Dada 🙏 apnar vedio guli dekhe khub bhalo legeche.... 4 din aage akti golap kinechi...apnar golap gachtir motoi grow bag a. Golap gachti ki...grow bag somet rekhe dite pari... Tate ki gacher grother problem hobe.... R...jodi ta na kori oi mati somet bosai....tate ki osubidha hobe...naki...mati dhuye bosabo...bosanor somoy tricoderma te dubiye cuting aid lagate pari.... New plant bosanor somoy pata ki sob kete debo... Pata kano bad dite hoy jodi janan khub bhalo hoy. Dada apner uttorer opekhay roilam...... 🙏
এখন যেই প্যাকেটে আছে সেই ভাবেই কয়েক দিন রেখে দিন। এখন আর রিপর্ট করার দরকার নেই। সপ্তাহ খানেক পরে উপরের মাটি টা হালকা করে খুঁচিয়ে দিয়ে মিশ্র সার প্রয়োগ করে দেবেন। এই সিজিনি যা ফুল হওয়ার হয়ে যাক।অফ-সিজনে গাছটি রিপোর্ট করবেন। এখন একবার ফাংগিসাইড স্প্রে করে দিন।
এখন এসব গাছে ফুল থাকে না এইগুলো হার্ড প্রুণ করে বাগানের একধারে সরিয়ে রাখুন। শিউলি গাছের পরিচর্যা নিয়ে চ্যানেলে দুটো ভিডিও রয়েছে দেখে নিতে পারেন ।সেই সঙ্গে বেলি ফুলের ভিডিও রয়েছে।
@@rajgardens gorome jodi hazari golap e kuri ase tahole ki kuri sob somay kete felbo naki katbo nah. R gach ter boiyos motamoti, tai kichudin por report korle ki hobe.
Amar ekti golap gach ja nursery theke enechilam 1 der mas age. Gachti branches guli roga chilo. Gachti hard proon kore basanar kichudin par dal ta brown colour haye jai. Ami fungicide diye gachti spray kare gacher gorate fungicide mixed jal di. Weekend e mixed food o gacher chardhare diyechi. Amar plastic er 8 (eight)inchi tab. Mati sab samay bhija o damp thake. Akhon karanio ki ati abassa janaben. Uttar er apakhyete railam.
আপনার প্রতিটি এতো চমৎকার ইনফরমেশন থাকে যে বলার নয়, কিন্তু ঠিক কত তারিখ থেকে কত তারিখে র মধ্যে গোলাপ গাছ শীত কালীন কাটাই ছাঁটাই করবে তার যদি বলেন তাহলে খুবই উপকৃত হব, ধন্যবাদ,
গোড়ায় 1 চা চামচ করে ফসফেট সার দিন। দু তিনদিন পর হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দিন এবং স্প্রে করুন। হিউমিকএসিডের ব্যবহার নিয়ে আমার চ্যানেলের ভিডিও রয়েছে। একবার দেখে নিতে পারেন।
Dada, apnar video gulo khub e valo lage dadavai.golaper ekta total video din jekhane golaper khabar theke rog poka sob kichui details e bola thakbe, tahole khub subidha hoto.Valo thakben dadavai.
'বর্ষায় গোলাপ গাছের যত্ন' এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তাতে গোলাপের রোগ পোকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ভিডিওটি একবার দেখে নিতে পারেন।
Khub valo laglo. Amar kache pray 20 piece golap gach ache ja ga to bachor lagiyechilam. Sat din (7) age khabar diyechi. Ekhon dal chatain korte pari???
Repot korechi tao 1maser besi kintu notun kono growth hoche na.. Super sonata use krle kono result pabo..? Sb rkm sar proyog kore repot korechi.. Ki kra jay
Ami ekti hazari golap gach kinache. Gach te ta onek kuri. Ekhon ki kuri gulo kete falbo?, repot kokhon korbo, porichorja kivabe korbo, jodi ektu bolen tahole onek upoker hobe.
