আমেরিকায় বাংলার এক টুকরো, জ্যাকসন হাইটে ইফতার। Iftar in Sagar Chinese, Jackson Heights, New York.

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 474

  • @abdulgafurmia6906
    @abdulgafurmia6906 Рік тому +7

    ভাই আপনি যে ছোটবেলার ছোট ছোট স্মৃতি গুলো স্মরণ করে আনন্দ পান আমরাও এতে আনন্দ পাই আপনাকে ধন্যবাদ । আমার মনে হয় আমি এত সুন্দর দেশে থেকে বাংলাদেশকে ভুলে যেতাম কিনা জানিনা । কিন্ত আপনি কি চমৎকার ভাবে সব ছোট বেলার কথা বলেন । আমি খুবই আনন্দ পাই । আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমেরিকা ঘুরার তাওফিক , সুস্থতা ও নিরাপদ রাখুন আমিন ।

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +1

      Ameen. অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan

  • @shahidurrahman2181
    @shahidurrahman2181 Рік тому +2

    দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম 🦚মালা ভাবিকে সালাম রইলো...! সাগর.... স্বাধিনতা বলা 🇧🇩কথা.. বাংলা বাজার আমাদের গর্বের...!, দুজন কে অসাধারণ লাগছে.. মালা ভাবি চুপচাপ আসলেই মেয়েদের এটাতে সুন্দর লাগে😆কথাগুলো মজা পেলাম......! সেই সময়কার রোজা.. আহারে এতো তাড়াতাড়ি কেনো বড়ো হলাম... হারিয়ে যাওয়া মধুর স্মৃতি.. আসলেই.. এখন যা আছে তা নিয়ে সন্তস্ট... থাকাটাই ভালো...! বসন্ত কাল আমেরিকায় আমাদের বাংলাদেশে আগামী ১৪,এপ্রিল শুক্রবার বাংলা নববর্ষ..! আবার ক্যামপিং.. আপনার জন্য দোয়া ভালবাসা থাকবে সবসময়ই... ইনশাআল্লাহ দেখা হবে... কেজাহানাম্মে যাবে কে... কে বেহেশতে যাবে তা আল্লাহর সিদ্ধান্ত.. আমি বিশ্বাস করি...!ভয় কে জয় করা মানুষ ফারুক ভাই শিখার মানুষ...!!, অসাধারণ ইনজয় করলাম...! চট্টগ্রামে র মানুষ এখনো বাংলাদেশের বাংলাদেশের কোথায় কি আছে তা জানিনা এটাই বাস্তব তা?পুরো সেতু টা তারের উপর দাড়ানো... আকাশ ছোঁয়ার ইচ্ছে হচ্ছে যা সম্ভব না 😁রমজান টা সবদেশে একই মজা.. ভাবি হাসলো তাহলে 😆আমার আগের এনডোরেট সেট টা চোরের হাতে চলে গেছে ঐ সেট টা দিয়ে ভালো টাইপ করা যেতো... এটা দামী সেট তবুও প্রথম টার আলাদা কদর! বাংলাদেশ আর 🇧🇩🇧🇩🇧🇩সেই আংগুর এখন খুব পাওয়া যায় না .. মনে হয় পাকিস্তান থেকে আসতো..! স্বপ্ন সত্যি হলো🌹মালা 🌹ভাবির কারনে 🏵️ইফতার খাওয়ার চেয়ে সবাই একসাথে বসা আনন্দ টাই আলাদা..!হারিয়ে যাওয়া শিশুকাল, শৈশব, যৌবন..আমি আমার পরিবার এর সবাই এক সাথে ইফতার করতে পছন্দ করি.. মাঝে মধ্যে কারো দাওয়াতে যেতেই হয়..! সবার জন্য রমজা মাসের শুভেচ্ছা 🌹🇧🇩

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +1

      Walaikum Assalam ভাই। অনেক ধন্যবাদ। Jajakallah Khairan

  • @muhammadsharif2112
    @muhammadsharif2112 Рік тому +1

    আমার বোন নিউইয়র্কে থাকে,,ও আপনার ব্লগ দেখে,,সব কিছু খুব ভালো ছিলো বিশেষ করে বাংলাদেশের সাইনবোর্ড দেখে খুব খুশি হইলাম,, আপনাকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।❤❤❤

  • @rubelljamadar6629
    @rubelljamadar6629 Рік тому +3

    আপনার ভিডিও আমার জন্য অনেক কিছু দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সেই সুযোগটা করে দেওয়ার জন্য❤

