আপনাকে দিয়ে কি প্রোগ্রামিং হবে ?

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2023
  • আপনাকে দিয়ে কি প্রোগ্রামিং হবে ? প্রোগ্রামার হতে গেলে কি কি মানবিক গুণ আপনার থাকতেই হবে?
    কোন প্রশ্ন থাকলে comment section এ comment করতে পারেন। সেই সাথে আমাদের একটি Facebook Group আছে। সেখানেও আপনার প্রশ্ন করতে পারেন। সব প্রয়োজনীয় link নিচে দেয়া হলো -
    👍 Facebook Group - / learnwithsumit
    👍 Like our Facebook Page - / letslearnwithsumit
    👍 Follow our GitHub Profile - github.com/learnwithsumit
    👍 Follow us at Instagram - / learnwithsumit
    👍 Follow me at - / sumit.analyzen
    👍 Learn with Sumit Official VS Code Theme - lwsbd.link/vst
    #learnwithsumit

КОМЕНТАРІ • 314

  • @ittehadabdullah1820

    প্রোগ্রামিং কি আপনার জন্য?

  • @IamFahim09

    আপনার রিয়েক্ট টিউটরিয়ালে যে গুলোতে মনিটরে ঘড়ি দেখা যাচ্ছিলো মাঝেমাঝেই খেয়াল করলে দেখেছি রাত ৩টা, ৫টা বাজে। কোনো দ্বায়বদ্ধতা নেই তারপরেও সারাদিন কর্মব্যস্ততার পর আবার রাত জেগে আমাদের শেখার পথ সহজ করার জন্য ধন্যবাদ।

  • @md.bidyuth6441

    সুমিত স্যার এবং আনিসুল স্যারের মধ্যে যে জিনিসটা লক্ষ্য করি বেশী যে উনারা ভালোমানুষ হওয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্বআরোপ করেন সবসময়।যেটা খুবই প্রশান্তিদায়ক।❤

  • @huraiah821

    ভাই আমি ভালো প্রোগ্রামার হতে পারি কিংবা না পারি ! আপনি যে আমাদের জন্য ফ্রিতে এত রিসোরস এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য ইনভেস্ট করছেন। এইসব গুলোর জন্য পার্সোনালি আমি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • @MahmudHasan-it1ju

    আমি কখনো প্রোগ্রামিং করবো কিনা জানিনা তবে আপনার ভিডিও দেখে নিজেকে যাচাই করতে পারলাম। আমি চাইলে পারবো এতটুকু আত্নবিশ্বাস আছে, আপনার চেকলিষ্টের সব গুণাগুন আমার মাঝে আছে দেখছি।

  • @smsaikat9329

    Next.js টিউটোরিয়াল দিলে খুবই উপকৃত হবে।

  • @Jobayer_Ahmed.

    লম্বা প্রশংসা করবোনা, দোয়াটাই আসল। আপনি আসলে এই কমিউনিটির জন্য আশীর্বাদ; বিশেষ করে আমার জন্য। আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করছি, প্রিয়ভাই ❤💙🤍

  • @execudemy

    এই ভিডিওর গাইডলাইনস শুধু ওয়েব ডেভেলপমেন্ট নয় আমি মনে করি সব প্রফেশনের জন্য প্রযোজ্য। এটি একটি চমৎকার গাইডলাইনস। থ্যাংক ইউ সুমিত ভাই।আমি আশা করছি প্রত্যেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হবেন।

  • @Raqibul-Islam-Howlader

    ভাই, আপনার এই ২৫ টা বাক্য আমার প্রোগ্রামিং এ অনেক help করবে। দোয়া করি ভাই। কথাগুলা একটা মানুষের জীবনকেও সুন্দর করতে সাহায্য করবে। thanks a lot. সেলুট ভাই।

  • @rayhan-zaman

    আমি কথা বলতে তোতলাই। আমার জব ইন্টারভিউয়ে কি সমস্যা করবে?

  • @shilachatterjee2492

    স্যার আপনি ১০০%সব ই উপকৃত কথা আমাদের উপকার এর জন্য একসময় ব্যথা করলেন, তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম,,😊

  • @alamincoders

    Checklist are:

  • @hossainh6877

    জাস্ট স্পিছলেস, একটা মানুষ কিভাবে এতটা ডেডিকেটেড, হাম্বল, প্যাশনেট হইতে পারে।আমার দিনের শুরু হয় আপনার ভিডিও দিয়ে শেষটাও হয় আপনার ভিডিও দিয়ে । আপনি চিন্তাও করতে পারবেন না আমি আপনার প্রতি কতটা কৃতজ্ঞ + ঋণী। শেখার প্রতি যেই আগ্রহ সেটা আপনার কাছ থেকেই শেখা।

  • @md.najmulhasan1742

    স্যার,,জীবনে প্রোগ্রামার হতে পারবো কিনা জানিনা,, তবে আপনার এই ভিডওর সবকিছু নোট করে রাখলাম,,অনেক কাজে আসবে হয়তো,,আপনার জন্য দোয়া,, আল্লাহ আপনাকে আরো তোফিক দান করুক আরো বেশি মানুষকে শেখানোর

  • @mdjasimuddin7739

    প্রতিটি কথাই আমার জীবনে অনেক অনেক কাজে লাগবে । দোয়া ও শুভকামনা রইলো

  • @shapana93

    খুব ভালো লাগলো, 2010 থেকে 2012 পর্যন্ত বাংলায় টিউটোরিয়াল অনেক খুঁজেছি পাইনি।

  • @shohailislamshohel2233

    ভিডিওটা অনেক হেল্পফুল! দেখে অনেক ভালো বোধ করলাম। কৃতক্ষতা ভাই।

  • @ferdousahmed7024

    আগামী জেনারেশনের জন্য শুভকামনা, এই ভিডিও টা একটা দিক-নির্দেশনা নয় বরং জীবন-নির্দেশনা হয়ে থাকবে।

  • @sajibahmed7007

    কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

  • @Farhan-Hasan

    I think your the first one who have been able to find the core problems among programmers and gave them a great guidelines. Thank you vaiya for your generous guidelines 🙏 . We feel very blessed to have you in the programming community ❤