প্রথমেই চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ। এবার আমার কথা বলি। প্রশিক্ষণ, পরামর্শ ওবং কাউন্সিলিং-এর চাহিদা বাজারে আছে। কিন্তু অনেকেই করছে। আবার আমি যে বিষয়গুলোর উপরে এসব করতে চাই, সেগুলো মানুষের তেমন জরুরি দরকারি না। সেসব নাহলেও জীবন চলে, চলছে। তবে বিষয়গুলো শতভাগ উপকারি। মানে বলতে চাইছি যে, উপকারটা প্রচ্ছন্ন বা পরোক্ষ। অর্থাৎ বিবিধ শিক্ষার মাধ্যমে সচেতনতা, অনুপ্রেরণার মাধ্যমে ব্যক্তির আত্মবিকাশ ও জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যা সব বয়সীদের উপযোগী। প্রত্যক্ষ উপকারী নয় বলেই ব্যবসাটা সেভাবে করতে পারছি না বলেই মনে হচ্ছে এবং তেমন সাড়া পাচ্ছি না। কিন্তু সেসব বিষয়ে প্রশিক্ষণ/পরামর্শ/কাউন্সিলিং ইত্যাদি করলে বা জানা থাকলে -- ছাত্রজীবন, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে বহুবিধ কাজে লাগবে। সততার সাথে উন্নত জীবন গঠন এবং জীবনের সার্বিকভাবে উপকৃত হওয়া যাবে। উল্লিখিত বিষয়ে কীভাবে কী করা যায়, জানালে উপকৃত হবো। তেমন মনে করলে মেইলেও জানানো যেতে পারে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আমি কাঁচামালের ব্যবসা করতে চাইছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সফল ব্যবসায়ী হতে পারি আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকতে পারি
আমার ব্যবসার বয়স প্রায় 24 বছর কিন্তু আমি বর্তমানে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি বর্তমানে ব্যবসা থেকে যে আয় উপার্জন হচ্ছে তা দিয়ে সংসার খরচ ব্যাংক ইন্টারেস্ট সহ অন্যান্য খরচ চালাতে ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমার কি করণীয় কি করতে পারি জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।
যারা নতুন করে মুদি ব্যবসা শুরু করতে চায় তারা কিভাবে শুরু করতে পারে, ব্যবসা শুরু করার পর ব্যবসার লাভ এবং লস হিসাব কিভাবে করতে পারে, প্রতিদিনের হিসাব কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে একটি ভিডিও দিলে উপকৃত হব।
ভাই প্রথমে আপনাকে সেলুট, আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ কিন্তু আপনার মত এত সুন্দর করে বুঝতে পার সত্যি ই পাইনি আমি বার বার আপনার ভিডিও গুলো দেখি,আপনার ভিডিওর সাথে মিলেযাচ্ছে, যাক মুল বিষয়,আমি একটা গার্মেন্টস এর সকল বিষয়ের উপর ট্রেনিং সেন্টার খুলতেছি আমাকে একটু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিবেন টিচারদেরকে কি ভাবে ক্লাস করবে অর্থাৎ তাদের প্রতি আমার কি কি এডভাইজ থাকবে/করতে পারি ধন্যবাদ ।
আপনার সব গুলো ভিডিও আমার কাছে শিক্ষা মুলুক মনে হয় তাই আপনার সব গুলো ভিডিও আমি দেখার জন্য চেষ্টা করি,এতো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসসালমুআলাইকুম। অনেক ধন্যবাদ জানাই Life Solution কে। তিনি খুবই সুন্দর ভাবে বিষয়টা বুঝিয়া দিয়াছেন। আমি অনেক কিছু জানতে পেরেছি। একটা রিকুয়েস্ট রইলো যে বিজনেস বিষয়ে এই রকম আপডেট আপডেট খবর যাতে আমরা জানতে পারি আই চ্যানেল এর মাধ্যম।😊😊 আমি MD Rishad Hossen। বিজনেস করতাসি নাটোর থেকে। ধন্যবাদ সবাইকে 🥰
