পাতা পোড়া কেমন ধরনের সেটা তো জানি না। পাতা কোঁকড়ানো মূলত thrips এর জন্য হয়। thrips এর ভালো ওষুধ দিন। যেমন : tecnical name Abamectin 1ml/L + acetamipried 1gm/L একসাথে দিতে হবে।
২গ্রাম, ১ গ্রাম, ১.৫ গ্রাম কী ধরনের চামচে মাপবো সে সম্পর্কে একটু বলবেন, আমার একটা আম গাছে ডাইব্যাক দেখা দিয়েছে কী পরিচর্চা করলে সমস্যাটির সমাধান হবে একটু বলবেন।
এক একটি জিনিসের মাপ একি চামচে আলাদা হবে। যেমন saff r mobomin একি চামচে আলাদা মাপ হবে। ছোট weight মেশিন নিন। আইডিয়া হয়ে গেলে বারবার মাপতে হবে না। আম গাছটি কত বড়?
1) মাটি হালকা ভেজা অবস্থায় মাটিতে tatamaster or redomilgold 4gm/L + root hormone 2gm/L জলে গুলে 5 দিন ছাড়া দুই বার দিন।সাথে গাছে amistar top Fungicide spray করুন। কচি পাতা ঝরে অনেক কারণে। অতিরিক্ত জল দেবেন না। root damage হলে ঝরবে।আর zinc r phosphorus এর অভাবে কচি পাতা ঝরে। গাছে ১৫ দিন ছাড়া দুই বার zinc r micronutrients spray করুন। dieback ঠিক হলে কচি পাতা ঝরা ঠিক হয়ে যাবে।
দারুণ দাদা।u tube হাজার video মধ্যে আপনার video গুলো অনেক বেশী শিক্ষনীয় ।
Thanks
First view❤
Thanks from Odisha.
Welcome.
হিউমিক এসিড, আর সাল্ফেট অফ পটাশ আর জিপসাম এই তিনটা দিলেন ভাই???
Amar 3 bosorer gach ase matite akhono kuno phool ache ni tahole ki ei tinti mix kore jole gule gacher gurai dewa jabe
জলে গুলে নয় মাটি হালকা খুঁচিয়ে এমনি দিয়ে দিন।
@MD_Fruits_Garden ok dada nd thank u apnake
👌👌👌
Dada Ei Sab Saar Lebu Gaache Dewa Jaabe
@@dinbandhudas9765 লেবু গাছের দেওয়া যাবে
Dada amr gach gula toh boro hocche na, pata ho melse na
@@rifatibrahim8690 শীতে গাছের growth বিশেষ হবে না। শীতের শীতের শেষে বৃদ্ধি শুরু হবে।আর আমগাছ ধীরে বাড়বে।
খুব ভালো লাগল। আমের মুকুল এলে কি করতে হবে জানাবে।
Thanks.মুকুল এলে পরিচর্যার ভিডিও আসবে।
দাদা এখন Longan গাছ repot করতে পারবো?
@@SumanBiswas-im7bkকরতে পারেন। তবে জলের management ঠিক রাখবেন।
Amar gachy gobor sar deye felechy ki korbo??
@@sagirratv পাশ থেকে সার কমিয়ে দিন।
দাদা সাদা মাছি দমন এর উপর ডেডিকেটেড ভিডিও দেবেন plz।
Ok
Haru or swadheen fungicide
Technical content is
Sulphur 60% plus tebuconazole 10%
Very good fungicide for winter season
পুরাতন পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কেন দাদা?
আমগাছের পাতা পোড়া ও কোঁকড়ানো রোগের চিকিৎসা কি আছে অবশ্যই জানাবেন প্লিজ
পাতা পোড়া কেমন ধরনের সেটা তো জানি না।
পাতা কোঁকড়ানো মূলত thrips এর জন্য হয়। thrips এর ভালো ওষুধ দিন।
যেমন : tecnical name
Abamectin 1ml/L + acetamipried 1gm/L একসাথে দিতে হবে।
দাদা আম গাছের মাটিতে কী নিম খোল দেওয়া যায়?
না দেওয়া ভালো।
বাংলাদেশ এ চারা দেওয়া যাবে
আমি চারা করিনা দাদা।
@@MD_Fruits_Garden কি ভাবে চারা নেওয়া যায় বলতে পারেন
বায়োভিটা এক্স কী দেওয়া যাবে?
@@MdBoniAmin-lh4hi যাবে।
Seless lesuy.narsari dekan
@@shafinurulmiah9017 ki likhechhen bujhlam na.
২গ্রাম, ১ গ্রাম, ১.৫ গ্রাম কী ধরনের চামচে মাপবো সে সম্পর্কে একটু বলবেন, আমার একটা আম গাছে ডাইব্যাক দেখা দিয়েছে কী পরিচর্চা করলে সমস্যাটির সমাধান হবে একটু বলবেন।
এক একটি জিনিসের মাপ একি চামচে আলাদা হবে। যেমন saff r mobomin একি চামচে আলাদা মাপ হবে। ছোট weight মেশিন নিন। আইডিয়া হয়ে গেলে বারবার মাপতে হবে না।
আম গাছটি কত বড়?
মিডিয়াম আম গাছ
কোথায় পাওয়া যাবে গাছ
অনেক নার্সারী তে পেয়ে যাবেন
জিপসাম আর ম্যাগনেসিয়াম সালফেট কি এক
দুটি আলাদা ।
0 0 50 বদলে 0 52 34 দেওয়া যাবে দাদা?
0:52:34 January তে দিলে ভালো হয়।
দাদা আমার লেবু গাছে ডাল শুকাচ্ছে ar কচি পাতা ঝরে যাচ্ছে কি korbo
1) মাটি হালকা ভেজা অবস্থায় মাটিতে tatamaster or redomilgold 4gm/L + root hormone 2gm/L জলে গুলে 5 দিন ছাড়া দুই বার দিন।সাথে গাছে amistar top Fungicide spray করুন।
কচি পাতা ঝরে অনেক কারণে। অতিরিক্ত জল দেবেন না। root damage হলে ঝরবে।আর zinc r phosphorus এর অভাবে কচি পাতা ঝরে। গাছে ১৫ দিন ছাড়া দুই বার zinc r micronutrients spray করুন। dieback ঠিক হলে কচি পাতা ঝরা ঠিক হয়ে যাবে।
@MD_Fruits_Garden ধন্যবাদ দাদা
Apnaka comments korla reply den na ...ki korbo dada
একটু দেরি হলেও অবশ্যই দেব।
ডিসেম্বরে কত তারিখে এই সার দেবো দাদা?
পুরো December এর মধ্যে যখন খুশি দিন।