ্ছ জীবনের স্বাদ পেলাম। শহুরে জীবন থেকে অনেক ভালো। আহা, প্রকৃতি মা যেন ঢেলে সাজিয়েছে। তবে খুব দুঃসাহসিক দুটো ট্রেক করেছেন। ভালো থাকবেন সকলে। ❤
ওই অদ্ভূত সুন্দর প্রকৃতি আর অপূর্ব একটা background tune, video টার 47.20 এ মনের মধ্যে একটা অদ্ভুত emotional burst হল, শুধু screen এ একটা জায়গা দেখে এত আনন্দ এর আগে পাইনি। অনেক ধন্যবাদ তোমাকে I
অববিট কাশ্মীর খুব সুন্দর ঘুরলাম শিবাজী দা সবুজ প্রকৃতির কোলে যেন হারিয়ে গেলাম। নতুন নতুন কেভ এর তথ্য পেলাম। সেভেন ডোর দেখলাম অসাধারণ কোনদিন যেতে পারবো কিনা জানিনা তবে দেখে নিলাম। এমনভাবে আপনি দেখালেন মনে হবে যে আমরা সেখানটাতেই পৌঁছে গেছি সমস্ত রাস্তাঘাট যেন চিনি। সুন্দর উপস্থাপনা আর মনমুগ্ধকর পরিবেশে আমাদের ভ্রমণ করানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটা কথা না বললেই নয় আপনি যেহেতু একজন টিচার বাচ্চাগুলোর সাথে ঠিক সেই ভাবেই আপনি মিশে গেলেন। একজন টিচার হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে এনকারেজ করতে হয় তৈরি করতে হয় আপনি সেটাই করে দেখালেন। প্রকৃতির কোলে বেড়ে ওঠায় বাচ্চাগুলোর থেকেও পরিবেশ সম্পর্কে অনেক কিছু মানুষের শেখার আছে
শিবাজী দা ভিডিও টা দেখে এতোটাই ভালো লেগেছে কারণ হোলো এই লোলাব ভ্যালি তে আমরা গিয়েছিলাম ,আমরা যে গেস্ট হাউস এ উঠেছিলাম আপনারাও সেই গেস্ট হাউসে উঠেছেন,কালারুষ কেভ এ গুলজার ভাই আমাদেরও গাইড ছিলেন শুধু তাই নয় আপনারা ওনাদের বাড়িতে লাঞ্চ কোরে ছিলেন আমরাও ওনাদের বাড়িতেই লাঞ্চ করেছিলাম, এতো সুন্দর আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছিলাম ।আমরা অফবিট কাশ্মীর করেছি 2021 সের অক্টোবর এ, আপনার ভিডিও টা দেখে মনটা আনন্দে ভোরে গেলো।
শিবাজী দা জানিনা কোনোদিন যেতে পারবো কি না।কিন্তু আপনার চোখ দিয়ে আজ সর্গ দেখে নিলাম খুব সুন্দর লাগছে আপনার সাথেই ঘুরতে ভালো থাকবেন আর আমাদের ভালো রাখবেন।🙏🏻🙏🏻💐💐
একটা ঘন্টা শুধু মুগ্ধতাতেই কেটে গেল❤ এই লো লাব কেই তো দেখতে চাইছিলাম❤❤ তবে স্থানীয় মানুষদের এত সুন্দর ব্যবহার এত এত সুন্দর আতিথেয়তা দেখে সত্যিই মন ভরে গেল❤। গুহার ভেতরের ন্যাচারাল এয়ারকন্ডিশনিং দেখেই বুঝতে পারছি কেন আমাদের আদিম পূর্বপুরুষরা গুহা কেই বাসস্থান হিসেবে বেছে নিত।😮
শিবাজি দা, আপনার ভিডিওটি অসাধারণ হয়েছে! লোলাব ভ্যালীর প্রাকৃতিক সৌন্দর্য এবং কালারুশ গুহার রহস্যময়তা সত্যিই মুগ্ধ করেছে। স্থানীয় মানুষের আতিথেয়তা এবং তাদের বাড়িতে লাঞ্চের অভিজ্ঞতা দেখে মন ভরে গেল। অফ বিট কাশ্মীর সিরিজের এই পর্বটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ আমাদের এমন সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য।
Your comments are attractive.
