এই গানটার ভিডিওতে গ্রাম বাংলার সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমানে সব যেন স্বপ্ন মনে হয়😟😢😢😢😢একটা সময়তো আসলেই এমনটা ছিল, আর এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার চক্করে সব শেষ,সাথে মানুষের মনের শান্তিটুকুও।গানটা শুনে আজ কান্না আটকাতে পারিনি😭😭
মনে পরে গেল সেইদিনের কথা যখন ২০০৮ সালে ক্লাস থ্রিতে পড়তাম ২১ এ ফেব্রুয়ারিতে মাইকে এই গান চলতো আর আমরা প্রভাতফেরিতে অংশগ্রহণ করতাম আহারে কোথায় গেল সেইদিন
যাদের কারণে আমারা বাংলাদেশ পেয়েছি আমি সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণ করছি বিজয় তুমি বিশ্ব মানচিত্রে নতুন একটা দেশ 🇧🇩🇧🇩 বিজয় তুমি ছিনিয়ে এনেছিলে সোনার বাংলাদেশ 🇧🇩🇧🇩 ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস , সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 😊😊 মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ♥♥♥♥♥♥♥♥♥♥♥
কিন্তু ভাই এটাই সত্যি যেই বাংলাদেশ পেয়েছেন আজ থেকে কয়েকশো বছর হয়তো এই বাংলাদেশ থাকবে না। দেশটার জন্ম হইছে বেশি দিন হয়নি। কালের পরিক্রমায় দেশ বদলায়। দেশের সিমানা বদলায়। যেমন: আজ যে ভারত-পাকিস্তান পরস্পরের শত্রু কিন্তু যখন উপমহাদেশ এক ছিল তখন বর্তমান পাকিস্তানেরই এক কবি লিখে ছিলো "সারে জাহানছে আচ্ছা হিন্দুস্তান হামারা।" সে কিন্তু দেশাত্মবোধক প্রেম থেকেই কবিতাটি লিখে ছিলো। কিন্তু পরবর্তীতে সেই দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো।
আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। ভালোবাসি আমার দেশকে এবং দেশের মানুষ গুলোকে। এই দেশ রক্ষাকরা আমার দ্বায়িত্ব। আর এই গান গুলো বাংলাদেশের গর্ব। বাংলার মানুষের মনে এই গান গুলা বেচে থাকবে চিরকাল। সারাজীবন।
আমি একজন প্রবাসী, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজে যাওয়ার সময় অবশ্যই গজল এবং দেশাত্মবোধক গান শুনি। দেশাত্মবোধক গান শুনলে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে যায়।যারা প্রবাসে থাকেন তারা বুঝে দেশপ্রেম কাকে বলে। দেশের প্রতিটি কনা কে ও খুব মিস করি।
আহা! আমার সেই সোনার বাংলার একখন্ড দেখতে পাই এই গানটি শুনলে/দেখলে। খুব মনে পড়ে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের দিনটিতে স্কুলে রেলিতে হাঁটার সময় এই গানগুলো বাঁজতো সারাক্ষণ। আজ আমার প্রাণের বাংলা স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। সবসময় দোয়া করি যারা দেশের জন্যে অস্ত্র ধরেছিলেন উনাদেরকে মহান সৃষ্টিকর্তা উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করুক।
Ami gorbito ami bangladesher sotan.... Jara amader ai desh ta k sadin kre diye gecn onk rini hlm... Doya krbn apnader desh jeno amrao sadin rakhte pari
গানের মাঝেও রাজাকার আসলেই দেশটার মানুষ গুলি আচোদা হালার ঘরের হালা তুই আর তোর বাপে দেশটা স্বাধীন করেছে মাদার চোদ সভাই ভাই ভাই তোর ভাই রাজাকার তোর বাবা রাজাকার খবর নিয়ে দেখ
আজ থেকে ১০ বছর আগে গানটি বিটিভি তে শুনতাম । আজকের ছেলেমেয়েরা এই গানগুলোর মর্ম বোঝবে না। অনেক ইচ্ছে হয় পুরনো দিনে ফিরে যেতে। আহারে সোনালী সেই দিনগুলো স্মৃতির পাতায় লেখা থাকবে। সত্যিই জন্ম আমার ধন্য! মাগো তোমার বুকেই যেন আমার মরণ হয়!
