ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেও জীবনে ভালো কিছু করতে পারি নি, কারন শুধু আত্ম অহংকার। নিজেকে অনেক বড় ভেবে ফেলেছিলাম । আপনার কথা গুলো আশা করি আমার জীবনটাকে পাল্টে দিবে, আমি নিজেকে শুধরে নিবো, ধন্যবাদ ভাই ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া, আমি আমার মেয়েকে আপনার এত প্রানবন্ত বার্তা শুনাতে চেষ্টা করি। আমার মেয়ে প্রচন্ড মানসিক আনন্দ পায়। মেয়েটি আমার একজন মানবিক ডাক্তার হতে চান, ওর জন্য দোয়া করবেন যেন সর্বাবস্থায় ইতিবাচক থেকে নিজের লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করে সফল হতে পারে এবং বিনয়ের সঙ্গে সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত রেখে আনন্দ চিত্তে কাজ করে যেতে পারে। আপনার জন্য অন্তরের অন্তঃস্থলে থেকে বিশেষ দোয়া রইল। ফি আমানিললাহ
@@AthenaScienceAcademy bro Brain ki God gifted bole kicu hoy ? Jodi porle instant mone thake but pore recall kora jaina mone thake na r ki sekhetre ki koronio ?please janaben
হুম ভাইয়া আমি ও গরিব গত বছর টাকার জন্য ভর্তি হতে পারি নাই ১ বছর ধরে কিছু টাকা জমাইছি এগুলো দিয়ে ভর্তি হবো দোয়া করবেন আমার জন্য বড় হওয়ার অনেক স্বপ্ন দেখি আল্লাহ্ যাতে কবুল করেন😔
সুন্দর সাবলীল ভাষায় কীভাবে মানুষের ভিতরকার দৈত্তকে জাগানো যায় সেটা আপনার থেকে শেখা যায় বারুন ভাই। This simple & ordinary words can change anyone’s life💙
@@rakibulshahriair3228 assalamualikum apni anas vaia k vul bujsen vaia soja kota soja kore bolen kar valo laglo valo laglo na ai vabe kota bolen na don't judge anyone if i hart you please pardon me
আপনার কথাগুলো শুনলেই বুঝা যায় নটরডেম কলেজের শিক্ষকদের মানসিকতার ছাপ আপনার উপর সুন্দরভাবেই পড়েছে। আরামবাগে থাকতেও আপনার নাম অনেক শুনেছি আর আপনার পড়ানোর প্রশংসা আর নতুন করে কিছু করার নেই। শ্রদ্ধা নিবেন দাদা। 💙💙💙
ভাইয়া, আমি নটরডেম কলেজের ছাত্র। আমার মনে হয়, আপনার লাইফ প্রত্যেকটা নটরডেম কলেজের ছাত্রের জীবনের সারমর্ম। তা হোক থাকা, খাওয়া, প্রাইভেট, যাতায়াত, পরিশ্রম, ধৈর্য, মিতব্যয়ী ইত্যাদি সবকিছু। এত বছর পরেও একটু পরিবর্তন হয় নাই। দোয়া করবেন আমার জন্য যেন ভালো কিছু করতে পারি।
ভাইয়া,,আপনার কথা শুনে অন্তত এতটা বুঝতে পারছি যে আপনি একজন ভালো মনের মানুষ, সৎ মানসিকতা আপনার মধ্যে, আর সৃষ্টিকর্তা সৎ মানুষদের কখনো নিরাশ করেন না! আল্লাহ তায়ালার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি 🖤
Mash’Allah May Allah bless you brother 😇 It is shocking how a good content creator like you have such low subscribers. There are vloggers nowadays showing their bedrooms and dinning rooms and getting 200k or 300k subs. Such a strange world we are living in.
পুরাই ভেঙে পরেছিলাম দাদা,,,, আপনি আবার শক্তি যোগালেন আপনার জীবনের গল্প দিয়ে,, আর কোনো বাধায় দমাতে পারবেনা আমাকে ইন শা আল্লাহ,, লাইফে কোনো বাহানা থাকতে পারেনা আর থাকলে সেটা লাইফ না জাস্ট না এগোনোর একটা বাহানা
ভাইয়া,গল্পটা শুনে খুব ইমোশনাল হয়ে গেলাম। ভালো ও লাগলো অনেক প্লিজ,আপনি এই ধরনের ভিডিও বানানো অফ করবেন না। আপনার ভিডিও গুলা দেখলে মনেহয়,আমার কোনো বড় ভাই আমাকে সব সুন্দর করে বলছেন তার এক্সপেরিয়েন্স গুলা
আমি একজন গ্রাফিক ডিসাইনার, একটা পুরানো কম্পিউটার কিনে যার পুরানো বই কিনে, খবরের কাগজের বিজ্ঞাপন কেটে শিখেছি, ভগবানের দয়াতে ২৫ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, চাকরি করছি, ফ্রিল্যান্স করছি। কম্পিউটার আর বই নিয়ে বসতাম ক'খান ভোর হয়েযেতো টের পেতাম না, পাখি ডাকলে বুঝতাম সকাল হয়েছে। সৎ ইচ্ছে দৃঢ়তা থাকলে তুমি যতই গরিব হউন না কেন , ঠিক পারবে।