এখন রিপর্ট করার দরকার ।নেই কুড়িগুলো সব ফুটে গেলে তারপর রিপর্ট করে দেবেন। এখন ওপর থেকে মাটি টা হালকা করে খুঁচিয়ে দিয়ে এক মুঠো মিশ্রসার গোড়ায় দিয়ে দেবেন।
Apnar video r editing ta eto bhalo je dekhey mon bhorey jaay. Apnar khatni sarthok hok. Ekta abdar roilo, ekta series korben jekhney jara time ditey parey na tara ki bhabey Bagan korbey ? Maney just protidin jol dewa r chutir din poricharcha.
gorome jodi hazari golap e kuri ase tahole ki kuri sob somay kete felbo naki katbo nah. R gach ter boiyos motamoti, tai kichudin por report korle ki hobe.ektu reply koren dada.
Sir amar golap gachher dal pruning korar pore sob dale fungicide ( Saaf) lagia diachhilam but 2 weeks pore dekhchhi prune kora dal gulo dhire dhire black hoa jachche... Fungicide laganor poreo amon hhchce keno ki krbo akhn
গোলাপ গাছের ডাল কাটার পর SAAF ফাংগিসাইড খুব একটা ভাল কাজ করে না। তাই ডাইব্যাক শুরু হয়ে গেছে। এখন একটা কাজ করুন, যেই ডালগুলো শুকাতে শুরু করেছে সেই গুলো উপর থেকে বেশ কিছুটা নিচে সবুজ অংশে কেটে ব্লাইটক্স ফাংগিসাইডের মলম করে লাগিয়ে দিন। সেই সঙ্গে গোটা গাছে 2ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিন।
Pls dada help me apni amader Inspiration ❤❤ so pls help korun ami korte pari.. দাদা বলছিলাম গোলাপ গাছে সিঙ্কুচি আর হাড়ের গুঁড়ো যদি আমি না দিয়ে গোলাপ গাছকে বড় করতে চাই তাহলে কি সেটা সম্ভব, কারন আমার বাড়িতে এই দুটি উপাদান নিয়ে আসা নিষেধ আছে। সেই কারণে আমি জিজ্ঞাসা করছি😢😢 pls answer din ??😢😢😢❤❤❤
গাছের গ্রোথ যদি ঠিকঠাক থাকে তাহলে হিউমিক অ্যাসিড এখন আর দেওয়ার দরকার নেই। সপ্তাহে যেকোনো একটি তরল সার দিলে হবে। অনুখাদ্য প্রতি সপ্তাহে না দেওয়াই ভালো। দশ বারো দিনের ব্যবধানে একবার করে মোট দুই থেকে তিনবার দিলেই হবে। কীটনাশকের পাশাপাশি সপ্তাহে 1 বার করে সুপার সোনাটা নামে একটি ওষুধ পাওয়া যায় পাতা কোকড়ানোর সমস্যা থাকলে এটি ব্যবহার করতে পারেন ।
20 tolaye thaki east facing balcony beshi sheete (January)roddur khoob come abar February theke mota muti bhalo sunlight pawa jabe golap gachh hobe ki janaben please from Gurugram Hariyana🙏
Dada apnr presentation ato sundor n ato sekhar thake bolrnei I'm watch lots of grdening vid o but apnr presentations aladai can u make me ur gardening frnd
আপনার এঁটেল মাটির ভিডিও দেখেই আমি মাটি তৈরি করেছি। পুরনো মাটি শোধন করে আমি আপনার ভিডিও দেখেই মাটি তৈরি করা শিখেছি এতে করে আমার অনেক মাটি সাশ্রয় হয়েছে । মাটি ছাড়া মিক্স পর্টিং আমাদের জন্য সোনায় সোহাগা।এই ভিডিওটির জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
দাদা আমার গোলাপ গাছের নতুন পাতা বেরোচ্ছে কিন্তু তারপর ই সেগুলো ঝিমিয়ে পড়ছে আর আস্তে তারপর ডাল সমেত শুকিয়ে যাচ্ছে। Fungicide,sonata নিয়মিত খোল জল দিচ্ছি, গাছের গোড়ায় জলও দাঁড়ায় না, কিন্তু কিছুতেই সমস্যা যাচ্ছে না, কি করলে ঠিক হবে plz যদি কিছু বলেন 🙏🙏
