মুকুল আসার পর থেকে আম গাছের পরিচর্যা । আমের গুটি ঝরে যাওয়ার সমাধান ।mango plant care

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 392

  • @rajkumardatta2176
    @rajkumardatta2176 Місяць тому

    দারুন ।

  • @sukantahowlader1698
    @sukantahowlader1698 9 місяців тому +3

    ভালো যথেষ্ট ভালো এবং সময়োপযোগী উপযুক্ত ভিডিও, আমি নতুন ছাদবাগানি এই বছর ই প্রথম ছাদে টবে আম, জাম, লেবু, জামরুল ও সবেদা গাছ লাগিয়েছি। আমরা ওয়েব গার্ডেন এর একনিষ্ঠ দর্শক।

  • @aktar6470
    @aktar6470 2 роки тому +2

    খুব খুব খুব ভালো লেগেছে তোমার ভিডিও সবকটাই ভালো লাগে

    • @webgarden1858
      @webgarden1858  2 роки тому

      অনেক অনেক ধন্যবাদ 🙏🏻

  • @shampachoudhury8191
    @shampachoudhury8191 Рік тому +1

    আমার খুব প্রিয় চ্যানেল । প্রায় সব ভিডিও দেখি উপকার পায় ।

  • @samsuddinmandol5389
    @samsuddinmandol5389 Рік тому +6

    দারুণ দারুণ দারুণ দারুণ দারুণ দারুণ দারুণ তোমার বোঝানোর স্টাইল নিয়ে কখনোই কোনো সমস্যা নেই ।

  • @mozammelhaque3609
    @mozammelhaque3609 2 роки тому +2

    খুব উপকারি ভিডিও। ধন্যবাদ...

  • @bindurrokomariranna
    @bindurrokomariranna 9 місяців тому +1

    সুন্দর তথ্য পূর্ণ উপস্থাপনা। খুব ভালো লাগলো 👌

  • @aparnamaji341
    @aparnamaji341 3 роки тому +3

    খুব ভালো পরামর্শ, Thanks.

  • @swaruppurkait3790
    @swaruppurkait3790 3 роки тому +2

    Khub khub sundor kore bujhiya dilen.

  • @r.svlogs5974
    @r.svlogs5974 9 місяців тому +1

    সুন্দর..... র ......আর একদম সঠিক বিশ্লেষণ........❤❤

  • @ashaschooldress9087
    @ashaschooldress9087 6 місяців тому

    দারুন

  • @ashimsaha2152
    @ashimsaha2152 Рік тому +1

    খুব সুন্দর😍💓😍💓😍💓 হয়েছে।

  • @sanjibsaha3089
    @sanjibsaha3089 8 місяців тому +1

    খুবই ভালো লাগলো কিন্তু Boron দিনের কোন সময় দেবো

  • @ritamazumdar5920
    @ritamazumdar5920 Рік тому +1

    খুবসুন্দর একটা ভিডিও ধন্যবাদ নভেম্বর মাসে আমগাছে কিখাবার দেব জলটা কিভাবে।কতটা জল দেওয়া।যাবে।

  • @mdsharif3962
    @mdsharif3962 8 місяців тому

    আপনার উপস্থাপনা অনেক ভাল লাগছে

  • @কৃষিরসাথে
    @কৃষিরসাথে 2 роки тому +1

    অনেক সুন্দর ভিডিও

    • @webgarden1858
      @webgarden1858  2 роки тому

      অনেক অনেক ধন্যবাদ 💚

  • @venusgarden959
    @venusgarden959 Рік тому +2

    Awesome video🌹🌹🌹🌹🌹

  • @namindalalamin546
    @namindalalamin546 Рік тому +3

    Excilent explanation! Most of the mango farmers will be benefited watching & following your video clips, I think.

