৯১ বছর পুরোনো পুকুর ঘাটে আজও লেখা আমার পূর্বপুরুষদের নাম 🇧🇩 | পূর্বপুরুষের ভিটা | বাংলাদেশ

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • ১ অক্টোবর,২০২২ । আমার জীবনের সব থেকে স্বরনীয় দিন। যে দিনটা মনে থেকে যাবে মৃত্যু অবধি। শেষমেশ আমি, দিব্য দা, Fahim দা গিয়ে পৌছালাম সেই গৌরীপাশা গ্রামে। কিন্তু তখনও আমি কনফিউশানে ভুগছিলাম যে আদৌ কি ওটা ঠাকুরদার গ্রাম!
    ৩ জন ওই গ্রামে ঘুরছিলাম আর সবার কাছে জিজ্ঞেস করছিলাম “এমন কোন বাড়ি আছে, যে বাড়ির পুকুরে অনেক পুরোনো পাকা ঘাট আছে?”( আমি শুনেছিলাম যে ঠাকুরদার বাবা তার বাবা আর মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ঘাট বানিয়েছিলেন।) জিজ্ঞেস করতে করতে একসময় মনে হচ্ছিলো হয়ত পাবোই না খুঁজে। ঠিক সেই সময় একজন জেঠ্যু জানালেন যে ওরকম ঘাট আছে ওই গ্রামেই এবং উনি নিজেই সেই বাড়ি নিয়ে গেলেন আমাদের। 🥺 তারপর আর কি! সেখানে গিয়ে চোখে পরলো সেই পাকা ঘাট। দিব্য দা আর ফাহিম দা দুজনে ঘাটের গায়ে শ্যাওলা পরিস্কার করতেই দেখা পেলাম আমার ঠাকুরদার ঠাকুরদা ও ঠাকুরমার নাম আর ঘাট তৈরি করার সাল (১৯৩২) । তারিখ হিসেব করে দেখলাম ঘাটের বয়স প্রায় ৯১ বছর। 😌
    তখন চখের জল আটকে রাখাটা মুশকিল হয়ে পরছিলো। কি করবো বুঝে উঠতে পারছিলাম না৷ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ওই বাড়ির বর্তমান যারা থাকেন তাদের সঙ্গে কথা বললাম। তারা প্রথমে একটু এরিয়ে চলছিলেন কিন্তু পরে ওনাদের ব্যবহার ছিল পরিবারের মত। হাতে ভাজা খই, নারকেল, চিনি খেতে দিলেন, দুপুরে খাওয়ার জন্য অনেক জোর করলেন আর ওই জায়গা ঘুরে দেখার অনুমতিও দিলেন। ওই গ্রামে গিয়ে MD Rayhan Akon ভাইকে ম্যাসেজ করেছিলাম। সঙ্গে সঙ্গে ভাইও আমার সঙ্গে দেখা করতে চলে আসে।
    পুরো জায়গাটা ঘুরে দেখলাম, পুকুরের জল খেলাম তারপরও ওই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছেই করছিলো না তখনকার অনুভূতি একমাত্র আমি উপলব্ধি করতে পারছিলাম।কি যে একটা কষ্ট বুকে চেপে বসেছিলো! যেখানে আমার পূর্বপুরুষদের ছোট থেকে বড় হয়ে ওঠা সেই জায়গা থেকে ফিরে আসতে ইচ্ছে হয় কি করে! অবশেষে ফিরতেই হল। ওই ভিটা আর ঠাকুরদাদের নেই যে।🥺 কিন্তু এবারের যাওয়াটা প্রথমবার হলেও বেঁচে থাকলে ওই ভিটায় আবারও যাবো বারবার যাবো....
    ফেরার আগে MD Rayhan Akon ভাই তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে গিয়ে এত কিছু খাওয়ালো যে পেটে এক গ্লাস জল খাওয়ার মতও জায়গা ছিলো না ।
    বাংলাদেশের মানুষজনের আতিথেয়তা আর ভালোবাসা আমি কোনদিন ভুলবো না। আমার ১০-১১ দিনের বাংলাদেশ সফরে একবারের জন্য মনে হয়নি আমি অন্য দেশে আছি,পরিবার থেকে দূরে আছি। ❤️
    ইন্ডিয়া থেকে বাংলাদেশ গিয়ে ঠাকুরদার ভিটা খুঁজে পাওয়া সম্ভবই হত না যদি না কিছু মানুষের সঙ্গে পরিচয় হত। দিব্য দা, ফাহিম দা, তমা, কাকিমা, রায়হান ভাই আর বরিশালের একটা ফেসবুক গ্রুপ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এত বছর পর আমাকে আমার পূর্বপুরুষের ভিটাতে পৌছে দেওয়ার জন্য ❤️ 🙏
    -----------------------------------------------------
    Music From Free To Use Music
    Track: Miss You Back by Nettson & RedBird
    • Pop No Copyright Songs...
    -----------------------------------------------------
    💁‍♂️ UA-cam Handle - / @hellochandan
    👉 Instagram : ...
    👉 Facebook Page : www.facebook.c...
    🇧🇩 BANGLADESH VLOGS 🇧🇩
    1) India to Bangladesh - • 🇮🇳 India to Bangladesh...
    2) How Bangladeshi Treat Indians - • 🇧🇩 How Bangladeshi Tre...
    3) Bangladesh Railway - • Bangladesh Railway 🇧🇩 ...
    4) Most Craziest First Night At Khulna- • Most Craziest First Ni...
    5) Khulna To Barisal By BRTC - • 🇮🇳 Khulna To Barishal ...
    6) Bangladeshi Sim Card For Tourists - • Bangladeshi Sim Card F...
    7) Durgapuja Of Bangladesh -
    • বাংলাদেশের দুর্গাপূজা ...
    8) Barishal Mahashamshan - • ৫ একর জমিতে রয়েছে ৬৫ হ...
    9) পূর্বপুরুষের ভিটায় যাওয়া ( Part - 1) - • 🇧🇩 ৭৫ বছর পর বাংলাদেশে... EqyM
    #bangladesh #bengalivlog #vlog #indianinbangladesh #bangladeshvlog #bangladeshtour

КОМЕНТАРІ • 6 тис.