পাসপোর্টের ভুল সংশোধন করার নিয়ম। Passport correction rules।। পাসপোর্ট।। সহজ আইন।। Shohoz Ain।।

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • প্রিয় দর্শক
    এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি পাসপোর্ট এর ভুল সংশোধন করার নিয়ম কি?
    পাসপোর্ট সংশোধন করার নিয়ম আমরা সবারই জানার প্রয়োজন, কারণ কোন সময় আমাদের অজান্তেই পাসপোর্ট এর মধ্যে কোনো ভুল হয়ে যাবে তখন আমাদের Passport Correction করার প্রয়োজন পড়বে।
    আমাদের অজান্তেই অনেক সময় অনেক ভুল হয়ে থাকে! আমাদের পাসপোর্ট এর মধ্যে ভুল সহজে কিভাবে সংশোধনের করবো। আমাদের পাসপোর্ট হয়ে যাওয়ার পর অনেক সময় পাসপোর্টে ভুল থাকতে পারে। অনেকে সময় হয়তো সঠিকভাবে সব তথ্য না দেয়ার কারণেও ভুল হতে পারে। পাসপোর্টে যেভাবেই ভুল হোক না কেন তা সংশোধনও করা অবশ্যই সম্ভব। আমাদের মধ্যে অনেকেই হয়তো মনে করতে পারে Passport সংশোধনে অনেক ঝামেলা রয়েছে, এ কারণে আমাদের অনেকেই পাসপোর্টের ভুল সংশোধনও করতে চান না। আসলে এমন কোন জামেলা না বরং আপনি খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তাহলে জেনে নিন পাসপোর্টে ভুল সংশোধন করার নিয়ম বিস্তারিত ভাবে।
    পাসপোর্ট সংশোধন করার নিয়ম
    বাংলাদেশে MRP পাসপোর্ট হক অথবা E- Passport হক যে কোন কোনো ধরনের পাসপোর্টের তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে পাসপোর্টটি রি-ইস্যুর জন্য আপনাকে সর্বপ্রথম আবেদন করতে হবে।
    পাসপোর্টের কি কি সংশোধন করতে পারবেন?
    জন্ম তারিখ, বাবা মায়ের নাম, পেশা, পাসপোর্টের মধ্যে আপনার ঠিকানায় কোনো ভুল থাকলে সংশোধন করতে পারবেন।
    পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগবে?
    জন্ম তারিখ সংশোধন করার জন্য ভোটার আইডি কার্ড, এস এসসি পরীক্ষার সার্টিফিকেট, অথবা জি এ সি এর সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এর সাথে জন্ম নিবন্ধন এর অনলাইনে থাকলে অনলাইন কপি, বিবাহিত হলে নিকাহনামা এ গুলো প্রয়োজন হবে পাসপোর্টের জন্ম তারিখ সংশোধন এর জন্য। আর জন্ম তারিখ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হল সংশোধন করতে পারবেন।
    পাসপোর্টে বাবা মায়ের নাম সংশোধন করতে কি কি লাগবে?
    পাসপোর্টে বাবা মায়ের নাম সংশোধন করার জন্য, আপনার ভোটার আইডি কার্ড, এইচএসসি অথবা এস এসসি সার্টিফিকেট, বাবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি।
    পাসপোর্টে পেশা পরিবর্তন করতে কি লাগবে?
    পাসপোর্টের মধ্যে কেউ যদি পেশা পরিবর্তন করতে চান, আপনার কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র দিতে হবে। আর এর সাথে আপনাকে জমা দিতে হবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রের ফটোকপি।
    পাসপোর্টে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে কি লাগবে?
    কারো যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান, এক্ষেত্রে আপনার আবার নতুন করে পুলিশ প্রতিবেদন লাগবে। তবে বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য বা সংশোধনের ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম নেই।
    বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে কি লাগবে?
    আপনার যদি বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে চান তাহলে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে নিকাহনামা দিতে হবে।
    কিভাবে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করবেন?
    সর্বপ্রথম আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করে সার্চ করবেন পাসপোর্ট সংশোধন ফরম বা পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞা এটি লেখে সার্চ করার প্রথমে যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ডুকে আপনি পাসপোর্ট সংশোধন ফরম ডাউনলোড করে নিবেন।
    পাসপোর্ট সংশোধনের আবেদন ফরমের এই বক্সের মধ্যে আপনি যে ব্ল্যাংকে ফি জমা দিবেন সেই ব্যাংক থেকে একটি চালান বা রিসিট নিয়ে আসবেন এবং এখানে ফি তথ্য বসিয়ে নিবেন।
    তারপর আপনি এই আবেদন ফরম এবং অন্যান্য সব ডকুমেন্ট একসাথে নিয়ে আপনার পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিবেন ২১ দিনের মধ্যে আপনার পাসপোর্ট আবেদন ফরমে দেওয়া নাম্বারে মেসেজ আসলে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
    পাসপোর্ট সংশোধন করার ফি কত?
    আবেদন ফরম জমা দেওয়ার সময় এক কপি রি-ইস্যু ফরম এবং এক কপি সত্যায়িত নতুন আবেদনপত্র, আপনার পাসপোর্টের তথ্য সংশোধন করার জন্য সাথে জমা দিতে হবে। পাসপোর্ট সংশোধনের ফিস আবেদনপত্র জমা দেওয়ার পর আর্জেন্ট বা ৭ দিনের মধ্যে Passport পেতে চাইলে ৬ হাজার ৯শ টাকা ফিস জমা দিতে হবে। আর ২১ দিনের মধ্যে সাধারণ সময় অনুযায়ী পাসপোর্ট পেতে চাইলে ফি দিতে হবে ৩ হাজার ৪শ ৫০ টাকা।
    পাসপোর্ট সংশোধনের ফি কোথায় জমা দিবেন সরকারি ব্যাংক গুলোতে জমা দিতে পারবেন, তবে বিশেষ করে, সোনালীর ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক এই ব্যাংক গুলোতে পাসপোর্ট সংশোধনের জন্য ফি জমা নিয়ে থাকে পাসপোর্টর ফি জমা দেওয়ার পর আপনাকে একটি রিসিট দিবে এই রিসিটের প্রয়োজন হবে পরবর্তীতে।
    আশা করি আমাদের পোস্টটি আপনাদের হেল্পফুল হলে শেয়ার করবেন এবং কোন কিছু জানার হলে কমেন্ট করবেন আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব।
    #পাসপোর্টসংশোধন #passportcorrection
    Contact Information
    Phone- 01671-043256
    E-mail- lemon.law14@gmail.com
    Facebook Page- / advocateamirhamza.lemon
    Instagarm- / advocatelemon
    Twitter- / advocatelemon

