খুব সুন্দর পরিচ্ছন্ন একটি সিনেমা।এত মননশীল মা ও ছেলের সম্পর্ক ছোট থেকে বড় হয়ে ওঠা এবং মান অভিমানের পালা চলতেই থাকে। বিশেষভাবে ছোটবেলায় অনেকেই ছেলেরা পুতুল খেলে তাতে সে মেয়ে হয়ে যায় না।আর আদিল হোসেন এত গভীর অভিনয় হিন্দীও বা বাঙ্লাই হোক তিনি খুব ভালো অভিনেতা তবে ছেলের অভিনয়ে অনুভব কান্জিলালের অভিনয় খুব ভালো লেগেছে। ভবিষ্যতে তিনি আরো ভালো চরিত্রে ভালো অভিনয় করবেন আশা করা যায়।
কত বেদনা অব্যক্ত থেকেই যায় দায়বদ্ধতা র শৃঙ্খলে।মায়ের কোলে সন্তান আসে অনেক ব্যাথার রাস্তা পার হয়ে, তাই বুঝি কিছু বেদনা দুই জনই বহন করে কোন না কোন কারণে।এমন ছবি খুবই ক হয় ।অনেক শুভেচ্ছা পুরো টিমকে।
কাহিনী, চিত্র নাট্য,ও পরিচালনায় মুন্সিয়ানার ছাপ স্পষ্ট।আর অর্পিতা চট্টোপাধ্যায় এর এরকম আন্ডারবেল্ট এর অভিনয় অসাধারণ ই শুধু নয় অনবদ্য।এ এক অন্য অর্পিতা কে পেলাম।আর সকলের অভিনয়ই সুন্দর, সাবলীল।।
এক কথায় অসাধারণ। ছবির নামকরণ এমন একটি জায়গায় এসে থামবে ভাবতেও পারিনি। ছবির সকল কলা কুশলিদেরকে ধন্যবাদ এমন একটি অনবদ্য ছবি উপহার দেয়ার জন্যে। মানুষকে কতোকিছু যে গোপন করতে হয় এক জীবনে আর সেই অব্যক্ত কথার জের টানতে হয় সারাজীবন ধরে সন্তানের মংগল কামনায়।
Wonderful movie. A complete package of love, imotion, hate, compassion, respect between couple and much more. Arpita has done an amazing job. Mind blowing performance by all.
A movie with a different mind set. Feeling can't be expressed. Awesome movie. Congratulations to all artists who contributed to make such an outstanding movie.
অসাধারণ একটি ছবি। এরকম একটি ছবি দেখার পর নিজেকে বাঙ্গালী হিসেবে ভীষণ গর্ব বোধ হচ্ছে। মনে হচ্ছে বাঙলাতেই বোধহয় সম্ভব এরকম অনবদ্য একটি পরিচালনা ,অভিনয়,গল্প আরো অনেক কিছু। আর ছবিতে ব্যবহৃত উপযুক্ত রবীন্দ্রসঙ্গীত এবং সংগীতশিল্পীর গায়নশৈলী । আর অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকে নিজেরা নিজেদের জায়গায় অপূর্ব অসাধারণ অভিনয় করেছেন। এককথায় সর্বক্ষেত্রে ছবিটি অতুলনীয়।
Good resemblance with the movie Ichche while the background music constantly reminded of Basu Paribar. At the end, I felt like binge-watching an entire series of Sahityer Sera Samay on DD Bangla from the 90s. A gem of a movie. Will archive it forever.
আসলে সবার জীবন এক নয়। কারন গুলো এক নয় তবে মিল হয়ে যায় মায়েদের sacrifice এর কাছে কত কত কত sacrifice করতে হয় একজন মাকে শারীরিক মানুষিকভাবে child rights আছে Mother rights নেই কেনো?😢
কী ভীষণ অনুভূতিশীল একটা ছবি...কী দারুণ একটা আবহ...আর শেষে চোখ ভিজিয়ে দিয়ে যাওয়া...অসাধারণ অসাধারণ
মায়েরা, কখনও ভুল হতে পারেনা ! এক অন্যরকম উদাহরণ! অভাবনীয় ❣️
অপূর্ব !বহুদিন পরে এমন একটি চলচ্চিত্র দেখতে পেলাম যা বাংলা চলচ্চিত্রের পূর্ণবয়স্ক হবার পরিচয় বহন করছে। অর্পিতার অভিনয় মুগ্ধ করল।
Khub sundor akta chalacitra dekhlam Bahu din por.
