ইউটিবার অনেকেই কিন্তু আপনার মতো এতো সুন্দর করে সত্যি কথা গুলো কেউ শেয়ার করে না । আপনি বর্তমান অবস্থা থেকেও অতীত কে ভুলে যাননি । আপনি নিজে কষ্ট করে কাজ শিখেছেন, তাই নতুনদের অবস্থা গুলো খুব ভালো করে বুঝেন, তাই আপনি এগিয়ে এসেছেন । আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ । দোয়া করি আপনি আরও বড় হন । আর একটা কথা বলে পারছি না, আপনার হাসিটা খুব মিষ্টি, আর আপনার বাচনভঙ্গি অসাধারণ ।
ইউটিবার অনেকেই কিন্তু আপনার মতো এতো সুন্দর করে সত্যি কথা গুলো কেউ শেয়ার করে না । আপনি বর্তমান অবস্থা থেকেও অতীত কে ভুলে যাননি । আপনি নিজে কষ্ট করে কাজ শিখেছেন, তাই নতুনদের অবস্থা গুলো খুব ভালো করে বুঝেন, তাই আপনি এগিয়ে এসেছেন । আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ । দোয়া করি আপনি আরও বড় হন
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনিই একমাত্র ব্যক্তি জিনি আসল দুনিয়া টা কেমন টা বোজন।এইভাবে আমাদের মত যুবকদের লাইফ বিল্ড করতে সাহায্য করে যাবেন।আমরা আপনার সাথে আছি।
অনেক অনেক উ্তসাহ পেলাম, আবার নতুন করে মনের শাক্তি ফিরে পেলাম, আমারও ৭-৮ বছর চেষ্টা চলছে.......শুধু মাত্র সঠিক গাইডলানের মানুষের অভাব বোধ করছি...ধন্যবাদ আপনার এই ভিডিওর জন্য
আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার আছে ভাই। আজই প্রথম আমি আপনার ভিডিও দেখে আপনার ফ্যান হয়েগিয়েছি এবং ফ্রিল্যান্সিং এ ওয়েব ডেভেলপমেন্টে আমার সঠিক দিকনির্দেশনা গুলো খুজে পেয়েছি। দোয়া করবেন আমার জন্য । আমি মাত্র 7/8 দিন আগে থেকে সিধান্ত নিয়েছি যে. আইটি সেক্টেরে কিছু একটা করব ইনশাআল্লাহ। আমি যদিও খুব ধৈর্যশীল মানুষ না। তারপরেও নিজের যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভাইয়া আমি HTML part 19 পর্যন্ত দেখেছি এবং প্র্যাকটিস করছি। আপনার শেখানোর পদ্ধতি, আপনার অ্যাটিটিউড আমার ভালো লাগে । কোডিং শেখার প্রবল ইচ্ছা । আমার জন্য দোয়া করবেন।
আমি মনে করি আপনিও তার মতোই সুন্দর ভাবে উপস্থাপন করেন। আমি আরো অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখেছি তার মধ্যে Procoder ফার্স্ট লেভেলে। 💕ভালবাসা রইল ভাইয়া💕 সব সময় আপনার বিডিওর অপেক্ষায় থাকি🥰
গাফিক্স ডিজাইনের যা টুকিটাকি শিখেছেন মনে হয় তা এবং সেগুলো মনে হয় আপনার ওয়েব ডিাজইনের কিছু কিছু জায়গায় কাজে লেগেছে। কারন যারা ভালো ওয়েব ডিজাইনার তারা অনেকে মোটামুটি ভালো মানের গ্রাফিক্সের কাজও জানে। ভালো লেগেছে আপনার ভিডিও। শুভ কামনা।
ভাই, আমিও লাস্ট কয়েকদিন SEO শিখছিলাম বাট কাকতালীয় ভাবে আপনি যে কারনে ছেড়ে দিয়েছিলেন আমিও অনেকটাই সেই কারনে শিখার আগ্রহ হারিয়ে ফেলেছি, কারন আমি মাত্র শিখছি এখন যারা এক্সপার্ট তাদের টপকিয়ে আমার ওয়েবাসাইট রেংক করাটা অনেক কষ্টকর হবে হয়তো। এখন ওয়েব ডেভলপার হওয়ার ইচ্ছে কাজ ও শিখছি দোয়া করবেন। আপনার কথাগুলো অনেক উপকারি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।💖💖