ভীষন সুন্দর। সবচেয়ে touchy এইটাই এই শিশু গুলির জল এনে দেওয়া ।
পাহাড়িরা সব সময়ই নমস্য আমরা শহুরে রা বড় পাল্টে গেছি ।
মন ভরে গেলো আপনার ব্লগ দেখে, তার থেকেও ভালো লাগলো বাচ্চা গুলোর সহযোগ ,জল এনে খাওয়ানো। কি সুন্দর আতিথেয়তা
লোলাব ভ্যালির অসাধারণ সৌন্দর্য যখন দেখছিলাম তখন আমি দিদিকে বলে উঠেছিলাম … এখানে সময় থমকে থাকে… কাকতালীয় ভাবে কিছুক্ষণ পরেই শিবাজীদা এই কথাটিই বললেন… ❤লোলাব ভ্যালি মন কেড়ে নিল… তেমনি ভয়ঙ্কর ভালো লাগা কালারুশ গুহা… ❤সবমিলিয়ে ভীষণ ভালো লাগল এই ভিডিও… দুই দাদাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম❤
অফ বিট কাশ্মীর ভ্রমন দারুন উপভোগ করছি , যেমন প্রকৃতি তেমন ওখানকার স্থানীয় মানুষজন , খুব ভালো লাগছে , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
Shaukat Uncle koto koshto kore tulchilen sudhu matro environment taake bhalo rakhar jonno 😮
খুব খুব ভালো লাগলো।কালারুশ গুহা,লোলাব ভ্যালী,সব কিছু অপূর্ব।আপনার উপস্থাপনা যথারীতি দারুন👍👍👍
খুব ভালো লাগলো শিবাজী স্যার পাইন গাছএর জঙ্গল খুব ভালো ❤❤পুরো টুর টা ও খুব খুব সুন্দর লাগলো শিবাজী স্যার
offbeat Kashmir trip gulo shotti khub vlo lgche sir r amio Ronaldo (CR7) vokto
সত্যিই অসাধারণ। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলছি এক অদ্ভুত স্বর্গীয় মুর্ছনায়। প্রাকৃতিক সৌন্দর্য ও উপস্থাপনা মিলে মিশে একাকার। অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বীজীৎ দা।
অসাধারণ। আপনাদের লাঞ্চ করা দেখে আমার খুধা লেগে গেছে দাদা।😊
খুব সুন্দর লাগলো ❤️❤️ কাশ্মীর এর লোকজন খুব ভালো এই ভিডিও গুলোতেই বোঝা যাচ্ছে ❤️❤️ ভালো থেকো 👍👍👍
অপূর্ব অফবিট কাশ্মীর,, সেই সাথে আপনার উপস্থাপনাও। অসংখ্য ধন্যবাদ আপনাদের।❤️👌👍
খুব ভালো লাগলো।এই অফবিট কাশ্মীর সিরিজ সত্যি ই খুব ভালো লাগলো।আরো ভালো লাগলো এই অঞ্চলের কিশোরদের নিঃস্বার্থ আন্তরিকতা দেখে । পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আপনাকে ও আপনার টিম কে ।
পুরো অফবিট কাশ্মির সিরিজটাই দারুণ লাগছে ৷ প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর ৷ কত অদেখাকে দেখছি কত অজানাকে জানছি ৷ খুব ভাল অনুভুতি হচ্ছে, দেখতে দেখতে ৷
দারুণ উপভোগ করলাম ভিডিও টি। জাস্ট ফাটাফাটি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
Lolab Vally, Offbeat Kashmir episode besh valoi enjoykorchi, assadharon scenario. 🌹🌹👌Thanks To Explorer Shibaji O Prithijit. 💐😍