КОМЕНТАРІ • 606

  • @mdjahirulislam1451
    @mdjahirulislam1451 Рік тому +19

    স্যার আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনার কথা গুলি ভালো লাগলো কিন্তু পাসপোর্ট অফিসে গেলে এই বুজ আর থাকে না সেখানে টাকা ছাড়া কোনো কাজই হয় না । আমার পাসপোর্টের সাথে আইডি কার্ডের 3 বছর ডিফারেন্স এখন পাসপোর্ট টা সংশোধনের জন্য ৪০হাজার টাকা চায় । এবার বলেন কিসের আইন আছে এই দেশে ।দেশের একটা নাগরিক হয়ে যদি ৪০ হাজার টাকা দিয়ে ছোট্ট একটা ভুল সংশোধন করা হয় তাইলে দেশের নাগরিকদের কোনো দাম নেই তাই না

    • @masadurrahman5716
      @masadurrahman5716 Рік тому

      আমার ৮ বছর টাকা চাই ৮০ হাজার

    • @tamimiqbal9805
      @tamimiqbal9805 Рік тому

      অ্যাডভোকেট সাহেবের কাছে প্রশ্নের উত্তর চাই। আমার পাসপোর্ট এর নাম বয়স ঠিক নাই। এখন ৮০ হাজার টাকা চায়। এখন কি করব সেটা অ্যাডভোকেট সাহেবের কাছে জানতে চাই।

    • @alaminhawlader918
      @alaminhawlader918 Рік тому

      আমি 2016 সালে কিছু কাগজ পত্র দিছিলাম আমার পাসপোর্ট তখন করে দিছে। কিন্তু আমি বিদেশ যাওয়ার পরে ৭ মাস পরে চলে আসলাম, এখন ২০২৩ সাল, আমি আবার বিদেশ যাবো। কিন্তুু আইডি কার্ড করছি আমার সার্টিফিকেট অনুযায়ী, আমার 2016 সালের পাসপোর্টে বয়স 1993,,,আর আইডি কার্ডে হলো 1/05/2002। এখন আমি ই পাসপোর্ট বানাবো কিভাবে, আমি 2016 সালের পাসপোর্ট গোপন রেখে আমি কি আইডি কার্ড অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী ই পাসপোর্ট বানাতে পারবো, 🙏প্লিজ একটু উপকার করেন,

  • @md.kawsarsiddiqui
    @md.kawsarsiddiqui 9 місяців тому +1

    ধন্যবাদ আপনাকে।খুব ভালো লাগলো আপনার ভিডিও টা।

  • @llblitu
    @llblitu Рік тому +1

    অনেক কিছু জানতে পারলাম ভাই। ধন্যবাদ ভাই।

  • @jubayerhossain5046
    @jubayerhossain5046 2 роки тому +5

    স্যার,আমার ই পাসপোর্ট
    আমার পাসপোর্টের বয়স, এন আই ডির বয়স,এবং ড্রাইভিং লাইসেন্স এর বয়স,জম্মনিবধনে বয়স একই, কিন্ত আমার এস এস সি পাশের সাটিফিকেট এর বয়স সেইম না,
    কিন্ত আমি এখন এস এস সি পাশের সাটিফিকেট সাথে মিল করে কি আমার পাসপোর্ট আর এই সংশোধন করতে পারবো,জানাবেন।

  • @mokaromislam6695
    @mokaromislam6695 2 роки тому +39

    প্রায় লোকেরই প্রায় ভুল নাম ঠিকানা অথবা জন্ম কর্মকর্তারা এসব ভুল করে কখনো কেউ খতিয়ে দেখেছে পরবর্তীতে ভুল সংশোধন করতে গেলে কি আবার ফ্রি দেওয়া লাগবে এ ব্যাপারে সরকারের গাফিলতি রয়েছে বলে আমি মনে করি

    • @babuali8320
      @babuali8320 2 роки тому +5

      চোরের দেশে ভাই এগুলো কোন ব্যাপার না। আল্লাহ সবকিছুর হিসাব নিবেন, আমি আপনি অপেক্ষা করি।ইনশাআল্লাহ এগুলোর হিসাব নিকাশ আল্লাহ নিবেন।

    • @user-zk3ru5bg1r
      @user-zk3ru5bg1r 2 роки тому

      আমার বালের দেশ বাংলাদেশ
      ধনের দেশ বাংলাদেশ
      জয় বাংলা
      জয় বঙ্গ বল্টু ✌️✌️😂

    • @RakibulIslam-eg9ei
      @RakibulIslam-eg9ei 2 роки тому

      I fuk bd system

    • @jihadhasan7658
      @jihadhasan7658 2 роки тому

      তাহলে আমাদের কি করা উচিৎ

    • @jihadhasan7658
      @jihadhasan7658 2 роки тому

      আমার একটা ভুল 5 বছর

  • @rakibahmed3960
    @rakibahmed3960 Рік тому +1

    অনেক কিছুই জানলাম, জাজাকাল্লাহ খায়ের

  • @nazmulbro5668
    @nazmulbro5668 2 роки тому +2

    রাইট আলহামদুলিল্লাহ আজ আমি করে ছি

  • @Sultan-id5iu
    @Sultan-id5iu 2 роки тому +2

    স্যার আমার পাসপোর্টে জন্ম ঠিকানা বাবা মার নাম ভুল আছে আমি অন্য জায়গায় থেকে পাসপোর্ট করছিলাম পরে আমার জন্মস্থান জায়গা থেকে ভোটার আইডি কার্ড করছে এই আইডি কার্ডের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধন করতে চাই আমার কি কাগজ পাতি লাগবে জানাবেন স্যার প্লিজ পাসপোর্ট এর ঠিকানা হচ্ছে লালমনিরহাট জেলা থানা হাতীবান্ধা বর্তমান আমার আইডি কার্ডের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা আমি এখন কি করব

    • @ShohozAin
      @ShohozAin  2 роки тому

      আমি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন

  • @jc-qd6md
    @jc-qd6md Рік тому +3

    পুরাতন পাসপোর্ট সংশোধন করার আগে, পাসপোর্ট অফিস গুলো থেকে অধক্য কর্মকর্তাদের বের করে ধক্য কর্মিদের সজুগ দেওয়া হোক।।।প্রাই পাসপোর্ট আকার ভুল একার ভুল,,তাদের মন গিয়ে থাকে শুধু ধান্দা করার দিকে।।