  • @madhumitapatra6193
    @madhumitapatra6193 8 місяців тому +1

    Thank you so much

  • @ahiskitchen7437
    @ahiskitchen7437 4 роки тому +2

    Thank you tumi sotti khubvalovabe bojhao thanks a lot

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক অনেক ধন্যবাদ💚💚

  • @jonaedhossain3880
    @jonaedhossain3880 3 роки тому +2

    দিদি, খুব ভালো হয়েছে

  • @mkvai2.0
    @mkvai2.0 8 місяців тому

    ভাই,আমড়া গাছের ক্ষেত্রেও সেইম পদ্ধতি অবলম্বন করা যাবে কি??

  • @prahaladborman375
    @prahaladborman375 4 місяці тому

    Nic

  • @prasantabarh5654
    @prasantabarh5654 Рік тому +1

    Darun. Demonstration is very good.

  • @arghanaskar3816
    @arghanaskar3816 Рік тому +1

    Dada apni litchi er porichoraja niye kichu video banale khub valo hoi....
    Ami er age apnar akta video te comment a bole chilam...

  • @lishalaha143
    @lishalaha143 4 роки тому +1

    Bahh khub valo laglo tmr ai video ta dakha ...... thanks a lot😊😊👍

  • @arijitmanna2176
    @arijitmanna2176 4 роки тому +1

    Khub valo 1ta ghochano video....alpo somoy sob kichu cover kra acha...darun....

  • @sukeshghosh7950
    @sukeshghosh7950 4 роки тому +1

    খুব ভালো লাগলো। আরও video দেখবার জন্য wait করবো

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Onek onek dhonnobad 💚💚💚💚💚

    • @SohelRana-uf9tr
      @SohelRana-uf9tr 4 роки тому

      কেমন করে শাকিব খানের ছবি

  • @sofiurrahman1859
    @sofiurrahman1859 5 місяців тому

    Amer am gase mokul ashse,likhia den ki medicine dibo

  • @yeasinmolla4154
    @yeasinmolla4154 Рік тому +1

    Very thank

  • @dharsgreen650
    @dharsgreen650 10 місяців тому +1

    Cyparmetrin গ্রুপের কীট নাশক কোনটি use করবো

  • @uniquesarif1825
    @uniquesarif1825 3 роки тому

    Alphanso are growth kamon holo seta niya akta vedio korun......

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      Okay , nischoi korbo, apatoto janiye Rakhi, katimon e Mukul eseche olpo kore , alphanso te ekhono Mukul ashe. Ni, e bochor asar sombhobona ar nei bollei chole

    • @uniquesarif1825
      @uniquesarif1825 3 роки тому

      Ok ,thank you so much..

    • @uniquesarif1825
      @uniquesarif1825 3 роки тому

      Apner Bari kothi

  • @niazsgallery
    @niazsgallery 3 роки тому +1

    খুব উপকারি ভিডিও। ধন্যবাদ।

  • @jayasreebhattacharyya2283
    @jayasreebhattacharyya2283 4 роки тому +2

    Khub valo bolecho .thank you beta.....mashima

  • @mohsinahmed2072
    @mohsinahmed2072 3 роки тому

    ভাই নিম কীটনাশক কি এ-সময় ব্যবহার করাযায়

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      হ্যাঁ, নিশ্চিন্তে

  • @Wizard_Anik
    @Wizard_Anik 3 роки тому

    আমের মুকুল আসা থেকে মার্বেল এর হওয়া পর্যন্ত কি কি পরিচযা করতে হবে লিখিত আকারে দিলে খুশি হব

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Eta video platform ekhane video dewai subidha jonok, sobai video dekhtei UA-cam e ashe tai video tei guruttwa dewa hoy.
      Ami dekhchi description e total care likhe Dewar byabostha korchi

  • @md.aminulislam7757
    @md.aminulislam7757 8 місяців тому +1

    Excellent

  • @dharsgreen650
    @dharsgreen650 Рік тому +1

    Well explained

  • @chandanbiswas1926
    @chandanbiswas1926 4 роки тому +4

    Webgarden চ্যানেলে আমের মুকুল সম্পর্কিত তথ্য আমার মন ভরিয়ে দিলে বাবুসোনা। এছাড়াও বলবার ধরনও খুব আকৃষ্ট করেছে আমাকে। যদি হোয়াটসঅ্যাপ নম্বর থাকে তাহলে বিশেষ উপকৃত হবো।

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      কাকাবাবু খুব ভালো লাগলো মেসেজ পেয়ে l
      আপনি আপনার নম্বর দিলে আমি যোগাযোগ করে নেবো l

  • @rabinpaul4638
    @rabinpaul4638 3 роки тому

    কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে ব্যবহার করা যাবে?