অসাধারণ বার বার শুনতে ইচ্ছে করে। বাংলাদেশি হিসেবে আমি গর্ব বোধ করি,শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু ও বীর যোদ্ধাদের ,তাদের দেশপ্রেম ও ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। তোমাদের বার বার সালাম জানাই।
প্রবাস থেকে যখন এ গান গুলো সুনি মনে হয় বুকের পাজর টা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায় চখের পাতায় বৃন্দু।বৃন্দু ফুটা এসে ভির যমায়। সত্তি সকল দেশের রানি আমার জন্মভুমি।
প্রত্যেকটা বাক্যে মিশে আছে মনোযোগ দেশপ্রেম আত্মত্যাগ, সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের বিজয়ের ফলে পেয়েছি স্বাধীনরাষ্ট্র, সত্যিই অতুলনীয় একটি গান যা একদম হ্রদয়ের ভিতরে গিয়ে প্রত্যেকটা স্তরে লাগে, এ সেই গান যা হাজারো বার শুনলেও আবার নতুন করে শোনার তীব্র ইচ্ছে হবে৷
মাগো তোমার অবুঝ শিশুটাকে তুমি ছোট থাকতেই না ফেরার দেশে চলে গেছো, মাগো আর পারছিনা,মাগো তুমি আবার সেই শিশুটার কাছে ফিরে এশো, আমি এখন অনেক বড় হয়েছি, আমি একটু তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই,মাগো তোমার ভালোবাসা আমার ভাগ্যে জুটেনি,মাগো আমি তোমার আদর ভালোবাসা চাই,মাগো আমি তোমার ভালোবাসা পাইনি তাই একটু আমার ভালোবাসার মানুষটির কাছে একটু ভালোবাসা খুঁজেতে গিয়ে ছিলাম,মাগো আমার ভালোবাসার মানুটি ও আমাকে তোমার মতোই ছুরে ফেলেছে,মাগো আমার ময়না আমাকে ছেড়ে অন্য জনার কাছে চলে গিয়েছে,মাগো এই মা,আমার ময়না আমার কাছে আর কখনো ফিরে আসবেনা,মাগো আমি গরিব এতিম তাই আমার ময়না আমার ভালোবাসার দাম দেয়নি,মাগো আমার ময়নার জন্য একটু দোয়া করো,আমি আমার ময়না কে পাইনি তো কি হয়েছে,আমার ময়নার চোখে যেনো আমার জন্য পানি না আশে, মাগো আমার ময়না আমার কষ্ট দেখলে হয়তো আমার জন্য মরে জাবে,মাগো আমি তোমার কাছে চলে জাবো,তুমি আমাকে তোমার কাছে নিয়ে জাও, মাগো তুমি এতো নিষ্ঠুর হইওনা, আমি আর পারছিনা এতো জালা সইতে, আই লাভ ইউ মা,,ইতি,,তোমার দুখি ছেলে সাগর,
With my huge respect I do remember the writer of this patriotic song late nayeem gauhor.its really heart touching lyrics.as a Bangladeshi I really proud of them like him and others.
জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।💯❤💚🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় গান এটি। আমি জানি না এই গানের কথা ও সুর যখনই আমার কানে আসে আমি যেন কোথায় হারিয়ে যাই। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ এর মতো তরিৎ গতিতে রক্তের স্রোত বয়ে যায় এবং মাথার চুল সহ সারা শরীরে লোম গুলো দাঁড়িয়ে যায়। দুই চোখ একাই জলে ভরে যায়। গভীর এক আবেগ ও ভালোবাসা অনুভব করি আমার বাংলা মায়ের জন্য আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশর জন্য। হয়তো বা আমি বলে বুঝাতে পারব না কাউকে আমার এই গভীর অনুভূতির কথা তবে আমি আমার সকল বাংলাদেশী ভাই ও বোনদের অনুরোধ করবো দয়াকরে কেউ সাম্প্রদায়িক সন্ত্রাস ও উস্কানি মূলক কাজ করবেন না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মানব সন্তান, আমরা সকলেই বাংলা মায়ের সন্তান। আসুন আমরা সবাই দেশকে ভালবাসি ও দেশের মানুষকে ভালবাসি। তাহলেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। ধন্যবাদ সবাইকে যারা আমার এই লেখাটি কষ্ট করে পড়লেন।👏👏👏👏👏👏👏👏💯❤💚🇧🇩
জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।💯❤💚🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় গান এটি। আমি জানি না এই গানের কথা ও সুর যখনই আমার কানে আসে আমি যেন কোথায় হারিয়ে যাই। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ এর মতো তরিৎ গতিতে রক্তের স্রোত বয়ে যায় এবং মাথার চুল সহ সারা শরীরে লোম গুলো দাঁড়িয়ে যায়। দুই চোখ একাই জলে ভরে যায়। গভীর এক আবেগ ও ভালোবাসা অনুভব করি আমার বাংলা মায়ের জন্য আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশর জন্য। হয়তো বা আমি বলে বুঝাতে পারব না কাউকে আমার এই গভীর অনুভূতির কথা তবে আমি আমার সকল বাংলাদেশী ভাই ও বোনদের অনুরোধ করবো দয়াকরে কেউ সাম্প্রদায়িক সন্ত্রাস ও উস্কানি মূলক কাজ করবেন না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মানব সন্তান, আমরা সকলেই বাংলা মায়ের সন্তান। আসুন আমরা সবাই দেশকে ভালবাসি ও দেশের মানুষকে ভালবাসি। তাহলেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। ধন্যবাদ সবাইকে যারা আমার এই লেখাটি কষ্ট করে পড়লেন।👏👏👏👏👏👏👏👏💯❤💚🇧🇩
এই গানটার ভিডিওতে গ্রাম বাংলার সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমানে সব যেন স্বপ্ন মনে হয়😟😢😢😢😢একটা সময়তো আসলেই এমনটা ছিল, আর এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার চক্করে সব শেষ,সাথে মানুষের মনের শান্তিটুকুও।গানটা শুনে আজ কান্না আটকাতে পারিনি😭😭
কোনদিন পুরোটা গান শুনতে পারি নি
চোখে পানি গড়গড় করে ঝরে পরে😔
১৯৭১ সালের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই ❤
Vai Ami aponarmoto purota sunte parini
আমিও কোন দিন এই গানটি পুরোটা শুনতে পারিনা,কারন দুই চোঁখের পানি ধরে রাখতে পারিনা।১৯৭১সালের সকল শহিদ দের প্রতি রইলো আমার অসংখ্য শ্রদ্বা।
😅😅😅
ম
quran tilawat sunle bujhi kanna ase na vay
দেশের বাহির থেকে যখন দেশাত্মবোধক গান শুনি নিজের অজান্তে চোখের জল গরিয়ে পরে।অনেক ভালবাসি সবুজে ঘেরা আমার দেশ।আমার প্রিয় বাংলাদেশ।
Same re vai
সত্যি কথা বলেছেন ভাই
আমিও চাউদি বসে কান্না করি
দেশের বাইরে থাকলে দেশের মর্যাদা বোঝা যায়।
সত্যি কথা দাদা ভাই 😪
মনে পরে গেল সেইদিনের কথা যখন ২০০৮ সালে ক্লাস থ্রিতে পড়তাম ২১ এ ফেব্রুয়ারিতে মাইকে এই গান চলতো আর আমরা প্রভাতফেরিতে অংশগ্রহণ করতাম আহারে কোথায় গেল সেইদিন
আল্লাহ সুবাহানাতালার কাছে লাখ কোটি শুকরিয়া এমন একটা দেশে পাঠানোর জন্য।
গর্বিত আমি কারণ আমি বাঙালি।।পৃথিবীতে আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছি,,তুমি ধন্য মা,হে বাংলা মা তুমি ধন্য
গানগুলো শুনলে শরীরটা শিউরে উঠে ।
ভালোবাসা ও শ্রদ্ধা সকল শহীদের প্রতি যাদের বিনিময়ে আমাদের এই "সোনার বাংলাদেশ"।।
'দেশপ্রেম ঈমানের অঙ্গ' - হযরত মুহাম্মদ (সা:)
I love you Bangladesh
Right vai
@@sakibulislam7837 I Love Bangladesh,,, হবে।
Its an arabian proverb..though the sense is Islamic.
💁♂️🌹🌼🌺পরিষ্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ🌿☘️
আমার বাংলাদেশ, আমার অহংকার, আমার ভালবাসা ♥
Be proud to see your love for country...love from india
Thanks sister.
❤️❤️❤️
ধন্যবাদ আপনাকে।
Thanks,jara deshke balobashe tara boro abong sundor moner manush hoy,love you
দূর প্রবাসে যখন ছিলাম,,তখন এই গানটিকে শুনতাম আর মা ও দেশের কথা মনে পড়ে নিরবে কাঁদতাম.....
সত্যিই নিজেকে অনেক ধন্য মনে হয় যে,
এই বাংলার মাটিতেই আমার জন্ম হয়েছে। আমি গর্বিত এই মাটি আমার , আমি বাঙ্গালী।
তাই না ক
@@hgsdhdsc6901
★ তাতে তোর জ্বলে কেনো - তুই হয়তো ভারতীয় তৃতীয় শ্রেণির বাঙ্গালি
যারা প্রবাসী তারা জানে দেশপ্রেম কি,দেশ ত্যাগ করে থাকা কত কষ্ট🥲আল্লাহ সকল প্রবাসী ভাইদের সহীসালামতে রাখুক!!
