৯১ বছর পুরোনো পুকুর ঘাটে আজও লেখা আমার পূর্বপুরুষদের নাম 🇧🇩 | পূর্বপুরুষের ভিটা | বাংলাদেশ

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • ১ অক্টোবর,২০২২ । আমার জীবনের সব থেকে স্বরনীয় দিন। যে দিনটা মনে থেকে যাবে মৃত্যু অবধি। শেষমেশ আমি, দিব্য দা, Fahim দা গিয়ে পৌছালাম সেই গৌরীপাশা গ্রামে। কিন্তু তখনও আমি কনফিউশানে ভুগছিলাম যে আদৌ কি ওটা ঠাকুরদার গ্রাম!
    ৩ জন ওই গ্রামে ঘুরছিলাম আর সবার কাছে জিজ্ঞেস করছিলাম “এমন কোন বাড়ি আছে, যে বাড়ির পুকুরে অনেক পুরোনো পাকা ঘাট আছে?”( আমি শুনেছিলাম যে ঠাকুরদার বাবা তার বাবা আর মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ঘাট বানিয়েছিলেন।) জিজ্ঞেস করতে করতে একসময় মনে হচ্ছিলো হয়ত পাবোই না খুঁজে। ঠিক সেই সময় একজন জেঠ্যু জানালেন যে ওরকম ঘাট আছে ওই গ্রামেই এবং উনি নিজেই সেই বাড়ি নিয়ে গেলেন আমাদের। 🥺 তারপর আর কি! সেখানে গিয়ে চোখে পরলো সেই পাকা ঘাট। দিব্য দা আর ফাহিম দা দুজনে ঘাটের গায়ে শ্যাওলা পরিস্কার করতেই দেখা পেলাম আমার ঠাকুরদার ঠাকুরদা ও ঠাকুরমার নাম আর ঘাট তৈরি করার সাল (১৯৩২) । তারিখ হিসেব করে দেখলাম ঘাটের বয়স প্রায় ৯১ বছর। 😌
    তখন চখের জল আটকে রাখাটা মুশকিল হয়ে পরছিলো। কি করবো বুঝে উঠতে পারছিলাম না৷ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ওই বাড়ির বর্তমান যারা থাকেন তাদের সঙ্গে কথা বললাম। তারা প্রথমে একটু এরিয়ে চলছিলেন কিন্তু পরে ওনাদের ব্যবহার ছিল পরিবারের মত। হাতে ভাজা খই, নারকেল, চিনি খেতে দিলেন, দুপুরে খাওয়ার জন্য অনেক জোর করলেন আর ওই জায়গা ঘুরে দেখার অনুমতিও দিলেন। ওই গ্রামে গিয়ে MD Rayhan Akon ভাইকে ম্যাসেজ করেছিলাম। সঙ্গে সঙ্গে ভাইও আমার সঙ্গে দেখা করতে চলে আসে।
    পুরো জায়গাটা ঘুরে দেখলাম, পুকুরের জল খেলাম তারপরও ওই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছেই করছিলো না তখনকার অনুভূতি একমাত্র আমি উপলব্ধি করতে পারছিলাম।কি যে একটা কষ্ট বুকে চেপে বসেছিলো! যেখানে আমার পূর্বপুরুষদের ছোট থেকে বড় হয়ে ওঠা সেই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছে হয় কি করে! অবশেষে ফিরতেই হল। ওই ভিটা আর ঠাকুরদাদের নেই যে।🥺 কিন্তু এবারের যাওয়াটা প্রথমবার হলেও বেঁচে থাকলে ওই ভিটায় আবারও যাবো বারবার যাবো....
    ফেরার আগে MD Rayhan Akon ভাই তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে গিয়ে এত কিছু খাওয়ালো যে পেটে এক গ্লাস জল খাওয়ার মতও জায়গা ছিলো না ।
    বাংলাদেশের মানুষজনের আতিথেয়তা আর ভালোবাসা আমি কোনদিন ভুলবো না। আমার ১০-১১ দিনের বাংলাদেশ সফরে একবারের জন্য মনে হয়নি আমি অন্য দেশে আছি,পরিবার থেকে দূরে আছি। ❤️
    ইন্ডিয়া থেকে বাংলাদেশ গিয়ে ঠাকুরদার ভিটা খুঁজে পাওয়া সম্ভবই হত না যদি না কিছু মানুষের সঙ্গে পরিচয় হত। দিব্য দা, ফাহিম দা, তমা, কাকিমা, রায়হান ভাই আর বরিশালের একটা ফেসবুক গ্রুপ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এত বছর পর আমাকে আমার পূর্বপুরুষের ভিটাতে পৌছে দেওয়ার জন্য ❤️ 🙏
    -----------------------------------------------------
    Music From Free To Use Music
    Track: Miss You Back by Nettson & RedBird
    • Pop No Copyright Songs...
    -----------------------------------------------------
    💁‍♂️ UA-cam Handle - / @hellochandan
    👉 Instagram : ...
    👉 Facebook Page : www.facebook.c...
    🇧🇩 BANGLADESH VLOGS 🇧🇩
    1) India to Bangladesh - • 🇮🇳 India to Bangladesh...
    2) How Bangladeshi Treat Indians - • 🇧🇩 How Bangladeshi Tre...
    3) Bangladesh Railway - • Bangladesh Railway 🇧🇩 ...
    4) Most Craziest First Night At Khulna- • Most Craziest First Ni...
    5) Khulna To Barisal By BRTC - • 🇮🇳 Khulna To Barishal ...
    6) Bangladeshi Sim Card For Tourists - • Bangladeshi Sim Card F...
    7) Durgapuja Of Bangladesh -
    • বাংলাদেশের দুর্গাপূজা ...
    8) Barishal Mahashamshan - • ৫ একর জমিতে রয়েছে ৬৫ হ...
    9) পূর্বপুরুষের ভিটায় যাওয়া ( Part - 1) - • 🇧🇩 ৭৫ বছর পর বাংলাদেশে... EqyM
    #bangladesh #bengalivlog #vlog #indianinbangladesh #bangladeshvlog #bangladeshtour

КОМЕНТАРІ • 6 тис.

  • @annesadas
    @annesadas 2 роки тому +637

    তোমার এই ভিডিও দেখে আমার প্রথম গ্রামের বাড়িতে যাওয়ার দিনটা মনে পড়ে গেলো। আমি তোমার অনুভূতি বুঝি।তুমি আমাদের বাড়ি এসেছিলে কত মজা করেছিলাম সবাই। তুমি মানুষটা অনেক ভালো খুব ভালো লেগেছিল তোমার সাথে পরিচিত হয়ে। খুব মিস করি তোমায় আবার এসো ❤️

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +93

      আমাকে পরিবারের মত আগলে রাখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিনদেশে তোমাদের মত পরিবার পাবো ভাবি নি। ভালোবাসা নিও। ❤️

    • @The_Observer_2025
      @The_Observer_2025 2 роки тому +2

      😥👍❤️

    • @aldj2792
      @aldj2792 2 роки тому +16

      Brother if you live in a Muslim country as a non Muslim then there is no guarantee not to leave your motherland.

    • @SriHariBhakt
      @SriHariBhakt 2 роки тому +1

      @@hellochandan লজ্জা নেই তোদের।ভিটা ছাড়া করলাম তোদের নিজ জন্মভূমি থেকে।২ দিন আগে আসতি দূর্গাপুজোর সময় দেখতি কেমন করতাম তোকে।৩০ লাখ হিন্দুদের হত্যা করেছি এটাই আমাদের গাজবায়ে হিন্দ।

    • @k.m.alaminbaqee
      @k.m.alaminbaqee 2 роки тому +48

      @@aldj2792 তুমি বাংলাদেশে বেড়াতে এসো ভাই। নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারবে না। তোমার ধারণা বা জানা যে সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাংলাদেশের যে কোন জায়গায় এসে ঘুরে যাও, তাছাড়া এখানে আড়াই মিলিয়ন ভারতীয় এখন কাজ করছে, যদি নিরাপত্তা না থাকে তাহলে এত ভারতীয় থাকে কিভাবে?

  • @dipanjanachoudhury2047
    @dipanjanachoudhury2047 9 місяців тому +3

    There is nothing more beautiful than the soil of Bengal that is enriched by the golden heated people who resides there . Literally I teared out after watching this . My grandparents came to tripura in 1971 . I am a teenager hoping to see my ancestral country some day

  • @user-gayes420
    @user-gayes420 10 місяців тому +14

    আমার দাদু ভারত থেকে বাংলাদেশে এসেছেন একদম এক‌ই ইতিহাস। ভারতের আলিপুরদুয়ার স্বপ্ন ও আবেগের সেই জায়গায়। আপনার আবেগ অনুভব করতে পারি😢

    • @ar4661
      @ar4661 8 місяців тому

      আমরা মালদাহ থেকে।

    • @Hamidul572
      @Hamidul572 7 місяців тому

      এখন বাংলাদেশ কোথায় থাকেন?

    • @papriislam6021
      @papriislam6021 6 місяців тому

      আমরা আসাম🥹

  • @atpidus77
    @atpidus77 11 місяців тому +54

    বাবার সাথে একবার ফিরে দেখার সখ ছিল,বাবার জন্মভূমি । কত গল্প শুনেছি ,ঠাকুমার কাছে।কিন্তু বাবা ,বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, পৃথিবী ছেড়ে।

    • @sahadat.sourov
      @sahadat.sourov 8 місяців тому

      কোথায় ছিলো বলেছেন উনি?