মেডিসিন বিজনেস। বহুল প্রচলিত। এ বিষয়টা কিছু জানি। সেক্ষেত্রে কি সাবধানতা নিতে হবে। এই ধরণের কমপিটিটিভ মার্কেটে সার্থক হওয়ার জন্য আপনার কি পরামর্শ কি? আপনাকে ধন্যবাদ।
ভাই বিজনেস করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি খেয়াল রাখতে হবে? মানে বিজনেস এর কৌশল কোন কোন ক্ষেত্রে চালাকি কোন ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আবার কোন ক্ষেত্রে কমনসেন্স আবার কোন ক্ষেত্রে বোকা হলে সমস্যা হবে না এরকম রিলেটেড কিছু ভিডিও বানানো যায় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে
আমার খুব ভালো লেগেছে স্যার ধন্যবাদ। আমি ছোট একটি পোশাক কারখানায় অনেক দিন যাবত করছি কিন্তু তেমন ভালো করতে পারছিনা যদি এই শিল্পের উপর ভাল আইডিয়া দিতেন তাহলে উপকৃত হতাম ধন্যবাদ।
আপনার ভালো পরামর্শের জন্য আমি খুবই উপকৃত হব।
ব্যবসাহীদের জন্য দরকারী গাইড লাইন. অনেক ধন্যবাদ ।
ব্যবসা সম্পর্কে চূম্বক পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রথমেই চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ। এবার আমার কথা বলি। প্রশিক্ষণ, পরামর্শ ওবং কাউন্সিলিং-এর চাহিদা বাজারে আছে। কিন্তু অনেকেই করছে। আবার আমি যে বিষয়গুলোর উপরে এসব করতে চাই, সেগুলো মানুষের তেমন জরুরি দরকারি না। সেসব নাহলেও জীবন চলে, চলছে। তবে বিষয়গুলো শতভাগ উপকারি। মানে বলতে চাইছি যে, উপকারটা প্রচ্ছন্ন বা পরোক্ষ। অর্থাৎ বিবিধ শিক্ষার মাধ্যমে সচেতনতা, অনুপ্রেরণার মাধ্যমে ব্যক্তির আত্মবিকাশ ও জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যা সব বয়সীদের উপযোগী। প্রত্যক্ষ উপকারী নয় বলেই ব্যবসাটা সেভাবে করতে পারছি না বলেই মনে হচ্ছে এবং তেমন সাড়া পাচ্ছি না। কিন্তু সেসব বিষয়ে প্রশিক্ষণ/পরামর্শ/কাউন্সিলিং ইত্যাদি করলে বা জানা থাকলে -- ছাত্রজীবন, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে বহুবিধ কাজে লাগবে। সততার সাথে উন্নত জীবন গঠন এবং জীবনের সার্বিকভাবে উপকৃত হওয়া যাবে। উল্লিখিত বিষয়ে কীভাবে কী করা যায়, জানালে উপকৃত হবো। তেমন মনে করলে মেইলেও জানানো যেতে পারে। ধন্যবাদ।
শরীর থেকে আত্মা বের হয়ে যাওয়ার পরে একটা পাখিকে প্রতিরোধ করার শক্তিও আমাদের থাকবেনা ।অথচ আমরাই পৃথিবীতে শক্তির বড়াই করে বেড়াই!!👍❤️
ধানের হাটে কত সুন্দর ওল নামালেন
❤❤❤❤r8@@HasanbinMukhter1990
উপকৃত হলাম। জাজাকাল্লাহ খাইরান।
আসসালামু আলাইকুম আমি কাঁচামালের ব্যবসা করতে চাইছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সফল ব্যবসায়ী হতে পারি আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকতে পারি
দোয়া রইলো আপনার জন্য।
Alhamdulillah
আল্লাহ তায়ালা আপনার আশা পুরন করুক আমিন।।।।
ভালো থাকবে অবশ্যই তোমার জন্য প্রার্থনা রইলো
Vai apnar location koi ??
অবশ্যই ব্যবসা শুরু করতে যাওয়া বা ব্যবসায়ী গনের উপযোগী সুন্দর একটি পরিবেশনা। ধন্যবাদ।
মাশাল্লাহ মাশাল্লাহ। খুব গুরত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে ভিডিও।
গুরুত্ব পূর্ণ কথা৷ ভালো লাগছে
অনেক ভাল ব্যবসার অাইডিয়া দিলেন ধন্যবাদ অাপনাদের চ্যানেলকে।
ধন্যবাদ ভাই ৷অনেক কিছু শিখলাম....শূভ কামনা রইলো....❤❤
Thanks vai.