  • @narayanchandrabanik388
    @narayanchandrabanik388 3 роки тому +1

    ভিডিও র প্রতিটি কথাই গুরুত্ব পূর্ন । কীটনাশক ব্যবহারের বিষয়ে জানতে চাচ্ছি insecticide and fungicide + miraculan একই সাথে মিশ্রিত করে স্প্রে করা যাবে কি ?

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      থ্যাংক ইউ সো মাচ 🙏🏻
      হ্যাঁ মেশানো যাবে l তবে কপার অক্সি ক্লোরাইড গ্রুপ এর ছত্রাকনাশক হলে মেশানো যাবে না l

  • @nijamhossain172
    @nijamhossain172 2 роки тому

    বাংলাদেশের সাইকেল মাক্স কিন্তু পাওয়া যাবে তার বদলে কি দিব

  • @pankajkumarbiswas7925
    @pankajkumarbiswas7925 4 роки тому +9

    Excellent explanation in every steps. 👍❤️

  • @Hasanofficial0786
    @Hasanofficial0786 2 роки тому

    আমার একটি কাঠিমন আমের গাছে মুকুল এসেছে, কিন্তু মুকুল আসার পাঁচ দিন পর যে যায়গায় মুকুল ততো টুকু জায়গা মনে হচ্ছে পুরোটাই মরে গিয়েছে।কি করা যাবে যোদি দয়া করে জানালে ভালো হতো।

  • @ummahabiba2469
    @ummahabiba2469 8 місяців тому

    ভাই মুকুলে পানি দিলে কোন খতি হয় কিনা যানাবেন।

  • @kohinoorbegum294
    @kohinoorbegum294 Рік тому +1

    Thank you so very much

  • @MTechbd
    @MTechbd 4 роки тому +1

    __খুব ভালো লাগলো_

  • @mdjahidhasanjony7513
    @mdjahidhasanjony7513 Рік тому

    আম গাছে মুকুল আসার সাথে সাথে ফুল ফোটা না পর্যন্ত কোন জৈব সার কি দেওয়া যাবে ৷

  • @sudipkar9097
    @sudipkar9097 9 місяців тому

    Ekta katha jante chai boro gach-a aato uchute kivabe spray korbo ..??

  • @MdYousuf-yl3ge
    @MdYousuf-yl3ge 3 роки тому +1

    Valo lagse tankyou

  • @mohakmahato342
    @mohakmahato342 Рік тому

    Kanthal gachhe prachur kanthal aschhe, kintu ektu baro hoyar por kalo hoye nasto hoye pore jachhe. Ki bhabe samadhan hobe, anugraha kore janaben.

  • @mdkana4588
    @mdkana4588 2 роки тому

    আমার আম গাছে অনেক পিপড়া ছিল পথমবার ডাজবান ওষুধ দিয়েছি এখন আর ওষুধ দিতে হবে কিনা

  • @rajibbanerjee2866
    @rajibbanerjee2866 Рік тому

    Motar Dana gulo sukiye pore jache kno

  • @shirinsekh9689
    @shirinsekh9689 2 роки тому

    পি জি আর এর সাথে বোরন দেয়া যাবে

  • @tamimashahighlight3659
    @tamimashahighlight3659 3 роки тому +2

    Thanks for helpful vidio

  • @GraftingTactick
    @GraftingTactick 3 роки тому +1

    Great video friend, thanks for sharing 👌👍

  • @ritamazumdar5920
    @ritamazumdar5920 3 роки тому

    আপেলগাছ লাগানোর কতদিন পর গাছের পরিচর্যা কোরতেহবে আর কিকি কোরতে হবে তুমি এতো সুন্দর আপেলের ভিডিও ছেরেছো আমিও এমাজোন থেকে দুটগাছ এনেছি গাটি এনে দসবার দিন বারিতে রেখে পরে বার ইন্চি টবে বোসিয়েছি এখন কি গাছটিতে ফাংগিসাস দিতে হবে কখন আরকি ভাবে পরিচর্যা কোরব তুমি হোলে আমাদের ট্রেনার তুমি বোলেদিবে আমরা কাজকোরবো একটু তারাতারি জানিও

