মন্তব্য করতে চাইলাম না, কিন্তু ২০ মিনিটে একটা দেশ, দেশের ভিতরগত কঠামো ঠিক রাখার অনন্য এক পুঁথিমালা দেয়া হলো।ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। আপনার উচিত কথার সাফল্য কামনা করি।
মাত্র ২০ মিনিটে সবকিছু রোস্ট করার ট্যালেন্টকে বলে মুহিউদ্দিন ভাই.........। ভাই আমি খুব করে চাই আমাদের সব উপদেষ্টাগণ, সমন্বয়করা আর উন্মাদ বিএনপি লিডারদের এই উচিত কথা ভিডিও গুলা মনযোগ দিয়ে দেখা......... অন্তত একবার করে খুব করে চাই
যত কিছুই বলুন "বলা সহজ করা কঠিন" আরো একটা কথা , "যে যায় লঙ্কায় সেই হয় রাবণ' এর মধ্যে অনেক ভালো মানুষের চেহারা দেখেছি বর্তমানে দেখতেছি তবে সবাই ক্ষমতায় যাওয়ার আগে চেহারা ভালো মানুষের থাকে ক্ষমতায় গেলে সবাই😭 বাকিটা আর বললাম না🤐
খালেদ ভাই আপনার "উচিত কথা " অনুষ্ঠানটিকে ফেসবুকে ভিডিও গুলো দিলে খুব ভাল হত, এতে সহজে অনেকের কাছে যাবে। আমি থেকে আমরা আরো অনেকে আপনাকে দেখতে পারবে ও শুনতে পারবে। আপনার কাছে আমরা তরুনদের অনেক কিছু শিখতে পারবো। প্লিজ একটু দেখবেন বিষয় গুলো যাতে সারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে পরিবেশিত ফেসবুকে হয়
সবগুলো পর্বই সেরা, তবে এবারের টা বেস্ট অব বেস্টস্! লুনা রুশদী আপু আমার ফেভারিট এবং আপনার প্রেজেন্টেশন অসাধারন। ঝড়ের বেগে অনেক গুলো বিষয়ে জানা যায়। সবগুলোই আমার মনের কথা। উপদেষ্টা প্লাস'দের নিয়ে আপনার মন্তব্য শতভাগ সঠিক মনে করি।
মহিউদ্দিন ভাই আজকে 20 বছর পর শুনলাম কৃষক সারের দোকানের পিছে পিছে ঘুরছে সিরিয়াল দিচ্ছি অগ্রিম টাকা দিচ্ছে শুধুমাত্র এক বস্তা সারের জন্য। বাংলার প্রতিটি অঞ্চলে হাহাকার সারের জন্য 20 বছর পরে দেখছি। এ বিষয়ে খোঁজখবর নিয়া কিছু বলবেন আশা করি নেক্সট এপিসোডে।
অসাধারন! অসাধারন বলেছেন আজ খালেদ ভাই। আর তবলীগ নিয়ে কথাগুলো খুবই যৌক্তিক কথা বলেছেন। আমি নিজে একজন তবলীগের সাথী হিসেবে আপনার কথাকে সম্পুর্ণ সমর্থন জানাই।
দারুন উপস্থাপনা আজ। সাদপন্থীদের কোন দোষ নাই কেবল কোরঅনের প্রকৃত শিক্সার বিষয় উল্লেখ করা ছাড়া। সেটা ছিল এদেশের ভিক্ষাবলম্বনকারী, ধর্মব্যবসায়ী ইসলামপন্থী মোল্লা-মাওলানাদের ধর্ম ব্যবসার বিপক্ষে ছিল মাত্র কিন্তু সেটা ঠিল প্রকৃত ইসলামের শিক্ষা। এটাই সাদ সাহেবের দোষ।