    • @atpidus77
      @atpidus77 8 місяців тому

      @@sahadat.sourov ময়মনসিংহ

    • @mosharafsumon7952
      @mosharafsumon7952 6 місяців тому

      😭

  • @prasantasarmah7478
    @prasantasarmah7478 10 місяців тому +1

    Ahare onek kosto laglo bhai

  • @huma978
    @huma978 Рік тому +11

    রাইহান কে তোমার ভাই ছাড়া অন্য কিছু মনে হয় না। দুজনের মুখের দারুন মিল। বংশ তালিকা পেলে হয়তো দেখা যাবে কয়েক পুরুষ আগে একই বংশোদ্ভূত। শুধু ধর্মের কারণে , ক্ষমতালোভী নেতাদের জন্য দেশভাগ, দেশ ভাগের যন্ত্রণা।

  • @shahinaakterlubna855
    @shahinaakterlubna855 11 місяців тому +9

    আমাদের দেশের মানুষ যেমন আন্তরিক ভারতের মানুষ এতটা আন্তরিক নয় যা তুমি অকপটে স্বীকার করলে, ধন্যবাদ।

    • @jitgoswami5807
      @jitgoswami5807 7 місяців тому

      এতটাই আন্তরিক যে নিজের ভিটে মাটি ছেড়ে এত এত মানুষকে তারা চলে যেতে বাধ্য করে। বাংলাদেশ থেকে যত মানুষ কে অত্যাচার করে ভারতে আসতে বাধ্য করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তার অর্ধেককেও পাঠানো যেতে পারত তাহলে আজকে পশ্চিমবঙ্গের এমন অবস্থা হতো না

  • @suhitas7327
    @suhitas7327 10 місяців тому +14

    চোখে জল চলে এলো। আমারও পূর্বপুরুষেরা ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। আমার মায়ের দেশের জন্য সবসময় প্রাণ কাঁদতো । মায়ের মুখে বাংলাদেশের কথা শুনে শুনে বড় হয়েছি। আমি আপনার অনুভূতিটা বুঝতে পারছি। খুব ভালো লাগলো vlog টা ❤

    • @hellochandan
      @hellochandan  10 місяців тому +1

      ❤️ dhonnobad dada

    • @sabihasaifa8202
      @sabihasaifa8202 6 місяців тому

      বরিশালে কোথায় এটা

    • @sabihasaifa8202
      @sabihasaifa8202 6 місяців тому

      মানে কোথায় এ জাগাটা

    • @mintudas-py3nr
      @mintudas-py3nr 4 місяці тому

      আপনার ঠাকুরদার ইতিহাস বলে যান, আমরা ঠাকুরদার নাম আপনাদের গ্রামের নাম জেলার নাম, এসব ইতিহাস শুনতে ভালই লাগে , প্লিজ ইতিহাস জানাবেন

  • @shakilmbc
    @shakilmbc 22 дні тому

    এতো বছর পরেও যে নাম ফলক যত্নে আছে এর জন্য যারা বাসিন্দা আছে তাদের ধন্যবাদ।

  • @pranatimondal1559
    @pranatimondal1559 11 місяців тому +7

    ভিডিওটা দেখে আমার মনটাই কেমন করে উঠলো....বুঝতে পারছি পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত জায়গায় গিয়ে আপনারও একটা আলাদা আবেগ কাজ করছিল...সত্যি দেশভাগ না হলে আজ আপনি আপনার পরিবার সবাই ওখানেই থাকতেন ❤❤

    • @AmritShil-n6k
      @AmritShil-n6k 6 місяців тому

      আমি ও বাংলাদেশে কিছু পরে পরে আসি ভালো লাগে

  • @skmomtazulislammilon4214
    @skmomtazulislammilon4214 Рік тому +9

    হিন্দু মুসলিম মিলেমিশে একসাথে চলছি মোরা এই বাংলায়। কিন্তু আজ দুই দেশের মানুষ গুলো চলে যাওয়ার বিভিন্ন কারণে। আজ এক হয়ে সাথে থাকলে সব কিছু অনেক খুশির ও আনন্দ ময় হতো।

  • @kazinurulazim134
    @kazinurulazim134 11 місяців тому +4

    শিকড় সন্ধানী মানুষদের প্রতি আমার শ্রদ্ধা।

  • @md.ashrafulislamkhanshuvo1604
    @md.ashrafulislamkhanshuvo1604 11 місяців тому +1

    সত্যি অনেক এক্সাইটেড

  • @sumitmallik4923
    @sumitmallik4923 10 місяців тому +4

    ভাই এই ভিডিও দেখে চোখে জল চলে আসলো। পূর্বপুরুষের ভিটে মাটি দেখে তোমার কেমন অনুভূতি হলো বুঝতে পারছি। তোমার এই চ্যানেল আমাকে প্রেরণা দিচ্ছে বাংলাদেশে যাবার.. আমার পূর্বপুরুষের জন্মস্থান দেখার। 🙏🏻

  • @snsworld7591
    @snsworld7591 Рік тому +10

    দাদা আমি একজন বাংলাদেশী তারপরেও তোমার কথাগুলি শুনে অনেক কষ্ট লাগছে দেশভাগ না হলে এখানেই থাকতেন। শেষ সময়টা যখন এখান থেকে বের হচ্ছিলেন তখন আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল ভালো থাকবেন দাদা।

  • @RAMKRISHNAJODDAR
    @RAMKRISHNAJODDAR 11 місяців тому +26

    আমি ও বাংলাদেশী ছিলাম দাদা, চলে এসেছি, খুলনা জেলায় ছিলাম, এখন দক্ষিণ চব্বিশ পরগনায় আছি, নিজের দেশটা ছাড়ার কষ্টটা আমি বুঝি দাদা, নিজের পূর্ব পুরুষদের ভিটা ছাড়ার কষ্ট 😢😢

  • @MusaFir-g7o
    @MusaFir-g7o 10 місяців тому

    বাংলাদেশে আপনাকে সাগতম❤দাদা

  • @Suro_raj
    @Suro_raj Рік тому +16

    তোমার আবেগটা খুব ভালো ভাবে অনুভব করতে পারি। এসব ভাষায় প্রকাশ করা যায়না।
    তুমি ভাগ্যবান, তুমি অন্তত ভিটেটা ছুঁয়ে আসতে পেরেছ।
    খুব ভালোলাগলো।

    • @hellochandan
      @hellochandan  Рік тому +3

      এক অন্যরকম অনুভূতি। সত্যি এ ভাষায় প্রকাশ করা যায় না।

  • @mdIbnejobaedsajib
    @mdIbnejobaedsajib 11 місяців тому +3

    খুবই হৃদয়স্পর্শী।দেশ ভিন্ন হলেও আমরা স্বজাতি এবং ভাই ভাই।চোখে জল চলে আসলো আপনার ভিডিও দেখে।পরবর্তীতে আসলে আমাদের বাড়িতে আমন্ত্রণ থাকবে।আমাদের বাড়িও বরিশালে।

  • @advocatemuhammadmuhiburrah8046
    @advocatemuhammadmuhiburrah8046 Рік тому +31

    আমি একজন বাংলাদেশি আমার জন্মস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে। আপনার পূর্ব পুরুষের ভিটা আপনি দেখতে এসে যেভাবে আবেগ আপ্লুত হয়েছেন আমার চোখেও জল এসে গেছে! তবে এটা সত্য আপনি যতটা আবেগ আপ্লুত এবং যতটা হৃদয়ে ব্যথা অনুভব করছেন আমি হয়তো ততটা নই কিন্তু আমারও চোখে জল এসেছে!!! যেখানেই থাকুন ভালো থাকুন আর আমরা বাঙালি আমরা মানুষ আমরা সবাই এক মানব মানবী থেকে জন্মগ্রহণ করেছি।।।

  • @arkays925
    @arkays925 Рік тому +6

    বাংলাদেশের আতিথীয়তা এমনই। বিশ্বসেরা। এবং এটাই বাংলাদেশের বাঙালির সংস্কৃতি।

  • @iearul
    @iearul Рік тому +201

    ইতিহাসের কিছু ভয়ঙ্কর মানুষ দুই বাংলাকে একটা বর্ডার দিয়ে আলাদা করে দিয়েছে। কিন্তু যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা চিরকালই মন থেকে এক থাকবে।

    • @hellochandan
      @hellochandan  Рік тому +11

      ❤️❤️❤️❤️

    • @mdzahidulislam4108
      @mdzahidulislam4108 11 місяців тому

      Those evils are Hindu so called jaminder who were the slave of British. Both British and Hindu elites together had evicted Muslims from their land and occupied to established jamindari. In 1947 when their British friends left them alone. They all run away to west Bengle to safe place because they know they are the main criminals. Think before British how Muslim and Hindu lived peacefully. Hindu elite not only evicted Muslims from their great grand fathers property but also destroyed Muslim rulings. Any way people’s come and go but no peace. Only peace to understand the last message from God and to embrace it. Live together with high dignity and morals.