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে মাটি বানিয়ে বসিয়ে দিন , আগামী মার্চ অবধি কোনো সার দেওয়া লাগবে না l 15 দিন পর পর ছত্রাকনাশক দিয়ে যান l কয়েকদিন ছায়ায় রেখে তার পর গাছ রোদে রাখা যাবে l

  • @golamsarwarmazumder1629
    @golamsarwarmazumder1629 3 роки тому +1

    দাদা আপনার ভিডিও গুলোতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। যা খুবই ভালো। আমার ছাদ বাগানে হাফ ড্রামে একটা বারোমাসি থাই ভেরাইটির আম গাছ আছে, যার বয়স ৪ বছর, ১ম বছর ফল এসেছিল, এখন গাছে মূকুল আসে কিন্তু এগুলো থোকা থোকায় হয়, সাধারন মুকুলের মত নয়, আর এতে কোন ফল হয় না, করনীয় কি জানালে খুশি হবো।

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য🙏🏻
      বুঝে গিয়েছি আপনি কোন বার মাসী আমের কথা বলছেন , এই জাত টিতে বোরণ এর খুব চাহিদা বেশি ,
      লিটার এ 2 গ্রাম বোরণ, 2.5 গ্রাম সাফ ও 1 এমএল মিরাকুলান মিশিয়ে 7 দিন পর পর তিন বার স্প্রে করবেন l
      মাঝের স্প্রে তে মীরাকুলান বাদ দেবেন l

    • @golamsarwarmazumder1629
      @golamsarwarmazumder1629 3 роки тому

      @@webgarden1858 দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশে থাকি। আমি বারি-১ মাল্টা গাছ নিয়ে সমস্যায় পড়েছি, ছবি পাঠাবো তাই আপনার হোয়াটসঅ্যাপ নং টা দেবেন। আমার নং +৮৮-০১৮১৯১৩৩২২৫.

  • @goutamkundu8484
    @goutamkundu8484 2 роки тому

    দাদা আমি একটি আলফানসো গাছ লাগিয়েছি কিন্তু গাছটি বাড়ছে না কোনমতে কি করতে পারি উপায় বলে দিন মাটিতে লাগানো আছে

  • @ritamazumdar5920
    @ritamazumdar5920 3 роки тому +1

    বাবু আমার বারমাসি আমগাছের ফুল এসছে ফুল গুল একটু কালো হয়ে যাচ্ছে একবার কিটনাসকআর ফাংগিসাস মিসিয়ে দিয়েছি দুদিন পর বরোনআর জিন দিয়েছি এখনকি আর কিটনাসক দিতে হবে

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      প্রথম স্প্রে এর পর গুটি দাড়ালে আর একবার ছত্রাক নাশক ও বোরন স্প্রে করবেন l

    • @rajkumardatta2176
      @rajkumardatta2176 Місяць тому

      Nice

  • @kabarinayak965
    @kabarinayak965 Рік тому

    আমার আমার গাছে খুব বাঁজা ফুল আসছে কি করব?

  • @manabendramitra2208
    @manabendramitra2208 3 роки тому

    খুব ভালো লাগলো

  • @Dhirajsardar
    @Dhirajsardar 4 роки тому +2

    Good information

  • @prantodas8795
    @prantodas8795 9 місяців тому

    ম্যাজিক ইসি,রিডোমিল গোল্ড আর ফ্লোরা কি একসাথে স্প্রে করা যাবে?