  • @parimaldebbarma4793
    @parimaldebbarma4793 17 днів тому +1

    ফারুক ভাই আপনার ভিডিও দেখে মনে হয় আমি নিজেই যেন আপনার গাড়িতে বসে আমেরিকায় ভ্রমণ করছি । আপনার অন্তরঙ্গ কথাবার্তা খুব ভালো লাগে । ভগবান আপনাকে সুস্থ রাখুন,এই প্রার্থনা করছি । আমি একজন ভারতীয় হিন্দু । ত্রিপুরার রাজধানী আগরতলায় আমার বাড়ি।

    • @AdventureTube21
      @AdventureTube21  17 днів тому

      ত্রিপুরা তো গত বছর গিয়েছিলাম। ধন্যবাদ ভাই। 🥰

  • @m.a.quashem1989
    @m.a.quashem1989 Рік тому +1

    Faruque Bhai, Aajker ei protibedon tir jonno apnake bishesh dhannobad janai.

  • @mahbubadeen4626
    @mahbubadeen4626 Рік тому +1

    ভালো লাগলো।
    সাইনবোর্ডে বাংলাদেশ লেখা দেখে আমরাও আবেগপ্রবণ হয়ে গেলাম।
    ভালো থাকবেন।

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 Рік тому +2

    আসসালামু আলাইকুম ভাই। রমদানুল মোবারক। ইফতারের মুহূর্ত গুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। স্বপ্নের আমেরিকায় ছোট্ট একটি বাংলাদেশ ভাবতে ভালোই লাগে ( 73 st Bangladesh) . দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।

  • @ALAMGIRHOSSAIN-fe1xu
    @ALAMGIRHOSSAIN-fe1xu Рік тому +1

    very nice and entertaining blog .
    sotti faruk vai Bangladesh street dekhe mone vore gelo.
    thank you very much Faruk vai for everything

  • @shahadathossain694
    @shahadathossain694 Рік тому +2

    ভাই ভাবীর জন্য শুভকামনা রইলো۔এক টুকরো বাংলাদেশ দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত

  • @rubinaakter6437
    @rubinaakter6437 Рік тому +1

    দেখা করার ইচ্ছা ছিলো! কিন্তু কাজের স্কেজিউল এর কারণে আসতে পারলাম না। বাংলাদেশে থাকতে আপনার ভিডিও দেখতাম রাত জেগে। স্বপ্ন দেখতাম আমেরিকা নিয়ে।
    আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।
    স্টুডেন্ট হিসেবে আমেরিকা এসেছি কয়েক মাস হলো।
    ইনশা আল্লাহ দেখা হবে হয়তো আপনাদের সাথে কোন একদিন।

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Inshallah দেখা হবে। ধন্যবাদ 💕

  • @Mahabubaakter974
    @Mahabubaakter974 Рік тому +1

    আমি চূড়াইন বয়েজ বিদ্যালয়ের শিক্ষক খলিল স্যারের মেয়ে বলছি,,আপনার ব্লগটা সবসময় দেখি,, অনেক শুভেচ্ছা রইল,, 🥰❤️

  • @nurunnaharbithi4785
    @nurunnaharbithi4785 Рік тому +1

    Amra apnar shob VDO guli dekhi. Khub valo lage.Mala apuke ajke khub valo lagche. Ar apnar kothaguli khub valo lage. Onek valo thakben.
    Ami Jamaica thaki

  • @hafijurrahman5597
    @hafijurrahman5597 Рік тому +1

    মাশাআল্লাহ তাবারাকাল্লাহ্।
    ভাইজান আপনাদর খুবই দারুন লাগে।।
    love you all❤️❤️

  • @FarjanaaUSA
    @FarjanaaUSA Рік тому +2

    স্যার,এত সুন্দর সাবলিল ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @taskinulhaque7366
    @taskinulhaque7366 Рік тому +2

    Asalamwalaykum good to see my cousin Shaon Apu and Faisal Bhaiya in this video Alhamdulilah

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Glad to hear that. Thank you 🥰

  • @NajimasCookingVlogs
    @NajimasCookingVlogs Рік тому +1

    Assalamualaikum mashallah bangldesh street naam Americay vhabtey vhalo lagche👍👏 onek kichu dekhlam🌹 thanks for sharing🤲

  • @altafh0ssainbakulbakul827
    @altafh0ssainbakulbakul827 Рік тому +1

    ফারুক ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন, অনেক দিন পর ভাবীকে দেখলাম, ভালো লাগছে, যে বিষয়টা বলতে চাই সেইটা হলো,যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলো, " বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট " সেই আমেরিকায়ই বাংলাদেশ স্ট্রীট নামে একটা রোডের নামকরণ করা হয়েছে,তাও আবার সেই পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সাহেবের জীবদসায়,এতে করে এইটাই প্রমাণ করে,বাংলাদেশের বাঙালিরা যেমন স্বাধীনতা অর্জন করতে পারে আমরা তেমন স্বাধীনতা ধরেও রাখতে পারে আর আমেরিকার মতো একটা দেশে এইটা সম্ভব করেছেন আপনাদের মতো বাংলাদেশী বাঙালিরা যারা আমেরিকায় প্রবাস জীবনযাপন বেছে নিয়েছেন,ধন্যবাদ💚 আপনাদের।