খুব সুন্দর পরিচ্ছন্ন একটি সিনেমা।এত মননশীল মা ও ছেলের সম্পর্ক ছোট থেকে বড় হয়ে ওঠা এবং মান অভিমানের পালা চলতেই থাকে। বিশেষভাবে ছোটবেলায় অনেকেই ছেলেরা পুতুল খেলে তাতে সে মেয়ে হয়ে যায় না।আর আদিল হোসেন এত গভীর অভিনয় হিন্দীও বা বাঙ্লাই হোক তিনি খুব ভালো অভিনেতা তবে ছেলের অভিনয়ে অনুভব কান্জিলালের অভিনয় খুব ভালো লেগেছে। ভবিষ্যতে তিনি আরো ভালো চরিত্রে ভালো অভিনয় করবেন আশা করা যায়।
কত বেদনা অব্যক্ত থেকেই যায় দায়বদ্ধতা র শৃঙ্খলে।মায়ের কোলে সন্তান আসে অনেক ব্যাথার রাস্তা পার হয়ে, তাই বুঝি কিছু বেদনা দুই জনই বহন করে কোন না কোন কারণে।এমন ছবি খুবই ক হয় ।অনেক শুভেচ্ছা পুরো টিমকে।
অতুলনীয়।এইরকম অনেক গোপন সম্পর্ক একটি মেয়ে এবং তাদের সন্তানের জীবনকে শেষ করে দেয়।খুব কষ্ট দেয়।সবটাই suffer করে এই দুইজন -মা এবং সন্তান।
কাহিনী, চিত্র নাট্য,ও পরিচালনায় মুন্সিয়ানার ছাপ স্পষ্ট।আর অর্পিতা চট্টোপাধ্যায় এর এরকম আন্ডারবেল্ট এর অভিনয় অসাধারণ ই শুধু নয় অনবদ্য।এ এক অন্য অর্পিতা কে পেলাম।আর সকলের অভিনয়ই সুন্দর, সাবলীল।।
এক কথায় অসাধারণ। ছবির নামকরণ এমন একটি জায়গায় এসে থামবে ভাবতেও পারিনি। ছবির সকল কলা কুশলিদেরকে ধন্যবাদ এমন একটি অনবদ্য ছবি উপহার দেয়ার জন্যে। মানুষকে কতোকিছু যে গোপন করতে হয় এক জীবনে আর সেই অব্যক্ত কথার জের টানতে হয় সারাজীবন ধরে সন্তানের মংগল কামনায়।
একটা মুভির কাহিনি একটা অদ্ভুত সুন্দর হতে পারে, কেবল কল্পনাতীত।
ধন্যবাদ।
আরো এরকমই সুন্দর মুভি ইউটিউব আপলোড এর অপেক্ষায় 🙂🙂🙂🥰
Wonderful movie. A complete package of love, imotion, hate, compassion, respect between couple and much more. Arpita has done an amazing job. Mind blowing performance by all.
অতুলনীয় কাহিনী,অনবদ্য অভিনয়,অসাধারণ উপস্হাপনা-চোখ ভিজলো জলে।
এ কোন ছোঁয়ায়, চোখ ভিজলো জলে... এক কথায় অসাধারণ!
কমেন্ট না করলে অন্যায় হবে।
দারুন সিনেমা । চোখে জল আসবেই..........
