Sylhet Tourist Spot | ভোলাগঞ্জ সাদাপাথর | রাতারগুল সোয়াম্প ফরেস্ট | মালনীছড়া চাবাগান | আগুন পাহাড়

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #Maverick_Mithun (M Square)
    Sylhet Tourist Spot | ভোলাগঞ্জ সাদাপাথর | রাতারগুল সোয়াম্প ফরেস্ট | মালনীছড়া চা বাগান | আগুন পাহাড়
    এই বর্ষায় ট্যুর লাভার্সের সাথে ট্রেনে করে সিলেট ভ্রমণ।😍
    Tour Lovers of Kishoreganj গ্রুপে ঢুকার লিংক : www.facebook.c...
    ঈদ উপলক্ষে গত ৪ জুলাই, ২০২৩ খ্রিঃ ট্রেনে করে আমরা গিয়েছি সিলেট ভ্রমণে। আমরা ছিলাম ১৫ জন।
    যা_যা_দেখেছি
    ★ মালিনীছড়া চা বাগান
    ★ ভোলাগঞ্জ সাদাপাথর
    ★ রাতারগুল সোয়াম্প ফরেস্ট
    ★আগুন পাহাড়
    ✅ প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত ছিল
    ★ কিশোরগঞ্জ থেকে ভৈরব যাওয়া আসা সিএনজি খরচ।
    ★ ভৈরব থেকে সিলেট আসা যাওয়া ট্রেনের টিকিট।
    ★ লোকাল ট্রান্সপোর্ট লেগুনা খরচ।
    ★ তিনবেলা মানসম্মত খাবার (সকাল, দুপুর এবং রাত)।
    ★ সাদাপাথর যাওয়া আসা রিজার্ভ ট্রলার।
    ★ রাতারগুল ঘোরাঘুরির জন্য রিজার্ভ নৌকা।
    ★ সকল স্পটের এন্ট্রি খরচ এবং গাইড খরচ।
    খাবার মেনু 👇
    সকাল - চিকেন খিচুড়ি ও মিনারেল ওয়াটার।
    দুপুর - ভাত, ডাল, ভর্তা, মুরগি / ছোট মাছ ও মিনারেল ওয়াটার।
    রাত- সাদা ভাত, ভর্তা, চিকেন অথবা চিকেন/মাছও পানি।
    ইভেন্ট ফি - ১৯৯৯ টাকা মাত্র (জনপ্রতি)
    লেগুনার ড্রাইভার (সিলেট)
    আব্দুল মান্নান
    মোবাইল নম্বর +880 1710-043485
    লেগুনা ভাড়া ২৫০০ + ১০০ (এক্সট্রা) = ২৬০০ টাকা
    ❑ ট্যুর প্ল্যানঃ
    গত ৪ জুলাই রাত ৮ টায় গাইটাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি করে ভৈরবের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি । ১০ টার ভিতরে ভৈরব পৌছে আমরা রাতের ট্রেন সিলেট অভিমুখী উপবন এক্সপ্রেসে বসে আড্ডা গানের সাথে আমাদের ট্রেন জার্নি শুরু করি।
    পরদিন সকাল ৪ টা ২০ এ সিলেট পৌছে ফ্রেশ হয়ে ও চা খেয়ে রিজার্ভ লেগুনায় চড়ে খেতে যাই সিলেটের পাঁচ ভাই হোটেলে। সকালের নাস্তা সেড়ে আবার উঠে পড়ি রিজার্ভ করা লেগুনাতে। এরপর পর্যায়ক্রমে ঘুরে দেখি মালিনীছড়া চা বাগান ও ভোলাগঞ্জ সাদাপাথর।
    ভোলাগঞ্জ পৌঁছে ৮০০ টাকা করে দুইটি নৌকা ঠিক করি এবং সেই নৌকাতে করে সাদা পাথর ঘুরে আসি। প্রতি নৌকাতে সর্বোচ্চ ৮ জন করে ওঠা যায়। মেঘালয়ের পরিস্কার শীতল পানিতে লাফালাফি ও গোসল শেষে ভোলাগঞ্জের জয় বাংলা রেস্টুরেন্টে ১৮০ টাকা প্যাকেজে ভাত, ভর্তা, ভাজি, ছোট মাছের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সেড়ে নিই। তারপর সরাসরি চলে যাই রাতারগুল। নৌকা প্রতি ৭৫০ টাকা ভাড়া ও জন প্রতি ৩০ টাকা করে টিকিট কেটে প্রতি নৌকায় ৫ জন করে ওঠে রাতারগুল সব ফরেস্টে প্রায় ঘন্টাখানেক ঘুরে বেড়াই এবং সুন্দর একটি বিকাল কাটাই। রাতারগুল ঘুরা শেষ করে চলে যাই হরিপুরের ৭ নং গ্যাস ফিল্ড অর্থাৎ আগুন পাহাড়ে। আগুণ পাহাড় দেখা শেষ করে রাস্তার পাশের একটি চা বাগানে ঘোরাঘুরি ও ফটোশুট করে সময় কাটাই।
    সবকিছু ঘুরা শেষ করে সন্ধ্যায় চলে আসি সিলেট রেলস্টেশনে। তারপর রাতের খাবার শেষ করে সিলেট রেলস্টেশনের পাশে বিশ্রাম নেই ও আড্ডা দেই। রাত ১১.৩০ মিনিটের উপবন এক্সপ্রেস ট্রেনে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্য রওনা দিই। ৬ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৫ টায় কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে ট্রেন থেকে নামি। রেল স্টেশনের বাইরে থেকে সিএনজি গাড়ি করে জন প্রতি 150 টাকা ভাড়ায় কিশোরগঞ্জ বাসায় চলে আসি।
    --------------------------------------------------------------------------------------------------------------------
    --------------------------------------------------------------------------------------------------------------------
    sylhet tour plan.
    sylhet budget trip.
    Sada Pathar.
    sylhet tour.
    ratargul swarm forest.
    top tourist places of sylhet.
    sylhet tourist spot.
    sylhet tourist attraction.
    fire Hill, agun Pahar.
    Haripur gas field.
    Malnichora cha bagan.
    Malnichora Tea Estate.
    ভোলাগঞ্জ সাদা পাথর।
    মালনীছড়া চা বাগান।
    আগুন পাহাড়।
    রাতারগুল জলাবন।
    সিলেটের দর্শনীয় স্থান।
    সিলেটে যা যা দেখবেন।
    একদিনের সিলেট ভ্রমণ।
    কম খরচে সিলেট ভ্রমণ।
    রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
    সিলেট ভ্রমণ।
    Email: maverick.mithun@gmail.com
    Facebook: / debasis.chakraborty.94
    Facebook Page: / maverick.mithun1986
    Instagram: / debasismithun /
    Music Credit :
    UA-cam Audio Library
    ===============================
    Thanks all.