  • @kokil9959
    @kokil9959 3 роки тому

    ভাই গাছের গোড়ায় শেচ কখন দেব মুকুল আসার পরে নাকি গুটি আসার পরে

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      মুকুল আসার পরে

  • @MinhajuddunAbdullah
    @MinhajuddunAbdullah 3 роки тому

    সাইপার মেথ্রিন,সাফ,মিরাকুলান একসাথেই মিশিয়ে একইদিনে স্প্রে করবো? একটু ক্লিয়ার করবেন প্লিজ

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      হ্যাঁ , একসাথে , এই তিনটে প্রোডাক্ট কম্প্যাটিবল , মেশানো যায় l আপনার ইচ্ছে হলে আলাদা করেও দিতে পারেন , একই রেজাল্ট পাবেন l

  • @SouravMondalOfficial..
    @SouravMondalOfficial.. 9 місяців тому

    শুধু saaf দিলে কাজ হবে.??

  • @prodiproy5112
    @prodiproy5112 3 роки тому

    ভাই আমি তোমার ইউটিউব চ্যানেল এর নিওমিত সাবস্ক্রাইবার, তোমার বাচন ভঙ্গি খুব সুন্দর এবং বোঝানতাও খুব ভাল, আমি একটু confused hoegiechi , মুকুল আসার পর যে তিনটে স্টেজে insecticide এবং fungicide স্প্রে করতে হবে তাতে মুকুলের ক্ষতি হবে কি না , good pollinators গুলোর ক্ষতি হতে পারে, ঠিক করে বোঝালে উপকৃত হব

  • @allinone-wg9lx
    @allinone-wg9lx 3 роки тому +1

    অনেক অনেক ধন্যবাদ

  • @sukantasarkar6285
    @sukantasarkar6285 3 роки тому +1

    Thanks for your helpful information

  • @soumyabanerjee9891
    @soumyabanerjee9891 3 роки тому +1

    Dhannobad,ei sundor uposthapona ti r janno🙏.
    akta request chilo.amader climate e baromashi mango valo ki species ache ektu janaben,r
    Bari 11 mango ki Indian climate e valo hoba r kothay pete pari ?🙏

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      Bari 11 er result khub valo
      Katimon o quality er dik diye khub valo , kintu folon kom . Ranaghat Sukanta Biswas er kache Bari 11 paben .

    • @soumyabanerjee9891
      @soumyabanerjee9891 3 роки тому

      Dhannobad apnake, kindly Ranaghat er Mr.Sukantya Biswas er kono Contact No.thakle ba Address ta jodi dan,tahole ami contact kora Bari.11 Plant ti collect kora nita pari.
      Dhannobad.🙏

    • @soumyabanerjee9891
      @soumyabanerjee9891 3 роки тому

      bari 11 nita chai,kindly ektu sukanta babu r no.ta deben pls.

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      UA-cam e sukanto Biswas search korlei peye jaben number , ekhane fn number dile sei comment publish hoy na, spam comments e chole jay, hidden hoye jay .

    • @soumyabanerjee9891
      @soumyabanerjee9891 3 роки тому

      @@webgarden1858 payechi dada, asole Mr.Debu Sikdar er uposthaponay detailing ta ache,tai bujhta pari nii prathom e, r tachara uni sukanta Biswas na bola sushanto bolchan.jai hok,anek dhannobad apnake.apnake ases dhannobad,valo thakben,r ei samay e sabdhane thakben,ei kamonai kori.🙏

  • @JahangirAlam-b3h5z
    @JahangirAlam-b3h5z 3 місяці тому

    আগস্ট মাসে আমগাছে সার প্রযোগ পদ্দতি

  • @zerotoinfinity4592
    @zerotoinfinity4592 3 роки тому +1

    Nice suggestion love you

  • @jayantasen5241
    @jayantasen5241 3 роки тому

    নমস্কার।
    ভাই আপনার উপস্থাপনা খুব ভালো।
    আমি কিন্তু অন্য বিষয়ে একটু জানতে চাই আশা করি আপনি সাহায্য করবেন। আমি প্রায় দুবছর আগে এক দোকান থেকে একটা জাম গাছের চারা কিনে গামছায় রোপন করেছিলাম। বিক্রেতা বলেছিল থাই ভ্যারাইটি। কিন্তু এখনও গাছে মুকুল এল না। কি করা উচিত।

