আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারকাতুহু....অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না....সুন্দর অসাধারন আর ঝকঝকে ব্লগ দেখে অপেক্ষার মধুর অবসান হলো.... সাদারঙ এর পোশাকে আপনাকে দেখে মনে হচ্ছিল অতিপবিত্র মানব...যিনি সততা নিসঠা আর দেশ মাতৃকার প্রতি অসীম ভালবাসা নিজের মাঝে ধারন করেন...তাই তো বিদেশ বিভুইয়ে থেকে দেশের স্বাদ আস্বাদন করতে ছুটছেন সবুজ বাগ বাগিচার মাঝে ....অতৃপ্ত আত্মা কে তৃপ্ত করার আশায়.... :::::::::::::::::::::::::::::::::::::::::: ঘুরতে গেলে ফারুক ভাই দেখতে চায়.. পাহাড় নদী মনের ভেতর রাখতে চায়.. একলা একা নিরজনে ভাবতে চায়.. নিজের বোধের পারদখানি মাপতে চায়.. হয়ত কোন পাখি ডাকে আনমনে.. ফারুক ভাই কথা বলে তার সনে.. একলা গিয়ে বসে কোন বাঁশ বনে.. যেথায় ঘুঘু প্রিয়ার আশায় মাস গোনে.. হয়ত কোথাও ফুটে আছে বন্য ফুল.. মনে পড়ে প্রিয়তমার (মালা ভাবী) কানের দুল..
ভাইরে যা আছে সেটা নিয়েই দেশে কিছু করেন , আমার অভিজ্ঞতা থেকেই বলছি , নিজের বাবা মা, ভাই বোন , আত্মীয়স্বজন নিয়ে দেশেই থাকা ভালো , আরেকটা দেশের দিতিও/ত্রিতিও শ্রেণীর নাগরিক না হওয়াই ভালো , আমি লসেঞ্জেলেসে ছিলাম ১১ বৎসর আর কেনেডায়ে ছিলাম ৩ বৎসর সেই আলেকের অভিজ্ঞতা থেকেই এতো কথা বললাম ।
Bhaiya, durer jinish shob shomoy shundor mone hoi. Amra bideshe eshe jei poriman porishrom kori sheta jodi deshe kortam amra onek bhalo thaktam. Amra degree niye bideshe eshe just kaaj kori. Ek shomoy mortgage, bachchader school r career eishober moddhe trapped hoye jai r protidin deshe fire jawar shopno dekthte dekhtei more jai. Life er protidin er shundor jinish gulo priyo manush der shathe shob shomoy share korte pari na. Mon khule kotha bolte chaileo time er hishab kore phone korte hoi, dekha jai apni jokhon free apnar bhai bon deshe office e. Bachchara pura deshi o hoi na abar bideshi o hoi na. Doa kori apnar shopno jeno shofol hoi.
Apnar mato amar kacheo swapno .apnar age kom ,nischoi jabe ,amar blood relation er akjon thake ,khyb I kacher ,kintu tader akhono amar visa te ektu help korar sujog ase ni,gato bachor nijer chestae visa korar tr y korechilam ,but haeni,oi swapnoi dekhe gelam ,amar husband er dikeo khub kacher relation er akjon thake ,tadero nie jaoar somae haeni ,sabai khub selfish ,bisesh Kore Indian ra ,Ami akjon Indian ,tomder bangla desi ra mone hae anek besi antorik, ei dadar video gulo dekhi amar mone hae tomra bangla desi ra ake oporke khub valo baso ,tumi amar vai er mato ,porasona koro ,Aim rakho ,nischoi jabe
WoW very beautiful Garden of fruits 🍎. in this video it’s really feels like it’s a village. it’s really surprising to see place like that in United States. in my childhood I used to think that Bangladesh is only country of farmer’s. I used to believe that America Europe those are just made of long building and modern city. 😊❤😊
Hello everyone, how are you all doing? So good to see you all again ! I enjoyed the episode thoroughly! Thanks so much dear Farook bhai for this lovely episode! Take care everyone!!!
আমরা আসলে একটা অভিশপ্ত জাতি। দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার, প্রতিহিংসা, জনসংখ্যার ঘনত্ব সবকিছুই আমাদেরকে গ্রাস করেছে। আর আমাদের জীবন এভাবে চলে যাচ্ছে যুগের পর যুগ। আমরা আসলে এত সুন্দর মনোরম পরিবেশ কক্ষনো চিন্তা করতে পারি না, যেখানে নেই কোনো হতাশা, অভাব অনাটন, প্রতিহিংসা জনসংখ্যার ঘনত্ত, মানুষের মাঝে ভেদাবেধ।
আপনি আমি মিলেই জাতি। আমরা কি চেষ্টা করেছি কখনো বাস্তব চিন্তা করতে। দুঃখের বিষয়, যার যার জায়গা থেকে আমরা কোনদিনই চেষ্টা করিনি। অভিশাপ কাটানোর। আমরা হায়হুতাশ করতেই ব্যস্ত। আমারা জাতিগতভাবে অযৌক্তিকভাবে স্বার্থপর হয়ে গেছি, আর মূল্যবোধ গেছে তলানীতে।
আপনি আমেরিকার গ্ৰা্ম এবং গ্ৰামের হাট এর দৃশ্য যেভাবে এই ভিডিওতে দেখিয়েছেন তা অসাধারন, আমেরিকার গ্ৰাম ,আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গ্ৰামেও হাট হয় কিন্তূ এত পরিস্কার আর সাজানো গোছানো নয় সত্যি আমেরিকা স্বপ্নের ই দেশ , অনেক কিছু দেখলাম ,আপনারা ভালো থাকুন ।
আমেরিকার গরু গুলোকে দেখে সত্যি অবাক হলাম ! এরা মানুষগুলো যেমন শান্ত তেমনি গরুগুলোও । আর কত সজীবতায় ভরা পরিবেশ !!! আমাদের দেশ তো ধূলা বালিতে ভরা প্রাকৃতির বৈচিত্রের দেশ !!! সৌন্দ্যয আছে তবে ধুলোয় ভরা......