КОМЕНТАРІ • 98

  • @parthochakraborty14
    @parthochakraborty14 3 місяці тому +1

    দারুণ ছিল।

  • @user-uv9mk4fr6l
    @user-uv9mk4fr6l 4 місяці тому +1

    ❤❤❤

  • @intre262
    @intre262 Рік тому +2

    My Bangladeshi friends you invite my heart ❤️ of nation Republic of India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 am saheb from Dhanbad Jharkhand India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 my country best tourist places like kashmir 🇮🇳 Ladakh 🇮🇳 Goa

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 Рік тому +1

    সাদা পাথর গিয়ে অনেক মজা পেয়েছি

  • @MomotaraniLaky-uw4pu
    @MomotaraniLaky-uw4pu 11 місяців тому +1

    আমি জৈন্তাপুর দরোবস্ত থেকে

  • @mdibrahimreza2195
    @mdibrahimreza2195 Рік тому +1

    দাদ ভাই নৌকা ভাড়া ৮০০ টাকা কি যাওয়া-আসার ভাড়া,
    নাকি শুধু ঐখানে পৌছে দেওয়ার ভাড়া।
    যদি যাওয়া-আসা হয়ে থাকে তবে ওরা কি কোনো সময় বেধে দেয়।নাকি নিজের ইচ্ছে মতো ঘুরা-ঘুরি করা যায়।

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +1

      ৮০০ টাকা যাওয়া আসার ভাড়া। ওরা একটা সময় বলে দেয় তবে আপনি কথা বলে একটু বেশি সময় থাকতে পারবেন।কারন আপনাকে ওইখানে নামিয়ে দিয়ে তারা আবার পুনরায় ঘাটে ফিরে যাবে অন্য পর্যটক আনার জন্য। সারাদিন ওরা এই কাজই করে। যখন নামিয়ে দিবে তখন তাদের নম্বর রাখবেন। আর ওই সময় বলবেন যে আমরা এতক্ষন থাকবো। পরে ফোন করবেন যাবার আধা ঘন্টা আগে । তাহলেই এসে নিয়ে যাবে।