    • @jayantasen5241
      @jayantasen5241 3 роки тому

      গামলায় গামছায় না।

  • @notopupgaming9058
    @notopupgaming9058 2 роки тому

    দাদা!!
    আসসালামু আলাইকুম
    আমি বাংলাদেশ থেকে আপনার UA-cam ও facebook page এর একজন নতুন সাবসক্রাইবার ও ফলোয়ার।আপনার নিয়মিত গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত পরিকল্পিত পরিচর্যা,সার প্রয়োগের মাত্রা ও সময়,ফাংগিসাইড,ছত্রাক ও পোকামাকড় নাষক ঔষধ ব্যবহারবিধির দিকনির্দেশনা ও পরিশেষে অনূখাদ্য (প্রয়োজনে) প্রয়োগ,সকল প্রক্রিয়া সঠিকভাবে আপনার করা ভিডিও দেখে পালন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।কারন,আমার ৫ টি আম গাছ (৩ টি রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙ্গা,১ টি বারি-৪ ও অন্যটির নাম আম্রপালি আরো ১ টি আছে সেটার প্রজাতি জানা নেই এবং ৫ টি লিচু গাছ (২ টি বেদানা,২টি চায়না-৩ ও অন্যটি বোম্বায়) ৮ বছরের আছে।কিন্তু অতন্ত দুঃখের সহিত আপনাকে জানাচ্ছি যে,আমি এখনো পযর্ন্ত কোন একটি গাছের ফুল ও ফল দেখতে পেলাম না।যে বছর(২০১৪ ইং) চারা কিনে এনেছিলাম তার পরের বছর বম্বায় লিচু গাছে ফুল দেখা দিয়েও বাতাস ও বৃষ্টিতে তা ঝরে গিয়েছিলো।আমার সবচেয়ে বড় কষ্ট লাগে যখন আমার কলিজার মা ও ছোট ভাইটি রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে বাগানের কাজ করে ও প্রতি বছর ফুল দেখার আশাবাদী হয়ে থাকেন কিন্তু সিজন শেষ হয়ে গেলেও বলে আমাদের গাছে পরে ফুল আসবে সেই মিথ্যা প্রত্যাশায় আমাকে খুশি রাখার অপচেষ্টা করে তখন বুক ফেঁটে যায়।বুঝতে পারি যে,পৃথিবীর সব "মা" এমনই হয় সন্তানকে তার কষ্টটা বুঝতে না দিয়ে বরং নিজের অন্তর্র নিহিত কষ্টটুকু আড়াল করার সব রকম চেষ্টা করেন।যাই হোক হয়ত অনেকটা ইমোশনাল হয়েই আপনাকে লিখলাম কারন আপনার তৈরি করা ভিডিওগুলো আমরা মা ছেলে তিনজনই প্রতিবিয়ত দেখি ও ডাউনলোড করে রেখে দেই যেন কোন কিছু ভূল হলে আবার ভিডিওটা দেখে শুধরে নিতে পারি।তবে আপনার কাছে আমার এই ছোট্ট একটি বিনয়ের সহিত অনুরোধ যদি পারেন,তবে সঠিক একটা সলিউশন দিয়ে এই ছোট ভাইয়ের মায়ের মুখে আগামি বছর মিথ্যে হাসির অভিনয় টুকু পুরোপুরিভাবে বন্ধ করে সত্যির আলোকে প্রতিটি আম ও লিচু গাছে অন্তত ফুল আসবে দেখার সমাধানের গাইড লাইন দেবেন।
    আপনার উত্তর উত্তর প্রবৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
    যদি কিছু মনে না করেন,তবে আপনার মেইল অ্যাড্রেস টা যদি দিতেন,তবে গাছের পিক গুলো আপনাকে দিতে পারতাম।আমার ফেসবুক লিংকটা ও মোবাইল নং +৮৮০১৮১৯-৫৪৫০৪৫(হোয়াটসঅ্যাপ ও ইমু) নং এখানে দিয়ে দিলাম যেন সলিউশনটা আমাকে দিতে পারেন।

  • @raselrana58
    @raselrana58 3 роки тому +1

    Thanks bro..