    • @user-of9go4fg7khggjk
      @user-of9go4fg7khggjk 10 місяців тому

      শুকরিয়া কর যে তারা আন্দোলন করে জীবন দিয়ে তোদের ভারতের হিন্দু জমিদারদের থেকে মুক্ত করে আলাদা রাষ্ট্র পাকিস্তান করে দিয়ে গেছিলো। ইতিহাস জানোস না বলেই তোরা তাদের প্রতি কৃতজ্ঞ না হয়ে ভয়ংকর কলছিস

    • @mohbubmiah955
      @mohbubmiah955 10 місяців тому +2

      True

    • @arpandebnath7656
      @arpandebnath7656 8 місяців тому +3

      ​@MARVELLOUS_007direct action day bhule gechen?
      Taramone prane chaicilo Pakistan hok greater bengal nah.

  • @tahisev5756
    @tahisev5756 2 роки тому +15

    চোখে পানি চলে এসে গেল। কী আবেগঘন! দেশ ভাগে অসংখ্য হিন্দু মুসলমান মানুষের প্রতি অন্যায় করা হয়েছে।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +1

      🥺

    • @utsabbanerjee2770
      @utsabbanerjee2770 2 роки тому

      Achha musolman er proti onnaye hoyeceh?? Korlo Kara.
      E sei ek e kotha -"Kashmir e terrorism er Jonno onek muslimm o mara geche".

    • @utsabbanerjee2770
      @utsabbanerjee2770 2 роки тому

      @@hellochandan Achha musolman er proti onnaye hoyeceh?? Korlo Kara.
      E sei ek e kotha -"Kashmir e terrorism er Jonno onek muslimm o mara geche".

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +4

      @@utsabbanerjee2770 dada desh vage hindu - muslim sbi udbastu hoyeche. Hinduder songkha besi r muslim der kom etai tofat sudhu. Des vag ekta khato jaa knodin sukobe na. Amra muslim der dosarop kori, muslim ra amader kore kintu keu ki des vag ke dosarop kore? Keu bole je desh vaag naa hoye kauke morte hoto na, palate hoto na, ghar bari chere onno kothao chole jete hoto na..

    • @EMTMZ
      @EMTMZ Рік тому

      ​@@hellochandanকিছু রাজনৈতিক নেতা আজও জাত পাট নিয়ে পাগলামি করে যাচ্ছে।

  • @chandonaairfin3063
    @chandonaairfin3063 19 днів тому

    আমার খুব ভাল লাগেছে।এমন স্বপন তোমার ছিল দেখে আমার চোখে ও পানি এসেছে। আবারও আসবে ঘুরতে কেমন।ভাল থেক তুমি দোয়া রইল।

  • @anilchandrabiswas8620
    @anilchandrabiswas8620 Рік тому +3

    ভাই, তোমাৰ এই ভিডিও টি দেখে আমাৰ ও ঠাকুৰ দাৰ ভিটে বাড়ীৰ দৃশ্য গুলো দৃষ্টি মনিকূটে ভেসে উঠল,আমিও ১৯শে সেপ্টেম্বৰ/২০২৩ ইং বাংলাদেশেৰ ঠাকুৰ দাৰ ভিটে বাড়ীৰ দৃশ্য গুলো দেখে আবেগে ভেঙ্গে পৰেছিলাম।
    আমাদেৰ ঠাকুৰ দাৰ বাসা বৰ্তমান গাজি পুৰ জেলাৰ কাথা চূড়া গ্ৰামে ছিল।গাছ বাড়ী মামাদেৰ বাসা।
    বাংলাদেশেৰ আত্মীয়ৰা অত আপ্যায়ন কৰতে জানে কল্পনা কৰা যায় না,ভূলাৰ মত নয়,সত্যি।

  • @mirsibli6711
    @mirsibli6711 Рік тому +57

    এই মূহুর্ত গুলো দেখলে চোখে জল চলে আসে।তুমি পূর্ব পুরুষদের কথা মনে রেখেছো ধন্যবাদ তোমায়।

    • @hellochandan
      @hellochandan  Рік тому +4

      আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ❤️

  • @mayemonasauda73
    @mayemonasauda73 Рік тому +8

    সত্যি মানুষ হিসেবে আপনি অনেক ভালো এত সুন্দর করে সবার সাথে কম সময়ে মিশে গিয়েছেন এটা সবাই পারেনা। অনেক ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে 🇧🇩

  • @nazminbanu7450
    @nazminbanu7450 Місяць тому

    সুন্দর, ঐতিহ্য সম্বলিত, শিকড় সন্ধানে, ভালোবাসা অবিরাম।

  • @fahimsojib1511
    @fahimsojib1511 Рік тому +192

    আমি একজন বাংলাদেশী মুসলমান ।আপনার আবেগ আমার হৃদয় ছুয়ে গেছে। আমরা বাঙ্গালী আমাদের আত্নার সম্পর্ক দুপারের বাঙ্গালীদের মধ্যে ।হিন্দু মুসলিম বিভেদ নিয়ে এসম্পর্ক খারাপ হওয়া উচিৎ না❤❤❤

    • @fahimsojib1511
      @fahimsojib1511 Рік тому +1

      @@chittaranjansarkar4026 শ্রদ্ধা জানবেন।জন্মভূমির প্রতি ভালোবাসা আপনার এবং আমাদের সবারই অটুট থাকুক।

    • @priyamdutta9328
      @priyamdutta9328 10 місяців тому +9

      Jodi eita apnar purbopurushra bujhten..

    • @RAJA-fv2ko
      @RAJA-fv2ko 10 місяців тому +7

      Sotti jodi mughol na asto ei Bharote ,, tahole hoyto emon hoto na

    • @FarjanaSupty01
      @FarjanaSupty01 10 місяців тому +4

      হ্যা আসলেই ❤

    • @tapasdatta2711
      @tapasdatta2711 10 місяців тому +3

      Amio dekhte chai purbajader vitamati narayanganj monohordi chaksekhar bilpar.

  • @sajidprodhan2023
    @sajidprodhan2023 Рік тому +3

    দীর্ঘ এক বছর পর আপনার ভিডিও দেখলাম, ভালো লাগলো। ভাইয়া সবার শেকড়ের টানটা আসলে এইরকম। এইসব জায়গায় সবার আবেগ অনুভূতি গুলো জরিয়ে থাকে।Take love from Bangladesh.............❤❤❤❤❤❤❤

  • @animeshsaha2864
    @animeshsaha2864 2 роки тому +9

    বাংলাদেশের মানুষের মতন এত প্রেম আর কোথাও পাবে না।

  • @MdNasir-y4m3o
    @MdNasir-y4m3o 3 місяці тому

    নিজের জন্মভূমি ত্যাগ করার মত এমন হৃদয়-বিচারক ঘটনা যেন কারো জীবনে না ঘটে ,, আমাদের এলাকায় অনেক পুরনো জমিদাররা ছিল দাদুর মুখে গল্প শুনেছি এবং তাদের ,, বসবাস করা মহল গুলাই প্রকাশ করে যে তারা ,, কিরকম ব্যক্তিত্বের মানুষ ছিলেন,, খুব করে জানতে ইচ্ছা হয় এরকম বিলাসবহুল জীবনযাপন ছাইড়া কোথায় গেছে তারা,,
    আমার বাড়ি ফরিদপুর

  • @sampadhar3150
    @sampadhar3150 2 роки тому +14

    আমার অবস্থা ঠিক তোমার মতো হয়েছিল। চার বছর আগে আমাদের বাড়ি খুলনা দামোদর গেছিলাম। তোমার মতো আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এটা সত্যি ওদের আদর যত্ন অসাধারণ আমাদের দেশের লোকেরা কোনদিন পারবে না।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      ❤️❤️❤️🥺🥺🥺❤️❤️❤️

    • @itzarghyababy
      @itzarghyababy 2 роки тому

      ঠিক খুব আদর যত্ন করেই আপনার বাপ ঠাকুরদা কে বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছিল। তোদের বাঙাল হিন্দু গুলো হিন্দুই না। তোরা কুলাঙ্গারের জাত। এভাবে আবেগ না দেখিয়ে নিজেদের বঞ্চনাকে ক্রোধে পরিনত করা উচিৎ।

    • @nazifarahman9198
      @nazifarahman9198 7 місяців тому

      Dekhte gele toh ador korbei tomader rekhe jawa shobkichhu tara khachhe je, hindu hoye ei deshe thakle bujhte koto ador

    • @GOLAKMONDAL-bo8qq
      @GOLAKMONDAL-bo8qq 6 місяців тому

      কোন মানুষেরই আতিথেয়তা নেই। এদেশ থেকে গিয়ে সব অমানুষ হয়ে গেছে।

    • @21taniasultana92
      @21taniasultana92 5 місяців тому

      ​@@nazifarahman9198১৯৪৭ সালে অনেকেই জায়গা অদল বদল করে গিয়েছে সমপরিমাণ জায়গা আবারা অনেকে জমিদারি বিক্রি করে চলে গিয়েছিল ভারতভাগের কারনে কিন্তু আপনাদের দেশে কখনোই আতিথেয়তা তেমন করে না অনেকেই কলকাতা,জলপাইগুড়ি আরো অনেক জায়গা ছেড়ে এ দেশে আসছে আপনারা তাদের আসতে ওয়েলকামও জানান না আমরা আতিথেয়তা করতে জানি এখানেই একজন মন্তব্য করেছে আসার দরকার নেই সেই লোকের পূর্বপুরুষ আপনাদের ওপার থাকতো বলায়!