  • @lilyhossain-si3ij
    @lilyhossain-si3ij Рік тому +1

    Assalamu oalaykomossalam Kmon asen Apnara . Onek valo laglo onek din poray Mala vabyk dekhay . Aharay jedin ascen sedin janlay dekha kortay jetam . Sedin Amyo jackson hights Ay silam. Primyeray iftary koraysay.
    Miss korlam .

  • @alamcircusshow
    @alamcircusshow Рік тому +1

    Salam brother and all thanks for sharing it was awesome

  • @IsmailHossain-bk8bw
    @IsmailHossain-bk8bw Рік тому +1

    আসসালামুয়ালাইকুম দাদা আপনার ভিডিও রেগুলার দেখি সেই প্রথম থেকে, কমেন্ট করতাম রেগুলার কিন্তু অনেকদিন পরে আবার কমেন্ট করলাম প্রায় এক-দেড় বছর পরে, আপনার চুল যখন অনেকটা কালো ছিল , আস্তে আস্তে সাদা হতে দেখেছি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো! ❤

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Many thanks dear. Appreciate your kind words & continuing support. 🥰💕

  • @milichatterjeeghosh5956
    @milichatterjeeghosh5956 Рік тому +1

    " 73 st. Bangladesh Street " ajker jonne ei thumbnail ta best♥️ many congratulations and best wishes to all the people of Bangladesh around the world 💐💕 extreme level of hardwork, dedication, sacrifice and sincerity chhara America te erokom kore nijer Desh er street name konodin e possible na, indeed it's a very proud moment to all the Bangladeshi people, goose bumps type of a feeling💕 khub khub enjoy korlam Sir, Mala Mam is looking so pretty, shobai ke Thankyou, khub bhalo thakben♥️💕💕

  • @farhanahaquekoly9424
    @farhanahaquekoly9424 Рік тому +1

    এত সুন্দর করে কথা কিভাবে বলেন?? সত্যিসত্যিই ছোট বেলা মনে হতো কবে বড় হবো দোকানের সব কিছু কিনে ফেলবো... এখন দোকানে যাওয়ার সময় ই পাই না...

  • @bdvideochannel5277
    @bdvideochannel5277 Рік тому +2

    first comment 🥰
    i am your fan brother
    i hope you are fine
    ramadan Mubarak

  • @bilkissultana6446
    @bilkissultana6446 Рік тому +1

    ভাই আপনার Video অপেক্ষা থাকি সব মিলিয়ে ভাল লাগলো

  • @sikhadas8300
    @sikhadas8300 Рік тому

    আমাদের দেশে বাংলার বাইরে বাংলা লেখা দেখলেই কি যে আনন্দ হয়! আর বিদেশে বিশেষ করে আমেরিকাতে বাংলাদেশ নামে স্ট্রিট এর নাম সে তো আনন্দ ও গর্বের শেষ নেই। ছোটো বেলায় আমাদের ও খুব সুখের স্মৃতি আছে। সব কিছুই মধুর, খুশীর। কি নেই, কি ছিলো না এসব তো মনে পরে না, খালি প্রান ভরা খুশী ছিলো, এটাই ভাবি। পুরো পাড়া ই একটু পরিবারের মতো, সে ঈদ হোক আর পুজো হোক, সবাই মিলে আনন্দ। ভাই আপনার আগামী দিনের ভ্রমণ পরিকল্পনা খুব আনন্দের হোক। সুস্থ ও নিরাপদে থাকুন এই কামনা করি। আজ দুই ভাবী কে দেখে খুব ভালো লাগলো। রিমা ভাবী র ওড়না টা খুব ভালো লাগলো। ভাই আমার 27সাল অবধি ভিসা আছে কিন্তু কোনো লাভ হইলো না 😭🤪

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +1

      লাভ হইল না কেন ভাই? চলে আসুন। 🥰💕

    • @sikhadas8300
      @sikhadas8300 Рік тому +1

      @@AdventureTube21 আর হবে না ভাই, শরীর ভালো না, বয়স হইছে ভাই 😀🙏🤗

  • @defenly
    @defenly Рік тому +3

    ফারুক ভাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে❤❤❤❤

  • @shamimashamima4472
    @shamimashamima4472 Рік тому +1

    Assalamualikum vai. Khub e gorbo bodh korci nijer desh r name dekhe. Khub valo laglo.

