জজবা হালে গফুর হালী। ঢোলের মন্ত্র যে শিখাইল ভাণ্ডারে তার মূল। মাইজভাণ্ডারী ছেমা।Abdul Gafur Hali

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • মাইজভাণ্ডারী গান, ভালোবাসার অলৌকিক এক শিল্প।
    ঊনবিংশ শতাব্দীর শেষভাগে চট্টগ্রামের ফটিকছড়ি মোকামের মহান ধর্মসাধক সৈয়দ মৌলানা আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (র) কে কেন্দ্র মারফতি ঘরানার এই গানের উদ্ভব। গত ১৫০ বছর ধরে মাইজভাণ্ডারী গান কোটি কোটি ভক্তের আধ্যাত্মিক ক্ষুধা নিবারণ করছে। এই গান এখন বাংলা লোকসংগীতের সমৃদ্ধ এক ধারা। একটি গ্রামের একটি দরবার শরীফকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া মাইজভাণ্ডারী গানের বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা নজিরবিহীন।
    মাইজভাণ্ডারী গানের উদ্ভাবক হলেন সৈয়দ মৌলানা আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (র) খলিফা শামসুল উলামা হযরত মৌলানা আবদুল হাদী কাঞ্চনপুরী। মৌলানা হাদীর রচিত 'দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ/ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ' কালাম দিয়েই মাইজভাণ্ডারী ছেমা শুরু হয়।
    উদ্ভব পর্বে আরও মহান সংগীতকার হলে মাওলানা বজলুল করিম মন্দাকিনী, মনমোহন দত্ত, আবদুল্লাহ প্রমুখ। প্রথমদিকে মাইজভাণ্ডারী গান ছিল সাধনসংগীত, কেবল দরবারি পরিমণ্ডলেই এই গান গাওয়া হতো। তবে বিংশ শতাব্দীর প্রথম ভাগে কবিয়াল রমেশ শীল মাইজভাণ্ডারী গানকে সাধন মার্গ থেকে বের করে এনে আমজনতার কাছে পৌঁছে দেন। রমেশ শীলের সবচেয়ে জনপ্রিয় মাইজভাণ্ডারী গান হলো..
    স্কুল খুলেছে রে মওলা স্কুল খুলেছে
    গাউচুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে।।
    বিশ্ব শতাব্দীর প্রথমভাগে সৈয়দ মৌলানা গোলামুর রহমানকে (প্রকাশ বাবা ভাণ্ডারী) কেন্দ্র করে, মধ্যভাগে সৈয়দ মৌলানা দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী এবং শেষভাগে সৈয়দ মৌলানা জিয়াউল হক মাইজভাণ্ডারী ও সৈয়দ মৌলানা শফিউল বশর মাইজভাণ্ডারীকে কেন্দ্র করে ভক্তরা হাজার হাজার মাইজভাণ্ডারী সংগীত রচনা করেন।
    ১৯৩২ সালে কালজয়ী সংগীতজ্ঞ জগন্ময় মিত্রের তত্তাবধানে কলকতার এইচএমভি থেকে চট্টগ্রাম শহরের সরাইপাড়ার সন্তান মোহাম্মদ নাছিরের কণ্ঠে প্রথম মাইজভাণ্ডারী গান রেকর্ড হয়। সেই হিসাবে মাইজভাণ্ডারী গানের বিশ্বায়নের নায়ক হলেন নাছির। পরে আবদুল গফুর হালী, ফিরোজ সাঁই, ফকির আলমগীর, শেফালী ঘোষ ও কল্যাণী ঘোষ, পীর নজরুল ইসলাম, আবদুল মান্নান কাওয়াল ও আহমেদ নুর আমিরী প্রমুখ গীতিকার, সুরকার ও শিল্পীর মাধ্যমে মাইজভাণ্ডারী গান বিশ্বজোড়া জনপ্রিয় হয়।
    মাইজভাণ্ডারী গান ও মাইজভাণ্ডারী ছেমা যেন প্রেম সাগরের অরূপ-রতন, প্রতিনিয়ত প্রমত্তরা মাইজভাণ্ডারী গানের ঐশীপ্রেমে মত্ত হয়, মাইজভাণ্ডারী ছেমায় স্রষ্টার প্রেমে নিমগ্ন হয়।
    Maizbhandari song is a miracle of love.
    In the late nineteenth century, Syed Maulana Ahmad Ullah Maizbhandari, the great Dharmasadhak of Fatikchhari Mokam in Chittagong, originated this song from the center. For the last 150 years, Maizbhandari songs have been quenching the spiritual hunger of millions of devotees. This song is now a rich genre of Bengali folk music. The huge worldwide popularity of Maizbhandari songs centered on a village Durbar Sharif is unprecedented.
    The inventor of the Maizbhandari song was Syed Maulana Ahmad Ullah Maizbhandari's caliph Shamsul Ulama Hazrat Maulana Abdul Hadi Kanchanpuri. Maizbhandari Chhema begins with the words 'Dame dame japare man la ilaha illallah / ghate ghate hai jari la ilaha illallah' written by Maulana Hadi.
    Maulana Bazlul Karim Mandakini, Manmohan Dutt, Abdullah and others are more great musicians in the beginning period. In the beginning, Maizbhandari song was instrumental music, it was sung only in the court environment. However, in the first half of the twentieth century, the poet Ramesh Shil Maizbhandari brought the song out of the way and brought it to the masses. Ramesh Sheel's most popular Maizbhandari song is ..
    School opened Ray Maula opened the school
    Gauchul Azam Maizbhandari School has opened.
    In the first half of the century, centered on Syed Maulana Golamur Rahman (Prakash Baba Bhandari), in the middle, Syed Maulana Delawar Hossain Maizbhandari and in the last, Syed Maulana Ziaul Haque Maizbhandari and Syed Maulana Shafiul Bashar Maizbhandari, thousands of devotees.
    In 1932, under the supervision of Jaganmoy Mitra, a time-honored musician, the first Maizbhandari song was recorded from HMV in Calcutta by Mohammad Nasir, a son of Saraipara in Chittagong. As such, Nasir is the hero of the globalization of Maizbhandari songs. Later, Maizbhandari songs became popular all over the world through lyricists, composers and artists like Abdul Gafur Hali, Firoz Sai, Fakir Alamgir, Shefali Ghosh and Kalyani Ghosh, Pir Nazrul Islam, Abdul Mannan Kawal and Ahmed Nur Amiri.
    Maizbhandari songs and Maizbhandari Chhema are like the ugliness of the sea of ​​love, the drunkards are always intoxicated with the divine love of Maizbhandari songs, Maizbhandari Chhema is immersed in the love of the Creator.
    #MaizvandariSong
    #VandariSong
    #RomeshShil
    #ShefalyGhosh
    #SirazulIslamAzad
    #AncholikSong
    #ChittagongSong
    #AbdulGafurHali
    #CoxbazarSong
    Other Song :
    studio.youtube...
    studio.youtube...
    studio.youtube...
    studio.youtube...

КОМЕНТАРІ • 13