হতে পারে । হয়ত আমি সেই মূল্য বুঝতে পারছিনা । তবে তুলনামূলক ভাবে সব দিক দিয়ে কোন দেশটি নিরাপদ বলে আপনি মনে করেন ! যেমন সৌন্দর্য্য, নিরাপত্তা, মানবিকতা, যোগাযোগ । আমি নিজের দেশকে খাটো করতে চাচ্ছি না ! কিন্তু জানতে ইচ্ছে তাই । ধন্যবাদ
ফারুক ভাই , আপনাকে দেখলে আমার এতটাই ভাল লাগে যে আমা কাঁদতে থাকি । আমাদের দেশ দেশ প্রেম আল্লাহ ভক্তি আপনার এতটা প্রবল আমার খুব ভাল লাগা শুরু হয় আর তারপর আসে কান্না । যেই সেন্ট মার্টিনে আমরা কতবার গিয়েছি ৩ রাতের নীচে কোনদিন থাকেনি কিন্তু আপনে যখন বলা শুরু করলেন মনে হলো কোনদেশ এটা ? কারন আপনার আছে প্রবল দেশ প্রেম আর ভালবাসা ।
আপনার ভিডিও ভাল হয়, তবে আরও কিছু বিষয় আছে যেগুলোতে মনোযোগী হওয়া দরকার। যেমনঃ কোন একটা প্লেসে গেলে সেখানকার বর্ণনা ভালোভাবে দেওয়া, কথাগুলো গুছিয়ে বলা। এখানে একটি মার্কেটে আপনি ঘুরেছেন, কিন্তু সেখানে থাকা কিছু জিনিস পত্রের মূল্য জানা অথবা দোকানদারকে জিজ্ঞাসা করা, এবং সেখানকার লোকজনের সাথে কথা বলা, সেখানকার রীতিনীতি কালচার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা অথবা জায়গার ইতিহাস/ হিস্টরি /কালচার ইত্যাদি বর্ণনা করলে আরও অনেক ভালো হতো। ভিডিও শুটিং করার ক্ষেত্রে আপনি একটি ভাল ক্যামেরা ব্যবহার করতে পারেন। সাথে একটা ড্রোন ভিডিও ক্যামেরা রাখতে পারেন, যাতে করে ওপরের দিকে এবং বিভিন্ন সাইজের ছবি ভালোভাবে ক্যাপচার করতে পারেন। সেই সাথে প্রত্যেকটা প্লেসের ধরন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকের চয়েস টা আরও উন্নত হওয়া দরকার। এ ক্ষেত্রে আপনি কোন একটা জায়গার ভিডিও করার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করতে পারেন, এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নোট করে রাখতে পারেন। এতে করে আপনার প্রত্যেকটা ভিডিও আরও প্রাণবন্ত এবং সুন্দর হয়ে উঠবে। আপনাকে ধন্যবাদ...
@@AdventureTube21 ভাই কোরানে খ্রিস্টান দের সাথে বন্ধুত্ব না করতে বলা হয়েছে তা আপনি খ্রিস্টান দেশে কি করতে গেছেন, খ্রিস্টান দের জুতা পরিষ্কার করতে? কারন মাদ্রাসায় পরেতো এর থেকে ভালো কাজ করতে পারবেন না😮
একটা জীব কে বাক্স র ভেতর আটকে রাখা হয়😭একজন পশু প্রেমিক এর কাছে খুবই যন্ত্রণা দায়ক।খাঁচার পাখী দের একই যন্ত্রণা। এসব দৃশ্য অথবা আলোচনা থেকে নিজেকে দূরে রাখি।শুভ রাত্রি 🙏
নমস্কার দাদা না সমস্যার সমাধান হবে না কারণ যারা অবলা জীবদের অহেতুক কষ্ট দেয় ।বাড়ি তে পালন করেও ঠিকমতো নজর রাখেনা।তারা ৮০% এবং বাকি ২০% আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এনাদের নরম করে কড়া ধমক দিয়ে ঝগড়া করে বোঝানোর। কখনো ফলপ্রসু হয়। কখনো বিফল। আনিম্যাল প্ল্যানেট দেখে কাদতাম। মেয়ে বোঝাল এদের খাদ্য খাদক সম্পর্ক। খাদ্য না কমলে সংখ্যায় এরা বেরে যাবে। থাকার জায়গার অভাব হবে। পেট ভরার মত খাবার থাকবেনা। তাই এই দৃশ্য দেখালে চ্যানেল পাল্টে দি। আনিম্যাল রেসকিউ দের ভিডিও আমার খুব পছন্দের। আমি নিজেও বাড়ি তে যত 🐶 🙀 🐦 পালন করেছি সব রাস্তা থেকে এনে। বর্তমানে যে পুষি আছে তাকে ১দিনের বেবী কারা বাজারে ফেলে দিয়ে ছিল। আমি আনলাম এ বছর পূজোতে ৪বছর পূর্ন হবে।। অনেক বড় হয়ে গেল লেখাটা। সময় নষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ 🙏সুস্থ থাকার চেষ্টা করুন আপনারা। ব্যবসায়িক কাজে যারা ব্যবহার করছে তাদের বলার রাইট আমার নেই।
দেশে থাকতে আমি খুব ঘরকুনো স্বভাবের ছিলাম। কিন্তু বিদেশে আসার পর আমার সেই স্বভাব সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে। ইন্টারনেট এর কল্যানে পৃথিবীর আনাচ কানাচে হরেক রকম জায়গা আরর হরেক রকম মানুষ দেখে সত্যিই বিস্মিত না হয়ে পারা যায়না। এখন আমারও অনেক ইচ্ছে হয় যে বিশ্ব ভ্রমনে বেরিয়ে যাই। আল্লাহতালার অপরূপ সৃষ্টি কে আমরা বিভিন্ন দেশের নাম দিয়ে বিভক্ত করলেও গোটা পৃথিবীর টাই খুব সুন্দর। একেক জায়গায় একেক রকম কিছু না কিছু সৌন্দর্য সবখানেই রয়েছে।
আসসালামু আলাইকুম ভাই। আপনার চোখে আমেরিকার অনেক নতুন বিষয় জানছি! এই পিচ ফলই কি আমাদের দেশের বিলাতী গাব? আর টয়লেট দেখে মজা পেলাম।। কোন পাবলিক টয়লেটে যে গান শোনানোর জন্য এত সিডি থাকতে পারে- তা আপনার ভিডিও না হলে কিভাবে জানতাম!!! আর ভাই আপনার আটপৌড়ে বর্ণনার ঢং- দারুন লাগে আমার♥
Ami choto teke Ekta shopno deki je Kobe America jabo kintu Ajporjonto bastob e puron holona Tai jai huk apner sundor video ta dekhe Amar Mon Ekdom molin hoya geche. Apne ar notun video upload Koro thank you so much
Abul Azad ট্রাম্পকে পছন্দ না করলেও কিন্তু সেই ট্রামপের পায়ে ধরে কান্নাকাটি করে বাংলাদেশের অনেক মানুষ I কেবল বলে, তোমাগো দেশে আমাগো একটু থাকতে দিবা সাহেব ?