ভাই আপনার মত অনেক দূর্গম পথ আমারও পারি দিতে হয়েছে। আমি ২০১৩ সাল থেকে বাংলাবাজার বইয়ের দোকানে টাইপ করি। লং টাইম কাজ করতে হয়েছে। তখন অনেকের কাছ থেকে শুনলাম অনলাইনে টাকা আয় করা যায়। বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে ডাটা এন্ট্রি কাজ শুরু করলাম, সফল হতে পারি নি। অবশেষে ২০১৬ সালে জামাল স্যার থেকে এসইও কোর্স কিনলাম, অনলাইন ক্লাসে ভর্তি হলাম। দীর্ঘ সময় পর আপওয়ার্কে ৫ ডলারের একটা কাজ পেলাম। দুইদিন লাগলো শেষ করতে। ভালো রিভিউ পেলাম। এরপর আর কাজ পাই নাই। ছেড়ে দিলাম অনলাইন জগত। শুরু করলাম সরকারি চাকরির চেষ্টা। অনেক উঁচু - নিচু পথ অতিক্রম করে সফল হলাম ২০১৯ এর ডিসেম্বরে, আলহামদুলিল্লাহ সরকারি জব হলো, এরপর আবার ২০২০ এর ডিসেম্বরে দ্বিতীয় বারের মত সরকারি জব হলো বাংলাদেশ সুপ্রীম কোর্টে। এখন সেখানেই কর্মরত আছি। এরইমধ্যে আবার শুরু করলাম ওয়েব ডিজাইনিং শেখা। আপনার চ্যানেলের html css ভিডিও tutorial গুলো শেষ করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি এটাতেও যেন সফল হতে পারি। আমিন।
আমিও আপনার মতো পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাইছি।এখন অনার্স প্রথম বর্ষ।গ্রাফিক্স ডিজাইনেও কিছু হয় নি।এখন ওয়েব ডিজাইন শিখছি।এরপর ডেভেলপমেন্ট এর দিকে যাবো।
আচ্ছালামুআলাইকুম ভাইয়া। আপনাকে খুব ভালোলাগে। আপনার কথাগুলো খুব ভালো লাগে। আপনার ভিডিওর নোটিফিকেশন দেখলেই ক্লিক করে আগে একটা লাইক দিই তারপরে ভিডিও দেখা শুরু করি। জাজাকাল্লাহ খইর
Bhai ami codding ses korci akhon ward page sikci ...akjon web development hoyar jonno aro koto jinish sikta hoba and ami sunci ja fast time fiverr a kaj paya jaw nah ata aktu janaban plz bro plz bro ..?
Aj prothom dekhlam apner vedio hoye gelam apner akjon khudro subscriber shikhar agroho onnek besi nasim vai shoho aro onek ke follow kori but apner moto legaly avabe kow boleni apner kotha gula theke real a onek kisu shikhar ase tai agroho ta aro onek bere gelo valobasa roilo❤️❤️❤️❤️
ধন্যবাদ স্যার৷ অনেক অনুপ্রেরণা পেয়েছি পুরো ভিডিও টা দেখে৷ আপনার সাথে আমার হুবহু মিল৷ তবে আমি এখনো ব্যার্থ তে আছি৷ জানি না মহান আল্লাহ তায়ালা আমাকে কোনদিন সফল করবেন৷ কোডিং করেই যাচ্ছি তাও আবার মোবাইল দিয়ে৷ দারিদ্র্যতার কারণে ল্যাপটপ নিতে পারছি না৷ দোয়া করবেন স্যার৷
অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে, আর আপনার সাজানো কথা শুনেই সাবস্ক্রাইব করে নিলাম। আমিও ২০১১ /২০১২ এর এর দিকে রাসেল ভাইয়ের টিউটেরিয়াল দেখে দেখে শিখছিলাম কিন্তু কনটিনিউ করতে পারিনি নানান কারনে যদিও কাজটা শিখতে ভালো লাগতো। তবে আবার শুরু করেছি গত ১ মাস থেকে। দোয়া করবেন আমার জন্য।
অনেক ভালো লাগছে ভিডিও টা দেখে আমি আপনার ভিডিও থেকেই কোডিং শিখতেছি , ইনশাআল্লাহ আমার ইচ্চা ওয়েব এ ক্যারিয়ার গঠণ করা দোয়া করবেন ভাইয়া, আপনার জন্য ও দোয়া রইলো
puro video ta deklam apanke onk honest lok mone holo... ekhon apnar kas theke web designe er valo maner course asha korsi.... apni web desgin vue dia ek ta course korle amr onk upokar hobe
0:11 ai prothon kono youtuber ke dekhlam j ki na onno kono channel k promote korce.. Appreciate u, atar dara buzhte baki nai je apni asholei apni kicu sekhate chan..
