অন্ধকার রাতে জিনের পাহাড় এ কি দেখলাম.(PART # 3) Night of jeen pahar.life of madinah.life in madinah

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • অন্ধকার রাতে জিনের পাহাড় এ কি দেখলাম. Night of jeen pahar.life of madinah.life in madinah
    Please feel free to contact me for details - shahid112233@yahoo.com
    সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জিনের পাহাড়। এই পাহাড় নিয়ে অনেক কিছু শোনা গেলেও কোরআন হাদিসে এ সম্পর্কে কিছু বলা নেই।
    রহস্যঘেরা - বিস্ময়কর এই পাহাড় সম্পর্কে বলা হয় কোনো এক অদৃশ্য শক্তি সবকিছুকেই উপরের দিকে টানে। যাত্রাপথে চোখে পড়ে বিশাল বিশাল পাহাড়। আর তাতেই গা ঘেসে যেতে হয় জিনের পাহাড়ে।
    তথ্যসূত্র বলছে, ২০১০ সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বায়দায় একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল। ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর হঠাৎ দেখা যায়, রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে।
    চলার পথে যে রাস্তাটি দেখছি সেটি জিন পাহাড়ে পর্যন্ত গিয়ে থেমেছে রাস্তাটি আরও সামনে নেয়ার ম্যাপ থাকলেও নাকি সেটি আর সামনে নিতে পারেনি। বেশ কয়েকবার চেষ্টার পরেও রাস্তার কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়নি।
    রহস্যঘেরা এই পাহাড়ে গাড়িও ঢালুর বিপরীতে চলতে শুরু করে। এই অদৃশ্য শক্তি কয়েক টন ওজনের গাড়িকেও প্রায় ১৪০ কিলোমিটার গতিতে টেনে নিয়ে যায়। পানির বোতল কিংবা পানি ঢেলে দিলে সেটিও বিপরীত অর্থাৎ উঁচুর দিকে গড়ায়।
    অনেকেই ধারণা করেন, জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ রয়েছে বিধায় এমন ঘটনা ঘটে। কিন্তু জায়গাটি সম্পর্কে কয়েকবার গবেষণা করেও নাকি মেলেনি তেমন কোনো সুস্পষ্ট তথ্য।
    এমন রহস্যময় জিনের পাহাড় ঘিরে নানা কৌতুহলের সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই হাজারো পর্যটক ছুটে আসেন এটি দেখতে।
    হাড়-পর্বতের কথা আমরা সবাই শুনেছি। কিন্তু জিনের পাহাড়ের কথা অনেকেরই অজানা। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াদি আল বায়দা নামক স্থানে আছে এই জিনের পাহাড়। আমরা জানি, সব কিছু ঢালুর দিকে গড়িয়ে যায়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই জিনের পাহাড়ে সবকিছু ঢালুর বিপরীত দিকে গড়ায়। সাধারণ নিয়মের ঠিক উল্টো। এমনকি রহস্যঘেরা এ পাহাড়ে বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে।
    কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ আছে তাই এমনটি হয়।
    জানা যায়, ২০০৯-২০১০ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল বায়দায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে। কিন্তু ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয় । হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলছে। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোও বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে ওপরের দিকে উঠতে থাকে।
    এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যান। তারা কাজ করতে অস্বীকার করেন। রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারদিকে বিশাল কালো পাহাড়। ওখানেই শেষ মাথায় গোল চত্বরের মতো করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। ওই রাস্তাটি ২০০ কিলোমিটার করার কথা থাকলেও ৪০ কিলোমিটার করেই নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
    এই জিনের পাহাড় ঘিরে মানুষের মাঝে রয়েছে অনেক কৌতূহল।
    বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন এই জিনের পাহাড় দেখতে। প্রতি বছর হজে আসা মানুষও এই রসহ্যময় জিনের পাহাড় দেখার জন্য ভিড় জমান।
    Wadi Al-Baida, also called Wadi Al-Jinn. wadi e jinn in madina history. it stay 30 km northwest of Madinah.Traditionalists believe the power of jinn is present in Wadi Al-Jinn.now this is a tourist area in the world.the mountains in the surrounding area have magnetic qualities, which attract cars. Any object with wheels will move on its own.
    #Mysterious
    #রহস্যময়
    #Gravity_Hill
    #saudi360lifestyle
    #Modinahjinpahar
    #jinerpahar
    #jinpollimodinah