  • @foyezullah6431
    @foyezullah6431 Рік тому +1

    Great 👍

  • @mdibrahimmia3752
    @mdibrahimmia3752 Рік тому +4

    ভৈরব থেকে বলছি,আরও সুন্দর সুন্দর ট্রিপের ভিডিও দেখতে চায়।শুভকামনা আমাদের কিশোরগঞ্জের মাটি ও মানুষের জন্য ❤❤❤

  • @Noyon-nr3fy
    @Noyon-nr3fy Рік тому +2

    Apnar presentation onk sundor

  • @TravellingwithRasel-hz7no
    @TravellingwithRasel-hz7no Рік тому +1

    Nice place

  • @rddas6930
    @rddas6930 Рік тому +1

    কী জীবন ছিলো আর কী জীবনে এসে পৌছলাম। কতকিছু মিস করতেছি😭

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      আবার হবে। ধৈর্য্য ধর। ভালো কিছু হবে।❤️

  • @palashdebnath5872
    @palashdebnath5872 Рік тому +1

    মিস করলাম এবারের ভ্রমণটা....

  • @afajuddinmamun4578
    @afajuddinmamun4578 Рік тому +3

    ওয়াটার মার্ক আরও নিচে দিলে ভালো হতো বলে আমি মনে করি, এটা চোখে লাগে। অসাধারণ একটি ব্লগ!❤

  • @footsteps_travelling
    @footsteps_travelling Рік тому +1

    আপনার প্রেজেন্টেশন বেশ সুন্দর 😊 এগিয়ে যান, পাশে আছি, আশা করছি আপনাকেও চ্যানেলের পাশে পাবো 😊

  • @muhammadazizulislam7350
    @muhammadazizulislam7350 Рік тому +1

    Missing

  • @bishalchakraborty5574
    @bishalchakraborty5574 Рік тому +1

    খুবই সুন্দর

  • @kazishohag
    @kazishohag Рік тому +1

    ভালো লাগছে।।

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      ধন্যবাদ ভাই ❤️❤️❤️

  • @turnanishitachakraborty3449
    @turnanishitachakraborty3449 Рік тому +1

    Just wow vaiya....big fan of you

  • @hozaifa_evan
    @hozaifa_evan Рік тому +2

    ধন্যবাদ ভাই আমাদের সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বন্দী করার জন্য। 🖤

  • @jahedvlogs4392
    @jahedvlogs4392 Рік тому +1

    Nice

  • @jahidurrahman40
    @jahidurrahman40 Рік тому +1

    Wow 😲 So beautiful

  • @monirsajeeb9848
    @monirsajeeb9848 Рік тому +1

    এক কথায় অসাধারণ ভাই❤️‍🔥

  • @masudrana1653
    @masudrana1653 Рік тому +1

    Vhalo lagce❤

  • @shrayoshreeroy2546
    @shrayoshreeroy2546 Рік тому +1

    যাওয়ার ইচ্ছা রইল....
    .
    .
    .
    💗💗💗💗💗💗💗💗💗💗

  • @hasibulhasanshanto7138
    @hasibulhasanshanto7138 Рік тому +1

    সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে কী সিলেট ভ্রমণ ( জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এ পর্যাপ্ত পানি পাওয়া যাবে, তখন ভ্রমণ করলে কেমন হবে?
    অগ্রিম ধন্যবাদ ভাই ❤️❤️

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      তখন পানি কম পাবেন।

  • @ilmaafrinbhuiyan4212
    @ilmaafrinbhuiyan4212 Рік тому +1

    Narsingdi theke train e kore jaoa jay??? r kivabe gele easy hobe +kom khoroch hobe?? Kindly ektu bolben vaiya!!!

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      নরসিংদী থেকে উপবন ট্রেনে করে যেতে পারবেন। রাত ৯ঃ৪৫ এ ট্রেন নরসিংদী আসে। কিন্তু সিলেট থেকে ফেরার সময় উপবন নরসিংদী থামেনা। তখন আপনাকে ভৈরব নামতে হবে। ভৈরব ট্রেন থামে সকাল পাঁচটায়।