  • @nitadhua3775
    @nitadhua3775 2 роки тому +10

    সত্যি সত্যি তোমার সঙ্গে আমার ও চোখে জল এসে গেল। আমি তোমার থেকে অনেক বড়। আমার মা বাবা দেশ ভাগের সময় ভারতে চলে আসেন। ওনাদের মুখে অনেক গল্প শুনেছি ওপার বাঙলার। 71 এর যুদ্ধের সময় আমি আমি ছোট ছিলাম। তবে কিছু স্মৃতি মনে আছে। তবে তোমার মতো আমার ও মনে হয় দেশটা ভাগ না হলে আমিও ঢাকা শহরে থাকতাম। ভালো থেকো। অনেক শুভেচ্ছা রইল।

  • @smrityroy4778
    @smrityroy4778 2 роки тому +19

    একটাই উঠোন ছিলো আমাদের যাকে ভাগ করেছে সাতচল্লিশ, উঠোনে মাটি আজো হয়নি দ্বিখন্ডিত। একাকার হয়ে মিসে আছে একাত্তর। গোটা পৃথিবীটাই আমাদের মানুষের।

  • @mdmohon672
    @mdmohon672 Місяць тому

    ভাই নিজের অজান্তে চোখে পানি চলে আসলো 😢😢😢😢

  • @sksiddiksha7384
    @sksiddiksha7384 Рік тому +3

    ভাষায় প্রকাশ করার মতো না। খুব কষ্ট লাগলো ❤

  • @Mijan-qd1jh
    @Mijan-qd1jh Рік тому +109

    দেশ ভাগ না হলে এখানেই থাকতাম। কথাটা শুনে চোখ দিয়ে পানি এসে গেলো😢

    • @saymahasanlifestyle9938
      @saymahasanlifestyle9938 Рік тому +1

      😢amar o

    • @desmundtututransvaal450
      @desmundtututransvaal450 Рік тому +1

      😭

    • @suhelchowdury9169
      @suhelchowdury9169 Рік тому +1

      ওকে দেখেই আমার কান্না আসছে,মন ছাইছিলো আটকে রাখি আর বলি ওরা চলে গেছে আমাদের কে ফেলে কিন্তুু তোকে যেতে দিবো না।

    • @mohbubmiah955
      @mohbubmiah955 10 місяців тому

      Come and visit Bangladesh please. No doubt this land was your ancestral home.

    • @jonyasr-lp7bj
      @jonyasr-lp7bj 10 місяців тому

      😢

  • @Farhan2gaming
    @Farhan2gaming Рік тому +4

    জন্মভূমি ছেড়ে যাওয়াটা সত্যি খুবই কষ্টের। আমি অনুরোধ করবো বাংলাদেশের আর কোনো মানুষ যেন দেশ ছেড়ে
    অন্য কোনো দেশে না যায়।

  • @md..farhan6704
    @md..farhan6704 7 днів тому

    এটাই টান,এটাই জন্মভূমি।

  • @AshrafulIslam-zn5ze
    @AshrafulIslam-zn5ze Рік тому +17

    সত্য কিছু বলার নাই 😭😭আমিও ভিডিওটা দেখে আমার চোখে পানি আসলো,,,,,চোখের পানি ধরে রাখতে পারলাম না,,,😭😭😭আপনারা আবার আসবেন বাংলাদেশ নেমন্তন্ন রইল বা দাওয়াত রইলো 💜💜💜

  • @salesmobile4965
    @salesmobile4965 Рік тому +8

    অসাধারণ!!
    খুব বেশি ভালো লাগলো পূর্ব পুরুষের ভিটায় এসেছেন। কেন যেন আপনার দাদা তার দাদা যারা এখানে বসবাস করতেন, তাদের জন্য খুব কান্না পাচ্ছে। মানুষ গুলো এখান থেকে যাওয়ার সময় অবশ্যই কান্না করেছেন। 😢 নিজের ভিটে বাড়ি কেউ ছেরে যেতে চায় না। দাদা ভালোবাসা অভিরাম। খুব কষ্ট লাগে এসব দেখলে। ইটালি রোম শহরে থাকি। দেশের জন্য ভালোবাসা যে কতো গভীর, দেশ ত্যাগ না করলে বুঝা যায় না।

  • @TaslimaAkter-oh5ty
    @TaslimaAkter-oh5ty Рік тому +31

    আহা, কত মুসলিম ভারত থেকে ভিটেমাটি ছেড়ে চলে এসেছে , কত হিন্দু চলে গিয়েছে 🥺তারা কিভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পেরেছিল 🥺
    💚 from 🇧🇩

    • @ripan1990
      @ripan1990 10 місяців тому +6

      Bharat theke kono Muslim bidesh e jayni

    • @TaslimaAkter-oh5ty
      @TaslimaAkter-oh5ty 10 місяців тому

      @@ripan1990 আপনার তথ্যে ভুল আছে। নিরপেক্ষ ভাবে পড়াশোনা করুন,আপনিও স্বীকার করবেন; অবশ্য যদি আপনার ব্যাক্তিত্বের অভাব না থাকে ।
      হিন্দুরা আমাদের ভাই,,যারা চলে যেতে বাধ্য হয়েছে তাদের জন্য আমরা সমব্যাথী । আমাদের আশেপাশে এমন অগণিত মুসলিম আছে যারা দেশ ভাগের সময় বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে । বাংলা সাহিত্যের অনেক জায়গায় আপনি ভারতীয় মুসলিমদের বাংলাদেশে আসার কথা পাবেন; যেগুলো ঐ সময়ে রচিত হয়েছিল।আপনি কি জানেন আমাদের জাতীর পিতা আপনাদের কলকাতায় পড়াশোনা করতেন এবং সেখানেই তার রাজনীতিতে হাতেখড়ি,,, দেশভাগের কারণে তিনি ঢাকায় আসতে বাধ্য হন এবং উনার অনেক আত্মীয় স্বজন - যারা কলকাতায় স্হায়ী ছিলেন তারা সব ছেড়ে আসতে বাধ্য হয়। এটা তো মাত্র একটা উদাহরণ,,,,তবে আমরা কাউকে দোষারোপ করি না,,কারণ পরিস্থিতিটাই ওরকম ছিল ।

    • @sandipanpanda1123
      @sandipanpanda1123 10 місяців тому +3

      1 JON HOITO MUSLIM GECHE AR SEI RATIO TE 100 JON ESECHE

    • @TaslimaAkter-oh5ty
      @TaslimaAkter-oh5ty 10 місяців тому +3

      @@sandipanpanda1123 হ্যাঁ,, আপনাদের ভাষায় ।

    • @afrinrahman1997
      @afrinrahman1997 10 місяців тому

      ​​@@ripan1990আপনি কি জন্মেছিলেন সেই সময়? এত কনফিডেন্টলি মিথ্যা বলতে পারেন না! বিহার থেকে অনেক মুসলিম এসেছে এখানে। আর তো বাদই দিলাম।

  • @showkatakbar6361
    @showkatakbar6361 4 місяці тому

    The real Bangladesh, u'r fortunate....finding roots like that, how does it feel, I can't even imagine...hats of to u....

  • @sankirtan_manohar_das
    @sankirtan_manohar_das Рік тому +4

    দেশটা যদি দুই ভাগ না হত কত যে ভালো হতো।
    আমরা বাঙালিরা সব একসাথে থাকতে পারতাম। ❤❤❤❤

  • @magedbatul3206
    @magedbatul3206 2 роки тому +7

    সত্যিই খুবই হৃদয় বিদারক, একেই বলে নাড়ির টান,,ঠাকুদা এই পুকুরের পানি পান করেছিলেন আপনিও তা করলেন, সব শেষে ভাগ্যবান বলবো আপনাকে, ঠাকুদার বসত ভিটায় পা রেখে তার প্রতি, তার সৃতির প্রতি সম্মান জানিয়েছেন,,, যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনা। সময় পেলেই চলে আসবেন বাংলাদেশে,,দেশ ভাগ আর কাগজ পত্রে হয়তো ভিটা আপনার ঠাকুদার নামে নাই, তবুও বসত ভিটা'টা আর পুকুর ঘাট'টা প্রকৃত দাতা আপনার ঠাকুদা'ই।🙏🙏

  • @najifatasnia1007
    @najifatasnia1007 2 роки тому +50

    আমার দাদাও ১৯৪৭ এ দেশ ভাগের পর ভারত থেকে বাংলাদেশে চলে আসেন। তারপর আর কারও সেখানে যাওয়া হয়নি। ২০২২ এর ডিসেম্বর এ ভারত থেকে আমার দাদার বাড়ির ২ জন বেড়াতে এসেছিলেন। অন্য রকম অনুভুতি ছিল।

    • @SayantanChakraborty-ub7ei
      @SayantanChakraborty-ub7ei 6 місяців тому

      Politician ra keu suffer kore na didi , sadharon manush e korechen amar apnar purbopurush der moto.😢