জোস ভাই আপনাকে অনেক ভালো লাগছে মন খুলে কথা বলেন আপনার চিন্তা অনেক ভালো। মানুষ কে সাহায্য করার চেষ্টা আছে আপনার ভেতর এগিয়ে যান। প্রথম ভিডিও দেখে সাব্সক্রাইব করলাম
ভাই আপনার এই ভিডিও টা দেখে নিজের মধ্যে অন্য রকম একটা আস্থা খুঁজে পেলাম ভাই আমি ছোটবেলা থেকেই ফোটোগ্রাফিটা ভালো লাগতো সেই থেকেই গ্রাফিক্স ডিজাইনার হয়ার ইচ্ছেটা জাগে কিন্তু অনেক দিন যাবত এই গ্রাফিক্স ডিজাইন ফলো করলাম কিন্তু বার বার মনে হচ্ছে এইটা হবে না আমাকে দিয়ে এর গত ২দিন যাবত ওয়েব ডেভেলপমেন্ট এর কোর্স ফলো করছিলাম আজকে এটাও ভালো লাগছিলো না....যাই হোক ভাই আপনার এই ভিডিও টা দেখে আবার নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখার অনুপ্রেরণা পেলাম ধন্যবাদ ভাই ❤️
আপনার এই ভিডিও থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি অনার্স দ্বিতীয় বর্ষে আছি। পাশাপাশি গ্রাফিক ডিজাইন শিখছি। অলরেডি এলইডিপি থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্স শেষ করেছি। প্রথম যখন মনে হয়েছিল ফ্রিল্যান্সিং হয়তো অনেক টাকা। কিন্তু আস্তে আস্তে বাস্তবতা বুঝতে পারলাম। আসলে তেমন সহজ নয়। প্রথম দিকে প্রচুর সময় এক্সপেন্ড করেছি। কিন্তু যখন বুঝতে পারলাম, সাথে পড়াশোনাটাও করতে হবে। এখন পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজাইন টা কে নিয়েছি....। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখার ইচ্ছা আছে আমার। গ্রাফিক ডিজাইন শেখার আগে ইউটিউব থেকে ভিডিও দেখে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখেছিলাম। আশাকরি আপনার চ্যানেল থেকে বেসিক তো অ্যাডভান্স ওয়েব ডিজাইন-ডেভেলপিং এর উপরে ভিডিও পাব।
আসসালামু আলাইকুম, ভাইয়া আমার লাইফেও আপনার মত ধাক্কা খেতে খেতে আসলাম কিন্তু কষ্টের বিষয় হলো আপনার মতো সাকসেস এখনো হইনি। কিন্তু চেষ্টা শক্তি এবং মনবল থেমে নেই আমার। আমার কেমন যেন মনে হচ্ছে আমিও একদিন আপনাদের মত সাকসেস হবো তবে এতো সহজে না। আপনি যেমন রাসেল ভাইয়ের ভিডিও দেখার পরে আরো আগ্রহ পেয়ে কাজ শেখার ইচ্ছে যুগিয়েছিলেন এবং পরে ভিডিওতে সকলের সাথে শেয়ার করেছেন ঠিক তেমনটাই যেন আমার সাথে হয়। আমি আপনার একটি ভিডিও মাত্র দেখা শেষ করলাম HTML এর উপর আর এটা দেখেই কেনো যেনো মনে হচ্ছে আমি বুঝতেছি, আমি আরো দেখলে আরো বুঝতে পারবো। দোয়া করবেন আমি যেন ঠিক একদিন আপনারই মতো করে আপনার নামে ভিডিও বানাতে পারি এবং সকলকে বলতে পারি আমার অনুপ্রেরণা ছিলো আলী ভাই। আমিও গ্রাফিক ডিজাইন, এসইও শিখেছিলাম কেনো যেনো মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব না। এমনিতে সকলের কাছে শুনতাম ডেভেলপার হওয়া অনেক কঠিন কিন্তু আপনার ভিডিও দেখে তেমন মনে হচ্ছেনা। আশাকরি সামনের দিকে আরো ভালো কিছু শিখতে পারবো তার জন্য লাগবে আপনার দোয়া। আর আপনার জন্য ও দোয়া ভালোবাসা রইলো অফুরন্ত 🥀
ভাইয়া, আমি আজকেই প্রথম আপনার ভিডিও দেখলাম। কথা গুলো ভালো লেগেছে। ব্যর্থতার কথা সচরাচর কেউ বলেনা। কিন্তু এটাই সবচেয়ে বড় ইন্সপাইরেশন আসলে। সাবস্ক্রাইব করে রাখলাম ভাইয়া। লাইক দিয়েছি, ডিজলাইক অন্যকোন ভিডিও দিবো 🙂
Thank you so much vaiya! ato sondor kichu ktha amader sathe shear korar jonno... Apnar ktha gula onk valo laglo vaiya. apnar moto ei rokomer ktha age kothau sonte pari nai.. apni hocchen amr rasel ahmed vai. aj theke ami apnakei follow korbo.. plz vaiya pase thaiken
Apnar sob iccha Allah puron koruk doa kori....last e dislike dear concept ta rare, sobai bole na... so thank you for being so much modest. I admire you...amr jonnou doa korben.