স্বাধীনতার পাশাপাশি এই গানগুলো আমাদের বেঁচে থাকার সপ্ন যোগায়। ধন্যবাদ এই গানের সব কলাকুশলীদেরকে । আমি গর্বিত আমি জন্মেছি এই বাংলায়।
যাদের কারণে আমারা বাংলাদেশ পেয়েছি
আমি সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে
স্বরণ করছি
বিজয় তুমি বিশ্ব মানচিত্রে
নতুন একটা দেশ 🇧🇩🇧🇩
বিজয় তুমি ছিনিয়ে এনেছিলে
সোনার বাংলাদেশ 🇧🇩🇧🇩
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস , সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 😊😊 মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ♥♥♥♥♥♥♥♥♥♥♥
কিন্তু ভাই এটাই সত্যি যেই বাংলাদেশ পেয়েছেন আজ থেকে কয়েকশো বছর হয়তো এই বাংলাদেশ থাকবে না। দেশটার জন্ম হইছে বেশি দিন হয়নি। কালের পরিক্রমায় দেশ বদলায়। দেশের সিমানা বদলায়। যেমন: আজ যে ভারত-পাকিস্তান পরস্পরের শত্রু কিন্তু যখন উপমহাদেশ এক ছিল তখন বর্তমান পাকিস্তানেরই এক কবি লিখে ছিলো "সারে জাহানছে আচ্ছা হিন্দুস্তান হামারা।" সে কিন্তু দেশাত্মবোধক প্রেম থেকেই কবিতাটি লিখে ছিলো। কিন্তু পরবর্তীতে সেই দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো।
আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। ভালোবাসি আমার দেশকে এবং দেশের মানুষ গুলোকে। এই দেশ রক্ষাকরা আমার দ্বায়িত্ব। আর এই গান গুলো বাংলাদেশের গর্ব। বাংলার মানুষের মনে এই গান গুলা বেচে থাকবে চিরকাল। সারাজীবন।
আমিও আপনার মতো চাই দেশের সেবা করতে, দেশের মানুষের পাশে থাকতে সামনে ট্রেনিং দোয়া করবেন💪
আমি একজন প্রবাসী, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজে যাওয়ার সময় অবশ্যই গজল এবং দেশাত্মবোধক গান শুনি। দেশাত্মবোধক গান শুনলে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে যায়।যারা প্রবাসে থাকেন তারা বুঝে দেশপ্রেম কাকে বলে। দেশের প্রতিটি কনা কে ও খুব মিস করি।
"তুমি আমার খেলার পুতুল "- এই লাইনটা পর্যন্ত শুনেই চোখে পানি চলে আসে, বুকের ভেতর কেমন করে ওঠে জানি😔😭❤️
😢😢😢😢
পৃথিবীর কোন দেশ কে নিয়ে এত সুন্দর গান রচনা হয়েছে কিনা সন্দেহ আছে !
১০০%রাইট
রক্ত আর তাজা প্রাণ এর বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ ...আমরা গর্বিত মাতৃভূমির গর্বিত সন্তান 😍😍
একমাত্র প্রবাসীরা বুজবে এই গানের কি মর্ম। মাতৃভূমি ছেড়ে যারা আমার মত প্রবাসে আছেন । তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো
আসলেই❤
সত্যিই নিজেকে অনেক ধন্য মনে হয় যে,
😑এই বাংলার মাটিতে আমার জন্ম হয়েছে।
এই মাটি আমার ,
এই মাটিই আমার মরন।☺☺☺
Good
জারা দেশের বাহিরে থাকে তাদের কে বলিয়েন এ গান টার মর্ম কি কান্না চলে আসে জখন এসব গান সুনি😭😭😭
সত্যিই নিজেকে অনেক ধন্য মনে হয় যে,
এই বাংলার মাটিতে আমার জন্ম হয়েছে।
subir kh
আমি গৌরভময় আমি বাংলাদেশের মানুষ।
Ami donno ami bangali
আহা! আমার সেই সোনার বাংলার একখন্ড দেখতে পাই এই গানটি শুনলে/দেখলে।
খুব মনে পড়ে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের দিনটিতে স্কুলে রেলিতে হাঁটার সময় এই গানগুলো বাঁজতো সারাক্ষণ।
আজ আমার প্রাণের বাংলা স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। সবসময় দোয়া করি যারা দেশের জন্যে অস্ত্র ধরেছিলেন উনাদেরকে মহান সৃষ্টিকর্তা উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করুক।
আমি গর্বিত, আমি সৌভাগ্যবান আমি অপরূপ বাংলাদেশের সন্তান...