অনেক সুন্দর আলোচনা আমার মনে সাথে মিলেগেল
মূল্যবান পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
আমার ব্যবসার বয়স প্রায় 24 বছর কিন্তু আমি বর্তমানে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি বর্তমানে ব্যবসা থেকে যে আয় উপার্জন হচ্ছে তা দিয়ে সংসার খরচ ব্যাংক ইন্টারেস্ট সহ অন্যান্য খরচ চালাতে ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমার কি করণীয় কি করতে পারি জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।
Kiser bussiness aponar
যারা নতুন করে মুদি ব্যবসা শুরু করতে চায় তারা কিভাবে শুরু করতে পারে, ব্যবসা শুরু করার পর ব্যবসার লাভ এবং লস হিসাব কিভাবে করতে পারে, প্রতিদিনের হিসাব কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে একটি ভিডিও দিলে উপকৃত হব।
সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় 🙏🙏🙏
দারুণ ভিডিও, কিছু জানতে পারলাম, ধন্যবাদ দাদাll💜👍🇮🇳
অনেক সুন্দর ভিডিও এভাবে আমাদের জীবন সুন্দর করার ভিডিও দিয়ে যান 😊
আসলে খুবই ভালো লাগলো অনেক মূল্যবান কথা
এতো সুন্দর পরমর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
দারুণ ভিডিও ছিলো। খুবই উপকৃত হলাম।
আমার কাছে এই ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ এই ধরনের আরো ভিডিও পাব আশা করি
Thanks vai .
কথা গুলো অনেক সুন্দর এবং দরকারি। ধন্যবাদ ভাই...
সুন্দর উপস্থাপন।💝
*আগামী ১৪ই এপ্রিল ১ম রোজা আলহামদুলিল্লাহ কে করে রোজা রাখার জন্য অপেক্ষায় আছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ*
অসাধাৰণ একটি অপূৰ্ব ভিডিও ভালো লাগলো
অনেক সোন্দর আইডিয়া আর মনের সাতে মিলে গেছে
অনেক সুন্দর উদ্যোগ এবং অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ
Vai ame apnar sob video dakhi r apnar sob video amar khu valo laga lov u vai
অনেক সুন্দর পরামর্শ ❤❤
ভাই প্রথমে আপনাকে সেলুট,
আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ
কিন্তু আপনার মত এত সুন্দর করে বুঝতে পার
সত্যি ই পাইনি আমি বার বার আপনার ভিডিও গুলো
দেখি,আপনার ভিডিওর সাথে মিলেযাচ্ছে,
যাক মুল বিষয়,আমি একটা গার্মেন্টস এর সকল
বিষয়ের উপর ট্রেনিং সেন্টার খুলতেছি
আমাকে একটু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিবেন
টিচারদেরকে কি ভাবে ক্লাস করবে
অর্থাৎ তাদের প্রতি আমার কি কি এডভাইজ
থাকবে/করতে পারি ধন্যবাদ ।
উপকৃত হলাম মাশাআল্লাহ
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা
আপনার ভিডিও টি আমার খুবই কাজে লাগবে এবং আশা করি এটি অনেকের কাছেই কাজের হবে।
Ato,pats.aidiha
Thank you boss
I love u
আপনার অতি মূল্যবান কথা / উপদেশ আমার মনে হল আপনি আমাকে ১কোটি টাকা বান্ডির ছুরে দিলেন।।।
আপনি সত্য অনেক ভাল মনের মানুষ।।।
😁😁
😂😂
😮😮😮
Wait for 1lack taka notes 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
খুব ভালো লাগলো দাদা ভিডিওটা। ধন্যবাদ
#WelcomeToBusinessIdea&Guide
অনেক সুন্দর কথা বলছেন.. 😍
Massallha beautiful video good continued brother 🌹💐
মাশাল্লাহ, আপনার কথা গুলো শুনে খুবি ভালো লাগলো।
সংগ্রামী / Struggle ,
Opinion is very inportant good .