ভিডিও টা পুরাতন, সাজেস্ট এ আসাতে ভিডিও টা দেখতে আসলাম।আমার একটা অফ টপিক বিষয়ে কথা ছিল এই চ্যনেলে নিয়মিত পডকাস্ট হলে ভাল হয়,এখন পডকাস্টে সব যে প্রোগার্মার হবে এমন না,আর গ্রোবিগ ইউটিউব চ্যনেলের ফখরুল উনার সাথে পডকাস্ট চাই
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জার্নি শেয়ার করার জন্য। আপনার ভিডিও'র প্রিমিয়াম কোয়ালিটি আমাকে সবসময় আকৃষ্ট করে। যেহেতু, ওয়ার্ডপ্রেস এর কথা বললেন, অনুরোধ থাকবে ২০২১ এর ভেতর ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এর কোর্স পাবলিশ করার জন্য। কারন, ইউটিউব এ থিম ডেভেলপমেন্ট এর অনেক ভিডিও পাওয়া যায় কিন্তু প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে বাংলা ভালো কোন কনটেন্ট নেই। তাই বিষয় টি ভেবে দেখবেন। - ধন্যবাদ
সময় নিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট এ জানান। 👍🏻
ভাই পোর্ট্রেট ডিসপ্লে সেটাপ নিয়ে একটু জানতে চাচ্ছিলাম।
Vai onk valo lagce video ta
Apni Video sei banan vaiya, love youuuuuuu ❤❤❤❤💓❤
Helpful for us
So much inspired vaia 💕💕
ইউটিবার অনেকেই কিন্তু আপনার মতো এতো সুন্দর করে সত্যি কথা গুলো কেউ শেয়ার করে না । আপনি বর্তমান অবস্থা থেকেও অতীত কে ভুলে যাননি । আপনি নিজে কষ্ট করে কাজ শিখেছেন, তাই নতুনদের অবস্থা গুলো খুব ভালো করে বুঝেন, তাই আপনি এগিয়ে এসেছেন । আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ । দোয়া করি আপনি আরও বড় হন । আর একটা কথা বলে পারছি না, আপনার হাসিটা খুব মিষ্টি, আর আপনার বাচনভঙ্গি অসাধারণ ।
আমার জন্য দোয়া করবেন।
ভাই আমি আপনার কাছে কাজ শিখতে চাই আমি কিভাবে কি করবো।বলেন। আপনার সাথে কন্টাক্ট করবো কিভাবে।।
Masaallah vaiya
“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
- হযরত আলী (রা)
সাগরের মতই বিশাল মন-মানুষিকতা আপনার!!জীবনের গল্পটা অবলীলায় বললেন,এর থেকে অনেককিছু শিখতে পারলাম!!!
লেগে থাকাটাই আসল কথা। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। নতুনদের জন্য অনেক উপকারী উপদেশ পাওয়া যাবে এই ভিডিওতে
ইউটিবার অনেকেই কিন্তু আপনার মতো এতো সুন্দর করে সত্যি কথা গুলো কেউ শেয়ার করে না । আপনি বর্তমান অবস্থা থেকেও অতীত কে ভুলে যাননি । আপনি নিজে কষ্ট করে কাজ শিখেছেন, তাই নতুনদের অবস্থা গুলো খুব ভালো করে বুঝেন, তাই আপনি এগিয়ে এসেছেন । আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ । দোয়া করি আপনি আরও বড় হন
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনিই একমাত্র ব্যক্তি জিনি আসল দুনিয়া টা কেমন টা বোজন।এইভাবে আমাদের মত যুবকদের লাইফ বিল্ড করতে সাহায্য করে যাবেন।আমরা আপনার সাথে আছি।
মাশাআল্লাহ, আপনার চেহারার মধ্যেই একজন ভালো মানুষের প্রতিচ্ছবি খুজে পাই- মহান আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন
ভাইয়া আপনার এই ভিডিওটা লেগে থাকার এক চমৎকার মেসেজ আপনার জন্য প্রান ভরে দোয়া রইলো!
Knvyo
.
অনেক সুন্দর করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাইয়া। খুব ভালো লাগলো। আপনার আগামী দিন গুলো সুন্দর হোক।
আমিও হতাশ হয়েগেছিলাম।
কিন্তু video টা দেখে নতুন আবার কাজ টা করার ইচ্ছা জেগে ওঠেছে,,,,,,,ধন্যবাদ
অনেক অনেক উ্তসাহ পেলাম, আবার নতুন করে মনের শাক্তি ফিরে পেলাম, আমারও ৭-৮ বছর চেষ্টা চলছে.......শুধু মাত্র সঠিক গাইডলানের মানুষের অভাব বোধ করছি...ধন্যবাদ আপনার এই ভিডিওর জন্য
আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার আছে ভাই। আজই প্রথম আমি আপনার ভিডিও দেখে আপনার ফ্যান হয়েগিয়েছি এবং ফ্রিল্যান্সিং এ ওয়েব ডেভেলপমেন্টে আমার সঠিক দিকনির্দেশনা গুলো খুজে পেয়েছি। দোয়া করবেন আমার জন্য । আমি মাত্র 7/8 দিন আগে থেকে সিধান্ত নিয়েছি যে. আইটি সেক্টেরে কিছু একটা করব ইনশাআল্লাহ। আমি যদিও খুব ধৈর্যশীল মানুষ না। তারপরেও নিজের যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভাইয়া আমি HTML part 19 পর্যন্ত দেখেছি এবং প্র্যাকটিস করছি। আপনার শেখানোর পদ্ধতি, আপনার অ্যাটিটিউড আমার ভালো লাগে । কোডিং শেখার প্রবল ইচ্ছা । আমার জন্য দোয়া করবেন।
ভাইয়া আপনাকে অন্যদের থেকে ভালো লাগে কারন আপনি যেকোনো জিনিস খুব সুন্দর করে শেখান আর show-off করেন না
আমি মনে করি আপনিও তার মতোই সুন্দর ভাবে উপস্থাপন করেন।
আমি আরো অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখেছি তার মধ্যে Procoder ফার্স্ট লেভেলে।
💕ভালবাসা রইল ভাইয়া💕
সব সময় আপনার বিডিওর অপেক্ষায় থাকি🥰
আসসালামু আলাইকুম ভাই
আপনার কথাগুলো খুব ভালো লাগলো এবং আমি উৎসাহিত হলাম আপনার অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ প্রিয়🥰
অনেক অঅনুপ্রেরণা পেলাম ভাই এই ভিডিও দেখে। ধন্যবাদ ❤️
মাশাল্লাহ ভাইয়া, আপনার প্রত্যেকটা কথা মন থেকে appreciate করি।❤️❤️
আল্লাহ আপনার ভালো করুক, আসসালামু-আলাইকুম।
Very interesting
apnr life thinking r sate amr life akdom mil..alhamdullah web developer hiseve fiverr e koykta project complete korechi..amr sob shika youtube theke.