  • @hridirahi2312
    @hridirahi2312 2 роки тому +3

    দেশের আইন শুধু পয়সা ওয়ালা লোকদের জন্য। গরিবের জন্য কোন আইন নেই স্যার। আমরা ৭জন বন্ধু একসাথে মিলে পাসপোর্ট সংশোধন সমশ্যা নিয়ে ঢাকা হাই কোর্টে রিট পিটিশন মামলা করি। ৬ মাস পর আমাদের পক্ষে রায় হয়।
    সেই রায় এর কপি নিয়ে ৭জন সাত জেলায় পাসপোর্ট সংশোধন এর আবেদন করি। সেই আবেদন এর কপি নিয়ে এডি স্যার এর কাছে যাই,এডি স্যার ১ম বলেন বয়স সংশোধন হবেনা।৩/৪ দিন গুরার পর জমা নেন, তার পর বলেন পাসপোর্ট পেতে অনেক লেইট হবে।
    আমি জমা করি ২৪ মার্চ ২০২২
    সংশোধন হলো নিজের নামের ২ টি অক্ষর, + মায়ের নাম এবং বয়স ৩ বছর ১১ মাস। আজ ৫ মাসের উপর হলো, ৩ মাস backend verification এ ছিলো। গত সপ্তাহে Rework correction মেসেজ আসে। তার পর এডি স্যার এর সাথে দেখা করি।এডি স্যার বলেন আপনার পাসপোর্ট আবেদন পাইল ঢাকা আগারগাঁও থেকে কেনসেল করে দিয়েছে😢
    এখন আমার করনীয় কি?
    কি করলে পাসপোর্ট পেতে পারি?

    • @hridirahi2312
      @hridirahi2312 2 роки тому +1

      যদি পারেন,আমাকে সু পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন।পাসপোর্ট এর জন্য বেকার জীবন কাটতেছি

    • @hridirahi2312
      @hridirahi2312 2 роки тому +1

      কিছুই তো বলেন নি?

    • @jannatulkeya9222
      @jannatulkeya9222 Рік тому

      @@hridirahi2312 apni ja bolsen aitai hose bastobota amader mto middle class er manush er shte amon ee hoi. Amr passport ay onek vul information dewaa ase akn onk stress asi j asole ki korbo . Adewo ki sombov hbe naki Allah ee jane

  • @hcfggg5280
    @hcfggg5280 Рік тому +2

    Eakjon passport holder er poro name + poro Father name + poro thikana + boiosh ( age) eaisob thik korile ki korite hoibe?

  • @FaruanFarkan
    @FaruanFarkan 2 роки тому +3

    অসাধারণ আলোচনা 🙏🏼🙏🏼🙏🏼

  • @MDRobiul-ks6eq
    @MDRobiul-ks6eq 2 роки тому +1

    বলাটা অনেক সহজ করা অনেক কঠিন

  • @sanatanmusicnew1448
    @sanatanmusicnew1448 2 роки тому +3

    আমি সংশোধন এবং রিইস্যু দুটোই একসাথে করতে চাই।সে ক্ষেত্রে করনীয় কী?

  • @monirulalam3423
    @monirulalam3423 2 роки тому +5

    স্যার আমার পাসপোর্টে ১৩ বছর বয়স বাড়া আছে , বাকি সব ঠিক আছে।
    এখন আমি কি পাসপোর্ট সংশোধন করতে পারবো? দয়া করে পরামর্শ দিয়ে ধন্য করবেন।

    • @mdjanayalamshantoJapan
      @mdjanayalamshantoJapan 2 роки тому +1

      পারবেন

    • @Y2mate.bd22
      @Y2mate.bd22 2 роки тому

      @@mdjanayalamshantoJapan কিভাবে

    • @sajalrabidas6909
      @sajalrabidas6909 2 роки тому

      Bochor proti 10 hajar tk chaise amar kache amar 4 bochor besi tai 40 hajar r extra 5 hajar vai bolse jar proyojon se korbei

    • @hrsobuj4885
      @hrsobuj4885 2 роки тому

      @@sajalrabidas6909 চেয়েছে কে? দালাল নাকি পাসপোর্ট অফিস থেকে?

    • @mdrabby8108
      @mdrabby8108 2 роки тому

      @@sajalrabidas6909 আপনার মতো আমার ও চার বছর। আপনি কি পাসপোর্ট করতে দিছেন।

  • @smchannelyt1227
    @smchannelyt1227 2 роки тому +2

    Fast view

    • @Habiburrahman-vt7nj
      @Habiburrahman-vt7nj 2 роки тому

      পাসপোর্ট এর বয়স id সাথে মিল নাই ঠিক করা যাবে কি

  • @aminulislam196
    @aminulislam196 Рік тому +1

    অনেক ধন্যবাদ ভাই আপনাকে

  • @rafiqkwt2357
    @rafiqkwt2357 2 роки тому +1

    Vhai apnr khota onk valolaglo

  • @abuhasan3614
    @abuhasan3614 2 роки тому

    অসম্পূর্ণ! আপনি পাসপোর্টের জন্য এপয়ন্টম্যান্ট লাগবে কিনা বল্লেন না। এক কথা বেশ কয়েকবার রিপিট করেছেন!

  • @habibtechnology5692
    @habibtechnology5692 2 роки тому +4

    ধন্যবাদ দাদা অনেক সুন্দর ভাবে বলেছেন।

    • @hridirahi2312
      @hridirahi2312 2 роки тому

      দাদা কি বলেছেন।

  • @bishwaroy1448
    @bishwaroy1448 2 роки тому +3

    স্যার আমিতো প্রবাসে আছি, আমার জন্মনিবন্ধন, আইডি কার্ড দুটোই ঠিক আছে কিন্তু পাসপোর্টে আমার নামের একটি অক্ষর ভুল আছে,কিন্তু পাসপোর্ট অনুযায়ীই আমার এখানে ( প্রবাসে) আমার ভিসা,লেবার কার্ড, আইডি কার্ড হয়েছে তো এই অবস্থায় আমি কিভাবে পাসপোর্টে নামের সংশোধন করতে পারবো!?
    আর যদি এই এমুহূর্তে সংশোধন না করা হয় তাহলে কি এয়ারপোর্টে কোন সমস্যা হবে!?
    দয়া করে জানাবেন স্যার।
    ধন্যবাদ স্যার