মনে হচ্ছে শেকড় নষ্ট হয়ে গেছে। যার কারণে এরকম সমস্যা দেখা দিয়েছে। এখন গোড়ায় কোন সার বা জল দেবেন না। মাটি ভালোভাবে শুকিয়ে নিন তারপর শুধু জল দেবেন। ফাংগিসাইড ব্যাভিস্টিন যদি থাকে বা অন্য কিছু থাকে তাহলে 1 চা চামচ গোলাপ গাছের গোড়ার মাটি আলগা করে ছড়িয়ে দিন।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩 আমার কিছু গোলাপ গাছের কুড়ি শেষ। এখন কি সেইগুলোর ডালকাটা যেতে পারে? যদিও কাটা যায় তবে সেটা হার্ড না স্মার্ট প্রুনিং ? আরেকটা কথা গত রাতে আমাদের এখানে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু শীতকালীন গাছের ডাল ভেঙে গেছে ও হেলে পড়েছে এখন আমি কি করব? একটু বললে ভালো হতো।
যে গাছগুলি হেলে পড়েছে তাতে কোন লাঠির সাহায্যে বেঁধে দিন। গোলাপ গাছে এখন হার্ড প্রুণ করা যাবে না। যে ফুলগুলো শুকিয়ে গেছে সেইগুলোই কেটে দিন। নতুন ডাল বেরিয়ে আবার ফুল আসবে।
Khub hi shundor nikhoot kaag apnar best vedio I have ever seen
Dada Khub valo laglo apnar video
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb
বাহ্ খুব সুন্দর বেশ বললেন তো।
Ami apnar niome golaf gasti rofon koresi.akon sodo ami wait korsi, result dekar jonno☺️
হ্যাঁ । যেই ভাবে বলেছি সেই ভাবে পরিচর্যা করে যান। জল দেয়ার ব্যাপারটা খেয়াল করবেন।
@@rajgardens thnx dada. Apnio amder jonno arokom video banan☺️
আপনার chennel এর description টা দুর্দান্ত।
🙏🏼
Khub khub valo laglo amaro golap gach ache aro kinte hobe golaper aro video chai
Upner videota khub sundar o useful o informative. Many thanks.
Please tell about Rice husk
যেই ধানের চাল থাকে না অর্থাৎ ভেতরে ফাঁপা অবস্থায় থাকে সেই গুলিকে rice husk বলে।
Thank you
NPK 19:19:19: ও ম্যাগনেসিয়ম সালফেট এই অনুপাত সব ফুল গাছে কি ব্যবহার করা যাবে ?
হ্যাঁ
শীতের ফুল এর light therapy নিয়ে যদি বলেন। ভাল কাটুক তোমাদের।
Valo laglo. Ami ki monocil soray kore varmiconpst dite pari
বুঝতে পারলাম না।
Golap gachher khabar niye 1ta vedio chai dada
চেষ্টা করব
সেরা সেরা ভিডিও
খুভ valo lglo try krbo এই vabe krar
baranda bagan somporke bolun plz
চেষ্টা করব
Khub valo laglo dada onek siklam ami notun bagani
Dada 🙏 apnar vedio guli dekhe khub bhalo legeche....
4 din aage akti golap kinechi...apnar golap gachtir motoi grow bag a.
Golap gachti ki...grow bag somet rekhe dite pari... Tate ki gacher grother problem hobe.... R...jodi ta na kori oi mati somet bosai....tate ki osubidha hobe...naki...mati dhuye bosabo...bosanor somoy tricoderma te dubiye cuting aid lagate pari....
New plant bosanor somoy pata ki sob kete debo... Pata kano bad dite hoy jodi janan khub bhalo hoy. Dada apner uttorer opekhay roilam...... 🙏
এখন যেই প্যাকেটে আছে সেই ভাবেই কয়েক দিন রেখে দিন। এখন আর রিপর্ট করার দরকার নেই। সপ্তাহ খানেক পরে উপরের মাটি টা হালকা করে খুঁচিয়ে দিয়ে মিশ্র সার প্রয়োগ করে দেবেন। এই সিজিনি যা ফুল হওয়ার হয়ে যাক।অফ-সিজনে গাছটি রিপোর্ট করবেন। এখন একবার ফাংগিসাইড স্প্রে করে দিন।
@@rajgardens 🙏😄
Kitnashok ki use korlen dada??
ভিডিওতেই তো দেখালাম।
বেলী , শিউলি গাছের জন্যে suggestion দিবেন!