আমিরিকান রা নিজেকে সভ্য জতি বলে একটা গরু কে বাকসো বন্দি করে দিনের পর দিন লালন পালন করে। আর আমরা মুসলিমরা ঐ দেশে যাওয়ার জন্য জীবন দিয়ে চেষ্টা করি আমাদের রাছুল (সঃ) পশু পাখীর সাথে কত সুন্দর আচরণ করতেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে ভালো দিক গুলোর সাথে সাথে খারাপ দিক তুলে ধরারজন্য
আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে প্রবাসে খুব ভাল আছেন । ভাইজান গতকাল যে প্রথম ভিডিও টা আপলোড করেছিলেন ঐ টা কি ডিলিট করে দিয়েছেন নাকি ? কারণ বরাবরের মতো আমিও আপনার কথা এবং আপনার রান্না খুবই পছন্দ করি । আল্লাহ পাক আপনাকে সুস্থ ও ভাল রাখুন এই কামনা করি, বি : দ্র : ভাইজান একটা কথা বলি মাইন্ড কইরেন না দয়াকরে । আমি জানি আপনি যেই দেশে থাকেন ঐখান কার কালচার অনুযায়ী খুব ভাল পরিবেশ যদি দয়া করে আপনার ভিডিও টা করার সময় ভাবী সাহেবার একটু উড়না ব্যাবহার করা হয় তাহলে আপনার ও আমার সবার জন্য দুনিয়া ও আখেরাতের লাভ হবে ইনশাল্লাহ । যদি আমার মন্তব্যের কারনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি । আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন এই কামনা করি, জাজাক আল্লাহ খাইরান ভাইজান ।
Mohammed Al-Farook আসসালামু আলাইকুম ভাইজান । ঐ ভিডিও টা পাইনি , তবে যাক ভাইজান দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং সুস্থ ও ভাল রাখেন, আমিইন 👐 আর আপনার সুন্দর কথা ও রান্নার অপেক্ষায় রইলাম. আপনার পরিবারের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু । জাজাক আল্লাহ খাইরান ভাইজান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারকাতুহু....অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না....সুন্দর অসাধারন আর ঝকঝকে ব্লগ দেখে অপেক্ষার মধুর অবসান হলো....
সাদারঙ এর পোশাকে আপনাকে দেখে
মনে হচ্ছিল অতিপবিত্র মানব...যিনি সততা নিসঠা আর দেশ মাতৃকার প্রতি অসীম ভালবাসা নিজের মাঝে ধারন করেন...তাই তো বিদেশ বিভুইয়ে থেকে দেশের স্বাদ আস্বাদন করতে ছুটছেন সবুজ বাগ বাগিচার মাঝে ....অতৃপ্ত আত্মা কে তৃপ্ত করার আশায়....
::::::::::::::::::::::::::::::::::::::::::
ঘুরতে গেলে ফারুক ভাই দেখতে চায়..
পাহাড় নদী মনের ভেতর রাখতে চায়..
একলা একা নিরজনে ভাবতে চায়..
নিজের বোধের পারদখানি মাপতে চায়..
হয়ত কোন পাখি ডাকে আনমনে..
ফারুক ভাই কথা বলে তার সনে..
একলা গিয়ে বসে কোন বাঁশ বনে..
যেথায় ঘুঘু প্রিয়ার আশায় মাস গোনে..
হয়ত কোথাও ফুটে আছে বন্য ফুল..
মনে পড়ে প্রিয়তমার (মালা ভাবী) কানের দুল..
Ishrat Islam কোন কমেনট করব না। ❤️❤️❤️
Mohammed Al-Farook আসসালামু আলাইকুম ভাইয়া...কমেন্ট থেকে বঞ্চিত হবার কারন কি জানতে পারি ?
ওয়ালাইকুম আসসালাম। I am overwhelmed! ভাষা হারিয়ে ফেলেছি।
Mohammed Al-Farook আসসালামু আলাইকুম ভাইয়া...যখন মন খুব অবসন্ন থাকে।তখনি আপনার চ্যানেল দেখি ।সেই অবচেতন হিয়ার উতস থেকেই এই লিখার প্রেরনা ।অনেক ভাল থাকবেন ভাইয়া ।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সুখী রাখুন। আমিন।
বিভিন্ন প্রকার শস্য ও ফলের বাগান,পশুর খামার,চারণভূমি, হাট বাজার সবই একেবারেই গুছানো, সব মিলিয়ে অসাধারণ আমেরিকার গ্রামীন জীবন ।
Hisal Khan 😊
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সাবলীল উপস্থাপন,সব কিছু মিলিয়ে একেবারে দুর্দান্ত।
Thank you dear
আমেরিকার দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগল। ধন্যবাদ।
Rokon uz -zaman Welcome!