  • @প্রিয়গান-ছ৩স

    যদি কারো অনলাইন আবেদনে ভুল হয়ে থাকে ‌ তাহলে কোনরকম দুশ্চিন্তা করার কারণ নেই ।আপনি আপনার পাসপোর্ট অফিসে গিয়ে কথা বলে । আপনার ওই অনলাইন আবেদন বাতিলের জন্য একটা দরখাস্ত দিবেন । তারপর ২৪ ঘন্টা পর আবার নতুন করে আবেদন করতে পারবেন । ( বি: দ্র: আমি নিজেই অনলাইন আবেদনে বাবা-মায়ের নাম ভুল করেছিলাম। পরে পাসপোর্ট অফিসে গিয়ে কথা বলে, দরখাস্ত করে আমার আবেদনটি বাতিল করি । তার ২৪ ঘন্টা পর আবার নতুন করে আবেদন করেছি । )
    ধন্যবাদ সবাইকে ।

  • @atiqulislam1881
    @atiqulislam1881 2 роки тому

    অসাধারণ ভাই। ভাই আপনার সাথে কথা বলতে পারলে আমার ভীষণ উপকার হতো ভাই।

  • @shawonbin9411
    @shawonbin9411 Рік тому +1

    Songsodon korte kotodin somoy lagbe..please answer 🙏🙏🙏🙏

  • @freefireofficialtricksandt9609
    @freefireofficialtricksandt9609 2 роки тому +1

    ভাই আমার জন্মতারিখে ভুল আছে প্রায় ৭ বছরের ব্যবধান,,,আমি শুনলাম এ জন্য নাকি ৭০০০০ টাকা লাগে,,প্রতি বছরের জন্য ১০০০০ টাক,,, দয়াকরে জানাবেন

  • @mdhobir6079
    @mdhobir6079 Рік тому +1

    পাসপোর্ট সংশোধন করতে হলে কি সিঙ্গার বাধ্যতামূলক দিতে হবে

  • @user-os1ju4jk8k
    @user-os1ju4jk8k 2 роки тому +1

    স্যার আমি ২০১৪ জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম, জন্ম নিবন্ধনের কোড নং পাসপোর্টে আছে, বর্তমান nid কার্ডের সাথে মিল রেখে অনলাইন নিবন্ধন করে পেলছি, আগের নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলাম ঐ নিবন্ধন হারিয়ে গিয়েছিলো ওটা বাতিল হয়ে গেছে ,এখন nid নং তো পাসপোর্টে নাই, নামে বয়সে কিছু অমিল আছে, এখন আমি কি ভাবে সংশধন করতে পারি দয়া করে জানাবেন।

  • @shawonbin9411
    @shawonbin9411 Рік тому +1

    Vaiya amar babar name Mizanur Rahaman theke Mizanur Rahman korte cai amar certificate diye babar NID card chara para jabe ki?

  • @MdShahin-uv9tb
    @MdShahin-uv9tb Рік тому +1

    ভাই আমকর এন আই ডি তে গ্রামর নাম, বালিয়াকান্দা, মৌজার নাম, বামনকান্দা,ভাঙ্গা,ফরিদপুর।
    কিন্তু আমার পাসপোর্টে সুধু মৌজার নাম বাদ পরছে বামনকান্দা এখন আমি কি করবো এতে কোন সমস্যা হবে কিনা।

  • @MdAlamin-eq7ez
    @MdAlamin-eq7ez Рік тому +2

    স্যার আমার পুরো তথ্য চেস করার জন্য দালাল ছারা কাজ হচ্ছে না তাই দালালের কাছে গিয়ে ছিলাম ৮০ হাজার টাকা চাচ্ছে তাহলে বলেন আমরা কি দেশের নাগরিক না আপনার সাথে কথা বলতে পারলে অনেক ভালো হতো

  • @catodcchandpur6826
    @catodcchandpur6826 Рік тому +2

    ধন্যবাদ স্যার।

  • @rujinabegum2272
    @rujinabegum2272 2 роки тому +2

    Assalamualaikum vaia amar passport a vul asil tai shongshudon er jonno joma diyeci akon sent rework er jonno bolce ekon ki korbo please bolben?

  • @ridwanCoxs
    @ridwanCoxs 2 роки тому +1

    আমার আইডি কার্ড জন্ম নিবন্ধন কলেজে সাটিফিকেট ১/১/২০০৩সাল
    আমার পাসপোর্ট আগে করেছিলাম ১৫/০৬/১৯৯৭সাল।
    ৫বছর + আইডি কার্ড আর পাসপোর্ট।
    এখন কি ভাবে আমার আইডি কার্ড এর সাথে পাসপোর্ট টা করা যায়। সে বিষয় একটু হেল্প চাই।

  • @islamicbasicknowledge9783
    @islamicbasicknowledge9783 9 місяців тому +1

    ভাই আমার পাসপোর্ট এ মা নামের বেগম নেই আমার আইডি কাডে আাবার নামের সাথে বেগম আছে৷৷৷৷৷৷ এখন কি সমস্যা হবে

  • @M.HABIBULLAH-1997
    @M.HABIBULLAH-1997 Рік тому +1

    ভাই আমার এমআরপি পাসপোর্ট মেয়াদ শেষ এবং জন্ম তারিখ ভুল আছে।এই ক্ষেত্রে আমি কোনটা দিবো ডাটা পরিবর্তন, নাকি মেয়াদ শেষ,নাকি ই-পাসপোর্টে রুপান্তর

  • @humairahumaira-yg8ih
    @humairahumaira-yg8ih 9 місяців тому

    স্যার আমি বিবাহিত। কিন্তু পাসপোর্ট এ অবিবাহিত আছে,,,এখন এটা কি আমার বিদেশ যাওয়াতে কোন প্রবলেম হবে?