অসাধারণ। অপূর্ব। অনেক শুভকামনা রইলো। তোমরা ছাড়া দেখা হতো না। ভালো থেকো। সুস্থ থেকো। অনেক আশীর্বাদ নিও।
কিচ্ছু বলবনা। অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। সেলাম শিবাজী, সেলাম পৃথ্বীজিৎ। আপনাদের সেলাম।
দারুন আর কি বলব , আপনারাই অনুপ্রেরক । ভালো থাকুন সুস্থ থাকুন।
পুরো রোমাঞ্চময় ব্লগ হয়েছে। উদ্যাম ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে যা কল্পনার বাইরে, অসাধারণ রোমাঞ্চকর blog দেখলাম অনেকদিন পর।
মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা,,, এক কথা দারুণ লাগলো ❤❤❤❤❤
দারুন একটা ভিডিও দেখলাম অনেক কিছু জানলাম ,আপনার ভিডিও এমনিতেও ভালো হয় ।আপনারা দুজনেই ভালো থাকুন ।
সত্যিই অসাধারণ লাগল এই লোলাব ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য। এ রূপ নৈসর্গিক সৌন্দর্য দেখে সত্যিই আজ মনে হচ্ছে ভূস্বর্গ।
ভাল থাকবেন।
এই কাশ্মীর দেখার অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ, তবে বেশী পর্যটকদের ভিড় না হলেই ভালো, তখন আর এত সুন্দর থাকবে কিনা সেটা ই মুশকিল। ছোট্ট ছোট্ট গ্রাম কি সুন্দর করে টিনের পাঁচিল দিয়ঘেরা। এই পর্ব টি ভীষণ সুন্দর লাগলো। ভালো থাকবেন, শুভ রাত্রি।
আমি এতো টা অসুস্থ যে দুই বসে দেখে কমেন্ট করলাম অনেক ভালো লাগলো। এতো সুন্দর সুন্দর ভিডিও দেখে আমার মনে ভরে যায় ❤❤❤❤❤
অফবিট কাশ্মীরিরে একটি অসাধারণ এপিসোড উপভোগ করলাম যথারীতি মুগ্ধ হলাম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এতো সুন্দর একটি এপিসোড তুলে ধারার জন্যে!!
শিবাজী দা পৃথ্বিজিত দা তোমাদের এই ভিডিও দেখলে আমাদের মন ভালো হয়ে যাই
Very interesting and informative tour of Lolab Valley.Keep up your good work.
Lolabvalley,Kalarush cave, rasta r scenic beauty daaaruuuun enjoy korlam 👌 virtually, khub sundor laglo ei offbeat Kashmir series 🙌
Khub vhalo laglo video ta jete to parbona kono din ja deklam jiban dhanna hoye gyalo. Thank you very much
Ei Kashmir series ta osadharon lagchhe... Specially ei episode ta durdanto.
দারুন অভিজ্ঞতা হলো। যেমন প্রকৃতি তেমন ওখানকার সহজ সরল মানুষ জন । অমায়িক ব্যাবহার দুর্দান্ত আতিথিয়তা। আপনাদের এডভেঞ্চার ও দুর্দান্ত লাগলো। শিবাজী দা আপনার মনে হয় অনেক লেগেছে। একটু সাবধানে থাকবেন জুতো টা পাল্টে নিন পারলে। অতিরিক্ত লাগলে একটু ডক্টর দেখিয়ে নেবেন। ফেলে রাখবেন না । ভালো থাকবেন সকলে। 😊🌷
Darun adventure holo. Dekhte valo laglo.
Tabe amra akhan ar parbo na.