  • @saakiralamtravelvlog7718
    @saakiralamtravelvlog7718 Рік тому +2

    ফারুক ভাই মালা ভাবির জন্য রইল শুভকামনা, আল্লাহ পাক তাদের দীর্ঘ জীবি করুন আমিন। চট্টগ্রাম থেকে 💚💚

  • @afrinasultana1366
    @afrinasultana1366 Рік тому +1

    I am also excited about your long journey.... very best for you

  • @rubelljamadar6629
    @rubelljamadar6629 Рік тому +2

    ❤ রমজানুল মোবারক সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার ছেলেরা কেমন আছে স্যার

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Ramadan Kareem. Alhamdulillah doing well. Thank you.

  • @rayanrana31
    @rayanrana31 Рік тому +1

    আসসালামু আলাইকুম, ❤❤
    আপনার ভিডিওগুলো সুন্দর ও পরিমার্জিত, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে । 😍😍😍😍😍
    ভাগ্যে থাকলে আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে। 😊

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Inshallah we will meet one day. Thank you.

  • @yesminamin9654
    @yesminamin9654 Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই।73 St Bangladesh Street বাংলাদেশের নামে রাস্তা শুনে আমার মনের সত্যি একটা আনন্দ অনুভূতো হলো। আর আপনি বার বার বলছিলেন, আপনি যে একজন সত্যিকারের দেশপ্রেমিক সেটাতো আগে থেকেই জানি। ইফতারের আয়োজন টা এবং আপনাদের ঘুরাঘুরি অনেক ভালো লেগেছে। ফাউ এ আপনার চা খাওয়া দেখে আর সহ্য হলো না। ধোঁয়া উঠা চা নিজেই বানিয়ে ফেললাম। আপনার ভিয়েতনাম এর glow দেখি এখনোও শেষ হয়নি মাশাআল্লাহ। আমেরিকার পথে পথে সাবধানে থেকেন কোন angel এর সাথে দেখা হয়ে গেলে পথে না থেকে পরে পাহাড়ের চুড়ায় থাকতে হবে।ভালো থেকে। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +2

      Angel রা শুধু যে পাহাড়েই থাকে সেটা কিন্তু ঠিক না 🤭। তারা মাঝে মাঝে মাটিতে নেমে এসে সেখানেই থেকে যায়।
      অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। যাযাকাললাহ খাইরান। 🥰💕

  • @taj____
    @taj____ Рік тому +4

    Uncle
    I'm from India
    And my dream is to move to USA 🇺🇲
    Watching your videos are always so relaxing
    Thankyou for existing ❤

    • @Rahul0792
      @Rahul0792 Рік тому +1

      India is a beautiful country
      you don’t need to go US

    • @taj____
      @taj____ Рік тому +1

      @@Rahul0792 yeah really?
      Says someone who is already in us

    • @ahmedtanvir9299
      @ahmedtanvir9299 Рік тому

      India is a great and beautiful country.

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +2

      Best of luck! Thank you uncle.

    • @jahanaraakter3423
      @jahanaraakter3423 Рік тому

      @@taj____ 🙂

  • @hellobonkola
    @hellobonkola Рік тому +1

    আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে।
    বিশেষ করে ঠান্ডা লাইগা অবস্থা খারাপ সবার।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @funtube8823
    @funtube8823 Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার নারায়ণগঞ্জ থেকে দেখছি, বরাবরের মতোই খুবই উপভোগ করব আশা করছি।

  • @sajosani8313
    @sajosani8313 Рік тому +2

    মন জুরানো ভিডিও মানেই আমার দাদা ভাই। আই,লাভ ইউ দাদা ভাই🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @shafiuzzaman1355
    @shafiuzzaman1355 Рік тому

    মাশাআল্লাহ। ভালো থাকবেন। আগামী রোযায় একসাথে ইফতার করবো ইনশাআল্লাহ।

  • @abduskhan5645
    @abduskhan5645 Рік тому

    আমি রোজা রাখলামনা এ ভিডিও দেখানো কতটা জরুরী।

  • @mamatamazumdar8757
    @mamatamazumdar8757 Рік тому

    Sei Swamijir kotha ( jotodin banchi totodin sikhi.) Bhabi ke dekhe Khub bhalo laglo. Bhalo thakben sustho thakben dada.