স্যার ভিডিও টা দেখে আমি অনুপ্রেরণা পেলাম। দোয়া করবেন আমার জন্য। জীবনে আমি আসলে নিজের জন্য কিছু চাই না শুধু মানুষের জন্য কিছু করে রেখে দিয়ে যেতে চাই যেন আমার কর্ম দ্বারা মানুষ উপকার পায়।এটাই আমার মটিভেশন স্যার তার।
পৃথিবীতে highest ranked educator দের মোটিভেশন শুনেছি কিন্তু আপনার কথা গুলো এতটাই হৃদয় স্পর্শী সিলো আমি কেঁদে ফেলেছিলাম । একমাত্র এক ndcian ই এইটা অনেক ভালো ভাবে বুঝতে পারে 💝 💝 স্যার take salute from এনডিসি ব্যাচ 1220 . অনেক বন্ধু কেই এমন situation এ দেখসি ,আমিও বুঝতেছি ঢাকা তে হোস্টেল + কলেজ দিয়েই 15k avg এসেই যায়। সেইখানে মাসে 8 দিন 1 sub for 2k পড়া মধ্যে বিত্ত family এর tough হয়েই যায়। এনডিসি আসলেই আমাদের এক অনুপ্রেরণা । আমাদের লাইফ এর struggle শিখিয়ে দেয় । শ্রদ্ধেয় রেজা স্যার কে দেখে সবাই বলে উঠে লাইফ is good life is simple life ,
কাল থেকে আমার হোস্টেল লাইফ শুরু হবে এবং হঠাৎ করে পরিবারকে ছেড়ে যাওয়ার চাপা কষ্ট খুব ভালোভাবেই অনুভব করতে পারতেছি। যেহেতু,আমিও একজন নটরডেমিয়ান এবং আমার পারিবারিক অবস্হাও নিম্ন- মধ্যবিত্ত।তাই, আমি যেন ভাইয়ার মাঝে নিজেকে খুজে পাচ্ছিলাম। ভাইয়া, আমার জন্য দোয়া করবেন যাতে সকল ব্যার্থতার গ্লানি ধূলিসাৎ করে কলেজের এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারি।
অনেক অনুপ্রেরণা মূলক কথা গুলা। এভাবে যদি সকল শিক্ষার্থীরা ভাবতো বা চলতো তাহলে সবাই সফল হতো,,, সত্যি কথা বলতে জীবনে কষ্ট করলে চেতনা আসে,,, অভাব জিনিস টাও একপ্রকার শিক্ষা,, অভাবে থাকলে দূনিয়া টাকে উপলব্ধি করে জীবনে সফল হওয়া যায়।ভাইয়ের প্রতিটা কথা অনেক সুন্দর ও অনুপ্রাণিত হওয়ার মতো ধন্যবাদ 🌸
প্রিয় বরুণ বাবু, আপনার ভিডিও টির মাধ্যমে, আপনার সংগ্রামী জীবনের তথ্য গুলি জেনে ভালো লাগলো। মানুষের অন্তর্নিহিত শক্তি সক্রিয় রাখতে পারলে অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়। এজন্য দরকার কঠোর পরিশ্রম, প্রবল ধৈর্য্য, গভীর অধ্যবসায়, আন্তরিক প্রচেষ্টা, সর্বোপরি, করুণাময় সৃষ্টি কর্তার অনুগ্রহ। এ সবের মাধ্যমে সফল তা আসে, তখনই মনে হয়, _" হে দারিদ্র্য! তুমি মোরে করেছ মহান। " আশা করি আপনার গল্প শুনে অনেক ছাত্র অনুপ্রাণিত হবে। আপনার, বাংলাভাষার মাধ্যমে ক্যালকুলাস পড়ানোর ষ্টাইল, আমি লক্ষ্যে করলাম, যা অত্যন্ত উন্নত মানের ও হৃদয়গ্রাহী , দৃঢ় ভাবে যুক্তি সমৃদ্ধ, কারণ ব্যাখ্যায় সক্রিয় এবং সুপটু উপস্থাপনা সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, বলে নেই, আমার নিজের পড়াশোনা পদার্থ বিদ্যায়, কিন্তু উচ্চ গণিত আমার প্রাণের জিনিস, কোলকাতা স্থ সেন্ট জেভিয়ার্স কলেজের, গণিতের বিভাগীয় প্রধান, (1970) অধ্যাপক রামকৃষ্ণ ঘোষ এর স্নেহধন্য ছিলাম। তিনি আজ বেচে নেই। কিন্তু আপনার ক্যালকুলাস পড়ানো দেখে তাঁর কথা স্মরণ হল। বয়সে আপনি আমার পুত্রের বয়সী। আশীর্বাদ থাকল--- এগিয়ে চলুন।
আপনার কথায় স্যার খুব অনুপ্রাণিত হলাম। আপনার প্রতি অনেক শুভকামনা রইল এবং আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে তা দিয়ে যেন আমি কারো উপকার করতে পারি।
আমার জীবনের সাথে অনেক মিল আছে দাদা । তাই খুব আগ্রহ সহকারে শুনলাম ।ভাল লাগল এমন একাগ্রতা এবং আত্মবিশ্বাস বড় করে তুলবেই। ধন্যবাদ -এখন আপনার জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার দেখে ।
প্রথমে মনে হল কিছু লিখব না, ভিডিও শেষ করার পর, , আমার চোখের জল বলে দিচ্ছে আমাকে, লিখতে হবে, আমার জীবনে আজ এখানে আসার মটিবেশন পেলাম বাবার থেকে। দাদার মত মিলে যায়, ধন্যবাদ দাদা। দোয়া রইল তাদের জন্য, যারা আগামী দিনে এরকম নিজের মটিবেশন সত্য কথা গুলো বলে, মানুষ কে ঘুম হতে জাগাতে পারে।,......Shahid from Europe
I can relate with the 'private class' thing. Amio chesta kori jate nije nijeke porate pari ar abbur upor jate financial pressure kom porok. Amio BUET a porte chai. Ekhon inter 1st year a.