КОМЕНТАРІ • 19

  • @humayonislam2521
    @humayonislam2521 11 днів тому

    আলহামদুলিল্লাহ

  • @saymaAlam-sb5di
    @saymaAlam-sb5di 5 місяців тому +1

    ওই আলো গুলস কিসের ভাই আমার ১ টা অনুরোধ ভাই বাংলাদেশে অনেক ছোট বড় দ্বিপ আছে নতুন নতুন দ্বিপ ওই নতুন দ্বিপ দিয়ে ১ টা ভিডিও চাই প্লিজ

  • @ShoyebBD
    @ShoyebBD 2 роки тому +6

    ভাই ওখানে ত বাড়ি ঘর নাই তাহলে রাতে মানুষ গুলো আসলো কোত্থেকে। এরা কি মানুষ না জিন। আর দিনের বেলায় ত ওখানে কোন রকম রেসের গাড়ি দেখলাম না, রাতে গাড়ি আসলো কোত্থেকে।

  • @AsrafulAlam-tx8mx
    @AsrafulAlam-tx8mx 6 місяців тому +1

    আপনারদের জিনের পাহাড়ের ভিডিও আমি বাংলাদেশ হইতে দেখিতেছি ।

  • @madinahbanglatv1144
    @madinahbanglatv1144 2 роки тому +1

    Vi jan....good

  • @JMusa
    @JMusa Рік тому

    মদিনাতে মসজিদ এ নওবির আসে পাশের সকল রেস্টুরেন্ট এর খাবার নিয়ে বিস্তারিত জানিয়ে ভিডিও দিন।

  • @momotazparven2120
    @momotazparven2120 Рік тому +1

    আমার কাছে ভিডিওটায় জিনের পাহাড় মনে হচ্ছে না

  • @rupalikhanom144nocharjanga3
    @rupalikhanom144nocharjanga3 Рік тому +1

    😊😊😊😊😊😊

  • @kabirahmedchy9357
    @kabirahmedchy9357 2 роки тому +2

    Bahi jeen does not come on. lighting fucas

  • @jinuferbanu7628
    @jinuferbanu7628 Рік тому

    Apnara rate okhane ki korchen?

  • @masnovy7221
    @masnovy7221 Рік тому +1

    Sub koytai ahammok taina bai ,

  • @amzadhossainshobuz2006
    @amzadhossainshobuz2006 2 роки тому +1

    🌹

  • @user-bl4vb2kx1b
    @user-bl4vb2kx1b 6 місяців тому

    কি আজব

  • @nazuddin6346
    @nazuddin6346 Рік тому

    Apnader keh jinner moto
    Lager lol

  • @Zam-World
    @Zam-World Рік тому

    Sob kisu niye mithe bola thik na
    Allah k voy koro
    Zin pahare amon kisu e nai

    • @inayatahmed6154
      @inayatahmed6154 Рік тому

      আল্লাহর পছন্দের যায়গায় গিয়ে ও মানুষ মিথ্যা বলে সুধু viewers এবং subscriber পাওয়ার জন্য ছিঃ..ছিঃ.. ছি

    • @saymaAlam-sb5di
      @saymaAlam-sb5di 5 місяців тому

      মিথ্যা না জায়গায় টা সত্যি আছে কিন্তু ওইটা জিন পাহার না অন্য নাম আছে এইটা থাকতেই পারে অবিশ্বাশ করার কিছুই নাই কারন আল্লাহর দুনিয়া দেশ অনেক বর তাই অনেক অজানা রহস্যি থাকে আমাদের বানাদেশও কোম বড় না ছোট বড় দ্বিপ নিয়ে আমাদের এই বাংলাদেশ