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      ধন্যবাদ বোন। ভাল থাকুন। 💕

  • @zinialubnavlog4270
    @zinialubnavlog4270 Рік тому

    ইফতার শেষ হওয়ার সাথে সাথেই আপনার চ্যানেলের নোটিফিকেশন চলে আসলো।ভিডিও দেখতে বসে গেলাম।ভালো থাকুন সবসময়ই। Ramadan Mubarak. 💙💙💙

  • @SumechesCuisine
    @SumechesCuisine Рік тому +1

    Uncle Assalamualikum.. ekhon Ami USA te.. Beaumont, TX ele obossoi amder Sathe dekha korben

  • @pintostravels2179
    @pintostravels2179 Рік тому +1

    তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
    ভালোলাগায় ভালোবাসার তুমি... আমার 🇧🇩বাংলাদেশ 🇧🇩…!🇺🇸 জ্যাকসন হাইটে বাংলাদেশ স্টিট❤️👌👍

  • @MoballegaMumu-tc9bn
    @MoballegaMumu-tc9bn Рік тому +1

    আলহামদুলিল্লাহ।দেখে মনে হচ্ছে বাংলাদেশে ইফতার ভাইয়া।

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 Рік тому +1

    Dada.... kolkata theke bolchi....onek moja korlen iftaar e....apnar tour sustho shorir e puro plan moto hok ei prarthona kori....apni bhalo thakun dada 🥰🥰🙏🙏

  • @gazigazi5534
    @gazigazi5534 Рік тому +1

    আসসালামু আলাইকুম রমজান মোবারক এই রমজান মাসের অছিলায় আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজতে রাখেন আমিন ধন্যবাদ

  • @romenarumu801
    @romenarumu801 Рік тому

    আপনার ভ্লগ আমার কাছে সব সময়ই ভালো লাগে। এই ভ্লগ টাও দারুণ হয়েছে।মালা ম্যাম রীমা ম্যাম সবাইকে একসাথে আরও ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা রইলো

  • @nandadulalroybiswas5423
    @nandadulalroybiswas5423 Рік тому +1

    Subho Ramjan Mash ,ASelam Alaikum .🙏🙏🙏. From Kolkata, India.

  • @theyallknows1707
    @theyallknows1707 Рік тому +1

    Ramadan Mubarak💖💗🧡🧡💝💓❤️💓💝🧡💗💖💖💖💗🧡💝💓nice vlog

  • @shahriarbadsha55
    @shahriarbadsha55 Рік тому +1

    Farook bhai, Shahriar here. If you remember me, I was in Reno, Nevada but I moved to Michigan. Are you traveling through Michigan as well?

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Yes bhai I do remember. I am traveling through Reno but not driving through Michigan. Sorry 💕

  • @shelleyroychowdhury1551
    @shelleyroychowdhury1551 Рік тому

    Nice to see maladi. Fantastic news. Good food too. Waiting for the next.

  • @azrahkhan3983
    @azrahkhan3983 Рік тому +1

    Assalamualaikum uncle kemon achen?
    Asha kori video ti valo hobe tai na dekhe like diye dilam..

  • @israilmunshi2049
    @israilmunshi2049 Рік тому +1

    বাংলাদেশ নাম করন দেখে খুব খুশি হলাম। অনেক দিন খোকন ভাই কে দেখি না। দশ ডলারে তো ভালই ইফতারের বক্স দেখলাম। ভাল থাকবেন সবাই। রমজানুল মোবারক সবাইকে।

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +1

      He is busy and Bhabi doesn’t want to be in videos. Thank you bhai.

  • @nasimashimulkhan1931
    @nasimashimulkhan1931 Рік тому +2

    Salam dear Farook bhai, Mala bhabi & everyone else! Hope you all are well! So good to see you again! Hope you all are having a great time!
    I get goosebumps when I see that street name ! I’m so proud to be born in Bangladesh, though I’m an American! Lovely episode, enjoining it thoroughly dear bhai ! Take care n have a great one ! See you on ur next episode In Shaa Allah!

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому +1

      Walaikum Assalam. I did have goosebumps! Many thanks dear. Jajakallah Khairan

    • @nasimashimulkhan1931
      @nasimashimulkhan1931 Рік тому

      @@AdventureTube21 My absolute pleasure dear Farook bhai! Have a great one !

    • @rajaulkarim247
      @rajaulkarim247 Рік тому

      আপনার ছালাম দেয়াটা সঠিক হয় নাই ম্যাম, আশা করি মুসলিম হিসেবে সালামটা শুদ্ধভাবে দেয়ার অনুরোধ জানাচ্ছি

  • @mdrafiqulislam9698
    @mdrafiqulislam9698 Рік тому

    ফারুক ভাই আপনাকে রূপগঞ্জ কাঞ্চনে সুফি মিজানুর রহমানের বাড়ীতে দেখা গেলো।

  • @mozaffarahme
    @mozaffarahme Рік тому +1

    Faroq Bhai I hope will also go to Seattle
    Mozaffar 4m ctg,
    Bangladesh

  • @AJMOL__KING__OF__Frier
    @AJMOL__KING__OF__Frier Рік тому

    মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিও এবং আপনাদেরকে খুব সুন্দর লাগছে ❤

  • @juthikabarua3599
    @juthikabarua3599 Рік тому

    আপনার পরিবার সহ দেখতে ভালো লাগলো । রমজান মোবারক আপনাদের সবাইকে । ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন ধন্যবাদ ।

  • @dianacruze1825
    @dianacruze1825 Рік тому

    Best part was repetitive Alhamdulillah💕..mashallah💕....good to know u sir 😊

  • @jewelahmed2550
    @jewelahmed2550 Рік тому +1

    Ajkei giyechilam. Ar apnar video tao samne aslo.