আপনার কথা যত শুনি ততই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। মানুষ যে এত সুন্দর করে বোঝাতে পারে তা আসলেই অনবদ্য। আপনার সাথে যেন আল্লাহ একবার হলেও দেখা করার তৌফিক দান করেন। আপনার সাথে কথা বলার খুব ইচ্ছে ভাইয়া💙💙💙💙
২য় বারের মত শুনছি। শুনতে ইচ্ছে হলো। আমার অবস্থায় কিছুটা এরকম ছিল তবে দাদার চেয়ে কিছুটা ভালো। মাঝে মাঝে নাস্তা খাওয়ার টাকা আমারও থাকতো না। আজ সরকারি চাকরি করি। খাওয়ার অভাব হয়না। বরং অনেক সময় খেতে খেতে বিরক্ত হই। অফিসে এই কলিগ ডাকে খাওয়ার জন্য কিছুক্ষণ পর অন্যজন ডাকে। কিন্তু সেই না খাওয়া দিনগুলোতে খুব মিস করি। ওইসময় সবকিছুতে বরকত ছিল। সময়ে পড়াশোনায়। এখন কেমন জানি অনেক কিছু পেয়েও বরকতটা পাচ্ছি না।
মধ্যবিত্ত পরিবারে থেকে খুব খারাব লাগে কিন্তু আপনার কথা গুলো থেকে অনেক শিক্ষা পেলাম আমার দারিদ্র্যতা আর মনে হয় না আমি লাইফে বড় কিছু করতে চাই আমার জন্য দোয়া করবেন স্যার
স্যার আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না! আপনার কথা গুলো যে জীবনে এতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলে বুঝাতে পারব না।জীবনে পরিবর্তনের এত বড় একটা নিশ্বাস পাব আমি ভাবিনিই।
মনে হয় আজই জীবনটা পাল্টে ফেলি ইস আরো এক যুগ আগে যদি শুনতাম -!!কিন্তু বড্ড দেরি হয়ে গেলো --জীবন টা অনেক ক্ষয়ে গেছে --ওপারের জন্য প্রস্তুতির জন্য দাদার উপদেশ চাই --কারন সবাই ওপারের যাত্রী -!!!এমন বুদ্ধিমান লোককে নরকে জ্বলতে দিতে চাইনা -!আল্লাহ আপনাকে তার অস্তিতের খোঁজ দিন যেন জান্নাতি হতে পারেন --!আমিন
নটরডেম কলেজের পাশ দিয়ে যাবার সময় অনেকক্ষণ তাকিয়ে থাকি। ফিন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য এখানে পড়তে না পারার আক্ষেপটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুখটাকেও ছাপিয়ে যায় মাঝেমধ্যে।
Alhamdulillah. মোটিভেশান টা আসলেই সবার ক্ষেত্রে প্রযোজ্য। আজকে ইসলাম এর অনুসারীদের এই রকম চিন্তা করার কথা কিন্তু বেশিরভাগই পশ্চিমাদের অনুসরণ করছে। ধন্যবাদ জানাই আপনাকে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য। আমরাও আপনার পযার্য়ের NDC ian। দোয়াপ্রার্থী
Barun educational life history exceptional. Barun boyhood mental Groth and attitude favour him.overall Allah help him.I am well understand Borun life history.
Vaiya apnar kotha gula onek inspired korece amay,,,amio 1 jon gorib ghorer meye,hsc 2023 batch(science background)...orther jonne privet pora hocche na...but valo result must dorkar...dua korben vaiya amar jonno
ভাইয়া ঠিক বলেছেন। আপনার কথাগুলো আমার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। আমিও একপ্রকার শূণ্য হাতে শহরে এসেছি,ব্যাচ কোচিং করার কোনো পরিকল্পনা ছিলনা,ইচ্ছা ছিল সব ক্লাস থেকেই কাভার করবো। কিন্তু ভাইয়া, এখনকার শহরের কলেজগুলোর মুমূর্ষু অবস্থা, কলেজ শুরু হয় ৯ টায়,আর একই কলেজের টিচার তার ব্যাচ শরু করে ৯ টায়।
সকালে তো নাস্তা খাওয়া ভালো ডা: বলেন- রাত আর দুপুরে নকম খাওয়া ভালো- অভ্যাস সবকিছু নিজের মধ্যে, সত্য কোন কোন সময় আমিও বলি- না, এটি আমি খাইনি- আসলে এটি আমার ডেইলি রুটিনে কখনো ছিলো না।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেও জীবনে ভালো কিছু করতে পারি নি, কারন শুধু আত্ম অহংকার। নিজেকে অনেক বড় ভেবে ফেলেছিলাম । আপনার কথা গুলো আশা করি আমার জীবনটাকে পাল্টে দিবে, আমি নিজেকে শুধরে নিবো, ধন্যবাদ ভাই ।
In sha Allah
You will succeed
INSHALLAH PARBEN
আসসালামুয়ালাইকুম ভাইয়া, আমি আমার মেয়েকে আপনার এত প্রানবন্ত বার্তা শুনাতে চেষ্টা করি। আমার মেয়ে প্রচন্ড মানসিক আনন্দ পায়। মেয়েটি আমার একজন মানবিক ডাক্তার হতে চান, ওর জন্য দোয়া করবেন যেন সর্বাবস্থায় ইতিবাচক থেকে নিজের লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করে সফল হতে পারে এবং বিনয়ের সঙ্গে সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত রেখে আনন্দ চিত্তে কাজ করে যেতে পারে। আপনার জন্য অন্তরের অন্তঃস্থলে থেকে বিশেষ দোয়া রইল। ফি আমানিললাহ
দাদা, আমরা যারা গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শহরে পড়াশোনার জন্য যাই।সবার ঘটনার সারমর্ম এইটাই।
Yes bro
@@AthenaScienceAcademy
Kindly IBA journey A to Z nie 1 ta video korben....