অনেক ভাল লাগলো মন ভালো হওয়ার মতো গ্রামের দৃশ্য
Yousuf Ali ধন্যবাদ।
@@AdventureTube21 জাযাকাল্লাহ
আমি বাংলাদেশের গ্রামের ছেলে।তাই USA যাওয়া আমার কাছে সপ্ন।আমি ভাবতাম কেউ যদি আমার কাছে USA এর দৃশ্য ভিডিও করে পাঠাত।তাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে।
sh badhon স্বপ্নই একদিন সত্যি হয়। সাথে চেষ্টা লাগবে। 🥰
ভাইরে যা আছে সেটা নিয়েই দেশে কিছু করেন , আমার অভিজ্ঞতা থেকেই বলছি , নিজের বাবা মা, ভাই বোন , আত্মীয়স্বজন নিয়ে দেশেই থাকা ভালো , আরেকটা দেশের দিতিও/ত্রিতিও শ্রেণীর নাগরিক না হওয়াই ভালো , আমি লসেঞ্জেলেসে ছিলাম ১১ বৎসর আর কেনেডায়ে ছিলাম ৩ বৎসর সেই আলেকের অভিজ্ঞতা থেকেই এতো কথা বললাম ।
Hafiz Mohammed ভাল বলেছেন ভাই।
Bhaiya, durer jinish shob shomoy shundor mone hoi. Amra bideshe eshe jei poriman porishrom kori sheta jodi deshe kortam amra onek bhalo thaktam. Amra degree niye bideshe eshe just kaaj kori. Ek shomoy mortgage, bachchader school r career eishober moddhe trapped hoye jai r protidin deshe fire jawar shopno dekthte dekhtei more jai. Life er protidin er shundor jinish gulo priyo manush der shathe shob shomoy share korte pari na. Mon khule kotha bolte chaileo time er hishab kore phone korte hoi, dekha jai apni jokhon free apnar bhai bon deshe office e. Bachchara pura deshi o hoi na abar bideshi o hoi na. Doa kori apnar shopno jeno shofol hoi.
Apnar mato amar kacheo swapno .apnar age kom ,nischoi jabe ,amar blood relation er akjon thake ,khyb I kacher ,kintu tader akhono amar visa te ektu help korar sujog ase ni,gato bachor nijer chestae visa korar tr y korechilam ,but haeni,oi swapnoi dekhe gelam ,amar husband er dikeo khub kacher relation er akjon thake ,tadero nie jaoar somae haeni ,sabai khub selfish ,bisesh Kore Indian ra ,Ami akjon Indian ,tomder bangla desi ra mone hae anek besi antorik, ei dadar video gulo dekhi amar mone hae tomra bangla desi ra ake oporke khub valo baso ,tumi amar vai er mato ,porasona koro ,Aim rakho ,nischoi jabe
কী সুন্দর ফল, কী সুন্দর দেশ! ঐ দেশের মানুষ কত সৎ! আমি যদি ঐ দেশে জন্মাতাম কত মজা হতো।
😊
বাহ্! বাংলাদেশে বসে আমেরিকা দেখা...খুব ভাল লাগছে....Thank you so much....I'm waiting for next new vedio, new experience
WoW very beautiful Garden of fruits 🍎. in this video it’s really feels like it’s a village. it’s really surprising to see place like that in United States. in my childhood I used to think that Bangladesh is only country of farmer’s. I used to believe that America Europe those are just made of long building and modern city.
😊❤😊
Thanks for visiting
খুব সুন্দর তো আমেরিকা। আল্লাহ পাক যদি কোন দিন যাওয়ার ক্ষমতা দেয়, ইনশাআল্লাহ যাবো।
inshallah.
গ্রামের বাজার তার পরও অনেক উন্নত /দেখে অনেক ভালো লাগল / অনেক ধন্যবাদ/
Welcome dear
Hello everyone, how are you all doing? So good to see you all again ! I enjoyed the episode thoroughly! Thanks so much dear Farook bhai for this lovely episode!
Take care everyone!!!
Thank you dear.
@@AdventureTube21 Pleasure dear bhai!
আপনার সাবলীল উপস্থাপনা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি
Thank you
আমরা আসলে একটা অভিশপ্ত জাতি। দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার, প্রতিহিংসা, জনসংখ্যার ঘনত্ব সবকিছুই আমাদেরকে গ্রাস করেছে। আর আমাদের জীবন এভাবে চলে যাচ্ছে যুগের পর যুগ। আমরা আসলে এত সুন্দর মনোরম পরিবেশ কক্ষনো চিন্তা করতে পারি না, যেখানে নেই কোনো হতাশা, অভাব অনাটন, প্রতিহিংসা জনসংখ্যার ঘনত্ত, মানুষের মাঝে ভেদাবেধ।
Tipu BD sadly true. Very sad. 😞
আপনি আমি মিলেই জাতি।
আমরা কি চেষ্টা করেছি কখনো বাস্তব চিন্তা করতে।
দুঃখের বিষয়, যার যার জায়গা থেকে আমরা কোনদিনই চেষ্টা করিনি। অভিশাপ কাটানোর।
আমরা হায়হুতাশ করতেই ব্যস্ত।
আমারা জাতিগতভাবে অযৌক্তিকভাবে স্বার্থপর হয়ে গেছি, আর মূল্যবোধ গেছে তলানীতে।
তুই মরে গিয়ে দেশের উপকার কর,একজন জনসংখ্যা তো কমবে দেশের
@@nexusmedia9588 তুই তো বেটা বড় আবাল,আমি কি তোর কমেন্টের রিপ্লাই দিছি,আমি রিপ্লাই দিছি ফার্স্ট কমেন্টের
শালা তুই অভিশপ্ত আমরা নয়, আমেরিকা চাইতে আমার মাতৃভূমি অনেক ভাল। আমি নিজে আমেরিকায় অাছি
আপনি আমেরিকার গ্ৰা্ম এবং গ্ৰামের হাট এর দৃশ্য যেভাবে এই ভিডিওতে দেখিয়েছেন তা অসাধারন, আমেরিকার গ্ৰাম ,আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গ্ৰামেও হাট হয় কিন্তূ এত পরিস্কার আর সাজানো গোছানো নয় সত্যি আমেরিকা স্বপ্নের ই দেশ , অনেক কিছু দেখলাম ,আপনারা ভালো থাকুন ।
MONDAL CREATION ধন্যবাদ ভাই। দোয়া করি আপনারাও ভাল থাকুন।
খুবই ভালো লেগেছে। বিশেষ করে উপস্থাপককে বেশ ভালো মনের মানুষ বলে মনে হলো। শুভকামনা।
ধন্যবাদ।
আমেরিকার গ্রামীন মানুষের সকাল থেকে রাত্রী পর্যন্ত জীবন-যাপন,খাবার,পোশাক সম্পর্কে যদি একটি ভিডিও করেন খুব ভালো লাগবে।এসব জানার কৌতুহল অনেক। 🏵🏵
Megher Mitali ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ। আমিষ ভিলেজের ভিডিও দেখেছেন?