  • @biswajitpaul4805
    @biswajitpaul4805 3 роки тому +2

    এই মেডিসিন গুলো একসাথে গুলে ব্যাবহার করা যাবে?

  • @bilkisakhter8297
    @bilkisakhter8297 3 роки тому +3

    Thanks a lot for your nice video. Please share name of all fertilizers.

  • @pabitrakayal600
    @pabitrakayal600 4 роки тому +1

    Sob gulo 1e sathe 1litre jol e mix kore spray korte..naki alada vabe ki6u diner gap diye spray korte hobe?

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      হ্যাঁ সব একসাথে মেশাতে পারবেন

  • @anilkumarsaha1308
    @anilkumarsaha1308 4 роки тому +1

    আমের মুকুল আর ঝরবে না এই বিশ্লেষণ আমার খুব ভালো লেগেছে কীটনাশক হিসেবে আমি কি ট্যাফঘর/ রোগার ইউজ করতে পারি.

  • @hasnahena1651
    @hasnahena1651 3 роки тому

    À11

  • @নানাকথা
    @নানাকথা 4 роки тому +1

    খুব ভালো লাগল বন্ধু...এগিয়ে চলো।।

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      অনেক ধন্যবাদ আপনাকে । পাশে থাকবেন ।💚💚💚

    • @narayanrajbanshi216
      @narayanrajbanshi216 4 роки тому +1

      Important tips Sr

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Narayan Rajbanshi Thank you💚💚

  • @maksumaakter2043
    @maksumaakter2043 3 роки тому

    Apni jodi anar and pati lebu gasher jotner ekta vedio diten tahole volo hoto

  • @kamaldas4087
    @kamaldas4087 3 роки тому

    Very nice information

  • @nazmulhossainnahid9681
    @nazmulhossainnahid9681 Рік тому

    👍👍

  • @catdreams6245
    @catdreams6245 3 роки тому

    ভাই আম গাছে বোল আসার পর বৃষ্টির সময় কি দিয়ে সুরক্ষা করা যায় এইটা নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। বোল গুলো যাতে ওপরে কিছু দিয়ে সুরক্ষা করা যায় প্লিজ ভাই 🙏🙏🙏

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      প্রতি সপ্তাহে একবার m-45 ছত্রাকনাশক স্প্রে করবেন, তাহলেই হবে l

  • @sayantanchakrabarty6400
    @sayantanchakrabarty6400 Рік тому

    মুকুল আসার পরে Beauveria Bassiana ব্যবহার করা যাবে?

  • @sourajitroy1840
    @sourajitroy1840 4 роки тому +1

    কীটনাশকের ব্যবহার করার কত দিন পর PGR spray করতে হবে।

  • @ashisdas-lr6yj
    @ashisdas-lr6yj 3 роки тому

    আমার ছাদ বাগানের বারমাসি আমগাছ (মুকুলসহ ) গত ৩০ অক্টোবর ১০ ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি । মাসে এক বার করে খইলপচা দিয়েছি আর আপনার দেখানো VDO অনুযায়ী মিশ্রসার একবার দিয়েছি । গাছের গ্রোথ নাই । কি করণীয় জানালে উপকৃত হই।

  • @mdshahabuddin7435
    @mdshahabuddin7435 2 роки тому

    ভাইয়া কীটনাশক ছত্রাকনাশক ফ্লোরা ৩ টা এক সাথে স্প্রে করা যাবে???

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 4 роки тому +2

    দাদা হাইড্রোজেন পারঅক্সাইড কি ছএাক নাশক হিসেবে ব্যবহার করা যাবে??
    বা এটা কি মুকুল ফলে রুপান্তরিত করতে কোন কাজ করবে?