@@AthenaScienceAcademy bro Brain ki God gifted bole kicu hoy ? Jodi porle instant mone thake but pore recall kora jaina mone thake na r ki sekhetre ki koronio ?please janaben
@@AthenaScienceAcademy Engineering math coaching or teacher Sara kivabe kora jai,, sob math bangla korte chai
yess
হুম ভাইয়া আমি ও গরিব গত বছর টাকার জন্য ভর্তি হতে পারি নাই ১ বছর
ধরে কিছু টাকা জমাইছি এগুলো দিয়ে ভর্তি হবো দোয়া করবেন আমার জন্য বড় হওয়ার অনেক স্বপ্ন দেখি আল্লাহ্ যাতে কবুল করেন😔
😥
So sweet
আপু পড়াশোনা কর, আশা করি অনেক বড় হতে পারবে ইনশাআল্লাহ
Insaallah apu.
সুন্দর সাবলীল ভাষায় কীভাবে মানুষের ভিতরকার দৈত্তকে জাগানো যায় সেটা আপনার থেকে শেখা যায় বারুন ভাই।
This simple & ordinary words can change anyone’s life💙
Thanks a lot
🌸🌸🌸
@@AthenaScienceAcademy yes boss apnar kotah gula darun and Xoss .Apni Anas ferdous er moto Ohonkari na . Go ahed brother .
@@rakibulshahriair3228 assalamualikum apni anas vaia k vul bujsen vaia soja kota soja kore bolen kar valo laglo valo laglo na ai vabe kota bolen na don't judge anyone if i hart you please pardon me
@@nishattasnimesha5838 Ta thik ase But anas Bhai Ektu Loudly Ox er moto .
@@rakibulshahriair3228 assalamualikum loudly ox er moto mane ki bujassan
দাদা,নটরডেম কলেজের স্যারদের মতো সব কলেজের স্যার helpful হলে অনেক দরিদ্র ছাত্রদের উপকার হতো।
Thikk
ঢাকা কলেজের স্যাররাও অনেক হেল্পফুল। আমি ইন্টারমিডিয়েটের সাইন্স বিভাগে ঢাকা কলেজে পড়েছি।
Akdom thikk
দাদা,আপনার কথা গুলো আমার চোখের পানি এসে গেলো,কারণ আমারো একই অবস্থা, আমিও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি
আপনার কথাগুলো শুনলেই বুঝা যায় নটরডেম কলেজের শিক্ষকদের মানসিকতার ছাপ আপনার উপর সুন্দরভাবেই পড়েছে। আরামবাগে থাকতেও আপনার নাম অনেক শুনেছি আর আপনার পড়ানোর প্রশংসা আর নতুন করে কিছু করার নেই। শ্রদ্ধা নিবেন দাদা। 💙💙💙
খুবই ভালো লাগলো দাদা। হৃদয় ছুঁয়ে গেলো।
আসলে কষ্ট করলে আল্লাহ তায়ালা তাকে ঠিকই সফলতা দান করে❤️
Always
দাদা ! আমাদের মতো মধ্যবিত্তদের জন্য আপনি Biggest inspiration 🙂🌼
Thanks a lot
@@AthenaScienceAcademy Sir amr onk BUET a porar onk sopno kintu😭😭😭😭
"নিজেকে খুব ছোট মনে করবা, কারণ ছোট মনে করলেই দেখবা বড় হওয়ার ইন্সপাইরেশন জাগবে"
ঈশ্বর যেন কথা গুলো বারবার মনে করিয়ে দেয় 💙
❤️❤️❤️❤️
@@AthenaScienceAcademy ❤️❤️
ভাইয়া, আমি নটরডেম কলেজের ছাত্র। আমার মনে হয়, আপনার লাইফ প্রত্যেকটা নটরডেম কলেজের ছাত্রের জীবনের সারমর্ম। তা হোক থাকা, খাওয়া, প্রাইভেট, যাতায়াত, পরিশ্রম, ধৈর্য, মিতব্যয়ী ইত্যাদি সবকিছু। এত বছর পরেও একটু পরিবর্তন হয় নাই। দোয়া করবেন আমার জন্য যেন ভালো কিছু করতে পারি।
গতানুগতিক জীবন ধারায় বাস্তববাদি অনুপ্রেরণা,,সত্যিই মোটিভেশন এরকম হওয়ারই দরকার।আসলেই প্রশংসার যোগ্য।❤❤❤
ভাইয়া, আপনার ভিডিওটা হয়তো আমার জীবন বদলে দিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। সাথেই থাকব ইনশাল্লাহ্।
Wow......I'll be honoured bro..
Keep studying
ভাইয়া,,আপনার কথা শুনে অন্তত এতটা বুঝতে পারছি যে আপনি একজন ভালো মনের মানুষ, সৎ মানসিকতা আপনার মধ্যে,
আর সৃষ্টিকর্তা সৎ মানুষদের কখনো নিরাশ করেন না!
