গ্রো ব্যাগের মাটিটা ভালো নয়। চারা গুলি খুব তাড়াতাড়ি ছোটো টবে প্রতিস্থাপন করো না হলে রুট পচে গিয়ে মারা যেতে পারে।ছোটো টবে প্রতিস্থাপন করার পর funguside জলে গুলে গাছের গোড়ায় সামান্য পরিমাণ দিয়ে দাও এবং ছায়ায় রাখো সুস্থ হয়ে যেতে পারে ।
@Naturewithlabani okay didi, eta bollam petuniar kotha ..4te inca gadar chara enechilam, shegulor pata o jhimiye ache, shock er jonne bujhechi but shetao ki repot kore dewa thik hobe
@@Naturewithlabani accha epsom salt ki puro gaache spray kora jabe? Pata roots shob jaygay? Notun bagani to tai tomake ektu disturb korchi, tomar video khub bhalo lage...gadar chara gulo 3 days hoyeche enechi
সরিষার খোল চার থেকে পাঁচ দিন এর বেশি ভেজালেই সাদা সাদা পোকার সৃষ্টি হয়।কাপড়ের সাহায্যে ছেঁকে ব্যবহার করতে পারো তবে যেহেতু অনেকদিন পচানো খোলজল তাই একদম পাতলা করে গাছে প্রয়োগ করবে।
ডেলা খোল যেভাবে ভিজিয়ে রেখে দিতে বলেছি ঠিক একই রকম ভাবে ও গুড়া খোল ভিজিয়ে দিতে পারো অথবা এক চামচ গুড়া খোল টবের কিনারা বরাবর ছড়িয়ে দিয়ে জল দিয়ে দাও।
Super Sonata Spray Kora Jabe Ki ?
অবশ্যই করা যাবে তবে পিটুনিয়া গাছের যেহেতু রোগপোকার আক্রমন খুব কম হয় তাই কীটনাশক পরিমাণে কম প্রয়োগ করা ভালো।
আপু কলার খোসা ভিজিয়ে রেখে যদি ঐপানিটা দেয়,,হবে??
অবশ্যই হবে তবে ভেজানোর আগে একদিন রোদে শুকিয়ে নিয়ে তারপর ভেজালে মাটিতে পিঁপড়ের সমস্যা হয়না।
বলছি আমাদের উঠানে এই সময় রোদ বেশি থাকে না তাহলে কি করা উচিত
সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত রোদ পেলেই গাছ গ্রোথ হবে ।
ঠিক আছে
Nursery theke anar du din hoyeche, 4 te charar moddhe duto chara ektu netiye geche, grow bag e ache...pata gulo jhimiye poreche ki kora uchit
গ্রো ব্যাগের মাটিটা ভালো নয়। চারা গুলি খুব তাড়াতাড়ি ছোটো টবে প্রতিস্থাপন করো না হলে রুট পচে গিয়ে মারা যেতে পারে।ছোটো টবে প্রতিস্থাপন করার পর funguside জলে গুলে গাছের গোড়ায় সামান্য পরিমাণ দিয়ে দাও এবং ছায়ায় রাখো সুস্থ হয়ে যেতে পারে ।
@Naturewithlabani okay didi, eta bollam petuniar kotha ..4te inca gadar chara enechilam, shegulor pata o jhimiye ache, shock er jonne bujhechi but shetao ki repot kore dewa thik hobe
হ্যাঁ অবশ্যই report করতে পারবে তবে first poting কিন্ত ছোটো টবে করবে।প্রতিস্থাপন করার পর যদি পারো epsome salt 1লিটার জলে 2gm গুলে গাছে spary করে দিও।
@@Naturewithlabani accha epsom salt ki puro gaache spray kora jabe? Pata roots shob jaygay? Notun bagani to tai tomake ektu disturb korchi, tomar video khub bhalo lage...gadar chara gulo 3 days hoyeche enechi
বলছি দিদিভাই খোল ভিজিয়ে রেখে ছিলাম কিন্তু তাতে ছোট ছোট সাদা রঙের পোকা হয়ে গেছে তাহলে ও ব্যবহার করা যাবে। যদি একটু বলে দাও প্লিজ
সরিষার খোল চার থেকে পাঁচ দিন এর বেশি ভেজালেই সাদা সাদা পোকার সৃষ্টি হয়।কাপড়ের সাহায্যে ছেঁকে ব্যবহার করতে পারো তবে যেহেতু অনেকদিন পচানো খোলজল তাই একদম পাতলা করে গাছে প্রয়োগ করবে।
ধন্যবাদ দিদিভাই❤❤
সরষে গুড়া থাকলে কি দেওয়া যাবে না?যদি দেওয়া যায় তাহলে কি রকম দেবো একটু বলে দেবে
ডেলা খোল যেভাবে ভিজিয়ে রেখে দিতে বলেছি ঠিক একই রকম ভাবে ও গুড়া খোল ভিজিয়ে দিতে পারো অথবা এক চামচ গুড়া খোল টবের কিনারা বরাবর ছড়িয়ে দিয়ে জল দিয়ে দাও।