এখন এসব গাছে ফুল থাকে না এইগুলো হার্ড প্রুণ করে বাগানের একধারে সরিয়ে রাখুন। শিউলি গাছের পরিচর্যা নিয়ে চ্যানেলে দুটো ভিডিও রয়েছে দেখে নিতে পারেন ।সেই সঙ্গে বেলি ফুলের ভিডিও রয়েছে।
কোন কোন মাসে গোলাপ গাছ ছাঁটাই করতে হবে একটু বলে দেবেন প্লিজ। আপনার ভিডিও টি খুব সুন্দর। 🙏
পুজোর পর
@@rajgardens
thanks a lot. Kintu amar golap gacher dal onek ta boro hoyeche. Tate kono kichu r problems hobe na to?
👍
Kon fungicide ta use kora jete pare aktu bolben.
Copper fungicide
গোলাপ গাছ নিয়ে আমার দেখা ইউটিউব এর সেরা ভিডিও
ধন্যবাদ
Dada apni ki ektu shortly vabe hazari golap gacher porichorchar kotha bolte parben. Onek upokkrito hobo
ছোট ও বড় গোলাপের পরিচর্যা একই রকম।
@@rajgardens gorome jodi hazari golap e kuri ase tahole ki kuri sob somay kete felbo naki katbo nah. R gach ter boiyos motamoti, tai kichudin por report korle ki hobe.
Dada ektu bolle vlo hoi.
Mati te khat er guro mesano jabe? Mati halka korer jonno?
হ্যাঁ ,ব্যবহার করার আগে ভালো করে রোদে শুকিয়ে নেবেন।
Thank you 😊
গোলাপ গাছের মিশ্র সার বানাবার পদ্ধতি বা লিংক যদি দেন খুব ভালো হয়। 👍
Golap gacher dal katar sathik somay?
sir, golap gach kokhan hard proning korbo
অক্টোবরের শেষের দিকে।
Akon rosh plant kating kora jabo. Plz answers
করা যাবে। তবে ফুল পেতে একটু সময় লাগবে।
❤️❤️❤️❤️
December e gacher dal katte parbo?
হ্যাঁ
মাঝে মাঝে ইচ্ছে করে আপনার বাগানে ঘুরে আসি।অনেক সুন্দর🇧🇩
Notun golap chara bosate kibhabe mati toiri korbo? Ki ki mesate hobe. Video thakle link share korun.
আপনি কি Fungacide ব্যবহার করেন? নামটা বললে খুব উপকৃত হতাম।
আর আমি Hilmida এই কীটনাশক টা ব্যবহার করি,অসুবিধা নেই তো?
অনেক কিছু জানতে পারলাম ... ধন্যবাদ স্যার 🙏🙏
ভীষণ ভালো লাগল। যদি একটু বলেন মাছ-মাংস ধোওয়া জল কিভাবে ব্যবহার করা যাবে ।
মাছ মাংস ধোয়া জল যে পরিমান বেরোবে সেটাই সরাসরি গাছের গোড়ায় দেওয়া যাবে। তবে একটু দেখে নেবেন গোড়ার মাটি যেন শুকনো থাকে।
ধন্যবাদ। মনে প্রশ্ন আসছে যে মাছ ধোওয়া জল ছেঁকে দিতে হবে কি এবং যে কোনো সময় দিলে কি কোনো অসুবিধা হবে আর কতদিন পর পর দেওয়া যেতে পারে।
খুব খুব উপকৃত হলাম। ধন্যবাদ।
Waste decomposer ki amra golap er pot e dite pari..?
Golap gache 'kata' ( scales) hole ki korbo? Ki medicine debo? Pls bole din. Thank you.
স্যার সাত পাতা মানেই কি এলা ডাল ?
না। গোলাপ গাছের গোড়ায় যে গাঁট থাকে তার নিচ থেকে কোন ডাল বেরোলে তবেই সেটা এলা ডাল।
Please make a video on how to grafting a rose plant
Amar golap gache blind shut hoacha Ami Akhon ki korbo
ওটা কেটে ফেলুন।
Ami ota Kete diya chi lam Abar hoacha ki korbo
Aamar sob gaach maati te kintu phul aase sudu ekta ba duto.aage aasto onek ekhon gaach er boyos 3 bochor.ki debo ??