  • @ainulhaque9021
    @ainulhaque9021 9 місяців тому +1

    ভাই আমি আমার চোখের জল ধরে রাখতে পারলাম না😢

  • @suman9120
    @suman9120 2 роки тому +10

    আপনার ভিডিও দেখে অনেক অনুপ্রেরনা পেলাম। একই লক্ষ্য নিয়ে আমিও এগোচ্ছি। বাবার মুখে গল্প শুনে জেনেছি আমাদের পূর্বপুরুষগণের ভিটে ঢাকার সিরাজদিঘী থানার মালবদহ গ্রামে। মৃত্যুর পূর্বে একটিবার সেই ভূমিতে মাথা ঠেকাতে চাই। বর্তমানে দীর্ঘ ৭০-৭৫ বছর ধরে কোনও আত্মীয় পরিজন আর সেখানে বাস করেন না। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও সহযোগিতার ভরসাতেই বাংলাদেশ যেতে চাই।

    • @mdsaidofficial3376
      @mdsaidofficial3376 2 роки тому +1

      sorry dada apnar place ta ami chini na ,,janle oboshoi janatam,,,

    • @suman9120
      @suman9120 2 роки тому

      @@mdsaidofficial3376 অনেক ধন্যবাদ দাদা আমার আবেগটা অনুভব করার জন্য। আমি ভীষণ ভাবে খোঁজ করছি জায়গাটার। বিশ্বাস রাখছি একদিন ঠিক খুঁজে পাব আপনাদের মাধ্যমেই। আমার নমস্কার ও আদাব নেবেন।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +1

      আপনি ফেসবুকে বঙ্গভিটা লিখে সার্চ করুন। ওই গ্রুপে ডিটেইলশ গুলো দিন। আশা করি কেউ না কেউ অবশ্যই চিনবেন। ধন্যবাদ দাদা ❤️

    • @suman9120
      @suman9120 2 роки тому

      @@hellochandan অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার পরামর্শ অবশ্যই আমার পাথেয় হয়ে উঠবে।

    • @sanatchowdhury4233
      @sanatchowdhury4233 2 роки тому

      Tumi akta bokacho bangaledeser dalali karcheo

  • @shibanisamaddar6160
    @shibanisamaddar6160 Рік тому +19

    বেদনা দায়ক স্মৃতি। আমার মা জীবনের শেষ সময় পর্যন্ত খুলনায় আমার মাতুল দাদুর কথা বলতে বলতে দুচোখ ভরে যেত জলে। সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিল ।

    • @hellochandan
      @hellochandan  Рік тому +1

      একবার খুলনা থেকে ঘুরে আসুন মাসিমার জন্য।

    • @arifracecom7929
      @arifracecom7929 11 місяців тому

      আমি খুলনা র বটিয়াঘাটা থাকি।আপনার দাদুর ভিটা কথায়।আমাকে বলেন।আমি সব ই চিনি।

  • @sunilmallick6925
    @sunilmallick6925 2 роки тому +11

    দা দা আমাদের আদীবাড়ী ছিলো বরিশালে বাগদার মন্ডল বাড়ি । আমার জন্ম এখানে হলেও খুব ছোটো বেলায় একবার ওখানে গিয়েছিলাম যে সুন্দর স্মৃতি মনের মনিকোঠায় বহন করে এনেছিলাম তা এখনও বিরাজ করছে। আপনার কথা শুনে ভালো লাগলো।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      ধন্যবাদ দাদা ❤️

    • @Aurora_mim
      @Aurora_mim 3 місяці тому

      বাংলাদেশে আসুন নিমন্ত্রণ রইলো

  • @ashfaqueahmed7021
    @ashfaqueahmed7021 4 місяці тому

    অভূতপূর্ব অনুভূতি। ভাললাগা-ভালবাসার অনুভূতি, বাপ-দাদার ভিটে বাড়ি। এড.আসফাক আহমদ,চট্টগ্রাম।

  • @takikmohammadabir5847
    @takikmohammadabir5847 2 роки тому +8

    ভাইয়া বাংলাদেশে আবার আসলে নরসিংদী আসার জন্য আমন্ত্রণ রইল।চেস্টা করবেন দুর্গাপূজার সময়ে আসার।অনেক ভালো লাগবে।আমাদের শহরে দুর্গাপূজা অনেক জাকজমকপূর্ণভাবে হয়।
    আসলে ঘুরানোর দায়িত্ব আমার😊

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +1

      অবশ্যই যাবো আবার। আপনাদের আতিথেয়তায় মুগ্ধ দাদা। ❤️

    • @appstore8557
      @appstore8557 2 роки тому

      @@hellochandan ভাই আপনেকি কলকাতা থাকেন। আর আপনার নাম্বারটা দিবেন। আমার নানা বাড়ি কলকাতা কিন্তুু আমার মা আর নানি কেউ কখনো কলকাতা যায়নি। আমার নানা বাংলাদেশে চাকরি করতেন

  • @pachmisali123
    @pachmisali123 2 роки тому +50

    তোমার ভিডিও দেখে আমিও ইমোশনাল হয়ে গেলাম। যদিও আমি বাংলাদেশী মুসলিম কিন্তু রক্তের দিক থেকে তুমি আমার আত্মীয়। আমরা সবাই এক আদমের সন্তান কিনা!!! আজ যেমন পূর্ব পুরুষ এর ভিটেমাটি দেখে গেলে একদিন তোমার সকল পূর্ব পুরুষ যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সাথেও দেখা হবে এক সাথে বিচার দিবসে। ভালো থাকো🙏

    • @rudra3676
      @rudra3676 7 місяців тому +5

      Sei... Sobai ek e Manu-Satarupa r sontan amra❤️

  • @biswajitdey6563
    @biswajitdey6563 2 роки тому +18

    দেখে খুব ভালো লেগেছে দাদা। আমার ঠাকুর দাদারও ঘর বাংলা দেশের নোয়াখালীতে থানা রামগঞ্জ গ্রামের নাম বরগা। এবার যাবো । বাংলা দেশের সংস্কৃতি কালচার অনেক ভালো লাগে । আমার মনে অনেক টানে নিজের ঠাকুর দাদার জমিতে যাবার মনটা বের বের ছুটে যায় দেশে যাবার জন্য । তোমার ভিডিও দেখে আমারও চোখে জল এসে গেছে। আমার অখনো এরকম অনুভূতি হয় বাংলা দেশ টা আমাদেরই দেশ ।

    • @raselgazi9450
      @raselgazi9450 2 роки тому +1

      হুম দাদা বাংলাদেশ আমাদের আপনাদের সবার আসবেন আমন্ত্রণ রইল আর যদি সম্পত্তি থাকে তাহলে সব কিছু পিড়ে পাবেন

    • @akashdas9292
      @akashdas9292 2 роки тому

      @@raselgazi9450 সম্পত্তির দরকার নেই ভাই তোমরা শুধু এভাবেই ভালোবাসা দিও আর আগলে রেখো আমাদের পূর্বপুরুষের স্মৃতি গুলো কে যেনো আমরা আমাদের ফেলে আসা ভিটেমাটিতে গিয়ে কখনো শান্তির নিঃশ্বাস নিতে পারি।

    • @biswajitdey6563
      @biswajitdey6563 2 роки тому

      @@raselgazi9450 নিশ্চয়ই দাদা আসবো। সম্পত্তি লাগবেনা দাদা শান্তি ও ভালোবাসা পেলেই হবে আমরা এটাই চাই ।অনেক অনেক ধন্যবাদ দাদা।

  • @SbulKalam
    @SbulKalam 4 місяці тому

    সবশেষে একটা কথা বলতে হয় যাওয়ার সময় একবুক কান্না নিয়ে গেলে ভাই।এটাই দুনিয়ার নিয়ম।

  • @selimparvez4696
    @selimparvez4696 2 роки тому +110

    হোক সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান আমরা সব্বাই রক্তমাংসের মানুষ আমরা সবার সাথে যথা সম্মান ভালো সম্পর্ক রাখবো মিলেমিশে বসবাস করা ও বিপদ আপদে পাশে থাকা এইটা একজন মানুষের দায়িত্ব কর্তব্য ।

    • @pratikkundu5489
      @pratikkundu5489 2 роки тому +6

      Then ami namaz porbo ! Apni amar sathe mondire ba church e pujo dite jaben to ?

    • @pachmisali123
      @pachmisali123 2 роки тому +3

      @@pratikkundu5489 আপনার আমার স্রষ্টা একজনই। তাঁকে আমরা নানাভাবে ভক্তি করি উপাসনা করি৷ প্রশ্ন হলো তার কাছে সঠিক ভাবে উপাসনা করছি তো? আমরা তার বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছি কি? আমাদের জীবন মৃত্যু ও ভাগ্যে মালিক আমাদের কোন উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করলেন তা আমরা জানি কি?

    • @mitabiswas3372
      @mitabiswas3372 Рік тому

      Ato valo valo Katha bolte lajja kore na,jekhane ajo saman vabe hindura attacharito hoi.

    • @EMTMZ
      @EMTMZ Рік тому +5

      কিছু মানুষের ধর্মউন্মাদনার জন্য দেশ ভাগ হল।

    • @mdhafizul8930
      @mdhafizul8930 11 місяців тому +1

      আপনাদের মোদিজি কি এভাবে চিন্তা করে?