I love my country
ভালবাসি ভাইয়া
আমি গর্বিত যে আমি বাংলাদেশের সন্তান
Ami gorbito ami bangladesher sotan.... Jara amader ai desh ta k sadin kre diye gecn onk rini hlm... Doya krbn apnader desh jeno amrao sadin rakhte pari
রাইট।
আমি গর্বিত আমি বাঙ্গালী,দেশের বাহিরে থেকে শুনলেই গর গর করে জল চলে আসে চোখের কোনায়।
আমি সত্যিই গর্বিত যে, আমি এই সোনার বাংলায় জন্ম গ্রহণ করেছি। আই লাভ ইউ সোনা বাংলা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতি জনক শেখ মুজিবুর রহমান ৩০ লহ্ম শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
এত সুন্দর দেশটি কোথায় খোজে পাবানা
আমি গর্বিত আমি বাঙালি। হে আল্লাহ আমাদের প্রানপ্রিয় দেশকে রাজাকারদের হাত থেকে রক্ষা রাইখো।
গানের মাঝেও রাজাকার আসলেই দেশটার মানুষ গুলি আচোদা হালার ঘরের হালা তুই আর তোর বাপে দেশটা স্বাধীন করেছে মাদার চোদ সভাই ভাই ভাই তোর ভাই রাজাকার তোর বাবা রাজাকার খবর নিয়ে দেখ
আমি অনেক অনেক অনেক গর্বিত যে আমার জন্ম বাংলাদেশে বাঙালি হিসেবে।
জন্ম আমার ধন্য মাগো , জন্মেছি এই বাংলায় ।
দেশের বাহির থেকে যখন দেশাত্মবোধক গান শুনি নিজের অজান্তে চোখের জল গরিয়ে পরে।অনেক ভালবাসি সবুজে ঘেরা আমার দেশ।আমার প্রিয় বাংলাদেশ।
দেশের গান শুনার মধ্য দিয়ে আমি যেন খুঁজে পাই আরেকটি স্বদেশ।
এই সব ভিডিও চিত্র দেখলে আমি কোথায় যেন হারিয়ে যায় আহ কত সুন্দর ছিলো ৮০ দশক তখনকার মানুষ কত সূখে শান্তিতে ছিলো
This is my Bangladesh.How beautiful my country is! Long live Bangladesh, my mother land.
এই গানটি যতবার শুনি চোখে জল আসে।আমার দেশটাকে খুব মিস করি।জীবনের শেষ দিন যেন দেশের মাটিতে হয় আমার মায়ের পাশে হয়
দেশের বাইরে থাকলে কি হবে বিজয়ের দিনটা খুব মিস করছি।
Mohammed Iqbal Shah amio
নিজের দেশের কথা বোলা যাই না,,,
বুকের ভেতরটা কেমন যানি এক ধরনের শব্দ ছাড়া কান্নায় পরিনীত হচ্ছে😢😢 এই গান গুলা কি আমাদের দেশের বড় বড় দেশ সাশন কর্তারা শুনে না?
সত্তি সত্তি,,অনেক মিছ করি আমার প্রিয় মাতৃ ভূমি বাংলাদেশ কে,,,,>I loves my Bangladesh
আমি যদি এই গানটা সুনি আমার চোখে আপনে আপনে পানি পরে কেনো অতিথিতের কথা মনে পরে
আজ থেকে ১০ বছর আগে গানটি বিটিভি তে শুনতাম । আজকের ছেলেমেয়েরা এই গানগুলোর মর্ম বোঝবে না। অনেক ইচ্ছে হয় পুরনো দিনে ফিরে যেতে। আহারে সোনালী সেই দিনগুলো স্মৃতির পাতায় লেখা থাকবে। সত্যিই জন্ম আমার ধন্য!
মাগো তোমার বুকেই যেন আমার মরণ হয়!
আজ সাধিনতার ৫০ বছর। 🇧🇩🇧🇩💞
প্রবাসে বসে দেশের গান শুনেছিলাম
আহ কি মধুর শান্তি
২০২৪ সালে এসে কেকে গানটা শুনচেন।
❤❤
অসাধারণ বার বার শুনতে ইচ্ছে করে। বাংলাদেশি হিসেবে আমি
গর্ব বোধ করি,শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু ও বীর যোদ্ধাদের ,তাদের দেশপ্রেম ও ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। তোমাদের বার বার সালাম জানাই।
সেই শৈশবের কথা মনে পরে গেল।
এ গানে আমার দাদিকে দেখলাম। আরো দেখলাম বাল্যকাল।
😮😮😮😮
প্রবাস থেকে যখন এ গান গুলো সুনি মনে হয় বুকের পাজর টা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায় চখের পাতায় বৃন্দু।বৃন্দু ফুটা এসে ভির যমায়। সত্তি সকল দেশের রানি আমার জন্মভুমি।
আমি আমেরিকা থাকি কিন্তু মিস করি বাংলাদেশকে। আমি ভালোবাসি বাংলাদেশ। আর এই গানটা আমার অনেক প্রিয়। ছোটবেলা আমি আর আমার বোন স্কুলের প্রোগ্রামে গাইতাম।
গানটার চিনারি গুলো দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল।আমার মায়ে যখন আমাকে ঘরের উঠানে রেখে বিভিন্ন কাজ করত।
আমি যখন দেশের গান শুনি তখন আমার ছোট বেলার কথা মনে পরে। মনে হয় আবার সেই ছোট বেলার সময় গুলোতে চলে যাই।
I love my country....I'm proud of being Bangladeshi.....