ম্যাগনেসিয়াম সালফেট হাফ চা চামচ এবং 1 চা-চামচ এনপিকে 19 19 19 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দিন এবং স্প্রে করুন। এছাড়া মিশ্র জৈব সার গোড়ায় দিন তাতে যেন পটাশের পরিমান টা একটু বেশি থাকে।
Blood meal ki direct matite dite pari
হ্যাঁ
Amar ekti golap gach ja nursery theke enechilam 1 der mas age. Gachti branches guli roga chilo. Gachti hard proon kore basanar kichudin par dal ta brown colour haye jai. Ami fungicide diye gachti spray kare gacher gorate fungicide mixed jal di. Weekend e mixed food o gacher chardhare diyechi. Amar plastic er 8 (eight)inchi tab. Mati sab samay bhija o damp thake. Akhon karanio ki ati abassa janaben. Uttar er apakhyete railam.
প্লাস্টিকের টব থেকে গাছটিকে তুলে নিয়ে একই সাইজের মাটির টব এ বসান. গোড়ার মাটি শুকনো না হলে একেবারেই জল দেবেন না.
রিপট কোন মাসে করলে সবচেয়ে ভালো হবে??
শীতের আগে। গোলাপ নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে।
হেমন্তের হিম কোন মাসে লাগাবো শেকড়ে? মাস উল্লেখ করে বললে ভালো হতো
আপনার প্রতিটি এতো চমৎকার ইনফরমেশন থাকে যে বলার নয়, কিন্তু ঠিক কত তারিখ থেকে কত তারিখে র মধ্যে গোলাপ গাছ শীত কালীন কাটাই ছাঁটাই করবে তার যদি বলেন তাহলে খুবই উপকৃত হব, ধন্যবাদ,
অক্টোবরের শেষ সপ্তাহের দিকে করতে পারেন।
@@rajgardens আচ্ছা, অনেক ধন্যবাদ,
গোলাপ গাছকে কবে ডাল ছাটতে হয়।
অক্টোবরের শেষের দিকে।
নভেম্বর মাসে গোলাপ গাছের যত্ন কিভাবে করব দাদা? আমি বাংলাদেশ থেকে।
কি যত্ন নেবেন এখানেই তো আলোচনা করেছি ভিডিওটি ভালো করে দেখুন।
October এর 27 তারিখ প্রুনিং করেছিলাম।কিছু গাছ বাড়ছেই না।কী করবো?
গোড়ায় 1 চা চামচ করে ফসফেট সার দিন। দু তিনদিন পর হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দিন এবং স্প্রে করুন। হিউমিকএসিডের ব্যবহার নিয়ে আমার চ্যানেলের ভিডিও রয়েছে। একবার দেখে নিতে পারেন।
@@rajgardens অনেক অনেক ধন্যবাদ।
Amar golap tree te dal baroe koli asha na
Video ta Taratari korle bhalo hoa
গোড়ায় পটাশিয়ামযুক্ত খাবার দিন।
@@rajgardens thank you dada
🍌 khosha vegano jol deoya jabe tahole Golap gache koli asbe
আমি বাংলাদেশ থেকে বলছি। আমার জমিতে গাছ লাগানো। এখন কি হার্ড প্রোনিং করা যাবে?
সমস্ত গাছের প্রুনিং কখনো একই সময় হয় না। কোন গাছ টা বলছেন তা মেনশন করলে ভালো হতো।
Thanks for your effective video.
Very beautiful 🌷🌷❤️❤️
Dada, apnar video gulo khub e valo lage dadavai.golaper ekta total video din jekhane golaper khabar theke rog poka sob kichui details e bola thakbe, tahole khub subidha hoto.Valo thakben dadavai.
'বর্ষায় গোলাপ গাছের যত্ন' এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তাতে গোলাপের রোগ পোকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ভিডিওটি একবার দেখে নিতে পারেন।
Khub valo laglo. Amar kache pray 20 piece golap gach ache ja ga to bachor lagiyechilam. Sat din (7) age khabar diyechi. Ekhon dal chatain korte pari???
দাদা, জারবেরার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটা ভিডিও করবেন, খুব দরকার।
Repot korechi tao 1maser besi kintu notun kono growth hoche na.. Super sonata use krle kono result pabo..? Sb rkm sar proyog kore repot korechi.. Ki kra jay
Ami ekti hazari golap gach kinache. Gach te ta onek kuri. Ekhon ki kuri gulo kete falbo?, repot kokhon korbo, porichorja kivabe korbo, jodi ektu bolen tahole onek upoker hobe.