For Business , Honesty is the best policy ,
খুব সুন্দর উপস্হপনা।
ভাইয়া 3 নং অপশ্ন খুব ভালো লাগলো
আপনার সব গুলো ভিডিও আমার কাছে শিক্ষা মুলুক মনে হয় তাই আপনার সব গুলো ভিডিও আমি দেখার জন্য চেষ্টা করি,এতো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো ইনফরমেশন
আসসালমুআলাইকুম। অনেক ধন্যবাদ জানাই Life Solution কে। তিনি খুবই সুন্দর ভাবে বিষয়টা বুঝিয়া দিয়াছেন। আমি অনেক কিছু জানতে পেরেছি। একটা রিকুয়েস্ট রইলো যে বিজনেস বিষয়ে এই রকম আপডেট আপডেট খবর যাতে আমরা জানতে পারি আই চ্যানেল এর মাধ্যম।😊😊
আমি MD Rishad Hossen। বিজনেস করতাসি নাটোর থেকে। ধন্যবাদ সবাইকে 🥰
Most welcome vai.
উপদেশ টি অনেক ভালো লাগলো ভাই❤❤❤
বাস্তব ভিডিওটা।
nice idea ❤❤❤
অনেক উপকারি ভিডিও।
ধন্যবাদ ভাই উপকৃত হয়েছি
, আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার ভিডিও টা খুবই ভালো লাগলো, কিন্তু জানিনা যে এটা আমি কতটা কাজে লাগাতে পারবো।।
প্রিয় বোন এই কলেমা গুলো পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ্ আপনাকে কবুল করুক আমিন।
৫ কালেমা আরবি ও বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ।
(১)কালেমা তাইয়্যেবা
لاَ اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله
উচ্চারণ ঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।
অনুবাদ ঃ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই । হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তাঁহার প্রেরিত রসূল ।
(২)কালেমা শাহাদত
اَشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَه' وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه' وَرَسُوْلُه'
উচ্চারন ঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।
অনুবাদ ঃ আমি সাক্ষ্য দিতেছি যে , অল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাঁহার কোন অংশীদার নাই ।আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁহার প্রেরিত নবী ।
(৩)কালেমা তাওহীদ
لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ وَاحِدَ لاَّثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ
উচ্চারণ ঃ লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লা ইমামুল মোত্তাকীনা রাছুলুরাবি্বল আলামীন ।
অনুবাদ ঃ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই । তিনি এক তাঁহার অংশীদার নাই মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সোত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত ।
(৪)কালেমা তামজীদ
لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ
উচ্চারন ঃ লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন ।
অনুবাদ ঃ হে খোদা! তুমি ব্যতীত কেহই উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন কর । মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী।
ঈমানের আসল বস্তু তাওহীদ। এক কথায় তাওহীদ শব্দের অর্থ একাত্ব-বাদ । কিন্তু ইহার ব্যাপক ও ব্যবহারিক অর্থ কয়েক প্রকারে বিভক্ত । প্রথমতঃ ইহার অর্থ আল্লাহপাকের সর্বত ভাবে এক জানা, কাহাকেও তাঁহার সমকক্ষ মনে না করা । তাঁহার সাথে কাহাকেও চিন্তায়, কল্পনায় বা কর্মে অংশীদার স্থাপন না করা এবং 'আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নাই' এই কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া একমাত্র তাঁহারই উপর উপাসনায় রত হওয়া ।
এই সম্পর্কে আল্লাহপাকের একটি পবিত্র কালাম এই যে
@@আরিফটেলিকম-ট৮হ কাউকে এইভাবে দাওয়াত দিতে নেই।
অনেক সুন্দর ভিডিও ভাই
Excellent speech. Thank you very much
So nice of you
দারুন,, খুবই উপকারী পরামর্শ
খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, অনেক ধন্যবাদ।
Welcome vai.
তথ্য গুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ
আপনাকে অনেক ধন্য ভাই.... নতুন একটা বিজনেস শুরু করবো,,, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি,, আর নতুন ভিডিও চাই
খুবই ভালো আইডিয়া। 😊😊
ধন্যবাদ ভাই 💕💕
খুবই গুরুত্বপূর্ণ
খুব সুন্দর করে বুঝিয়েছেন
আমি নতুন দোকান দিয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন..... 6/13/..2021
ami apnader kache duya chai
13 ki kuno manth asani
@@chalakahmed7360 oita date
ভাই এক বছর তো হয়ে গেলো এখন কি রকম অবস্থা
কি ব্যাবসা করছেন ভাই
আপনাকে অশেষ ধন্যবাদ ভাই
Welcome bro.
