তিস্তায় ভয়াবহ বন্যা ও নদী ভাঙন !! দিশেহারা উত্তরবঙ্গের লাখো মানুষ ! Flood || River Erosion

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • ভারতের ঢল ও টানা বর্ষণে ফুলেফেঁপে উঠা তিস্তার পানি, এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম দেখা দেয় বন্যা। তবে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। কয়েক দিনের বন্যায় রাস্তাঘাট ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বন্যায় কর্মহীন হয়ে পড়া হাজারও মানুষের একমাত্র মাথা গুজার ঠায় ছিল বসত ভিটা তাও রাক্ষুসে তিস্তার ভাঙনে নদীগর্ভে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব তারা। চরম ভোগান্তিতে পড়ছেন বানভাসি এই মানুষগুলো। বন্যা ও নদী ভাঙনের মত নানান প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না উত্তরের এই হতভগা মানুষগুলোর।

КОМЕНТАРІ • 11

  • @MahadiIslam-mo6je
    @MahadiIslam-mo6je 8 днів тому +1

    আসলে কি বলবো ভাইয়া আমাদের দেশটা নিচু হওয়ার কারণ এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য আমরা যতই প্রকল্প বাস্তবায়ন করি না কেন যেহেতু আমরা নিচুতে সুতরাং এ বন্যার মোকাবেলা করতেই হবে আমাদেরকে

  • @quranaasmanifakekitabhai5734
    @quranaasmanifakekitabhai5734 8 днів тому +1

    কাংলাদেশের দুঃখ যেন আর শেষ হচ্ছে না এতো কষ্ট দেখে মনটা খুব খারাপ হয়ে গেলে ও ভালো লাগে 😅

  • @MahsaSara
    @MahsaSara 8 днів тому +1

    "হে আল্লাহ, আমাদের জীবিত ও আমাদের মৃত, যারা আমাদের সাথে আছেন এবং যারা অনুপস্থিত, আমাদের যুবক ও বৃদ্ধ, আমাদের পুরুষ ও আমাদের নারীদের ক্ষমা করুন।

  • @IdMohammad-r7q
    @IdMohammad-r7q 5 днів тому

    💛💛😀😀srL

  • @shoponmohammed5337
    @shoponmohammed5337 6 днів тому

    মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হউক

  • @Sabidul22Sabi
    @Sabidul22Sabi 8 днів тому

    উত্তর বঙ্গের মানুষের একটাই দাবি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হোক

  • @kriahnendudhar853
    @kriahnendudhar853 8 днів тому

    তগত পানি চাই নে কত পানি লাগে নে।