দাল গঠনের চেয়ে পথ তৈরি করাটা উচিত।যেখান থেকে মানুষ বুজতে পারে কোনাটা গনতন্ত্র আর কেনটা স্বৈরশাসক। এমন একটা পথ প্রদর্শন করে যেটা দিয়ে পরবর্তীতে জনগণ প্রশ্ন করতে পারে। কিসের সংস্করণ করবে।কেন বাজার দেখবে ভবিষ্যতে নির্বাচন করবে না তাতে তো টাকা লাগবে সেটার বন্দবস্ত করার জন্যই মনে হয় ভাগে খায়।
খালেদ ভাই, আসলে উচিৎ কথা হলো " শেখ হাসিনা হেলিকাপ্টার দিয়ে ছড়ায়তে ছড়ায়তে গেছে 🤣 এবং বাংলাদেশের মানুষের পূর্ব পুরুষেরা জমিদার ছিলো .....সেই পরিমাণ জমি থাকলে বাংলাদেশটা রাশিয়ার পরিমাণ সমান হতো " 😁 ঐটা খুব মজার ছিলো। Overall 👌 Rony, ny, 🇺🇸
উচিত কথার সাত পর্বের মধ্যে আজকের পর্বটা সেরা হয়েছে।
চালিয়ে যেতে হবে উচিত কথা যেন বন্ধ না হয়।
বিশ্ব ইজতেমা নিয়ে খুবই যুক্তিসঙ্গত আলোচনা হয়েছে। ধন্যবাদ খালেদ ভাইকে। আমার মনের কথাটা ফুটিয়ে তুলেছেন আপনি।
মন্তব্য করতে চাইলাম না, কিন্তু ২০ মিনিটে একটা দেশ, দেশের ভিতরগত কঠামো ঠিক রাখার অনন্য এক পুঁথিমালা দেয়া হলো।ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। আপনার উচিত কথার সাফল্য কামনা করি।
বোধ করি উচিৎ কথা বলার ক্ষেত্রে আপনি খালেদ মহিউদ্দিন হলেন সেরাদের সেরা। 💖
আজকের উচিত কথা একেবারে সময়োচিত। উপদেষ্টা,,রাজনীতিবিদ,ধর্মীয় দলাদলি, চাঁদাবাজি সবার জন্য চমৎকার বার্তা দিয়েছেন। ধন্যবাদ।
তাবলীগ বিষয়ে সুন্দর উপস্থাপনার জন্য খালেদ মহিউদ্দিনকে অশেষ ধন্যবাদ।
উচিত কথা হোক সবসময় নিরপেক্ষ ✊
মাত্র ২০ মিনিটে সবকিছু রোস্ট করার ট্যালেন্টকে বলে মুহিউদ্দিন ভাই.........। ভাই আমি খুব করে চাই আমাদের সব উপদেষ্টাগণ, সমন্বয়করা আর উন্মাদ বিএনপি লিডারদের এই উচিত কথা ভিডিও গুলা মনযোগ দিয়ে দেখা......... অন্তত একবার করে খুব করে চাই
সঠিক বলেছেন ভাই
যত কিছুই বলুন "বলা সহজ করা কঠিন"
আরো একটা কথা , "যে যায় লঙ্কায় সেই হয় রাবণ' এর মধ্যে অনেক ভালো মানুষের চেহারা দেখেছি বর্তমানে দেখতেছি তবে সবাই ক্ষমতায় যাওয়ার আগে চেহারা ভালো মানুষের থাকে ক্ষমতায় গেলে সবাই😭 বাকিটা আর বললাম না🤐
@@mostafamiah4351ekdom bhai 😢
আজকের এপিসোডটা বেস্ট হয়েছে, একেবারে মনের কথা বলেছেন।
স্ক্রিপ্ট কিন্তু আরেক জনের লেখা
খালেদ ভাই আপনার "উচিত কথা " অনুষ্ঠানটিকে ফেসবুকে ভিডিও গুলো দিলে খুব ভাল হত, এতে সহজে অনেকের কাছে যাবে।
আমি থেকে আমরা আরো অনেকে আপনাকে দেখতে পারবে ও শুনতে পারবে। আপনার কাছে আমরা তরুনদের অনেক কিছু শিখতে পারবো। প্লিজ একটু দেখবেন বিষয় গুলো যাতে সারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে পরিবেশিত ফেসবুকে হয়
