কুরআন ১৪০০ বছর আগেই দাসপ্রথা নিষিদ্ধ করেছে কিন্তু মুসলমানরা তা চালু রেখেছে।
Вставка
- Опубліковано 7 лют 2025
- The Believer Souq - / thebelieversouq1
WhatsApp - +8801903825336
For promotional inquiries & sponsorship collaborations, please e-mail me at: thebelieversouq@gmail.com or WhatsApp - +8801903825336
► ইংরেজি ইউটিউব চ্যানেল : / thebeliever
► বাংলা ইউটিউব চ্যানেল : / thebelieverbangla
► উর্দু ইউটিউব চ্যানেল : / thebelieverurdu
► অফিসিয়াল বাংলা ফেসবুক পেজ : / thebelieverbangla
► অফিসিয়াল ফেসবুক পেজ : / believerhd
✔️আপনি যদি আমাদের বিষয়বস্তু পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে সাবস্ক্রাইব করুন। আপডেট এবং বিজ্ঞপ্তিগুলি পেতে বেলটি 🔔 (সাবস্ক্রাইব বোতামের পাশে) ক্লিক করুণ |
🌐Fᴜʟʟ ᴘʟᴀʏʟɪsᴛ Lɪɴᴋs 🔗
❱ কুরআনের ইতিহাস: cutt.ly/TZoVauv
❱ ইসলামিক ইতিহাস: cutt.ly/uZoZ02d
❱ ঈশ্বরবাদ: cutt.ly/GZoZsfm
❱ দাজ্জাল ( ভন্ড ঈসা ): cutt.ly/PZoLChb
❱ ইয়া’জুজ এবং মা’জুজ: cutt.ly/kZoLK2P
❱ কুরআন তিলাওয়াত: cutt.ly/bZoZNwQ
❱ ইসলামিক ভবিষ্যতবাণী: cutt.ly/tZoK9DM
❱ হজরত মুহাম্মাদ ( সাঃ) : cutt.ly/TZoK6y9
❱ টাকার গোপন রহস্য: cutt.ly/3ZoKL4A
❱ বিবর্তনবাদ: cutt.ly/CZoLr8F
❱ কেন মুহাম্মাদ (স) আরব মুশরিকদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছিলেন? : cutt.ly/kZoLhG9
❱ কোন ধর্ম সত্য: cutt.ly/mZoLU0O
❱ সীরাহ রাসুল (সাঃ) : cutt.ly/sZoZZGz
❱ হজের দর্শন কি? : cutt.ly/aZoZ6cH
❱ The Open Stage: cutt.ly/TZoZiHI
❱ কুরআনে উত্তরাধিকার আইনে কি গাণিতিক ভুল আছে? : cutt.ly/WZoZcMQ
❱ নাশীদ, নাত, কবিতা এবং ইসলামী সংগীত: cutt.ly/HZoZnGj
❱ মুফাসসিল ইসলামের মিথ্যাচারের জবাব: cutt.ly/KZoZSA9
COPYRIGHT NOTICE ©️ :
আমরা আমাদের সামগ্রী এবং ভিডিওগুলি ইউটিউব বা ফেসবুক পেজ পুনরায় ব্যবহার করার অনুমতি দেই না। তবে ব্যবসায়িক ও নিজেদের বলে ভিডিও দেয়া ব্যতীত, শেয়ার দেয়া ও ডাউনলোড করা যাবে। তবে ভিডিওটি অবশ্যই The Believer(আমাদের লোগো এবং চ্যানেল লিঙ্ক সহ) ব্র্যান্ডেড থাকা আবশ্যক ।
তাহলে এই আয়াত কি মানসুখ হয়ে গেছে?
فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ؕ
“অবশ্য যদি আশংকা বোধ কর যে, তোমরা তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে এক স্ত্রীতে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীতে (ক্ষান্ত থাক)।” [সুরা নিসা: ৩]
১৪০০ বছর পর এসে আপনি নতুন ব্যাখ্যার অবতারণা করছেন, যেই ব্যাখ্যা কোনো সালাফ থেকে পাওয়া যায় না। একটা সুস্পষ্ট আয়াত অথবা হাদিস দেখাতে পারলেন না যেখানে দাসপ্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যদি ধীর-পন্থায় এটাকে বিলুপ্ত করা উদ্দেশ্য হতো তাহলে রাসুলুল্লাহ সা: এর ইন্তেকালের আগেই তা বিলুপ্ত করা হতো। অথচ খোলাফায়ে রাশেদীন এমনকি সালাফ ও খালাফ সবার যুগেই এটি বিদ্যমান ছিল। কাজেই এই দাবি সঠিক নয় যে, ইসলাম এটাকে বিলুপ্ত করতে চেয়েছে। ইসলাম যেটাকে বিলুপ্ত করেছে সেটা হলো দাস-দাসীদের উপর অন্যায় ও অমানবিকতা এবং যুদ্ধক্ষেত্র ছাড়া কোনো স্বাধীন ব্যক্তিকে অন্যায়ভাবে দাস বানানো। হ্যাঁ, এটা বলতে পারেন, দাসপ্রথা সব যুগেই থাকতে হবে ইসলাম এটাকে বাধ্যতামূলক করেনি। একইভাবে কোনো যুগে এটাকে ফিরিয়ে আনা যাবে না, তাও বলেনি। কারণ অমানবিক দাসপ্রথার বিলুপ্তি ইসলাম আগেই করে ফেলেছে। ইসলাম যেই দাসপ্রথাকে সমর্থন করেছে তার পিছনে গ্রহণযোগ্য যুক্তি ও অনেক কল্যাণকর দিক রয়েছে।
উদাহরণস্বরূপ, যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে যুদ্ধবন্দীদের কারাগারে না রেখে তাদেরকে কারো দাস বানিয়ে দিলে সে মানবেতর জীবন থেকে অনেকটাই মুক্তি পাবে। কারণ ইসলাম দাস-দাসীর সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছে। একইভাবে দাস হয়ে যখন তারা ইসলামের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাবে তখন ইসলাম গ্রহণে আগ্রহী হবে। ইসলামের ইতিহাসে এধরণের অনেক ঘটনা বিদ্যমান। এছাড়াও দাসপ্রথার কারণে শত্রুপক্ষ যুদ্ধে লিপ্ত হওয়া থেকে কিছুটা হলেও আতঙ্কিত থাকবে, মুসলিমদের সাথে সন্ধি করে ইসলামী রাষ্ট্রের অনুগত থাকবে। কারণ তাদের উদ্দেশ্য দুনিয়া। দাস হয়ে তারা দুনিয়াবি জীবন বরবাদ করতে চাইবে না। আরেকটি ভালো দিক হলো, যুদ্ধে অনেক পুরুষ নিহত হয়। তাদের স্ত্রীরা বিধবা হয়ে যায়। এমতাবস্থায় তাদের দায়িত্ব নেওয়ার কেউ থাকে না। কোনো কোনো যুদ্ধে ব্যাপক সংখ্যক পুরুষ নিহত হলে এর অনেক বিরূপ প্রভাব পরে নারীদের জীবনে। অপরদিকে একজন পুরুষকে মাত্র চারটি বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তারা এসব নারীদের দাসী বানিয়ে তাদের দায়িত্ব নিতে পারবে।