মাস্ট ওয়াচ
যারা বলে বাংলা ছবি মানেই সাউথ এর কপি, তাদের এই সিনেমা টা দেখতে বলবো।। কি দারুন অভিনয় সবার।❤️
অসাধারণ কাহিনী ছবিটির। শেষে চোখের জল আর ধরে রাখা গেল না।একটা আলাদা অনুভূতি।অসাধারণ অসাধারণ
অসাধারণ একটা মুভি। ঘটনার মধ্যে সাসপেন্স আছে। গল্পের শেষটাও বেশ ভালো।
খুন জখম রক্তপাত ঘৃণা ষড়যন্ত্র কাঁচা খিস্তি নেশা, সঙ্গে বেস লাইনের বিধিবদ্ধ সতর্কীকরণ এই যেন সিনেমার উপাদান, বিরক্তিকর।
এই সবের বাইরে সম্পর্কের অসংখ্য মাত্রা, পারস্পরিক শ্রদ্ধা, প্রতিটি চরিত্রের যুক্তিপূর্ণ আচরণ, খুব ভালো লাগলো। ভিন্নতর স্বাদের সিনেমা।
খুব সুন্দর ......দারুন অভিনয় সকলের।
খুব সুন্দর ঝরঝরে কাহিনী, পরিছন্ন অভিনয়, পরিচালনা অনবদ্য, আবহ সঙ্গীত হৃদয় ছুঁয়ে যায়।
A movie with a different mind set. Feeling can't be expressed. Awesome movie. Congratulations to all artists who contributed to make such an outstanding movie.
অসাধারণ!!! Mesmerizing!!!! কতদিন ধরে এই ছবিটা দেখতে চেয়েছি!!!! অতুলনীয়!!!
খুব ভালো ছবি।
অর্পিতা, আদিল,অনুভব ভীষন ভালো।
সংগীত পরিচালনা অসাধারণ।
Lovely movie, brilliant storyline excellent script, congratulations to all team
1:09:00 বুকটা কেঁপে উঠলো 😢 অসাধারন
অসাধারণ, অনবদ্য একটা কাহিনী। ভীষন ভালো লাগলো। ❤️👌
এরকম আরও ভালো ভালো সিনেমা দেখতে চাই।
অসাধারণ একটি ছবি। এরকম একটি ছবি দেখার পর নিজেকে বাঙ্গালী হিসেবে ভীষণ গর্ব বোধ হচ্ছে। মনে হচ্ছে বাঙলাতেই বোধহয় সম্ভব এরকম অনবদ্য একটি পরিচালনা ,অভিনয়,গল্প আরো অনেক কিছু। আর ছবিতে ব্যবহৃত উপযুক্ত রবীন্দ্রসঙ্গীত এবং সংগীতশিল্পীর গায়নশৈলী । আর অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকে নিজেরা নিজেদের জায়গায় অপূর্ব অসাধারণ অভিনয় করেছেন। এককথায় সর্বক্ষেত্রে ছবিটি অতুলনীয়।
অসাধারণ অভিনয় এবং খুব সুন্দর একটা গল্প, পরিচালক খুব সুন্দর ভাবে বোঝাতে পেরেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই।🙏🏻🙏🏻🙏🏻
Maratak....prajajana..parichalana..abhinay....ami abak suni..
Nay...ami abak habi...thanks to Arpita Chatterjee....onaka natun bhaba palam....
Good resemblance with the movie Ichche while the background music constantly reminded of Basu Paribar. At the end, I felt like binge-watching an entire series of Sahityer Sera Samay on DD Bangla from the 90s. A gem of a movie. Will archive it forever.
Osadharon sundar ekta movie dekhlam. Ekta onya dharoner sentiment nie banano. Sakaler obhinoy eto sundar hoechhe bolar noi. Khub valo laglo.
অসাধারণ অপূর্ব সুন্দর ছবি। অর্পিতা ওআদিল অসাধারণ অভিনয়।
আসলে সবার জীবন এক নয়। কারন গুলো এক নয় তবে মিল হয়ে যায় মায়েদের sacrifice এর কাছে কত কত কত sacrifice করতে হয় একজন মাকে শারীরিক মানুষিকভাবে child rights আছে Mother rights নেই কেনো?😢
এক কথায় অসাধারণ।।। সত্যিই অব্যক্ত।
Khub sundar movie porichaloker ruchir prosongsha r jogyo.