স্যার আপনি সত্যি কথাগুলো তুলে দরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
উপদেষ্টা প্লাস কথাটা দারুন লেগেছে
+শিশু উপদেষ্টা 😂
উচিত কথাগুলো অসাধারণ ছিল।সবাই পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন।
খালেদ স্যার কে এ জন্য ভালো লাগে যে উনি কখনো ই কোনো ব্যক্তি বা কোন সংগঠন নিয়ে পক্ষপাতদুষ্ট নন
উনি যেকোনো সময় যেকোনো ব্যক্তি কে উচিৎ প্রশ্ন করে থাকেন।
Shudhu bharoter pa chate ei r ki . Dalal
কবে যেন শেষ এ রকম উচিত কথা শুনছি মনে নাই। সালাম জানাই রিয়েল হিরো কে
সবগুলো পর্বই সেরা, তবে এবারের টা বেস্ট অব বেস্টস্! লুনা রুশদী আপু আমার ফেভারিট এবং আপনার প্রেজেন্টেশন অসাধারন। ঝড়ের বেগে অনেক গুলো বিষয়ে জানা যায়। সবগুলোই আমার মনের কথা। উপদেষ্টা প্লাস'দের নিয়ে আপনার মন্তব্য শতভাগ সঠিক মনে করি।
মহিউদ্দিন ভাই
আজকে 20 বছর পর শুনলাম কৃষক সারের দোকানের পিছে পিছে ঘুরছে সিরিয়াল দিচ্ছি অগ্রিম টাকা দিচ্ছে শুধুমাত্র এক বস্তা সারের জন্য। বাংলার প্রতিটি অঞ্চলে হাহাকার সারের জন্য 20 বছর পরে দেখছি। এ বিষয়ে খোঁজখবর নিয়া কিছু বলবেন আশা করি নেক্সট এপিসোডে।
"২০ মিনিটেই পুরো দেশের পরিস্থিতি"।
বাহ
ওয়াও 👏👏
খালেদ মহিউদ্দিন ভাই বরাবরের মতই সেরা 👌👌
উচিত কথার ৭ পর্ব মধ্যে আজকের পর্বটা সেরা হয়েছে চালিয়ে যেতে হবে খালেদ মহিউদ্দিন ভাই ❤
নিরপেক্ষ লীগের সভাপতি খালেদ মহিউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ 🎭
এতো উচিত কথা কইয়া কোনো লাভ নাই এই দেশে,আমাগো চরিত্র কোনো দিন পল্টাইব না, আমরা যেমন আছি তেমন ই থাকব।
😢
জী, মাঝখান থেকে নষ্ট প্রজন্মের কুলাঙ্গার বানচোত্ রা করোনা ইউক্রেন যুদ্ধের পরও সাজানো গোছানো আমাদের দেশটির গোয়াটা মেরে দিল।
খালেদ ভাই, আপনার উপস্থাপনা আমার ভালো লাগে😊
অসাধারণ বিশ্লেষণ। যথার্থ, সহমত।
উচিত কথার সাত পর্বের মধ্যে এই পর্বটিই সেরা হয়েছে। তবে প্রত্যেকটা পর্বের কথাই ছিল গুরুত্বপূর্ণ।
অসাধারণ একটি অনুষ্ঠান, উচিৎ কথা
অসাধারন! অসাধারন বলেছেন আজ খালেদ ভাই।
আর তবলীগ নিয়ে কথাগুলো খুবই যৌক্তিক কথা বলেছেন। আমি নিজে একজন তবলীগের সাথী হিসেবে আপনার কথাকে সম্পুর্ণ সমর্থন জানাই।
ভাই সবাই যদি আপনার মত ভাবত এই দেশটা/এই পৃথিবীটা কতই না সুন্দর হইতো।
ভালবাসা নিবেন❤️❤️
খালেদ মহিউদ্দিন বরাবরই সেরা !