You have a very likable way of presenting and speaking. MashAllah.
vaiya apnar kotha gulo sune notun kore bechey thakar onuprerona pelam...doa korben jeno amio apnar moto web developer hote pari........
একজন ভালো মানুষ এর কথা শুনলাম।
খুবই ভালো হয়েছে।
আপনা ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি ভাই।আপনার মধ্যে যে কৃতজ্ঞতা বোধ আছে, সেটা অনেকের মধ্যেই থাকে না আপনি এগিয়ে যান ভাই।
গাফিক্স ডিজাইনের যা টুকিটাকি শিখেছেন মনে হয় তা এবং সেগুলো মনে হয় আপনার ওয়েব ডিাজইনের কিছু কিছু জায়গায় কাজে লেগেছে। কারন যারা ভালো ওয়েব ডিজাইনার তারা অনেকে মোটামুটি ভালো মানের গ্রাফিক্সের কাজও জানে। ভালো লেগেছে আপনার ভিডিও। শুভ কামনা।
ভাই, আমিও লাস্ট কয়েকদিন SEO শিখছিলাম বাট কাকতালীয় ভাবে আপনি যে কারনে ছেড়ে দিয়েছিলেন আমিও অনেকটাই সেই কারনে শিখার আগ্রহ হারিয়ে ফেলেছি, কারন আমি মাত্র শিখছি এখন যারা এক্সপার্ট তাদের টপকিয়ে আমার ওয়েবাসাইট রেংক করাটা অনেক কষ্টকর হবে হয়তো।
এখন ওয়েব ডেভলপার হওয়ার ইচ্ছে কাজ ও শিখছি দোয়া করবেন।
আপনার কথাগুলো অনেক উপকারি।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।💖💖
অনেক ভালো লাগলো ভাই, অনেক অনুপ্রেরনা পেলাম, সাহস পেলাম, ভালোবাসা অবিরাম ♥
ধন্যবাদ অনেক অনুপ্রেরণা পেলাম ভাই❤❤
অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, ধন্যবাদll👍🙏🇮🇳
জাজাকুল্লাহ ভাই। একটা উৎসাহ মূলক ভিডিও দেওয়ার জন্য
আলহামদুলিল্লাহ আমি আপনার মতো একজন মানুষের ভিডিও দেখতে পরে আমি ধন্য
ভাই সত্যি বলতে। আপ্নার আগের ভিডিও অনেক হেল্প ফুল ছিল। জোস ভাই আপ্নে।আমার অনেক ভালো লাগে আপনাকে।❤️❤️❤️❤️❤️❤️
এত সাবলীলভাবে বলার জন্য ধন্যবাদ। জাজাকাল্লাহ!