  • @showkotali6328
    @showkotali6328 2 роки тому +34

    কে বলেছিল দেশটাকে ভাগ করতে।
    হায়রে মানুষ সামান্য স্বার্থের জন্য নীজের মাকে ভাগ করতে দ্বিধা করে না।
    তবে আমার বিশ্বাস আমরা একদিন সবাই এক হব।
    শিকরের সন্ধান করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @sakuraharuno4667
      @sakuraharuno4667 Рік тому

      British ra je sudhu Hindu der educate korto beshi ar west er dike e sob korto.. East pichiye porto.. manushke ushke deoar kaj oder chilo baki jinish manushera nijerai korechen... tobe ja hoy Valor jonnoi hoy... etei hoyto valo chilo

    • @MayaTina-fc4mh
      @MayaTina-fc4mh Рік тому

      Thik

    • @syedushaebun653
      @syedushaebun653 Рік тому

  • @mrakbar3178
    @mrakbar3178 2 роки тому +16

    বাংলাদেশের মানুষ আত্মীয়তা প্রবণ।আপনার পূর্ব পুরুষের ভিটা দেখতে আসায় অসংখ্য ধন্যবাদ।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      ধন্যবাদ দাদা ❤️❤️❤️

  • @Ridoy009Rgmail
    @Ridoy009Rgmail 6 місяців тому

    আপনার অনুভুতি অনেক ভালো লেগেছে ❤️❤বরিশাল কে আমি অনেক ভালো বাসি ❤️

  • @abuzahid2759
    @abuzahid2759 2 роки тому +134

    দেশভাগ না হলে এখানেই থাকতাম।কথাটা কলিজায় লাগছে ভাই।আমার ও পূর্ব পুরুষ কুচবিহার এ খুব যেতে ইচ্ছে হয় কুচবিহার যেতে।

    • @-bolboi1676
      @-bolboi1676 2 роки тому

      @@Phytology_learners_bd দরকার নাই

    • @ramanand_dubey
      @ramanand_dubey 2 роки тому

      @@-bolboi1676 ভারত থেকেও তাহলে যাতে কেউ না আসে।

    • @akashdas9292
      @akashdas9292 2 роки тому

      @@ramanand_dubey ঐ জানোয়ার গুলোর জন্য আমরা মানুষে মানুষে ঝামেলা করবো না ভাই, আমরা বাঙালি আর কিছু কুলাঙ্গার তার কখনোই পরিবর্তন করতে পারবে না

    • @prakashroychowdhury9032
      @prakashroychowdhury9032 2 роки тому +5

      আসুন....কোচবিহারে ঘুরে যান।

    • @sumonchowdhury5189
      @sumonchowdhury5189 Рік тому +6

      কুচবিহারে আমাদেরও পূর্ব পুরুষের বাস। এখনো নাকি অনেক আত্মীয়-স্বজন থাকে। কিন্তু আমরা বর্তমান প্রজন্ম কাউকে চিনি না। কিন্তু ছোটবেলায় আব্বার কাছে শুনেছি তারা নাকি প্রায়ই বেড়াতে যেতেন। একটা কাঁটা তার কীভাবে আমাদের রক্তকে আলাদা করে দিয়েছে।

  • @nma3624
    @nma3624 2 роки тому +8

    বাংলাদেশের মানুষ খুবই অতিথি পরায়ণ।
    আবার আসার নিমন্ত্রণ রইল আপনাকে দাদা।
    আগামী বার আসলে চট্টগ্রাম ও কক্সবাজার বেড়াতে আসার অনুরোধ রইল।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +2

      Porer bar Chattogram ei jbo dada.. Asa kori dekha hbe. R pase thakar jonno thanks ❤️

  • @tusharmmc
    @tusharmmc Рік тому +7

    দেশ ভাগ না হলে এখানেই থাকতাম...এ অনুভূতি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না❤❤❤

  • @subhashalder2398
    @subhashalder2398 3 місяці тому

    আবেগ জারিত একটি ব্লগ দেখে মনটা জুড়িয়ে গেল

  • @nipasikder9052
    @nipasikder9052 6 місяців тому +11

    আমি বাংলাদেশী।আমার বাড়ি বরিশালে। ভিডিও টা দেখে একদম কান্না না করে থাকাতে পারলাম না।দেশ ভাগ হওয়াটা কখনোই মন থেকে আমি মেনে নিতে পারিনি।দেশ ভাগ না হলেই ভালো হতো।

    • @mdbabul7936
      @mdbabul7936 6 місяців тому

      সেইম

    • @gamingzoneworld6896
      @gamingzoneworld6896 6 місяців тому

      Desh vag hoyese bole aj apnara valovabe bache asen.

    • @MrinalGhosh-g4f
      @MrinalGhosh-g4f 3 місяці тому

      আপু পাকা বলে গ্রাম আছে ওখানেই বসবাস ছিল আমাদের

  • @Avijoy012
    @Avijoy012 9 місяців тому +2

    হাই রে দেশ ভাগ 😔
    আর্টসেল হয়তো এজন্যই গেয়েছিল "দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে। মিশে আছে অনুভূতি গুলো"

  • @papiyabiswas7568
    @papiyabiswas7568 2 роки тому +38

    আমিও গল্প শুনেছি আমার ঠাকুরদার বাড়ি ছিলো গোপালগঞ্জ আমার অনেক ইচ্ছা ছিলো বাংলাদেশে যাবো কিন্তু এখন ঐ দেশে কেউ নেই কোথায় যাবো কার কাছে যাবো তার থেকে বড় কথা সেই ঠিকানা আমার বাবা জানতেন কিনা শুনিনি তিনি মারা গেছেন আর দাদু যখন মারা গেছেন তখন আমি অনেক ছোট সেই বয়স হয়নি তখন ঠিকানা শুনবো বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা হবে।😔তবে হয়তো যাওয়া হবে না তাও মনে মনে অনেক ভালোবাসি বাংলাদেশকে 🥰🥰

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +1

      ❤️❤️❤️❤️❤️🥺🥺🥺

    • @khalilashraf2282
      @khalilashraf2282 2 роки тому +1

      Welcome to Bangladesh. I will help u dear.

    • @khalilashraf2282
      @khalilashraf2282 2 роки тому +1

      We bangladeshi people always from friendly to Indian.

    • @masummolla2071
      @masummolla2071 2 роки тому

      @@khalilashraf2282 sala amader Bangladeshe kichu kichu manush ache,,🤪🤪

    • @masummolla2071
      @masummolla2071 2 роки тому +1

      @@khalilashraf2282 🤪🤪🤪😆

  • @MahmudulHasan-qy9qj
    @MahmudulHasan-qy9qj 10 місяців тому +1

    টাংগাইলে আসেন ভাই আমাদের বাড়ি থেকে গুরে যান।

    • @hellochandan
      @hellochandan  10 місяців тому +1

      টাংগাইল ঘুরিয়ে দেখাবেন? 🙂

  • @saikatthakurta4689
    @saikatthakurta4689 2 роки тому +5

    আমার পূর্ব পুরুষের ভিটে ছিল ফরিদপুর মাদারীপুর sub division বলে শুনেছি। খুব ঘুরে আসতে ইচ্ছে করে 😔

  • @AvijitDas-bt3vz
    @AvijitDas-bt3vz 2 роки тому +4

    খুব কান্না আসছে এই ভিডিও টা দেখে😭 বলার ভাষা হারিয়ে ফেলেছি।

  • @imrulsarkar2651
    @imrulsarkar2651 2 роки тому +8

    বাব দাদার পুরনো সৃতি ঘুরে দেখার মজাই আলাদা, আমিও এক সময় আমার দাদাদের ভিটে মাটি দেখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম,* মাটির টান নাড়ীর টান*

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      একদম দাদা। এই আবেগ ভাগ করা যায় না। কাউকে বোঝানো যায় না ❤️

  • @shamimsheikh9133
    @shamimsheikh9133 2 роки тому +6

    ব্রো,ইমোশনাল হয়ে গেলাম,,তুমার জায়গায় নিজেকে রেখে অনুধাবন করার চেষ্টা করলাম।খুব কষ্ট লাগলো,,ভাই এটা তুমার দেশ,,এটা মনে রেখো।যখন তখন চলে এসো।দেশ ভাগ মানি না।আমরা একই,,,বাংগালী

    • @akashdas9292
      @akashdas9292 2 роки тому

      একদম ছোটভাই আমরা বাঙালি ❤️

    • @chengishdas2081
      @chengishdas2081 2 роки тому

      আপনার কথা ভাল লাগল

  • @riazpublicschool3188
    @riazpublicschool3188 2 роки тому +42

    ধন্যবাদ বাংলাদেশ ভ্রমন এবং আপনার পূর্ব পুরুষদের স্মৃতি বিজড়িত এবং জন্মস্থান ঘুরে বেরিয়ে ভারতের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য। বাংলাদেশের মানুষ অতিথি পরায়ন।

    • @Debopriya1316
      @Debopriya1316 Рік тому +2

      Sei jonno hinduder palate hoyechilo

    • @ahammedreza5990
      @ahammedreza5990 Рік тому +2

      ​@@Debopriya1316hindu der marse* Pakistani shena ra Bangladeshi ra na. Asha kori positive hoben

    • @GaziAbdulAwalSaboj
      @GaziAbdulAwalSaboj Рік тому +1

      দাদা,সুখেন্দু,দিলীপ ঘোষ, সুকান্তরা আমাদের ভালোবাসার বুকে চাকু মারছে ওদের সাইজ করুন। দাদা,সম্ভব হলে গাজিপুরে আমার বাসায় বেড়াতে আসেন। আপনার ভালো লাগবে। কিছুদিন আগে অসিত বাড়ৈ,গিরিন ঘোষ,শ্যামলাল স্যানেল আমার বাসায় বেড়িয়ে গেছেন।

    • @SirajSikdar-c9l
      @SirajSikdar-c9l 6 місяців тому

      ❤❤❤

  • @momentsofsurprise7526
    @momentsofsurprise7526 2 роки тому +41

    আমাদেরও বাড়ি বাংলাদেশের বরিশালে ছিল, কিন্তু অনেক খুঁজেও মেলেনি 😔 কিন্তু আমি খুবই খুশি হলাম তোমাদের বাড়ি খুঁজে পেয়েছো👍

    • @Hasib845
      @Hasib845 2 роки тому +1

      বরিশালের কোন জায়গায়??

