তায়েফের ঐতিহাসিক স্হানসমূহ। রক্তাক্ত সেই বাগান।(তায়েফ: ১ম পর্ব)

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • পবিত্র হারামারাইন শরিফাইনের সর্বশেষ আপডেট পেতে লিংকে গিয়ে ডিভিওটি দেখুন।
    • Makkah Empty of Pilgri... ,,
    দ্বীনের দাওয়াত ও ইসলামের প্রচার-প্রতিষ্ঠা মুমিনদের উপর একটি গুরুদায়িত্ব। উম্মতে মুহাম্মাদির সাফল্য ও বিজয় এর মাঝেই নিহিত। ইতিহাস সাক্ষী, যতদিন পর্যন্ত উম্মত এই দায়িত্ব যথাযথ ও উত্তমপন্থায় আদায় করেছে, সাফল্য ও বিজয় তার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে জড়িয়ে রয়েছে। এবং দ্বীন অব্যাহতভাবে অগ্রসর হতে থেকেছে ও মৃত মানবতা প্রাণ ফিরে পেয়েছে। এরপর যখন থেকে উম্মতে মুহাম্মাদি এই দায়িত্ব পালনে অবহেলা, উদাসিনতা আর গাফলতি প্রদর্শন আরম্ভ করেছে, তখন থেকে উম্মত ধাপে ধাপে জিল্লতী ও ব্যর্থতার অতল গহবরে নিক্ষিপ্ত হয়েছে। ভাঙ্গন, বে-ইজ্জতি আর বঞ্চনা হয়েছে তাদের কর্মফল।
    নবীজি একরকম বিপন্নকাল অতিবাহিত করছেন। তাঁর ঘনিষ্ঠতম দুই জন তখন তাঁকে ছেড়ে চলে গেছেন পরপারে-যাঁরা তাঁকে আগলে রেখেছিলেন অনন্য মর্যাদায়;-প্রিয়তমা স্ত্রী খাদিজা ও একনিষ্ঠ অভিভাবক চাচা আবু তালিব-এই দুজন নানা ঝঞ্ঝামাতাল সময়ে তাঁকে মানসিক ও সামাজিক স্থিরতা দিয়ে সমর্থন সাহস বন্ধুতা ও সহযোগিতা দিয়ে আসছিলেন; কিন্তু তাঁদের অনুপস্থিতি, তাঁদের একেবারে চলে যাওয়া নবীজিকে মানসিক ও সামাজিকভাবে বিপন্ন করে তুলছিলো। নবীজির এই মানসিক ও সামাজিক বিপন্নতাকে ষড়যন্ত্রের আরেক মোক্ষম পাঁয়তারা হিসেবে নিলো মক্কার কাফেররা। এক মুহূর্তের জন্যেও তারা নবীজিকে ছাড়লো না-যত রকমভাবে হতে পারে এবং না-হতে পারে, তার সকলভাবেই তারা নবী-জীবনকে বিষিয়ে তুললো। মক্কায় ইসলামের দাওয়াতপ্রদান ও মানুষের ইসলাম-গ্রহণের ব্যাপারে একরকম নৈরাশ্য তৈরি হলো।
    তখন নবুওতের দশম বছর। মদিনার পাশে এক ফলফলাদিপ্রজ শহরের নাম তায়েফ। নবীজি শাওয়াল মাসের শেষ দিকে হযরত যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে তায়েফে গমন করেন, এবং তায়েফবাসীদেরকে তিনি সত্যের বাণীর দিকে আহবান করেন। দীর্ঘ এক মাস কাল যাবৎ ক্রমাগত তাদের মাঝে তাবলিগ ও হোদায়েতের কাজে নিয়োজিত থাকেন; কিন্তু একটি লোকের ভাগ্যেও সত্য গ্রহণের তাওফিক হলো না; জালেমরা বরং শহরের কিছু বখাটে ও লম্পট ছেলেদেরকে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য লেলিয়ে দেয়। এই পাষাণ-হৃদয় হতভাগারাও নবীজির পেছনে লেগে পড়ে। নবীজির উপর তারা এমনভাবে পাথর নিক্ষেপ আরম্ভ করে যে, তাঁর পা মোবারক রক্তাক্ত হয়ে গেলো। হযরত যায়েদ ইবনে হারেসা রাযিয়াল্লাহু আনহু যেদিক থেকেই পাথর আসতে দেখতেন, সেদিকেই তিনি দাঁড়িয়ে যেতেন এবং পাথরের আঘাত তাঁর গায়ে এসে লাগতো। একসময় আঘাতে আঘাতে হযতর যায়েদও রক্তাক্ত হয়ে পড়েন। নবীজির এই কষ্টপীড়িত সময়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান।