এতোকিছুর পরেও মানবিক দৃষ্টিকোণ থেকে দাস-দাসীদের মুক্তির প্রতি উৎসাহিত করা হয়েছে। বিভিন্ন অন্যায়ের সাজা হিসেবে কোরআনে কারীমে দাসমুক্তির বিষয়টি রাখা হয়েছে। এটি রহিত করা হয়নি। পুনরায় দাসপ্রথা চালু হলে একই বিধান প্রযোজ্য হবে। এটাই বাস্তবতা যে, ইসলাম দাসপ্রথাকে বাধ্যতামূলক করেনি, তেমনি এর অনেক কল্যাণকর দিক থাকায় একে বিলুপ্তও করেনি। ইসলাম অমানবিকতাকে বিলুপ্ত করেছে। যেই অমানবিকতা পশ্চিমা-বিশ্ব দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পরেও যুদ্ধবন্দী ও বেসামরিক নিরীহ মানুষদের উপর চালায়। একইভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ উপনিবেশবাদের মাধ্যমে যেই নব্য দাসপ্রথা ইউরোপ-আমেরিকা চালু রেখেছে সেই অমানবিকতার তুলনায় ইসলামের অবস্থান ইনসাফপূর্ণ।
ইসলাম দাসপ্রথা কমিয়েছে কিন্তু চিরতরে নিষিদ্ধ করেনি। এখানে আলামিন ভাই ১৪০০ বছর পর আমাদের কুরআনের নতুন তাফসীর দিচ্ছেন।
আল আমীন ভাই ভুল ভিডিও তৈরি করেছে ।
Ai UA-camer mathai problem ase. Salaf der vul dhore 😄. Ar mon gora bekha dey.... tar abong onnoder
ভাই বর্তমান সৌদি আরব, ইসলাম,আর আকসা মসজিদ, দাজ্জাল ও ইমাম মাহদী সম্পর্কে video দেন please 🙏🥺
Ok❤
আমিও এই সম্পর্কে একটি ভিডিও চাই
সৌদি আরব নিয়া মরছে
In sha Allah, ami puro video dekhbar chestha korbo ❤❤❤❤
সত্যিই আল আমিন ভাই আপনার থেকে অনেক কিছু শিখার আছে ❤
সবাইকে ভালোবাসা ❤💚
নামাজের গুরুত্ব সম্পর্কে একটা ভিডিও বানাবেন ভাই ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভালোবাসা অবিরাম ❤
মাশাআল্লাহ ❤❤❤
সুবহানাল্লাহ।
আপনাকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে
Assalamualaikum oya rahmatullah vai. Vai apnake salam abong sroddha janai Vai. Vai Allah apnake amader majhe dirghodin rakhun Vai. Vai Allah apnake Ihokalin abong porokalin jibone anonde rakhun vai. Vai Allah apnake Ihokalin abong porokalin jibone Kollan dan korun vai.
ইউরোপে দেখেন তারা তাদের কাজ নিজেরাই করতে পছন্দ করে, আর আমরা মুসলিমরা টাকা হলেই গৃহকর্মী রাখাকে স্টাটাস বানিয়ে ফেলি।
Ai bisoye aponak support korbo.
Alhamdulillah
ভাইজান!
এর উপর আরেকটি ভিডিও দেন যেটাতে!
১. সাহাবীদের যুগে যুদ্ধবন্দীদের কি দাস হিসেবে গণ্য করা হতো?
২. হাদীসের আলোকে বলুন
ei video te answer deya ache
মাশাআল্লাহ
আল আমিন ভাই, আপনার লেকচারটি তৈরি করতে রেফারেন্স হিসেবে কোন বইয়ের সাহায্য নিয়েছেন। একটু জানাবেন
Javed ghamidi saheber lecture o tafsir
একমাত্র ইসলাম বুঝনে ওয়ালা পন্ডিত
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Can you please translate your informatic videos to English and urdu or arabic
হিজবুত তাওহীদ নিয়ে ভিডিও করেন please
অনেক সুন্দর আলোচনা ।
#ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে নামাজ পরলে নামাজ হবে না, মাওলানা সাদ সাহেব কখনো বলেননি।কি বলেছে শুনুন। ua-cam.com/video/ZZvuuewcQnY/v-deo.html
Wow
এই বিষয়ে আপনার কথা ইসলামিক ট্রেডিশনাল কোন আলেম ওলামাদের সাথে মিলে না..এটা শুধু আপনারাই বলেন
Ashakori ja jouktik ta grohon korben
কোরানের আয়াত দিয়ে প্রমান দিবেন। আর স্বয়ং আল্লা দাসি রাখার কথা বলেছে
Koto no ayat e,
@@nabid_shahriarache