    • @momentsofsurprise7526
      @momentsofsurprise7526 2 роки тому +1

      @@Hasib845 BM College road যেটা Hospital Road নাম হয়েছে একটু আগে গিয়ে, যে খানে অমৃত লাল দে মহাবিদ্যালয় এরিয়াতে. অনেক খুঁজেও মেলেনি 😔

    • @Tanjib-NLL
      @Tanjib-NLL 2 роки тому

      আমার বাসা হসপিটাল রোডেই

    • @akash143743
      @akash143743 2 роки тому

      Apnar daadar Dadar name ki silo?

    • @Khaled-if4xs
      @Khaled-if4xs 2 роки тому +1

      গ্রাম আর বাড়ির নাম মনে থাকলে খুঁজে পাওয়া সম্ভব

  • @MohammedShakiluddin-k2p
    @MohammedShakiluddin-k2p 5 місяців тому +1

    ভাই আমি যাব তোমার সাতে দেখা করব,, আমার চোখে পানি চলে আসলো,,

  • @MstHalima-dy5vb
    @MstHalima-dy5vb 9 місяців тому +188

    একটা জিনিস দেখলাম ভাইটির ইন্ডিয়ায় জন্ম হলেও তার ৯৯ ভাগ কথা বার্তা বলার ধরন বাংলাদেশিদের মত ❤
    এটাকেই বলে রক্তের টান😢

    • @arifuljakirmiah3738
      @arifuljakirmiah3738 8 місяців тому

      Oi furi tmr kita Indiar bepare idia ase pagol 6 ta Bangladeshr moto desh Indiar vitore ache sob age Bangladesh chilo pore British ra India kore dise oder

    • @animeshdas3683
      @animeshdas3683 8 місяців тому +7

      Tahole...tmr vai ke Bangladesh e niye nao

    • @rifatzisun6366
      @rifatzisun6366 8 місяців тому

      ​@@animeshdas3683ase poro amra ki bolsi oi Desh a thakte bd nijer desh vaba sikho

    • @bushranizam4722
      @bushranizam4722 7 місяців тому +4

      Diye den bangladeshe

    • @everyday_history
      @everyday_history 7 місяців тому +13

      ​@@animeshdas3683 Any Bengali Who identifies themselves as Bangladeshi can stay. Even if whole West Bengal people gets thrown out by India. We will give them shelter and food. Remember this is a land of Bengalis. No matter which Bengal you're from.

  • @বাংলারইতিহাস-ঞ৬ঙ

    অকল্পনীয় এক ভ্রমণ অভিজ্ঞতা

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      সত্যি অকল্পনীয়। 🙂 তখনকার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না দাদা 😔

  • @latifbepary8738
    @latifbepary8738 2 роки тому +6

    তোমার ভ্লগটি মুগ্ধ হয়ে দেখলাম । কষ্ট হলো দেখে যে , নিজের ভিটায় আজ পরদেশী। ভালো থেকো দাদা।তুমিও খুব ভালো মানুষ যা তোমার সহজ , সরল কথা থেকেই বুঝতে পারছি ।🙏🏿🙏🏿🙏🏿।আর ঢাকার ভিডিও দেখতে চাই

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +1

      ধন্যবাদ। আপনার লেখাটা আমাকে আবেগে ভাসিয়ে দিলো। ❤️

  • @DelightfulRallyCar-dy5kz
    @DelightfulRallyCar-dy5kz 5 місяців тому

    Khub bhalo laglo video ta dekhe 👌👌👌

  • @AzizKhan-we9cw
    @AzizKhan-we9cw 2 роки тому +4

    ভাইটা এত দূর থেকে এসেছে তাকে ঘরে বসতে না দিয়ে বাড়ির বাহির দাড়িয়ে রাখার কারণে আমি অনেক দুঃখ পেয়েছি, তাছাড়া আমি একজন বাংলাদেশি হিসাবে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    • @raselgazi9450
      @raselgazi9450 2 роки тому

      সত্যি ভাই এই বেপারে আমারও কষ্ট লেগেছে এটা ঠিক হয়নি এই বিষয়ে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি

    • @sabinaafrinshathi8330
      @sabinaafrinshathi8330 Рік тому

      ১০০% সত্যি, আমারা বাংলাদেশী,, আমাদের ঘর বাড়ি না থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে গরিব না,,কিন্তু বাড়ির মানুষ গুলো যা করলো, দেখে ভালো লাগেনি,আমার হিসাবে ভাইয়া দুই চার দিন রাখা উচিৎ ছিলো

  • @NiazYou
    @NiazYou 2 роки тому +60

    তোমার ভিডিওটা দেখে খুব ভাল লাগল, এবং তোমার অন্তরের কষ্ট টা অনুভব করতে পারছি। আমার নিজেরও চোখ দিয়ে পানি গাড়িতে পড়লো।
    আমি ঢাকা থেকে দেখছি। আমার দাদারাও চব্বিশ পরগনার, টিটাগরে থাকতেন। ১৯৫১ এর দিকে বাড়ি exchange করে ঢাকায় চলে আসেন।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +2

      কোনদিন ইন্ডিয়া আসুন। অপেক্ষা করবো।

    • @jahidsikdar7034
      @jahidsikdar7034 2 роки тому

      ভাই বরিশাল কোন জায়গা

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +1

      @@jahidsikdar7034 Nalchity, Gouripasha

    • @mukterhossain8741
      @mukterhossain8741 2 роки тому

      ভাই আমি Portugal থেকে দেখছি দেখছি। আমি অনেক বার কোলকাতা গেছি আপনার ব্যাবহার অনেক ভালো লাগলো।

    • @sonybiswas9237
      @sonybiswas9237 2 роки тому

      দাদা যেই সময় মনে চাইবে,বাংলাদেশে চলে আসবে

  • @shaikhabiullah6676
    @shaikhabiullah6676 Рік тому +9

    শিকড়ের টান মানুষ কে কখনো পিছু হটাতে পারে না 🥰
    নিজ জেলা থেকে আরেক জেলায় তো বেশিদিন থাকতে পারি না।।
    নাড়ীর টানে ছুটে আসি নিজ গ্রামে ❤️
    ❤️নোয়াখালী❤️

  • @k.maminulislam806
    @k.maminulislam806 3 місяці тому

    আমাদের এলাকা থেকে অনেক লোক ইন্ডিয়াতে থাকে,আমরা সবাই মিলে মিশে থাকতাম খুব মিস করি তাদের, আর কি কখনো দেখা হবে তাদের সাথে।

  • @shyamolkumarbiswas5284
    @shyamolkumarbiswas5284 2 роки тому +6

    পূর্ব পূরুষের ভিটা বাড়িতে পা দেওয়া একপ্রকার আত্মার শুদ্ধি হয় বলে মনে করি। আপনার জন্য শুভকামনা রইল।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      ধন্যবাদ দাদা। ভালোবাসা নেবেন 🙏

  • @Faria651
    @Faria651 2 роки тому +160

    ছোটবেলায় আমাদের পাশের বাড়ি হিন্দু বাড়ি ছিল।ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল।এরপর ওনারা ভারত চলে গেলো। আর দেখা হয় নি।খুব মিস করি তাদের। দোয়া করি তারা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +8

      ❤️

    • @scCBRRRTRrider
      @scCBRRRTRrider Рік тому

      ❤👍

    • @pritam9473
      @pritam9473 Рік тому +28

      😂apnader Ottayachar theke bache etai sob cheye valo upay..karon bengali hindu ra terrorist hote chay na😊

    • @Faria651
      @Faria651 Рік тому

      @@pritam9473 ছাগল এর মতো কথা বলবেন না। আপনি এসে দেখেছিলেন যে অত্যাচার করা হয়েছে কিনা?অত্যাচার করা হলে তাদের নিয়ে এত ইমোশন কাজ করতো না।যারা ছিল তাদের বেশির ভাগ আত্মীয় ভারতে ছিল তাই তারা সেখানে চলে গিয়েছিল।যতসব থার্ড ক্লাস চিন্তা ভাবনা।

    • @newbangladesh25
      @newbangladesh25 Рік тому

      ​@@pritam9473আপনি আসেন দেখেন এই দেশ, এই।দেশের মানুষ তার পর মন্তব্য করবেন।শুধু শুধু RSS এর রাজনৈতিক কথা বলবেন না।