  • @MdAlam-dk5wq
    @MdAlam-dk5wq 2 роки тому +2

    আসসালামু আলাইকুম আমার এন আইডি কার্ড থেকে পাসফোর্টের বয়স ১৬ বছর বেশি আমার পাসপোর্ট এখন আইডি মতে করতে চাই।পারবোকী স্যার জানাইবেন প্লিজ।

  • @medicinereview5299
    @medicinereview5299 2 роки тому +2

    স্যার আমি পাসপোর্ট আবেদন করার পর পুলিশ ভেরিফাই হয়েছিল, কিন্তু রিপোর্ট নেগেটিভ হয়। তারপর আমি পুলিশ তদন্ত কর্মকর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমার ভেরিফিকেশন কেন অসন্তোষ জনক হলো? সে আমাকে বলল আমার আমার জাতীয় পরিচয় পত্রে স্থায়ী ঠিকানা নড়াইল, কিন্তু আমি পাসপোর্ট আবেদনে স্থায়ী ঠিকানা ব্যাবহার করেছি গাজীপুর। তাহলে আমাকে কি তথ্য সংশোধন ফরম পূরণ করতে হবে? supporting dictums কি কি লাগবে? কোনো টাকা জমা দিতে হবে কোথাও? দয়াকরে জানাবেন, আমি উত্তর এর জন্য অপেক্ষা করব।

    • @user-km7ct9sk7h
      @user-km7ct9sk7h Рік тому

      বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হতে হবে , দ্রিত নির্বাচন কমিশনার এর কার্যলয় গিয়ে ২ নং ফরম সংগ্রহ করুন এবং কি কি কাগজ পাতি লাগবে সেটা সংগ্রহ করুন এবং ফরম পুরন করে , ফরমের সাথে জমা দিন ।

  • @ashikislam2084
    @ashikislam2084 2 роки тому +1

    Anguara Begum
    Md. Alal Uddin
    এইটা হইল আমার বাবা,মা Nid card এ আছে।কিন্তু আমার SSC,HSC Certificate এ Anjuara Begum এর জাইগাই শুদু j এর জাইগাই g টা ভুল। আর বাবার টা Md দেইয়া নাই। কিন্তু আমার NID Card a amar Certificate মিল রেখে করেছি।এখন সব জাইগাই কি জাইতে পারব ভাইয়া

  • @mahbubulalom6807
    @mahbubulalom6807 2 роки тому +3

    আমার মায়ের NID কার্ডে নামের বানান একরকম আর আমার NID কার্ড ও সার্টিফিকেটে মায়ের নামের বানান অন্য রকম। এখন আমি যদি পাসপোর্ট তৈরী করি তাহলে কুনো প্রব্লেম হবে কিনা?

  • @fizahibah5920
    @fizahibah5920 Рік тому +1

    Assalamu alaikum. .
    amr passport a permanent address ta bhul hoyeche, shongshodhon Korte hobe, akhn Ami kibhabe ki korbo.. ektu janale khub upokar hoto, amr ei bisoy Kono knowledge nai, plz help koren,,, kindly

    • @fizahibah5920
      @fizahibah5920 Рік тому

      Bolben plz, kibhabe ki Korte Pari?? Khub help hoto plz 🥺

  • @asrt5537
    @asrt5537 Рік тому +1

    অনেক অনেক ধন্যবাদ

  • @ziaulhaq6571
    @ziaulhaq6571 2 роки тому +1

    bai amar pasport ar sob tik ase sodo jonmonibondan ar number a boll ase karo holo jonmo nibondon age online silona amar jonmonibondon online howar por dehlam amar age jonmonibondon ar number ar sate mil nai ahon ami ki babe songsodon korbo bolle onek upokar hobe

  • @Mdsaidul-sm5nv
    @Mdsaidul-sm5nv 2 роки тому +1

    এক জেলার পাসপোর্ট আরেক জেলায় করা যাবে কিনা যেমন আমার বাড়ি রংপুর আমি বরিশাল পাসপোর্ট করতে পারবো কিনা

  • @mdshohag-lv1uk
    @mdshohag-lv1uk Рік тому +1

    Thanks a lot

  • @md.amzadhossain4690
    @md.amzadhossain4690 Рік тому

    আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ। তাই এখন রিনিউ করতে হবে এবং কিছু তথ্য কারেকশন করতে হবে সেক্ষেত্রে কি পাসপোর্ট ফি এবং কারেকশান ফি আলাদা আলাদা দিতে হবে নাকি শুধু পাসপোর্ট ফি দিয়ে কারেকশান ও করা যাবে?

  • @MDABD-qx3oq
    @MDABD-qx3oq 2 роки тому +1

    Next time a kono sonsodhon thakle seta prodhan montrir bas vobone pathi-a diben???

  • @shahadatmollah2435
    @shahadatmollah2435 Рік тому +1

    ধন্যবাদ স্যার

  • @md.shimulhossen9337
    @md.shimulhossen9337 2 роки тому +1

    ভাই, আমার পাসপোর্ট বয়স একরকম আছে আর Nid, নিবন্ধন, সাটিফিকেট অন্য রকম এটা ঠিক করা যাবে কি না

  • @md.mehedihasan942
    @md.mehedihasan942 Рік тому +1

    ভাই আমার পাসপোর্ট এ আমার নাম সংশোধন করতে হবে এবং পাসপোর্ট এক্সপায়ার হওয়ার জন্য রিনিউও করতে হবে ৷ দুইটা কি একসাথে করা প্রসিবল ?? প্লিজ জানাবেন ভাই ৷৷

  • @Ehtazzemon
    @Ehtazzemon 2 роки тому +1

    ই পাসপোর্ট করার ক্ষেত্রে কি এ আবেদন পত্র লাগে?

  • @bmmahim8890
    @bmmahim8890 Рік тому +1

    ভাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে মাতা পিতা এন আই ডি কতটুকু প্রয়োজনীয় প্লিজ জানান ভাই কারন আমার ভাইয়ের পাসপোর্ট এর সাথে পিতা মাতা এন আই ডি কাড নামে মিলতেছে না

  • @smmithunkumar
    @smmithunkumar 2 роки тому +1

    Vai ami to abedhn korechi
    Tar pore kon kichu Hoyche na
    Chobi o fingar korechi 25 din hoyeche ekhono kon rejal pai nai je

  • @Ibrahimshohan412
    @Ibrahimshohan412 Рік тому +1

    ভাই আমি পাসপোর্ট ভেরিফিকেশন sb অফিসে কাগজ পাঠিয়েছে 04/09/2022 তাং আমি sb অফিসে গিয়ে পেয়েছি ঢাকা ভেরিফিকেশন 13/09/2022 তাং কে কিন্তু আমার জেলা ও থানায় কোনো খবর নেই
    এখন আমি কি করতে পারি দুই মাস হয়েছে এখন আমি কি করবো

    • @ShohozAin
      @ShohozAin  Рік тому

      আপনি পাসপোর্ট অফিসে কথা বলুন

    • @Ibrahimshohan412
      @Ibrahimshohan412 Рік тому

      পাসপোর্ট অফিস বলেছে ভেরিফিকেশন ছাড়া কিছু করতে পারবে না

  • @tustisd6228
    @tustisd6228 6 місяців тому

    Ami road / block ei box ti optional thakay fill-up kori ni eita ki problem hobe please bolben

  • @mustakiminternational9626
    @mustakiminternational9626 2 роки тому +3

    স্যার আপনার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে

  • @-Feelings
    @-Feelings 2 роки тому +2

    একই সাথে কি, বয়স আর নাম চেঞ্জ করা যাবে?