  • @malabikabannerjee507
    @malabikabannerjee507 Рік тому

    Dada amar khub bhalo lagche 👏👏👏👏barir sobar sathe apnar roja ujapon.

  • @jannatmonikamonika1925
    @jannatmonikamonika1925 Рік тому +1

    Assalamualaikum unkle asa kori Allah r rohmote valo achen.amra jamai bou apnar vlog dekhi khub valo lage apni aro ageye jan Allah r kache ai chawa. Unkle apni er pore New york gele bronx jaben plz amar request thaklo bronx e Al aqsa restaurant e amar vaiya ache Tanver hossain name dekha korben plz amar request roilo apnar kache apnar vloge dekle onek valo lagbe. Allah pak apnader valo rakhun. Assalamualaikum. ❤

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Please have them contact me. My email adventureTube21@gmail.com
      Thank you.

  • @ZakirHossain-dt2rt
    @ZakirHossain-dt2rt Рік тому +1

    শ্রদ্ধেয় ফারুক ভাই
    আজকে আমার বৌ প্রথম বললো ঐখান থেকে দেখি নাই ওখান থেকে দাও 😊 ফারুক ভাই এবং ভাবি আপনারা ভালো থাকবেন 💙💙💙

  • @roshonabilashbyshahnaz7106
    @roshonabilashbyshahnaz7106 Рік тому

    Assalam walekum Ami Bangladesh thake apner big fan 😊😊

  • @mddalim8573
    @mddalim8573 Рік тому

    আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন দোয়া করি ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবেন আঙ্কেল ছোটবেলার জীবনটা আসলে অনেক সুন্দর যা কিনা এখন বড় হয়ে সেই ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায় কিন্তু সেখানে আর ফিরে যাওয়া যায় না বাস্তবতা বড়ই কঠিন তবুও সামনে এগিয়ে যেতে হবে। আগামী দিনগুলো সবার সুন্দর হোক শুভকামনা আল্লাহ হাফেজ

  • @jasimuddin6083
    @jasimuddin6083 Рік тому +1

    আমেরিকায় বাংলাদেশের একটি রাস্তার নাম-প্রকৃত পক্ষে আনন্দের বিষয়।ভাবীকে সাথে রাখার জন্য আমরা আনন্দিত।

  • @MDArifulIslam-d2h
    @MDArifulIslam-d2h Рік тому +1

    আসসালামুয়ালাইকুম। আগামী 24 সালে কি diversity visa আমেরিকাতে চালু হচ্ছে

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. বাংলাদেশের জন্য আর কখনো ডিভি ভিসার সম্ভবনা নাই। তবে যদি আইন সংশোধন করে কোটা বাড়িয়ে দেয় সেটা ভিন্ন কথা। যদিও সেই সম্ভবনা একে বারেই নাই। ধন্যবাদ।
      ভিডিও লিংক দিচ্ছি।
      ua-cam.com/video/BIVj-SEt97s/v-deo.htmlsi=cWmaw0JmyUeMfR9B

  • @kawchar_mahmud_travel
    @kawchar_mahmud_travel Рік тому +1

    অসাধারণ হইছে ভাই

  • @Tech2Techbangla
    @Tech2Techbangla Рік тому +14

    আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা

  • @bidhyapatidebbarma4962
    @bidhyapatidebbarma4962 Рік тому +1

    Dada bhai apnar video dekhte khub valo lage ❤very nice dada bhai 💕🙏

  • @abdulchoudhury2907
    @abdulchoudhury2907 Рік тому +1

    Bhai Sagora to boshar sit e paoa jay na., onek khon wait korte hoi,.

  • @Shafiqul98
    @Shafiqul98 Рік тому +1

    Alhamdulliha dowa korben bhaijan

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 Рік тому +1

    The three questions we started in SSC class. There we have learned that important time is now. As like you you have told this. Thank you so much.