জয় গুরু রবিন্দ্রনাত ঠাকুর ❤❤❤এত সুন্দর একটা গান উপহার দেবার জন্য ❤❤গানের কি এক এক টা কথা
মা, মাটি, মাতৃভুমি আমি কখন ভুলতে পারবো না।
এইটা সবার ভালোবাসা দেশের জন্যা
এগান গুলো শুনলে শরীরটা শিউরে উঠে,এত সুন্দর কথা ও সুর যা শুনলে নিজেকে ধন্য মনে হয়।হাজার হাজার সালাম রইল শিল্পী সুরকার ও গীতিকার কে।
এই দেশের গানে বার বার জেনো ফিড়ে আসি কারোন সেই গানে জেনো আমার মায়ের মমতা খোজে পাই ওমা ও আমার জম্নভূমি মা
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার-খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার-ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো
Love & Respect to Bangladesh from Kolkata
বাংলাদেশের দেশাত্মবোধক গানের ভেতর এই গানটায় ১০০তে ১০০,বাকি গুলো এগানের কাছেই ঘেশতে পারবেনা।সাবিনা ইয়াসমিন রিদয়ের সবটুকু দরদ ভালবাসা দিয়েই এগান টা গেয়েছেন।আমি মনে করি
আমি আমার দেশ কে অনেক ভাল বাসি দুয়া করি আল্লাহ জেন আমার দেশ টা কে সবসমাই ভাল রাখে। অপু খাঁন বি বাড়িয়া।
Me Bi baria
😍😍
দূর দেশে বসে মনটা ভীষণ কাদে দেশের জন্যে 😢😢❤❤
আমি গর্ভিত আমি মুসলিম।এবং আরো বেশি গর্ভিত বাঙালি।কারণ আমার দেশ পৃথিবীর সকল দেশের সেরা দেশ।
সত্যি আগের দিন গুলো দেখতে পাইনি বলে।।
মনের ভিতরে এগুলো ভিডিও দেখলে
মনটা আনচান করে।
যদি আগে দিন আবার ফিরে পেতাম তাই
জীবনটা অনেক সুন্দর হতো
প্রবাস জীবনে গানগুলো কেন জানি বেশি শুনতে ভালো লাগে
দূরে থাকলে দেশের কথা বেশী করে মনে পড়ে।।
Hmm 😭😭
২০১৯ সালে শুনতেছি
২০২৯ সালেও শুনবো।
ইনশাআল্লাহ।
❤❤
24sal K sunby
Lyrics of Bengali soul and a worldly appeal.
Sweetest words make my eyes in tears 💞
প্রত্যেকটা বাক্যে মিশে আছে মনোযোগ দেশপ্রেম আত্মত্যাগ, সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের বিজয়ের ফলে পেয়েছি স্বাধীনরাষ্ট্র, সত্যিই অতুলনীয় একটি গান যা একদম হ্রদয়ের ভিতরে গিয়ে প্রত্যেকটা স্তরে লাগে, এ সেই গান যা হাজারো বার শুনলেও আবার নতুন করে শোনার তীব্র ইচ্ছে হবে৷
বুকে তোমার ঘুমিয়ে গেলে যাগিয়ে দিয়ো না কো মাগো । আবেগ দরে রাখতে পারিনা ।
very very miss u my country i love u mother land
Abdul Razzak
😭😭😭😍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
গানটি বাংলার প্রতিচ্ছবি। বহুদিন পর ছোট বেলায় ফিরে গিয়েছিলাম। অান্তরিক ধন্যবাদ গানটির সমস্ত কলাকুশলীদের।
Bangladesh is the best of all country. My motherland is very beautiful and so special for all citizen of BANGLADESH. ❤❤
দেশ প্রেম জাগানোর জন্য এই একটি গানই যথেষ্ট।
বুকে কতটুকু রক্ত আছে সব টুকু ঢেলে দিতে ইচ্ছে করে দেশের জন্য ।কেন চোখে জল এসে যায়।
মাগো তোমার অবুঝ শিশুটাকে তুমি ছোট থাকতেই না ফেরার দেশে চলে গেছো,
মাগো আর পারছিনা,মাগো তুমি আবার সেই শিশুটার কাছে ফিরে এশো,
আমি এখন অনেক বড় হয়েছি,
আমি একটু তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই,মাগো তোমার ভালোবাসা আমার ভাগ্যে জুটেনি,মাগো আমি তোমার আদর ভালোবাসা চাই,মাগো আমি তোমার ভালোবাসা পাইনি তাই একটু আমার ভালোবাসার মানুষটির কাছে একটু ভালোবাসা খুঁজেতে গিয়ে ছিলাম,মাগো আমার ভালোবাসার মানুটি ও আমাকে তোমার মতোই ছুরে ফেলেছে,মাগো আমার ময়না আমাকে ছেড়ে অন্য জনার কাছে চলে গিয়েছে,মাগো এই মা,আমার ময়না আমার কাছে আর কখনো ফিরে আসবেনা,মাগো আমি গরিব এতিম তাই আমার ময়না আমার ভালোবাসার দাম দেয়নি,মাগো আমার ময়নার জন্য একটু দোয়া করো,আমি আমার ময়না কে পাইনি তো কি হয়েছে,আমার ময়নার চোখে যেনো আমার জন্য পানি না আশে,