ভাই আপনার মত অনেক দূর্গম পথ আমারও পারি দিতে হয়েছে। আমি ২০১৩ সাল থেকে বাংলাবাজার বইয়ের দোকানে টাইপ করি। লং টাইম কাজ করতে হয়েছে। তখন অনেকের কাছ থেকে শুনলাম অনলাইনে টাকা আয় করা যায়। বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে ডাটা এন্ট্রি কাজ শুরু করলাম, সফল হতে পারি নি। অবশেষে ২০১৬ সালে জামাল স্যার থেকে এসইও কোর্স কিনলাম, অনলাইন ক্লাসে ভর্তি হলাম। দীর্ঘ সময় পর আপওয়ার্কে ৫ ডলারের একটা কাজ পেলাম। দুইদিন লাগলো শেষ করতে। ভালো রিভিউ পেলাম। এরপর আর কাজ পাই নাই। ছেড়ে দিলাম অনলাইন জগত। শুরু করলাম সরকারি চাকরির চেষ্টা। অনেক উঁচু - নিচু পথ অতিক্রম করে সফল হলাম ২০১৯ এর ডিসেম্বরে, আলহামদুলিল্লাহ সরকারি জব হলো, এরপর আবার ২০২০ এর ডিসেম্বরে দ্বিতীয় বারের মত সরকারি জব হলো বাংলাদেশ সুপ্রীম কোর্টে। এখন সেখানেই কর্মরত আছি। এরইমধ্যে আবার শুরু করলাম ওয়েব ডিজাইনিং শেখা। আপনার চ্যানেলের html css ভিডিও tutorial গুলো শেষ করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি এটাতেও যেন সফল হতে পারি। আমিন।
Realistic experience..... ভাই আপনাকে ধন্যবাদ
আমিও আপনার মতো পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাইছি।এখন অনার্স প্রথম বর্ষ।গ্রাফিক্স ডিজাইনেও কিছু হয় নি।এখন ওয়েব ডিজাইন শিখছি।এরপর ডেভেলপমেন্ট এর দিকে যাবো।
Ami ei prothom ei apnar video dkhlam. Video 1st part ta dekhei mone holo apni maanush ta moner dik theke onk unnoto....onk doa roilo
আচ্ছালামুআলাইকুম ভাইয়া। আপনাকে খুব ভালোলাগে। আপনার কথাগুলো খুব ভালো লাগে। আপনার ভিডিওর নোটিফিকেশন দেখলেই ক্লিক করে আগে একটা লাইক দিই তারপরে ভিডিও দেখা শুরু করি। জাজাকাল্লাহ খইর
আমার জন্য দোয়া করবেন
Bhai ami codding ses korci akhon ward page sikci ...akjon web development hoyar jonno aro koto jinish sikta hoba and ami sunci ja fast time fiverr a kaj paya jaw nah ata aktu janaban plz bro plz bro ..?
একটা ভিডিও আমার জীবনে চলার পথ সহজ করে দিয়েছে,,
সেটাই হলো এই ভিডিও
ভাগ্গিস আপনি সাথে আছেন।। অনেক অনেক শুভকামনা।।
You're lucky.. that you become a web developer.. good luck your good life..
apnar kotha bola ,bojhano, sekhano khub sundor sir...
Nijer shopnotake bachiye rakhar chesta korsi.....Thanks for your valuable inspiration.
আপনি অনেক অনেক বড়মনের একজন মানুষ💗💗💗
অনেক অনুপ্রেরণা পেলাম ভাই... ভালোবাসা অবিরাম 💙💚
আসলেই আপনি ওসাধারন একজন মানুষ
আমি আপনাকে অনেক ভালবাসি🥰🥰🥰
Aj prothom dekhlam apner vedio hoye gelam apner akjon khudro subscriber shikhar agroho onnek besi nasim vai shoho aro onek ke follow kori but apner moto legaly avabe kow boleni apner kotha gula theke real a onek kisu shikhar ase tai agroho ta aro onek bere gelo valobasa roilo❤️❤️❤️❤️
👑
apni asloei akta valo moner manus.apnar jonne onek valobasa ebong shuvo kamona.
ধন্যবাদ স্যার৷ অনেক অনুপ্রেরণা পেয়েছি পুরো ভিডিও টা দেখে৷ আপনার সাথে আমার হুবহু মিল৷ তবে আমি এখনো ব্যার্থ তে আছি৷ জানি না মহান আল্লাহ তায়ালা আমাকে কোনদিন সফল করবেন৷ কোডিং করেই যাচ্ছি তাও আবার মোবাইল দিয়ে৷ দারিদ্র্যতার কারণে ল্যাপটপ নিতে পারছি না৷ দোয়া করবেন স্যার৷
অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে, আর আপনার সাজানো কথা শুনেই সাবস্ক্রাইব করে নিলাম। আমিও ২০১১ /২০১২ এর এর দিকে রাসেল ভাইয়ের টিউটেরিয়াল দেখে দেখে শিখছিলাম কিন্তু কনটিনিউ করতে পারিনি নানান কারনে যদিও কাজটা শিখতে ভালো লাগতো। তবে আবার শুরু করেছি গত ১ মাস থেকে। দোয়া করবেন আমার জন্য।
আপনার বহুদিন আগের একটা ভিডিও দেখছি ২০২৪ সালে। সুন্দর কথা বলেছেন অনেকগুলো। ধন্যবাদ ভাইয়া। আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র।
Ami apnar tutorial Dekhi apnar lecture gulo onek clear thake valo lage onek
osadharaon tumi bhaiii hats off to you🧡🧡❤️
Apni akjon Onek valo moner Manus. R onno ke Onek shomman koren ata Onek valo gun apnar vai.