  • @parveenfatema4336
    @parveenfatema4336 Рік тому +1

    অশেষ ধন্যবাদ আপনাকে , এই যে টুরিস্ট ভিসায় USA গিয়ে যে কাজ করার জন্য পারমিশন দিয়েছে বললেন , আমি ফ্লোরিডায় যাব ওখানে আমার আমার আপন ভাই থাকে ওর ওখানে গেলে কি আমি কোন রূপ কাজ করতে পারব ? ওর শপিং দোকান আছে , অবশ্যই কাজ করব টাকার বিনিময় , এটা আমি নিজের একটা অভিঞ্জতার জন্য করতে চাচ্ছি , বিস্তারিত জানালে খুবই খুশি হব ...

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      জি কাজ করতে পারবেন। Best of luck.

  • @AidenZRahman
    @AidenZRahman Рік тому +1

    Salaam bhai. I hope all is well with you. It was nice talking to you on the phone.

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Alhamdulillah. Thank you bhai. Jajakallah Khairan

  • @junaidahmed8533
    @junaidahmed8533 Рік тому

    কেমন আছেন আংকেল আশা করি ভালো। জ্যাকসন হাইট দেখে মনে হচ্ছে যেন ঢাকা শহর।যা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আংকেল। ভালো থাকবেন।

  • @mdmasudmasud3306
    @mdmasudmasud3306 Рік тому +1

    আংকেল দুবাই থেকে আমরিকা যাওয়ার কোনো সহয উপায় আছে কীনা যানেন প্লিজ রিপ্লাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      You have to apply for the visa. If they see you qualify you will get it. There is no easy way. I am sharing some of the videos with question and answer. Thank you.
      ua-cam.com/play/PLUl3Y68FEtydVcOzDWRTfjN1ti7jFiQ4K.html

  • @ahsanulkabir8971
    @ahsanulkabir8971 Рік тому

    কিছুক্ষণের জন্য আমেরিকার বাংলাদেশ থেকে ঘুরে আসলাম। ❤❤❤

  • @bhuyanjasmin
    @bhuyanjasmin Рік тому +1

    আসসালামুলাইকুম ভাইয়া , কেমন আছেন
    জ্বি ভাইয়া Brooklyn এ ও church avenue তে নাম করন হয়ে ছে little Bangladesh নামে

  • @21saymum
    @21saymum Рік тому

    Waiting for the cost to cost videos..
    But more or less my family always waiting for your all kinds of videos.
    Goran, Khilgaon
    Dhaka

  • @mdzahirulislam7010
    @mdzahirulislam7010 Рік тому

    আপনার কাছে অনুরোধ ভাইয়া নিন্দুকের নিন্দা কথা গুলো এড়িয়ে চললেই আপনার কাজের গতি আরো বৃদ্ধি পাবে❤❤❤❤❤❤❤❤❤

  • @jahanaraakter3423
    @jahanaraakter3423 Рік тому

    khub mugdho hoye apnar golpo gulo suncilam sir..🙂🙂 Bangladesh Dhaka savar theke dekcilam r suncilam. Obossoi doya kori apnara sobai surokkhito theke injoy koren.

  • @3starslouisville518
    @3starslouisville518 Рік тому

    Ramadan Mubarak vai🌙

  • @shailapervin4880
    @shailapervin4880 Рік тому +1

    আসসালামু আলাইকুম। আপনার ভিডিও দেখতে দেখতে আমিও আসলাম।জেকসন হাইটে যাইনি।এখন মিশিগান আছি।নিজের আপনজনদের কাছে থাকাতে বুঝিনি এদেশে এসছি।

  • @kaushikdas21
    @kaushikdas21 Рік тому

    রমজান মোবারক আপনাদের। ভালো থাকুন সুস্থ থাকুন

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Рік тому +1

    এগিয়ে চলো বাংলাদেশ !!!

  • @md.ali.145
    @md.ali.145 Рік тому

    আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার প্রতিটি দিন শুভ হোক,

  • @raazferdous296
    @raazferdous296 Рік тому

    ভিডিওটা খুব ভালো লাগলো,আমিতো খুব এনজয় করেছি।

  • @ImranHossain-bl1bx
    @ImranHossain-bl1bx Рік тому +1

    Faruk Bhai, Kabbish Restaurant 72st Broadway Jackson Heights.
    Just try their tea next time….

  • @kiram4429
    @kiram4429 Рік тому

    27:50 এ এই মিউজিকটার নাম কি?

  • @rupakhatun4456
    @rupakhatun4456 Рік тому +2

    আসসালামু ওয়ালাইকুম আংকেল ,,, কেমন আছেন ,,, আংকেল আপনার সর্ট ফিল্ম হনন এর খবর কি ???

