ছন্দা চ্যাটার্জি আজও সমান ভাবে অভিনয় করে চলেছেন। যাত্রার অভিনয় থেকে চলচ্চিত্রে অভিনয়ে আসেন। অভিনয় তাঁর রক্তে আছে।বয়সের উপযোগী চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন,একই কথা পরান বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও বলছি।আপনারা আমার প্রণাম নেবেন।পরিচালক কে ধন্যবাদ এরকম দুই অভিনেতা অভিনেতৃ কে উপযুক্ত ভাবে ব্যবহার করার জন্য। ভবিষ্যতে আরও এরকম সাহিত্য নির্ভর ছোটো মুভি হোক।
Chanda Chatterjee is the gem of the industry. She deserves a better recognition. Except her acting skill,her tonal quality and texture is superb. Stay healthy mam . Paran Banerjee is incredible as always ♥️
Khub Valo laglo Telefilm ti. Paran Babu R Sandhya Debi k niye Exclusive Casting. Choto Tele Film ti Bastob Sansar Jeevan ar onek kichu e Futiya Tulacha. Kolkata.
ছন্দা চ্যাটার্জী এক অসাধারন অভিনেত্রী। যাত্রার রোমান্টিক নায়িকা হিসেবে কাশ্মীরী কলি তে অভিনয় এখনও ছবির মত। কতদিন পর সুবর্নলতা তে অভিনয় দেখলাম। কি powerful acting!! চমকে দিয়েছেন। Acting কে ত গুলে খেয়েছেন। Film industry ওনাকে আরো ভালোভাবে ব্যবহার করলে আমরা লাভবান হব।
Made for EACH OTHER KE KAKE TEKKA DAI ATO SABOLIL ABHNOI AKHON KAR CHELE MEYEDER KACHE SHIKKHONIO JARA ABHINOI JAGATE BIGHORN KORCHEN KORCHEN CINEMAJAGAT ONADER PRAPYO JAIGA AR SAMMAN DIK
So simple was our life and understanding and pure bonding between our Parents. ....... excellent portrayal ...... Alas, this golden relationship is bygone forever in this present self centric people
চমৎকার শ্যুটিং স্পট এবং কাষ্টি়ং ছবির ভাষায় ও যথেষ্ট মুন্সিয়ানা আছে, তবে বিখ্যাত কোন গল্প-উপন্যাস থেকে যদি ছবির ভাষা নির্মিত হয় তাহলে তো সেই দর্শকের ঐ গল্প বা উপন্যাস টি পাঠ করবার তাগিদ থাকবেই,তেমন তাগিদ থাকবে ভালো কোনো লেখা পড়লেই তা নিয়ে ছবি করার।গল্পটি পড়তে পারলে বুঝতে পারতাম কীভাবে লেখকের ভাষা থেকে ছবির ভাষা আলাদা হয়েছে,অথবা আদৌ হয়নি ,narration হয়েছে শুধু।যাই হোক ভালো লেগেছে বলেই লিখলাম
ছন্দা চ্যাটার্জী ও পরাণ ব্যানার্জী দুজনেই অনবদ্য
ছন্দা চ্যাটার্জি আজও সমান ভাবে অভিনয় করে চলেছেন। যাত্রার অভিনয় থেকে চলচ্চিত্রে অভিনয়ে আসেন। অভিনয় তাঁর রক্তে আছে।বয়সের উপযোগী চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন,একই কথা পরান বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও বলছি।আপনারা আমার প্রণাম নেবেন।পরিচালক কে ধন্যবাদ এরকম দুই অভিনেতা অভিনেতৃ কে উপযুক্ত ভাবে ব্যবহার করার জন্য। ভবিষ্যতে আরও এরকম সাহিত্য নির্ভর ছোটো মুভি হোক।
ছন্দা দেবী যেমন অতুলনীয় অভিনেত্রী তেমনি অসাধারন গায়িকা সত্ত্বাও ফুটিয়ে তুলেছেন এই নাটকে।পরানবাবু যথারীতি একিরকম অনবদ্য।বেশ ভাল লাগল।
তিনি উৎপল দত্তের স্নেহধন্যা ছিলেন।
আহা, কি অপূর্ব গলা!!! ২জনেরই অভিনয় অনবদ্য। 👏👏❤️❤️🙏🙏
এখনো ছন্দা দেবীর কি অপূর্ব গালের গলা, আর দুজনেরই অভিনয় এর কোনো তুলনা নেই