অনেক ভালো লাগছে ভিডিও টা দেখে আমি আপনার ভিডিও থেকেই কোডিং শিখতেছি , ইনশাআল্লাহ আমার ইচ্চা ওয়েব এ ক্যারিয়ার গঠণ করা দোয়া করবেন ভাইয়া, আপনার জন্য ও দোয়া রইলো
puro video ta deklam apanke onk honest lok mone holo... ekhon apnar kas theke web designe er valo maner course asha korsi.... apni web desgin vue dia ek ta course korle amr onk upokar hobe
Vaiya onk motivate holm🥰Thank you so much vaiya
apnar fan hoye gelam bro.. best of luck, and wish me luck
0:11 ai prothon kono youtuber ke dekhlam j ki na onno kono channel k promote korce.. Appreciate u, atar dara buzhte baki nai je apni asholei apni kicu sekhate chan..
hmm thik bolcen ei vaitir mone kono ohonkar nei
humm
Hoito ba paid promotion o to hote pare u dumb
ভাই আপনার ভিডিও দেখে অনেক তথ্য পেলাম । অনেক বিষয় জানতে পারলাম । । সাথে সাথেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম ।। । ধন্যবাদ । । । ।
apni mon theke vlo manush❤❤
জোস ভাই আপনাকে অনেক ভালো লাগছে মন খুলে কথা বলেন আপনার চিন্তা অনেক ভালো। মানুষ কে সাহায্য করার চেষ্টা আছে আপনার ভেতর এগিয়ে যান। প্রথম ভিডিও দেখে সাব্সক্রাইব করলাম
আপনি সেরা❤
Last kota gulo kubi important cilo THANKS
ভাই আপনার এই ভিডিও টা দেখে নিজের মধ্যে অন্য রকম একটা আস্থা খুঁজে পেলাম
ভাই আমি ছোটবেলা থেকেই ফোটোগ্রাফিটা ভালো লাগতো সেই থেকেই গ্রাফিক্স ডিজাইনার হয়ার ইচ্ছেটা জাগে কিন্তু অনেক দিন যাবত এই গ্রাফিক্স ডিজাইন ফলো করলাম কিন্তু বার বার মনে হচ্ছে এইটা হবে না আমাকে দিয়ে এর গত ২দিন যাবত ওয়েব ডেভেলপমেন্ট এর কোর্স ফলো করছিলাম আজকে এটাও ভালো লাগছিলো না....যাই হোক ভাই আপনার এই ভিডিও টা দেখে আবার নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখার অনুপ্রেরণা পেলাম ধন্যবাদ ভাই ❤️
I really feel great by listening to your story, I wish you the best future brother...
Apni khub bhalo lok Bhai.Durgapur, West Bengal.❤❤❤
Yes Dream is everything..
গল্পগুলো মিলে যাচ্ছে বাট পার্থক্য এটাই আপনি সফল আর আমি এখনো ব্যর্থই😊
আপনার এই ভিডিও থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি অনার্স দ্বিতীয় বর্ষে আছি। পাশাপাশি গ্রাফিক ডিজাইন শিখছি। অলরেডি এলইডিপি থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্স শেষ করেছি। প্রথম যখন মনে হয়েছিল
ফ্রিল্যান্সিং হয়তো অনেক টাকা। কিন্তু আস্তে আস্তে বাস্তবতা বুঝতে পারলাম। আসলে তেমন সহজ নয়। প্রথম দিকে প্রচুর সময় এক্সপেন্ড করেছি। কিন্তু যখন বুঝতে পারলাম, সাথে পড়াশোনাটাও করতে হবে। এখন পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজাইন টা কে নিয়েছি....। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখার ইচ্ছা আছে আমার। গ্রাফিক ডিজাইন শেখার আগে ইউটিউব থেকে ভিডিও দেখে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখেছিলাম। আশাকরি আপনার চ্যানেল থেকে বেসিক তো অ্যাডভান্স ওয়েব ডিজাইন-ডেভেলপিং এর উপরে ভিডিও পাব।
আমি ৩ মাসের মতো জিল্লুর রহমান ভাইয়ের ফ্রী ভিডিও দেখে, এইচটিএমল ও সিএসস শিখছি,,,,এখন ওয়ার্ডপ্রেস এর কোর্স করছি
ভাইয়া আপনার এই ভিডিওটা লেগে থাকার এক চমৎকার মেসেজ আপনার জন্য প্রান ভরে দোয়া রইলো
experience gula shune kajer agroho barche..Thanks for share
আসসালামু আলাইকুম,
ভাইয়া আমার লাইফেও আপনার মত ধাক্কা খেতে খেতে আসলাম কিন্তু কষ্টের বিষয় হলো আপনার মতো সাকসেস এখনো হইনি। কিন্তু চেষ্টা শক্তি এবং মনবল থেমে নেই আমার। আমার কেমন যেন মনে হচ্ছে আমিও একদিন আপনাদের মত সাকসেস হবো তবে এতো সহজে না। আপনি যেমন রাসেল ভাইয়ের ভিডিও দেখার পরে আরো আগ্রহ পেয়ে কাজ শেখার ইচ্ছে যুগিয়েছিলেন এবং পরে ভিডিওতে সকলের সাথে শেয়ার করেছেন ঠিক তেমনটাই যেন আমার সাথে হয়। আমি আপনার একটি ভিডিও মাত্র দেখা শেষ করলাম HTML এর উপর আর এটা দেখেই কেনো যেনো মনে হচ্ছে আমি বুঝতেছি, আমি আরো দেখলে আরো বুঝতে পারবো। দোয়া করবেন আমি যেন ঠিক একদিন আপনারই মতো করে আপনার নামে ভিডিও বানাতে পারি এবং সকলকে বলতে পারি আমার অনুপ্রেরণা ছিলো আলী ভাই। আমিও গ্রাফিক ডিজাইন, এসইও শিখেছিলাম কেনো যেনো মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব না। এমনিতে সকলের কাছে শুনতাম ডেভেলপার হওয়া অনেক কঠিন কিন্তু আপনার ভিডিও দেখে তেমন মনে হচ্ছেনা। আশাকরি সামনের দিকে আরো ভালো কিছু শিখতে পারবো তার জন্য লাগবে আপনার দোয়া। আর আপনার জন্য ও দোয়া ভালোবাসা রইলো অফুরন্ত 🥀
ভাইয়া, আমি আজকেই প্রথম আপনার ভিডিও দেখলাম। কথা গুলো ভালো লেগেছে। ব্যর্থতার কথা সচরাচর কেউ বলেনা। কিন্তু এটাই সবচেয়ে বড় ইন্সপাইরেশন আসলে।
সাবস্ক্রাইব করে রাখলাম ভাইয়া।
লাইক দিয়েছি, ডিজলাইক অন্যকোন ভিডিও দিবো 🙂
Your Presentation and Environment area was awesome Bra !!!!