Dada ektu bolle vlo hoi
এখন রিপর্ট করার দরকার ।নেই কুড়িগুলো সব ফুটে গেলে তারপর রিপর্ট করে দেবেন। এখন ওপর থেকে মাটি টা হালকা করে খুঁচিয়ে দিয়ে এক মুঠো মিশ্রসার গোড়ায় দিয়ে দেবেন।
@@rajgardens tnx reply korar jonno
এখন সেপ্টেম্বর গোলাপ গাছ কি রিপোর্ট করা যাবে?
অক্টোবরের শেষের দিকে করুন।
@@rajgardens ধন্যবাদ uncle 😊
Apnar video r editing ta eto bhalo je dekhey mon bhorey jaay. Apnar khatni sarthok hok.
Ekta abdar roilo, ekta series korben jekhney jara time ditey parey na tara ki bhabey Bagan korbey ? Maney just protidin jol dewa r chutir din poricharcha.
Thank you Sir.
gorome jodi hazari golap e kuri ase tahole ki kuri sob somay kete felbo naki katbo nah. R gach ter boiyos motamoti, tai kichudin por report korle ki hobe.ektu reply koren dada.
সেমি শেডে রেখে পরিচর্যা করুন গরমেও ভালো ফুল হবে। যদি ফুলের কোয়ালিটি খারাপ হয় তখন কুড়ি গুলো কেটে দেবেন। রিপর্টিং যে কোন সময় করা যাবে।
@@rajgardens apni j keno eto vlo dada.jokhone kono question kori apni reply korene. Dada apni sob somoi jeno vlo thaken or arokome amader jonno vlo vlo video banan.
এখন গোলাপ গাছ ছাটাই করা যাবে কিনা।
Thank you for this post 👍👍
দাদা নমস্কার। আমার গোলাপ গাছের যত নতুন পাতা ও কুড়ি বেরোচ্ছে সব গুলোই পুড়ে যাচ্ছে। কি করলে ভালো হবে প্লিজ জানাবেন।
এখন তো রোদের তাপ কমছে। জল বেশি হয়ে যাচ্ছে মনে হয়। গোলাপ নিয়ে নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে। সেগুলি দেখে পরিচর্যা করুন, আর সমস্যা হবে না।
ধন্যবাদ, খুবই সুন্দর লাগলো আপনার কথা। গোলাপ গাছ কেনার সময় কোন কোন জিনিসগুলো দেখা প্রয়োজন বলে আপনি মনে করেন।
এটা এক কথায় বলে বোঝানো যাবে না। তবে গাছ কেনার সময় এটুকু খেয়াল করবেন, গাছ যত পুরনো , ডালপালা বেশি থাকবে এবং সুস্থ-সবল থাকবে ততই ভালো।
Sir amar golap gachher dal pruning korar pore sob dale fungicide ( Saaf) lagia diachhilam but 2 weeks pore dekhchhi prune kora dal gulo dhire dhire black hoa jachche... Fungicide laganor poreo amon hhchce keno ki krbo akhn
গোলাপ গাছের ডাল কাটার পর SAAF ফাংগিসাইড খুব একটা ভাল কাজ করে না। তাই ডাইব্যাক শুরু হয়ে গেছে। এখন একটা কাজ করুন, যেই ডালগুলো শুকাতে শুরু করেছে সেই গুলো উপর থেকে বেশ কিছুটা নিচে সবুজ অংশে কেটে ব্লাইটক্স ফাংগিসাইডের মলম করে লাগিয়ে দিন। সেই সঙ্গে গোটা গাছে 2ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিন।
@@rajgardens ok sir thank you for your valuable advice
নিম পাতার জল নিয়ে একটি ভিডিও করুন প্লিজ
Pls dada help me apni amader Inspiration ❤❤ so pls help korun ami korte pari.. দাদা বলছিলাম গোলাপ গাছে সিঙ্কুচি আর হাড়ের গুঁড়ো যদি আমি না দিয়ে গোলাপ গাছকে বড় করতে চাই তাহলে কি সেটা সম্ভব, কারন আমার বাড়িতে এই দুটি উপাদান নিয়ে আসা নিষেধ আছে। সেই কারণে আমি জিজ্ঞাসা করছি😢😢 pls answer din ??😢😢😢❤❤❤
নো প্রবলেম।
@@rajgardens thank you so much dada ❤️
বাঃ দারুণ ভিডিও ...এই ধরনের ভিডিও আনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ 💜