বড় ভালো লাগলো
সেরা লাগল ওই জায়গাটায় --- সুটকেসটা একান্তই তাঁর নিজস্ব । সত্যিই , বাড়ির বউদের "নিজস্ব" খুব কম জিনিসই হয় ।
আহা মন তরে গেল।আর কী গানই না গাইলেন, অসাধারণ।
আহা কী অপূর্ব গান ।দুজনের অভিনয় অসাধারণ ।ছন্দা দেবীর গানেরগলা কি সুন্দর ।এইসব সিনেমা দেখে মন ভরে যায় 👌👌👌👌
জীবনের তো এটাই মজা
খুঁনসুটি আর প্রেমে তাজা।।
অনবদ্য।
কি ভালো লাগলো ... বুড়ো বয়সে প্রেম জমে ক্ষীর।
অসাধারণ অভিনয়। সুন্দর ভাবনা। সকলকে অভিনন্দন জানাই
ছন্দা দেবী আমার প্রণাম নেবেন। কি অপূর্ব গলার modulation । কি অপূর্ব facial expression । আপনি নমস্যা।
অসাধারণ যেমন অভিনয় তেমনই অসাধারণ গান ও গল্প অনবদ্য ❤
খুব সুন্দর একটা ছবি দেখলাম এবং দুজনেরই অভিনয় অত্যন্ত অসাধারণ। কিন্তু আমার মন খারাপ করলো এই ভেবে যে আজকে তিনি চলে গেছেন একেবারে
Chanda Chatterjee is the gem of the industry. She deserves a better recognition. Except her acting skill,her tonal quality and texture is superb. Stay healthy mam . Paran Banerjee is incredible as always ♥️
গতকাল কীর্তন দেখলাম, আজ সুটকেস। পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় অসাধারণ। প্রণাম জানাই ওনাকে।
কীর্তন অতুলনীয়।
Khub Valo laglo Telefilm ti. Paran Babu R Sandhya Debi k niye Exclusive Casting. Choto Tele Film ti Bastob Sansar Jeevan ar onek kichu e Futiya Tulacha. Kolkata.
ছন্দা চ্যাটার্জী এক অসাধারন অভিনেত্রী। যাত্রার রোমান্টিক নায়িকা হিসেবে কাশ্মীরী কলি তে অভিনয় এখনও ছবির মত।
কতদিন পর সুবর্নলতা তে অভিনয় দেখলাম।
কি powerful acting!!
চমকে দিয়েছেন।
Acting কে ত গুলে খেয়েছেন।
Film industry ওনাকে আরো ভালোভাবে ব্যবহার করলে
আমরা লাভবান হব।
Made for EACH OTHER KE KAKE TEKKA DAI ATO SABOLIL ABHNOI AKHON KAR CHELE MEYEDER KACHE SHIKKHONIO JARA ABHINOI JAGATE BIGHORN KORCHEN KORCHEN CINEMAJAGAT ONADER PRAPYO JAIGA AR SAMMAN DIK
I have been seen her at zatra in the year 1983.
Opurbo ovinoy . Paran Badopaddhay abong Chanda Chatterjee r kono tulona hoyna .Ki darun gaan abong ovinoy kshamata.
ছন্দা দেবী অসামান্য । গান গেয়ে মন ভরিয়ে দিয়েছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় ও খুব ভাল গায়ক আর অসাধারণ অভিনেতা। কাহিনীর পুরো রস নিংড়ে বের করেছেন!
Parag chanda apurvo. Gaan tao khub sundor geyechen.
Khub khub bhalo laglo. 💞💖💘🎀🌷
So simple was our life and understanding and pure bonding between our Parents. ....... excellent portrayal ......
Alas, this golden relationship is bygone forever in this present self centric people
Asadharan obhinoy, gaantir tulona nei ki sundar konthoswar
অসাধারণ দৃশ্য
মায়েরা এরকমই হয়,, সন্তানের কাছ থেকে সামান্য থেকে সামান্য উপহার পেলেও তা তাদের কাছে অমূল্য সম্পদ,,
Excellent ❤️
Opurbo. Khub bhalo laglo. Asadharan obhinoy. Onoboddo porichalona.