Thank you so much vaiya! ato sondor kichu ktha amader sathe shear korar jonno... Apnar ktha gula onk valo laglo vaiya. apnar moto ei rokomer ktha age kothau sonte pari nai.. apni hocchen amr rasel ahmed vai. aj theke ami apnakei follow korbo.. plz vaiya pase thaiken
Apnr shes ktha tr jnno like, cmnt krlm
আপনার কথা মধুর চেয়েও মিস্টি!!
ভাইয়া আপনার ভিডিও থেকে অনেক কিছুই বুঝতে পারলাম।
আপনার ভিডিওটা সত্যি অনুপ্রেরণাদায়ী।
Apnar sob iccha Allah puron koruk doa kori....last e dislike dear concept ta rare, sobai bole na... so thank you for being so much modest. I admire you...amr jonnou doa korben.
kotha gulo puropuri e amar sathe jay almost 90% same way tai ami kaz shikesi ebong ekhono cholse alhamdulillah
Vai onek valo laglo video dekhe.... Aj theke apnar fan hoye galam💓💓
vaiya, you are my inspiration .i start coding till 1 week.
love you, Sir.
khub valo laglo vai.Apni aro agiye jaben dowa kori. r manus k evabe help kore jaben
ভাই আপনার কথা গুলো শুনেই মন টা শান্ত হয়ে যায়।।খুব গুছিয়ে কথা বলতে পারেন।।খুব সুন্দর কথা
ভিডিও টা পুরাতন, সাজেস্ট এ আসাতে ভিডিও টা দেখতে আসলাম।আমার একটা অফ টপিক বিষয়ে কথা ছিল এই চ্যনেলে নিয়মিত পডকাস্ট হলে ভাল হয়,এখন পডকাস্টে সব যে প্রোগার্মার হবে এমন না,আর গ্রোবিগ ইউটিউব চ্যনেলের ফখরুল উনার সাথে পডকাস্ট চাই
valo laglo vai..apni valo thakben..
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জার্নি শেয়ার করার জন্য। আপনার ভিডিও'র প্রিমিয়াম কোয়ালিটি আমাকে সবসময় আকৃষ্ট করে। যেহেতু, ওয়ার্ডপ্রেস এর কথা বললেন, অনুরোধ থাকবে ২০২১ এর ভেতর ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এর কোর্স পাবলিশ করার জন্য। কারন, ইউটিউব এ থিম ডেভেলপমেন্ট এর অনেক ভিডিও পাওয়া যায় কিন্তু প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে বাংলা ভালো কোন কনটেন্ট নেই। তাই বিষয় টি ভেবে দেখবেন।
- ধন্যবাদ
Such an inspiring video ... Impressed
ভাইয়া আমারও কোড করতে খুবি ভালো লাগে , ,
তাই আমিও web develop শিখছি ।
vidio ta onek vlo lagce vai , vai apni amr idol. vaiya ami kotha theke web development class korbo
Apnar video dekhe kaj sikhbo ❤
Inspired holam onek❤
vai apnar kotha gulo amar khub valolegese,,, ami graphic kaj singsi but kisu korte parcina ....ami web developer hote chatsi
আসসালামু আলইকুম। ভাই আমিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। আপনি অনেক ভালো করে শিখান।
Vaia apnar kothagulo khub valo laglo , ami o Tejgaon College er student 🙂, khub valo theken bhaia.
অসাধারণ একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে share করবার জন্য অনেক ধন্যবাদ দাদাকে। দাদা python নিয়ে কিছু guide করলে ভালো হয়। কিভাবে শিখবো? কি শিখবো?? ইত্যাদি
sob somoy apnar ujjol future kamona kori..vai