আল্লাহ তায়ালার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি 🖤
হ্যাঁ, নটর ডেম কলেজ শুধুমাত্র একটি কলেজ না, প্রত্যেক নটরডেমিয়ানের টার্নিং পয়েন্ট
Not extraordinary but exceptionally ordinary is the best definition to describe Barun vai❣️ Thanks vai
Wow..
Blessed
Stay connected
Mash’Allah May Allah bless you brother 😇
It is shocking how a good content creator like you have such low subscribers. There are vloggers nowadays showing their bedrooms and dinning rooms and getting 200k or 300k subs. Such a strange world we are living in.
It will one day
In sha Allah
পুরাই ভেঙে পরেছিলাম দাদা,,,, আপনি আবার শক্তি যোগালেন আপনার জীবনের গল্প দিয়ে,, আর কোনো বাধায় দমাতে পারবেনা আমাকে ইন শা আল্লাহ,, লাইফে কোনো বাহানা থাকতে পারেনা আর থাকলে সেটা লাইফ না জাস্ট না এগোনোর একটা বাহানা
ভাইয়া,গল্পটা শুনে খুব ইমোশনাল হয়ে গেলাম। ভালো ও লাগলো অনেক
প্লিজ,আপনি এই ধরনের ভিডিও বানানো অফ করবেন না।
আপনার ভিডিও গুলা দেখলে মনেহয়,আমার কোনো বড় ভাই আমাকে সব সুন্দর করে বলছেন তার এক্সপেরিয়েন্স গুলা
আমি একজন গ্রাফিক ডিসাইনার, একটা পুরানো কম্পিউটার কিনে যার পুরানো বই কিনে, খবরের কাগজের বিজ্ঞাপন কেটে শিখেছি, ভগবানের দয়াতে ২৫ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, চাকরি করছি, ফ্রিল্যান্স করছি। কম্পিউটার আর বই নিয়ে বসতাম ক'খান ভোর হয়েযেতো টের পেতাম না, পাখি ডাকলে বুঝতাম সকাল হয়েছে। সৎ ইচ্ছে দৃঢ়তা থাকলে তুমি যতই গরিব হউন না কেন , ঠিক পারবে।
ভাইয়া আপনি আসলেই বস,,,,, আপনার life taka onak kiso shiklam
Thank re
স্যার ভিডিও টা দেখে আমি অনুপ্রেরণা পেলাম। দোয়া করবেন আমার জন্য। জীবনে আমি আসলে নিজের জন্য কিছু চাই না শুধু মানুষের জন্য কিছু করে রেখে দিয়ে যেতে চাই যেন আমার কর্ম দ্বারা মানুষ উপকার পায়।এটাই আমার মটিভেশন স্যার তার।
দাদা আমিও এখন নটরডেম কলেজে পড়ি । আপনার কথা গুলো মনে খুব সাহস দিল। আপনার সাথে আমার অনেক মিল ।
১১ মিনিট থেকে ১১ঃ২০ সেকেন্ড পর্যন্ত এই ২০ সেকেন্ডের কথাটা খুব, খুব, খুব ভালো লেগেছে।
পৃথিবীতে highest ranked educator দের মোটিভেশন শুনেছি কিন্তু আপনার কথা গুলো এতটাই হৃদয় স্পর্শী সিলো আমি কেঁদে ফেলেছিলাম । একমাত্র এক ndcian ই এইটা অনেক ভালো ভাবে বুঝতে পারে 💝 💝 স্যার take salute from এনডিসি ব্যাচ 1220 .
অনেক বন্ধু কেই এমন situation এ দেখসি ,আমিও বুঝতেছি ঢাকা তে হোস্টেল + কলেজ দিয়েই 15k avg এসেই যায়। সেইখানে মাসে 8 দিন 1 sub for 2k পড়া মধ্যে বিত্ত family এর tough হয়েই যায়।
এনডিসি আসলেই আমাদের এক অনুপ্রেরণা । আমাদের লাইফ এর struggle শিখিয়ে দেয় । শ্রদ্ধেয় রেজা স্যার কে দেখে সবাই বলে উঠে লাইফ is good life is simple life ,
আজ থেকে নতুন করে পথ চলা শুরু।
আল্লাহ আপনার মঙ্গল করুক এত সুন্দর ভিডিও বানানোর জন্য শুভকামনা রইলো।
Thanks moshiur
সচ্ছলতা বে পরওয়া গড়ে, বে পরওয়া ভাব চরিত্র নষ্ট করে, চরিত্র মনুষত্ব নিয়ন্ত্রন করে। ধন্যবাদ আপনাকে, সত্য কথনের ও সঠিক উপদেশের জন্য।
কাল থেকে আমার হোস্টেল লাইফ শুরু হবে এবং হঠাৎ করে পরিবারকে ছেড়ে যাওয়ার চাপা কষ্ট খুব ভালোভাবেই অনুভব করতে পারতেছি।
যেহেতু,আমিও একজন নটরডেমিয়ান এবং আমার পারিবারিক অবস্হাও নিম্ন- মধ্যবিত্ত।তাই, আমি যেন ভাইয়ার মাঝে নিজেকে খুজে পাচ্ছিলাম।
ভাইয়া, আমার জন্য দোয়া করবেন যাতে সকল ব্যার্থতার গ্লানি ধূলিসাৎ করে কলেজের এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারি।
বাহ চমৎকার! আপনার কলেজ জীবনের ঘটনার সাথে আমার কলেজ জীবনের ঘটনার বেশ মিল খুঁজে পেলাম।
ধন্যবাদ স্যার নতুন কিছু শিখতে পেরেছি❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️
সত্যি অসাধারণ একটি গল্প যা আমার পরিবারের সাথে একদম মিল।
নটর ডেম কলেজে ভর্তি হয়েছিলাম ২০০২ সালে।।ফকিরাপুল, আরামবাগ ম্যাচে গাদাগাদি করে থাকার স্মৃতিগুলো আজও মনে পড়ে।। কি কষ্টই না করেছি।।
সবচেয়ে ভালো লেগেছে আপনি একজন কৃতজ্ঞ মানুষ যা এইযুগে খুব দুষ্প্রাপ্য!