অসাধারণ এক পর্ব ❤❤ অনবদ্য কাশ্মীর 😊
দারুন লাগছিল অজানা অচেনা সুন্দর স্থান গুলো দেখতে। খুঁটিয়ে দেখলাম। দারুন সুন্দর।
অপূর্ব খুব সুন্দর আপনার উপস্থাপনাও খুব ভালো
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
Apurbo jayga,khub sundar!😮😮😮❤❤❤😊😊😊🎉🎉🎉😅😅❤❤
The entire off-beat Kashmir series is extra-ordinarily well-done. It captures not just Kashmir's natural beauty, but the simplicity and goodness of its people. It also shows your own innate affectionate nature, rising above the man-made divisions of caste, religion etc. Sitting down to eat the food made and served by the hands of Muslims tells a golden story about your hearts and faith. Those who served you the sweet, cold water to quench your thirst, and the simple, tasty meal of dal and saag, home-made chutney and egg curry, which they prepared for you with love and respect, were rewarded by your gratitude and humble acceptance of their offering, their hospitality. A first class presentation of a very human and moving experience. You have taken a very big step towards uplifting us from hate and fear to love, respect and admiration. You have brought people together, serving the cause of humanity. As long as there are people like you and your friends, there is hope for world peace and harmony, based upon real experience. May your lives be blessed.
Thank you so much for this wonderful and motivating comment.
সত্যিই মুগ্ধ হলাম প্রকৃতিকে দেখে অসাধারণ আবারও দেখতে চাই নিজের চোখে জানি না হবে কিনা কোনোদিন তবে তোমাদের সৌজন্যে অনেক কিছুই দেখতে পেলাম অনেক অনেক ধন্যবাদ EXPLORER SHIVAJI CHANNEL K ♥️ ❤️ 👌 🙂😃
রোমহর্ষক ভিডিও! দারুণ লাগল। অভিজিতের fitness just mind boggling.
আমিও রোনালদোর ফেন কেনো যানি ওনাকে আমার ভালো লাগে সত্যি বলতে অসাধারণ ছিলো পুরো ভিডিও ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🇧🇩🇦🇪🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇦🇪🇧🇩🇧🇩
Apurba,apurba,kashmir er ei rup sara jiban mone thakbe,apnake dhnyabad.
Ekta like swakat bhai saheb er jonno..5.05...tumi hridoy jite niyecho..
দারুণ হয়েছে এই পর্ব। খুব ভাল লাগল ❤
দারুন লাগলো শিবাজী দা আপনার এই ভিডিও টা । খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অপূর্ব সুন্দর প্রকৃতির রূপ আর মনোরম পরিবেশে আপনার অসাধারণ ধারা বর্ণনা করেছেন তা বলা বাহুল্য। সবার উপরে মানুষ সত্য তা উপর আর কিছু নেই। অনেক কষ্ট করছেন সবাইকে আনন্দ দেবার জন্য সেজন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 😊😊😊😊
শিবাজী বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি।আমি শারিরিক ও মানসিক ও আরথিক দিক দিয়ে খুব্ অসহায় দেশ বিদেশ ঘোরার ক্ষভতা আমার নেই।ভগবান কে ধন্যবাদ আপনার মতো একজন ব্লগার পেয়েছি।যার জন্য দেশ বিদেশ সব বাড়ীতে বসেই দেখতে পাচ্ছি।এরজন্য অশেষ ধন্যবাদ আপনাকে।আপনার প্রতিটি ব্লগ দেখি।আর খুব ভালো লাগে।আপনার থাইল্যন্ড। নেপাল বাঙলাদশ সৌদিআরব মিশর সহ প্রত্যেক টি ব্লগ ভালো লেগেছে এর জন্য আবার।ধনবাদ জানাই আপনাকে
আশীষ কুমার সু । মানকর
কি অপূর্ব। ছবির মতো সুন্দর।
Dashing শিবাজী দা।। চালিয়ে যান চালিয়ে যান ঈশ্বর আপনার শরীর খুব ভালো রাখুক।।।।।
দারুন দারুন আপনার ভিডিও গুলো দেখলে দাদা অনেক কিছু সম্পর্কে অভিজ্ঞতা পাওয়া যায় ভালো থাকবেন সার্বক্ষণ 🙏
কোনো দিন হয়তজেতে পারবো না কিন্তু আপনার এই ভোডিও র মাধ্যমে চোখকে সার্থক করলাম ভালো থাকবেন
বাকরুদ্ধ ভিডিও টা দেখে,, সেরা ভিডিও আপনার ধন্যবাদ দাদা এক্সপ্লোর করা জন্য 🙏
অসাধারণ Adventure সহ অপূর্ব সুন্দর এই জার্নি । খুব ভালো লাগল ।
কালারুশ গুহা ও আফন জলপ্রপাত ভারতবর্ষের বিস্ময়। অপূর্ব।। প্রকৃতি তার ডালি নিয়ে সাজিয়ে রেখেছে।।
সত্যি বলছি ।এত সুন্দর ভিডিও হয়েছে মুগ্ধ হয়ে গেলাম শিবাজী দা।❤❤❤❤ রইলো।
Priththi da is the most eligible bachelor, tai onar shoulder e bonduk fata nor jonno, akdom fit.