মাগো আমার ময়না আমার কষ্ট দেখলে হয়তো আমার জন্য মরে জাবে,মাগো আমি তোমার কাছে চলে জাবো,তুমি আমাকে তোমার কাছে নিয়ে জাও,
মাগো তুমি এতো নিষ্ঠুর হইওনা,
আমি আর পারছিনা এতো জালা সইতে,
আই লাভ ইউ মা,,ইতি,,তোমার দুখি ছেলে সাগর,
With my huge respect I do remember the writer of this patriotic song late nayeem gauhor.its really heart touching lyrics.as a Bangladeshi I really proud of them like him and others.
রাজাকার বলে যে সত্যি কিছু এখনো আছে আমাদের দেশে, এই গানে যারা unlike দিয়েছে তাদের দেখেই বুঝতে পারছি,,,, সত্যি খুবই লজ্জাজনক😔
দাদা যারা unlike দিয়েছে। তারা কিন্ত সবাই ভারতীয় রাজাকার।।
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹
যদি কোনো কথা আমি
যদি ওওও আমেরিকা তে থাকি তার পরে ওওও গান শুনি। খুব ভালো লাগে।মিস করি আমার জন্ম ভূমি কে।
It's been 22 years I haven't been in my country... Bangladesh I love you!
গানটি শুনলেও দেখলে সত্যি এ দেশের মাটি ও মানুষের গন্ধ পাওয়া যায়।গান গুলো অসাধারন। old is Gold.
bangladesh ke onak miss korci .gan ta sune kanna pase
ধন্য আমি,কৃতজ্ঞতা জানাই আল্লাহকে বাংলাদেশে আমার অস্তিত্ব দেয়ায়
অন্য কোনো ডাকে এতটা মমতা ভালবাসা নেই,, যথটা মমতা আছে,,মা,,ডাকের মাঝে!
মায়ের মাঝেই রয়েছে বিশ্ব !
Love you ma💟
এই দেশের গান শুনে__ মায়ের কথা বেশি মনে পড়ে গেল___😭😭😭
বিভিন্ন ফালতু গানে ১০০০০০০০ ভিউ থাকে,,,,আর মায়ের (দেশ)গানে ভিউ মাএ ১০০০০০.....
Taile tumio faltu chele
জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।💯❤💚🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় গান এটি। আমি জানি না এই গানের কথা ও সুর যখনই আমার কানে আসে আমি যেন কোথায় হারিয়ে যাই। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ এর মতো তরিৎ গতিতে রক্তের স্রোত বয়ে যায় এবং মাথার চুল সহ সারা শরীরে লোম গুলো দাঁড়িয়ে যায়। দুই চোখ একাই জলে ভরে যায়। গভীর এক আবেগ ও ভালোবাসা অনুভব করি আমার বাংলা মায়ের জন্য আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশর জন্য। হয়তো বা আমি বলে বুঝাতে পারব না কাউকে আমার এই গভীর অনুভূতির কথা তবে আমি আমার সকল বাংলাদেশী ভাই ও বোনদের অনুরোধ করবো দয়াকরে কেউ সাম্প্রদায়িক সন্ত্রাস ও উস্কানি মূলক কাজ করবেন না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মানব সন্তান, আমরা সকলেই বাংলা মায়ের সন্তান। আসুন আমরা সবাই দেশকে ভালবাসি ও দেশের মানুষকে ভালবাসি। তাহলেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। ধন্যবাদ সবাইকে যারা আমার এই লেখাটি কষ্ট করে পড়লেন।👏👏👏👏👏👏👏👏💯❤💚🇧🇩
vai falto gan faltorai dekha bhujta hobe valo manusher shonkha kom
সহমত শুভাকাঙ্খী
@@linanasrin7015 এই ছাগল সব জায়গাতে আজেবাজে কমেন্ট করিস।
নটী
সত্যিই আমাদের দেশ টা খুবই সুন্দর। যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের কে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