In my entire life ,I didn’t see such kind of motivation like this video .....
Thanks a lot
অনেক ভালো লাগছে।ভালোবাসা নিবেন।সফলতা হবার জন্য অন্য কেও দায়ী নই ভাইয়া নিজের দায়ী।
Real story of many notredamian, still now.😓❤️
Right
অনেক অনুপ্রেরণা মূলক কথা গুলা। এভাবে যদি সকল শিক্ষার্থীরা ভাবতো বা চলতো তাহলে সবাই সফল হতো,,, সত্যি কথা বলতে জীবনে কষ্ট করলে চেতনা আসে,,, অভাব জিনিস টাও একপ্রকার শিক্ষা,, অভাবে থাকলে দূনিয়া টাকে উপলব্ধি করে জীবনে সফল হওয়া যায়।ভাইয়ের প্রতিটা কথা অনেক সুন্দর ও অনুপ্রাণিত হওয়ার মতো
ধন্যবাদ 🌸
ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে।অনেকটাই আমার মত গ্রামের ছেলেদের জীবনের সাথে মিলে যায়।এত সুন্দর একটা ইন্সপাইরেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার
সুন্দর সাবলীল উপস্থাপনা
সব দিক দিয়ে বেস্ট ছিল
বরুণ ভাই
সবার জীবনের গল্প অনেকটাই এক,,,আপনার জন্য অনেক শুভকামনা।
আপনার কথা গুলো যতবার শুনি ততোবারই নিজের মধ্যে নতুন কিছু করার আগ্রহ তৈরি হয়,,🙏🙏
Blessed
Poverty teach us to being humble❤ thanks vaiya..
Welcome
Sir thank you last er kotha gulo asolei osadharon chilo♥️
আজকে আবারো শুনলাম 🙂💔,,
খুবই ভালো মোটিভেশান 🥰
প্রিয় বরুণ বাবু, আপনার ভিডিও টির মাধ্যমে, আপনার সংগ্রামী জীবনের তথ্য গুলি জেনে ভালো লাগলো।
মানুষের অন্তর্নিহিত শক্তি সক্রিয় রাখতে পারলে অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়। এজন্য
দরকার কঠোর পরিশ্রম, প্রবল ধৈর্য্য, গভীর অধ্যবসায়, আন্তরিক প্রচেষ্টা, সর্বোপরি, করুণাময় সৃষ্টি কর্তার অনুগ্রহ। এ সবের মাধ্যমে সফল তা আসে, তখনই মনে হয়, _" হে দারিদ্র্য! তুমি মোরে করেছ মহান। "
আশা করি আপনার গল্প শুনে অনেক ছাত্র অনুপ্রাণিত হবে।
আপনার, বাংলাভাষার মাধ্যমে ক্যালকুলাস পড়ানোর ষ্টাইল, আমি লক্ষ্যে করলাম, যা অত্যন্ত উন্নত মানের ও হৃদয়গ্রাহী , দৃঢ় ভাবে যুক্তি সমৃদ্ধ, কারণ ব্যাখ্যায় সক্রিয় এবং সুপটু উপস্থাপনা সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, বলে নেই, আমার নিজের পড়াশোনা পদার্থ বিদ্যায়, কিন্তু উচ্চ গণিত আমার প্রাণের জিনিস, কোলকাতা স্থ সেন্ট জেভিয়ার্স কলেজের, গণিতের বিভাগীয় প্রধান, (1970) অধ্যাপক রামকৃষ্ণ ঘোষ এর স্নেহধন্য ছিলাম।
তিনি আজ বেচে নেই।
কিন্তু আপনার ক্যালকুলাস পড়ানো দেখে তাঁর কথা স্মরণ হল।
বয়সে আপনি আমার পুত্রের বয়সী। আশীর্বাদ থাকল--- এগিয়ে চলুন।
আপনার কথায় স্যার খুব অনুপ্রাণিত হলাম। আপনার প্রতি অনেক শুভকামনা রইল এবং আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে তা দিয়ে যেন আমি কারো উপকার করতে পারি।
Impressed & motivated... Thanks Honorable Vaiya 🌹
Such an inspiring story vhaiya!!! Thank you for sharing with us. Your audience engagement is excellent.
Amazing story.. sottie vaia apnr life theke onk kisu shikhlam..vaia,apnio amr Jonno dua korben jano Ami amr dream puron korte pari..
আমার জীবনের সাথে অনেক মিল আছে দাদা । তাই খুব আগ্রহ সহকারে শুনলাম ।ভাল লাগল এমন একাগ্রতা এবং আত্মবিশ্বাস বড় করে তুলবেই। ধন্যবাদ -এখন আপনার জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার দেখে ।
খুব খুব দরকারি কথা বলসেন স্যার। সম্মান স্যার আপনার প্রতি!