Abar ashi video te, opurbo laglo vdo ta. Sob kichu mile, fatafati. ❤❤❤🎉🎉🎉.
Notification pelam r ese gelam. Ei series ta khub e sundor. Lolab vally sottie darun.
Khub enjoy korchi apnader Sathe ❤❤❤
khub enjoy korchi thank you from BAIDYABATI, HOOGHLY
The Off-Beat Kashmir series is truly remarkable, not just for showcasing the stunning landscapes but for portraying the heart and soul of the people who live there. It’s evident that deep sense of compassion of both allows you to rise above the barriers that divide us, whether by religion, caste, or culture. The scenes where you share a meal with locals, humbly accepting the food they prepared with care and love, tell a powerful story of unity. Their offering of sweet water and a simple, wholesome meal of dal, saag, homemade chutney, and egg curry is more than just hospitality-it’s a testament to mutual respect and human connection.
What makes this series even more impressive is the length of the videos; despite their extended duration, each moment feels thoughtfully crafted, holding our attention while conveying such a profound message. You've created something more than just a travel documentary-it's a moving human experience, breaking down fear and fostering love and understanding. Your work reminds us that as long as there are people like you, dedicated to bridging divides, there is always hope for peace, harmony, and a better world. Thank you for bringing people together in such a meaningful way. May your journey continue to inspire and bless you both
English literature student for sure 😅😅😂
খুব সুন্দর লাগছে তোমাদের এই সিরিজের ভিডিও গুলি
Mon ekebare kanay kanay vore galo.
দূরন্ত একটা ভ্লগ হয়েছে😍😍 offbeat কাশ্মীর -এর প্রতি আকর্ষণ ক্রমে বেড়েই চলেছে আমার❤❤❤❤
Eta ekta onnoyrokom video hoache.darun enjoy korlam ❤
এককালে উমাপ্রসাদের ভ্রমণ কাহিনী দাগকাটত মনে আর এতদিন পরে আপনাদের ভিডিও কাহিনী আরো আকষর্ণীয় দেখা শোনার মাধ্যমে।ভালো থাকুন আরো কাহিনী তে মুগ্ধ করুন।
ভীষণ ভালো লাগলো...সত্যি বলছি দাদা কিছুক্ষণের জন্য এখনকার সব আন্দোলনের চিন্তা ভুলেগিয়েছিল...