সাড়ে চুয়াত্তর মনে পড়ল। পরাণ বন্দ্যোপাধ্যায় তুখোড়, এ যুগের তুলসী চক্রবর্তী।
অপুর্ব! অপুর্ব, -----🙏🙏
অভিনয়ের বস পরান দা
খুব ভালো লাগল। পরিস্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা film।
Darun obhinoy. Kintu meyer biyer Alaap after 49 years of marriage? Natni r biyer kotha bolle better hoto hoyto
Darun darun
Bah besh lglo du joner avhinoy superb
ফিনিশিং টা ভালো হতো যদি দুজন মিলে সলাপরামর্শ করে মাথাভাঙ্গা থেকে ঘুরে আসতো।
অপূর্ব লেখা আর অভিনয় ও পরিনত
খুব ভালো লাগলো ।
Fatafati. Aro chai. Anek dhanyavaad..
It's a nice one... excellent direction & screenplay .
Khoob Khoob bhalo laglo. 💯👍👍👍
Nice to have the English, thanks mate.
অসাধারণ..
Ek kothay osadharon
আহা.... এখন কি আর নাগর তোমার, আমার প্রতি তেমন আছে....
Asadharon ❤❤❤❤❤❤
Khub sundor.. mind touchable story
Life hlo.. eki incident
দারুণ অভিনয়
Darun 👍👍❤️❤️❤️
Asadharon. Gaan ta ki bhalo. Chhanda Chatterjee ki nije gailen?
Khun sundor 😊😊😊😊😊😊
❤❤❤বাংলাদেশ হতে ♥️♥️♥️
Ki darun avinoy.
দিদির গান অসাধারন! পরানকাকা অসামান্য 🙂🙂🙂🙂!
Emmi sundor..tobe Lekhata film r theke beshi valo.. 👍
একদম ঠিক কথা।।
Sooo lovely
দারুণ দারুণ লাগল 👌👌
Mishti golpo 😁
Khub bhalo Golpo
Anekdin por bhalo kaaj dekhlam
অনবদ্য ছন্দা দেবী
অপূর্ব গান ।
অপূর্ব ছবি।
Khub sundar ekti uposthapna
Excellent
oshadharon.....
অসাধারণ অভিনয়
দুই লেজেন্ড এর অভিনয়। বার বার দেখি। এখন আর এই প্রতিভা কোথায় ❓
Excellent ❤️❤️❤️
অপূর্ব
It is good short film.. must watch
চমৎকার শ্যুটিং স্পট এবং কাষ্টি়ং ছবির ভাষায় ও যথেষ্ট মুন্সিয়ানা আছে, তবে বিখ্যাত কোন গল্প-উপন্যাস থেকে যদি ছবির ভাষা নির্মিত হয় তাহলে তো সেই দর্শকের ঐ গল্প বা উপন্যাস টি পাঠ করবার তাগিদ থাকবেই,তেমন তাগিদ থাকবে ভালো কোনো লেখা পড়লেই তা নিয়ে ছবি করার।গল্পটি পড়তে পারলে বুঝতে পারতাম কীভাবে লেখকের ভাষা থেকে ছবির ভাষা আলাদা হয়েছে,অথবা আদৌ হয়নি ,narration হয়েছে শুধু।যাই হোক ভালো লেগেছে বলেই লিখলাম
Splendid.
সময়টি ব্রিটিশ কাল। পারাপারের জন্য ভটভটি এলো কোথাথেকে!!!
Excellent in all respects
Excellent short comedy film.
Khub bhalo....
ছন্দা চট্টোপাধ্যায়ের গান আর সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়ে ----- দারুউউউউউউউউউন
অপূর্ব নিদর্শন
অসাধারন 💐💐❤️❤️🙏🙏🙏
গানটি মাইকেল মধুসূদন দত্তের লেখা
Ki darun acting
খুব ভাল
Fatafati
Khub sundor
Lekhata Asamanyo... Tobe chalochhitrayon o Besh valo.. Dui shaktishali not notir abhinoye theke ek muhurter jonno chokh sorano jaye na.. Priyodarshini
অভিনয় নিয়ে তো কথা হবে না।শুধু chanda debir চুলের রং কিঞ্চিৎ সাদা হলে ভালো হতো।
অসাধারণ 👍
খুব ভালো লাগলো
Opurbo
কি অপূর্ব্ব!
Name ki movie tr
ছন্দা দেবী র নাম কি আগে রোমী চৌধূরী ছিলো ? মন নিয়ে তে উওম কুমারের বোন হয়েছিলেন ।
Notun peye puraton k sbai vule jai
Asadharan👍
Ossadharon 🙏😇🐈
Nice
Superb
দারুণ
Darun
Ek kathai chamatkaar
❤️
Very nice
Hmmmmm suit case ta baddo adhunik....