অপূর্ব ! অপূর্ব ! মনোমুগ্ধকর !
A movie with a different mind set. Feeling can't be expressed. Nice movie. All the artists contributed their best to make such an outstanding movie.
Khub sundor cinema asadharon performance
Asadharan acting all of them.
Khub bhalo ek ta bangla movie dekhlum.
Thanks for uploading this movie
arpita's performance is outstanding. superb acting...wish her all the best in her life
Khuuuub bhalo topic and presentation
osadharon movie❤️❤️❤️❤️❤️👍👍👍👍
কবেকার ঘটনা মনের মধ্যে পুষে রাখতে নেই,,মা, তো মা,ই হয়,, মায়ের বিকল্প কেউ নেই,,
Such a great Movie.
Thanks to produce this type of film❤
Ashadharon. Akta movie ato bhalo hote pare......
খুব সুন্দর পরিচ্ছন্ন একটি ছবি।শারীরিক একটা সমস্যা কে সুন্দর ভাবে রূপ দেওয়ার জন্য লেখক ও পরিচালক কে অনেক ধন্যবাদ।
What a wonderful bangla cinema. It's just beyond my words to describe the works.
Oshadharon❤
Khub sundor laglo, a must watch
অপূর্ব সিনেমা আর অভিনয় ধন্যবাদ খুব ভালো লাগলো
Khub khub bhalo laglo 👌👌👍
EXCELLENT story direction n play...scintillating...mesmerizing...🙏🙏❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👍👍👍👍💙💜🧡💗💟
চোখ ভিজে গেলো জলে।অসাধারণ সিনেমা।
Khub sundor akta movie
অপূর্ব 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
It's a different one.. Excellent.
কাহিনী, অভিনয় এবং সার্বিক উপস্থাপনা অতুলনীয়।
দারুণ!!!
শুধু আর শুধুই মুগ্ধতা ছড়িয়ে গেল!!!
Apurbo sundor kahini
Ahaa MOnta bhore gelo🥰
Apurbo ❤
বহুদিন পর এত অপূর্ব একটা বই দেখলাম
Awesome concept..loved it too much
.. but boyoshko mayer chul taa kaloi!
এক কথায় অসাধারণ
Excellent everything, Story,screenplay, direction
Khub sundor ❤
When the story line is meaningful , message is strong and the actors are competent then 100crore budget is not required.
Loved it ❤️
ভালোবাসা হৃদয়ের সাথে হৃদয়ের হয়। কাউকে ভুল বুঝার আগে কারন খতিয়ে দেখা উচিত,সে কেন এমন করছে।
asadharon
Opurbo osadharon just fatafati
Outstanding movie.....
I have never seen such a movie. I am spellbound
Bhalo laglo. ..
Awesome, I love it👍
thank you so much for this movie
Kub e sundor...... superb
Asadharon
অপূর্ব ছবি!👍👍👍
দারুণ!
Really it is a nice movie. Arpita is excellent. My salam and respect to the director of this film from Dhaka - Bangladesh.
Love from Assam, India
Darun darun ❤️❤️❤️
Just oshadharon
Besh onnorokomer valo ekta movie dekhlam 👍
অসাধারণ ❤️
অসাধারণ 👌🏼👏🏼👏🏼👌🏼
অনেক ভাল লাগলো…….
Osadharon
Excellent..speechless
hridoy chuye giyeche😌😌
অসাধারন!! সকলের অভিনয়ই মনে রাখার মত!! শুধু অকারন ইংরেজী কপচানো মানা যায়না।।
ভালো মুভি।সবাই দেখুন।New concept..
অসাধারণ একটা সিনেমা।।
Ashadharan bhabna chinta r ashadharan abhinay...🙏
অসাধারন!!
Asadharon cinema 🙏
Khub sundor movie
Very good movie. Good acting by everyone. 👍👍👍
Adil Hussain is my favourite actor......
Poignant tears in my eye's