চোখের যে কি আরাম হলো বলে বোঝাতে পারবোনা। এই সিরিজটা একদম অন্যরকম। এত ব্লগারের এত কাশ্মীর ভ্রমণ দেখেছি এবং দেখি যা চেনা জায়গাগুলো দেখে দেখে মুখস্থ হয়ে গেছে তাই এই সিরিজ খুব উপভোগ করেছি। ❤❤❤
অফবিট কাশ্মীর দেখে মনে হচ্ছে ভূস্বর্গ কথাটার স্বার্থকতা
খুব সুন্দর ব্লগ দেখলাম। Lolab valley, Kalarush cave ভালো লাগলো। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো -বাচ্চাদের ব্যবহার, যে ভদ্রলোকের বাড়িতে লাঞ্চ করলেন তাদের অতিথি আপ্যায়ন। কতটা আন্তরিক ওনারা/ওরা সেটা ব্যবহারেই বোঝা গেলো। ভালো থাকবেন।
Massive deforestation is the cause of raised temperature in Kashmir.😮Once a teacher is always a teacher😊😊😊😊😊😊
Mon ta amar valo hoygalo sir apnar video dekhe.. ❤❤❤❤khub valo thakun apnara
শিবাজী দা আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যিই ভারতবর্ষের একটা অনন্য রূপ আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে দেখতে পেলাম আপনি যে পড়ে গিয়েছিলেন চোট লেগেছিল সেটা ঠিক আছে তো সাবধানে চলাফেরা করবেন দাদা। ভারত আমার ভারত বর্ষ।
অসাধারণ হয়েছে দাদা।মনোমুগ্ধকর ব্লগ এবং বাচনভঙ্গি।বাংলাদেশ থেকে 🙏🙏
Very very good and heartiest delightful video, very good hospitality of the villagers and very good scenery of the valley, your uncle from Behala Bakultala Kolkata-61
অসাধারণ প্রকৃতি। আপনাদের মানসিক জোর অসম্ভব বেশী।ওই সাংঘাতিক গুহার ভেতর অনেকটাই ঢুকে গিয়েছিলেন। আমি ভয়ঙ্কর ভাবে ক্লসটোফোবিক তাই আপনাদের গুহার ভেতর ঢুকতে দেখেই চোখ বন্ধ করে নিয়েছিলাম। কেবল আপনার গলা শুনছিলাম।বেশ রোমাঞ্চকর।
Puro vedio ta dekhlam ekebare bose .romhorsok darun❤
আপনাদের এই ভিডিও Durdanta লাগল । লোলাভ ভ্যালীর গুহা পরিদর্শন আমার ভীষণ ভাল লাগল ।যে জায়গায় আমার যাওয়া কোন দিন সম্ভব হবে না , সেই দৃশ্য আপনাদের চোখ দিয়ে। দে ,খার সৌভাগ্য আমার হল । ধন্যবাদ , এই ভাবেই সুন্দর সুন্দর ভিডিও পাঠাতে থাকুন আমাদের জন্য . ।
অপরূপ সৌন্দর্যের প্রকৃতি ❤
, অসাধারণ অভিজ্ঞতা হল, virtually........ কি সহজ সরল সাদামাটা স্বচ্ছ জীবনের স্বাদ পেলাম। শহুরে জীবন থেকে অনেক ভালো। আহা, প্রকৃতি মা যেন ঢেলে সাজিয়েছে। তবে খুব দুঃসাহসিক দুটো ট্রেক করেছেন। ভালো থাকবেন সকলে। ❤
ওই অদ্ভূত সুন্দর প্রকৃতি আর অপূর্ব একটা background tune, video টার 47.20 এ মনের মধ্যে একটা অদ্ভুত emotional burst হল, শুধু screen এ একটা জায়গা দেখে এত আনন্দ এর আগে পাইনি। অনেক ধন্যবাদ তোমাকে I