"মুক্তিযুদ্ধ, স্বাধীনতা,মুক্তিযোদ্ধা এবং ২৪ কে দিয়ে ৭১ কে রিপ্লেস করার চেষ্টা শীর্ষক আলোচনা" নিয়ে একটি পর্ব চাই
দারুন উপস্থাপনা আজ। সাদপন্থীদের কোন দোষ নাই কেবল কোরঅনের প্রকৃত শিক্সার বিষয় উল্লেখ করা ছাড়া। সেটা ছিল এদেশের ভিক্ষাবলম্বনকারী, ধর্মব্যবসায়ী ইসলামপন্থী মোল্লা-মাওলানাদের ধর্ম ব্যবসার বিপক্ষে ছিল মাত্র কিন্তু সেটা ঠিল প্রকৃত ইসলামের শিক্ষা। এটাই সাদ সাহেবের দোষ।
সর্বোত্তম উচিত কথা
“কে কাকে ভালোবাসবে” এই কথা তা জোস।
ভাই, আপনি সত্যি অসাধারণ
কি অসাধারণ!! উপস্থাপনা খালেদ মহিউদ্দিন ভাই❤
ভাই তাবলীগ জামাত নিয়ে আপনার কথা গুলো ভাল লাগছে
19:13
উপদেষ্টা প্লাস 😂
সেরা ছিলো ভাই।😅
আজকের আলোচনা দারুণ ছিলো
খালেদ ভাই সত্যিই আপনার ট্যালেন্টের প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন।❤❤❤
আপনার প্রতিটা উপস্থাপনার জন্য অপেক্ষা করি, শ্রদ্ধেয়
খালেদ সাহেব আপনার উচিত কোথায় উচিত কাজ কি হবে বাংলাদেশে?
আপনি তো দারুণ বলেন। শুভকামনা রইল আপনার জন্য।
উচিত এর উচিৎ বলায় সেরাদের সেরা খালেদ মহিউদ্দিন ভাইয়ের জন্য শুভ কামনা রইল। ❤️
উচিৎ কথা শোনার মতো একজন উচিত উপদেষ্টা এখন নাই।
সুন্দর আলোচনা ইজতেমা নিয়ে।
বিএনপিকে দেওয়া ঠাপটা অসাধারণ ছিল 🤣
দারুন আলোচনা, গণমানুষের কথা
মামুনুল হক এইটা অনেক উস্কায় দিছে এই বললেন না কেনো
সব নষ্টের মূল মহিউদ্দিন খালিদ এর মতো ভন্ডরা। এদের ভন্ডামির খেসারত দিচ্ছে পুরো জাতি।
মামুনুল হক তোর আব্বা!
তোরাই ফ্যাসিস্ট ছিলি
তুমি বস। তুমি সেরাদের সেরা।❤
ভিন্ন পথ ভিন্ন মত কোন কিছুই সহ্য করতে পারিনা,পারছিনা।
কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সমালোচনা সহ্য করা।
খালেদ মহিউদ্দিনের তুলনা খালোদ মহিউদ্দিন ❤❤❤❤
আশা করি আপনার মাধ্যমে মানুষ সব সময় সত্যটাই জানতে পারবে।
দারুন খালেদ ভাই, চালায় যান। খুব দরকার এই সময়ে
উপদেষ্টা+ দারুণ হয়ছে ভাই
খালেদ স্যার আপনি সেরা দের সেরা❤
দেশে ধর্ম ব্যবসা বেড়ে গেছে
খুব সুন্দর আলোচনা ❤️
উচিৎ কথা ❤❤❤❤
ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আপনার উপস্থাপন চমৎকার ❤❤❤❤🎉🎉🎉
এরকম আরো শুনতে ইচ্ছে করে
সেই হইছে সেই🔥🔥🔥 চলমান থাকবে...... উচিত কথা❤️❤️ইউ
আজকের পর্বটা সেরা হয়েছে।
উচিত কথা একটা মনের খোরাক। মহি ভাইয়ের এই কথার আপেক্ষায় থাকি
ডিডাব্লিউ থেকে আজকের এ পর্যন্ত প্রতিটা এপিসোড আমি দেখেছি আপনার কথাগুলা অনেক ভালো লাগে
রাইট গুড বিশ্লেষণ যুগোপযোগী
উচিত কথার এখন পর্যন্ত বেস্ট❤️
উপ আনুষ্ঠানিক অর্থনীতি সেরা একটা শব্দ আমার ডিকশনারিতে যোগ হলো
প্রথম পর্বের পরে আজকের পর্বটা দারুন লাগলো
চমৎকার চমৎকার খালেদ ভাই বেঁচে থাকেন অশেষ ধন্যবাদ আপনাকে
ভালো হয়েছে। ধন্যবাদ।
আরোও বেশি চাই
উচিত কথা
স্যালুট বস 👌
সুন্দর উপস্থাপন, জাযাকাল্লাহ খাইরান ভাই।
ভাই একদমে যা বললেন সবকিছুই ঠিক আছে।
আল্লাহ জানে এইসব দূরগতি থেকে মুক্ত হতে পারবো কিনা।
অপেক্ষায় থাকি কথা শুনার জন্য।কাজ হবে কিনা জানিনা।
অসাধারণ আলোচনা ❤❤
আপনার এই দ্রুত বাচনভঙ্গির সংগে ঊচিত কথা আমার খুবই ভালো লাগে
সবকিছু নষ্টের মূল মামুনুল হক
সব নষ্টের মূল মহিউদ্দিন খালিদ এর মতো ভন্ডরা। এদের ভন্ডামির খেসারত দিচ্ছে পুরো জাতি।
শুধু উচিত কথা নয়। বর্তমান সময়ের একদম বাস্তব সত্য কথা।
এই কথাটা খুবই ভালো লাগলো যে পরিমান মানুষ নিজেকে জমিদার মনে করে সেই পরিমান জমি থাকলে বাংলাদেশ কানাডা হয়ে যেত ।সে...ই..
