ড. ইউনূসের অপকর্ম বাংলাদেশের মিডিয়া যথেষ্ট এক্সপোজ করতে পারছে নাঃ মোজাম্মেল বাবু

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও আর্ন্তজাতিক কূটনীতির প্রশংসা করে বাংলাদেশ এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, “ভারতের ট্রানজিট ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ নিয়ে আসার মতো সাফল্যের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা না করে ভারতের রেল ট্রানজিট নিয়ে নানা কথা বলছি।“
    তিনি আরও বলেন ড. ইউনূসের অপকর্মের ঘটনা বাংলাদেশের মিডিয়ায় আমরা যথেষ্ট এক্সপোজ করতে পারছি না। অসহায় গরিব পরিবার ৫০০০ টাকা না দিতে পারলে টিনের চাল খুলে নিয়ে যায়, অথচ ভূমিহীনদের লোন দেওয়ার জন্য তৈরি মাইক্রো ক্রেডিট ব্যাংক থেকে নিজের পৈতৃক প্রতিষ্ঠান দুলা মিয়া প্রিন্টিংকে ১০ কোটি টাকা ঋণ দিয়েছে যা পরে বৃদ্ধি পেয়ে ২০ কোটি টাকা দাঁড়িয়েছে। কিন্তু ড. ইউনূস ওয়েভার দিয়ে সেই ঋণ খেলাপিদের মওকুফ করেছেন।
    ১/১১ এর সময় ড. ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে বলে নোবেল দেওয়া হয়েছিলো। একইভাবে আল বারাদে, এটমিক এনার্জির একজনকে মিশরের প্রেসিডেন্ট ও ইরানের শিরিন এবাদিকেও নোবেল দেওয়া হয়েছিলো রাষ্ট্রক্ষমতা গ্রহণ করার জন্য। তিনজনের একজনকেও জনগণ গ্রহণ করেনি। তারা নোবেল পুরস্কার দিয়ে সঙ্কটকালে পাঠায়। ড. ইউনূস জাতিকে লিখেছিলেন, কে কে তাকে সমর্থন করেন ও তার থেকে কী চান, তা ইমেইল ও এসএমএসের মাধ্যমে জানাতে বলেছিলেন। ড. ইউনূস তার সমর্থনে মাত্র তিনটি এসএমএস আর দুটি ইমেইল পেয়েছিলেন। সেদিন থেকে সিদ্ধান্ত নেন রাজনীতি তার পক্ষে করা সম্ভব না।
    #Bangladesh #AwamiLeague #SheikhHasina #Leadership #Yunus #FraudYunus

КОМЕНТАРІ • 2

  • @MDAL-AMIN-cs6rj
    @MDAL-AMIN-cs6rj 11 годин тому

    100% সত্য কথা ডঃ ইউনুসকে নিয়ে বলেছেন এই সাংবাদিক।❤❤❤ আমি নিজেও দেখেছি গ্রামে প্রতি সপ্তাহে ঝগড়াঝাটি মারামারি লাগতো কিস্তি পরিশোধ নিয়ে। ইন্টারেস্টেড ছিল অনেক হাই।