আমার দেশ আমার অহং কার
দেশের জন্য কলিজা টা ফেটে যায়। এই দেশটি আজ কত ক্ষতবিক্ষত করে দিয়েছে ।
আমি র্গবিত আমি বাংলাদেশি,
😫
আমিও
abo bakar
I no
পৃথিবীর শ্রেষ্ঠ গানগুলোর তালিকায় এই গানটাকে রাখা উচিত!'🌼🖤
আমি গর্বিত, আমি একজন বাংলাদেশী,,,,❤❤❤❤
আমার বাংলাদেশ সত্যিই সোনার তৈরি, এমন দেশ কোথায় ও নাই,গুটি কয়েক মানুষের জন্য দেশটায় অশান্তি।🌹🌹🌹
আমি এই গানের মাঝে আমার সত্তাকে খুঁজে পাই ।
shiuly Gloria purification system
কে তুমি গো
০০৯৭৩৩৭২৩৮৮৬৩
একদাম ঠিক বলেছেন।
কি ভাবে খুজে পাও
shiuly gloria purification ,
বাংলার মায়ের গান,:
গান শুনে প্রান&আত্তা জুরিয়ে যায়,,,এমন গান দ্বিতীয় টা সম্ভব না😍😍
আমি গর্বিত কারন আমি বাংঙালী।
MD Mir Hossen Aykub
+younus68269 younus68269 fhj
এই গানের মাঝে খুঁজে পাই আমি আমার ভালোবাসা অস্তিত্ব মা মাটি মানুষকে
@@aloksutradhar9946কোথায় আছো কেমন আছো পানের বন্ধুরে বা
মাকে খুঁজে পাই,বেঁচে থাকার জন্য যেন এগানের জন্ম হয়েছে অসাধারন ❤❤❤❤❤❤❤❤
When l listen the song l feel very proud of my country. Ifeel proud when l think that l take birth in this country
Tanha moni hmmmm
জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।💯❤💚🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় গান এটি। আমি জানি না এই গানের কথা ও সুর যখনই আমার কানে আসে আমি যেন কোথায় হারিয়ে যাই। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ এর মতো তরিৎ গতিতে রক্তের স্রোত বয়ে যায় এবং মাথার চুল সহ সারা শরীরে লোম গুলো দাঁড়িয়ে যায়। দুই চোখ একাই জলে ভরে যায়। গভীর এক আবেগ ও ভালোবাসা অনুভব করি আমার বাংলা মায়ের জন্য আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশর জন্য। হয়তো বা আমি বলে বুঝাতে পারব না কাউকে আমার এই গভীর অনুভূতির কথা তবে আমি আমার সকল বাংলাদেশী ভাই ও বোনদের অনুরোধ করবো দয়াকরে কেউ সাম্প্রদায়িক সন্ত্রাস ও উস্কানি মূলক কাজ করবেন না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মানব সন্তান, আমরা সকলেই বাংলা মায়ের সন্তান। আসুন আমরা সবাই দেশকে ভালবাসি ও দেশের মানুষকে ভালবাসি। তাহলেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। ধন্যবাদ সবাইকে যারা আমার এই লেখাটি কষ্ট করে পড়লেন।👏👏👏👏👏👏👏👏💯❤💚🇧🇩
বর্তমান প্রজন্ম এসব গান আর শোনেনা।
শোনে ডি-জে,এ জন্যই দেশ প্রেম বলে কিছু অনুধাবন হয়না।
গানটা শোন দেশের কথা খুব মনে হচ্ছে 🇧🇩
আমার বাংলাদেশ, আমার অহংকার ❤️
এই কথাটা বিশ্বমঞ্চে দাড়িয়েও বলতে পারি❤️❤️❤️
এতো সুন্দোর গান মোনেহয় আবার সেই পুরোনো দিনে ফিরেজেতে আহ আহ কি অপুর্ব
Inseparable heart touching patriotic song. When I listen this melodious song, I feel myself as a pure Bangladeshi National.
মায়ের ভালোবাসা হলো,মৌলিক সুখ্যার মত।হাজার চেষ্টার পরও অন্য কোন সংখ্যা পাওয়া যাবেনা তেমনি মায়ের ভালোবাসা।শুধু মা ই,পারে...
Love my country.
love my mother's country.
I love my bangladesh
H.m Adnan
++
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জানাই হাজার সালাম।
আশিক রায় কানাই।
দেশের জন্য জীবন দিয়ে দেব,আমাদের এই বাংলাদেশ কে কতটা ভালবাসি তা লিখে বুঝাতে পারবনা।