রজব মাসের দোয়া | প্রতিদিনের নামাযান্তে পড়ুন | বাংলা সাবটাইটেল

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024
  • রজব মাসের প্রতিদিনের দোয়া
    সাইয়েদ ইবনে তাঊস ( রহ.) মুহাম্মদ ইবনে যাকওয়ান থেকে রিওয়ায়ত করেছেন ( মুহাম্মদ ইবনে যাকওয়ান অধিক সিজদাহ ও ক্রন্দন করার জন্য অধিক সিজদাহ কারী উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং অধিক অধিক ক্রন্দন করার জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন) । মুহাম্মদ ইবনে যাকওয়ান বলেন : আমি একদা হযরত ইমাম জাফার সাদিকের ( আ ) কাছে আরয করলাম : আমি আপনার জন্য কুরবান ( উৎসর্গ) হই । এই মাস রজব মাস । ( এই মাসে ) আমাকে এমন এক দুআ শিখিয়ে দিন যার মাধ্যমে মহান আল্লাহ আমাকে উপকৃত করবেন । তিনি (আ) বললেন : বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখ ; রজব মাসের প্রতি সকাল ও সন্ধ্যায় এবং দিনরাতের নামায সমূহের শেষে পড় :
    হে ঐ মহান সত্তা যাঁর কাছে আমি সকল কল্যাণ ও মঙ্গল আশা করি
    এবং সকল মন্দ ও অকল্যাণের ক্ষেত্রে যাঁর ক্রোধ ও অসন্তুষ্টি থেকে নিরাপদ হতে চাই।
    হে ঐ মহান সত্তা যিনি ( বান্দার ) অল্প ও সামান্য আনুগত্য ও আমলের বিনিময়ে অনেক অনেক (পূণ্য) দান করেন!
    হে ঐ মহান সত্তা যিনি প্রার্থনা কারীকে তা দেন যা সে তাঁর কাছে চেয়েছে !
    হে ঐ মহান সত্তা যিনি করুণা ও অনুগ্রহ বশতঃ ঐ ব্যক্তিকে দান করেন যে তাঁর কাছে কিছু চায়নি এবং তাঁকে চেনেও নি !
    আপনার কাছে আমার এ প্রার্থনার মাধ্যমে আপনি আমাকে ইহকালের যাবতীয় কল্যাণ এবং পরকাল যাবতীয় কল্যাণ দিন
    এবং আপনার কাছে আমার এ প্রার্থনার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সমুদয় অকল্যাণ ও অমঙ্গল আমার থেকে দূর করে দিন ।
    কারণ , আপনি যা দিয়েছেন তা নিঃখুঁত।
    অতএব, আমার প্রতি আপনার কৃপা বৃদ্ধি করুন হে দয়ালু উদার মহান সত্তা !
    রাবী বলেন : অত:পর ইমাম সাদিক ( আ ) নিজের দাঁড়ি মুবারক বাম হাতের মুঠোয় ধরে পরম ভক্তি ও বিনয় সহকারে ডান হাতের তর্জনী ( বৃদ্ধাঙ্গুষ্ঠীর পার্শ্বস্থ অঙ্গুলি ) নাড়া চাড়া করে বললেন :
    হে মহান দয়ালু ইলাহ্ ! হে নিয়ামত সমূহের অধিকারী এবং দান ও দয়াদাক্ষিণ্য কারী সত্তা !
    হে দয়ালু ও দানশীল সত্তা! আমার মাহাসিন (দাঁড়ি) অর্থাৎ আমার অস্তিত্বকে দোযখের আগুন থেকে হারাম করে দিন ( আমাকে দোযখের আগুনের শাস্তি ও আযাব থেকে মুক্তি দিন ) ।
    অনুবাদ :
    মুহাম্মদ মুনীর হুসাইন খান
    ২-১১-১৪০১

КОМЕНТАРІ • 3

  • @hazartali2719
    @hazartali2719 Рік тому +1

    এক রহমত পূর্ণ আবির্ভাব

    • @nur-ealemohammad9125
      @nur-ealemohammad9125  Рік тому

      উপকারী মনে হলে শেয়ারের অনুরোধ থাকবে জনাব।

  • @SheikhAbulFazal
    @SheikhAbulFazal Рік тому +1

    Zazakallah