আাপনার কথাগুলো একজন ছাএ তার জীবনকে সম্পুর্ন বদলে নিতে পারবে। আমি আপনার জন্য দোয়া করি আললাহ আপনাকে উত্তম প্রতিদান করুণ।
Vaiya,amio Notre Dame College er student.. 1 year er..ajke apnr ei hsc er life story shune.. Ektah..inspiration realize korte parlam..🙂🙂
খুবই ভালো থাকবেন দাদা। অসংখ্য৷ ধন্যবাদ এই ধরনের অনুপ্রেরণা জোগানোর জন্য।
বক্তব্য সবার জন্য ভালো। আপনার বাচনের ধরণ বেশ মধুর। বেশ বেশ।
প্রথমে মনে হল কিছু লিখব না, ভিডিও শেষ করার পর, , আমার চোখের জল বলে দিচ্ছে আমাকে, লিখতে হবে, আমার জীবনে আজ এখানে আসার মটিবেশন পেলাম বাবার থেকে। দাদার মত মিলে যায়, ধন্যবাদ দাদা। দোয়া রইল তাদের জন্য, যারা আগামী দিনে এরকম নিজের মটিবেশন সত্য কথা গুলো বলে, মানুষ কে ঘুম হতে জাগাতে পারে।,......Shahid from Europe
I can relate with the 'private class' thing.
Amio chesta kori jate nije nijeke porate pari ar abbur upor jate financial pressure kom porok.
Amio BUET a porte chai. Ekhon inter 1st year a.
অনেক সাধারণ শিক্ষার্থীর জীবনগাঁথা আপনার কথায় খুঁজে পেলাম।
ধন্যবাদ ❤️❤️❤️
মাশাল্লাহ,,,, দাদা অনেক ভালো লাগলো এই হৃদয়স্পর্শী কথাগুলো
কথাগুলো সত্যিই অনেক ভালো লাগছে ভাইয়া❤️
খুব ভাল লাগল স্যার,আল্লাহ্ আপনাকে অনেক বড় করবেন এ প্রত্যাশা করি।
Doa koro..
Thank you so very much for this video...it actually seems like a blessing on the right time...it was needed❤
ভাইয়া আমি নটর ডেম কলেজের ছাত্র। আপনার কথাগুলো চমৎকার লাগে💙😍
কয়টা প্রাইভেট পড়েন
Kiree 1st boy of NDC!!🤓
@@guywithlesshope356 কিরে ভাই
নটরডেমিয়ান সবাই এক, এদের মধ্যে পার্থক্য টানিস না🙂
দারুন আপনার বলার সাবলীলতা তে মুগ্ধ হলাম... ধন্যবাদ
Onek valo laglo kotha gula ❤️
ai vabei aderka onupiranito kore jaben sara jibon
দাদা আপনার মতো আমারও আর্থিক সমস্যায় ভুগতে হচ্ছে এখন।আপনার কথা যেন আমার জীবনের ঘটনাকেই প্রতিফলিত করছে
অসাধারণ বক্তব্য খুবই শিক্ষণীয়❤❤
আপনার কথা যত শুনি ততই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। মানুষ যে এত সুন্দর করে বোঝাতে পারে তা আসলেই অনবদ্য। আপনার সাথে যেন আল্লাহ একবার হলেও দেখা করার তৌফিক দান করেন। আপনার সাথে কথা বলার খুব ইচ্ছে ভাইয়া💙💙💙💙
In sha Allah Dekha Hobe ekdin
@@AthenaScienceAcademy 💙💙💙💙
২য় বারের মত শুনছি। শুনতে ইচ্ছে হলো। আমার অবস্থায় কিছুটা এরকম ছিল তবে দাদার চেয়ে কিছুটা ভালো। মাঝে মাঝে নাস্তা খাওয়ার টাকা আমারও থাকতো না। আজ সরকারি চাকরি করি। খাওয়ার অভাব হয়না। বরং অনেক সময় খেতে খেতে বিরক্ত হই। অফিসে এই কলিগ ডাকে খাওয়ার জন্য কিছুক্ষণ পর অন্যজন ডাকে। কিন্তু সেই না খাওয়া দিনগুলোতে খুব মিস করি। ওইসময় সবকিছুতে বরকত ছিল। সময়ে পড়াশোনায়। এখন কেমন জানি অনেক কিছু পেয়েও বরকতটা পাচ্ছি না।
Many many thanks sir
It is very motivation for real life
I love that
মধ্যবিত্ত পরিবারে থেকে খুব খারাব লাগে কিন্তু আপনার কথা গুলো থেকে অনেক শিক্ষা পেলাম আমার দারিদ্র্যতা আর মনে হয় না আমি লাইফে বড় কিছু করতে চাই আমার জন্য দোয়া করবেন স্যার
Allah vorosha
Sir apnar kotha gulo sune ami,, amar mon ke aktu mansik aram dite partaci,,family ar problem ar karone durer kono valo koleje porar sujog hoy nai,,tai ak opojela ak sorkari koleje vorti hocci,, duya korben amar jonno jeno jibone kono balo kicu korte pari,,❤
Eta amdr motw lokder jonno ekta inspiration...
Tnk u sir for giving this
Apnar kotha gulo jotoi suni totoi mugdho hoi. 😊😊😊
Thank you vaiya.