তবে দাদা শীতেরকালে গোলাপের জন্য একটা সাপ্তাহিক রুটিন তৈরি করেছি ...আমার তালিকায় যদি কিছু ভুল হয়ে থাকে সংশোধন করে দিলে খুবই উপকৃত হবো 😍
রবিবার - ফাঙ্গিসাইড ভোরে স্প্রে করি।
সোমবার - কীটনাশক বা নিমতেল বিকেলে স্প্রে করি।
মঙ্গলবার - NPK 19 19 19 3gm ও এপসম সল্ট 2gm মিশিয়ে স্প্রে করি ( পরের সপ্তাহে শুধু 3gm 19 19 19 জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিই )
বুধবার - Baiovita X এক লিটার জলে 2ml মিশিয়ে স্প্রে করি।
বৃহস্পতিবার - যেকোন একটা তরল সার গাছের গোড়ায় দিয়ে থাকি।
শুক্রবার - এক লিটার জলে 2gm হিউমিক এসিড মিশিয়ে গাছের গোড়ায় দিই।
শনিবার - মিক্সড সার 2 চামস গাছের গোড়ায় দিই।
গাছের গ্রোথ যদি ঠিকঠাক থাকে তাহলে হিউমিক অ্যাসিড এখন আর দেওয়ার দরকার নেই।
সপ্তাহে যেকোনো একটি তরল সার দিলে হবে।
অনুখাদ্য প্রতি সপ্তাহে না দেওয়াই ভালো। দশ বারো দিনের ব্যবধানে একবার করে মোট দুই থেকে তিনবার দিলেই হবে।
কীটনাশকের পাশাপাশি সপ্তাহে 1 বার করে সুপার সোনাটা নামে একটি ওষুধ পাওয়া যায় পাতা কোকড়ানোর সমস্যা থাকলে এটি ব্যবহার করতে পারেন ।
@@rajgardens অসংখ্য ধন্যবাদ দাদা 😍
আমার কাছে Super Sunata নেই, তবে KAKA ব্যবহার করি।
রাজ বাবু ৩দিন আগে মাটি সম্পর্কিত একটা বিষয় জানতে চেয়েছিলাম, আপনি উত্তর টা দিতে চেষ্টা করুন
Thank you for the nice video.
আমার কিছু পুরনো গোলাপ গাছ আছে মাটিতে, এই ভিডিও টা দেখে উপকৃত হলাম... ভালো থাকবেন🙏🙏
20 tolaye thaki east facing balcony beshi sheete (January)roddur khoob come abar February theke mota muti bhalo sunlight pawa jabe golap gachh hobe ki janaben please from Gurugram Hariyana🙏
Fungicide kothay pabo??? R kon fungicide dibo?
ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি এখানে ব্লাইটক্স ব্যবহার করেছি।
Sand ba cinder golap part by part video apnar take pele k hub valo hoto?
চেষ্টা করব
Thank u so so much sir...it'll help me a lot to bring more flowers in my rose plant..take respect & love..😊
কনসিডার কত দাম
দাদা, আপনার কাছে তে pink sented দেশী গোলাপ আছে,, তার ডাল থেকে গাছ বানিয়ে আমাকে gift দেবেন, খুব খুশী হবো। আমি senior citizen.
গোলাপের মাটি তৈরি করার পদ্ধতি টা একটু বলবেন দাদা দয়া করে
আমার চ্যানেলে দু তিন রকম ভাবে মাটি তৈরির ভিডিও রয়েছে তার যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।
Dada apnr presentation ato sundor n ato sekhar thake bolrnei I'm watch lots of grdening vid o but apnr presentations aladai can u make me ur gardening frnd
আপনার এঁটেল মাটির ভিডিও দেখেই আমি মাটি তৈরি করেছি। পুরনো মাটি শোধন করে আমি আপনার ভিডিও দেখেই মাটি তৈরি করা শিখেছি এতে করে আমার অনেক মাটি সাশ্রয় হয়েছে । মাটি ছাড়া মিক্স পর্টিং আমাদের জন্য সোনায় সোহাগা।এই ভিডিওটির জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ
@@rajgardens আপনাকেও ধন্যবাদ হাসিখুশি থাকার চেষ্টা করবেন।
Ami golap gach hard pruning korechi, kintu repot koreni. Akhon ki repot kora jabe?