অববিট কাশ্মীর খুব সুন্দর ঘুরলাম শিবাজী দা সবুজ প্রকৃতির কোলে যেন হারিয়ে গেলাম। নতুন নতুন কেভ এর তথ্য পেলাম। সেভেন ডোর দেখলাম অসাধারণ কোনদিন যেতে পারবো কিনা জানিনা তবে দেখে নিলাম। এমনভাবে আপনি দেখালেন মনে হবে যে আমরা সেখানটাতেই পৌঁছে গেছি সমস্ত রাস্তাঘাট যেন চিনি। সুন্দর উপস্থাপনা আর মনমুগ্ধকর পরিবেশে আমাদের ভ্রমণ করানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটা কথা না বললেই নয় আপনি যেহেতু একজন টিচার বাচ্চাগুলোর সাথে ঠিক সেই ভাবেই আপনি মিশে গেলেন। একজন টিচার হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে এনকারেজ করতে হয় তৈরি করতে হয় আপনি সেটাই করে দেখালেন। প্রকৃতির কোলে বেড়ে ওঠায় বাচ্চাগুলোর থেকেও পরিবেশ সম্পর্কে অনেক কিছু মানুষের শেখার আছে
শিবাজী দা ভিডিও টা দেখে এতোটাই ভালো লেগেছে কারণ হোলো এই লোলাব ভ্যালি তে আমরা গিয়েছিলাম ,আমরা যে গেস্ট হাউস এ উঠেছিলাম আপনারাও সেই গেস্ট হাউসে উঠেছেন,কালারুষ কেভ এ গুলজার ভাই আমাদেরও গাইড ছিলেন শুধু তাই নয় আপনারা ওনাদের বাড়িতে লাঞ্চ কোরে ছিলেন আমরাও ওনাদের বাড়িতেই লাঞ্চ করেছিলাম, এতো সুন্দর আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছিলাম ।আমরা অফবিট কাশ্মীর করেছি 2021 সের অক্টোবর এ, আপনার ভিডিও টা দেখে মনটা আনন্দে ভোরে গেলো।
দারুন অ্যাডভেঞ্চার হলো।
শিবাজী দা জানিনা কোনোদিন যেতে পারবো কি না।কিন্তু আপনার চোখ দিয়ে আজ সর্গ দেখে নিলাম খুব সুন্দর লাগছে আপনার সাথেই ঘুরতে ভালো থাকবেন আর আমাদের ভালো রাখবেন।🙏🏻🙏🏻💐💐
একটা ঘন্টা শুধু মুগ্ধতাতেই কেটে গেল❤
এই লো লাব কেই তো দেখতে চাইছিলাম❤❤
তবে স্থানীয় মানুষদের এত সুন্দর ব্যবহার এত এত সুন্দর আতিথেয়তা দেখে সত্যিই মন ভরে গেল❤।
গুহার ভেতরের ন্যাচারাল এয়ারকন্ডিশনিং দেখেই বুঝতে পারছি কেন আমাদের আদিম পূর্বপুরুষরা গুহা কেই বাসস্থান হিসেবে বেছে নিত।😮
The best ever place and the best explore you have ever done. Today you can be called as Explorers. Hats off to you and my country INDIA.
Wow Oshadaron
Vaiya amon video aro chai
খুব সুন্দর ভিডিও দারুন জায়গা মন ভরে গেলো❤
আমি ঠিক এটাই লিখতে যাচ্ছিলাম জাভেদ এর বাড়িতেও ঠিক এই ভাবে ওরা আতিথিওটা করেছিল।ভীষন ভীষন সুন্দর লাগলো ভিডিও টা
Abar r ekta ashadharon episod upohar dilen. Offbeat Kashmir dekhchi r chokh juriye jache.
দাদা যা জানি না ? তা তোমার থেকে দেখি ও শিখি, কিন্তু আজ তুমি যে বাচ্চা গুলির সাথে যা করেছো তার জন্য স্যালুট ❤❤❤❤
আপনাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্ণিশ জানাই।
ভাই শিবাজী কি অপূর্ব সুন্দর জায়গা দেখালে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
দারুন লাগলো আজকের পর্ব... বাচ্চা গুলো কে দেখে সত্যিই প্রাণ জুড়িয়ে গেল
অসাধারণ, শিবাজী দা পৃত্থিদা তোমাদের তুলনা তোমরাই।❤
Really impressed by your environmental saving comments, we need this. Thank you Shibajida
আমিও এমন গুহায় ঢুকেছি,
মেঘালয়ে গিয়ে
দারুন রোমাঞ্চকর অভিজ্ঞতাঃ ❤
Osadharon video..... Rudhhoswas bhabe thriller golpo jemon pore..... Temon korei caver modhye apnader dekhchhilam...... water fall treking tao onoboddo......khubi adventure purno jayga......khub sundor ....apnara khub bhalo thakben ❤❤