    ফেরেশতা তায়েফবাসীর উপরে আজাবের পরোয়ানা নিয়ে আসেন; কিন্তু তিনি রহমতুল্লিল আলামিন-তিনি তাতে সায় দেন না; তাঁর মুখে উচ্চারিত হয় দয়ার বাণী; অথচ তাঁর পবিত্র ঠোঁটের ঈষৎ কম্পনেই তায়েফবাসীর সকল উম্মাদনা এবং মত্ততার পরিসমাপ্তি ঘটে যেতে পারতো এবং তায়েফ ও তায়েফবাসীর নাম-নিশানা পর্যন্ত ভূ-পৃষ্ঠ হতে নিশ্চিহ্ন হয়ে যেত পারতো।আল্লাহ তায়ালা রাসুল সা. এর প্রতিটি বস্তু, কথা এবং কাজকে সংরক্ষণ করেছেন। চাই সেটা তুচ্ছ থেকে অতিতুচ্ছ কোনো কিছু হোক না কেন। বস্তুত আল্লাহর রাসুল সা. এর কোনো কিছুই যে তুচ্ছ বা অপ্রয়োজনীয় নয়, তা বোঝানোর জন্যই আল্লাহ তার রাসুলের সবকিছু সংরক্ষণ করেছেন।
    রাসুল সা. পোষ্যপ্রাণীদের নামকরণ করেছেন সেটাও হাদিসের পাতায় পাতায় সংরক্ষিত রয়েছে।
    এ প্রসঙ্গে পাকিস্তানের প্রখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল এক বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা আমাদের নবীর ছাগলগুলোর নাম পর্যন্ত সংরক্ষণ করেছেন।
    রাসুল সা. এর ৯টি ছাগল ছিল। এই ৯টি ছাগলের দুধ প্রতিদিন সন্ধ্যায় আল্লাহর রাসুলের ঘরে পৌঁছে দেওয়া হতো। সেই ছাগলগুলোর নাম - আজওয়াহ, সাকিয়্যাহ, যমযম, বারাকাহ, ওয়ারাছাহ, ইতলাল, আতরাফ, গিফাহ ও ইমিরাহ।
    নয়টি ছিল বকরি আর একটি খাসি। সেই ছাগলটির নাম ছিল ‘ইউমন’।
    তিনি বলেন, কী বিস্ময়কর বিষয়! আল্লাহ তায়ালা কেবলমাত্র রাসুল সা. এর জীবন ও সীরাতকেই সংরক্ষণ করেননি; তার ছাগলগুলোর নাম পর্যন্ত সংরক্ষণ করেছেন।
    মাওলানা তারিক জামিল বলেন, এমনিভাবে রাসুলের উঠ, খচ্চর, গাধা এবং ঘোড়ার নামও সংরক্ষণ করেছেন তিনি। হযরত রাসুল সা. এর উটের নাম ছিল- আদবা, শাহবা, জাদআ ও কাসওয়া।
    রাসুল সা. এই উঠগুলোর ওপর সাওয়ার হতেন। দুলদুল ও আফীর নামে রাসুলের দুটি খচ্চর ছিল। তিনি যেসব ঘোড়ার উপর আরোহণ করেছেন তার নাম হলো- সাকাবম সাবহা, লাহিফ ও তাররায।
    ( #Road_To_Hijaz #হারামাইন_নিউজ_আপডেট )
    গুরুত্বপূর্ণ আরো ভিডিও লিংকক নিচে দেয়া হল
    ♦♦♦♦♦_______________♦♦♦♦♦♦
    ♦★নবীজি'র থুথু মোবারকে মিষ্টি হল যে কূপের পানি:
    • নবীজির থুথু মোবারকে মি... ,
    ♦★ মা খাদিজা রাযি: এর কবর: • মা খাদিজার কবর। জান্না... ,
    ♦★ প্রিয়নবী ﷺ এর জন্মস্হান: • নবি করিম সাঃ এর জন্মস্... ,
    ♦★ উহুদ যুদ্ধের ঐতিহাসিক স্হান: • রক্তাক্ত ওহুদের ময়দান ... ,
    ♦★ কাবা শরীফের ইমামদের নাম: এই লিংকে পাবেন- • Video ,
    ♦★ ইসলামের প্রথম মসজিদ কোনটি???
    • ইসলামের ইতিহাসে প্রথম ... ,
    ♦★ নতুন মিকাত মসজিদ দেখতে---
    • নবীজি সাঃ কর্তৃক সরাসর... ,
    ♦★কেমন ছিল হজ:২০১৯ ইং????
    দেখুন--- • পবিত্র হজ্ব ২০১৯ ইং | ... ,
    ♦★মুজদালিফার ময়দান দেখতে---
    • হাজীগণ যেখানে খোলা আকা... ,
    ♦★ওমরা মসজিদ/ মসজিদে জিরানা: লিংকে যান--
    • রাসুলুল্লাহ্ সাঃ যে মস... ,
    ♦★মসজিদে আয়েশার ভিডিও নিচের লিংকে গেলে পাবেন-- • #Masgid_al_ayesha | আম... ,
    ♦★Follow us on FB→ / ah-noman-makki-1177765...
    উপস্হাপনা ও পরিচালনায়: AH Noman,
    ♦♦♦♦ ANTI-PIRACY WARNING♦♦♦♦♦ Please never try to copy our content. If you trying to duplicate our any content then we are complaining yours against,
    ◄▌● Don' Forget To Subscribe ● ▌►

КОМЕНТАРІ • 89