  • @apon_so_4203
    @apon_so_4203 2 роки тому +2

    ভাই আমার প্রবলেম কি হল, আমি একটা বুয়া জন্ম নিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্টটি করেছিলাম, তখন আমার স্মার্ট কার্ড ছিল না এমনকি অনলাইনে জন্ম নিবন্ধন ছিল না, পাসপোর্টটি কীভাবে সংশোধন করতে হবে

  • @Rabbani08
    @Rabbani08 2 роки тому +1

    Baire theke ki songsodon kora jabe ki na janaben pleace

  • @BirohiJahidMedia-3954
    @BirohiJahidMedia-3954 2 роки тому +2

    স্যার আমার নামের অক্ষর ভুল
    আমার নাম-বাংলা=মোঃজাহিদুল ইসলাম জাহিদ
    ইংলিশ-MD.JAHID ISLAM JAHID
    স্যার দয়া করে কি কি কাগজ পএ লাগবে
    আমাকে জানাবেন

  • @alaminsorkar4476
    @alaminsorkar4476 2 роки тому +1

    স্যার, আমার ডাবল ফিংগার পাসপোর্ট বানাইতে গেলে ফিংগার দিতে গেলে ২টি পাসপোর্ট নাম্বার আসে এখন করণিয় কি?

  • @alfazsunny2553
    @alfazsunny2553 2 роки тому +1

    ভায়,
    সরকারি অকৃষি খাস (বসবাসযোগ্য) জমি,
    যা আমাদের এলাকায় হাউজিং এর জমি বলে অনেকে।
    এরকম অনেক জায়গা আছে আমাদের যশোর শহরের একপাশ ঘেষে, যার নাম উপশহর। এ এলাকায় ৯৯ বছরের চুক্তি অনুসারে সবাইকে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে জানা মতে।
    সেই পাকিস্তান পিরিয়ড থেকে তারা এখানে বসবাসের সুযোগ পেয়েছে। এ অনুসারে যুদ্ধ পরবর্তি সময় থেকে বিবেচনা করলেও আজ ৫০ বছর কেটে গেছে, এখন চুক্তি অনুযায়ী তারা আর ৪৯ বছর বসবাস করতে পারবে।
    কিন্তু এসময় এসে তাদের কেউ কেউ জমি বিক্রি করে দিচ্ছে। বিক্রেতারা বলছেন এ জমি তাদের নামে নামজারি হয়ে গেছে, তাদের নামে আলাদা দলিল হয়েছে কিনলে কোনো সমস্যা হবে না, এ জমি “সাব কাবলার” আওয়াতায় যে কারো নিকট স্বচ্ছ ভাবে বিক্রি হবে এবং ক্রেতারা নিশ্চিন্তে কিনতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কারণ এ জমি এখন সরকারের নেই, পুর্ণাঙ্গভাবে ব্যক্তি মালিকানায় চলে এসেছে।
    আবার দেখছি, অনেক শিক্ষিত লোকজন এসব জমি কিনতেও পারছেন, অনেক টাকা ব্যয় করে বাড়ি করছেন, কেউ কেউ ব্যবসায়ীক ভবন তৈরি করছেন।
    জানতে চাচ্ছি:
    এ জমি কেনা নিরাপদ হবে কি?
    আর এই জমি যদি বিক্রয়ের অনুমতি নাই থাকে তাহলে তা অন্যের নামে বিক্রি বা রেজস্টার করার সময় সে কোনো জটিলতায় পড়ছে না কেন বা রেজিস্ট্রি অফিস কর্তৃক তা বাতিল করা হচ্ছে না কেন?
    বিষয়টি জানালে উপকৃত হব।
    ধন্যবাদ🌼

    • @ShohozAin
      @ShohozAin  2 роки тому

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন, ৮ম তলা, রুম নং- ৮২৩, ৬-৭ কোর্ট হাউস স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী, ঢাকা।

    • @alfazsunny2553
      @alfazsunny2553 2 роки тому

      হা হা আমি মনে করলাম, বিষয়টি সম্পর্কে কেউ কিছু না বললেও আপনি হয়ত অল্প কথায় আপনার মতামত জানাবেন।
      আর এখন দেখছি আপনার চেম্বার দেখায় দিচ্ছেন, যশোর থেকে ঢাকায় আপনার চেম্বারে যাওয়ার জন্য!

  • @opusharma3965
    @opusharma3965 2 роки тому +1

    ভাইয়া, আমার আইডি কার্ডের ডাকঘরের সাথে আমার পাসপোর্টের ডাকঘর নাম এক না, তবে ডকঘর কোট এক আছে।
    ভাইয়া এই ভুলটা থাকলে কী কোন সমস্যা হবে।

  • @shultanahmed6071
    @shultanahmed6071 2 роки тому

    আসসালামু আলাইকুম ভাই আমার একটি প্রশ্ন ছিল, আমি যখন পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দেই তখন আমার বিয়ের কাবিননামা চায় তখন আমি কাবিননামার পরিবর্তে কোট মেরিজের যে বিবাহ হলফনামা তাকে প্রদান করি এবং তারা সেটি গ্রহণ করেনি,তখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল সে বলল আপনি অবিবাহিত দিয়ে দেন কোন সমস্যা নেই তখন আমি তার কথায় পটে গিয়ে আমি অবিবাহিত দিয়ে ফেলি এখন আমি কি এই ভুলটি ঠিক করতে পারব যদি জানাতেন উপকৃত হতাম আসসালামু আলাইকুম।

  • @domingofrancisgomes9930
    @domingofrancisgomes9930 Рік тому +1

    এখন তো ই-পাসপোর্ট ফরম ফিলাপ করতে হয়, সেখানে সংশোধন ফরম কিভাবে পূরণ করতে হবে?