@@AdventureTube21 হ্যাঁ দেখেছি।
খুবই ভালো লেগেছে।আমি এডভেঞ্চার পছন্দ করি।আপনাকে ধন্যবাদ,আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে ও জানতে পারছি। 🌹🌹📷
এই পর্বটা আগে দেখিনি, খুব ভালো লাগলো, ধন্যবাদ।
Sm Swapnil Welcome 🥰
আমেরিকার গরু গুলোকে দেখে সত্যি অবাক হলাম !
এরা মানুষগুলো যেমন শান্ত তেমনি গরুগুলোও ।
আর কত সজীবতায় ভরা পরিবেশ !!! আমাদের দেশ তো ধূলা বালিতে ভরা প্রাকৃতির বৈচিত্রের দেশ !!!
সৌন্দ্যয আছে তবে ধুলোয় ভরা......
MAHFUZAR RAHMAN ধূলো ভরা ঐ সৌন্দর্য কোথাও পাবেন না। জন্মভুমির ধূলা সোনার চেয়েও দামি। অনেক ধন্যবাদ কমেনটের জন্য। 😊
হতে পারে । হয়ত আমি সেই মূল্য বুঝতে পারছিনা । তবে তুলনামূলক ভাবে সব দিক দিয়ে কোন দেশটি নিরাপদ বলে আপনি মনে করেন ! যেমন সৌন্দর্য্য, নিরাপত্তা, মানবিকতা, যোগাযোগ । আমি নিজের দেশকে খাটো করতে চাচ্ছি না ! কিন্তু জানতে ইচ্ছে তাই ।
ধন্যবাদ
আপনার ভিডিও গুলা দেখার সময় মনে হয়, আমি নিজে ঐখানে উপস্হিত৷ খুবই ভালো লাগল ধন্যবাদ , এত সুন্দর জায়গা দেখানোর জন্য৷
poran pakhi অনেক ধন্যবাদ।
আপনাদের সবার জন্য দোয়া রইল৷
অসাধারন ভিডিঃ দেখে খুব ভালো লাগলো
Estarul Islam ধন্যবাদ।
আমেরিকা দেখে ফেললাম ঘরে বসেই আপনার সুবাদে। ধন্যবাদ🙏
ধন্যবাদ।
ভাইজান এটা অনেক দামি ফল এবং সুস্বাদু
Islam Udhin ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই। আপনার উসিলায় আমেরিকার গ্রাম দেখলাম।
you are very welcome.
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে অনেক সুন্দর জায়গা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি। তাও আবার আমেরিকা
Shohid Khokon ধন্যবাদ।
Hi I am from Bangladesh thanks for your excellent video best of luck.
Araf Hasan thank you.
আমেরিকা শুধু স্বপ্ন আমার কাছে কখনোই হয়তো স্বপ্ন পূরণ হবেনা😒
আপনার ব্লগগুলি অসাধারণ যতই দেখি খুব খুব ভালো লাগে 🤗
আল্লাহ আপনার নেক হায়াত সম্পূর্ণ করুক 💚
ভুতুড়ে পরিবেষ লাগতেছে। খুব ভাল।।
shihab& aysh 👹
আমি আপনার মতোই প্রকৃতি প্রেমি।।আপনার এসব ভিডিও দেখে খুবই তৃপ্তি পাচ্ছি।আশা রাখি এরকম ভালো ভিডিও আরও পোস্ট করবেন।।ধন্যবাদ।
অসাধারণ সুন্দর মন মুগ্ধ হয়ে গেলাম
Md Mohuddin ধন্যবাদ।
Dear sir welcome
🥰
আপনার জন্য রোজ আমেরিকা দেখছি😀👌nice vlog.
Baisakhi Bhandari thank you. 🥰
ফারুক ভাই , আপনাকে দেখলে আমার এতটাই ভাল লাগে যে আমা কাঁদতে থাকি । আমাদের দেশ দেশ প্রেম আল্লাহ ভক্তি আপনার এতটা প্রবল আমার খুব ভাল লাগা শুরু হয় আর তারপর আসে কান্না । যেই সেন্ট মার্টিনে আমরা কতবার গিয়েছি ৩ রাতের নীচে কোনদিন থাকেনি কিন্তু আপনে যখন বলা শুরু করলেন মনে হলো কোনদেশ এটা ? কারন আপনার আছে প্রবল দেশ প্রেম আর ভালবাসা ।
আমি ভিডিও বানাই সবার মন ভাল করার জন্য। কাঁদলে তো হবে না ভাই। তবে যেহেতু আনন্দের কান্না মেনে নিচ্ছি 💕
দোয়া করি ভাল থাকুন। 😊
I love my country Bangladesh.
Nice
Ar ekta valo video pelam , apnar kathagulo ekdam pariskar banglay, bolar dharan o khub i valo. Dhanyabad,Valo thakben.
Samir Roy ধন্যবাদ ভাই। Sorry for the late response.