  • @malihadawen671
    @malihadawen671 Рік тому +1

    ভাইয়া শৃমংগলের টুর করেন।

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +1

      শ্রীমঙ্গল এর আগে ৪-৫ বার এসেছি কিন্তু ভ্লগ করা হয়নি।

    • @malihadawen671
      @malihadawen671 Рік тому +1

      নেক্সট এ ভাইয়া শ্রীমংগল নিয়ে ব্লগ দেখতে চাই।

  • @Adham_ahmed_nasif
    @Adham_ahmed_nasif Рік тому +1

    ❤❤❤Sir nice❤❤❤❤❤😊😊😊😊

  • @user-yo4vd1tu5e
    @user-yo4vd1tu5e Рік тому +1

    ভাই আগামি মাসে কি কি ইভেন্ট আসে। জানলে আমি ও আপনার সাথে এড হতাম

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      সাজেক ইভেন্ট আছে Tour lovers of Kishoreganj গ্রুপে জয়েন করুন বিস্তারিত জানতে পারবেন।

  • @RiponRRahman
    @RiponRRahman Рік тому +1

    ভাই, সাদা পাথরে গিয়ে নৌকা করে পাশ ওপাশ আসা যাওয়া ভাড়া ১০০ টাকা নাকি গিয়ে আবার আসলে আবারো ১০০ টাকা লাগবে?

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +3

      নৌকা রিজার্ভ নিয়ে যেতে হয়। এক নৌকায় ৮ জন যেতে পারবেন। যাওয়া+আসা ৮০০ টাকা। ৮ জন গেলে জনপ্রতি ১০০ টাকা পড়বে।

  • @arifmehrub7085
    @arifmehrub7085 11 місяців тому +1

    vai ai week a sada pathor jete chassi... kmn hobe?

    • @MaverickMithun
      @MaverickMithun  11 місяців тому

      পানি একটু কম হবে। কিন্তু খারাপ লাগবে না।

  • @shamimmia2304
    @shamimmia2304 Рік тому

    Mithun sir

  • @shakilparvez4178
    @shakilparvez4178 Рік тому +1

    ২৯ তারিখ জাবো

  • @MDApon-qh3ld
    @MDApon-qh3ld 2 місяці тому

    Vai er bari kishoreganj kon thanay ?

  • @YeasinarafatSojib-dr9is
    @YeasinarafatSojib-dr9is 3 місяці тому

    Assalamu alaikum Vai ticket ki ashar ta o kaitte rakte hbe naki ashar somoi counter a paiya jamu ??

    • @MaverickMithun
      @MaverickMithun  3 місяці тому

      আসার টিকিটও কেটে রাখা ভালো। অনেক সময় কাউন্টারে পাওয়া যায় না। আমি যতবার গেছি যাওয়ার সময় আসারটাও সাথে কেটে নিয়ে গেছি।

    • @YeasinarafatSojib-dr9is
      @YeasinarafatSojib-dr9is 3 місяці тому

      @@MaverickMithun vai oi ticket ashar ta jodi na kati taile ki train a asha Jabe na tt ke bole r Vai akn to bole bonna akn gele ki gura jaibo Valo koire

    • @MaverickMithun
      @MaverickMithun  3 місяці тому

      তাহলে সীট নাও পেতে পারেন। সবচেয়ে ভালো হয় অনলাইনে কেটে যাওয়া। আর বর্তমান পরিস্থিতির কথা আমি জানিনা ভালোভাবে খোঁজ নিয়ে যান বন্যা হচ্ছে কিনা। দরকার পড়লে লেগুনার ড্রাইভার মান্নান মামার সাথেও কথা বলে নিতে পারেন। মান্নান মামার নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উনি বলতে পারবেন এখন বন্যা হচ্ছে কিনা বা স্পট গুলো ভালোভাবে ঘোরা যাবে কিনা।

    • @YeasinarafatSojib-dr9is
      @YeasinarafatSojib-dr9is 3 місяці тому +1

      @@MaverickMithun Dhonnobad Vai Jodi Kono update thake Tahole janan Vai plz Vai

  • @user-lr6pq1oj1m
    @user-lr6pq1oj1m 2 місяці тому +1

    ভাইয়া এই মাসের যেতে চাচ্ছি,
    বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন....

    • @MaverickMithun
      @MaverickMithun  2 місяці тому

      বর্তমান অবস্থা সম্পর্কে আমার জানা নাই। তবে যতদূর জানি প্রতিনিয়তই পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি কোনো ট্রাভেল গ্রুপে যুক্ত হয়ে যান। তাহলে পর্যটন এরিয়াগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য জানতে পারবেন।