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Link দিচ্ছি। ua-cam.com/video/ujPIbsF3DW8/v-deo.html

  • @yasinarafat1996
    @yasinarafat1996 Рік тому

    Eagerly waiting to see your Louisiana blog just because my sister and his spouse currently doing research on Louisiana university..!!Hopefully will see them into your blog while you there😊

  • @abdurrahmankhan5079
    @abdurrahmankhan5079 Рік тому +1

    Respected uncle. Assalamu alikum. How are you today. How is your Ramadan going on. Ramadan kareem to you and your family. Take care always. Wasalam. With best regards and thanks Abdur Rahman Jeddah Saudi Arabia

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      Walaikum Assalam. Alhamdulillah we are doing well. Ramadan Kareem 🥰💕

  • @bdnature3647
    @bdnature3647 Рік тому +1

    আন্টি সহ ভালো ই লাগতেছে আপনাকে....

  • @GitaRoy-l8o
    @GitaRoy-l8o 9 місяців тому

    দাদা আপনার ভিডিও টাইম পেলে দেখি ভালো লাগে।একটু অন্য প্রসঙ্গে যাব, রোজার কথা উঠল তাই মনের ভাব প্রকাশ করছি। সামনে ভোট পৃথিবী জুড়ে জাত পাত অশ্পৃশ্যতার লড়াই চলছে। আমি মনে করি সবার উপর মানুষ সত্য। বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তার ও আগে ছিল বৌদ্ধ মঠ। এখন ও যেখানে সেখানে বৌদ্ধ মূর্তি পাওয়া যাচ্ছে।যে আমাদের ভোট নিয়ে রাজা হয় সেই সিংহ হয়ে দাঁড়ায়। একশো পঁচিশ থেকে পঞ্চাশ বছর আগের কথা বলছি। হরিচাঁদ , গুরুচাঁদ জন্মে ছিলেন বাংলাদেশের ওরাকান্দি পড়া শুনার ইচ্ছে কিন্তু পড়ার অধিকার নেই বিদেশ ইউরেসিয়ান থেকে আশা ব্রাক্ষ্মনরা তখন জাকিয়ে বসেছে সেটা ওদের বর্বর নিয়ম ভারতবর্ষের মানুষদের ভাঙ্গিয়ে খাওয়া।ওই দূজন মনিষী মাদ্রাসায় পড়েছেন এই শুরু হলো শুদ্র বনাম ব্রাক্ষ্মন লড়াই।জ্যোতিবা ফূলে ও তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে উনি পড়াশুনা করবেন বাঁধা ব্রাক্ষ্মনে চাপে জ্যোতিবার বাবা বাড়ি থেকে বের করে দিলেন।সেল্টার দিলেন মা ফাতেমা,ফাতেমা তত কালিন বিয়ে পাশ ওই দুই জনে প্রথম মহিলা স্কুল খুলেছিলেন। হরিচাঁদ। , গুরুচাঁদ সারে তিনশো ইস্কুল প্রতিষ্ঠত করছিলেন। এর পর আসলেন ডঃভীমরাব আম্বেদকর। এখনো লড়াই চলছে বিদেশি ব্রাক্ষ্মনদের সাথে। কলম্বিয়া কলেজে পড়াশোনা করছেন বাবা ওখাকার এইরকম স্টুডেন্ট এর আগে না পরে আসে নি। ওনার মূর্তি কলম্বিয়া কলেজর সামনে বসান হয়েছে। ভারতের সংবিধান উনিই রচনা করেন। পারলে কলম্বিয়া, কলম্বিয়া কলেজে ভিডিও করে দেখাবেন। জয় ভীম

  • @sayedmursalinrana
    @sayedmursalinrana Рік тому +1

    গত কালকে ঈদের শপিং করতে নিউ মার্কেটে গিয়েছিলাম

  • @mamunurrashid4569
    @mamunurrashid4569 Рік тому

    মামু, ভালো আছেন নি ❤শুভ কামনা রইলো রমজানের

  • @sajjadtitu7130
    @sajjadtitu7130 Рік тому +1

    এই মুহূর্তে চাঁদপুর মোহনায় পাথরের উপরে বসে দেখছি🏞️ ঢেউয়ের তালে মন উতলা, মাঝে মাঝে বাতাসের তোড়ে গা হেলিয়ে পড়ে সময়টাকে বেশ উপভোগ করছি আমরা কজন ❤❤❤❤

  • @khalidikram3616
    @khalidikram3616 Рік тому +1

    If you happen to be in Iowa, please stop by our house for dinner. Would love to have you over.

    • @AdventureTube21
      @AdventureTube21  Рік тому

      I might be going through Iowa. Please share your contact information in my email. Thank you. adventureTube21@gmail.com

  • @sohailahmednayan8222
    @sohailahmednayan8222 Рік тому +1

    ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হলো আপনার ভিডিও গুলো অনেক লম্বা হয় তাই অনেক সময় পুরো ভিডিও দেখা হয়না।