হ্যাঁ এখনই করে দিন। বেশি দেরি করবেন না।
দাদা কি ফাঙ্গিসাইট ব্যবহার করব?
Splendid 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
Good evening, Sir!
Black spot on leaf of one tree. How Can I take care this?
ব্লাইটক্স ফাংগিসাইড তিনি গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সপ্তাহে দুদিন গাছে স্প্রে করুন। গাছে গোড়ায় বেশি জল যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।
তথ্যসমৃদ্ধ আলোচনা ❤️
নমস্কার।🙏
আজকে আমি একটা লতা গোলাপ গাছ কিনেছি। গাছটাতে অনেক কুঁড়ি আছে। গাছটা টবে বসানোর পর কুঁড়ি গুলো কি কেটে ফেলতে হবে?
2.56 time a je purple colour rose er ID ki?
দাদা আমার গোলাপ গাছের নতুন পাতা বেরোচ্ছে কিন্তু তারপর ই সেগুলো ঝিমিয়ে পড়ছে আর আস্তে তারপর ডাল সমেত শুকিয়ে যাচ্ছে। Fungicide,sonata নিয়মিত খোল জল দিচ্ছি, গাছের গোড়ায় জলও দাঁড়ায় না, কিন্তু কিছুতেই সমস্যা যাচ্ছে না, কি করলে ঠিক হবে plz যদি কিছু বলেন 🙏🙏
মনে হচ্ছে শেকড় নষ্ট হয়ে গেছে। যার কারণে এরকম সমস্যা দেখা দিয়েছে। এখন গোড়ায় কোন সার বা জল দেবেন না। মাটি ভালোভাবে শুকিয়ে নিন তারপর শুধু জল দেবেন। ফাংগিসাইড ব্যাভিস্টিন যদি থাকে বা অন্য কিছু থাকে তাহলে 1 চা চামচ গোলাপ গাছের গোড়ার মাটি আলগা করে ছড়িয়ে দিন।
@@rajgardens ধন্যবাদ দাদা 🙏🙏, আমার কাছে amister top আছে, দেওয়া যাবে?
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩 আমার কিছু গোলাপ গাছের কুড়ি শেষ। এখন কি সেইগুলোর ডালকাটা যেতে পারে? যদিও কাটা যায় তবে সেটা হার্ড না স্মার্ট প্রুনিং ? আরেকটা কথা গত রাতে আমাদের এখানে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু শীতকালীন গাছের ডাল ভেঙে গেছে ও হেলে পড়েছে এখন আমি কি করব? একটু বললে ভালো হতো।
যে গাছগুলি হেলে পড়েছে তাতে কোন লাঠির সাহায্যে বেঁধে দিন। গোলাপ গাছে এখন হার্ড প্রুণ করা যাবে না। যে ফুলগুলো শুকিয়ে গেছে সেইগুলোই কেটে দিন। নতুন ডাল বেরিয়ে আবার ফুল আসবে।
Blind shoot hochhey ki korbo?
Golap gacher notun mukul berochhey segulo pure giye kalo hoye jhore jachhey ki korbo dada ektu bolun
কুড়ি গুলো কেটে দিয়ে সুপার সোনাটা ব্যবহার করুন। যদিও এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। ভিডিওটি আরেকবার ভালো করে দেখে নিন।
Golap gaach kuri thaka abosthay enechi,grafting kora,ektu baro,to ki potting korbo? Kuri kete ?
জাইগেনসিয়া চিনব কিভাবে? এর প্রতিকারের উপায় কি?
Amr Golap gach jhopalo hoche na... Ki use korbo?
ভিডিওতে যেভাবে ছাঁটাই করার কথা বলেছি সেভাবে ছেঁটে দিন সেইসঙ্গে গোড়ায় খাওয়ার দিন।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি । ভালো আছেন নিশ্চয়ই। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে । আজকের ভিডিওটা অনেক ভালো হয়েছে ।
ধন্যবাদ