খুব ভাল হেয়েছে/ আল্লাহ আপনার মনের আশা পুরন করুন
আল্লাহ আমাদের সবার মনের নেক আশা পূরণ করুন। আমিন। ভাল থাকুন ভাই। অনেক ধন্যবাদ।
Assalamu alaikum
Apnar video onek vlo lage
md mostak Walaikum assalam. Thank you.
@@AdventureTube21 welcome
First time seeing a video of American village life
খুবই সুন্দর ভিডিও।মুগ্ধ হয়ে দেখলাম। দারুণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেবার জন্য। love from India.
ভালো লাগছে জেনে যে আপনি এঞ্জয় করেছেন। অনেক ধন্যবাদ।
আমার দেশটার কবে হবে এই চিএ.. চমৎকার দৃশ্য
অসাধারন লাগছে আপনার সব এপিসোড গুলো । আপনি মানুষটাই অসাধারন । আপনার হাসি, বলার ভংঙ্গী সব কিছুর মধ্য সারল্য বিদ্যমান ।
Thank you dear.
আপনার ভিডিও ভাল হয়, তবে আরও কিছু বিষয় আছে যেগুলোতে মনোযোগী হওয়া দরকার।
যেমনঃ কোন একটা প্লেসে গেলে সেখানকার বর্ণনা ভালোভাবে দেওয়া, কথাগুলো গুছিয়ে বলা। এখানে একটি মার্কেটে আপনি ঘুরেছেন, কিন্তু সেখানে থাকা কিছু জিনিস পত্রের মূল্য জানা অথবা দোকানদারকে জিজ্ঞাসা করা, এবং সেখানকার লোকজনের সাথে কথা বলা, সেখানকার রীতিনীতি কালচার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা অথবা জায়গার ইতিহাস/ হিস্টরি /কালচার ইত্যাদি বর্ণনা করলে আরও অনেক ভালো হতো।
ভিডিও শুটিং করার ক্ষেত্রে আপনি একটি ভাল ক্যামেরা ব্যবহার করতে পারেন। সাথে একটা ড্রোন ভিডিও ক্যামেরা রাখতে পারেন, যাতে করে ওপরের দিকে এবং বিভিন্ন সাইজের ছবি ভালোভাবে ক্যাপচার করতে পারেন। সেই সাথে প্রত্যেকটা প্লেসের ধরন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকের চয়েস টা আরও উন্নত হওয়া দরকার।
এ ক্ষেত্রে আপনি কোন একটা জায়গার ভিডিও করার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করতে পারেন, এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নোট করে রাখতে পারেন। এতে করে আপনার প্রত্যেকটা ভিডিও আরও প্রাণবন্ত এবং সুন্দর হয়ে উঠবে।
আপনাকে ধন্যবাদ...
sharif eee many thanks for your suggestions.😊
ফারহান
sharif eee
drone law janen
Thank you sir we want more video
আমেরিকার এক গ্রাম্য পরিবারের সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদনের কর্মকান্ড নিয়ে একটি ভিডিও চাই।
সহমত
ইনশাল্লাহ চেষ্টা করব।
Vai onek sundur thanks
@@AdventureTube21 ভাই কোরানে খ্রিস্টান দের সাথে বন্ধুত্ব না করতে বলা হয়েছে তা আপনি খ্রিস্টান দেশে কি করতে গেছেন, খ্রিস্টান দের জুতা পরিষ্কার করতে? কারন মাদ্রাসায় পরেতো এর থেকে ভালো কাজ করতে পারবেন না😮
Roky Rok ভাই কিছু মনে করবেন না, আপনি একটা আহাম্মক, আন্তত আপনার কথার স্টাইলে তাই প্রমান হয়| এখন যদি এর ব্যাখ্যা জানতে চান তাহলে আপনি একটা বলধ !
একটা জীব কে বাক্স র ভেতর আটকে রাখা হয়😭একজন পশু প্রেমিক এর কাছে খুবই যন্ত্রণা দায়ক।খাঁচার পাখী দের একই যন্ত্রণা। এসব দৃশ্য অথবা আলোচনা থেকে নিজেকে দূরে রাখি।শুভ রাত্রি 🙏
এসব দৃশ্য এবং আলোচনা থেকে দুরে থাকলে সমস্যার সমাধান হয়ে যাবে?
নমস্কার দাদা
না সমস্যার সমাধান হবে না কারণ
যারা অবলা জীবদের অহেতুক কষ্ট দেয় ।বাড়ি তে পালন করেও ঠিকমতো নজর রাখেনা।তারা
৮০% এবং বাকি ২০% আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এনাদের নরম করে কড়া ধমক দিয়ে ঝগড়া করে বোঝানোর। কখনো ফলপ্রসু হয়।
কখনো বিফল। আনিম্যাল প্ল্যানেট দেখে কাদতাম। মেয়ে বোঝাল এদের খাদ্য খাদক সম্পর্ক। খাদ্য না
কমলে সংখ্যায় এরা বেরে যাবে। থাকার জায়গার অভাব হবে। পেট ভরার মত খাবার থাকবেনা।
তাই এই দৃশ্য দেখালে চ্যানেল পাল্টে দি।
আনিম্যাল রেসকিউ দের ভিডিও আমার খুব পছন্দের। আমি নিজেও
বাড়ি তে যত 🐶 🙀 🐦 পালন করেছি সব রাস্তা থেকে এনে।
বর্তমানে যে পুষি আছে তাকে ১দিনের বেবী কারা বাজারে ফেলে
দিয়ে ছিল। আমি আনলাম এ বছর পূজোতে ৪বছর পূর্ন হবে।।
অনেক বড় হয়ে গেল লেখাটা।
সময় নষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ 🙏সুস্থ থাকার চেষ্টা করুন আপনারা।
ব্যবসায়িক কাজে যারা ব্যবহার করছে তাদের বলার রাইট আমার নেই।
আমার লেখাতে কেউ আঘাত পেয়ে
থাকলে আমি দুঃখিত 😔
এটা আমার ব্যক্তিগত মতামত 🙏
Soma Dutta No problem dear.