  • @badshahossain8749
    @badshahossain8749 Рік тому +1

    5 তারিখ যাবো

  • @nazmulshanto7819
    @nazmulshanto7819 Рік тому +1

    time maintain kibabhe korsen kindly shear korban

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +2

      সিলেট স্টেশনে নামি ভোর চারটা বিশে। স্টেশনের পাশেই একটি পাবলিক টয়লেটে ফ্রেশ হয়ে পাঁচটার দিকে চলে যাই সিলেটের পাঁচ ভাই হোটেল। সেখানে সকালে নাস্তা করে সকাল ছয়টায় বের হয়ে পড়ি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। যাত্রাপথে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাই মালনি ছাড়া চা বাগান। চা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সকাল আটটার মধ্যে পৌঁছে যাই ভোলাগঞ্জ ১০ নং ঘাটে। ঘাট থেকে নৌকা ভাড়া করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছে যায় ভোলাগঞ্জ সাদা পাথর। সকাল ১১ টা ত্রিশ মিনিটে সাদা পাথর থেকে নৌকা নিয়ে পুনরায় ভোলাগঞ্জ ঘাটে পৌঁছাই। ঘাটে এসে দুপুরের খাবার খেয়ে চলে যাই রাতারগুল। যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা। রাতেরগুলে নৌকা দিয়ে ঘুরাঘুরি করে বিকাল সাড়ে চারটায় যাত্রা করি হরিপুরের আগুন পাহারের উদ্দেশ্যে। আগুন পাহাড়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যা সাতটার মধ্যে সিলেট রেলস্টেশনে ফিরে আসি। আসার পথে একটি চা বাগানে দাঁড়িয়ে ঘোরাঘুরি ও ফটোশুট করি। স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং রাত দশটায় স্টেশন সংলগ্ন মদিনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। রাত ১১:৩০ মিনিটে উপবন এক্সপ্রেস এ চড়ে সকাল পাঁচটায় ভৈরব স্টেশনে নামি। ভৈরব থেকে সিএনজি নিয়ে সকাল সাতটার মধ্যে কিশোরগঞ্জ বাসায় চলে আসি।

    • @nazmulshanto7819
      @nazmulshanto7819 Рік тому +1

      @@MaverickMithun thank you very much ❤️

  • @FouziasMehndi
    @FouziasMehndi Рік тому +1

    Jabo In Sha Allah . Next month e

  • @housewifevolg
    @housewifevolg Рік тому

    দাদাভাই আমি তোমার ফ্যামিলির নতুন মেম্বার হলাম আশা করি তুমিও আমার ফ্যামিলি মেম্বার হবেন

  • @debolinaroy1926
    @debolinaroy1926 Рік тому +1

    Ratargul ki cameraman thake
    Naki sate niye jete hoy

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      রাতারগুল ক্যামেরাম্যান থাকে না। সাথে নিয়ে যেতে হয়।

  • @malihadawen671
    @malihadawen671 Рік тому

    মান্নান মামা কি এখনো লেগুনা চালান?

  • @f.rshanto7000
    @f.rshanto7000 Рік тому

    kon ghat theke uthechilen ?

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      ভোলাগঞ্জ তো একটা ঘাট থেকেই উঠতে হয়।

  • @user-uo1rs3fc6c
    @user-uo1rs3fc6c 11 місяців тому

    reguna bara koto taka??

  • @advgkibriya4447
    @advgkibriya4447 Рік тому

    Nouka vara ki jawa asa 800?

  • @funlearning5419
    @funlearning5419 Рік тому

    Information gap onek, apni ekti group er shathe gesen otar detail information diyesen, beshir vag manus eto joner group niye jay na.

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +1

      আপনি কম জনের গ্রুপ নিয়ে গেলে খরচ বেশি পড়বে। আর ১২ - ১৩ জনের গ্রুপ নিয়ে গেলে খরচ কম পড়বে। আমি যেভাবে গিয়েছি সেটার বর্ণনাই ভিডিওতে উঠে আসবে এটাই তো স্বাভাবিক। এখানে ইনফরমেশন এর কিরকম গ্যাপ আছে আমি ঠিক বুঝিনি। ঢাকা থেকে কিভাবে সিলেট যেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তিন চার জন গেলে সিএনজি দিয়ে কিভাবে যেতে হয় সে সম্পর্কে শুধু তথ্য দেইনি। আমার এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য ছিল বেশি জন কম খরচে কিভাবে যেতে পারবেন সেই সম্পর্কে তথ্য দেওয়া। আর এখনকার সময়ে ৮ থেকে ১০ জনের গ্রুপ হওয়া খুব কঠিন কিছু নয়। বেশিরভাগ ভ্রমণেই আমি দেখি বন্ধুরা মিলে এরকম গ্রুপ করে যেতে। যাই হোক এরপরও আপনার মনের মত ইনফরমেশন না দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি।
      ধন্যবাদ।