  • @ashimsaha2152
    @ashimsaha2152 Рік тому

    দাদা আমগাছের কলম করার পদ্ধতি দেখান।

  • @haradhanmahanta8831
    @haradhanmahanta8831 2 роки тому

    Apnar amer parichayar bisaye jevabe apni bisad vabe krisakderke bolen amar mane hoi ar theke ar ato pariskar balar hoi na . Dhanyawad apnake . Haradhan Mahanta Meghalaya India.

  • @sangitasarkar253
    @sangitasarkar253 4 роки тому +1

    Thank you. Amar Taber baromaser amgachhe anek mukul theke 10-15 ta marbel size holo..tarpar sabgulo phete giye athalo ras berie halud hoye poche jasse..ki korbo .. pls suggestion din

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      Boron , potassium এর অভাব আছে গাছে l agromon max / agromin gold / mobomin গাছে মাসে একবার করে দিন l bavistin fungicide লিটার এ 1 গ্রাম গুলে 10 দিন পর পর দুবার স্প্রে করুন l গাছে পোকা আছে কিনা লক্ষ করুন l

    • @sangitasarkar253
      @sangitasarkar253 4 роки тому

      @@webgarden1858 thank you Bhai. Ekhon kichu aam bes boro hoyeche .kintu aj dekhlam nicher dik kalo hoye jachhe.. ekta amm to nicher dike poche gechhe.. 5 ta boro amar modhhe 2 to poche jacche... 3 te aam ekhono bhalo ache..anek mukul hoyeche..ki korle thik hobe bhai ..amar whatsapp no 9051114447.. tomar no share korle ami snapshot pathatam.

  • @tuhinafran9848
    @tuhinafran9848 3 роки тому

    Vaijan fungicide,kitnasok,PGR ai 3 ta ki aksate spry kora jabe plz answer diben

    • @webgarden1858
      @webgarden1858  3 роки тому

      কোন কোন প্রোডাক্ট ব্যবহার করতে চাইছেন , জানা দরকার l

  • @archanasom1606
    @archanasom1606 4 роки тому +1

    আমি ফেব্রু তে একটা সবেদা গাছ এনে লাগিয়েছি এর মধ‍্যেই ছোট্ট গাছ ভরে ফুল এসেছে ,ফুলগুলো কি কেটে ফেলে দিতে হবে?

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      Han, gach ektu boro hole tokhon fol newatai valo, tobe chaile rakhte paren, ei jater sobeda ful fol niyei boro hoy

  • @tahsanabrar7671
    @tahsanabrar7671 4 роки тому +1

    Dada apnar malta gacher video te dekhechilam j apni malta gulo bagging korechilen...oi bag gulo apni kotha theke kinechilen plz aktu janabe kindly

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому

      O gulo Ami nije baniye niyechilam, material ta ekta polyhouse theke songroho Kora.oi material ta fruit baging er jonnoi byabohar kora hoy.

    • @tahsanabrar7671
      @tahsanabrar7671 4 роки тому

      @webgarden...dada mosharir net diye korle hobe

  • @amalkrghosh1886
    @amalkrghosh1886 2 роки тому +1

    আমার ছাদ বাগানে আমগাছে পর্যাপ্ত মুকুল এসেছে কিন্তু পাতা ও মুকুল কালো বর্ন ধারন করছে। বিষয়টির সমস্যা সমাধানে পরামর্শের জন্য অনরোধ জানাচ্ছি।

  • @TothoBhandar
    @TothoBhandar 4 роки тому +2

    ছত্রাকনাশক ও মিরাকুলান কি একই দিনে ব্যবহার করা যাবে?

    • @webgarden1858
      @webgarden1858  4 роки тому +1

      Han,elsathe misiye o dite paren. Sudhumatro copper oxychloride fungicide dile tar Sathe miraculan meshaben na

  • @munazahmed6943
    @munazahmed6943 3 роки тому

    Dada gacher boyosh olpo hole ki flora use kora jabe?