শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ হবিগঞ্জে "প্রকৃতি ও জীবন'' শীর্ষক চিত্র প্রদর্শনী ।

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024
  • হবিগঞ্জে "প্রকৃতি ও জীবন'' শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
    আজ ৯ অক্টোবর ( বুধবার) চারুকলা একাডেমিতে দিনব্যাপী এই পদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে।
    বিকেলে চারুকলা একাডেমির অধ্যক্ষ আশিষ আচার্য এর সভাপতিত্বে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাডস কেজি এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ মো: নুর উদ্দিন জাহাঙ্গীর, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল,উপস্থিত ছিলেন হবিগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, মাতৃছায়া স্কুলের অধ্যক্ষ বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ ও গহীনপুরের কর্ণধার চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন।
    আয়োজক আশীষ আচার্য্য জানান, শিল্পীরা ১মাস ধরে তাদের সৃষ্টিশীল চিন্তা গুলির মাধ্যমে প্রকৃতি এবং জীবনের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক নানান রঙে তুলে ধরেন তাদের ক্যানভাসে। এই প্রদর্শনীতে শিশু শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কৌশলের মাধ্যমে প্রকৃতি ও জীবনের নানান রকম শিল্পকর্ম উঠে এসেছে। প্রতিটি শিল্পকর্মই প্রকৃতির সৌন্দর্য, জীবনের বৈচিত্রের বিভিন্ন দিক তুলে ধরে হবিগঞ্জ চারুকলা একাডেমির শিশু শিল্পীরা।
    বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, 'প্রকৃতি ও জীবন' এর ছবি আঁকার মাধ্যমে ও এসব ছবি প্রদর্শনীর মাধ্যমে শিল্পী এবং শিল্পের সমাজদারদের মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে এবং সেটা রক্ষার ব্যাপারেও সবাই যত্নবান হবেন এমনটা আশা করা যায়। তিনি এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ জানান।
    অনুষ্ঠানের অতিথি বন্ধু মঙ্গল রায় বলেন, "প্রকৃতির মাঝে বৈচিত্র্য আছে বলেই একটি ছবির সাথে অন্যটির মিল নেই। আর এই কারণে আমরা প্রকৃতিকে প্রতিদিন নতুনভাবে উপভোগ করি"।
    অতিথি মনসুর আহমেদ বলেন, 'অবসর সময় বই পড়বেন। এখানেও একটা জীবন আছে। এই জীবনের সাথে এই জীবনের (প্রকৃতির) একটা মিল পাবেন"।
    অনুষ্ঠানে হবিগঞ্জ চারুকলা একাডেমির প্রতি শ্রেণীতে ১ জন করে সর্বমোট ১৩ জনকে বর্ষসেরা শিল্পবৃত্তি ২০২৩ এর পুরস্কার ও সনদপত্র বিতরণের করা হয়।
    দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সময় উপস্থিত হন,

КОМЕНТАРІ •