    • @ShohozAin
      @ShohozAin  Рік тому

      ফরম ডাউনলোড করে নিয়ে পূরণ করতে হবে

  • @JahidHasan-jk2xo
    @JahidHasan-jk2xo Рік тому

    Sir Jodi ,,Amr old passport a visa asee,,Seta ki expired hoy jabe naki abar ??

  • @nibirshila8789
    @nibirshila8789 Рік тому +1

    এন আই ডি এর জন্মস্থানের সাথে পাসপোর্টের জন্মস্থানের মিল না থাকলে কি সেটা পরিবর্তন করতে হবে?

  • @shawanroy1947
    @shawanroy1947 Рік тому

    ভাই আমি ২০১৬ সালে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করি তখন ভোটার আইডি কার্ড ছিলোনা এখন ভোটার আইডি কার্ড হয়েছে, আমার জন্মনিবন্ধন আর ভোটার আইডি কার্ডের নামের সাথে অমিল আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটু বল্লে খুব উপকৃত হবো ধন্যবাদ

  • @ismailhossain976
    @ismailhossain976 2 роки тому +1

    Assalamualaikum bhai,ami Dubai house driving job kori 15 bochar Dore. Ekhon amar passport brith day change korle pore problem hobe ki na. Amar ssc certificate and my real birthday 5 years deference. Amar passport bananur somoy, passport dalale 5 bochar beshi diyeche. Tokhon ami bollam sab thik ache kintu boyos 5 bochar beshi. Tokhon passport dalal bole tomarto muchh uthe nai, bidesh jete hole 22 bochar mil korte hobe. Please tell me OK. Ami ekhon jodhi brith day change kori ,amar Dubai driving licence renewal korte parbo ki na. Abar amar visa lagate problem hobe ki na. Oi somoy passport dalale bole ai beta sara bochar Dore bidesh korbi naki. Ekhon ami dekhi morar poreo jodhi bidesh kori magar kopal gurbe na.

  • @Birdgardenflorida
    @Birdgardenflorida Рік тому +1

    Boyos koto bosor shonshodon kora jaw

  • @MDSAFIULISLAM-rv1dt
    @MDSAFIULISLAM-rv1dt 5 місяців тому

    আসসালামুয়ালাইকুম স্যার পাসপোর্ট অনলাইনে আবেদন করার সময় আমার নামের একটা অক্ষর ভুল হয়। আমি যখন ছবি ও ফিঙ্গার দেয় তখন তাদের বলি যে আমার একটু ভুল আছে তারা তা সংশোধন করে দেয় । এবং delivery sleep এ সেই সঠিক নামটাই আসে ।কিন্তু আমার online check status এ সেই ভুল নামটাই দেখাচ্ছে যেটা application এর সময় ভূল লিখেছিলাম। স্যার এখন আমার সঠিক নামটাই আসবে না ভুল নামটা আসবে।দয়া করে একটু জানাবেন ❤

  • @mdmilon7413
    @mdmilon7413 2 роки тому +3

    আপনি কি সংশোধন করে দিতে পারবেন।আমার সব ডকুমেন্ট ঠিক আছে

  • @mukhomukhos
    @mukhomukhos Рік тому +1

    আপনার বাপ দাদা কি রাস্তায় ক্যানভাসার ছিল ?

  • @aliullahmiah1714
    @aliullahmiah1714 2 роки тому +2

    পাসপোর্টে নাম ঠিকানা ঠিকই আছে।কিন্তু শুধু নামের সাথে পরিচয়পত্র মিল রেখে মোঃ সংযুক্ত করবো কিভাবে ? ধন্যবাদ

    • @ShohozAin
      @ShohozAin  2 роки тому

      এটি সংশোধন করতে হবে এটি তো পর্বতে বলা আছে কিভাবে সংশোধন করবেন

  • @Bdofficial198
    @Bdofficial198 Рік тому +1

    পাসপোর্টের সাথে এনআইডি কার্ডে মায়ের নাম ভিন্ন থাকলে,কোন দেশে যেতে সমস্যা হবে কি??

  • @rakibahomd5821
    @rakibahomd5821 2 роки тому +1

    ভাই সংশোধন করার সম্পূর্ণ একটা ভিডিও দেন... a to z.

  • @salmanfarsisoumik9059
    @salmanfarsisoumik9059 2 роки тому +1

    সরকারি চাকুরীজীবিদের ভুল কিভাবে সংশোধন করা যাবে?

  • @mdhosune.6021
    @mdhosune.6021 Рік тому +2

    ভাই আপনার কতা ভালো লেগেছে সঠিক কতা বলেছেন

  • @Mohsin__22
    @Mohsin__22 Рік тому

    আমি ২৩/১১/২০২২ তারিখ আগারগাঁও পাসপোর্ট অফিস হতে পাসপোর্ট আবেদন করেছি। অইদিন ফিংগার এবং ছবি অ তুলেসি কিন্তু আজকে আমার স্থানীয় ঠিকানা গ্রামের বাড়ি থেকে ফোন দিয়েছে বল্ল আমার থানা ভুল হইছে। আমার বর্তমান গ্রাম অন্য থানার মধ্যে পরেছে।। এখন আমি কি করব ভাই??
    একটু হেল্প করেন.😞

  • @rahatfahmida6932
    @rahatfahmida6932 2 роки тому

    Afidafid,ongikarnama,re correction form kobe joma dite hoa,e passport reissue ar online apply ar somoy naki sobi fingerprint ar din?

  • @MdShamim-wg6sr
    @MdShamim-wg6sr Рік тому +1

    thanks sir

  • @dishazaaraartschool6207
    @dishazaaraartschool6207 Рік тому +1

    ভাইয়া আমার এমআর পাসপোর্ট আছে তাতে আমার পিতার নাম আমজাদ আলি দেওয়া ও আমার আইডি কার্ডেও সেম নামের মিল আছে কিন্তু আমার পিতার আইডি কার্ডে আমজাদ হোসেন দেওয়া এখন রিনিউ করে ই পাসপোর্ট করতে কি সমস্যা হবে?