ধন্যবাদ দাদা
USA যাওয়া আমার স্বপ্ন
খুব সুন্দর লেগেছে।
md sawpon Thank you. Sorry for the late response.
ধন্যবাদ,সৌদি আরব থেকে।
Fantastic..The village life is also organised
Thank you.
মাশআললাহ,,,, আললাহর দুনিয়া এতো সুনদর না দেখলে বুঝা জাবেনা।
অস্থির, যদি সরাসরি দেখতে পেতাম আরো ভালো লাগতো।
oma Americar goru gulo dekhe mone hocche onkk chalak ar onk discipline jane😘
Khub bhalo legeche
Thank you.
ঘরে বসেই আমেরিকা দেখলাম । ভালো লাগলো ভিডিও টি । আমেরিকায় কি করেন ? যদি জানাতেন ভালো লাগতো
odd emoji I am in hospitality industry. ধন্যবাদ ভাই।
দেশে থাকতে আমি খুব ঘরকুনো স্বভাবের ছিলাম। কিন্তু বিদেশে আসার পর আমার সেই স্বভাব সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে। ইন্টারনেট এর কল্যানে পৃথিবীর আনাচ কানাচে হরেক রকম জায়গা আরর হরেক রকম মানুষ দেখে সত্যিই বিস্মিত না হয়ে পারা যায়না। এখন আমারও অনেক ইচ্ছে হয় যে বিশ্ব ভ্রমনে বেরিয়ে যাই। আল্লাহতালার অপরূপ সৃষ্টি কে আমরা বিভিন্ন দেশের নাম দিয়ে বিভক্ত করলেও গোটা পৃথিবীর টাই খুব সুন্দর। একেক জায়গায় একেক রকম কিছু না কিছু সৌন্দর্য সবখানেই রয়েছে।
দিকশূন্যপুরের অভিযাত্রী অতি সত্য কথা। দোয়া করি আল্লাহ আপনার সৎ আশা গুলো পূর্ন করুন। ধন্যবাদ ভাই।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাইয়া আপনার ব্লগে একদিন কমলালেবুর বাগান দেখতে চাই।
ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ বানাব। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ, সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য
Alam Gir Welcome ভাই।
খুব ভালো লাগলো। ঠিক জেনো, শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য....😍
খুব ভালো লাগলো
Sylhet TV thank you.
গরুটাতো অবিকল ডোনাল্ড ট্রাম্পের মত লাগছে।
ওরে ফাই।
এইডা কি কইলেন?
অবশেষে বাংলাদেশী একজন পেলাম, আমি ট্রাভেলিং ভিডিও দেখি, সবসময় ভাবতাম কোয়ালিফুল বাংলাদেশী ভ্লগার নাই কেন, আজকে আপনার ভিডিও দেখে মনের আশা পূরণ হোল,
Razib অনেক ধন্যবাদ কমেনটের জন্য। ভাল লাগছে যেনে যে আপনি আমার ভিডিও এনজয় করেছেন। 😊
ভাই,জনমানবহীন একটা জায়গায় সবসময় এভাবে থামবেন না , ভয় লাগে যদি কোনো ভূতুড়ে কান্ড ঘটে আপনার সাথে।☹️😩☹️ সবসময় আপনার সুস্বাস্থ্য কামনা করি।
ধন্যবাদ।
ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
Lutfur Rahman Welcome ভাই। 😊
ধন্যবাদ আমেরিকার গ্রাম এবং কৃষি ব্যাপারে দেখাবার জন্য আর আপনার আনন্দ আমাদের সাথে ভাগ করার জন্য।
Welcome.
আসসালামু আলাইকুম ভাই। আপনার চোখে আমেরিকার অনেক নতুন বিষয় জানছি! এই পিচ ফলই কি আমাদের দেশের বিলাতী গাব? আর টয়লেট দেখে মজা পেলাম।। কোন পাবলিক টয়লেটে যে গান শোনানোর জন্য এত সিডি থাকতে পারে- তা আপনার ভিডিও না হলে কিভাবে জানতাম!!! আর ভাই আপনার আটপৌড়ে বর্ণনার ঢং- দারুন লাগে আমার♥
Ahmed Al Sajid না ভাই পিচ বিলাতী গাব না। দেখতে ঐ ককম কিন্তু স্বাদ সম্পুর্ণ আলাদা। ধন্যবাদ ভাই।
J😂😂🙇😋🙇 😢😢😏
এটা পার্সিমন ফল
যত দেখি ততই ভালো লাগে
محمد المس ধন্যবাদ। Sorry for the late response.
মালিক ছাড়া ফল খেতে নিষেধ করছেন, আপনার এই নীতি প্রসংশার দাবিদার।
Ziaour Rahman ধন্যবাদ।
Apnar uposthapona ta khub sundor
Thank you.
ভাই আমিরিকা দেখালেন এখনতো ওখানে যাইতে মন চাইতেছে,
Ami choto teke Ekta shopno deki je Kobe America jabo kintu Ajporjonto bastob e puron holona Tai jai huk apner sundor video ta dekhe Amar Mon Ekdom molin hoya geche. Apne ar notun video upload Koro thank you so much
আমেরিকা জাইতে আমার কুব ইচ্ছে ভাইয়া,কি বাবে জাওয়া যাই ভাইয়া
Kob bhalo laglo thank u so much apnake eto nice video dekanur jonno.
Welcome.