মেডিসিন বিজনেস।
বহুল প্রচলিত। এ বিষয়টা কিছু জানি।
সেক্ষেত্রে কি সাবধানতা নিতে হবে।
এই ধরণের কমপিটিটিভ মার্কেটে সার্থক হওয়ার জন্য আপনার কি পরামর্শ কি? আপনাকে ধন্যবাদ।
খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছেন ভাই
ধন্যবাদ জানাই
ধন্যবাদ ভাই
Notun Notun anusthan update Kara Raksha sambandh Jana band program
অসাধারণ একটা ভিডিও
আপনার এই সুন্দর উপস্থাপনা দেখে আমি মুগ্ধ। আর আমি এজন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাম। ধন্যবাদ আপনাকে
সময়োপযোগী পরামর্শ। ধন্যবাদ।
সুন্দর আলোচনা করেছেন
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিডিও আপলোড দেওয়ার জন্য
কথা গুলো অনেক সুন্দর লাগলো
great saying really important discussion keep it up brother........
আসসালামু আলাইকুম , আপনাকে অনেক আনেক ধন্যবাদ। সঠিক পরামর্শ দেয়ার জন্য।
Khub valo laglo dada. Onak agrohi tomar video dakhar jonno
Thanks vai.
smart arrengement..so helpful for the new generation..
খুবি কিটিক্যাল বিসয় সেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ
সুন্দর একটি পরিবেশনা
ভাই বিজনেস করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি খেয়াল রাখতে হবে? মানে বিজনেস এর কৌশল কোন কোন ক্ষেত্রে চালাকি কোন ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আবার কোন ক্ষেত্রে কমনসেন্স আবার কোন ক্ষেত্রে বোকা হলে সমস্যা হবে না এরকম রিলেটেড কিছু ভিডিও বানানো যায় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে
Khub khub khub valo dada
ধন্যবাদ। শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই
ভিডিওটি ভাল লাগছে
নতুন ব্যবসা শুরু করতে জাচ্ছি সবাই দোয়া করবেন ❤️
কি ব্যাবসা শুরু করবেন ভাইয়া
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই
আপনার আলোচনায় অনেক কিছু জানলাম। না জানা অনেক তথ্য পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
২৪ / ৯/২০২৩.সেপ্টেম্বর
❤❤❤❤
আপনার প্রতি ভিডিও আমি ফলো করতে চাই ইনশাআল্লাহ
আমার খুব ভালো লেগেছে স্যার ধন্যবাদ। আমি ছোট একটি পোশাক কারখানায় অনেক দিন যাবত করছি কিন্তু তেমন ভালো করতে পারছিনা যদি এই শিল্পের উপর ভাল আইডিয়া দিতেন তাহলে উপকৃত হতাম ধন্যবাদ।
Sekendar vai apnar number den?Ami products nite chai
খুব সুন্দর ভিডিও। দেখে খুব ভালো লাগলো।
Thanks vai.
খুবই ভালো লাগলো আপনার ভিডিওটি, অনেক কিছু শেখার আছে. Thanks
Apnar vidio guli laglo kichu jante parlam asole je ta janar sety apnar contak numbarty dile ami apnake cal kore jene nitam thakyou pz contak
Osadharon....
Excellent,many important informations.Thank you vai.
You are most welcome
9
ভাই আপনি খুব একটি ভালো আইডিয়া দিলেন তার আপনাকে অনেকে অনেক ধন্যবাদ।
Wonderful initiative dear bro
Thank you so much
ধন্যবাদ আপনাকে বর্তমান সময়ের জনপ্রিয় কথা বলার জন্য দোয়া ও ভালোবাসা রইলো
00000
অসাধাণ কথা ভাই❤❤❤
You are best you tuber because you sells your idea which is more scarce. Thanks for your sharing
So nice of you
i am impress of your all video, tnx brouther
You are most welcome
খুব ভালো লাগল । উৎসাহ পেলাম।