উচিত কথা চলতে থাকুক
অপেক্ষায় ছিলাম
আপনার জন্য
❤❤❤❤❤
শেষ কথা গুলো আসলেই আগুন
উপদেষ্টা প্লাস কথাটা চরম
5:38 দারুণ ছিল
সুন্দর বিশ্লেষণ
উচিত কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ❤
ভাই পর্বটি সপ্তাহে ২ বার করেন
চমৎকার বকবকানি মিঃ খালেদ
দাল গঠনের চেয়ে পথ তৈরি করাটা উচিত।যেখান থেকে মানুষ বুজতে পারে কোনাটা গনতন্ত্র আর কেনটা স্বৈরশাসক। এমন একটা পথ প্রদর্শন করে যেটা দিয়ে পরবর্তীতে জনগণ প্রশ্ন করতে পারে।
কিসের সংস্করণ করবে।কেন বাজার দেখবে ভবিষ্যতে নির্বাচন করবে না তাতে তো টাকা লাগবে সেটার বন্দবস্ত করার জন্যই মনে হয় ভাগে খায়।
আপনার অসাধারণ আলোচনা খুবই ভাল লাগল।
উচিৎ কথা শোনার মতো কেউ নাই 😂
আমি আছি
আমরা আছি
বাহ বাহ চমৎকার ❤
খালেদ ভাই,
আসলে উচিৎ কথা হলো " শেখ হাসিনা হেলিকাপ্টার দিয়ে ছড়ায়তে ছড়ায়তে গেছে 🤣 এবং বাংলাদেশের মানুষের পূর্ব পুরুষেরা জমিদার ছিলো .....সেই পরিমাণ জমি থাকলে বাংলাদেশটা রাশিয়ার পরিমাণ সমান হতো " 😁 ঐটা খুব মজার ছিলো। Overall 👌
Rony, ny, 🇺🇸
শিশু উপদেষ্টা, উপদেষ্টা প্লাস সেরা ছিলো।
আজকের পর্বের প্রতিটা বিষয়ে অসাধারণ সঠিক কথা বলছেন কথাগুলা খুবই ভালো লাগছে গত ৬ পর্বের চেয়ে
উপ আনুষ্ঠানিক অর্থনীতি (চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি! দারুন একটি বিষয় জানলাম😂
চমৎকার উপস্থাপন ❤
শিশু উপদেষ্টা আর উপদেষ্টা প্লাস এটা এই সময়ে শ্রেষ্ঠ উচিত কথা।
অনেক ধন্যবাদ স্যার।
সবকিছুর মধ্যে কয়েকটা শব্দ পেলাম দুষ্টামী,ছোট উপদেষ্টা,উপদেষ্টা+😂😂
উপ আনুষ্ঠানিক অর্থনীতি এই শব্দটা সেরা ছিল
অসাধারণ হইসে কথাগুলা
শিশু উপদেষ্টা 😂
আফসোস উপদেষ্টা দরকার একটা 😂
মাত্র একটা লাইক যথেষ্ট নয় । অসাধারণ অসাধারণ ❤