Nice vidio
গ্রামটা দেখে ভাল লাগল
ভাই আপনি আরো নুতুন বিডিও দেন
Shohel Khan ইনশাল্লাহ। 😊
Asadharon ,just swapno
Runi Dasgupta ধন্যবাদ।
বাংলাদেশ হলে ফল সহ গাছ ভেঙে নিয়ে যেত।কেন আমরা use মতো হতে পারিনা??
sh badhon ইনশাল্লাহ হব।
দেখে অনেক ভালো লেগেছে আবার অনেক রকমের ইচ্ছাও জাগছে ইচ্ছারর কথা বললাম না করন পুরন হবেনা
Hmmm
আমাদের লোভ অনেক বেশি।
যতটুকু খাইতে পারি তার থেকে ১০০০ গুন বেশি লোভ আমাদের।
আওয়ামী লীগ জারজ নাস্তিক হাসিনা ক্যাসিনো লীগ,
এত ভাল লেগেছে যা বলে বুজাতে পারবুনা,,, সুপার
বিদেশের গরু গুলা ও অনেক সভ্য
খুব ভালো লাগল
খুব সুন্দর কিন্তু বাংলাদেশের থেকে এত সুন্দর না
Polo das অতি সত্য কথা। এটা হলো দুধের স্বাধ ঘুলে মেটানো। ধন্যবাদ।
খুব সুন্দর লাগলো ভাই
সৌদিআরব খুটি নাটি ভিডিও খায়রুল ইসলাম ধন্যবাদ। Sorry for the late response.
আমি ডোনাল্ট ট্রাম্প প্রজাতির তাজা গরুর গোস্ত খেতে চাই।
ভিডিও গুলো খুবি সুন্দর সাবলীল এবং আনন্দময় তথ্যবহুল। দেখলেই দেখতে মন চায় একটার পর একটা।আল্লাহ ভালো রাখুন আপনাকে।
অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইলে ভালো রাখুন।
আমেরিকার ষাড়টার চেয়ারা অনেকটা ট্রামপের চেহারার মতো,ট্রামপ রাগলে চেহারা অনেকটা এ রকম হয়
Abul Azad 😍🥰🤪🤣😂😅
Abul Azad ট্রাম্পকে পছন্দ না করলেও কিন্তু সেই ট্রামপের পায়ে ধরে কান্নাকাটি করে বাংলাদেশের অনেক মানুষ I কেবল বলে, তোমাগো দেশে আমাগো একটু থাকতে দিবা সাহেব ?
Hillol Watts 😍🥰😂
Jarmanir gram
Nice, waiting for next episode..
Thank you.
2:39 Bangladeshi be like😂😂😂
Dada video deakhe khub valo laglo thanku
Welcome.
এটা কোন সিজন ছিলো, স্যার?
Mithun Kobir summer.
অনেক ধন্যবাদ
শূন্য পথিক Welcome ভাই।
আমিরিকান রা নিজেকে সভ্য জতি
বলে একটা গরু কে বাকসো
বন্দি করে দিনের পর দিন লালন পালন করে। আর আমরা মুসলিমরা ঐ দেশে
যাওয়ার জন্য জীবন দিয়ে চেষ্টা করি
আমাদের রাছুল (সঃ) পশু পাখীর সাথে
কত সুন্দর আচরণ করতেন
ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে
ভালো দিক গুলোর সাথে সাথে
খারাপ দিক তুলে ধরারজন্য
Welcome.
হায়রে দুনিয়া কেউ খেতে পারে না আবার কত জায়গা খাবার নষ্ট হয়ে যায়।
Mohammad Alam খুবই সত্য কথা।
Khub sondor jaiga gulo
Asadharon Nice 👌👌👌
Yesmin Bibi ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাইজান
কেমন আছেন?
আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে প্রবাসে খুব ভাল আছেন ।
ভাইজান গতকাল যে প্রথম ভিডিও টা আপলোড করেছিলেন ঐ টা কি ডিলিট করে দিয়েছেন নাকি ?
কারণ বরাবরের মতো আমিও আপনার কথা এবং আপনার রান্না খুবই পছন্দ করি ।
আল্লাহ পাক আপনাকে সুস্থ ও ভাল রাখুন এই কামনা করি,
বি : দ্র : ভাইজান একটা কথা বলি মাইন্ড কইরেন না দয়াকরে ।
আমি জানি আপনি যেই দেশে থাকেন ঐখান কার কালচার অনুযায়ী খুব ভাল পরিবেশ
যদি দয়া করে আপনার ভিডিও টা করার সময় ভাবী সাহেবার একটু উড়না ব্যাবহার করা হয় তাহলে আপনার ও আমার সবার জন্য দুনিয়া ও আখেরাতের লাভ হবে ইনশাল্লাহ ।
যদি আমার মন্তব্যের কারনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি ।
আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন এই কামনা করি,
জাজাক আল্লাহ খাইরান ভাইজান ।
ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক কথা বললে মাইন্ড করব কেন? আপনি কোন খারাপ কথা বলেন নি। না ভাই, ওই ভিডিও টা ডিলিট করিনি। খোঁজে পাচসেন না?
Mohammed Al-Farook
আসসালামু আলাইকুম ভাইজান ।
ঐ ভিডিও টা পাইনি ,
তবে যাক ভাইজান দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং সুস্থ ও ভাল রাখেন, আমিইন 👐
আর আপনার সুন্দর কথা ও রান্নার অপেক্ষায় রইলাম.
আপনার পরিবারের সবাইকে আমার সালাম
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু ।
জাজাক আল্লাহ খাইরান ভাইজান
Saif i walaikum assalam vai. Try this link. ua-cam.com/video/DgFmoBHxvII/v-deo.html
সত্য কথা বলেছেন
nice vedeo thanks
Rubel mahmud Rubel Welcome. Sorry for the late response.
ভাই আমেরিকায় রাখালও ওয়ারলেস ব্যবহার করে??
al HASIB হ্যা করে। 😊
রাখাল শুধু ওয়ারলেস ব্যবহার করে না, দেখা যাবে সে রাখাল টা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত।
,একটা ঘুঘু পাখির ভিডিও বানান
আমার জানার খুব ইচ্ছা, এই ভিডিওতে ডিসলাইক দিয়েছে কেকে
Harbinger Design & Architect 🥰
খুব ভাল লাগলো ভাই, গিয়ে দেখার সুভাগ্য না হলেও না হলেও ভিডিও দেখে অনেক তৃপ্তি পেয়েছি।
ধন্যবাদ।
সব কিচুত আমাদের বাংলাদেশের মতন খালি নামটা আমিরিকা
Fgyft Fffgh 😊
khub e valo laglo.detail information.