শ্রদ্ধা এবং ভালবাসা রইল , দাদা।
স্যার আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না! আপনার কথা গুলো যে জীবনে এতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলে বুঝাতে পারব না।জীবনে পরিবর্তনের এত বড় একটা নিশ্বাস পাব আমি ভাবিনিই।
মনে হয় আজই জীবনটা পাল্টে ফেলি ইস আরো এক যুগ আগে যদি শুনতাম -!!কিন্তু বড্ড দেরি হয়ে গেলো --জীবন টা অনেক ক্ষয়ে গেছে --ওপারের জন্য প্রস্তুতির জন্য দাদার উপদেশ চাই --কারন সবাই ওপারের যাত্রী -!!!এমন বুদ্ধিমান লোককে নরকে জ্বলতে দিতে চাইনা -!আল্লাহ আপনাকে তার অস্তিতের খোঁজ দিন যেন জান্নাতি হতে পারেন --!আমিন
নটরডেম কলেজের পাশ দিয়ে যাবার সময় অনেকক্ষণ তাকিয়ে থাকি। ফিন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য এখানে পড়তে না পারার আক্ষেপটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুখটাকেও ছাপিয়ে যায় মাঝেমধ্যে।
আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র??
আজকেই আপনার চ্যানেলটা দেখলাম,খুব ভালো লাগলো।আমার ছেলেকে এটা দেখালাম।
শুনে অসাধারণ লাগলো দাদা😍
Vaia, ami NDC-21 batch...doa korben jno life e apnar moto successful hoi 😊😊😊
Kire rhymes chinlina 12102054
me too
@@kopkop6565 ho chinci...aurnob
অনুপ্রাণিত হইলাম ভাইয়া, চেষ্টা করব ভালো কিছু করার ইনশাআল্লাহ।
আপনার জীবনীর সাথে কেন জানি আমার জীবন ও মিলে যায়😥ইনশাআল্লাহ, ভালো কিছু করব।
Alhamdulillah. মোটিভেশান টা আসলেই সবার ক্ষেত্রে প্রযোজ্য। আজকে ইসলাম এর অনুসারীদের এই রকম চিন্তা করার কথা কিন্তু বেশিরভাগই পশ্চিমাদের অনুসরণ করছে।
ধন্যবাদ জানাই আপনাকে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য।
আমরাও আপনার পযার্য়ের NDC ian। দোয়াপ্রার্থী
Barun educational life history exceptional. Barun boyhood mental Groth and attitude favour him.overall Allah help him.I am well understand Borun life history.
Thank you so much sir.Amrao jeno apnar moto porishrom korte pari.Doa korben.
Vaia apnar kotha gulo onk valo lage...ar apnak khub apon mone hoy...
Dowa korben amr jonno...and amio dowa kori apnak Allah onk valo rakhuk....🖤
আপনার সাথে আমার মেন্টালিটি খুবই মিল৷ জানিনা কি করতে পারবো তবে যৌগ্যতা অর্জন করাই আসল উদ্দেশ্য
I am also Notredamian 21batch♥️Very inspirational Speech
We should be grateful to our parents cause we are getting a lot of things which a lot of people can't get...😊😷✌
@T.B Did I mentioned anywhere that I use iPhone..🙄
@T.B🙄😶😂😂
কিছু মনে করবেন না, আপনার মধ্যে নায়ক সুলভ ভাব আছে। আপনি অভিনয় করতেন পারেন। আপনার মোটিভেশন অনেক সুন্দর।
কলিজায় লাগলো কথা গুলো😥💗
Great inspiration.. Dada❤️❤️
ধন্যবাদ,দাদা।অসাধারণ মোটিভেশন।
Via apnar theke life e kisu korar onek inspiration pi.......nijer upor confidence ase....e jonno apnake onek valo lage...💜💚💙❤️
আপনার জন্য হেদায়েতের দোয়া রইলো আল্লাহ আপনাকে ইসলামের সুশীতল ছায়া দান করুন আমিন!
Vaiya apnar kotha gula onek inspired korece amay,,,amio 1 jon gorib ghorer meye,hsc 2023 batch(science background)...orther jonne privet pora hocche na...but valo result must dorkar...dua korben vaiya amar jonno
ভাইয়া ঠিক বলেছেন। আপনার কথাগুলো আমার সাথে অনেকটাই মিলে যাচ্ছে।
আমিও একপ্রকার শূণ্য হাতে শহরে এসেছি,ব্যাচ কোচিং করার কোনো পরিকল্পনা ছিলনা,ইচ্ছা ছিল সব ক্লাস থেকেই কাভার করবো। কিন্তু ভাইয়া, এখনকার শহরের কলেজগুলোর মুমূর্ষু অবস্থা, কলেজ শুরু হয় ৯ টায়,আর একই কলেজের টিচার তার ব্যাচ শরু করে ৯ টায়।
সত্যি ধন্যবাদ আপনাকে কলেজ লাইফটা আসলেই এরকম,
Awesome presentation and all must follow the distinguished Presenter to be a plain, sober and actual gentleman.
সকালে তো নাস্তা খাওয়া ভালো
ডা: বলেন- রাত আর দুপুরে নকম খাওয়া
ভালো- অভ্যাস সবকিছু নিজের মধ্যে, সত্য কোন কোন সময় আমিও বলি- না, এটি আমি খাইনি- আসলে এটি আমার ডেইলি রুটিনে কখনো ছিলো না।
বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাহিনি প্রায় একই, তবে আপনার সাফল্যই আপনাকে ব্যতিক্রম করেছে।
❤️❤️❤️❤️