    • @ShohozAin
      @ShohozAin  Рік тому

      আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটু কথা বলুন

  • @salambai9849
    @salambai9849 Рік тому +1

    স্যার আমার পাসপোর্ট এ আমার রমনির নামের একটি অক্ষর ভুল হয়েছে।এখন কিভাবে সংশোধন করা যাবে

    • @ShohozAin
      @ShohozAin  Рік тому

      পাসপোর্ট এর ভুল সংশোধন করার নিয়ম এটি তো পর্বতে বলা আছে

  • @baijidkhan7814
    @baijidkhan7814 2 роки тому +2

    আমার আগে এম আর পি পাসপোর্ট আছে এখন আমার NID CARD এবং স্কুল সার্টিফিকেট এর সাথে মিল করে কী ই পাসপোর্ট করতে পারবে একটু জানাবেন

    • @md.easakrana687
      @md.easakrana687 2 роки тому

      আমিও জানতে চাই

    • @AnamulHaque-jz2vv
      @AnamulHaque-jz2vv 2 роки тому

      প্রথমে সার্টিফিকেট দিয়ে জন্ম সনদ ও এনআইডি সংশোধন করতে হবে। সার্টিফিকেট বলতে জেএসসি, এসএসসি, এইচএসসি গ্রহণযোগ্য। এরপর পাসপোর্ট সংশোধনের আবেদন করতে হবে।

  • @mdazimhossain8432
    @mdazimhossain8432 2 роки тому

    Helpful video sir

  • @fizahibah5920
    @fizahibah5920 Рік тому +1

    Plz ektu help koren, khub e upokar hoto.. .

  • @munnamiazi5557
    @munnamiazi5557 Рік тому +1

    স্যার, আমার সব সার্টিফিকেট ও এনআইডি একই, কিন্তু আমার বাবা, মায়ের এনআইডি নামের সাথে আমার এনআইডি এর বাবা মায়ের নামের পরিবর্তন রয়েছে।
    এখন কি আমি সব কিছু সমাধা করবো নাকি, তা পরবর্তীতে কোন সমস্যা হবে না।

    • @ShohozAin
      @ShohozAin  Рік тому +1

      অবশ্যই একটি সংশোধন করতে হবে

    • @munnamiazi5557
      @munnamiazi5557 Рік тому

      @@ShohozAinস্যার, কি সংশোধন করতে হবে? বা কিভাবে সংশোধন করব বা করা যাবে একটু বললে উপকার পাইতাম ও খুশি হতাম।

  • @mdbabulmia3728
    @mdbabulmia3728 Рік тому +1

    Vai apnar Home District kotay???

  • @mdasadkhan9420
    @mdasadkhan9420 2 роки тому +2

    স্যার আমার পাসপোর্ট Nid কাডের থেকে ১০ বছর এর ব্যাবধান,পাসপোর্ট কী আর ঠিক করা জাবে না,স্যার কিছু একটা সমাধান দেন পিলিজ.....?

    • @abjalilyoutubebangla9330
      @abjalilyoutubebangla9330 2 роки тому +1

      আমার সাত বছর

    • @imranhossian9378
      @imranhossian9378 2 роки тому

      আমার আট বছর ভাই বেশি না অনেক চেষ্টা করতেছি কোন কাজ হইতেছে না

    • @saurabsarkar9431
      @saurabsarkar9431 2 роки тому

      অামার ১১ বছর

  • @mozakkirulislam8046
    @mozakkirulislam8046 2 роки тому +1

    আমার ছোট ভায়ের পাসপোর্টের মেয়াদ শেষ, তার নাম, জন্ম তারিখ, মা-বাবার নামসহ সবগুলোতেই বাানানে ভুল ছিলো। এখন এগুলো কারেকশন করতে পাসপোর্ট অফিসে ৬০ হাজার টাকা চাচ্ছে। কিন্তু আপনার ভিডিও দেখে তো মনে হলো এতো টাকা লাগার কথা না। এখন আমাদের কি করণীয়। আপনার মতামত চাচ্ছি।
    ধন্যবাদ।

    • @ShohozAin
      @ShohozAin  2 роки тому

      আপনি সংশ্লিষ্ট অথরিটি সঙ্গে কথা বলুন

    • @PervezRobin
      @PervezRobin 2 роки тому

      এক্সপায়ার্ড হয়ে গেলে সংশোধন করা সহজ। আপনি সঠিক বানানে ফরম পূরণ করবেন। যদি NIDতেও ভুল থাকে nid কারেকশন করে নেবেন। এবং এভিডেভিড করে নেয়া উত্তম। এরপর বাড়তি কোনো টাকা লাগবে না। দালাল ধরবেন না, কোনো দক্ষ লোকের পরামর্শ নিন।

  • @MdRajuIslam-f2t
    @MdRajuIslam-f2t 2 місяці тому

    পাসপোর্ট এ singnesare raju name ta rajuju hoice kono somossa hobe naki

  • @mdjashimuddin5588
    @mdjashimuddin5588 2 роки тому +1

    স্যার আপনাকে হাজও স্যালুট

  • @akhiporan8565
    @akhiporan8565 2 роки тому

    ভাই আমার পাসপোর্টের ৭ বছরের ব্যবদান।এখন nid অনুযায়ী করতে চাই। কিন্তু দালান বোলতেচে ১ বছরের জন্য ৭ হাজার টাকা করে লাগবে ৭ বছরের জন্য ৪৯ হাজার টাকা লাগবে। আপনার কাছ থেকে কোন উপকার কি পাবো

  • @kamrulislam8308
    @kamrulislam8308 2 роки тому +1

    Name poriboton hobe ki?

  • @rubelhosen672
    @rubelhosen672 2 роки тому +3

    স্যার আপনি যে ফিশ এর কথা বলছেন সেটা কি পাঁচ বছরের না দশ বছরে

  • @naimuddin7431
    @naimuddin7431 2 роки тому

    বাংলাদেশের থেকে আমেরিকার শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে কি তা মানি লন্ডারিং এর মধ্যে পড়বে।

  • @babulsaidalu7293
    @babulsaidalu7293 Рік тому

    আগের পাসপোট নাম আছে বাবুল,এখন বেলাল আহমেদ দিয়ে পাসপোট সংশোধন করতে পারব কি

  • @sourovroy4976
    @sourovroy4976 2 роки тому

    পার্সপোর্টে বাবার নাম ভুল আছে,ফলে হলফনামার জন্য কি চেয়ারম্যান কর্তৃক প্রেরিত নাম পরিবর্তনের প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে?

  • @mizanurRahman-es9ge
    @mizanurRahman-es9ge 2 роки тому +1

    স্ত্রীর নাম ভুল হলে সংশোধন করা যাবে কিনা?

  • @shafiqul1993
    @shafiqul1993 2 роки тому

    স‌্যার , আঞ্চ‌লিক অ‌ফিস ছাড়া কি ঢাকা হেড অ‌ফি‌সে কি সং‌শোধন আ‌বেদন করা যাবে কি ?