  • @nomanmolla8165
    @nomanmolla8165 2 роки тому +13

    শুভ কামনা রইলো ভালোবাসা অবিরাম বিক্রমপুর বাংলাদেশ থেকে দেখছি। ভালো লাগলো আবার বাংলাদেশে আসবেন।

    • @hellochandan
      @hellochandan  2 роки тому +2

      অবশ্যই যাবো দাদা। এত ভালোবাসা পেলাম লোভ সামলাতে পারছি না যে ❤️

    • @biswajitdas-tg1ot
      @biswajitdas-tg1ot 2 роки тому

      Bikrampur e haldia bole ki kono jaiga aache

    • @alshamim1994
      @alshamim1994 2 роки тому

      হুম আছে হলৌদিয়া,চলতি ভাষা হোলদা লৌহজং থানায়।পদ্মা নদির পারে।

    • @biswajitdas-tg1ot
      @biswajitdas-tg1ot 2 роки тому

      @@alshamim1994thank you, ki bhabe sekhane jawa jai

    • @alamnoor95
      @alamnoor95 2 роки тому

      shirajdikhan ishapura

  • @NurMuhammad-r3d
    @NurMuhammad-r3d 3 місяці тому

    সত্যি বলতে অনেক ভালো লাগলো। 😢

  • @rohanahmed2137
    @rohanahmed2137 2 роки тому +846

    'দেশ ভাগ না হলে আমরাও এখানেই থাকতাম' কথাটার বিশ্লেষণ যে কতটা হৃদয় স্পর্শী হতে পারে তা শুধু ভুক্তভোগীরাই বলতে পারবে।

    • @amitmandal7417
      @amitmandal7417 2 роки тому +26

      😣😣 He Re Vai Desh Vaag Na HoLe Aamra Shoob Ek Shate Thaktam 😣😣😣

    • @ranjankar1952
      @ranjankar1952 2 роки тому

      Rajnoitik faida tulte desh ta bhag kore dilo, amra alada hoye gelam.

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 2 роки тому +15

      Desh abar kon Desh Chilo ra Pondit??! 47 salar aga british Bharat chilo o Sobai british nagorik Chilo. British asar aga Obivokto Bharat/ Kono Desh kokhonoi chilo na.
      47 sala Hindhu ra Hindhu dominate Akkhondho Hindhustan/Bahrot caya Chilo.
      Ar Muslim ra Muslim dominate country cayacha. Ar Muslim ra sata paya Onak Khushi o sontusto.
      Jata hoyca Sadhron Public ar ecchar vhittita hoyca sakhana tmr Pondit ar Ha Hutash korar ki asa??!?
      Sadhin Sarbovvhomo Bangladesh bhalo na lagla Hindhustan/Bahrot cola jata paro

    • @alientertainment985
      @alientertainment985 2 роки тому

      @@shahanulislambhuiyan6538 তোর সমস্যাটা কি কেউ পূর্ব পুরুষের ভিটা বাড়ি নিয়ে আফসোস করতেই পারে এতে তোর চুলকানি কেন?

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 2 роки тому +7

      @@alientertainment985 Ara Habla ami to vhita matir kotha Boli Nai amar comment a. Ami British Bharat Bivhokti ba main comment kari ar Desh vag nia bolchi. Ar jaka bolchi oi lok replay diba.
      Tor ato culkani uthca Kon jukti ta??!! Tui ki Hindhustani Dalal naki ja tor culkani uthca?!!
      Toder Dalal ra Atoi jokhon culkani Tui tor Bharat cola galai paris.

  • @symumakbar948
    @symumakbar948 2 роки тому +5

    আমাদের জমিদার বাড়ি এখন ও ইন্ডিয়া তে আছে,, ইনশাল্লাহ যাব একদিন

    • @ataullahtalukder7013
      @ataullahtalukder7013 2 роки тому

      জমিদার বাড়ির নাম কি?

    • @symumakbar948
      @symumakbar948 2 роки тому

      @@ataullahtalukder7013 ইলশি মারি, নদীয় জেলা তে,, বাড়ি নাম টা এখন বলতে পারছি না, তবে উনার বিশ্বাস টাইটেল এর,,,

  • @ramgopalsikder5934
    @ramgopalsikder5934 Рік тому +38

    একজন মানবতাবাদ তার মনোভাব অহিংসা সারাবিশ্বের কোন দেশেই যেতে তার ভয় নেই ভারত থেকে বলছি জয় হিন্দ

  • @simachoudhury3871
    @simachoudhury3871 4 місяці тому

    অভিনন্দন আপনাকে।
    আপনি পূর্বপুরুষের জন্মভুমি দেখা র সৌভাগ্য পেয়েছেন।

  • @swapanbiswas6647
    @swapanbiswas6647 2 роки тому +24

    চোখে জল আসার মত স্মৃতি আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ এখনো আছে

    • @imranulhaqueakib4699
      @imranulhaqueakib4699 2 роки тому

      কোথায় ব্রাদার?

    • @zamansarkar36169
      @zamansarkar36169 2 роки тому +2

      ঘুরতে আসেন। ভালো লাগবে

    • @wweshorts188
      @wweshorts188 Рік тому

      আমাদেরও নিজের অনেক মানুষজন বাংলাদেশে আছে।

  • @gopabagchi573
    @gopabagchi573 2 роки тому +12

    আমারও খুব দেখতে ইচ্ছা করে আমার ঠাকুরদার বাড়ি যেখানে আমার বাবা শৈশব কাটিয়েছে কিন্তু সুযোগ হয়নি আপনি সৌভাগ্যবান যে নিজে গিয়ে দেখে আসলেন ,ভালো থাকুন 👍

  • @mohonroy2585
    @mohonroy2585 Рік тому +164

    তুমি কত ভালো ছেলে, তোমার পূর্বপুরুষদের জন্মস্থানে চলে এসেছ। এটা তোমার মহাতীর্থ স্থান। এই ভূমির মাটি নিয়ে যাও।

    • @hellochandan
      @hellochandan  Рік тому +9

      ধন্যবাদ ❤️

    • @nandamitra7627
      @nandamitra7627 Рік тому +3

      ❤❤❤

    • @JoyRoy-y1l
      @JoyRoy-y1l 2 місяці тому

      আমার বারিও বরিশালে দাদা আসোলে দাদা আমাদের বোরিশালের মানুষ আসোলেই অনেক ভালো

  • @farzanasultana-fs9ol
    @farzanasultana-fs9ol 6 місяців тому

    মায়া মায়া আর মায়া।ভাই কতটা কষ্ট পেল তা আমার কান্নায়ই টের পেলাম।

  • @raihanulislam6182
    @raihanulislam6182 2 роки тому +8

    খুব বেশিক্ষন দেখতে পারলাম না, দেখতে দেখতে কখন যে দুচোখ পানিতে ভরে গেছে খেয়ালই করিনি। চোখ ঝাপসা হয়ে আসাতে বুঝলাম আমি মনের অজান্তেই কাঁদছি। ভালো থেকো ভাইয়ারা।

  • @ognijoy2532
    @ognijoy2532 2 роки тому +4

    দাদা আপনার ভিডিও দেখলাম বেশি কষ্ট লাগল" কেন না আমার পুর্ব পুরুষদের ভিটে মাটি এখন ও #ওপার বাংলার"লোকেদের জবর দখলে" ভাগ্যর কি নির্মম পরিহাস ধনী লোক হয়েও গরীব লোকেদের মত জিবন যাপন করেছেন,আমার দাদা মরহুম ( ইনছান মন্ডল) পিতা খাতের মন্ডল" জেলাঃ নদীয়া" থানাঃ করিম পুর" গ্রামঃ কুমরী.. ইউনিয়ন হোগল বাড়িয়া..

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      🥺🥺🥺🥺 চলে আসুন, দেখে যান আপনি

    • @ognijoy2532
      @ognijoy2532 2 роки тому

      @@hellochandan আমার কাছে পাসপোর্ট ভিসা কিছুই নেই,তারপরেও অর্থাভাবে আছি,তবুও রিক্যুয়েষ্ট যদি পারেন একটু সহযোগিতা করবেন প্লিজ প্লিজ প্লিজ..

  • @Protima1245
    @Protima1245 2 роки тому +4

    তুমি অনেক সৌভাগ্যবান

    • @hellochandan
      @hellochandan  2 роки тому

      এটা কে লিখলি রে?? 😁

    • @Protima1245
      @Protima1245 2 роки тому

      @@hellochandan Usu😑

  • @Generalknowledge-v3h
    @Generalknowledge-v3h 4 місяці тому

    🥺🥺🥺🥺🥺

  • @bbk491
    @bbk491 2 роки тому +8

    চোখে জল নিয়েই ভিডিও টা দেখছি... Jethur জন্য পুকুরের জল নিয়ে আসতে parte...... Jedin থেকে আমিও শুনেছি বাংলাদেশের vite মাটির কথা সেদিন থেকেই মনের মধ্যে এই আশা নিয়ে আছি একদিন যাবো.. পাসপোর্ট রেডি vagoban সঙ্গ দিলেই rouna hobo... Samoi পেলেই ma babar mukhe bangladesr galpo শুনি😢😢